Firiya Jodi Se Ase ॥ ফিরিয়া যদি সে আসে ॥ Nazrulgeeti ॥ Pialy Kundu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии •

  • @byasdev_sarkar
    @byasdev_sarkar 9 месяцев назад +2

    খুব শ্রুতিমধুর হয়েছে।

  • @ahsanexpress
    @ahsanexpress 10 месяцев назад +3

    গানটা শুনলে আমার চোখে জল আসবেই। কঠিন গানটি এত সুন্দর আবেগ দিয়ে অসাধারণ পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 9 месяцев назад +1

    কী বলবো ,আমি ভাষাহীন। নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না এ গান না অন্য কিছু ! ! ! অনেক বড়ো হও,অনেক দূর অগ্ৰসর হও - আমার এ প্রাথ'না রইলো তোমার জন্য মা পিয়ালী ।

  • @soumyagoswami6503
    @soumyagoswami6503 Месяц назад

    আহা অসাধারণ.... যেমন গাওয়া তেমন‌ই সঙ্গত 🙏🙏... অত্যন্ত পছন্দের একটি নজরুলগীতি....

  • @niyatidas4945
    @niyatidas4945 15 часов назад

    অসাধারণ আশীর্বাদ রইলো ❤

  • @chaitalidas2166
    @chaitalidas2166 11 месяцев назад +1

    Tomar moto eto sundor kore kauke gaite suni ni . Asadharon.Ami bar bar suni tomar ei gan.Aha!!!!!!!ki apurbo!!❤❤

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 22 дня назад

    অপূর্ব হৃদয় স্পর্শী। 🌹

  • @mondiramondal6484
    @mondiramondal6484 Год назад +1

    কী ভাষায় ব্যক্ত করবো ..... কোনো শব্দ যে খুজে পেলাম না ❤❤❤

  • @-kayes
    @-kayes Месяц назад

    পিয়ালী দিদি আপনি এত সুন্দর করে গান করেন যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ভালোবাসা দিদি 💖💖

  • @AmitKumar-xw6vf
    @AmitKumar-xw6vf Год назад +2

    দারুণ দারুণ অপূর্ব পরিবেশনা। প্রাণশক্তিতে ভরপুর।।

  • @syedarman4448
    @syedarman4448 6 месяцев назад +3

    আহ্! জৈষ্ঠের প্রখর দাবদাহে যেন এক পশলা শীতল বৃষ্টি!

  • @goparoy
    @goparoy Год назад +1

    আহা মন বেদনায় ভারাক্রান্ত হলো, অপূর্ব

  • @mkbiswas3898
    @mkbiswas3898 Год назад +1

    অনেক দিন পর আবার তোমার গান শুনলাম। মুগ্ধ হলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন।😅

  • @krishnagopaldeb4393
    @krishnagopaldeb4393 Год назад +1

    আহা আহা অসাধারন একটি গান গেয়ে শোনালে❤❤রৈল

  • @anurupmanna5955
    @anurupmanna5955 Год назад +22

    হৃদয়স্পর্শী গান... তেমনি গায়কী...এই সস্তা বিকৃত বিনোদনের যুগে আপনার এই সোনালী অতীতকে বাঁচিয়ে রাখার নিরবিচ্ছিন্ন সাধনাকে জানাই হাজারো কুর্নিশ 🙏🙏🌹🌹

  • @dipakkumarchanda1768
    @dipakkumarchanda1768 Год назад +1

    খুবই সুন্দর একটি নজরুলগীতি গাইলে মামনি পিয়ালি । কণ্ঠ তৈরী না থাকলে গানটি গাওয়া যায় না । কাজেই গানটি সচরাচর শোনা যায় না। আমি অভিভূত । খুবই ভালো লাগল পিয়ালি মামনি ।শুভেচ্ছা রইল ।

  • @aparnaganguly8073
    @aparnaganguly8073 Месяц назад

    অপূর্ব সুন্দর হয়েছে 👌
    মন ছুঁয়ে যাওয়া রেশ থেকে যায়।

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад +1

    আবার শুনছি গো খুব ভালো লাগে এই গান শুনে সময় কাটাই

  • @sarmishthabasu
    @sarmishthabasu Год назад +3

    আজকাল নজরুলগীতি গাইতে শোনা যায় না । এই ধরণের গান গাওয়ার জন্য অনুশীলন প্রয়োজন । খুব ভাল লাগল । কন্ঠমাধুর্য আর গায়কীর গুণে অনবদ্য ।

  • @SumanasMelody
    @SumanasMelody 6 месяцев назад +2

    আহা ❤,,, অপূর্ব ❤

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 7 месяцев назад +2

    এইসব অসাধারণ সুন্দর গানের কোনো তুলনা নেই। আপনার মতো অসাধারণ শিল্পী ছাড়া এই অসাধারণ সুন্দর পরিবেশনা অসম্ভব।

  • @drsumanjana5667
    @drsumanjana5667 Год назад +1

    তুমি এত সাবলীল, তুমি অনেক দূর যাবে ❤

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 4 месяца назад

    সুপার ক্ল্যাসিক সংগীত। অসাধারণ সুন্দর পরিবেশন!

  • @ShyamalBhattacharya1963
    @ShyamalBhattacharya1963 5 месяцев назад +1

    Uff কি অপূর্ব গলা , সাবাস,

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  5 месяцев назад

      অনেক ধন্যবাদ

    • @ShyamalBhattacharya1963
      @ShyamalBhattacharya1963 5 месяцев назад

      @@PialyKunduOfficial ম্যাডাম আপনি তো দারুন গান গান l ki মিস্টি গলা

  • @susmitabanerjee9254
    @susmitabanerjee9254 Год назад +1

    Asadharon ❤️
    Kono biseson e jathesto noy ❤

  • @debibanerjee5243
    @debibanerjee5243 Год назад +4

    অসাধারণ অনুভূতির একটি ক্লাসিক গান শুনলাম। ধন্যবাদ ও অভিনন্দন।

  • @sanchitadas3968
    @sanchitadas3968 Год назад +1

    আহা অপূর্ব অপূর্ব গায়কী মুগ্ধ হলাম

  • @KabitayJagi
    @KabitayJagi Месяц назад

    আহা অপূর্ব অপূর্ব। শুধুই মুগ্ধতা ❤❤

  • @goutammatilal5686
    @goutammatilal5686 8 месяцев назад +1

    Mon pran vore gelo. Uchharon poriskar, onek artist valo gaan koren kintu kotha bojha jaina.
    Ki asadharon sur kore gachen sroddheo Kaji Nazrul Islam.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @rumaghosh7044
    @rumaghosh7044 Год назад +1

    Anek anek àsirbad tomai kori tumi aivabe agea jao.tomar gan amar khub khub valo lage.manna da beche thakle tomai khub àsirbad korto

  • @debashishbhattacharjee9264
    @debashishbhattacharjee9264 6 месяцев назад +1

    Khub sundor,may mother goddess Saraswati bless you a love u all and regards to your accompanist.

  • @ajoykumarmahapatra2816
    @ajoykumarmahapatra2816 8 месяцев назад +2

    অপূর্ব কণ্ঠ অপূর্ব গান গাওয়ার ভঙ্গিমা এবং তবল জিগো অনেক ধন্যবাদ

  • @Abid-jm8th
    @Abid-jm8th 7 месяцев назад +1

    প্রাণ ভরে গানটা শুনলাম। অনেক ভালো লেগেছে। আরো নজরুলের গান শুনতে চাই।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  7 месяцев назад +1

      অনেক গেয়েছি, এই চ্যানেলেই পাবেন

  • @bimalkrishnasarkar-xo7rl
    @bimalkrishnasarkar-xo7rl Год назад +3

    একটি কথাই বলবো -- অসাধারণ ! পন্ডিত তুষার দত্ত ও পন্ডিত সুকুমার মিত্র মহাশয়ের এই গানটির রেকর্ড আছে। একটি অনিন্দ্য সুন্দর গান তুমি পরিবেশন করলে মামুনি । ধন্যবাদ জানাই তোমাকে।❤❤❤

  • @samazbasher2226
    @samazbasher2226 Год назад +1

    অসাধারণ, জবাবনেই মামনি।

  • @amalendubhusanroy
    @amalendubhusanroy Год назад +1

    দারুন গা্য়কী ভঙ্গিমা। অত্যন্ত চিত্তাকর্ষক।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Год назад +5

    🥀🌹 এতো মিষ্টি কন্ঠস্বর মন জুড়িয়ে গেলো।🥀22.06.2023.

  • @happypaul9536
    @happypaul9536 Год назад

    আমার ভীষণ প্রিয় একটি গান, এতো ভালো লাগলো দিদি, কমেন্ট না করে পারলামনা🎉🎉। আরও এগিয়ে যাও দিদি।

  • @AshisChattaraj
    @AshisChattaraj 9 месяцев назад +1

    তোমার মায়াবী মুখে মায়াবী কন্ঠ অপূর্ব তাই বারবার শুনি

  • @souravbhattacharya68
    @souravbhattacharya68 10 месяцев назад +1

    অপূর্ব নিবেদন, মন ভরে গেলো

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад

    মাগো তোমার গান শুনে সারাদিন কাটে আর যে গান টা খুব ভালো লাগে সেই গান টা সারা দিন শুনি ভালো থেকো তোমরা

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад +2

    কে বলে সাংঘাতিক কিছু হবে না ? এরকম কঠিন একটা গান, রবাবের জবাব যবে কাঁদিবে.....বাহ... বাহ...অপূর্ব......
    আজকের রেকর্ডিং ও দারুণ হয়েছে..মাইক্রোফোন ডিষ্টান্শ ঠিক ছিল, গৌতম দা এবং কৌশিক দাও চমৎকার....

  • @prinkyasaha3117
    @prinkyasaha3117 10 месяцев назад +1

    আমি ত্ত্যেমার গান শুনে থাকি। খুব ভালো লাগে।❤❤❤❤❤❤

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    গানটি শুনে মনে এই কবিতার চরণগুলি মনে পড়ছে। তারি মাঝে যাব অভিসারে তার কাছে জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে।

  • @tapaskumarchatterjee100
    @tapaskumarchatterjee100 Год назад +1

    অসাধারণ একটি নিবেদন।

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Год назад +2

    হারমোনিয়াম..আহা 🥰
    কৌশিক বাবু....আশ মিটিয়ে দিলেন 👏
    পিয়ালী.... অনেকদিন পর নজরুলগীতি শুনলাম। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মন্ত্রমুগ্ধ..❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +3

      কৌশিকদার তবলার কোন তুলনা হয় না 😀😀

    • @prajnaparamamitra1091
      @prajnaparamamitra1091 Год назад +1

      @@PialyKunduOfficial সত্যিই তাই...এত সুন্দর বাজান !!

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 7 месяцев назад +1

    আহা কি অসাধারণ সুন্দর!

  • @sandhyaghosh7888
    @sandhyaghosh7888 Год назад +2

    কবি নজরুলের বড়ৈ কঠিন গানটি, শিল্পীর হৃদয়স্পর্শী আবেগভরা কণ্ঠে এক অনবদ্য পরিবেশনা। অপূর্ব গায়কীর সার্থকতা তো সুর মধুর কণ্ঠের মধ্যে বিরাজমান, যা শুনলে ভক্ত ও শ্রোতাদের মনে এক নবদিগন্তের উদয় হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম 👌🌹❤️

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      অনেক ধন্যবাদ, সত্যি খুব কঠিন গান 😑

  • @bhramarmazumdar3793
    @bhramarmazumdar3793 Месяц назад

    বছর খানেক আগে আপনার এই গানটা আমি আগেও শুনেছি খুব ভালো গেয়েছেন

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 5 месяцев назад +1

    অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ!!!

  • @utpalsengupta9697
    @utpalsengupta9697 Год назад

    আহা কি ভালো যে লাগলো.... কাকে ছেড়ে কাকে বলি......

  • @debikamukherjee3398
    @debikamukherjee3398 10 месяцев назад

    অসাধারণ। বাকরূদ্ধ হোলাম। অসম্ভব সুন্দর পরিবেশনা ❤❤। তবলা ও হারমোনিয়াম অনবদ্য উপস্থাপন ❤

  • @apurbabhattacharjee9327
    @apurbabhattacharjee9327 Год назад +3

    দারুণ গাইলে দিদি ভাই। ❤❤

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 Год назад

    Ragasroyee ei Nazrul Geeti ti onek bhalo laglo Piyali er konthe.

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Год назад +3

    🥀 এত সুন্দর গেয়েছেন। আপনার গাওয়া নজরুল সংগীত ভীষণ ভালো লাগে। "প্রিয়" এমনো রাত যেন যায় না বৃথাই। গানটা ভীষণ ভালো লাগে। খুব মিষ্টি!!! ভীষণ ভালো গেয়েছেন ম্যাডাম। বারবার আমি শুনছি। 🙏🙏🙏🙏🙏🙏
    22.06.2023.

  • @dipanwitabanerjee5230
    @dipanwitabanerjee5230 6 месяцев назад +1

    দুরন্ত ❤️👌🏻.... আহা কি রেঞ্জ!!

  • @amiyokundu4012
    @amiyokundu4012 Год назад

    বড় হৃদয়স্পর্শী নিবেদন। নজরুল সঙ্গীত তোমার কণ্ঠ ও গায়কীতে সব সময়ই অন্য একটা ভালোলাগার আবেশ আনে।বোন, তোমার নিরন্তর, নিরলস সঙ্গীত সাধনা প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা রইল। খুব ভাল থেকো,বোন।

  • @henarahman2525
    @henarahman2525 Год назад +2

    অসাধারণ!!!❤️❤️❤️

  • @barnalidey6637
    @barnalidey6637 Год назад +3

    অনন্য সাধারণ একটি পরিবেশন..... পরিষ্কার সুরেলা কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ,
    অপূর্ব গায়ন শৈলী .... একদম মন ছুঁয়ে গেল...... ❤❤👋👋👋

  • @malaykantibasu
    @malaykantibasu Год назад

    কেয়্যা বাত্ , একরাশ মুগ্ধতা !!!!!!!!

  • @mdsabbirislamnibir3377
    @mdsabbirislamnibir3377 Год назад +1

    অনেক অনেক সুন্দর উপস্থাপন হয়েছে দিদি ভাই৷

  • @bikashchakraborti6538
    @bikashchakraborti6538 Год назад +1

    খুব সুন্দর গেয়েছ, ভালো লেগেছে।

  • @somnathchaudhuri497
    @somnathchaudhuri497 Год назад +1

    এক কথায় অসাধারণ

  • @arindamguha7204
    @arindamguha7204 Месяц назад +1

    আহা খুব ভালো👍❤

  • @mousumikaranjai230
    @mousumikaranjai230 Месяц назад

    Ashaadharooon apurboo Apurboo asshadharon gaile.mon bhore gelo

  • @joytara8187
    @joytara8187 3 месяца назад

    সাদু সাদু সাদু ❤❤❤❤❤

  • @himadribhattacharya3337
    @himadribhattacharya3337 8 месяцев назад +1

    Excellent. Jeeti raho. God bless.

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 10 месяцев назад

    তুমি যখন তাল ধরে গান কর তখন তোমার এক্টিভিটস দেখতে এতো সুন্দর লাগে এক কথায় আমি খুশিতে আত্মহারা হয়ে যাই।অনেক অনেক ভালবাসা রইল। ধন্যবাদ।।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    এক কথায অপূর্ব। রাগমিস্ত্রিত এই নজরুল গীতিটি শুনতে শুনতে মনে হচ্ছিল "কেমন করে গাম করো হে গুনী " আমি অবাক হয়ে শুধু শুনি শুধু শুনি।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      ধন্যবাদ

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      এই সব রাগমিশ্রিত নজরুল গীতি চিরনূতন চিরভাস্বর হয়ে থাকবে আকাদের মত শ্রোতাদের হৃদয়ে ও মনে ৷

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      ' আমাদের মতো

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe Год назад +2

    খুব সুন্দর লাগলো। এমন হৃদয় দিয়ে গাও বলে সাফল্য একদিন আসবেই।

  • @subhaschandrabhattacharyya86
    @subhaschandrabhattacharyya86 5 месяцев назад +1

    অসাধারণ।

  • @asitroy3546
    @asitroy3546 Год назад +2

    Apurbo gun nice voice

  • @samirpurkait2494
    @samirpurkait2494 Год назад +1

    ❤❤vison, vison, vison valo hoechhe ❤❤

  • @amitdas9885
    @amitdas9885 Год назад

    অসাধারণ অতুলনিয ফেরেড

  • @subikashdeb2432
    @subikashdeb2432 Год назад

    খুব সুন্দর এবং হৃদয় ছোঁয়া পরিবেশনা।দারুন লাগলো।ধন‍্যবাদ আর চর্চা না থাকলে শুধু শুনে শুনে এতো ভালো গাওয়া যায় না।

  • @tapasgangopadhyay4462
    @tapasgangopadhyay4462 10 месяцев назад +1

    ভালো লাগল বেশ।

  • @MANIKLAL410
    @MANIKLAL410 Год назад

    Apurbo mane kichu bolar moto vhasa khuje pachi na ❤

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    বেশ কঠিন‌ ক্লাসিক্যাল গান। গানে কবি নজরুল প্রেমের বিরহের বার্তা দিয়েছেন। পিয়ালী গানটি অপূর্ব গেয়েছো। এতখানি ভালো গেয়েছো যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। ভালো লাগলো।

  • @AshisChattaraj
    @AshisChattaraj Год назад

    তোমার গান টা অপূর্ব তবলা বাবুর তাল মাত্রা খুব ভালো

  • @subodhbalok1447
    @subodhbalok1447 Год назад

    অসাধারণ... দুর্দান্ত উপস্থাপন। এই সিরিজের প্রতিটা গান ভীষণ ভালো হয়েছে.. যেন ত্রিরত্নের মেলা

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      Ei series er to aktai gaan berolo.. baki gulo to akhono release hoyni 😀

    • @subodhbalok1447
      @subodhbalok1447 Год назад

      @@PialyKunduOfficial ও আচ্ছা, sorry.. আমি ভেবেছিলাম এটাও আগের সিরিজের সঙ্গে করা, শুধু পোশাক টা পরিবর্তন করে। নতুন সিরিজ হলে তো খুবই ভালো, আরো কিছু ক্লাসিক্যাল গান পাওয়া যাবে..

  • @papiadas.7209
    @papiadas.7209 10 месяцев назад

    Xcelent ❤❤❤
    Ami age sunechi.

  • @subhraghosh6401
    @subhraghosh6401 10 месяцев назад

    Darun 👍 , abar o sunlam , bar bar suni mone hoye ,❤❤

  • @tauhidchowdhury5029
    @tauhidchowdhury5029 Год назад

    এত তৈরী কন্ঠ! মনে হয় যেন আদি রেকর্ডিং এর কোন শিল্পী গাইছেন । বাংলাদেশ থেকে অসংখ্য শুভকামনা 💐 🇧🇩

  • @sourashismajumder9707
    @sourashismajumder9707 Год назад

    Yes, আমার অনুরোধ ছিল।Sister কাজী নজরুলের মর্মস্পর্শী গানটি পরিবেশন করার জন্য তোমাকে জানাই হার্দিক উষ্ণ অভিনন্দন। অসাধারণ, এককথায় অনবদ্য পরিবেশন, এই গানে তুমি নিজেকেই ছাপিয়ে গেছো । কৌশিক দা এবং গৌতম দা সুন্দর সাথসঙ্গত করেছেন।🎉 তোমার আগামী গানগুলো আরো উজ্জ্বল হয়ে উঠুক। Sister ভালো থেকো, সুস্থ থেকো। Ashis Majumder

  • @asmatali756
    @asmatali756 Год назад

    বা খুব সুন্দর, একই মাংস রাঁধুনির রান্না কৌশলে যেমন স্বাদের রকমফের হয ,তেমনি তোমার পরিবেশন গুনে শোনা গান ও তোমার কণ্ঠ থেকে বার বার শুনতে চাই।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +1

      এইটা খুব ভালো বলেছেন, আরো গাইবো 😀🙏

  • @sunilmandal5778
    @sunilmandal5778 Год назад +1

    APURBA.. APURBA.. EI NAZULGEETI.. KI ASADHARAN GAYKI... HRIDAY BHORE GELO... GOLAP PHUTECHHE PRATI CHHATRE. MA PIALY, EGIYE CHOLO ... GOD BLESS YOU.. ❤❤

  • @soumyajyotibiswas5327
    @soumyajyotibiswas5327 Год назад

    প্রিয় গান এবং খুব কঠিন গান। তিন জন ই প্রশংসনীয়। 👏👏👏🙏🙏🙏

  • @dilipkumarpalchowdhury9019
    @dilipkumarpalchowdhury9019 6 месяцев назад +5

    গানটা শুনলাম। জোয়ারীভরা সুর লালিত্য থেকে একটা চীৎকারের কার্কশ্য কানে বেজেছে। প্রতিটি বাণী বা শব্দোচচারণের শেষে একটা অস্হির কম্পমানতা কানে লেগেছে। নিজের গান নিজে মন দিয়ে শুনলে অনুভব্য হবে আশা করি। গানটা প্রথম থেকেই একটু দ্রুত মুখরা নিয়ে ধরা হয়েছে। তবলা বাজানোটাকে একটু expedite করে বাজাতে হয়েছে তাই। কিন্তু গানটা একটু ঠায় লয়ে ধরলে আমার মনে হয় গানটার মধ্যে যে একটা classical mixture, গাইকি, কাজ ,দানা ,ষড় অলঙ্কারের মধ্যে অন্যতম আন্দোলন ,ratio-control এবং গানের মধ্যে যে একটা pessimistically romantic tender lyricisms আছে -----একটা বেদনার অভিব্যক্তি impact আছে তা aesthetically reveal হয়ে আরো appreciable হতো। গান একটু fast ধরলে বুঝতে হবে সুর বা স্বরগ্রামে গলা না লাগার বা একটা flying trend থেকেই যায়। এই গানটার presentation-এ যে এটা ঘটেছে সে কথাটা বলার অপেক্ষা থাকে না। গানটা গাওয়ার সময় physical get up ও body language-এ পরিশীলিত ও মার্জিত ভাবের অনেকটাই অভাব দেখলাম।বড়‌ বড় ওস্তাদ ও বিখ্যাত বিখ্যাত মহিলা শিল্পীদের গান পরিবেশনর সময় air, attitude, gesture, posture, manner of delivery ইত্যাদি দেখলে অনেক শিক্ষা নেওয়ার ও পাওয়ার থাকে। গান গাওয়ার সময় তবলচি বা harmonium ist-কে কোনো direct বা হাত তুলে নির্দেশ দেয়ার প্রচেষ্টা একদম সৌজন্য বহির্ভূত ব্যাপার ।হ্যা, নির্দেশ বা ইঙ্গিত টিঙগিত দেওয়া যেতে পারে বা দেওয়া হয় নিঃশব্দে ও দৈব নির্দেশের মত। আরো অনেক কিছু বলার ছিল। আপাতত আর কিছু বলছি না। শেষে বলি স্পষ্ট উচ্চারণ ,সুর লাগানোর মুখরিত প্রচেষ্টা, গলার volume, গলার কাজ করার সময় লয়ের সুরক্ষা, classical touch ইত্যাদির জন্য অভিনন্দন। আমার এই মন্তব্যের সমালোচনাও চাই।

    5:40

    • @mitalimukhopadhyay7687
      @mitalimukhopadhyay7687 5 месяцев назад

      Ami apnar gan sab sunechi kintu ei gan ta kothay jeno sur tal lay gondogol hoye gache asa korchi amar favourite silpi k abar bhalo bhabe gaite dekhbo

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 Год назад +1

    অসাধারণ সেমি ক্লাসিক্যাল কম্পোজিশন। সম্পূর্ণ গলা ছেড়ে দারুণ ভালো গেয়েছো। এই ধরণের গান তোমার গলায় শুনতে ভীষণ ভালো লাগে। তবলায় কৌশিক বাবু আর্ধা ত্রিতাল খুব সুন্দর বাজিয়েছেন। হারমোনিয়ামের সহযোগিতাও ভালো হয়েছে। এতো প্রাণ খুলে নিজেকে উজাড় করে দিয়ে গানটা গেয়েছো যে বারবার শুনেও আশ মিটছেনা। মুগ্ধ হয়ে শুধু শুনেই যাচ্ছি।♥️

  • @subhaschandrakar594
    @subhaschandrakar594 9 месяцев назад +1

    খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @subratabhaduri2622
    @subratabhaduri2622 11 месяцев назад +1

    অনবদ্য।

  • @tareqkhan-cv3cq
    @tareqkhan-cv3cq 7 месяцев назад +1

    ক্ল্যাসিক সংগীত। যথার্থ পরিবেশনা।

  • @somnathssonorousmelody1581
    @somnathssonorousmelody1581 7 месяцев назад

    Khub shundor tonal quality

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +1

    গান শুনে শুধু একটা কথায় বলতে ইচ্ছা করছে। তোমার সঙ্গীত প্রীতি 'তোমার জীবনবোধ 'তোমার ব্র৩ আমাদের মত শ্রোতাদের পরিশীলিত জীবনবোধের জাগরনে সহায়ক ভূমিকা পালন করে ছে৷ ধন্য তোমার দর্শন ধন্য তোমার জীবন চিন্তাধারা। যত শুনছি তোমার গান তত বিস্তৃত হচ্ছি। এখনও তুমি অনেক দূর এগিযে যাবে এপথে ৷ তোমার মানবজন্ম সার্থক।

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад

    অত্যন্ত চমৎকার পরিবেশন.. ভীষণ ভীষণ ভালো হয়েছে

  • @surajitdas8315
    @surajitdas8315 Год назад

    অপেক্ষায় ছিলাম। ক্লাসিকাল সংগিত।খুবই ভালো লাগলো।

  • @papiadas.7209
    @papiadas.7209 Год назад +2

    Darun ❤❤❤❤❤

  • @lilyde1940
    @lilyde1940 Год назад

    অপূর্ব সুন্দর পরিবেশনা।

  • @GitaChakraborty-br5kr
    @GitaChakraborty-br5kr Год назад +1

    Apurbo.

  • @nafiu_gaming8424
    @nafiu_gaming8424 Год назад +2

    Nice ❤❤❤