আপনাকে আমরা এত বছর ধরে দেখছি কিন্তু কোনো দিন একটা জিনিস শিখতে পারিনি, আর প্রিয় শায়েখ আহমাদউল্লাহর এই অল্প কয় বছরে অনেক কিছু শিখেছি,,,, আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন,,, আর আপনার মত লোক গুলোকে আল্লাহ হেদায়াত দান করুন,,,, আপনি যদি মনে করেন এসব আবোল তাবোল কথা বলে উনাকে বিভ্রান্ত করবেন,,তাহলে আল্লাহ নিজেই আপনাকে বিভ্রান্ত করে ছাড়বেন,,, কেননা এত বছর ধরে এরকম অনেক মানুষ দেখেছি ইসলাম ও হককানী আলেমদের বিভ্রান্ত করতে গিয়ে নিজেরাই ধংস হয়ে গেছে,, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন,,,
@@FoysalMueen todar kono iman asa na ki....thakla ay taharir kothai kak asa kan niya gasa shuna e....kak ar pichoan na chutha aga kan ta gaighai asa ki say ta chak kora dhakties......feelthu.....pura oaj ta valo kora shon.....tai la e bujbi j sheikh kono rasul (s) bherodhe kotha bolani...
Allah amar kolizar tukra huzur taheri k janmal hefajot a rakio gaibi help korio jeno eslamer besi besi ketmot Korte pare abong ohabi ahmodulla k jeno nobir Shan a beadobi na korar jonno tik Korte pare Amin ❤️
আপনি যদি বিষয়টি ভালো করে জানতেই চাইতেন তাহলে তার সাথে সাক্ষাত করে সমাধান করতেন।আপনি সেটা না করে আল্টিমেটাম দিচ্ছেন কি করে। আপনি শুনা কথায় কান দিচ্ছেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আমিন
বাংলাদেশের 18 কোটি মানুষদের মধ্যে যারা আহমাদুল্লাহ হুজুর কে ভালোবাসে সবাই আল্লাহর জন্য ভালোবাসে। আর সামান্য কিছু লোক তাহেরিকে ভালোবাসে তার নাছ আর গানের জন্যে।
Allar ki agenct ahmodullah chagol, akjan haram khor mithya prochar kari batil hadis diye fatua kari darmo byaboshayee, agun lhorke,.ke valo basbe,taheri anek valo uchit o satya kotha bole.
@@Mahidsunnimedia7079apni sheikh ar oaj ta phuro ta valo kora shonan.....taila bujtha parban....j sheike hujhur kono nobi (s) ar bipokkha kotha bolani
১নং হাদীসঃ أخبرنا أبو الحسن علي بن أحمد بن سماء المقريّ ، قدم علينا حاجا ، حدثنا أبو سعيد الخليل بن أحمد بن الخليل القاضي السجزيّ ، أنبأنا أبو العباس محمد بن إسحاق الثقفيّ ، حدثنا أبو عبيد الله يحي بن محمد بن السکن ، حدثنا أبو حبان بن هلال ، حدثنا مبارك بن فضالة ، حدثنا عبيد الله بن عمر ، عن خبيب بن عبد الرحمن ، عن حفص بن عاصم ، عن أبي هريرة ، عن النبي صلی الله عليه وسلم قال : لمّا خلق الله عزّ وجلّ آدم خير لادم بنيه ، فجعل يری فضائل بعضهم علی بعض ، قال: فرآني نورا ساطعا في أسفلهم ، فقال : يا ربّ من هذا ? قال: هذا إبنك أحمد صلی الله علي وسلم هو الأوّل والآخر وهو أوّل شافع. অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন আল্লাহ তায়ালা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তাকে তাঁর সন্তান-সন্ততি দেখালেন। ফলে আদম আলাইহিসসালাম তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে লাগলেন। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অবশেষে তিনি আমাকে অতি উজ্জল একটি নূর অবস্থায় দেখলেন। অতঃপর বললেনঃ ওহে রব! এই নূর কে? বা তিনি কে? আল্লাহ তায়ালা বললেন, সে তোমার পুত্র আহমদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই প্রথম, তথা প্রথম সৃষ্টি, তিনিই শেষ, তথা শেষ নবী, এবং তিনিই সর্ব প্রথম শাফায়াতকারী। (ইমাম বায়হাক্বী, দালায়েলুন নবুওত, ৫ম খন্ড, ৪৮৩ পৃষ্ঠা. হাদীস নং ২২১৮)। সনদ পর্যালোচনাঃ এই হাদীস সম্পর্কে নাছির উদ্দীন আলবানী বলেনঃ قلتَ: وهذا إسناد حسن، رجاله کلهم ثقات رجال البخاري .অর্থাৎ এই হাদিসের সনদ হাসান, ইাহার সকল বর্ণনাকারীগণ বিশ্বস্ত বুখারী শরীফের বর্ণনাকারীর ন্যায়। (আলবানীঃ সিলসিলায় জয়ীফা, হাদীস নং ৬৪৮২)।
আরে ওহাবীরা তোরা তো খালী কলস তোরা কাওকে দান করলে ও লাইবে ইউটিউবে ছরায় আমি জনগকে ও বেরিস্টার সুমনকে বলছি আপনে নিজের মনকে প্রশ্ন করে দেখেন কোন নবীকে নিয়ে ওহাবিরা মন্তব্য করেনা আমার নবীর বালা মিজানুর রহমান আজহারীর ও ভুল হয় শায়েক আহাম্মদুল্লার ও ভুল হয় তোরা কি জনগন চুখে অন্ধ চসমা পরে রেখেছচ চসমাটা খুলে দেখ ওহাবীরা নবীর দুষমন।
তাহেরী সাহেব কথা ঘুরানোতে ওস্তাদ, যখন দেখে সে ভুল করেছে, সে তার ওই ভ্রান্ত যুক্তি দিয়ে আর পারছে না, তখন তিনি কথা ঘুরিয়ে ফেলেন। এখন যেসব বক্তব্য পেশ করছে তা সঠিক মেনে নিলাম কিন্তু তার আগে তিনি অনেক কথা ঘুরিয়ে ফেলতেন যদি তা ভ্রান্ত কোনো বিষয় নিয়ে হতো।
যারা কোরআন, হাদিস বোঝো এবং মেনে চলে তাদের মতে তাহেরী কোন হুজুরী না। এবং অনেক হুজুরের মতে শায়েখ আহমাদুল্লাহ এর মতো হুজুরের সাথে বসতে হলে যে যোগ্যতা প্রয়োজন তাহেরীর ভিতর ঐ যোগ্যতাই নেই।
@@tonimiqbal2076যখন লোকেরা ব্যভিচারকে বৈধ মনে করবে, মদ পান করবে এবং গানের চর্চা করবে আর আল্লাহ নিজ আকাশে ক্রোধান্বিত হবেন তখন তিনি জমিনকে বলবেন, এদেরকে নিয়ে প্রকম্পিত হও, যদি তারা তাওবা করে আর এসব ছেড়ে দেয় (তাহলে নয়)। অন্যথায় এদেরকে ধ্বংস করে দাও। (আল উ’কুবাত লি আবিদ্দুনয়া ৬) আট- আলী ইবন আবী তালিব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ ” . فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَعَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلُبِسَ الْحَرِيرُ وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا আমার উম্মত যখন এ পনেরটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর মুসিবত নিপতিত হবে। জিজ্ঞাসা করা হল, সেগুলো কি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, যখন গনীমত পরিণত হবে ব্যক্তিগত সম্পদে, আমানত পরিণত হবে লুটের মালরূপে, যাকাত গণ্য হবে জরিমানারূপে, পুরুষরা তাদের স্ত্রীদের অনুগত হবে আর মা‘দের হবে অবাধ্য, বন্ধুদের সাথে তো সদাচারণ করবে অথচ পিতার সঙ্গে করবে দুর্ব্যবহার, মসজিদে শোরগোল করা হবে, নিকৃষ্টতম চরিত্রের লোকটি হবে তার সম্প্রদায়ের নেতা, কেবল অনিষ্টের ভয়ে কোন ব্যক্তিকে সম্মান করা হবে, মদপান করা হবে, রেশম বস্ত্র পরিধান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের রেওয়াজ চলবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু বা ভূমিধ্বস বা চেহারা বিকৃতির আযাবের। (তিরমিযী ২২১৩) নয়- আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, بَعَثَنِي اللهُ رَحْمَةً وَهَدًى لِلْعَالَمِينَ وَبَعَثَنِي لِمَحْقِ الْمَعَازِفِ وَالْمَزَامِيرِ، وَأَمْرِ الْجَاهِلِيَّةِ আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহেলি প্রথা বিলোপসাধনের নির্দেশ দিয়েছেন। (শুয়া’বুল ঈমান, বাইহাকি ৬০২৭) দশ- বিখ্যাত তাবেয়ী হযরত নাফে’ রহ. থেকে সহীহ সনদে বর্ণিত, তিনি বলেন, একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রাযি. বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে’! এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ ﷺ চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। (মুসনাদে আহমদ ৪৫৩৫ আবু দাউদ ৪৯২৪ ) والله اعلم بالصواب
আসসালামু আলাইকুম, তাহেরী সাহেব সহ সবার প্রতি শ্রদ্ধা করে বলছি । এখানে দেখলাম, হাজার হাজার সুশিক্ষিত ব্যক্তিরা মত্ প্রকাশ করেছেন । এদের মধ্যে ৯৯ % লোক আহমাদুল্লাহ সাহেবের পক্ষে বলেছেন । আজকে আপনি যেভাবে সুন্দর করে বলেছেন, ঐভাবে বললে অবশ্য আহমাদুল্লাহ সাহেব আপনার জবাব দিতেন । আপনি তাঁর আরোও অনেক ইবাদত নিয়ে গাল্ মন্দ করেছেন এবং তাঁর গালে জোতা মারতে বলেছেন । আপনি জাতিকে বিভ্রান্ত করছেন । কিন্ত, আহমাদুল্লাহ সাহেব সবসময় উলামাদের সহ সবাইকে এক হতে বলেন এবং চান্ ।
আল্লাহ তাআলা বিশ্বের সকল ধর্মের মানুষের সৃষ্টি কর্তা, সকলের জন্য উন্মুক্ত সাহায্য কারী, কেন আমরা এক সৃষ্টি কর্তার হয়ে ও নিজেদের মধ্যে মানবপ্রম জাগ্ৰত করে পুরো বিশ্বকে শান্তির আবাসন হিসাবে গড়ে তুলতে পারছি না?দশটা কুকুর যেমন এক জায়গায় খেতে পারে না, তেমনি দশটা মোল্লা এক জায়গায় জড়ো হয়ে নিজেকে জাহির না করে থাকতে পারে না,বাংলা পড়তে পারলে হয়,আর একটু কথা বলার বাচন বংগী,বাচ হয়ে গেছে ইসলামী বক্তা হিসেবে শেখ ,মোফাচ্ছের ইত্যাদি ইত্যাদি, আপনাদের ভালো লাগলে সে কি পাক্কা ঈমানদার হয়ে গেছে বুঝি,যার অন্তরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রম নেই,সে হল পাক্কা আবু জেহেল, তাতে কোন সন্দেহ নেই।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ তিনি আল্লাহর মনোনীত একজন নবী তিনি পূর্বকালীন থেকেই নবী কিন্তু ওনার যখন বয়স ৪০ তখন মহান আল্লাহ তায়ালা সবার মাঝে প্রকাশ করেন / পূর্বকালীন নবীগণ এবং কিতাব থেকে সকল আম্বিয়াগণ ওনার আসার সুখবর দিয়েছেন/ তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক
Ohabir gusti ra taherir jikir dj banaisos 😮 surer mar boro gola 😮 tura hinsuk, nobir aseker sate beadobi koris 😮 nobir Shan a beadobi koris 😮 tura Holi murker baf😮 sudu nije nije boro😮
তাই বলি কেউ পাগল দেখে ঘৃণা কইরেন না কখন কি রূপ ধরতে পারে আমার মালিক রাব্বানা আরে বাউল শিল্পী মানে কি জানোস জানোস না মানুষকে জাইনা কথা বলবি গান মানুষের জ্ঞান তোদের মত শয়তান কি বুঝবে রে মহান আল্লাহ তোকে হেদায়েত করুক
@@MrkichirMichir tor nam e tho kichir michir.......tora r ki kobo.....ta o tora koy.... Ki j...... tui katting kora sheikh ar oaj ghullo na shuna assol ta ba puro ta shon tailla bujtha parbi.....vul vangha jaba
@@sopnoraj11220 kan tora koy ta dassa.....ay shob kotha na bolla puro oaj ta shonan....valo kora... Katting kora kotha ba oaj ghullo na shuna.....tailla vul vangha jaba.....bujtha parban shob
এখন যত সুন্দর করে ভদ্রভাবে বলছেন, ময়দানে তা বলেন নি। ময়দানে যে অভব্যতা দেখিয়েছেন তার উত্তর আহমদুল্লাহ সাহেব দেয়ার কথা নয়, উনি অই রকম অভব্য নন। এখন আহমদুল্লাহ সাহেব বলছেন তখন কি ভাবে সম্বধন করেছিলেন। তাই সম্মানিত লোক নিজের সম্মান নিয়ে চুপ করে আছেন। আজকের মত এইরকম ভদ্রভাবে বললে উনি অবশ্যই উত্তর দিতেন।
মানুষের মন সবসময় একরকম থাকে না! নবীজি (সাঃ) এর হাদীস অনুযায়ী:- কোনো মুমিন যতক্ষণ পর্যন্ত তার ধন সম্পদ, সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও নবী কারীম (সাঃ) কে বেশী ভালো না বাসবে সে লোক নিজেকে ঈমানদার দাবী করতে পারবে না। তাই, নবীজি (সাঃ) ইজ্জ্বত এ যে মৌলভী মিথ্যা বলেছে সে হিসেবে তাহেরী সাহেব কিছুই করে নি! অতএব আপনি/ আপনারা এ বিষয় নিয়ে জল ঘোলা না করাই উত্তম!!
ভাই তুমি একবার তোমার ওই ইস্কালার আব্বা আহম্মক উল্লাহ নিয়ে মুফতী গিয়াস উদ্দিন তাহেরি সাহেবের সাথে একবার বসার ব্যবস্তা করে দেখ তার পরে তুমি টের পাবে তোমার ওই আহম্মক উল্লাহ কোন সালের কত নাম্বারের ভন্ড ডিগ্রী আলেম ঠিক আছে আশা করি আমার কথাটা তোমাকে বোঝাইতে পারলাম ধন্যবাদ
আপনি এখন আপনার বয়ান পালটায়ছেন,আপনি আগে আহমুদুল্লাহ হুজুর কে গালা গালি করেছেন,,এ জন্য আপনার উচিৎ জাতির কাছে ক্ষমা চাওয়া, আপার জানার ইচ্ছে থাকলে সুন্দর করে জানতে চায়তেন,,,আপনি গালা গালি কেনো করছেন,,।
সাংবাদিক ভাইয়ের উচিত তাহেরিকে তার বিগত দিনের কর্মকাণ্ডের প্রশ্ন করা আল্লাহর দন রাসুলকে দিয়ে রাসূল হলেন গায়েব হয়ে ইত্যাদি এবং খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে এই কথাগুলো কতটুকু সত্য তাকে প্রশ্ন করা উচিত শায়খ মাহমুদুল্লাহ উত্তর আর তার উত্তরের মধ্যে কোন পার্থক্য আছে নাকি সাংবাদিক ভাইয়ের বোঝা উচিত
শায়খ আহমদ উল্লাহ সাহেবের বক্তব্য হয়ে যায় আকিদা বিরোধী আর উনার শান হয়ে যায় পুতঃপবিত্র ভন্ড কাকে বলে ও কত প্রকার ও কি কি আল্লাহ তাকে হেদায়েত দান করুক
Ohabi nozdir dalal ahmodulla k prosno kora hok se keno nobir Shan a beadobi Kore 😮 ahmodullar dalalder k o prosno kora hok keno ahmodullar dalali Kore😮
তার মানেই বোঝা যাচ্ছে আগের বিদ্বেষ পুষে রেখে এখন সেটার প্রতিশোধ নেয়ার জন্যে সে আহমাদুল্লাহ হুজুরের বিরুদ্ধে লেগেছেন। সে যে আসলেই প্রকৃত আলেম না উনার কথা আর কাজে আবার প্রমাণিত হয়েছে
Comments dek a buza Jai saiek puzari 😮 ahmodulla nobir Shan a beadobi Kore,ATI tuder sok a porena,surer 10 din grihoster akdin😳tik temni ahmodullar 10 din ses 😮
তুমি সারাজীবন ভাল ভাল সঠিক আলেম ওলামা দের কে নিয়ে সমালোচনা ও গীবত করে যাও সেই সাথে ভন্ডামি লাফালাফি ও করে যাও কারো কিচ্ছু হবেনা, কারন আপনার এলেম আমলের চেয়ে লাফালাফি বেশী তাই,,,
@@mdjakariahossainjoy6202ha ra amar tho mona hossa tui tar thakha aro badhi bujhish.......dhor tor bisha khanar shamna akta kaj asa......kotto dokan pat e thakha....kissu kintha gases....tor barir kew say khana tora dhkaha fallow r tora vuk bujlo j tui oy khana kono kharap motlop a gases.....tui shonar ra bolthesses j tui kaj ar jonna ay khana gasses kinthu kew bissus kora tho dhura thak shunlo e na tokon tor ki rokom lagba....tai bolthesse.....j katting kora oaj na shuna assol ta ba puro ta shon taila bujbi shob....vul vangha jaba
আহমাদুল্লাহ হুজুরের সাথে বসে কথা বলার আপনার কোন যোগ্যতা নেই। প্রশ্ন কি ছিল আপনি উত্তর কিভাবে দিচ্ছেন। আপনি ফেতনা সৃষ্টি করতেছেন বেশি বেশি করে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সঠিক পথে আসার জন্য তৌফিক শিক্ষা দেক
তোদের গুমরাহ আহমাদুল্লাহ চ্যালেঞ্জ একসেপ্ট করেনি কারণ ওই নিজেই জানে যে আমি গুমরাহ আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের মূর্খ ভক্তরাও জাহিল না জেনে শুনেই সব কিছু মেনে নেয়
আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, তাই সায়েখ আহম্মদ উল্লার উচিত ছিল উনার বক্তব্য সংশোধন করা। আমরা তাহেরি অথবা সায়েখ বুঝিনা। কুরআন এবং হাদিসের আলোকে কে ভুল কে সঠিক।
তাহেরি ভাইয়ের জন্মের আগেই তাকদিরে লেখা ছিল তিনি “বসেন বসেন বইসা যান” এবং ঢেলে দেই” বলে ব্যাপক জনপ্রিয় হবেন! এর অর্থ এই নয় যে, তিনি তখন থেকে ভাইরাল! ভাইরাল হয়েছেন ২০১৬ সালে সম্ভবত! এ উদাহরণের সাথে আহলুল ইলমগণ ইমাম তাহাবির বক্তব্য মিলিয়ে নিন। তিনি বলেন: وأما قوله صلى الله عليه وسلم : كنت نبيا وآدم بين الروح والجسد ، فإنه ، وإن كان حينئذ نبيا ، فقد كان الله تعالى كتبه في اللوح المحفوظ نبيا ، ثم أعاد اكتتابه إياه في الوقت المذكور في هذا الحديث ، كما قال عز وجل : ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ، وكان عز وجل قد كتب ذلك في اللوح المحفوظ ، ثم أعاد اكتتابه في الزبور المحزبة بعد ذلك ، فمثل ذلك اكتتابه عز وجل النبي عليه السلام ، وآدم بين الروح والجسد ، بعد اكتتابه إياه قبل ذلك في اللوح المحفوظ أنه كذلك ، وبالله التوفيق শায়খ আহমাদুল্লাহ হাফি. এর ভুল হতে পারে। ইলমি খণ্ডন অবশ্যই ভাল দিক। আমি যতটুকু তাকে জানি, ইলমি খণ্ডন তিনি গ্রহণ করেন। কিন্তু এটা নিয়ে যেভাবে আদালত পর্যন্ত যাওয়া হচ্ছে, মনে হচ্ছে হয়ত পেছনে কেউ দাবার গুটি চালাচ্ছে। আপনাদের জানা থাকার কথা যে, বাংলাদেশে বিপুল জননন্দিত আলেম, মাওলানা দিলাওয়ার হুসাইন সাঈদী রাহি. কে প্রথমে গ্রেফতার করা হয়েছিল নজিবুল বশর মাইজভাণ্ডারির ধর্ম অব*মা*ন*নার মামলায়! গ্রেফতারের পর মাওলানা রাহি. আর ফিরে আসেন নি! আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শায়খ আহমাদুল্লাহ যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে শাহবাগি পাড়ায় এলার্জি নতুন কিছু না! মামলার নামে তাকে ঘিরে কোন ষ*ড়*যন্ত্র আছে কি না? আল্লাহ ভাল জানেন। আল্লাহ তাকে হেফাজত করেন। দীর্ঘ নেক কর্মমুখর হায়াত দান করুন। আমীন। তাহেরি ভাইও এখন জনপ্রিয় একজন ব্যক্তি। বাংলাদেশের সংকটকালে আমরা তাকেও ভাল ভূমিকায় দেখতে চাই। তিনি সব সময় শ্লোগান দেন মাইনাস নয়, মেনেজ চাই। আশা করি শায়খ আহমাদুল্লাহ হাফি. এর ইস্যূ নিয়ে তিনি নীরব হয়ে যাবেন। শিক্ষানীতি সহ ভয়ংকর যত বিষয় ইসলামপন্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে এসেছে, সেগুলোর মোকাবেলায় কাধে কাধ রেখে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকেও কবুল করুন।( মুফতি রেজাউল কারীম আবরার )
তাহেরী সাহেব আপনার উচিত ছিলো আহমাদুল্লাহ হযরতের কাছে এসে তার এই কথার ব্যখ্যা নেয়া যেহেতু আপনার কাছে সঠিক দলিল আছে শুধু শুধু আলেম আলেমে কাঁদা ছোড়াছুড়ি না করে একজায়গায় বসে সমাধান করা ভালো। এতে করে ইসলামের বারোটা বেজে গেছে। আশা করি বিষয়টি ঈমান দৃষ্টিতে দেখবেন
আবার বলি নবীজি কে ছাড়া আল্লাহ কোন নবীর সুপারিশ শুনবে না তাহলে কে আগে আছে সব নবীর ছেলে আছে আর আমার নবীর ভাই বা ছেলে কাউকেই আল্লাহ রাখে নি এটা বুজা বড় দায় 💯💯💯💯💯💯💯
তাহেরি সাহেব আপনাকে বলছি আমি সাধারণ একজন আমজনতা পৃথিবীতে সব কিছুই আল্লাহর নির্ধারিত করা আপনিও যে পৃথিবীতে আসবেন সেটাও আল্লাহর নির্ধারিত কিন্তু পুরা পরিবেশটা কি আপনি ঘোলাটে করছেন এবং আহমাদুল্লাহ সাথে মতপার্থক্য রয়েছে আপনি সরাসরি তার সাথে বসে সমাধান করে নিন আপনি হেদায়েতের পথে চলে আসেন কোথায় আহমাদুল্লাহর কোথায় তাহেরি আপনি কোথায় হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন আপনি তাহেরি আমি মনে করি আপনি শায়েখ আহমাদুল্লাহ সাথে বসার ক্ষমতা ক্যাপাসিটি যোগ্যতা কোন কিছু নেই কারণ আমি বলে দিচ্ছি শায়খ আহমাদুল্লাহ আপনার বিরুদ্ধে আজও একটা কথা ব্যক্তিগতভাবে বলেননি আপনার বিরুদ্ধে যে কথা বলা হয়েছে শায়খ আহমাদুল্লাহ এর পক্ষ থেকে একটা একান্ত ফরজ কাজ কারণ আপনার আকিকায় আছে মরা মানুষ কিছু দিতে পারে মানুষের পিছনে গীবত করা কোন ভালো মানুষের কাজ না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আপনাকে একটা উপদেশ দেই যদি মানেন উপকার হবে কারো নেগেটিভ নিয়ে পড়ে থাকেন না পজেটিভ এ চলে আসেন
আমরা আহমাদুল্লাহ চিনি না তাহেরি চিনি না কিন্তু বিষয়টা যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত নিয়ে সেহেতু নবুওয়াতের বিষয়টি হল তিনি প্রথম থেকে নবী ছিলেন আজ অবধি নবী আছেন তিনি নবী থাকবেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসূল
আমি একজন রঙ মিস্ত্রী তখনো রঙ মিস্ত্রীই ছিলাম পৃথিবী সৃষ্টির আগে থেকেই রঙ মিস্ত্রী। ভাই আল্লাহ জ্ঞান দিয়েছে একটু কাজে লাগান, পাগলের সাথে পাগল হয়েন না।
@@XavalSarial Apni nobi k rongmistrir sathe tolona krlen,,,se ki amr apnr moto,,se norer nobi sobar sera nobi,,apnr jokti bhol ache,,apni towba kren,,Nobiji k somman na krle er shasti khob khrap hobe
আলহামদুলিল্লাহ আমরা আহমাদুল্লাহ হুজুরকে এইজন্য ভালবাসি তিনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন না আর যারা তাহেরিকে ভালোবাসে তারা সবাই নাচ গানের ভক্ত সে শিয়াপন্থী সে মাজার পূজারী সে বাউল শিল্পী এইজন্য তা তাকে সবাই
বড় গাছ লরে কম। জ্ঞানী লোকের কথা কম।খালি কলস বাজে বেশি আল্লাহ তায়ালা সবাইকে হেদায়েত দান করুন আমিন
রাইট কাঁথা বলেছেন
নবির দুষমন চুপথাকলেই কি মিথ্যা টা সত্য হবে?কোনদিন ও না
সেই আহাম্মক পুঁজি কম জাইনা বাহাস এ
দরা খাইলে লুঙ্গি নাই
একটা জবাব দিছে কি তোর বাপ
রাইট বলছেন
আপনাকে আমরা এত বছর ধরে দেখছি কিন্তু কোনো দিন একটা জিনিস শিখতে পারিনি, আর প্রিয় শায়েখ আহমাদউল্লাহর এই অল্প কয় বছরে অনেক কিছু শিখেছি,,,, আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন,,,
আর আপনার মত লোক গুলোকে আল্লাহ হেদায়াত দান করুন,,,,
আপনি যদি মনে করেন এসব আবোল তাবোল কথা বলে উনাকে বিভ্রান্ত করবেন,,তাহলে আল্লাহ নিজেই আপনাকে বিভ্রান্ত করে ছাড়বেন,,,
কেননা এত বছর ধরে এরকম অনেক মানুষ দেখেছি ইসলাম ও হককানী আলেমদের বিভ্রান্ত করতে গিয়ে নিজেরাই ধংস হয়ে গেছে,, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন,,,
Right
কাফের
আহমাদুল্লাহ সাহেব একবারও বলেনি যে উনি নবী ছিলেন না উনি বলেছে চল্লিশ বছর পর নবী নবুওয়াত পেয়েছেন
Ha nobi chilen ekhon ar ki koiba
আগেই নবী তো ৪০ বছর পর তাহলল কি লাভ করছেন? মূল কথা হলো ৪০ বছর বয়সে নবুওয়ত প্রকাশ পেয়েছেন।
মিথ্যা কথা বলেন ক্যান????
হুজুর পুজা করে।তাই না বুঝে লাফায়, নিজের ঈমান ধ্বংস করে
ঠিক বলেছেন
আমি আজ পর্যন্ত এই তাহেরি কে কোন দিন কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে দেখিনি।
বলবেন কি করে উনিতো আর কোরআনে হাফেজ না
Karon tumra ondho
Amio deki nai... Oni shudhu lafa lafi kore 😂😂😂😂
আমিও শুনিনি শুধু যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় কিন্তু ইসলাম তো যুক্তি দিয়ে চলবে না
ঠিক❤❤❤❤❤
আমার মতো আল্লাহর জন্য
শায়েখ আহমদুল্লাহকে কে কে ভালো বাসেন❤
নবীজি ৪০ বছর আগে নবী ছিলেন না তোমার বাবা আদুল্লাহ কে দলিল দিতে বল। আদুল্লাহ সেই বক্তব্যের মাফ চাইলো কেন?
@@FoysalMueen আপনার কথাবার্তা শুনে তো মনে হয় না আপনি কোন ভদ্র ঘরের সন্তান যতসব
Idiot murko
Tumi ar tomsar moto je atem ache se,.ai.du jane haram khor darmo byaboshaye,
@@FoysalMueen todar kono iman asa na ki....thakla ay taharir kothai kak asa kan niya gasa shuna e....kak ar pichoan na chutha aga kan ta gaighai asa ki say ta chak kora dhakties......feelthu.....pura oaj ta valo kora shon.....tai la e bujbi j sheikh kono rasul (s) bherodhe kotha bolani...
তাহেরির স্বভাব হচ্ছে আজাহারি সহ বড় বড় হুজুরদের নিয়ে শুধু সমালোচনা করা আহমাদুল্লাহ সাহেব ভদ্র দেখে ওনাকে কিছু বলেনি
প্রিয় শায়খ আহমাদুল্লাহ হুজুরের হায়াতে আল্লাহ বরকত দান করুন
Aameen Aameen Aameen Yea Robbul Aalameen
Allah amar kolizar tukra huzur taheri k janmal hefajot a rakio gaibi help korio jeno eslamer besi besi ketmot Korte pare abong ohabi ahmodulla k jeno nobir Shan a beadobi na korar jonno tik Korte pare Amin ❤️
আমিন
আমমীন
নবীজি ৪০ বছর আগে নবী ছিলেন না তোমার বাবা আদুল্লাহ কে দলিল দিতে বল। আদুল্লাহ সেই বক্তব্যের মাফ চাইলো কেন?
উনি আপনাকে কাফের বলে নাই উনি বলছে যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে
কথায় বলে কথা পড়ল সবার মাঝে যার কথা তার কানে বাজে।
আরে বোকা বিশ্বাস আর বলার মধ্যে কি পার্থক্য থাকে
সঠিক আমিও শুনেছি আহমাদুল্লাহর বক্তব্য
ঠিক
আপনি যদি বিষয়টি ভালো করে জানতেই চাইতেন তাহলে তার সাথে সাক্ষাত করে সমাধান করতেন।আপনি সেটা না করে আল্টিমেটাম দিচ্ছেন কি করে। আপনি শুনা কথায় কান দিচ্ছেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আমিন
বাংলাদেশের 18 কোটি মানুষদের মধ্যে যারা আহমাদুল্লাহ হুজুর কে ভালোবাসে সবাই আল্লাহর জন্য ভালোবাসে। আর সামান্য কিছু লোক তাহেরিকে ভালোবাসে তার নাছ আর গানের জন্যে।
আরে ভাই, নবি নবুয়াত নিয়ে কথা বলেন।
তাহলে নবির বড় না আহমদ উললা বড়।
Allar ki agenct ahmodullah chagol, akjan haram khor mithya prochar kari batil hadis diye fatua kari darmo byaboshayee, agun lhorke,.ke valo basbe,taheri anek valo uchit o satya kotha bole.
@@Mahidsunnimedia7079apni sheikh ar oaj ta phuro ta valo kora shonan.....taila bujtha parban....j sheike hujhur kono nobi (s) ar bipokkha kotha bolani
ঠিক বলেছেন
১নং হাদীসঃ
أخبرنا أبو الحسن علي بن أحمد بن سماء المقريّ ، قدم علينا حاجا ، حدثنا أبو سعيد الخليل بن أحمد بن الخليل القاضي السجزيّ ، أنبأنا أبو العباس محمد بن إسحاق الثقفيّ ، حدثنا أبو عبيد الله يحي بن محمد بن السکن ، حدثنا أبو حبان بن هلال ، حدثنا مبارك بن فضالة ، حدثنا عبيد الله بن عمر ، عن خبيب بن عبد الرحمن ، عن حفص بن عاصم ، عن أبي هريرة ، عن النبي صلی الله عليه وسلم قال : لمّا خلق الله عزّ وجلّ آدم خير لادم بنيه ، فجعل يری فضائل بعضهم علی بعض ، قال: فرآني نورا ساطعا في أسفلهم ، فقال : يا ربّ من هذا ? قال: هذا إبنك أحمد صلی الله علي وسلم هو الأوّل والآخر وهو أوّل شافع.
অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন আল্লাহ তায়ালা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তাকে তাঁর সন্তান-সন্ততি দেখালেন। ফলে আদম আলাইহিসসালাম তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে লাগলেন। নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অবশেষে তিনি আমাকে অতি উজ্জল একটি নূর অবস্থায় দেখলেন। অতঃপর বললেনঃ ওহে রব! এই নূর কে? বা তিনি কে? আল্লাহ তায়ালা বললেন, সে তোমার পুত্র আহমদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই প্রথম, তথা প্রথম সৃষ্টি, তিনিই শেষ, তথা শেষ নবী, এবং তিনিই সর্ব প্রথম শাফায়াতকারী। (ইমাম বায়হাক্বী, দালায়েলুন নবুওত, ৫ম খন্ড, ৪৮৩ পৃষ্ঠা. হাদীস নং ২২১৮)।
সনদ পর্যালোচনাঃ এই হাদীস সম্পর্কে নাছির উদ্দীন আলবানী বলেনঃ قلتَ: وهذا إسناد حسن، رجاله کلهم ثقات رجال البخاري .অর্থাৎ এই হাদিসের সনদ হাসান, ইাহার সকল বর্ণনাকারীগণ বিশ্বস্ত বুখারী শরীফের বর্ণনাকারীর ন্যায়। (আলবানীঃ সিলসিলায় জয়ীফা, হাদীস নং ৬৪৮২)।
আহম্মাদুল্লাহ হুজুরের পক্ষে যারা তারা সবাই হক্কানী আলেম সমাজ, আলহামদুলিল্লাহ।
Right 👍
আরে ওহাবীরা তোরা তো খালী কলস তোরা কাওকে দান করলে ও লাইবে ইউটিউবে ছরায় আমি জনগকে ও বেরিস্টার সুমনকে বলছি আপনে নিজের মনকে প্রশ্ন করে দেখেন কোন নবীকে নিয়ে ওহাবিরা মন্তব্য করেনা আমার নবীর বালা মিজানুর রহমান আজহারীর ও ভুল হয় শায়েক আহাম্মদুল্লার ও ভুল হয় তোরা কি জনগন চুখে অন্ধ চসমা পরে রেখেছচ চসমাটা খুলে দেখ ওহাবীরা নবীর দুষমন।
মাশাআল্লাহ
Dalal 😅😅
যারা রাসূলে পাকের(স) পক্ষে তারাই হক্বানি আলেম। সত্যের মাপকাঠি রাসূলে পাক(স), আহমদুল্লাহ নয়।
আল্লাহতালা তাহেরী সাহেব কে হেদায়েত দান করুক
আমিন
এই নাটকের অভিনেতাকে আলেম বলা মানে ইলমের ও সঠিক আলেমদের অসম্মানিত করা ।
Taheri jindabad ohabi ahmodulla murdabad ohabir dalalra murdabad shiabad ajidibad kadianibad nipat Jak Amin 😮
R8
@@soft-man-n wrong 😳
Nobir dusmon ahmodullar Aber kiser somman😳j kina nobir Shan a beadobi Kore ader Aber kiser somman 😳
@@muhammadmansoor1575Right
আপনি শায়েখ আহমাদুল্লা হুজুর কে আল্টিমেটাম দিয়েছেন আবার এখন নতুন করে অভিনয় শুরু করেছেন,
আল্টিমেটাম দিয়েছে তো কি হয়েছে?
কি অভিনয় করছে,? ওনি সত্যি কথা বলছেন
😂😂😂
@@MUAC200 Dance fan😂😂
তাহেরী সাহেব কথা ঘুরানোতে ওস্তাদ, যখন দেখে সে ভুল করেছে, সে তার ওই ভ্রান্ত যুক্তি দিয়ে আর পারছে না, তখন তিনি কথা ঘুরিয়ে ফেলেন। এখন যেসব বক্তব্য পেশ করছে তা সঠিক মেনে নিলাম কিন্তু তার আগে তিনি অনেক কথা ঘুরিয়ে ফেলতেন যদি তা ভ্রান্ত কোনো বিষয় নিয়ে হতো।
আমাদের প্রিয় শায়েখ আহমাদুল্লাহ কে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক সেটা আমরা চাই না প্রিয় শায়েখ❤❤❤❤❤❤❤❤
নিজের জীবন ভুলে ভরা, সেটার দিকে নজর নাই অন্যদের নিয়ে মামলা দেয়।
দোষ হলো আমাদের মতো পাবলিকদের
বাইনচোদে যখন মাহফিলে উঠে অন্য হুজুরের নামে গিবত গায় তখন যদি আমরা পাবলিকরা তারে জুতা দিয়া পিটানো উচিৎ
Abu Jahel bole kotha😂😂😂
❤
যারা কোরআন, হাদিস বোঝো এবং মেনে চলে তাদের মতে তাহেরী কোন হুজুরী না। এবং অনেক হুজুরের মতে শায়েখ আহমাদুল্লাহ এর মতো হুজুরের সাথে বসতে হলে যে যোগ্যতা প্রয়োজন তাহেরীর ভিতর ঐ যোগ্যতাই নেই।
নবীজি ৪০ বছর আগে নবী ছিলেন না তোমার বাবা আদুল্লাহ কে দলিল দিতে বল। আদুল্লাহ সেই বক্তব্যের মাফ চাইলো কেন?
তাহেরি দলিলের জোরে কথা বলে দালালি করেননা
@@FoysalMueenওই হালার পো হালা তুই দেখছিস মাফ চাইছে .মূর্খ তুমি এটাই বুঝনা ۔ডিজিটাল বাংলাদেশের সবকিছু হ্যাক করা যায় হালার মূর্খ 😂😂😂😂মাফ চাইছি ওই ভিডিও আমারে দে হালা .
@@NurulIslam-xd6xk ওই শুনে রাখ শায়খ আহমাদুল্লাহ পায়ে ধরি সমান হতে পারবে না তাহেরি ডিজে 😂😂😂😂
@@IsmailHosain-d5dশায়েখের পা চাট গিয়া ভাই।মুখের জোরে চাপাবাজী করেন, আপনার লজ্জা শরম নাই???
আল্লাহ তাহেরি হুজুর কে হেদায়েত দান করুন। এবং সঠিক কুরআন ও হাদিস বুঝার তৌফিক দান করুন। আমিন
বাংলাদেশে অনেক ভালো ভালো আলেম আছে,ইসলামিক বক্তা আছে । তাহেরী সাহেবের মতো লোকের বয়ান না শুনলেও চলবে।
মানুষ টাকা খরচ করে আপনাকে দাওয়াত দেয়, আর আপনি মঞ্চে বসে গানে টান দেন। আর কি ধরনের অঙ্গ ভঙ্গি করেন এটা কোন আলেমের আকিদা হতে পারেনা।
ঠিক কথা বলেছেন
আকিদা সম্পর্কে জানেন আগে। তারপর কমেন্ট করেন।গান যে হারাম এর দলিল চাই।
গান হারাম গান হচ্চে অন্তরের মদ@@tonimiqbal2076
@@tonimiqbal2076যখন লোকেরা ব্যভিচারকে বৈধ মনে করবে, মদ পান করবে এবং গানের চর্চা করবে আর আল্লাহ নিজ আকাশে ক্রোধান্বিত হবেন তখন তিনি জমিনকে বলবেন, এদেরকে নিয়ে প্রকম্পিত হও, যদি তারা তাওবা করে আর এসব ছেড়ে দেয় (তাহলে নয়)। অন্যথায় এদেরকে ধ্বংস করে দাও। (আল উ’কুবাত লি আবিদ্দুনয়া ৬)
আট- আলী ইবন আবী তালিব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ ” . فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً وَالأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَعَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلُبِسَ الْحَرِيرُ وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا
আমার উম্মত যখন এ পনেরটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর মুসিবত নিপতিত হবে। জিজ্ঞাসা করা হল, সেগুলো কি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, যখন গনীমত পরিণত হবে ব্যক্তিগত সম্পদে, আমানত পরিণত হবে লুটের মালরূপে, যাকাত গণ্য হবে জরিমানারূপে, পুরুষরা তাদের স্ত্রীদের অনুগত হবে আর মা‘দের হবে অবাধ্য, বন্ধুদের সাথে তো সদাচারণ করবে অথচ পিতার সঙ্গে করবে দুর্ব্যবহার, মসজিদে শোরগোল করা হবে, নিকৃষ্টতম চরিত্রের লোকটি হবে তার সম্প্রদায়ের নেতা, কেবল অনিষ্টের ভয়ে কোন ব্যক্তিকে সম্মান করা হবে, মদপান করা হবে, রেশম বস্ত্র পরিধান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের রেওয়াজ চলবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু বা ভূমিধ্বস বা চেহারা বিকৃতির আযাবের। (তিরমিযী ২২১৩)
নয়- আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
بَعَثَنِي اللهُ رَحْمَةً وَهَدًى لِلْعَالَمِينَ وَبَعَثَنِي لِمَحْقِ الْمَعَازِفِ وَالْمَزَامِيرِ، وَأَمْرِ الْجَاهِلِيَّةِ
আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ ও জাহেলি প্রথা বিলোপসাধনের নির্দেশ দিয়েছেন। (শুয়া’বুল ঈমান, বাইহাকি ৬০২৭)
দশ- বিখ্যাত তাবেয়ী হযরত নাফে’ রহ. থেকে সহীহ সনদে বর্ণিত, তিনি বলেন, একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রাযি. বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে’! এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ ﷺ চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। (মুসনাদে আহমদ ৪৫৩৫ আবু দাউদ ৪৯২৪ )
والله اعلم بالصواب
Se Ki hujur!!!!
Se to baul shilpi 😂
মাশাল্লাহ নবীর গোলাম ওলি আওলিয়ার পক্ষে আহালে ছুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র পির মুক্তি আল্লাহুমা গিয়াস উদ্দিন তাহেরী হুজুর আপনাকে অসংখ্য সালাম জানাই ❤❤❤❤❤❤❤
মাজার সেজদা করি তাহরিকে বয়কট করুন আপনার ঈমান এবং আমল হেফাজত করুন
মুতে মুতের পানি লননি
আসসালামু আলাইকুম, তাহেরী সাহেব সহ সবার প্রতি শ্রদ্ধা করে বলছি । এখানে দেখলাম, হাজার হাজার সুশিক্ষিত ব্যক্তিরা মত্ প্রকাশ করেছেন । এদের মধ্যে ৯৯ % লোক আহমাদুল্লাহ সাহেবের পক্ষে বলেছেন । আজকে আপনি যেভাবে সুন্দর করে বলেছেন, ঐভাবে বললে অবশ্য আহমাদুল্লাহ সাহেব আপনার জবাব দিতেন । আপনি তাঁর আরোও অনেক ইবাদত নিয়ে গাল্ মন্দ করেছেন এবং তাঁর গালে জোতা মারতে বলেছেন । আপনি জাতিকে বিভ্রান্ত করছেন । কিন্ত, আহমাদুল্লাহ সাহেব সবসময় উলামাদের সহ সবাইকে এক হতে বলেন এবং চান্ ।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন
❤❤❤❤❤❤
আল্লাহ তাআলা বিশ্বের সকল ধর্মের মানুষের সৃষ্টি কর্তা, সকলের জন্য উন্মুক্ত সাহায্য কারী, কেন আমরা এক সৃষ্টি কর্তার হয়ে ও নিজেদের মধ্যে মানবপ্রম জাগ্ৰত করে পুরো বিশ্বকে শান্তির আবাসন হিসাবে গড়ে তুলতে পারছি না?দশটা কুকুর যেমন এক জায়গায় খেতে পারে না, তেমনি দশটা মোল্লা এক জায়গায় জড়ো হয়ে নিজেকে জাহির না করে থাকতে পারে না,বাংলা পড়তে পারলে হয়,আর একটু কথা বলার বাচন বংগী,বাচ হয়ে গেছে ইসলামী বক্তা হিসেবে শেখ ,মোফাচ্ছের ইত্যাদি ইত্যাদি, আপনাদের ভালো লাগলে সে কি পাক্কা ঈমানদার হয়ে গেছে বুঝি,যার অন্তরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রম নেই,সে হল পাক্কা আবু জেহেল, তাতে কোন সন্দেহ নেই।
আমার মনে হয় আহাম্মদুল্লাহ সাহেবই সঠিক বলেছেন।
Khub sundor Kotha🥰🥰🥰
আজহারি হুজুরকে কে কে ভালোবাসেন❤❤লাইক কমেন্ট করুন
লাইক করিনা কারন ওই জায়গার মানুষ খারাপ।
তাহেরি কিসের আলেম আমি আলেম মনে করিনা
কেন ভাই
vondo
তাতে আমার বাল ছেড়া গেছে
তাহারি হলো জালেম ইসলামের পুটকিমারার জন্য আছে
@@goutamk.sanyal2526তাহেরিকে পাট ক্ষেতে নিয়ে চলেন।
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ তিনি আল্লাহর মনোনীত একজন নবী তিনি পূর্বকালীন থেকেই নবী কিন্তু ওনার যখন বয়স ৪০ তখন মহান আল্লাহ তায়ালা সবার মাঝে প্রকাশ করেন / পূর্বকালীন নবীগণ এবং কিতাব থেকে সকল আম্বিয়াগণ ওনার আসার সুখবর দিয়েছেন/ তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক
ডি জে তাহেরী,,, তুমি প্রশ্ন ও বুঝো নাই, উত্তর ও বুঝো নাই😢😢😢
Ohabir gusti ra taherir jikir dj banaisos 😮 surer mar boro gola 😮 tura hinsuk, nobir aseker sate beadobi koris 😮 nobir Shan a beadobi koris 😮 tura Holi murker baf😮 sudu nije nije boro😮
১০০০০%আপনি হুজুর হতে পারেন না আমরা মানি না মানবোও না
তুই ওনাকে হুজুর হিসেবে মানলেও কি আর না মানলেও কি।ওনার কিছু আসে যায় না।
বেটা শায়েখ পূজারী থেকে বের হয়।এখানে আক্বিদা নিয়ে সমস্যা।
আল্লাহ তাহেরিকে হেদায়েত দান করুক
বাউল শিল্পী তাহেরিকে আল্লাহ হেদায়েত দান করুক।।।
তাই বলি কেউ পাগল দেখে ঘৃণা কইরেন না কখন কি রূপ ধরতে পারে আমার মালিক রাব্বানা আরে বাউল শিল্পী মানে কি জানোস জানোস না মানুষকে জাইনা কথা বলবি গান মানুষের জ্ঞান তোদের মত শয়তান কি বুঝবে রে মহান আল্লাহ তোকে হেদায়েত করুক
একজন বাউল শিল্পী হয়ে বড় আলেমের ভুল ধরে এটাও কেয়ামতের আলামত
Taheri shaheb hoq,nobijir pokkhe kotha bolcen, ahmodullah vhol pothe achen
@@MrkichirMichir Oi sala....Tui bichi kata lagbo mone hoitace....Jekhane dekhi sekhanei dalal giri kortacos
ঠিক ভাই 😢
নবীজি ৪০ বছর আগে নবী ছিলেন না তোমার বাবা আদুল্লাহ কে দলিল দিতে বল। আদুল্লাহ সেই বক্তব্যের মাফ চাইলো কেন?
@@MrkichirMichir tor nam e tho kichir michir.......tora r ki kobo.....ta o tora koy.... Ki j...... tui katting kora sheikh ar oaj ghullo na shuna assol ta ba puro ta shon tailla bujtha parbi.....vul vangha jaba
আপনি হক্বের পক্ষে আছেন, এগিয়ে যান। ইনশাল্লাহ।
আহমদউল্লাহ সাহেব ইতিহাসের পাতা একজন সম্মানিত মানুষ হিসেবেই থাকবেন এবং যুগে যুগে সব ভন্ড আসে এবং সব ভালো মানুষও থাকে 😢😢
Murko idiot
এই জন্য তো বেশি করে বাসঁ দে😅
@@sopnoraj11220Kan tora koyta dassa....ai shob na bolla....puro oaj ta valo kora shonan....katting kora oaj ghullo na shuna.....taill vul vagha jaba
@@sopnoraj11220 kan tora koy ta dassa.....ay shob kotha na bolla puro oaj ta shonan....valo kora... Katting kora kotha ba oaj ghullo na shuna.....tailla vul vangha jaba.....bujtha parban shob
এই বাউলদের দিয়ে কারা মাহফিল করে তাদের দেখার খুব ইচ্ছা আমার😵💫
Oder paile juta peta kortam ni
হেদায়েত দান করুক তাহেরিকে
2:09 আপনি যেভাবে গালি দিয়েছেন তার আগে ক্ষমা চান দেশবাসীর কাছে
ঠিক বলেছেন
নবির দুষমন দের গালি দিলেও সাওয়াব হয়
ঠিক বলেছেন আপনি
ঠিক বলেছেন ভাই, আমিতো তাহেরী হুজুর কে ভন্ড হিসেবে মানি।
তোমার চিন্তা তুমি করো,তাহেরী😅😅
এখন যত সুন্দর করে ভদ্রভাবে বলছেন, ময়দানে তা বলেন নি। ময়দানে যে অভব্যতা দেখিয়েছেন তার উত্তর আহমদুল্লাহ সাহেব দেয়ার কথা নয়, উনি অই রকম অভব্য নন। এখন আহমদুল্লাহ সাহেব বলছেন তখন কি ভাবে সম্বধন করেছিলেন। তাই সম্মানিত লোক নিজের সম্মান নিয়ে চুপ করে আছেন। আজকের মত এইরকম ভদ্রভাবে বললে উনি অবশ্যই উত্তর দিতেন।
তুমিও আব্দুল ওয়াহাব নজদীর জারজ
মানুষের মন সবসময় একরকম থাকে না! নবীজি (সাঃ) এর হাদীস অনুযায়ী:- কোনো মুমিন যতক্ষণ পর্যন্ত তার ধন সম্পদ, সন্তানাদি এমনকি নিজের জীবনের চেয়েও নবী কারীম (সাঃ) কে বেশী ভালো না বাসবে সে লোক নিজেকে ঈমানদার দাবী করতে পারবে না। তাই, নবীজি (সাঃ) ইজ্জ্বত এ যে মৌলভী মিথ্যা বলেছে সে হিসেবে তাহেরী সাহেব কিছুই করে নি! অতএব আপনি/ আপনারা এ বিষয় নিয়ে জল ঘোলা না করাই উত্তম!!
Thik bosen apni
Yes
তাহেরী তোমার ইসলামিক জ্ঞান শায়খ আহমাদুললাহ সাহেবের তুলনায় অনেক কম ॥
ভাইয়া তোমার শায়খ ইহুদীদের দালাল সেইটা তুমি সঠিকভাবে যানোনা যদি জানতে তাহলে আর এইকথা বলতেনা তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে একবার তোমার ওই শায়খ কে নিয়ে মুফতী গিয়াস উদ্দিন তাহরি আলেমের একবার বসার ব্যাবস্তা করো তাহলে তুমি সঠিকভাবে জানতে পারবে তোমার শায়খ কোরআন হাদীস এজমা কিয়াসের দিক থেকে মুফতী গিয়াস উদ্দিন তাহেরি সাহেবের কত নিচে ঠিক আছে আশা করি আমার কথাটা তোমাকে বোঝাইতে পারলাম ধন্যবাদ
Idiot
ওই বেটা,, আহমদুল্লা যে কথা বলেছে,, সেটা কাফের ও বলেনাই।
Dujone hadiser lok kawamir.atell, bedadi so haram o agun khor darmo byaboshaye
ভাই তুমি একবার তোমার ওই ইস্কালার আব্বা আহম্মক উল্লাহ নিয়ে মুফতী গিয়াস উদ্দিন তাহেরি সাহেবের সাথে একবার বসার ব্যবস্তা করে দেখ তার পরে তুমি টের পাবে তোমার ওই আহম্মক উল্লাহ কোন সালের কত নাম্বারের ভন্ড ডিগ্রী আলেম ঠিক আছে আশা করি আমার কথাটা তোমাকে বোঝাইতে পারলাম ধন্যবাদ
আপনি এখন আপনার বয়ান পালটায়ছেন,আপনি আগে আহমুদুল্লাহ হুজুর কে গালা গালি করেছেন,,এ জন্য আপনার উচিৎ জাতির কাছে ক্ষমা চাওয়া, আপার জানার ইচ্ছে থাকলে সুন্দর করে জানতে চায়তেন,,,আপনি গালা গালি কেনো করছেন,,।
সাংবাদিক ভাইয়ের উচিত তাহেরিকে তার বিগত দিনের কর্মকাণ্ডের প্রশ্ন করা আল্লাহর দন রাসুলকে দিয়ে রাসূল হলেন গায়েব হয়ে ইত্যাদি এবং খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে এই কথাগুলো কতটুকু সত্য তাকে প্রশ্ন করা উচিত শায়খ মাহমুদুল্লাহ উত্তর আর তার উত্তরের মধ্যে কোন পার্থক্য আছে নাকি সাংবাদিক ভাইয়ের বোঝা উচিত
আমাদের আলিম সমাজের আলিম ভাইদেরকে সামাজিকভাবে সমাজ সেবার কাজে নিয়োযিতরাখা দরকার। তাহলে এসব দলাদলি কমতে পারে 6:53
Taheri jindabad ohabi ahmodulla murdabad ohabir dalalra murdabad shiabad ajidibad kadianibad nipat Jak Amin 😮
শায়খ আহমদ উল্লাহ সাহেবের বক্তব্য হয়ে যায় আকিদা বিরোধী আর উনার শান হয়ে যায় পুতঃপবিত্র ভন্ড কাকে বলে ও কত প্রকার ও কি কি আল্লাহ তাকে হেদায়েত দান করুক
ঠিক বলেছেন আপনি
Ohabi nozdir dalal ahmodulla k prosno kora hok se keno nobir Shan a beadobi Kore 😮 ahmodullar dalalder k o prosno kora hok keno ahmodullar dalali Kore😮
আপনিযে এত গালাগালি করলেন সেই কথা তো বললেননা,,আগে আহমদুল্লা হুজুরের কাছে খমা চান
আমি বাংলাদেশের সকল তরুন প্রজন্মের কাছে অনুরোধ করছি,
কোনো নির্বোধের (তাহিরী)বক্তব্য শুনে সময় নষ্ট করবেন না
তাহেরি হুজুর হলো সুন্নি জামাতের একটি সম্পদ
Itor idiot murko
সহমত
সব সমস্যার সমাধান
একমাত্র আল কোরআন।
মুজাম্মেল হুজুর কোরআন থেকে উত্তর দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন
মিয়া ভন্ডামী বাদ দেন
Tui vondo 😮 tur 14 gusti vondo 😮
তার মানেই বোঝা যাচ্ছে আগের বিদ্বেষ পুষে রেখে এখন সেটার প্রতিশোধ নেয়ার জন্যে সে আহমাদুল্লাহ হুজুরের বিরুদ্ধে লেগেছেন। সে যে আসলেই প্রকৃত আলেম না উনার কথা আর কাজে আবার প্রমাণিত হয়েছে
Ohabi nozdir dalal ahmodulla jokon nobir Shan a beadobi Korte Korte besi baira gese tokon tak a Dora foroz😳 taheri tik kaz korse😳
Comments dek a buza Jai saiek puzari 😮 ahmodulla nobir Shan a beadobi Kore,ATI tuder sok a porena,surer 10 din grihoster akdin😳tik temni ahmodullar 10 din ses 😮
Kar din sas ta to dhakthe e pabi.......ka chor r ka alam.....tui jodbi na morish taila tho dhakthe pabi@@muhammadmansoor1575
আপনি বয়াতি মানুষ বয়াতির ভুল ধরেন গিয়া ! একজন হক্কানি আলামের ভুল ধরার মত যোগ্যতা আপনার নেই। ফাউল 😡
তুমি সারাজীবন ভাল ভাল সঠিক আলেম ওলামা দের কে নিয়ে সমালোচনা ও গীবত করে যাও সেই সাথে ভন্ডামি লাফালাফি ও করে যাও কারো কিচ্ছু হবেনা, কারন আপনার এলেম আমলের চেয়ে লাফালাফি বেশী তাই,,,
তাহেরী ভাই আপনি কি বোঝেন না লোকে আপনাকে ট্রল করে মজা নেয়? আপনি আমার দ্বীনি ভাই । দয়া করে ভাইরাল হতে গিয়ে মুসলিম উম্মাহর ক্ষতি করবেন না!
সমস্ত মন্তব্য আহমদুল্লাহ সাহেবের পক্ষে।
বাঙালি বুজে কম আর আপনার মতো চিল্লাচিল্লি করে বেশি 😂😂
গদমুরখ
আপনার যে বলার ভাষা আপনি বলেন সেটা কি সঠিক হয়েছে, আপনিতো গুন্ডামি মাস্তানির বাসনে বলেছেন, আসলে আপনি তো একজন আলিম না বাউল শিল্পী
ভাই আপনাকে ধন্যবাদ ভন্ডরে বন্ধুই বলেছেন
যে লোক সারাক্ষণ প্রশ্নের উত্তর দে সে লোক এতটুক বুঝে না নবীজি কখন থেকে নবী খুব ভালো বুঝে
ভালো বুঝে নবীর চাইতে বেশি বুঝে
অন্ধ শালা তুই
@@mdjakariahossainjoy6202ha ra amar tho mona hossa tui tar thakha aro badhi bujhish.......dhor tor bisha khanar shamna akta kaj asa......kotto dokan pat e thakha....kissu kintha gases....tor barir kew say khana tora dhkaha fallow r tora vuk bujlo j tui oy khana kono kharap motlop a gases.....tui shonar ra bolthesses j tui kaj ar jonna ay khana gasses kinthu kew bissus kora tho dhura thak shunlo e na tokon tor ki rokom lagba....tai bolthesse.....j katting kora oaj na shuna assol ta ba puro ta shon taila bujbi shob....vul vangha jaba
আহমাদুল্লাহ হুজুরের সাথে বসে কথা বলার আপনার কোন যোগ্যতা নেই। প্রশ্ন কি ছিল আপনি উত্তর কিভাবে দিচ্ছেন। আপনি ফেতনা সৃষ্টি করতেছেন বেশি বেশি করে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সঠিক পথে আসার জন্য তৌফিক শিক্ষা দেক
তার জন্য আহমাদুল্লাহ ভয়ে বসতে চাই না
তোদের গুমরাহ আহমাদুল্লাহ চ্যালেঞ্জ একসেপ্ট করেনি কারণ ওই নিজেই জানে যে আমি গুমরাহ আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের মূর্খ ভক্তরাও জাহিল না জেনে শুনেই সব কিছু মেনে নেয়
অন্দবিশ্বাসি শায়েখ পুজারি ব্ন্দ কর দেশ ওজাতি বুজেগেছ,কে আলম আর কে ইহুদিদের দালাল
Ahomudullar hujurer juta🩴🩴🩴🩴👠👠 muchar joggo ta
Ai taheri vondor nei
@@arh3952right
ঠিক বলেছেন তাহেরী হুজুর ধন্যবাদ ❤❤❤❤
নিজের ভুল ঠিক করেন
Tui vul 😮 tur 14 gusti vul😮
Apnar guray bul ache age tik koren
@@muhammadmansoor1575tor choddho ghusthe
একজন আলেমের পুরো কথা না শুনে মন্তব্য করাটাই ভুল
তুই হলি বাউল শিল্পী, তোর ১৪ গোষষ্ঠীর মধ্যে ভালো মানুষ আছে কিনা সন্দেহ, গালি দিবোনা আল্লাহ তোরে হেদায়েত দান করুক আমিন।
আগে নিজের বক্তব্য ঠিক করেন এরপরে মানুষের ভুল ধরার চেষ্টা করেন নিজেকে শুধরান
শয়তান কে আলেম বলা যাবে কিন্তু তাহীরিকে আলেম বলা যাবে না
আমি এই ভন্ড আলেমকে উত্তর দিতে চাই না দর্শকরা অনেক লিখেছে তাই তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ উনাকে আর আমাদেরকে হেদায়েত দান করুক
মোহাম্মদ আর ইসলাম দুটাই মিথ্যা
নেস্কট এ কোন আলেমের সম্পর্কে কথা বলার সময় আদব লেহাজ বজায় রাইখেন,,,সে যে ঘরানার আলেম ই হোক না কেন,,,
তাহেরি হুজুর কে অনেক অনেক ধন্যবাদ।
আমরা দেশবাসী জেনে গেছি তুমি কি জন্য এমন করেছো।
আহমাদুল্লাহ হুজুরের প্রতিষ্ঠানের ওপরে নজর পড়েছে,,,, 🤪
Taheri jindabad ohabi ahmodulla murdabad ohabir dalalra murdabad shiabad ajidibad kadianibad nipat Jak Amin 😮
@@mdshahdat4312nobir dusmon ahmodullar opor jar nozor porena se Holo kana😮Ondo saiek puzari 😮
আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, তাই সায়েখ আহম্মদ উল্লার উচিত ছিল উনার বক্তব্য সংশোধন করা।
আমরা তাহেরি অথবা সায়েখ বুঝিনা।
কুরআন এবং হাদিসের আলোকে কে ভুল কে সঠিক।
আপনাদের কওমিরাও তো নবী ৪০ বছরের আগে নবী ছিলেন না এই আকিদায় বিশ্বাসী। নাহলে ওসামার ব্যাপারে দেওবন্দ থেকে ফতোয়া এলো না কেন?
আপনি ভালো হয়ে জান আপনি দিনের পথে আসেন
আগে শায়েখ আহমাদুলল্লাহ সাহেবের সাথে কথা বলে স্পষ্ট হয়ে, তার পর তাহেরির এ বিষয় কথা বলা উচিত ছিল, তাহলে কাদা ছুড়াছুঁড়ি হত না।
তাহেরী তুমি ভালো হয়ে যাও,
তুমি ভালো হয়ে যাও,
তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি ,
তুমি ভালো হয়ে যাও
হে আল্লাহ সকল আলেমদেরকে এক করে দাও আমিন❤
আপনি কেমন আলেম জানিনা।আপনি একজন আলেম হয়েছেন কিন্তুু একজন আলেমকে আপনি অপমান করেছেন।আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।
Alem mane ki. nije alem upofi file ki alem hoye jay, monu, ato soja loy,,.slem howa, joyeche. Ba lem.
আরে ভাই, শায়েখ আহমাদুল্লাহ এর পুরো বক্তব্য আপনারা তো শোনেন নাই।
তুমি এই প্রশ্নের উত্তরের জন্য আহমাদুল্লাহকে ফোন দিতে। ফোন দিয়ে জিজ্ঞেস করতা তাহলে তো সমাদা হয়ে যেত
তাহেরি আসলেই কোন প্রকার আলেমের মধ্যে পরে? নাচ গান আজে বাজে কথা নাফরমানী জিকির এছাড়া কোরআন ও হাদিসের সঠিক কোনো বিশ্লেষণ পেয়েছেন কিনা আমার জানা নেই।
তাহেরী ভাই একজন মহান ব্যাক্তি
তাহেরী সাহেব যেই কথাগুলো এখানে আলোচনা করেছেন সবগুলোই যৌক্তিক
তাহেরি ভাইয়ের জন্মের আগেই তাকদিরে লেখা ছিল তিনি “বসেন বসেন বইসা যান” এবং ঢেলে দেই” বলে ব্যাপক জনপ্রিয় হবেন! এর অর্থ এই নয় যে, তিনি তখন থেকে ভাইরাল! ভাইরাল হয়েছেন ২০১৬ সালে সম্ভবত! এ উদাহরণের সাথে আহলুল ইলমগণ ইমাম তাহাবির বক্তব্য মিলিয়ে নিন। তিনি বলেন:
وأما قوله صلى الله عليه وسلم : كنت نبيا وآدم بين الروح والجسد ، فإنه ، وإن كان حينئذ نبيا ، فقد كان الله تعالى كتبه في اللوح المحفوظ نبيا ، ثم أعاد اكتتابه إياه في الوقت المذكور في هذا الحديث ، كما قال عز وجل : ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ، وكان عز وجل قد كتب ذلك في اللوح المحفوظ ، ثم أعاد اكتتابه في الزبور المحزبة بعد ذلك ، فمثل ذلك اكتتابه عز وجل النبي عليه السلام ، وآدم بين الروح والجسد ، بعد اكتتابه إياه قبل ذلك في اللوح المحفوظ أنه كذلك ، وبالله التوفيق
শায়খ আহমাদুল্লাহ হাফি. এর ভুল হতে পারে। ইলমি খণ্ডন অবশ্যই ভাল দিক। আমি যতটুকু তাকে জানি, ইলমি খণ্ডন তিনি গ্রহণ করেন। কিন্তু এটা নিয়ে যেভাবে আদালত পর্যন্ত যাওয়া হচ্ছে, মনে হচ্ছে হয়ত পেছনে কেউ দাবার গুটি চালাচ্ছে।
আপনাদের জানা থাকার কথা যে, বাংলাদেশে বিপুল জননন্দিত আলেম, মাওলানা দিলাওয়ার হুসাইন সাঈদী রাহি. কে প্রথমে গ্রেফতার করা হয়েছিল নজিবুল বশর মাইজভাণ্ডারির ধর্ম অব*মা*ন*নার মামলায়! গ্রেফতারের পর মাওলানা রাহি. আর ফিরে আসেন নি! আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শায়খ আহমাদুল্লাহ যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে শাহবাগি পাড়ায় এলার্জি নতুন কিছু না! মামলার নামে তাকে ঘিরে কোন ষ*ড়*যন্ত্র আছে কি না? আল্লাহ ভাল জানেন। আল্লাহ তাকে হেফাজত করেন। দীর্ঘ নেক কর্মমুখর হায়াত দান করুন। আমীন।
তাহেরি ভাইও এখন জনপ্রিয় একজন ব্যক্তি। বাংলাদেশের সংকটকালে আমরা তাকেও ভাল ভূমিকায় দেখতে চাই। তিনি সব সময় শ্লোগান দেন মাইনাস নয়, মেনেজ চাই। আশা করি শায়খ আহমাদুল্লাহ হাফি. এর ইস্যূ নিয়ে তিনি নীরব হয়ে যাবেন। শিক্ষানীতি সহ ভয়ংকর যত বিষয় ইসলামপন্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে এসেছে, সেগুলোর মোকাবেলায় কাধে কাধ রেখে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকেও কবুল করুন।( মুফতি রেজাউল কারীম আবরার )
ভুল ধরলে মানুষ সমাজে নয়, সরাসরি তার সাথে বসে আলাপ-আলোচনা করা উচিত ছিল, এইভাবে ভুল ধরাতে উচিত নয়
আল্লাহর জন্য শায়খ আহমদ উল্লাহ কে ভালোবাসি
ইসলাম কখনোই কোনো জিনিস নিয়ে দ্বন্দ্ব করা এবং ফিতনা-ফাসাদ সৃষ্টি করা পছন্দ করে না তাই আপনাকে বলবো
নেচে গেয়ে জিকির করা হুজুর আপনি। আপনাকে আলেম বললে ভুল হবে।
তাহেরী সাহেব আপনার উচিত ছিলো আহমাদুল্লাহ হযরতের কাছে এসে তার এই কথার ব্যখ্যা নেয়া যেহেতু আপনার কাছে সঠিক দলিল আছে শুধু শুধু আলেম আলেমে কাঁদা ছোড়াছুড়ি না করে একজায়গায় বসে সমাধান করা ভালো।
এতে করে ইসলামের বারোটা বেজে গেছে।
আশা করি বিষয়টি ঈমান দৃষ্টিতে দেখবেন
আমি আপনাদের এমন দৃশ্য দেখে ঘরে বসে কান্না করি আর আল্লাহকে বলি হে আল্লাহ সবাইকে এক করে দিন সবাইকে মাফ করে দিন সবার ভুল বুঝাবুঝি দূর করেদিন 😂😂😂😂😂😂
এখানে যেভাবে নম্রতার সাথে কথা বলছেন , মাহফিলেও তো এভাবে বলতে পারতেন।
আবার বলি নবীজি কে ছাড়া আল্লাহ কোন নবীর সুপারিশ শুনবে না তাহলে কে আগে আছে সব নবীর ছেলে আছে আর আমার নবীর ভাই বা ছেলে কাউকেই আল্লাহ রাখে নি এটা বুজা বড় দায় 💯💯💯💯💯💯💯
তাহেরি সাহেব আপনাকে বলছি আমি সাধারণ একজন আমজনতা পৃথিবীতে সব কিছুই আল্লাহর নির্ধারিত করা আপনিও যে পৃথিবীতে আসবেন সেটাও আল্লাহর নির্ধারিত কিন্তু পুরা পরিবেশটা কি আপনি ঘোলাটে করছেন এবং আহমাদুল্লাহ সাথে মতপার্থক্য রয়েছে আপনি সরাসরি তার সাথে বসে সমাধান করে নিন আপনি হেদায়েতের পথে চলে আসেন কোথায় আহমাদুল্লাহর কোথায় তাহেরি আপনি কোথায়
হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন আপনি তাহেরি আমি মনে করি আপনি শায়েখ আহমাদুল্লাহ সাথে বসার ক্ষমতা ক্যাপাসিটি যোগ্যতা কোন কিছু নেই
কারণ আমি বলে দিচ্ছি শায়খ আহমাদুল্লাহ আপনার বিরুদ্ধে আজও একটা কথা ব্যক্তিগতভাবে বলেননি
আপনার বিরুদ্ধে যে কথা বলা হয়েছে শায়খ আহমাদুল্লাহ এর পক্ষ থেকে একটা একান্ত ফরজ কাজ কারণ আপনার আকিকায় আছে মরা মানুষ কিছু দিতে পারে
মানুষের পিছনে গীবত করা কোন ভালো
মানুষের কাজ না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আপনাকে একটা উপদেশ দেই যদি মানেন উপকার হবে কারো নেগেটিভ নিয়ে পড়ে থাকেন না পজেটিভ এ চলে আসেন
সুন্দর কথা বলছেন ভাই
আমরা আহমাদুল্লাহ চিনি না তাহেরি চিনি না কিন্তু বিষয়টা যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত নিয়ে সেহেতু নবুওয়াতের বিষয়টি হল তিনি প্রথম থেকে নবী ছিলেন আজ অবধি নবী আছেন তিনি নবী থাকবেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসূল
আমি একজন রঙ মিস্ত্রী তখনো রঙ মিস্ত্রীই ছিলাম পৃথিবী সৃষ্টির আগে থেকেই রঙ মিস্ত্রী। ভাই আল্লাহ জ্ঞান দিয়েছে একটু কাজে লাগান, পাগলের সাথে পাগল হয়েন না।
আপনি যে এই ভিডিওটি তে কমেন্ট করবেন এটাও সেই তখন যখন পৃথিবী মানুষ পুরো জাহান সৃষ্টির আগেই লেখা হয়েছে।
@@XavalSarial Apni nobi k rongmistrir sathe tolona krlen,,,se ki amr apnr moto,,se norer nobi sobar sera nobi,,apnr jokti bhol ache,,apni towba kren,,Nobiji k somman na krle er shasti khob khrap hobe
মুর্খ যখন তর্ক করে তখন তাকে বলে দাও ছালাম। তাই আহমুদুল্লাহ সাব সঠিক
হে আল্লাহ ! আহমাদুল্লাহ হুজুরের সম্মান দুনিয়া ও আখেরাতে আরো বাড়িয়ে দিন, আর মুর্খ বক্তা ও তাদের অনুসারী মাজার পুজারিদের হেদায়েত দিন।
আপনি আহমদুল্লাহ সাবের বয়ানি শুনেওনি, শুনে থাকলে বুঝেননি
আপনি এখন অনেক সুন্দর করে কথা বলেছেন মাহফিলে বসে সবার সামনেএরকম অভদ্রতা করা ঠিক হয় নাই, আপনি মাপ চেয়ে নিন
আল্লাহ আহমাদুল্লাহ সাহেবের হায়াতকে দারাজ করেন দেনএবং দ্বীনের জন্য কবুল আমিন। সেই সাথে আল্লাহ তাহারিকে হেদায়েত দান করুন।
মানুষকে গালি দিয়ে জানতে চান
Nobir dusmon k Gali dewa ebadot 😮
@@muhammadmansoor1575রাইট
আলহামদুলিল্লাহ আমরা আহমাদুল্লাহ হুজুরকে এইজন্য ভালবাসি তিনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন না
আর যারা তাহেরিকে ভালোবাসে তারা সবাই নাচ গানের ভক্ত সে শিয়াপন্থী সে মাজার পূজারী সে বাউল শিল্পী এইজন্য তা তাকে সবাই
আমার প্রিয় বাউল শিল্পী
😂😂😂😂😂😂😂
Tumra shykh pujari
@@MrkichirMichir thank you vay
@@MrkichirMichirAr tui Taheri pujari
😂😂😂😂😂
ওরে হালা এখনো সময় আছে তওবা করে ফিরে আয়
আমাদের নবী যে পৃথিবীর শুরু থেকেই নবী এটা একটা শিশু জন্মের পরেই সে যানে।এটা আহমুদুল্লা৷ হুজুরের বলার কিছু নেই
আপনি সুন্দর ভাবে বুঝিয়ে বলতে পারতেন আপনার প্রতিবাদ আক্রমণাত্মক ছিল।
তাহেরি ভাই কে পবনা পাঠানো দরকার।
Tahiri sahab group to apni banailen
আপনি খুব পেজ দিয়ে কথা বলেন
তাহেরির চেহারায় হতাশার চিহ্ন!
Tur saiek ahmodulla voi paise😮 taheri sinta kortese nobir dusmon ahmodulla k nea😮
🤬🤬🤬🤬
@jahan4585 taheri jindabad ohabi ahmodulla murdabad ohabir dalalra murdabad shiabad ajidibad kadianibad nipat Jak Amin 😮
@@muhammadmansoor1575bolod
@@muhammadmansoor1575tor mathai hari hari ghu vora r kissu e na....ghadha konkar