*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান* ------------------------------------------ *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc) *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়। *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়। *5. জল জীবন মিশন -* পানীয় জল। *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ। *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে। *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা। *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য। *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে। *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়। *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ ঢুকে যায়। *13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে। *14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ? কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না। এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য। *15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস। *16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়। *17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া@@*
প্রধানমন্ত্রী একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সময় না দিলে বিষয়টা আবার রাজ্যের প্রতি বঞ্চনার কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে !! প্রধানমন্ত্রী নয় বাংলার মানুষ মিথ্যাশ্রয়ী মামলা বন্দোপাধ্যায়কে উপেক্ষা করাই ভালো।
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান* ------------------------------------------ *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc) *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়। *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়। *5. জল জীবন মিশন -* পানীয় জল। *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ। *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে। *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা। *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য। *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে। *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়। *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ ঢুকে যায়। *13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে। *14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ? কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না। এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য। *15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস। *16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়। *17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া#₹*
বহুমুখী গুরুত্বপূর্ণ তথ্যের সুবিন্যস্ত নিরুপম বিশ্লেষণে সৃষ্ট অনন্য প্রতিবেদন রাজ্যের নির্লজ্জ সরকারের বিরুদ্ধে বাংলার সকল মানুষকে সচেতন করুক কামনা করে সন্ময় বাবু কে জানাই আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন।
চাইনিজ দালাল বামেরা এবারে "বঞ্চনার" সুর চড়ানো শুরু করবে। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা টেনে এনে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি করতে চাইবে। দেখা করলে "সেটিং" ! না করলে '', বঞ্চনা " !! দুটো ডুগডুগির একটা বের করে বাজারে নেমে পরলেই হোলো !! মমতা ব্যানার্জি মাথাব্যথা নয় !! আসল মাথা ব্যাথা নরেন্দ্র মোদী !!
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান* ------------------------------------------ *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc) *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়। *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়। *5. জল জীবন মিশন -* পানীয় জল। *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ। *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে। *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা। *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য। *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে। *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়। *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ ঢুকে যায়। *13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে। *14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ? কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না। এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য। *15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস। *16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়। *17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া.....*
বৈঠক টা বাতিল হয়ে গেল। আপনার পরিবেশন করা প্রতিবেদন টা শুনে খুবই ভালো লাগলো সন্ময়বাবু। মনে শান্তি পেলাম তবে ডিসেম্বর মাসের নাটক দেখতে অপেক্ষা করছে রাজ্যবাসী।
মিথ্যের ওপর খুব বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না, ধস অবসম্ভাবি। মাননীয় মোদীজী কে অজস্র ধন্যবাদ।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা সত্যগুলোকে সর্বসমক্ষে আনার জন্য। আপনি খুব ভালো থাকুন। 🙏🙏🙏
দেখা করলে 'সেটিং ' ! আর, না করলেই 'বঞ্চনা' !! চলো ভোটের দিন ঘাসফুল ! আর , সারা বছর কেন্দ্রের দিকে হয় সেটিং, নয়তো বঞ্চনা বলে কান্নাকাটি করা কোলকাতা বাসীর পুরনো রোগ !! চিকিৎসা একটাই " ডাবল ইঞ্জিন'' ! কিন্তু, তাতেও নারাজ !! সেটিং বা বঞ্চনা নিয়ে দিল্লি আর সেভাবে পাত্তা দিতে চায় না।
দারুন বলেছেন। ব্যপার স্যপার দেখে হাসবো না কাঁদবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে জহর রায়ের কাহিনী টা এই প্রসঙ্গে ভীষণভাবে মনকে নাড়া দিলো। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ভাবলাম কি অসাধারণ উদাহরণ আপনি দিলেন, লজ্জায় মুখ ঢাকার জন্য যথেষ্ট। অনেক ধন্যবাদ।
সেটিং.... সেটিং.... সেটিং.... ঝুনঝুনি নিয়ে রাজনীতি করাই একমাত্র উপায় !! মহাজ্ঞানী , মহাপণ্ডিত, সবজান্তা চাইনিজ দালাল বামেরা কখনো সেটিং, কখনো বঞ্চনা, কখনো বিপ্লব ক্রান্তি , কখনো আন্দোলনের নামে রাজনীতি করতে অভ্যস্ত।
খুব ভালো লাগলো আজকের প্রতিবেদন ------ " আমি মন্ত্রী হবো " খুব সম্ভবতঃ রঙমহল মঞ্চে হয়েছিলো -- আমার শাশুড়ি মায়ের কাছে শোনা , রঙ্গনা হলের একদম কাছেই আমার বাড়ী ----
'চাইলেই সময় দেওয়া' ব্যাপারটা পশ্চিম বাংলার অধিকাংশ মানুষ মেনে নিতে পারছিলেন না। তাদের মনে সন্দেহ দেখা দিচ্ছিল। যাই হোক, এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় মোদীজীকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে যেন এটাই চলতে থাকে।
অসিত বাবু। আমরা বার বার দেখেছি, "তিনি"- যখন-ই বিপদে পড়েছেন, জলে-জঙ্গলে, "মোদীকে স্মরণ কোরে পার পেয়েছেন। তাই আর বিশ্বাস করতে পারছি না এই দু-জন কে। C.P.M. এর কথা এখন সত্যি বলে মনে হয়। "বিজেমুল"। তাই আশা ছেড়ে দিয়েছি।
MODI HAS COME TO UNDERSTAND THAT MAMATA MAY SPREAD SCANDALS AGAINST MODI AFTER GETTING OUT OF THE CLOSED-DOOR VISIT(@) IF AT ALL MODIJI AGREES TO SET MEETING MAMATA IN HIS ROOM WITH MAMATA SINGULARLY , HE MUST ARRANGE FOR A LADY POLICE OFFICER INSIDE SO MAMATA CAN NOT CHARGE HIM WITH INDESCENCY AND VULGARITY((*)).SHE IS SKILLED IN SO-CALLED " CHHENALI,"(*)
Ashoke Das : ঠিকই .. বিষয় টি যে একেবারে অকল্পনীয়..! সত্যিই এখন আর তা মনে হয় না..! যখন একজন , পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আধিকারিক হয়েও.. তাঁর দেশের প্রধানমন্ত্রীকে.. যে কোন ছোট ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করতে পারে..! তখন এই ধরনের পরিস্থিতি ও কি অসম্ভব কিছু..?? বিশেষত এখন তো "হাতি কাদায় পড়া" এই রাজ্যের সরকার প্রশাসন এই অবস্থায় ??..
চটি চাটা সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ কে ভুল না বোঝালে বিঙ্গাপণ পাবে না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। মাননীয় প্রাধান্য মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছন। 🙏🙏 দাদা আর যাই হোক হেঁসে আনন্দ পেলাম।
এই সমস্ত সভা এবং সেই সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধ করে সেই অর্থেই কিছু অস্থায়ী কর্মীকে স্থায়ী করা হলে রাজ্যের উপকার হত। অপেক্ষায় আছি কবে দেখব দেশের আর একজন মুখ্যমন্ত্রীর মত ড্রেন, ডাস্টবিন উদ্বোধন হচ্ছে।
@Sthitadhi Das justice Basu achen ekhono. Karon setting er possibility nei ar. Jara birodhi dol chilo tara mi mi kore chalato. Ar ekhon mi mi korar poriborte choke chok rekhe chalenge diche opposition.
সন্ময়বাবু, আমার ধারণা , এই সরকার পরিবর্তন না হলে কোনো ভাবেই স্বচ্চতা আসবে না। কারণ এরা তো সবাই এক-ই পথের যাত্রী। গৌতম পালকে আমরা প্রথম থেকেই rejected করেছিলাম। এরপর যদি প্রধানমন্ত্রী সেটিং-এ যান, তাহলে বলার কিছুই থাকবে না। শুভ সকাল। ভালো থাকবেন।
You deserve our best regards for the kind of news and most reasonable analysis ventilated through your revered channel . We are to see how long you may continue our dormancy. Best wishes
সন্ময় দা, আপনার উপর ভরসা করে অপ্রাসঙ্গিকভাবে শিক্ষার দিকে একটু অভিমত ব্যক্ত করতে চাই। (১) তৃণমূল সরকারের আগের আমলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলি নিজেরা রোস্টার মেইনটেইন করতো। বর্তমান সরকার শুরু করলো, কেন্দ্রীয়ভাবে বোর্ড রোস্টার মেইনটেইন। সমস্যা : এক একটা স্কুলে অধিকাংশ শিক্ষিকা বা অধিকাংশ কোটার শিক্ষক-শিক্ষিকায় ভরে উঠেছে। ফলে অভিভাবকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া। কোনো স্কুল ছাত্রছাত্রী শূন্য আবার কোনো স্কুল অধিক ছাত্রছাত্রী ভর্তি নিতে অস্বীকার করছে। (২) উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার : নিয়মে অথবা বে-নিয়মে শহর কেন্দ্রিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা চলে গেছে। ফলে কোনো স্কুলে ছাত্রছাত্রী নেই কিন্তু শিক্ষক-শিক্ষিকায় ভরে উঠেছে। আবার কোনো স্কুলে ছাত্রছাত্রী প্রচুর কিন্তু শিক্ষক-শিক্ষিকার সংখ্যা খুব নগণ্য। গ্রামেগঞ্জের স্কুলগুলির অবস্থা বেহাল। একটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ৩ ক্লাস ৬। কি রুটিনে স্যারেরা স্কুল চালাবে? এইভাবে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। একে পুনর্নির্মাণ করা না হলে সব শেষ। (৩) সমাজ, রাজ্য ও দেশ চালাতে গেলে ঝাড়ুদার থেকে IAS পর্যন্ত সব ধরনের কর্মচারীর supply line শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মমতা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে already ধ্বংস করে দিয়েছে। (৪) শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে হাতে ধরিয়েছে ব্যবহারে অযোগ্য সাইকেল, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি। ভিক্ষা গ্রাহকরা প্রতিবাদের ভাষা হারিয়েছে। ওই প্রতিবাদের ভাষা শিখতে দরকার শিক্ষা। শিক্ষা ও প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিলে প্রতিবাদের ভাষা শিখবে কোথা থেকে? (৫) তৃণমূলের আমলে গ্রামেগঞ্জে অশিক্ষিত, মদখোর ও মাতালে ভরে উঠেছে। বয়স্ক ও শিক্ষিত ব্যক্তির কোনো কথাই চলে না। (৬) অবৈধ শিক্ষক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হল। সুশিক্ষিতদের বঞ্চিত করে অল্প শিক্ষিতদের কাজ দিয়ে প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে। খুব ভালো মানের ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজ করলে তবেই সমাজ, সংস্কৃতি, রাজ্য ও দেশ রক্ষা পাবে। খুব ভালো মানের ছাত্রছাত্রী দুর্নীতির বেড়াজালে পড়ে রাজ্য ছাড়বে। এতে অন্য রাজ্য সমৃদ্ধ হচ্ছে, বাংলা ধ্বংস হচ্ছে। অর্থাৎ brain drain হচ্ছে। (৭) সরকার গদিতে থাকতে শিক্ষাকে সিন্ডিকেটের সাথে জড়িয়ে অর্থ রোজগার করছে। (৮) শিক্ষাকে ধ্বংস করে সমাজের সব wings ধ্বংস করেছে। (৯) মমতা ও তার ফ্যামিলির কোনো সদস্য প্রকৃত শিক্ষা গ্রহণ করে চাকরির মাধ্যমে অর্থ রোজগার করতে শিখেনি। ওরা চাকরি ও তার জীবিকা নিয়ে ওদের ভাবনায় আসার কথা নয়। (১০) মমতা ও তার ফ্যামিলি নিজেদের পড়াশোনা ও শিক্ষাদীক্ষাকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পড়াশোনা ও শিক্ষাদীক্ষার সঙ্গে compromise করেছে। এটা হয়েছে ও খুবই ক্ষতিকর ও ভয়ংকর। (১১) বেতন কাঠামো সারা ভারতে এক হওয়া একান্ত প্রয়োজন। সব রাজ্য DA দিচ্ছে, পশ্চিমবঙ্গ আইনি লড়াই লড়ছে DA না দেওয়ার জন্য। কম টাকা পেলে একটা মেধাবী ছাত্র কেন পশ্চিমবঙ্গে পড়ে থাকবে? শূন্যস্থানতো আর থাকবে না। শূন্যস্থান পূরণ করতে নেতা-নেত্রীর অযোগ্য ছেলে, মেয়ে, বৌমা, ভাইরা ওই চেয়ারে বসে যাচ্ছে, যা পাচ্ছে সেটাই ভালো, বাড়তি পাওনা। তার জ্বলন্ত উদাহরণ - পরেশ অধিকারীর মেয়ে, মাগুর মাছের বিক্রেতা অনুব্রতর মেয়ে। এরকম উদাহরণ বর্তমানে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে।
Sotti Sanmoy Da apni asadharon news flash den ja ABP Ananda o lojja peye jaye. Congratulations apnake for winning the case of account freezing and many more previous cases.
কিছু বলার ভাযা নেই আমর, আমার 65 বছর বয়সে এসে এই মহান মহিলা মুখ্যমন্ত্রি কে দেখতে পাচ্ছি, যানিনা আর কি কি দেখতে হবে । ঁপ্রফুল্য ঘোষ কে দেখতে পেয়েছি, তারপর থেকে বুদ্ধদেব পর্যন্ত আমি দেখেছি ।
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান* ------------------------------------------ *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc) *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়। *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়। *5. জল জীবন মিশন -* পানীয় জল। *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ। *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে। *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা। *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য। *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে। *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়। *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ ঢুকে যায়। *13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে। *14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ? কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না। এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য। *15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস। *16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়। *17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া#####*
একটা Corrupted গভর্নমেন্ট কত ক্ষতি করতে পারে সেটা বোঝা যাবে কিছু দিন পরেই l স্বাস্থ থেকে শিক্ষা কোনো কিছু বাদ নেই l কি পেলাম আমরা সাধারণ মানুষ? শুধুই বঞ্চনা...!! 😞
সেটিং তো বটেই , পূর্বের চুরির কোন বিচার হল না,অথচ এই অবস্থায় সারে আট হাজার টাকা আবাস যোজনায় দিয়ে দিল ! আরে বাবা টাকাটা সাধারণ মানুষের ।সাধারণ মানুষের টাকা চোরদের দেওয়ার আগে বিচার হওয়া উচিত ছিল ।সেটিং আছে বলেই CBI সুপ্রিম কোর্ট যায় নি ।
সময় তো দিয়েই চলেছে। গরু, বালি, কয়লা ইত্যাদি কিন্তু পাচার হয়েই চলেছে, কিছু কম মাত্রায় হলেও। দু'দিন আগেই আবার তো শিক্ষাক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। এবারও যদি কেন্দ্রের কড়াতম পদক্ষেপ না দেখা যায়.........
সবকিছু কেন্দ্র করে দিবে! আর, ইভিএমে বোতাম টিপে, অথবা, ভোটের দিন বুথে না গিয়ে কোলকাতা বাসী ঘাসফুলকে জিতিয়ে ক্ষমতায় থাকতে সাহায্য করবে। কেনো 'ডাবল ইঞ্জিন' দরকার একথা এখন উপলব্ধি করা দরকার।
যুগ পুরুষ নরেন্দ্র মোদী
যুগ যুগ জিও
যুগ যুগ জিও
মিথ্যার উপর দাঁড়িয়ে খুব বেশী দিন আমাদের বোঝাতে পারবে না।এটা আমার বিশ্বাস। সত্যি টাকে এ ভাবেই তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ সনময় বাবু।
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
------------------------------------------
*কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
*1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
*2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
*3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
*4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
*5. জল জীবন মিশন -* পানীয় জল।
*6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
*7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
*8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
*9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
*10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
*11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
*12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
ঢুকে যায়।
*13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে।
*14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
*15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
*16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
*17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
*সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া@@*
jemon bekar murkkho montiri temni tar kj kothay ki rasta hochhe inauguration krche!!rastay dhak dhol bajano nach tamasha kora cm r ki jnbe??
কালীঘাটের রেন্ডি পিসির পোঁদে বাঁশ ঢুকিয়ে দিয়েছে
@@user-qrrnqqgddff2-7744 absolutely right
উপেক্ষা করাই উচিৎ, কারন এই রকম দূর্নীতিবাজ মানুষকে পাত্তা না দেওয়াই ভালো।
প্রধানমন্ত্রী একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সময় না দিলে বিষয়টা আবার রাজ্যের প্রতি বঞ্চনার কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে !!
প্রধানমন্ত্রী নয় বাংলার মানুষ মিথ্যাশ্রয়ী মামলা বন্দোপাধ্যায়কে উপেক্ষা করাই ভালো।
Mamata Banerjee has no credibility at all in West Bengal.
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
------------------------------------------
*কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
*1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
*2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
*3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
*4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
*5. জল জীবন মিশন -* পানীয় জল।
*6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
*7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
*8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
*9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
*10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
*11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
*12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
ঢুকে যায়।
*13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে।
*14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
*15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
*16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
*17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
*সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া#₹*
@@gopalkundu3583unar mitthe natok dkhte kaur kono bhalo lagena, modi ji k sudhu desh bairer birodhhi nah desh bitorer birodhhi der k sorate hbe
দিদি তো এখন সকালে শুভেন্দুর পায়ে,বিকালে মোদীর পায়ে পরছে,মান সম্মান বলে তোলামুল দের আর কিছু নেই।
সত্যি সন্ময় বাবু,
আপনাকে প্রনাম জানাই এতো প্রয়জনীয় একটা অনুষ্ঠান করার জন্য 🙏🙏🙏
বহুমুখী গুরুত্বপূর্ণ তথ্যের সুবিন্যস্ত নিরুপম বিশ্লেষণে সৃষ্ট অনন্য প্রতিবেদন রাজ্যের নির্লজ্জ সরকারের বিরুদ্ধে বাংলার সকল মানুষকে সচেতন করুক কামনা করে সন্ময় বাবু কে জানাই আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন।
সত্য প্রতিবেদন টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। 🙏
যদি সত্যিই তাই হয়, তাহলে খুব ভালো।
খুব ভালো খবর পেলাম।দাদা ধন্যবাদ। দিদি কে শ্রীঘরে যেতেই হবে।
আজ অন্য একটা প্রতিবেদন আশা করেছিলাম,(মানণীয়ার নাটকবাজি) যাইহোক এই প্রতিবেদন টি আরো গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনি 🙏
হে ঈশ্বর , আপনাকে শত শত প্রনাম । সন্ময় বাবুর কাছ থেকে যত বার আপনার কথা শুনি ,তত বার আপনাকে প্রনাম করতে মন চায় ।
মোদী দেখা করতে অনিচ্ছুক এটি বর্তমান সময়ের সবচেয়ে আনন্দ সংবাদ
চাইনিজ দালাল বামেরা এবারে "বঞ্চনার" সুর চড়ানো শুরু করবে। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা টেনে এনে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি করতে চাইবে।
দেখা করলে "সেটিং" ! না করলে '', বঞ্চনা " !!
দুটো ডুগডুগির একটা বের করে বাজারে নেমে পরলেই হোলো !! মমতা ব্যানার্জি মাথাব্যথা নয় !! আসল মাথা ব্যাথা নরেন্দ্র মোদী !!
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
------------------------------------------
*কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
*1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
*2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
*3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
*4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
*5. জল জীবন মিশন -* পানীয় জল।
*6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
*7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
*8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
*9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
*10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
*11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
*12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
ঢুকে যায়।
*13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে।
*14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
*15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
*16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
*17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
*সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া.....*
Anandabazar left liberal📺 media
Stud launda hai apna Modi Ji 🚩
@@anindyamitra2681 Really? Why Suddenly? I mean tell me whole story
বৈঠক টা বাতিল হয়ে গেল। আপনার পরিবেশন করা প্রতিবেদন টা শুনে খুবই ভালো লাগলো সন্ময়বাবু। মনে শান্তি পেলাম তবে ডিসেম্বর মাসের নাটক দেখতে অপেক্ষা করছে রাজ্যবাসী।
Didi , aaj kolkatay kintu thanda onubhob korte patchi..
যদি সত্যি হয় এই প্রতিবেদন তাহলে খুব ভালো হবে।
এইগুলো বাংলার লজ্জা ,আমরা লজ্জিত হই ,কিন্তু যাঁর জন্য লজ্জিত হই তাঁর কোন লজ্জা নেই, বিকার নেই।
আপনার প্রতিবেদন বাংলার মানুষকে সজাগ ও সচেতন করুক এই কামনা করি।
মিথ্যের ওপর খুব বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না, ধস অবসম্ভাবি। মাননীয় মোদীজী কে অজস্র ধন্যবাদ।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা সত্যগুলোকে সর্বসমক্ষে আনার জন্য। আপনি খুব ভালো থাকুন। 🙏🙏🙏
pK আর কালীঘাটের রেন্ডি পিসির পোঁদে বাঁশ ঢুকিয়ে দিয়েছে
কাজ নেই তো খই ভাজ ।ভাইপো জনসংযোগে ব্যস্ত ।তাই পিসিমণি।গুদাম খাল বিলে উদ্বোধন করে বেড়াচ্ছেন হেলিকপ্টারে চেপে ।হায় চাকরি পার্থী তোমরা কোথায় জন্মেছ ?কবে সুবিচার পাবে ?
প্রতিটি ক্ষেত্রে এত. দুর্নীতি করার সাহস. পায় কি করে ??
কার. প্রশয়ে ??
মুখ্যমন্ত্রীর কর্মকান্ডই তার জাত চিনিয়ে দেয়!
একদম সাধারণ মানুষের মনের কথা বললেন সন্ময় দা।
ধন্যবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য উপযুক্ত কারণ থাকা দরকার যেটা মুখ্যমন্ত্রীর কাছে নেই।
তুমি সব জেনে গেছো তাই না ?
দেখা করলে 'সেটিং ' !
আর, না করলেই 'বঞ্চনা' !!
চলো ভোটের দিন ঘাসফুল ! আর , সারা বছর কেন্দ্রের দিকে হয় সেটিং, নয়তো বঞ্চনা বলে কান্নাকাটি করা কোলকাতা বাসীর পুরনো রোগ !! চিকিৎসা একটাই " ডাবল ইঞ্জিন'' ! কিন্তু, তাতেও নারাজ !! সেটিং বা বঞ্চনা নিয়ে দিল্লি আর সেভাবে পাত্তা দিতে চায় না।
chor chor chor tah pisi bhaipor jutti tah
সত্যি জানানো উচিত, ওনার প্রতি আমার ও শ্রদ্ধা আছে
Come December. আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি । হোক অবসান এই পাপের।
চমৎকার প্রতিবেদন।অনেক ধন্যবাদ সন্ময় বাবু আপনাকে ।
খারাপ ছেলেদের সাথে যদি ভালো ছেলেকে কথা বলতে দেখলে মানুষের মনে হয় ভালো ছেলে টি বুঝি খারাপ হয়ে গেছে।সৎসঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
খুব ভালো লাগলো আপনার আলোচনা ।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ।
সময়ের অভাব আবার কি? পুষ্কর আজমীর শরীফ তো ঘুরতে যাওয়া। ওটা কি ব্যস্ততা? চাঁটি পড়েছে তাই চামচাগুলো বেতালা বাজছে।
Jio boss 😚
😂😂😂😂
Absolutely correct sentences
Excellent reporting.
বাজারী পত্রিকাকে আগামীদিনে বাথরুমের টিসু পেপারের রূপ দিতে হবে।
বাজারি কাগজ তো ওইরকম হয়।
জনগণ ই তো এই সবের জন্য দায়ী।
ভাইপো বাঁচাও, বাংলাকে ভোগে দাও ।
Previously what kinds of behaviour Modi Ji got from Didi?
pK আর কালীঘাটের রেন্ডি পিসির পোঁদে বাঁশ ঢুকিয়ে দিয়েছে
Sanmoybabu jindabad.
দারুন বলেছেন। ব্যপার স্যপার দেখে হাসবো না কাঁদবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে জহর রায়ের কাহিনী টা এই প্রসঙ্গে ভীষণভাবে মনকে নাড়া দিলো। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ভাবলাম কি অসাধারণ উদাহরণ আপনি দিলেন, লজ্জায় মুখ ঢাকার জন্য যথেষ্ট। অনেক ধন্যবাদ।
Thanks for this Great Video.
Sanmoy babu, thanks for your Great Presentation & Brilliant Analysis.
We appreciate for Great Information.
আশাকরি ৮ই ডিসেম্বর - এর পর থেকে আরও দাপুটে মোদিজিকে দেখতে পারবো।
এতদিন শুধু অনুপ্রাণিত করেছেন এবার সত্যিই শৌচাগার উদ্বোধন করবেন।
দাদা ভাল বলেছেন...... তবে আমরা নজরে রাখছি নাটক চলছে না তো ?? DECEMBER এ CBI - ED র ডুগডুগী র আওয়াজ শুনতে চাই।
বি জে পি যতোই cbi Ed নিয়ে নাচানাচি করুক কোন একটা ইলেকসান হোক চ্যালেঞ্জ করছি বি জে পি গোল্লা পাবে
@@pintudasdas8597 চোর গুন্ডা বোমাবাজি করিয়ে ভোট জিতবে এটাই স্বাভাবিক ।
its natok
সেটিং.... সেটিং.... সেটিং.... ঝুনঝুনি নিয়ে রাজনীতি করাই একমাত্র উপায় !! মহাজ্ঞানী , মহাপণ্ডিত, সবজান্তা চাইনিজ দালাল বামেরা কখনো সেটিং, কখনো বঞ্চনা, কখনো বিপ্লব ক্রান্তি , কখনো আন্দোলনের নামে রাজনীতি করতে অভ্যস্ত।
@@pintudasdas8597 bjp jodi setting na kore, tobe golla pabe na, kintu korle pabe, bjp setting na korle, puro tmc leadership jail e dhukbe..
খুব ভালো লাগলো আজকের প্রতিবেদন ------ " আমি মন্ত্রী হবো " খুব সম্ভবতঃ রঙমহল মঞ্চে হয়েছিলো -- আমার শাশুড়ি মায়ের কাছে শোনা , রঙ্গনা হলের একদম কাছেই আমার বাড়ী ----
আপনার কথা যেন সত্য হয়। বাংলার মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন। শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা যেন বাস্তবে পরিণত হয়।
Very very happy to learn this.
'চাইলেই সময় দেওয়া' ব্যাপারটা পশ্চিম বাংলার অধিকাংশ মানুষ মেনে নিতে পারছিলেন না। তাদের মনে সন্দেহ দেখা দিচ্ছিল। যাই হোক, এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় মোদীজীকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে যেন এটাই চলতে থাকে।
অসিত বাবু।
আমরা বার বার দেখেছি, "তিনি"- যখন-ই বিপদে পড়েছেন, জলে-জঙ্গলে, "মোদীকে স্মরণ কোরে পার পেয়েছেন। তাই আর বিশ্বাস করতে পারছি না এই দু-জন কে। C.P.M. এর কথা এখন সত্যি বলে মনে হয়। "বিজেমুল"।
তাই আশা ছেড়ে দিয়েছি।
@@shyamalsengupta2663 dada ,amader mone hoy r ekyu dhoirjo rakha uchit..🙏
আপনাকে ধন্যবাদ এত সব খবর আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ।
আপনার সব কথাই আমাদের মনের কথা ।
MODI HAS COME TO UNDERSTAND THAT MAMATA MAY SPREAD SCANDALS AGAINST MODI AFTER GETTING OUT OF THE CLOSED-DOOR VISIT(@) IF AT ALL MODIJI AGREES TO SET MEETING MAMATA IN HIS ROOM WITH MAMATA SINGULARLY , HE MUST ARRANGE FOR A LADY POLICE OFFICER INSIDE SO MAMATA CAN NOT CHARGE HIM WITH INDESCENCY AND VULGARITY((*)).SHE IS SKILLED IN SO-CALLED " CHHENALI,"(*)
👍💕
Ashoke Das : ঠিকই .. বিষয় টি যে একেবারে অকল্পনীয়..! সত্যিই এখন আর তা মনে হয় না..!
যখন একজন , পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আধিকারিক হয়েও.. তাঁর দেশের প্রধানমন্ত্রীকে.. যে কোন ছোট ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করতে পারে..! তখন এই ধরনের পরিস্থিতি ও কি অসম্ভব কিছু..??
বিশেষত এখন তো "হাতি কাদায় পড়া" এই রাজ্যের সরকার প্রশাসন এই অবস্থায় ??..
Modi.should.record.any.conversation.for
Bengalis
You are right
Joy Shree ram sir Good evening 🙏🙏🧡🧡🌹🌹🇮🇳🇮🇳🙏🙏
মহামান্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় কে হাজার কোটি ধন্যবাদ।
আপনার প্রতিবেদনে অসাধারণ বক্তব্য রোজই শুনি খুব ভালো লাগে আপনি চালিয়ে যান
চটি চাটা সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ কে ভুল না বোঝালে বিঙ্গাপণ পাবে না।
ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। মাননীয় প্রাধান্য মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছন। 🙏🙏
দাদা আর যাই হোক হেঁসে আনন্দ পেলাম।
I stopped reading Ananda Bazaar,
Good evening . Like your reporting and representation with great analysis .
100%সঠিক বার্তা l
কি করে যে বাংলার সভ্য সজ্জন ব্যক্তিরা এসব সহ্য করছেন ভাবতে পারিনা।
সিবিআই তদন্ত অনির্দিষ্টকাল চলবে যাতে করে বিচার প্রক্রিয়া প্রলম্বিত করার জন্যে একাধিক অজুহাত।
আর কিছু দিনের মধ্যে হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রী শৌচাগার ও পরিষ্কার করছেন বিজ্ঞাপন দিয়ে।
এই সমস্ত সভা এবং সেই সংক্রান্ত বিজ্ঞাপন বন্ধ করে সেই অর্থেই কিছু অস্থায়ী কর্মীকে স্থায়ী করা হলে রাজ্যের উপকার হত।
অপেক্ষায় আছি কবে দেখব দেশের আর একজন মুখ্যমন্ত্রীর মত ড্রেন, ডাস্টবিন উদ্বোধন হচ্ছে।
Thanks dada
CBI কে মনে হচ্ছে অনেক কষ্টে ও হাইকোর্টের চাপে এই টেট তদন্ত করছে।
Asole ja kichu dekhchen, soboi natok. Etai ke bola hoyeche- khela hobe. Manus thik moto bujhe te pareni, khela hobe mane ta.
রাস্তা সংস্কার তাও আবার উদ্বধন?
@Sthitadhi Das bichar poti 2024 e abosor, r cbi tadanta korte somoi nei 10 years minimum.
@Sthitadhi Das justice Basu achen ekhono. Karon setting er possibility nei ar. Jara birodhi dol chilo tara mi mi kore chalato. Ar ekhon mi mi korar poriborte choke chok rekhe chalenge diche opposition.
@@trideebsundarsikdar3071 na natok noi. Eta khub serious jaigai chole geche.
You 100 percent correct
সন্ময়বাবু, আমার ধারণা , এই সরকার পরিবর্তন না হলে কোনো ভাবেই স্বচ্চতা আসবে না। কারণ এরা তো সবাই এক-ই পথের যাত্রী। গৌতম পালকে আমরা প্রথম থেকেই rejected করেছিলাম। এরপর যদি প্রধানমন্ত্রী সেটিং-এ যান, তাহলে বলার কিছুই থাকবে না। শুভ সকাল। ভালো থাকবেন।
খবরটার মধ্যে বিকৃতি আছে। এটা ব্যাখ্যা করলেন না। ওখানে লেখা হচ্ছে জি২০ মিটিং করে দিল্লি পৌঁছচ্ছেন। মনে হল এরকমই পড়লাম।
Nice
সুপ্রভাত সন্ময় দা, ভালো থাকবেন
JAY SREE RAM
দারুণ বলেছেন মশাই ।
ধন্যবাদ অনেক ধন্যবাদ।
Thanks🙏 sanmoy da. Khoob bhalo.
ব্যক্তিগত কোনো বৈঠক আইন সিদ্ধ নয়। যা বৈঠক হবে সর্ব্বসমক্ষে এটাই আইন। এবং বৈঠকের আগে এ্যজেণ্ডা প্রকাশ করা উচিত। এটাই আইন।
sobar tax taka diye blanket kine shadharon manush k blchen uni kine aneche?blanket daoar jnno cm hoachilo?chakri da debe tah k?tmc biday hukk
দাদা,,, একদম নিচুস্তরের মানুষ না হলে, কখনই এরা এই কাজ করতে পারে না
Good reporting and Modi ji is a strict with zero tolerance in Corruption.
মনে হয় আগামী ডিসেম্বর মাস তাহলে কি জনৈক ভাইপো জেল যাত্রা হবে।তাই যেন হয়
ওটা প্রধানমন্ত্রীর বাপের খমতা হবে না
জয় গুরু
You deserve our best regards for the kind of news and most reasonable analysis ventilated through your revered channel . We are to see how long you may continue our dormancy. Best wishes
Sanmoy babu thank you for your continuous effort
সন্ময় দা, আপনার উপর ভরসা করে অপ্রাসঙ্গিকভাবে শিক্ষার দিকে একটু অভিমত ব্যক্ত করতে চাই। (১) তৃণমূল সরকারের আগের আমলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলি নিজেরা রোস্টার মেইনটেইন করতো। বর্তমান সরকার শুরু করলো, কেন্দ্রীয়ভাবে বোর্ড রোস্টার মেইনটেইন। সমস্যা : এক একটা স্কুলে অধিকাংশ শিক্ষিকা বা অধিকাংশ কোটার শিক্ষক-শিক্ষিকায় ভরে উঠেছে। ফলে অভিভাবকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া। কোনো স্কুল ছাত্রছাত্রী শূন্য আবার কোনো স্কুল অধিক ছাত্রছাত্রী ভর্তি নিতে অস্বীকার করছে। (২) উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার : নিয়মে অথবা বে-নিয়মে শহর কেন্দ্রিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা চলে গেছে। ফলে কোনো স্কুলে ছাত্রছাত্রী নেই কিন্তু শিক্ষক-শিক্ষিকায় ভরে উঠেছে। আবার কোনো স্কুলে ছাত্রছাত্রী প্রচুর কিন্তু শিক্ষক-শিক্ষিকার সংখ্যা খুব নগণ্য। গ্রামেগঞ্জের স্কুলগুলির অবস্থা বেহাল। একটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ৩ ক্লাস ৬। কি রুটিনে স্যারেরা স্কুল চালাবে? এইভাবে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। একে পুনর্নির্মাণ করা না হলে সব শেষ। (৩) সমাজ, রাজ্য ও দেশ চালাতে গেলে ঝাড়ুদার থেকে IAS পর্যন্ত সব ধরনের কর্মচারীর supply line শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মমতা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে already ধ্বংস করে দিয়েছে। (৪) শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে হাতে ধরিয়েছে ব্যবহারে অযোগ্য সাইকেল, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি। ভিক্ষা গ্রাহকরা প্রতিবাদের ভাষা হারিয়েছে। ওই প্রতিবাদের ভাষা শিখতে দরকার শিক্ষা। শিক্ষা ও প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিলে প্রতিবাদের ভাষা শিখবে কোথা থেকে? (৫) তৃণমূলের আমলে গ্রামেগঞ্জে অশিক্ষিত, মদখোর ও মাতালে ভরে উঠেছে। বয়স্ক ও শিক্ষিত ব্যক্তির কোনো কথাই চলে না। (৬) অবৈধ শিক্ষক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হল। সুশিক্ষিতদের বঞ্চিত করে অল্প শিক্ষিতদের কাজ দিয়ে প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে। খুব ভালো মানের ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজ করলে তবেই সমাজ, সংস্কৃতি, রাজ্য ও দেশ রক্ষা পাবে। খুব ভালো মানের ছাত্রছাত্রী দুর্নীতির বেড়াজালে পড়ে রাজ্য ছাড়বে। এতে অন্য রাজ্য সমৃদ্ধ হচ্ছে, বাংলা ধ্বংস হচ্ছে। অর্থাৎ brain drain হচ্ছে। (৭) সরকার গদিতে থাকতে শিক্ষাকে সিন্ডিকেটের সাথে জড়িয়ে অর্থ রোজগার করছে। (৮) শিক্ষাকে ধ্বংস করে সমাজের সব wings ধ্বংস করেছে। (৯) মমতা ও তার ফ্যামিলির কোনো সদস্য প্রকৃত শিক্ষা গ্রহণ করে চাকরির মাধ্যমে অর্থ রোজগার করতে শিখেনি। ওরা চাকরি ও তার জীবিকা নিয়ে ওদের ভাবনায় আসার কথা নয়। (১০) মমতা ও তার ফ্যামিলি নিজেদের পড়াশোনা ও শিক্ষাদীক্ষাকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পড়াশোনা ও শিক্ষাদীক্ষার সঙ্গে compromise করেছে। এটা হয়েছে ও খুবই ক্ষতিকর ও ভয়ংকর। (১১) বেতন কাঠামো সারা ভারতে এক হওয়া একান্ত প্রয়োজন। সব রাজ্য DA দিচ্ছে, পশ্চিমবঙ্গ আইনি লড়াই লড়ছে DA না দেওয়ার জন্য। কম টাকা পেলে একটা মেধাবী ছাত্র কেন পশ্চিমবঙ্গে পড়ে থাকবে? শূন্যস্থানতো আর থাকবে না। শূন্যস্থান পূরণ করতে নেতা-নেত্রীর অযোগ্য ছেলে, মেয়ে, বৌমা, ভাইরা ওই চেয়ারে বসে যাচ্ছে, যা পাচ্ছে সেটাই ভালো, বাড়তি পাওনা। তার জ্বলন্ত উদাহরণ - পরেশ অধিকারীর মেয়ে, মাগুর মাছের বিক্রেতা অনুব্রতর মেয়ে। এরকম উদাহরণ বর্তমানে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে।
Sotti Sanmoy Da apni asadharon news flash den ja ABP Ananda o lojja peye jaye. Congratulations apnake for winning the case of account freezing and many more previous cases.
কিছু বলার ভাযা নেই আমর, আমার 65 বছর বয়সে এসে এই মহান মহিলা মুখ্যমন্ত্রি কে দেখতে পাচ্ছি, যানিনা আর কি কি দেখতে হবে । ঁপ্রফুল্য ঘোষ কে দেখতে পেয়েছি, তারপর থেকে বুদ্ধদেব পর্যন্ত আমি দেখেছি ।
কাদের সঙ্গে কাকে তুলনা করছেন!!
সবাই শ্রীঘরে যাবে শুধু মোদীর আশীর্বাদে এক অসাধারণ প্রতিভাময়ী আশীর্বাদ ধইন্যা থাকবেন আত্মজ কেও বাঁচিয়ে দেবে।
যদি সত্যিই zero tolerance দেখাতো তবে এই সব কাজের জন্য যে সব আধিকারিকরা জড়িত, তাদের দরজা দেখিয়ে দিত।
আনন্দ সংবাদ। খুব ভাল লাগল। আপনার অসাধারণ প্রতিবেদন অতুলনীয অনেক অনেক মাথা নতুন করে কিনেছেন। এই মহিলার জেলে না ঢোকা অবধি বাংলার অভিশাপ মুক্ত হবে না
ওই "সংবাদ"গুলোর .. সামনে ডিসেম্বরে'র বার্তা মাথায় আছে ; বা মাথায় রেখে..!??
ডায়লগবাজি ছাড়া 'তাদের' রাস্তা কি??...
বহু আগেই দেখা না করলেই মোদীজির সম্মান বাড়ত ।
১০০ মধ্যে ১০৯ পেয়েছে শুনে অবাক হলাম না, কারন ৯০ দিনে যদি ১০ বছরের কাজ করে দেয়া যায় তবে এমনটাই তো হবে।
উপস্থনায় কোন খামতি পাইনা আপনার, খুব সুন্দর। আপনাকে অভিনন্দন।
ডাল মে কুছ কালা নেহি...
পুরা ডাল হি কালা হে....
দারুণ দারুণ সংবাদ ।জয় মোদী জী ।🙏🙏🙏🙏🙏🙏🙏
বারো। বারো। দুই হাজার বাইশ লেটেস্ট সোলো গান হবে চোর চোর চোরটা বেগম পিসির ভাইপো টা দেখ কেমন লাগে খেলা
THANKS THANKS THANKS FR0M Dubai live in Kolkata
*ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
------------------------------------------
*কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
*1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
*2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
*3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
*4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
*5. জল জীবন মিশন -* পানীয় জল।
*6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
*7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
*8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
*9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
*10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
*11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
*12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
ঢুকে যায়।
*13.মিড ডে মিল-* খাতা, ব্যাগ,জুতো, থেকে শুরু করে স্কুলের যাবতীয় খরচ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মিশনের টাকা থেকে আসে।
*14.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
*15.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
*16. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
*17. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
*সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া#####*
✔️🙏
জয়শ্রীর রাম ।
এটাই দরকার ছিলো
একটা Corrupted গভর্নমেন্ট কত ক্ষতি করতে পারে সেটা বোঝা যাবে কিছু দিন পরেই l স্বাস্থ থেকে শিক্ষা কোনো কিছু বাদ নেই l কি পেলাম আমরা সাধারণ মানুষ?
শুধুই বঞ্চনা...!! 😞
একদম ঠিক প্রধানমন্ত্রী যেমন সাধারণ মানুষ কে ১৫ লাখ টাকার বঞ্চনা দিয়েছে ঠিক সেরকম ।
@@pintudasdas8597 tor bank id patha....ami taka pathabo jodi modi sobai ke 15 lc debe boleche proman korte paris...gobet
@@kamalchakraborti1353 আরে গাধা সারা ভারতবর্ষ জানে তুই জানিস না ?
Yes this is right .
বলতে খারাপ লাগছে, মনে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে😀
Sanmoyda you are right. I salute you.
সেটিং তো বটেই , পূর্বের চুরির কোন বিচার হল না,অথচ এই অবস্থায় সারে আট হাজার টাকা আবাস যোজনায় দিয়ে দিল ! আরে বাবা টাকাটা সাধারণ মানুষের ।সাধারণ মানুষের টাকা চোরদের দেওয়ার আগে বিচার হওয়া উচিত ছিল ।সেটিং আছে বলেই CBI সুপ্রিম কোর্ট যায় নি ।
Apnar explanation akdom right
বর্তমানে বাজারে আনন্দ নাই ।
তাই বাজারি আনন্দে মজা পাই ।
আর
সন্ময়দা , শফিকুল ভাই ,শুদ্ধশীল ভাই ,রুদ্র ভাইয়ের কাছ থেকে প্রকৃত খবরগুলো পাই ।
মানুষ দেখছে চাকরি তো নাই , অগত্যা
এক টুকরো চটের কম্বলই যদি পাই ।
Darun pratibedan Sanmoyda 👏👏👌👌👍👍✌️✌️💐💐❤️👍🙏🙏
দারুন খবর সকাল সকাল দিলেন দাদা
Thiki korechen
শুভ সকাল, অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিবেদনের জন্যে ,একটি প্রশ্ন ছিল, "দাদা" "দুয়ারে তো ডিসেম্বর " কিন্তু কবে ঘটবে ঘটনা টি আর টেনশন নিতে পারছিনা।
Thank you sanmoy babu darun pratibedan
সময় তো দিয়েই চলেছে।
গরু, বালি, কয়লা ইত্যাদি কিন্তু পাচার হয়েই চলেছে, কিছু কম মাত্রায় হলেও।
দু'দিন আগেই আবার তো শিক্ষাক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল।
এবারও যদি কেন্দ্রের কড়াতম পদক্ষেপ না দেখা যায়.........
সবকিছু কেন্দ্র করে দিবে! আর, ইভিএমে বোতাম টিপে, অথবা, ভোটের দিন বুথে না গিয়ে কোলকাতা বাসী ঘাসফুলকে জিতিয়ে ক্ষমতায় থাকতে সাহায্য করবে। কেনো 'ডাবল ইঞ্জিন' দরকার একথা এখন উপলব্ধি করা দরকার।
Khub bhalo laglo, prashan mantri samay nei murkhomantrir janya!