অত্যন্ত উপযোগী পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 👍👍 ইন্ডিয়ান মুসম্বী গাছে কোন সময়ে ফুল আসে জানাবেন কারণ আমার ঐ গাছের বয়স প্রায় চার বৎসর কিন্তু কখনো ফুল ফল আসেনি তাই একমাস আগে যে পরিচর্যার কথা বললেন সেটা বুঝবার জন্য এই প্রশ্নটি রাখলাম। ধন্যবাদ।
ইন্ডিয়ান মুসম্বি গাছে ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং ফল পাড়া যায় নভেম্বরের দিকে।এই জাতটায় তিন থেকে চার বছর পর ফুল ফল আসা শুরু করে তবে অবশ্যই প্রতিবছর নিয়ম করে বর্ষার আগে এবং বর্ষার পরে খাবার দিতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। ভিডিওতে যেভাবে ফুল ধরানোর টেকনিক বলা আছে মুসম্বি গাছে এগুলো পুরোপুরি এপ্লাই করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
😅@@মডার্নএগ্রিকালচার গাছটি মাটিতে বসানো আছে, অক্টোবর মাসে গাছের গোড়ায় যথাযথ খাবার দিয়েছি। আর কি এখন খাবার দেবার প্রয়োজন আছে? Mop, Sop & Boron মাটিতে মিশিয়ে দেবো না স্প্রে করে দিতে হবে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
@@lalturoy3115 খাবার দেয়া বন্ধ করে দেন। বকিগুলা স্প্রে করতে পারেন আবার গাছের গোড়া থেকে ১ মিটার দূরে গোল দাগ দিয়ে সেই বরাবর কুপিয়ে সেখানে মাটিতে মিশিয়ে পানি খুব অল্প করে দিতে পারেন
মাটিতে ১০-১৫ গ্রামের বেশি দিবেন না বছরে বিষক্রিয়া হবে। তবে ফুল ফুল ফল আসলে ২ -৩ গ্রাম করে ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন এটা ওই১০-১৫ গ্রামের বাইরে
নভেম্বর মাস থেকে শুরু করবেন বিশেষ করে আপনার গাছে যখন ফুল আসে তার এক মাস আগ থেকে অথবা দেড় মাস আগ থেকে দশ দিন পর পর অল্প করে দিবেন । গাছের গোড়ায় ও দিতে পারেন আবার স্প্রেও করতে পারেন।
কীটনাশক ব্যবহার করলে সমস্যা নেই তবে আসল বিষয় হলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং সঠিক পদ্ধতিতে। যাতে উপকারী পোকামাকড় নষ্ট না হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়।
এক্ষেত্রে গাছে যখন ফুল, ছোট ফল, বড় ফল সবই থাকবে তখন সকল খাবার দিতে থাকবেন।। আর যখন ফুল থাকবে না আসবে আসবে মনে হচ্ছে তখন ইউরিয়া, খইল, শিং কুচি এগুলা বন্ধ রাখবেন,, তবে গাছে ফুল চলে আসলে আবার সকল খাবার দিন ১০ দিন পর পর
অনেক সুন্দর পরামর্শ, স্যার
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।
অত্যন্ত উপযোগী পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 👍👍
ইন্ডিয়ান মুসম্বী গাছে কোন সময়ে ফুল আসে জানাবেন কারণ আমার ঐ গাছের বয়স প্রায় চার বৎসর কিন্তু কখনো ফুল ফল আসেনি তাই একমাস আগে যে পরিচর্যার কথা বললেন সেটা বুঝবার জন্য এই প্রশ্নটি রাখলাম। ধন্যবাদ।
ইন্ডিয়ান মুসম্বি গাছে ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং ফল পাড়া যায় নভেম্বরের দিকে।এই জাতটায় তিন থেকে চার বছর পর ফুল ফল আসা শুরু করে তবে অবশ্যই প্রতিবছর নিয়ম করে বর্ষার আগে এবং বর্ষার পরে খাবার দিতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। ভিডিওতে যেভাবে ফুল ধরানোর টেকনিক বলা আছে মুসম্বি গাছে এগুলো পুরোপুরি এপ্লাই করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
😅@@মডার্নএগ্রিকালচার গাছটি মাটিতে বসানো আছে, অক্টোবর মাসে গাছের গোড়ায় যথাযথ খাবার দিয়েছি। আর কি এখন খাবার দেবার প্রয়োজন আছে? Mop, Sop & Boron মাটিতে মিশিয়ে দেবো না স্প্রে করে দিতে হবে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
@@lalturoy3115 খাবার দেয়া বন্ধ করে দেন। বকিগুলা স্প্রে করতে পারেন আবার গাছের গোড়া থেকে ১ মিটার দূরে গোল দাগ দিয়ে সেই বরাবর কুপিয়ে সেখানে মাটিতে মিশিয়ে পানি খুব অল্প করে দিতে পারেন
@@lalturoy3115 তবে গাছে যেহেতু ফুল আসছেনা তাই এগুলার সাথে ১ টা PGR স্প্রে করতে পারেন
খুব ভালো ভিডিও।
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।🌱🌱
প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। আমার এক বৎসরের সাইট্রাস এর অনেক গাছ আছে আমি কি বুস্টার 2 দিতে পারবো। ভারত ওয়েস্ট বেঙ্গল।
এত কম বয়সী গাছে না দেয়া উচিৎ। এতে গাছ মারা যেতে পারে। কমপক্ষে ২-৩ বছর বয়স হলে দিতে কোন সমস্যা নাই
এখন গাছ গুলো প্রুনিং করে ঝোপালো আকার দেবার চেষ্টা করে।
অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।❤️
npk ৫গ্রাম, কিন্তু ড্রাম উনুজায়ী কত টুকু দিবো?
good
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
মালটা গাছে কি হরমোন বাড়ানোর জন্য কোনো ঔষধ বা ফুল কলি জাতীয় ঔষধ গাছের গোড়ায় দেওয়া যাবে একটু জানতে চাই
গাছে যদি ন্যাচারালি পর্যাপ্ত ফুল আসে তাহলে হরমোন দিতে হবে না। আর যদি ফুল না আসে অথবা কম আসে তাহলে PGR হরমোন স্প্রে করবেন
বোরন দুই ধরনের,একটা গাছের গোড়ায় আরেকটা স্প্রে করে দেওয়ার,কোনটা কি পরিমানে দিতে হবে?
মাটিতে ১০-১৫ গ্রামের বেশি দিবেন না বছরে বিষক্রিয়া হবে। তবে ফুল ফুল ফল আসলে ২ -৩ গ্রাম করে ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন এটা ওই১০-১৫ গ্রামের বাইরে
ছাদ বাগানের লেবু গাছে অনেক ওয়াটার সাকার ডাল হয়েছে কাটতে ইচ্ছা করছেনা অনেক সুন্দর ডাল গুলা কি করব
@@sumaiya_akther04 সব গুলো দেখা মাত্র কেটে দিবেন নাহলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং ফুল ফল কমে যাবে
অনেক ধন্যবাদ আপনাকে
@@sumaiya_akther04 Thank you very much stay with us
Flowers aasar aage 0:0:50 spray kora jabe...?????
ফুল আসার আগে নাট্রোজেন আছে এমন সার বাদে বাকি গুলা দিলে প্রবলেম হবেনা
বিশেষ করে পটাশ সার, বোরন সার দিতেই হবে স্প্রে করে
@@মডার্নএগ্রিকালচার SOP, Boron ar seaweed ek sange mix kore spray kora jabe...????
Ki porimane janaben bhaijaan.
স্প্রে করা যাবে কোন সমস্যা নাই
একটা গাছের জন্যে ১০ গ্রাম MOP,,,২ গ্রাম বোরন ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অনেক ভালো ফল পাবেন
কোন মাসে কি করব,, তাই উল্লেখ করলে ভাল হত।
আচ্ছা পরবর্তীতে সেভাবে করব।সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
ফুল আসে জানুয়ারি, ফেব্রুয়ারিতে এর ১ মাস আগে নভেম্বর বা ডিসেম্বর মাসে এগুলা করতে হবে
নাইট্রোজেন কোন কোন জৈব উপাদানে থাকে?
সকল খইল, হাড়ের গুড়া, শিং কুচি, সকল কম্পোস্ট সার এগুলাতে নাইট্রোজেন থাকে।
Excellent💖
Thank you very much. We are glad to have you with us
Mop কখন কোন মাসে দেবো ইন্ডিয়া
নভেম্বর মাস থেকে শুরু করবেন বিশেষ করে আপনার গাছে যখন ফুল আসে তার এক মাস আগ থেকে অথবা দেড় মাস আগ থেকে দশ দিন পর পর অল্প করে দিবেন । গাছের গোড়ায় ও দিতে পারেন আবার স্প্রেও করতে পারেন।
@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ
Thank you stay with us
Eto kitnashok use kora ki thik?
Organic fertilizer niye kichu bollen na
অনেক অনেক সুন্দর প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুধু অর্গানিক পদ্ধতি নিয়ে একটি ভিডিও থাকবে এর পর।
কীটনাশক ব্যবহার করলে সমস্যা নেই তবে আসল বিষয় হলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং সঠিক পদ্ধতিতে। যাতে উপকারী পোকামাকড় নষ্ট না হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়।
যে সমস্ত লেবু জাতীয় গাছ ১২ মাস ফুল ফল আসে,সেগুলাকে কিভাবে পানি কম দিবো?পানি কম দিলেতো ফুল ঝড়ে যাবে?এই ক্ষেত্রে কি করনীয়?
অসাধারণ প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ।
এক্ষেত্রে গাছে যখন ফুল, ছোট ফল, বড় ফল সবই থাকবে তখন সকল খাবার দিতে থাকবেন।।
আর যখন ফুল থাকবে না আসবে আসবে মনে হচ্ছে তখন ইউরিয়া, খইল, শিং কুচি এগুলা বন্ধ রাখবেন,, তবে গাছে ফুল চলে আসলে আবার সকল খাবার দিন ১০ দিন পর পর
@@মডার্নএগ্রিকালচার ১২ মাসি সিডলেস লেবু গাছে একাধারে ফুল,ছোট ফল,মাঝারি ফল,আবার পরিপক্ক ফল থাকে,তাই খাবার নিয়মিত ই দিতে হবে মনে হচ্ছে
যদি ফুলের পরিমাণ কমে যায় তাহলে ফুল আসার আগে নাইট্রোজেন জাতীয় সার কিছুদিন বন্ধ রেখে বাকি সব দিবেন আর ফুল ঠিকমতো আসলে সবই দিন। গাছের রেসপন্স অনুযায়ী।
১২ মাসি গাছের পানি কমানো যাবেনা কোন ভাবেই
Kon time a flower asbe
জানুয়ারি ফেব্রুয়ারী মাসেই আসবে
তবে বারমাসি গাছে বছরে ২-৩ বার ফুল ফল আসবে
ইউরিয়া সার অথবা সরিষার খোল দিলে কোন সমস্যা হবে এখন জানাবেন প্লিজ
ফুল আসার আগে ১ মাস বা ২ মাস থেকে কখনোই নাইট্রোজেন জাতীয় খাবার যেমন ইউরিয়া , সকল খইল, শিং কুচি এগুলা দিবেন না , নইলে নতুন পাতা চলে আসবে খুবই সাবধান।
@@মডার্নএগ্রিকালচারঅনেক অনেক ধন্যবাদ আপনাকে
Thank you stay with us
অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।❤️🌟
Kon time a proning korte habe
ফল হারভেস্ট করার পরেই প্রুনিং করে ছত্রাকনাশক+ কীটনাশক দিয়ে স্প্রে করে দিবেন
সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রুনিং করে দিতে হবে নতুনপাতা গজানোর আগে
বোরন দুই ধরনের,একটা গাছের গোড়ায় আরেকটা স্প্রে করে দেওয়ার,কোনটা কি পরিমানে দিতে হবে?
১টা গাছে ১ বছরে বোরন সার ১০ গ্রাম দিতে পারবেন।
এটা ভাগ করে কয়েক বারে দিতে পারেন ২-৩ গ্রাম করে স্প্রে করেন বা গোড়ায় দেন সমস্যা নেই
গাছের বয়স ৫ বছরের বেশি হলে ১৫ গ্রাম দেন বছরে