Dublagadi sea beach , Offbeat destination near kolkata , New beach in Odisha , Virgin beach Orissa

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #odisha , #dublagadi , #travel , #nature , #motovlog , #orissa ,
    দিঘা, পুরী তো অনেক গেলেন। কলকাতার এত কাছে কোলহলহীন নির্জন এই সমুদ্রতটের খোঁজ কি জানেন? অফিস থেকে মাত্র দিন তিনেক ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লা ফতে! অসাধারণ এই ভ্রমণ অভিজ্ঞতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। কাছেপিঠে বেড়ানোর জন্য এর চেয়ে ভালো জায়গার খোঁজ পাওয়া বেশ দুষ্কর। ফি দিনের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের আরাম নিন। ঘুরে আসুন অত্যন্ত সুন্দর এই ট্যুরিস্ট ডেস্টিনেশন থেকে।
    বেড়ানোর জন্য অনেকেরই পছন্দ সমুদ্র সৈকত। তাঁদের জন্যই কলকাতার খুব কাছের এই সমুদ্রতটের হদিশ। নামমাত্র খরচে ঘুরে আসুন কলকাতা থেকে তিন-চার ঘণ্টার পথ বাগদা সি বিচ থেকে। অল্প সময়ের জন্য বন্ধু, পরিবার নিয়ে ছুটি কাটানোর আদর্শ জায়গা হতে পারে ওড়িশার বালাসোরের এই নিরিবিলি সমুদ্র সৈকত।
    বাগদা সমুদ্রতটটি দিঘা, পুরীর মতো বিস্তৃত না হলেও লোকজন কম থাকায় একান্তে বেড়ানোর মজা নিতে পারবেন। ভোরে সমুদ্রতটে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার অনন্য সুন্দর অভিজ্ঞতা অনেক দিনের জন্য আপনার মনে গেঁথে থাকবে। কোলাহলহীন এই সমুদ্রতটের পাশে রয়েছে ঝাউবানের সারি। সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার সমাহার আপনার নজর কাড়বেই। ওড়িশার বালাসোর জেলার ডুবলাগড়ি গ্রামে রয়েছে এই বাগদা সি বিচ।
    ❤ Dublagadi Sea Beach
    ❤ Offbeat destinations near kolkata ,
    ❤ New beach in Odisha , Virgin Sea beach in Orissa ,
    ❤ Many Staying Destination - mention in this videos
    ❤ ❤ Couple Friendly camp in Sea beach ❤❤
    বাগদা সমুদ্র সৈকতের মূল আকর্ষণ:
    পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে বাগদা সি বিচে দিন দু’য়েক ল্যাদ খেতে এখানকার ক্যাম্পগুলি একেবারে পারফেক্ট। সমুদ্র সৈকতের ধার ঘেঁষেই রয়েছে এই ক্যাম্পগুলি। বেশ কয়েকটি ক্যাম্পের সঙ্গে রয়েছে কটেজ। সব ক্যাম্প বা কটেজ থেকেই সমুদ্র হয়তো দেখা যায় না, তবে ফিল করা যায়। বাগদায় সমুদ্রে জোয়ারের জলে গা ভাসানোর ফিলিংসটাই আলাদা। আবার ভাঁটা নামলে বিচময় লাল কাঁকড়ার অবাধ বিচরণ চোখ জুড়িয়ে দেয়। এক কথায় দিন দু’য়েকের ছুটি কাটাতে ওড়িশার এই সি বিচের তুলনা হয় না।
    বাগদা সমুদ্র সৈকত থেকে সাইটসিন:
    বাগদা সমুদ্র সৈকতের খুব কাছেই রয়েছে কাসাফল মোহনা। এটা অনেকটা পশ্চিমবঙ্গের দিঘা মোহনার মতো। মোহনাজুড়ে মাছের আড়ত। সকাল সকাল সেখানে পৌঁছে যেতে পারলে টাটকা মাছ পেতে পারেন। এছাড়াও মোহনায় পাবেন সামুদ্রিক কাঁকড়াও। এখান থেকে মাছ বা কাঁকড়া বাড়িতে নিয়ে যেতে চাইলেও দোকানদাররা ঠিকঠাক প্যাক করে দেবেন। বাগদা থেকে অটোয় মিনিট পনেরো গেলেই পড়বে এই মোহনা। এছাড়াও বাগদা সমুদ্রতট থেকেই অটো ভাড়া করে ঘুরে আসতে পারেন রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামী জগন্নাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির। এছাড়াও এখান থেকে চাঁদিপুর সমুদ্র সৈকতও খুব কাছে।
    কীভাবে যাবেন বাগদা বিচে?
    কলকাতা থেকে 250 KM এবং বালাসোর রেলওয়ে থেকে 32 কিমি এবং NH-16 থেকে 17 কিমি / কলকাতা চেন্নাই হাইওয়ে, 60 KM
    হাওড়া থেকে ট্রেনে ওড়িশার বালাসোর স্টেশনে পৌঁছে যেতে হবে। সেখান থেকে মাত্র 32 কিলোমিটারের পথ এই বাগদা সমুদ্র সৈকত। আগে থেকে সি বিচের কোনও ক্যাম্প বুক করা থাকলে তাঁরাই গাড়ি পাঠিয়ে দেয়। নতুবা বালাসোর স্টেশন থেকেই বাগদা ডুবলাগড়ি সি বিচ যেতে অটো বা ছোট গাড়ি বুক করে নিতে পারেন। এক্ষেত্রে একপিঠের যাওয়ার জন্য ৬০০-৭০০ টাকা ভাড়া পড়তে পারে।
    ৫:৩০ থেকে ৮:৩০ পযন্ত এই বিচ খোল্লা থাকে,
    কোথায় থাকবেন?
    ❤ Many Staying Destination - mention in this video / Couple friendly ❤❤
    ❤Came in this sea beach
    ❤ Bagda Sea Beach -
    ❤Jungle Camp - ❤ 086585 59482
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Hello Friends. Welcome to " 𝗛𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀 ( 𝗠𝗮𝗻𝗮𝘀 𝗖𝗵𝗮𝘁𝘁𝗲𝗿𝗷𝗲𝗲 )
    সাধের মধ্যে সাধ পূরণ করা , ভ্রমন প্রেমিক এক মানুষ
    Making Budget-Friendly - Travel and Riding videos, with full information.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
    আমার এই চ্যানেলটি তৈরী করার উদেশ্য , আপনাদের পকেট এর খরচা বজায় রেখে , রাস্তা - ঘাট , থাকা - খাওয়া , ওহ অন্যান্য বিষয়ে কে , ভিডিওর মাধ্যমে , আপনাদের সামনে তুলে ধরা , আপনি যদি সেগুলি উপভোগ করেন তবে নীচের মন্তব্যে আপনার আপনার মতামত অবশই জানিয়ে যাবেন
    ধন্যবাদ .....
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
    "My channel shares insights on roads, food, daily life, and more through videos, aiming to save you money. Please watch, point out any errors, and share your thoughts in the comments."
    Thank You ..
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
    / happinessmanaschatterjee
    www.facebook.c...
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
    Please include the following in your video description (Copy & Paste):
    Free Download / Usage Policy: • Calmness - JayJen | Free Background M... --- This is a release preview, you can find the full song on our new channel 👉 / audiolibraryplus --- 🔴 Official Releases: bit.ly/al-plus Hope by Vishmak / vishmak Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 Free Download / Stream: bit.ly/Hope-Vis... Music promoted by Audio Library • Hope - Vishmak (No Copyright Music)
    Song: Tobjan - Golden Days Music Provided by Free Earldom. Video Link: • Tobjan - Golden Days [Music For Video...
    Track: Childhood - Scandinavianz [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: • Childhood - Scandinavianz | Free Back... Free Download / Stream: alplus.io/chil...

Комментарии • 7