"দেখেছিলেম তারে ", কবি - গৌতম মণ্ডল, কণ্ঠে - তাপস কর্মকার
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- কবিতা - " দেখেছিলেম তারে "
কবি - গৌতম মণ্ডল
কণ্ঠে - তাপস কর্মকার
_______________________________
আমি দেখেছিলেম তারে
নীল কাঁসায়ের তীরে ৷
কচি সবুজ ধান ক্ষেত ,
আর জংলা মাঠের ধারে ৷
আমি দেখেছিলেম তারে
কুয়াশায় ভাসা ভোরে ৷
শিশিরে ভেজা দূর্বা ঘাস ,
মা'র শ্যামল আঁচল ' পরে ৷
আমি দেখেছিলেম তারে
শ্বেত পদ্মের সরোবরে ,
যেথা ভ্রমর - ভ্রমরী আপন মনে
গুন্ গুনিয়ে ওড়ে ৷
আমি দেখেছিলেম তারে
লক্ষ্মী ঠাকুর ঘরে ,
আমন ধানের বিনুনী যেথা
আল্পনা আঁকা দ্বারে ৷
আমি দেখেছিলেম তারে
ছোট বাঁকা নদীটিরে ,
যেথা নায়ের মাঝি নৌকো ভাসায়
ভাটিয়ালি মেঠো সুরে ৷
আমি দেখেছিলেম তারে
দূর দিগন্ত পারে ,
যেথা দিনের শেষে সুয্যি ডোবে
নতুন ভোরের তরে ৷৷
.......................................................