রেঙ্গুন থেকেঃ রোহিঙ্গা গেলো, এখোন রেঙ্গুনের মুসলমানেরা আছে হালকা-চাপে: Street food in Yangon

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2019
  • মিয়ানমার - দেশটির নাম রোহিঙ্গা ইস্যুতে ব্যপক আলোচিত ও সমালোচিত বর্তমানে। বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও মিয়ানমার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। ২০১৭ সালে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে জীবন বাজি রেখে আশ্রয়ের জন্য বাংলাদেশের কক্সবাজার উপকূলে পাড়ি জমায় তখন আমাদের সবার মনোযোগে আসে এই মিয়ানমার। মিয়ানমার আমাদের এত নিকটবর্তী দেশ হওয়া স্বত্বেও এ দেশের ভৌগলিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্তর জানাশোনা নেই আমাদের। আর এজন্যই রোহিঙ্গা ইস্যু নিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে কূটনৈতিক আলোচনায় বেগ পেতে হচ্ছে আমাদের।
    মিয়ানমারের অর্থনীতি আলোচনা করতে গেলে প্রথমেই দৃষ্টি দিতে হবে আপার বার্মা ও লোয়ার বার্মার দিকে। ‘আপার বার্মা’ ও ‘লোয়ার বার্মা’ এই শব্দগুলো মূলত বৃটিশদের থেকে প্রচলিত। মায়ানমারের দক্ষিণাঞ্চল মূলত লোয়ার বার্মা হিসেবে চিহ্নিত। বৃটিশরা দুই দফা যুদ্ধ করে এই অঞ্চলগুলোই প্রথম দখল করতে সক্ষম হয়েছিল। ইরাবতী নদী সন্নিহিত নিচুভূমির এলাকা হওয়ায় এর নামকরণ লোয়ার বার্মা। এয়াওয়াদি, বাগো, রেঙ্গুন, রাখাইন, মন স্টেট ও তানিনতারি এলাকা এই লোয়ার বার্মার অন্তর্ভূক্ত। জাতিগত ভাবে লোয়ার বার্মার অধিবাসীরা হল মন, কারেন, রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মানুষ। সমুদ্র উপকূলীয় এসব অঞ্চল প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে রেঙ্গুন কেন্দ্রিক। বর্তমান মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তরাঞ্চলই ‘আপার বার্মা’ হিসেবে চিহ্নিত হয়। আপার বার্মা হল মান্দালে, সাগাইন রিজন, কাচিন ও শ্যান স্টেট কেন্দ্রিক। আপার বার্মার কাচিন ও শান স্টেইট এর কিছু অঞ্চল ‘ফ্রন্টিয়ার এলাকা’ নামে অভিহিত হয়। এই আপার বার্মা অঞ্চলের মূল অধিবাসী হল দেশটির প্রধান জাতিসত্তা বামার সম্প্রদায়ের মানুষ। আপার ও লোয়ার বার্মায় বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায়। বার্মিজ ভাষার উচ্চারণেও আপার ও লোয়ার বার্মায় পার্থক্য দেখা যায়।
    রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ দিন থেকে মিয়ানমারের আপার বার্মার বামার জাতিসত্তার আধিপত্য রয়েছে। যদিও অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে লোয়ার বার্মা। মিয়ানমারের মূল অর্থকরী ফসল ধানের ব্যপক ফলন হয় এই লোয়ার বার্মায়। আর এর উপরই অনেকাংশে নির্ভর করে মিয়ানমারের অর্থনীতি। ব্যপক ধানের ফলন হওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তায় লোয়ার বার্মার অবদান অসীম। ব্রিটিশ শাসনামলেই লোয়ার বার্মা এশিয়ার প্রধান ধান ভান্ডার হয়ে উঠে। এর পিছনে রয়েছে অবশ্য অন্য এক ইতিহাস। বৃটিশ রা প্রথম ও দ্বিতীয় দফা যুদ্ধে এই লোয়ার বার্মার দখল নেয় প্রথমে। এই লোয়ার বার্মাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বৃটিশ শাসকরা তদানীন্তন বাংলা থেকে বিশেষ কৃষিপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ লোকবল নিয়ে যায় লোয়ার বার্মায়। বৃটিশ সরকারের সহায়তায় ও এই দক্ষ লোকবলের ফলে মিয়ানমারে ধানের উৎপাদন বেড়ে যায় ব্যপক হারে। বর্তমানে মিয়ানমারের বাৎসরিক চাল উৎপাদনের মাত্রা প্রায় ১৩ মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশ, চীন ও শ্রীলংকা বিপুল পরিমাণে চাল সংগ্রহ করে মিয়ানমার থেকে।
    মিয়ানমারের অর্থনীতি ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন মোড় নিয়েছে বারবার। মিয়ানমারের স্বাধীনতার পর মিয়ানমারের অর্থনীতির স্বাভাবিক বিকাশ ব্যহত হয় তথাকথিত সমাজতান্ত্রিক নীতি গ্রহণের কারণে। এর ফলে নে উইনের শাসনামলে মিয়ানমারের শিল্প ও ব্যাংক জাতীয়করণের শিকার হয়। ১৯৮৮ সালের পর থেকে দেশটির অর্থনীতি আবার স্বাভাবিক গতিধারায় ফিরতে শুরু করে। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায় সামরিক শাসন। ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ধারায় চলে সামরিক শাসন। দশকের পর দশক ধরে চলা সামরিক শাসনের কারনে দেশটির প্রশাসন ও অর্থনীতিতে দুর্নীতি এক বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। ২০১১ সালে সামরিক শাসনের বিলুপ্তির পর থেকে মিয়ানমার আবার আন্তর্জাতিক বাণিজ্য পরিমন্ডলে যুক্ত হয়ে পড়ে পুরোদমে। মিয়ানমারের অর্থনিতির অন্যতম খাত হল খনিজ খাত। মিয়ানমারের অর্থনীতিতে জ্বালানী তেল খাতের বিশাল অবদান রয়েছে। মিয়ানমারের জ্বালানী তেল সম্পদের উপর নির্ভর করেই প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার পুরনো তেল কোম্পানি ‘বার্মা অয়েল’। ১৮৫৩ সাল থেকে মিয়ানমার বহির্বিশ্বে অপরিশোধিত তেল রপ্তানি করে আসছে। এর মাঝে নে উইনের শাসনামলে সমাজতান্ত্রিক নীতি গ্রহণের ফলে অন্যান্য খাতের ন্যায় জ্বালানী খাতও জাতীয়করণ হয়। ১৯৯১ সাল থেকে আবার বিদেশি বিভিন্ন কোম্পানি তেল ও গ্যাস উত্তোলনের জন্য মিয়ানমারে আসতে শুরু করে। ইতিমধ্যে সমুদ্র এলাকায় প্রায় অর্ধশত স্থানে তেল ও গ্যাসের অনুসন্ধান চলছে।
    মিয়ানয়ারের অর্থনীতি অনেকাংশেই কৃষি ও খনিজ শিল্পের উপর নির্ভরশীল হলেও দেশটি বর্তমানে কৃষি ও খনিজের বাইরে পর্যটন ও পোশাক শিল্পের বিকাশ ঘটাতে চাইছে। ইয়াঙ্গুন ভিত্তিক পোশাক খাতের ইতিমধ্যে দুই বিলিয়ন ডলারের বাজার তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন হলো মিয়ানমারের পোশাক খাতের প্রধান বাজার। এর পরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ২০২০ সাল নাগাদ এ খাতে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছে সরকার। পোশাক খাতের পাশাপাশি পর্যটন খাতেও বিকাশ ঘটাচ্ছে মিয়ানমার। পর্যটন খাত থেকে ১০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। বর্তমানে ৪ মিলিয়ন দর্শক ও পর্যটকের আগমন ঘটে মিয়ানমারে। পর্যটক আগমনের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ মিলিয়ন। ২০১৫ সালের নির্বাচনের পর থেকেই দেশটিতে উন্নত মানের হোটেল নির্মাণে ধুম পরে যায়। পর্যটন খাত বিকাশে বিদেশি বিনিয়োগের দেখা মিলে। ২০১২-১৩ সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১৪২ কোটি ডলার। ২০১৬-১৭ সালে তা এসে দাঁড়ায় প্রায় ৬৬৫ কোটি ডলারে। যেখানে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে বিনিয়োগ ছিল মাত্র ২৪৫ কোটি ডলার। রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র আন্দোলন ও মানবাধিকার লঙ্ঘন মাত্রা ছাড়িয়ে গেলেও বিদেশিরা ব্যবসায়িক লাভের আশায় মিয়ানমারে ব্যপক আকারে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এক্ষেত্রে বিশেষ ভাবে এগিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। - বনি আমিন, রেঙ্গুন, মায়ানমার

Комментарии • 756

  • @BoniAmin
    @BoniAmin  3 года назад +9

    গানটি আমার বেশ পছন্দের, গেয়েছেন একজন সুন্দরী ও সুকণ্ঠী শিল্পী, একটু টোকামেরে দেখুন, আপনারও ভালো লাগতে পারে। ধন্যবাদ ruclips.net/video/jyTQfdmZ7VY/видео.html

  • @TheJoyschy
    @TheJoyschy 4 года назад +6

    বনি ভাই আপনাকে নিয়ে আমার খুব হিংসা হচ্ছে কারণ আপনি যত দেশে গেছেন আমি ততো গ্রামে যেতে পারলাম না, সৃষ্টি কর্তা আপনার অনেক হায়াৎ দান করুক যাতে অন্তত বিভিন্ন দেশ ভিডিওতে হলেও দেখতে পারি,

  • @salimsarower7362
    @salimsarower7362 2 года назад +14

    বাংলাদেশ পতাকার নিচে দাড়িয়ে হাস্যোজ্বল চেহারা দেখলাম কিন্ত বাংলা মুদ্রায় দাম বললেন না, কষ্ট পেলাম!!দাদা৷

  • @mohammedfoezullah177
    @mohammedfoezullah177 4 года назад +1

    Wonderful.. Bro ur all video..i like your video...thx u bro...all the best.

  • @mridhasaheb9260
    @mridhasaheb9260 4 года назад +5

    After three pag everything seems beautiful and young.
    enjoyed the whole video.
    Good Luck, Boni vai.

  • @MdKamal-nn3wu
    @MdKamal-nn3wu 3 года назад +2

    ব্রাদার ভালো লাগে আপনার ভিডিও গুলো,,সাথে যে সব মিউজিক থাকে তাতে ভিডিওটি দেখতে শুনতে আরো চমৎকার লাগে,,,

  • @wakram7160
    @wakram7160 2 года назад +2

    I'm really astonished to see the original picture of Myanmar! I was in dark about Yangon, Myanmar. Thank you Boni Bhai.

  • @habib19746
    @habib19746 4 года назад +3

    অনেকদিন ধরেই আপনার তৈরী ভিডিও দেখে আসছি। যতই দেখছি, ততই আগ্রহ, সাথে শ্রদ্ধাও বেড়েছে অনেক অনেক। ধন্যবাদ দিয়ে ছোট করবোনা আপনাকে। সারাজীবনের প্রত্যাশা ছিল-পৃথিবী দেখবো--। হয়নি হয়নি দেখা। অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে নিপিড়ন/অত্যাচারে জীবন অতীষ্ট। ঝুলছে মামলা আর মামলা। প্রায় সবই আইসিটি এক্ট এর ৫৭ আর মানহানীর মামলাতো রয়েছেই। যাহোক, মনের ভেতরের আকাংখাগুলো আপনার ভিডিও দেখে দেখেই পূর্ণতা পেয়েছে। বিশেষ করে ২০২০ সালে যে গোষ্ঠিকে আপনার চ্যানেলে নিষিদ্ধ করেছেন অনেক সাহসিকতার সাথে-সেকারণে আপনার প্রতি কৃতজ্ঞ আমি। ওই বদমায়েশগুলো মানব জীবনের জন্য অতীব ক্ষতিকর। আপনার সাহসীকতায় আমি মুগ্ধ। ভাল থাকবেন। ..............জয় হউক মানুষের, জয় হউক মানবতার।

  • @bcsjourneyvlog5077
    @bcsjourneyvlog5077 3 года назад

    I love all your videos because It is very informative ,please make some videos on different countries geopolitics and top ranking universities . please make some videos on history of different countries in the world .
    thank you a lot for your nice and informative videos .

  • @enough-is-enough-bangladesh
    @enough-is-enough-bangladesh 4 года назад +34

    বনি আমিন ভাইকে বলবঃ আপনার ভিডিও অসাধারণ। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে - আপনি আরকান এবং রোহিঙ্গাদের ইতিহাসটা আরও ভালো করে পড়বেন। আরাকান রাজ্যে রোহিঙ্গারা প্রায় ৬০০ বছর আগে থেকেই ছিলো যখন আসলে প্রিথিবিতে 'দেশ' কনসেপ্টই ছিল না। তারপরও অনেক পরে, ব্রিটিশ আমলে বার্মা ছিল ব্রিটিশের অধীনে। এমনকি এখন যারা মায়ানমারের নাগরিক বলে দাবি করেন তাদের অনেকেই চীন থেকে আসা। তাদেরকে কিন্তু ঠিকই আপন করে নিয়েছে। শুধু রোহিঙ্গারা ৬০০ বছর ধরে রয়ে গেছেন নাগরিকত্বহীন, অবহেলিত, নিষ্পেষিত। ৬০০ বছর ধরে একটা জাতি যদি বেসিক নাগরিক অধিকার না পায়, শিক্ষা, চিকিৎসা না পায়, একটা এরিয়াতে চিরিয়াখানায় বন্ধী জীবন কাটায় তাহলে কতকাল তারা সভ্য থাকবে? ভদ্রতা কোথায় পাবে? আসবে কোত্থেকে???

    • @abdulbaset7953
      @abdulbaset7953 4 года назад

      Sardar Younus Absolutely Right Brother

    • @golamkabir4981
      @golamkabir4981 4 года назад +3

      বনি সাহেব, মিয়ানমার সম্পর্কে আপনার আরো পড়ালেখার প্রয়োজন আছে বলে আমি মনে করছি।পর্যটকদের জন্য অল্প কিছু স্থান ব্যাতিত মিয়ানমারের আর কোথায় ও যেতে দেয়া হয় না।তারা বিশ্বের কোন নিয়ম নীতিমালা মানে না।চীন আর রাশিয়ার সমর্থনেই তাদের এ বেপরোয়া অবস্থান।

    • @samriddhimondal2096
      @samriddhimondal2096 4 года назад

      ভারতে আমরা যা ইতিহাস ও সাহিত্য পড়েছি তাতে বর্মার সন্মন্ধে অনেক কিছু পড়েছি। ভীষণ উন্নত তাদের ব্যবসা বাণিজ্য ছিলো। কিন্তু রোহিঙ্গা নামে কোনো জাতির নাম আমি পড়িনি। অনেক পরে জেনেছি। শুধু মুসলমান রা কোথা থেকে বলে 600 বছরের পুরনো রোহিঙ্গা জাতি। মুসলমানরা সব জায়গায় উড়ে এসে জুড়ে বসে নিজের দাবী চায়। তাই এই অবস্থা ভারতের। মায়ানমার রোহিঙ্গা তাড়িয়ে উন্নত হচ্ছে।

    • @fadeoutfahim2899
      @fadeoutfahim2899 Год назад

      @@samriddhimondal2096 হাহাহা , আজ ঠিক দুই তিন বছরের মাথায় দেশটা যেন এক কুরুক্ষেত্র, কথিত শান্তিতে নোবেল জয়ী আনসাং সূচী রোহিঙ্গা গণহত্যার দায়ে সাজা খাটছে, দেশের জনগণ একে অন্যকে মারছে, এখন শুধু ভারতকে মিয়ানমারের মতো অবস্থায় দেখার অপেক্ষা.....

    • @user-kt3nc5cr4g
      @user-kt3nc5cr4g 5 месяцев назад

      ​@@samriddhimondal2096আপনারা কোন ইতিহাস পড়েন তা খুব ভালোভাবেই বুঝতে পারি। একচোখা নির্জলা মিথ্যাচার আর প্রচণ্ড ইসলাম বিদ্বেষ আপনাদের ইতিহাস অধ্যায়নের অলঙ্কার। বার্মা সম্পর্কে এত ইতিহাস পড়ে ফেলেছেন অথচ রোসাংয়ের নামই শুনেন নাই, আরাকান বার্মিজরা কিভাবে, কখন দখল করেছিল তা জানেন না, মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতানি আমলে আরাকান যে বাংলার ভ্যাসেল স্টেট ছিল তাও জানেন না; জানেন শুধু ইসলাম বিদ্বেষ ছড়াতে।

  • @jmjoni4248
    @jmjoni4248 4 года назад +9

    নাইচ বিডিও ভাই অনেক ভালো লাগচে ধন্যবান♥♥♥♥♥♥♥

  • @TheTravellerBangladesh
    @TheTravellerBangladesh 4 года назад +1

    Thanks for exploring Yangon in details.

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 4 года назад +1

    Learnt much..Bonida. .khub..valo..lagchhe

  • @suinso7940
    @suinso7940 4 года назад +8

    আপনাকে ধন্যবাদ । আমি পশ্চিমবঙ্গবাসী , ছোট থেকে মায়ানমার সম্বন্ধে কৌতুহলী ছিলাম। শরৎচন্দ্র বেশ কিছুদিন এখানে ছিলেন। নেতাজী সুভাষচন্দ্র বসু ও রেঙ্গুন হয়ে ভারতে প্রবেশ করে ছিলেন।

  • @sonjoysaha7531
    @sonjoysaha7531 3 года назад +1

    apnar sokol video ey onek valo lage R apnar sustota kamona kori all time

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 4 года назад +2

    OUT STANDING!!! VEDEO. Nice to see CHINA Twon, RANGUN . Love from.......Bangladesh.❤😍❤🇧🇩🇧🇩

  • @arifhassansahin1120
    @arifhassansahin1120 4 года назад +12

    আপনার ভিডিওর সিনারিগুলো যত সুন্দর ঠিক ততটাই কুশ্চিত আপনার মুখের ভাষা...
    আপনাকে কখনোই দেখলাম না বাংলাদেশের জার্সি বা বাংলাদেশ নামের কোন টি-শার্ট গায়ে দিতে। ভাই আপনি অঅস্ট্রেলিয়ান সিটিজেনশিপ পাইছেন ভাল কথা, তাই বলে অস্ট্রেলিয়ান টি-শার্ট পড়ে সারা দুনিয়ার মানুষকে দেখানোর কিছু নাই যে , আপনি অস্ট্রেলিয়ান। সাদা চামড়া আর আপনার মধ্যে অনেক পার্থক্য। চেহারা দেখেই বুঝে যাবে এশিয়ান...
    ভাই নিজ জন্মভূমিকে একটু সম্মান দেন, আপনার কোন ভিডিওতে বাংলাদেশের ভালো কোন দিক তুলে ধরেন নাই, কথাও বলেন কলকাতার স্টাইলে, পরিশেষে একটা কথাই বলতে চাই নিজ জন্মভূমিকে ভুলবেন না আর একটু সম্মান দিয়েন
    ধন্যবাদ

    • @Avijitroy00
      @Avijitroy00 4 года назад +2

      ওনার সম্পর্কে বাজে কথা বলার আগে নিজের দিকে দেখো. তোমার দেশের জন্য তুমি কি করেছো? তোমরা তোমার দেশকে চোর, ড্রাগ কারবারি, হিন্দু বিদ্দেষী মোল্লার দেশে পরিণত করেছো.

    • @arifhassansahin1120
      @arifhassansahin1120 4 года назад +7

      @@Avijitroy00 এই দেশে কোন ধর্মের মানুষ নির্যাতিত না, বরং তুমি তুমার দেশ নিয়ে ভাবো, ইন্ডিয়াতে যে কি কি হচ্ছে খালি দেখেই যাবে আর কিছু বলতেও পারবে না, তুমাদের বর্তমান সরকার যে কতটা বর্বর তা এখন সারা বিশ্ববাসী জানে....

    • @Avijitroy00
      @Avijitroy00 4 года назад +1

      @@arifhassansahin1120 তোমার দেশের থেকে 2কোটি হিন্দু ভারতে আসতে বাধ্য হয়েছে কেন? তারা মজা করতে এসেছে? আমার ঠাকুর দাদা 1971সালে প্রাণ দিয়েছিলেন. তারই ছেলেদের বাধ্য হয়ে ভারতে আসতে হয়েছে. যে দেশের নাগরিকদের কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেশ ত্যাগ করতে হয় ধিক্কার জানাই সেই দেশ এবং তার বর্তমান নাগরিকদের. বাংলাদেশ এখন ইয়াবা কারবারি, শয়তান মোল্লা, নষ্ট হুজুর, বেশ্যা, চাপাবাজ রাজনৈতিক নেতাদের দেশ. ওই দেশ বড়োজোর আর 50বছর টিকবে. তারপর ওটা আফগানিস্তান হবে. সত্যি হবে.

    • @nishatmozammel4406
      @nishatmozammel4406 3 года назад

      বনি আমিন ভাই ছালাম রইলো। আপনার ভক্ত কুল। নিশাত

    • @fadeoutfahim2899
      @fadeoutfahim2899 Год назад +1

      @@arifhassansahin1120 উচিত জবাব দিয়েছেন

  • @akashmazumder1054
    @akashmazumder1054 4 года назад +3

    অসাধারণ ভিডিও দাদা❤
    শুভকামনা আপনার জন্য।

  • @razibkarmoker6884
    @razibkarmoker6884 4 года назад +15

    দাদা আপনার ভিডিও দেখে মনে হলো আমি এইমাত্র ইয়াঙ্গুন ঘুরে এলাম।👌

  • @gopaldas-1345
    @gopaldas-1345 4 года назад +6

    Yangun wore a festive look on the eve of Christmas. Did not know that Yangun night is so beautiful.

  • @sudipsarkar6065
    @sudipsarkar6065 4 года назад

    nice, first time i am giving some comments,
    dada, your way of talking, music in video all really attractive. God blessed you, carry on.

  • @MdSahin-xv5ze
    @MdSahin-xv5ze 2 года назад

    Boni aamin bhai aapnar yanguner travel story aamar kache sei laghche. From m. Ibrahim. bangladesh.

  • @parimaldebbarma4793
    @parimaldebbarma4793 4 года назад +2

    মিষ্টার বনি আমিন, আপনার ভিডিও গুলো আমি সাগ্রহে দেখি । বেশ মজার ভিডিও । অনেক নতুন তথ্য পাই । ধন্যবাদ আপনাকে । ভিডিও গুলো কি আপনি মোবাইলে তুলেন নাকি ক্যামেরা য় ?

  • @RafikulIslam-hu7rq
    @RafikulIslam-hu7rq 4 года назад

    Ami assam thake dekhi bhai apnar video anek bhalo apni rohinga niye
    Kisu vihtarito janan piz

  • @jibandas8041
    @jibandas8041 3 года назад +1

    Very nice background music and you also.

  • @lovetrue6112
    @lovetrue6112 4 года назад

    Really Boni da you are a amazing person. I always enjoy your vdo. Thank you.

  • @ikbalali1552
    @ikbalali1552 3 года назад +1

    DADA KHUB BHALO LAGLO.THANKS.R.O .DEAKHABAN

  • @AbdulKhan-bl2kq
    @AbdulKhan-bl2kq 4 года назад +1

    You are absolutely amazing 👍👍🌹❤️

  • @anjanbiswas1032
    @anjanbiswas1032 4 года назад +1

    Excellent Video. Bony Saheb Please describe about tour package . Kolkata to Rangun.Thank you . Keep it up.

  • @litonahamed9754
    @litonahamed9754 4 года назад +2

    থ্যাংক ইউ বনি আমিন ভাই আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে সব সময় একটা ভিডিও করে দেখি অনেক ভালো লাগে ভাই

  • @sharatdas4350
    @sharatdas4350 4 года назад +5

    আমি যখন সিংগাপুর ছিলাম তখন এক বারমার লোক ছিল, আমাকে অনেক আদর করতো, বর্তমান আছি সৌদিআরব, আপনার ভিডিও টা সুন্দর হইছে

  • @jobairhossen618
    @jobairhossen618 4 года назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও দেখানোর জন্য

  • @gavinclarke4960
    @gavinclarke4960 4 года назад +1

    fantastic show on streets you take around the world . I haven`t understand your tongue but interesting to watch.

  • @emdadhusain2272
    @emdadhusain2272 4 года назад +5

    রেঙ্গুনের সমাজ তো ভালোই। এত পাশের দেশ কত সুন্দর। ভাষার সমস্যার কারণে বাংলাদেশের লোকজন রেঙ্গুন যায় না যতটা কলকাতা যায়।
    ধন্যবাদ আপনাকে। আপনার জন্যই রেঙ্গুন দেখতে পেলাম।

  • @drbdRoy
    @drbdRoy 4 года назад +1

    Expoid , Chinatown yangoon thank u dada, godblessyou .bhalo thakun sustho thakun

  • @banib7138
    @banib7138 4 года назад

    Boni Bhai your video is very appreciative , thanks

  • @hapizmujumdarmujumdar7727
    @hapizmujumdarmujumdar7727 4 года назад

    Thanks boni bai..nice.. vedio..well dan..💞👌

  • @duttamoshaibipul
    @duttamoshaibipul 4 года назад

    I want to join with you another tour episode. So what should i do? How to be i join with you? Could you tell me?

  • @anupambarua8365
    @anupambarua8365 4 года назад +15

    দারুন উপভোগ্য হয়েছে ভিডিওটি । এই প্রথম রেঙ্গুন এর জনগন নিয়ে এতো সুন্দর ভিডিও দেখলাম । আমার মাতামহ রেঙ্গুন মিউনিসিপ্যলিটির Education Officer ছিলেন । আমার মা ও মামারা রেঙ্গুনে জন্মগ্রহন করেন । আমার মেঝমামা Rangoon University র Professor ছিলেন ।
    ২য় মহাযুদ্ধের পর রেঙ্গুন থেকে ভারতীয়দের বের করে দেয়া হয় । আমার মাতামহসহ অনেকেই তখন চাকরী বা ব্যবসা হারান । আমরা বৌদ্ধ ধমাবলম্বী হলেও যেহেতু বাঙ্গালী, সেহেতু আমাদেরকেও বের করে দেয়া হয় ১৯৫০ ও ৬০ এর দশকে । সবশেষ বের করে রোহিঙ্গাদের । শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায়ের মতো অনেকেই চাকরী-ব্যবসা করতে যেতেন রেঙ্গুনে জাহাজে করে । এখন আমরা যাই মধ্যপ্রাচ্যে । শোয়েদাগন বৌদ্ধ স্বণমন্দিরের ভিডিও দেখতে চাই । সাথে রেঙ্গুনের আরও ভিডিও, যেমন Rangoon University । অনেক ধন্যবাদ । ভাল থাকবেন, সুস্থ থাকবেন । অনুপম ( New York থেকে ) ।

    • @skranaskrana5629
      @skranaskrana5629 4 года назад

      Hi

    • @skranaskrana5629
      @skranaskrana5629 4 года назад

      আপনার সাথে একটু কথা বলতে চাই

    • @skranaskrana5629
      @skranaskrana5629 4 года назад

      0060147133645

    • @dipakdebnath7787
      @dipakdebnath7787 4 года назад

      আপনারা কি ভারতে এসেছিলেন ❓

    • @anupambarua8365
      @anupambarua8365 4 года назад +1

      বড়ুয়াদের সিংহভাগ ফিরে আসে পৈতৃক গ্রাম চট্টগ্রামে, আর কিছু অংশ চলে যায় কলিকাতা ও আসামে । আমার মাতামহ চট্টগ্রাম হয়ে চাকুরীর অন্বেষনে চলে যান কলিকাতা বালিগঞ্জে । উনাকে কঠিন অবস্থার মুখোমুখি হতে হয় । আমার মেঝমামাও চাকুরী হারিয়ে বেকার হয়ে যান । পরে অবশ্য London এ এক কলেজে চাকরী পান ও London চলে যান । ১৯৪০, ৫০, ৬০ এর দশক বাংলাদেশের বৌদ্ধদের, হিন্দুদের একটা দুঃসময় ছিল । প্রতিভা বসুর "জীবনের জলছবি" সেই পটভূমিতে লিখা উপন্যাস । এখনকার Generation এর কোনো ধারণাই নাই কি চরম দিন ছিল সেই সময়ে । ধন্যবাদ ।

  • @anindobiswas9271
    @anindobiswas9271 4 года назад +8

    প্রতিটি মানুষ আপনার মত হলে পৃথিবী টা অনেক সুন্দর হতো।♥অসংখ্য ভালোবাসা রইলো।

  • @AminurRahman-bk8xx
    @AminurRahman-bk8xx 4 года назад +1

    গত একবছর ধরে আপনার ভিডিও দেখছি কখনো কমেন্ট করা হয়নি আপনার প্রত্যকটা ভিডিও দেখি আমি খুব ভালো লাগে অনেক ইনফরমেশন থাকে,ধন্যবাদ আর হ্যা আমি সেকুল্যার /

  • @narayanchandramondal4953
    @narayanchandramondal4953 2 года назад

    My dear BoniAmin Thank for Entourage myself with you for enjoying the beauty of Mayanamar and it's sweet lady. Thank.

  • @taniskadas3181
    @taniskadas3181 4 года назад +1

    Khub valo legeche , onekbar dekhechi Dada apner videota.,...

  • @livingcorpse8093
    @livingcorpse8093 4 года назад

    vai apnar uposhaponta vallagce..

  • @JashimUddin-fi8yb
    @JashimUddin-fi8yb 4 года назад +4

    আচ্ছালামু আলাইকুম বনি আমিন ভাই।আপনার মাধ্যমে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জাইগা গুলি উপভোগের করার সুযোগ হয়েছে।তার আপনাকে ধন্যবাদ জানাই ।অপেক্ষাই আরো অনন্যা এপিসোড গুলি দেখার।আর ঐ গান টি যে আপনি ভুলে গেছেন সেটি হলো এই রকম
    মেরে প্রিয়া গিয়া রেঙ্গুন।
    কিয়া হে ওহাছে টেলিফোন।।
    তোমারা ইয়াদ কিয়াহে।।

  • @laboneakter4640
    @laboneakter4640 4 года назад +1

    excellent.... much love to u my respectful bhaiya...

  • @shahadathossainmolla8954
    @shahadathossainmolla8954 4 года назад +2

    দাদা আপনার এই ভিডিওটি দেখার জন্য অনেক আগ্ৰহ প্রকাশ করেছিলাম । এখন দারুন ভাবে উপভোগ করছি ।আজ আমাদের স্কুলে রেজাল্ট তবুও একটু সময় ‌বের করে ক্ষনিকের জন্য দেখে নিলাম , রাতে ভালো ভাবে আরো একবার দেখব । সাহাদাৎ হোসেন

  • @litonsaha3729
    @litonsaha3729 4 года назад +3

    CLEARED ROAD AND CLEAN TASTY FOOD
    GOD BLESS YOU! DADABHAI

  • @helaluddin7682
    @helaluddin7682 2 года назад +1

    Thank you so mach. Very nice video

  • @md.moniruzzaman4619
    @md.moniruzzaman4619 4 года назад

    Alamin bhai,looking nice...

  • @wallmartstellgaleryandalum5535
    @wallmartstellgaleryandalum5535 3 года назад +1

    Retaining back rohingya muslims Myanmar and Save the rohingya muslims Myanmar and Save the rohingya population for humanity

  • @monirulalam4046
    @monirulalam4046 4 года назад

    Thanks lot Boni Amin Vai.

  • @mithunmondal7361
    @mithunmondal7361 3 года назад +1

    মিয়ানমার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। ২০১৭ সালে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে জীবন বাজি রেখে আশ্রয়ের জন্য বাংলাদেশের কক্সবাজার উপকূলে পাড়ি জমায় তখন আমাদের সবার মনোযোগে আসে এই মিয়ানমার।

  • @sahidullagazi9134
    @sahidullagazi9134 3 года назад +3

    বনি আমিন ভাই আপনার ভিডিও গুলো খুব খুব ভালো লাগে আপনাকে একবার দাওয়াত করে খাওয়ানো হবে ভাই

  • @dr.samareshbiswas6981
    @dr.samareshbiswas6981 4 года назад +1

    বরাবরের মতই সুন্দর/উপভোগ্য ভিডিও,মায়ানমারের আর্থসামাজিক ও ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে,আশাকরি আপনার ভিডিও সমূহ থেকে অনেক কিছু জানতে পারবো।

  • @msd805
    @msd805 4 года назад +5

    তারমানে আরাকানে যা ঘটছে সেই বিষয়ে রেঙ্গুনের সাধারন মানুষ তেমনটা আগ্রহী নয়।দুংখজনক।

  • @smidris2359
    @smidris2359 4 года назад +1

    Amar Khub Valo Lagse.Amar SAPNO Tomar Sate

  • @shoebahmed3512
    @shoebahmed3512 4 года назад +1

    khub valo laglo ojana ke janlsm..

  • @aruppaul4863
    @aruppaul4863 4 года назад +5

    বনি দা সঠিক বিশ্লেষন করার জন্য আপনা কে ধন্যবাদ।

  • @mostafakamal1000
    @mostafakamal1000 4 года назад +9

    বনি আমিন ভাইয়া, মেরা প্রিয়া গিয়াহে রেঙ্গুন কিয়াহে, উহাছে টেলিফোন তুমারী এয়াদ ছাতাহে । আপনাকে অশেষ ধন্যবাদ

  • @mkaminmulla
    @mkaminmulla 4 года назад +1

    অসাধারণ একটা ব্লগ হয়েছে... ধন্যবাদ 💐

  • @kobirahmed3211
    @kobirahmed3211 4 года назад +7

    Dear Sir,I think "Naypyidaw" is the Capital of Myanmar (NOT Yangon, but it was)

  • @user-sn3fq9lr4q
    @user-sn3fq9lr4q 4 года назад +2

    দেখে অনেক ভাল লেগেছে এবং মনে হচ্ছে মায়ানমারের মানুষেরা বাংলাদেশের মানুষের মতো চোর বাটপার না । সবমিলিয়ে অসাধারণ ।।

  • @shahadathossainmolla8954
    @shahadathossainmolla8954 4 года назад +9

    খুব সুন্দর লাগছে দাদা, মহান আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন । আপনি সুস্থ থাকুন আপনার মতো মহান মানুষ কে আল্লাহ ভালোবাসেন যারা সত্য কথা অকপটে বলতে দ্বিধা করেন না।
    Shahadat Hossain Molla
    West Bengal
    India 24/12/19

    • @atiarrahman3157
      @atiarrahman3157 4 года назад +1

      💘💘💘💘💘💥💥💘💘💘💘💘

  • @TimirOnMyWay
    @TimirOnMyWay 2 года назад +1

    দারুণ জায়গা, আমিও গিয়েছিলাম। ভিডিওটা দেখে খুব ভালো লাগলো।

  • @enamulhaquesumon2937
    @enamulhaquesumon2937 4 года назад +1

    I get lots of knowledge from your video

  • @azad9610
    @azad9610 4 года назад

    Boni vai, I’m so happy to hear from you

  • @parthogoon3055
    @parthogoon3055 4 года назад +1

    খুব সুন্দর। আপনার চোখে মান্দালয় দেখতে পেলে ভালো লাগত। অনেক অনেক ভালো থাকবেন।

  • @sudipbanerjee6856
    @sudipbanerjee6856 4 года назад

    Sir nice presentation. You r legend.

  • @engrmasukbarayerhat5787
    @engrmasukbarayerhat5787 4 года назад

    খুব ভালো লাগলো বনি আমিন ভাই, আশা করি আগামীতে আমরা আরো ভালো কিছু উপহার পাবো আপনার কাছ থেকে, আশায় রইলাম আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরাও আপনার মত ইয়াঙ্গুন ভিজিট করতে পারি।

  • @malotipramik
    @malotipramik 4 года назад +7

    আপনার সঙ্গেই আমি অর্ধেক পৃথিবী ঘুরে ফেললাম।

  • @garygeorge-wi7co
    @garygeorge-wi7co 4 года назад

    Indonesia and Thailand also has many street foods and they are very hygienic.

  • @kaziabdulmotin8219
    @kaziabdulmotin8219 4 года назад +2

    আমিন ভাই সত্যি ভিডিও গুলো অনেক সুন্দর করে পরিবেশ করেন,
    আরো কিছু দেখাবেন মায়েনমার সম্পর্কে!

  • @moinulislam1990
    @moinulislam1990 4 года назад

    Meri priya giya Rengun, yaha se kiya telephun.....
    Really a vibrant and colourful city.

  • @hukaahuaa8999
    @hukaahuaa8999 4 года назад +2

    O meraa priya gaya rangun , woha sa kiya ha telephone tmr he yaad sathathi ha, cheers uncle

  • @shafipqulkazi5268
    @shafipqulkazi5268 Год назад

    ভাই আমি আপনার সব ভিডিও দেখেছি খব ভাল লাগলো আমারও ইচছা এই পরো পৃথিবী দেখবো কিন্ত সম্ভনা কারন আমি গরিব আর একটা কথা আপনি মরিটাচ দেশের ভিডিও দেখতে চাই আমি গিয়েছিলাম কিন্ত নাছি হল না তাকর

  • @thehunter4661
    @thehunter4661 2 года назад

    ভালো লাগলো খুব ই সুন্দর। সোনার গাঁও থেকে বলছি।

  • @hmajabbarhawladar911
    @hmajabbarhawladar911 3 года назад

    মিষ্টার বনি আমীন আপনার ইউটিউব চ্যানেল দেখতে দেখতে মনে হয়েছে আমি যেন সারা পৃথিবী ঘুরে বেড়িয়ে এসেছি। আমার মন্তব্য আপনার পছন্দ হয়েছে এতে আমি খুব আনন্দিত হয়েছি। মিষ্টার বনি আমিন তখন ওয়াজিদের নিয়ে কিছু বলেন খুব ভালো লাগে।আবার আওয়ামী লীগ বা যুবলীগ অথবা ছাত্রর লীগকে কড়া ভাবে কিছু কষ্ট পাই। আসলেই আমি কিন্তু এসব লীগের কেউ নই। একটুখানি চিন্তা করে দেখুন এই লীগ না থাকলে এত দিনে ওরা বাংলাদেশকে তালেবান অথবা আফগানিস্তান, পাকিস্তান বানিয়ে ফেলতেন। আমি বাঙালী হয়ে বাঁচতে চাই।

  • @drmofazzel2138
    @drmofazzel2138 3 года назад

    Thank you Mr. boni,
    Very nice your Video presentation .
    Yangon Lady is very charming & attractive . Thank you so much.

  • @suhailnoor2523
    @suhailnoor2523 4 года назад +9

    Yangon is not Capital of Myanmar but earlier capital Now capital is Nyiphaydaw

  • @horizontv3782
    @horizontv3782 3 года назад +3

    বড় ভাই ভিসা পেতে কী লাগবে এবং কত টাকার ভিতর ঘুরে আসতে পারবো

  • @debdasroy8166
    @debdasroy8166 4 года назад

    Enjoyed Mayamer staying at home !Nice presentation.

  • @aliakbarlaskar5438
    @aliakbarlaskar5438 4 года назад +1

    Very nice video W.B.india

  • @faisalqatar8839
    @faisalqatar8839 4 года назад

    Thanks Bai good video

  • @kranumrm3036
    @kranumrm3036 3 года назад

    Myanmar bangladesh thakao onek sondor kito❤️🧡💛💚💙💜🖤♥️💘💝💖💗💓💞💕💟❣️💔🙏🙏🙏

  • @zahidhabib9294
    @zahidhabib9294 4 года назад +2

    পৃথিবীতে অনেক ব্লগার দেখেছি কিন্ত বনি আমিন ভাইয়ের মত করে দেখায়না... love u bro

  • @Whispersbear
    @Whispersbear 4 года назад +16

    বার্মার নব্বই শতাংশ মানুষই দরিদ্রসীমার নিচে বাস করে,
    আর আমাদের দেশের নব্বই শতাংশ মানুষই চরিত্রসীমার নিচে বাস করে !

    • @user-wg5to2en5j
      @user-wg5to2en5j 4 года назад +1

      ১০০% সত্যি কথা ভাই

    • @bijoydasudiya
      @bijoydasudiya 4 года назад +1

      একথা প্রকাশ করে আমারে খুবই মর্মাহত। কিন্তু বনিভাই আপনি মদ খান এটি আমাকে খারাপ লাগল। আমি হিন্দু হয়েও মদ খাইনা।

    • @gamebook4585
      @gamebook4585 4 года назад

      @@bijoydasudiya হিন্দু হয়ে মদ খান না😨 মানে কি হিন্দু ধর্মে মদ খাওয়া হালাল নাকি?

    • @bijoydasudiya
      @bijoydasudiya 4 года назад

      @@gamebook4585কলিযুগে হারাম। শ্রীমদ ভাগবতের শ্লোক অনুযায়ী।

    • @bijoydasudiya
      @bijoydasudiya 4 года назад

      @satya sanatan আমি বৈষ্ণব তাই‌ মদ্যপান আর আমিষ জাতীয় খাবার বর্জ্জন করি। আমি শুধু বনী ভাইর বিয়ার খাওয়াটা কে নিয়ে আপত্তি করলাম কারণ ইসলামে ওটা হারাম বা নিষিদ্ধ।

  • @anwarzahed
    @anwarzahed 4 года назад

    Good information on Burma / Myanmar

  • @alimabdul2470
    @alimabdul2470 4 года назад +3

    এত সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা শহর, আর পাশেই আমাদের দেশটাকে দোজখ বানিয়ে রেখেছি। আপনার অসাধারণ উপস্থাপন।

  • @golamrobbaninahim9850
    @golamrobbaninahim9850 4 года назад +2

    ভাইয়া আপনি অনেক সুন্দর গান পারেন nice

  • @younuskhan-mc5kz
    @younuskhan-mc5kz 4 года назад +3

    ধন্যবাদ আমিন ভাই।একটা জিনিস ভালো লাগছে লোকাল গলি রাস্তা গুলো খুব পরিস্কার

  • @manindranathmandal6251
    @manindranathmandal6251 4 года назад

    Thanks for sharing your Yangon video. Keep it up.

  • @htetaunglinn8217
    @htetaunglinn8217 4 года назад +1

    Namasatay brother.Min galar par brother from yangon myanmar

  • @juwelshill9131
    @juwelshill9131 4 года назад +1

    বনি আমিন ভাই আমি আপনার সাথে ইন্দুনিসিয়া গুরতে জাতে চাই

  • @waleurrahman5503
    @waleurrahman5503 4 года назад

    ভাই মিউজিকটা খুব ভাল লাগে।

  • @shortlifes2738
    @shortlifes2738 2 года назад +1

    Boni Amin Mahasaya is the pride of Bengal

  • @ranjanshil5749
    @ranjanshil5749 4 года назад +1

    দাদা আমি আপনার ভিডিওগুলো সব দেখে কারণ আপনি সত্যটা তুলে ধরেন তো সেজন্য আমার অনেক ভালো লাগে

  • @sumansdreams6271
    @sumansdreams6271 4 года назад +3

    How are you sir I seen you in front of domestic airport when did you back from Khulna I was in front of you

  • @amitshukla5116
    @amitshukla5116 4 года назад +1

    Mere dada gaye runngun waha se kiya hai talii phone ......
    Boni Amin Da Rocks...👍👍👍👍👌👌👌👌

  • @moshiurrahman8680
    @moshiurrahman8680 2 года назад

    দেখার অনেক শখ ছিলো।আপনাকে ধন্যবাদ।