স্যার আমি মিলন করেছি ৫ তারিখ। কিন্তু কোনো বিয যৌনির ভেতরে পড়ে নাই। আমার মাসিক অনিয়মিত।আমার মাসিক হয়েছিল ডিসেম্বর মাসে ২০ তারিখ। কিন্তু আজ ২৩ তারিখ। আমার মাসিক হয়নি। ২১ তারিখে আমার পেটে হালকা ব্যাথা হয় সাথে সাদা স্রাব হয়। এখনো টেস্ট করিনি। আমার কি মাসিক হবে নাকি বাচ্চা হবে। জানাবেন প্লিজ
অনেক সময় মাসিকের দিন ৫-৭ দিন আগে পিছে হয়ে থাকে ৭-১০ দিন অপেক্ষা করুন । সন্দেহ হলে - আপনি ঘরে বসে একটি কিট দিয়ে প্রেগন্যান্সি পরীক্ষা করে দেখতে পারেন । আর আপনার অনিয়মিত মাসিকের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিন । ধন্যবাদ । আমাদের চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন ।
স্যার আমি মিলন করেছি ৫ তারিখ। কিন্তু কোনো বিয যৌনির ভেতরে পড়ে নাই। আমার মাসিক অনিয়মিত।আমার মাসিক হয়েছিল ডিসেম্বর মাসে ২০ তারিখ। কিন্তু আজ ২৩ তারিখ। আমার মাসিক হয়নি। ২১ তারিখে আমার পেটে হালকা ব্যাথা হয় সাথে সাদা স্রাব হয়। এখনো টেস্ট করিনি। আমার কি মাসিক হবে নাকি বাচ্চা হবে। জানাবেন প্লিজ
অনেক সময় মাসিকের দিন ৫-৭ দিন আগে পিছে হয়ে থাকে ৭-১০ দিন অপেক্ষা করুন । সন্দেহ হলে - আপনি ঘরে বসে একটি কিট দিয়ে প্রেগন্যান্সি পরীক্ষা করে দেখতে পারেন ।
আর আপনার অনিয়মিত মাসিকের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিন । ধন্যবাদ ।
আমাদের চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন ।