তবুও ছাত্র-ছাত্রীকে চ*** দিয়ে দিবে তোকে রাজনৈতিক করার কোন অধিকার আছে তোরা পড়াশুনা না করে তোরা আসছিস দেশ শাসন করতে দুইদিন পর তো বাংলাদেশটা পুরা অশিক্ষিত মানুষে ভরে যাবে এর মত মেয়ে কোন আইডি আছে দেশ চালানোর মতো এ দেশটা তোর বাবার একার নাকি তোরা বাস্তবে রাজাকারের বাচ্চা সেটা প্রমান হয়ে গেছে তোদের কোন শক্তি নেই তোরা যত অস্ত্র নিয়ে নামো যা করো এখন আর তোদের পক্ষে আমরা সাধারণ জনতা নেই তোরা পাঁচদিন আন্দোলন করে হয়ে গেছো রাজা তোরা হোলি জাতির মীরজাফর আর যারা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছে তাদের কেউ অপমান করো কারণ তোরা হলি রাজাকারের বাচ্চা পাকিস্তানের যা তোর বাবার দেশে গিয়ে যুদ্ধ কর এবার তোদের পিটিয়ে নলি ছুটিয়ে দিব ভালো খেলতে পারবি না তোদের সাথে জনতা নেই তো্রা রাজনৈতিক গ বুঝনা
ei meye ekta kotha bolse j 71 dekhe ni dekhese 24 er sadhin 24 e kon bal sadhin hoise kota na medhay chakri lagbe or bapera kotay hoise upodesta... Mujib na thakle ei deshe dekha lagto na... Jodi etihash janti tahole ei sob bolti na....
@@accmt2024 ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, ছাত্রী প্রতিনিধি হিসেবে কি একজনকে ও দায়িত্ব দেয়া গেল না? ছাত্রীরাও তো বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে! এখানে ছাত্রীরা কি বৈষম্যের শিকার হলেন! এই ছাত্রীকে উপদেষ্টা পরিষদের স্থান দেয়ার আহ্বান জানাই।
Emn student ke Ami dhikkar Janai, 1971 sealer andolon cilo sob bangalir r 2024 saler andolon je kar Janina student na bnp na jamayet er. Prithibir jhoghonyotomo andolon sudhu atai.
@@Habibatonny-ez3uc যারা রাজনীতিতে ধর্ম নিয়ে আসে তারা কি শিক্ষিত লোক?এদের বেশিরভাগই স্কুল শেষ করতে পারেনি ঠিক মতো।তাই ধর্মকে টেনে এনে বাড়াবাড়ি করে,কারণ এর বাইরে এরা যুক্তি দিতে পারে না।
@@Afaj--Ahmedstudent ra kotha soniskar andolon Kore ni ora korece rajneeti andolon jar jonno Bangladesh ajkeu durvagyo bosotir mukhe, tui aktu desher sompoti and jonogoner dike takiye dekh kothay niye gelo deshtike, r rajneeti kora eto sohoj noy, sun amr kisu porichito student era keu keu manuser bike hote murgi porjonto churi korece r vangchurto acei.
@@fahadbinzahed7788 বঙ্গবন্ধুর ডাকে 7 কোটি মানুষ সেদিন বেরিয়ে এসেছিল স্বাধীনতার জন্য। তার ডাকে মানুষ মুক্তিযুদ্ধ করে আজ এই বাংলাদেশ। তাই বলাই বাহুল্য যে বঙ্গবন্ধু আর দেশ একই কথা। শুধু অকৃতজ্ঞ এরাই বঙ্গবন্ধুকে ভুলে যাবে। এই বাংলার মানুষই তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল।
@@GolamYasin-dj1vq এসব তোতাপাখির মতো রেকর্ডেড কথাগুলা আর চালাইয়েন না। বহুত চালাইসেন। আপনাদের কথা শুনলে মনে হয়, স্বাধীনতা একাই আনসে শেখ মুজিব। ঘোষণাও দিসে উনি, যুদ্ধও করসে উনি। সব উনি করসে, তাই উনারে মনে রাখো, বাকি সব ভুলে যাও। আপনাদের জন্যই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর জীবনী নাই পাঠ্যপুস্তকে, চার নেতার জীবনী নাই, মাওলানা ভাসানীর জীবনী যেটা ছিল ফাইভে সেটাও তুলে দেয়া হইলো, শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী তুলে দেয়া হইলো। সবজায়গায় মুজিব আর মুজিব। মনে হয় বাংলাদেশের স্বাধীনতা উনি একাই আনসে। আপনেরা খালি ৭১'র ৭ইমার্চ-১৬ই ডিসেম্বরকেই মুক্তিযুদ্ধ মনে করেন। কিন্তু মুক্তিযুদ্ধ যে ১৯৪৭ এর দেশভাগ থেকেই শুরু হইসিলো এইটা ভুলে যান।
বঙ্গবন্ধুকে যদি রাতারাতি ভুলে যায় তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ চেতনা ইতিহাস, ত্রিশ লক্ষ শহীদের জীবন নিভে যাওয়া ইতিহাস, ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ের ইতিহাস, হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হারিয়ে যাওয়া ইতিহাস অচিরে আমরা খুব সহজে ভুলে যাবো। কাজে এসো আমরা সবাই মিলে ইতিহাসকে ধরে রাখি। আমরা তাদেরকে সারাজীবন স্মরণ করি যাদের জীবন বিনিময়ে আমাদের দেশ সোনার বাংলাদেশকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।
সঠিক ইতিহাস পড়লে তাকে জাতির পিতা বলতেও নিজেকে ধিক্কার জানাবেন। বিশেষ করে মুজিবের শাসনামল। যুদ্ধ শুরুর আগের দিনও শেখ মুজিব পাকিস্তান বিভাগের জন্য প্রস্তুত ছিল না। তিনি চেয়েছিলেন, পুরো পাকিস্তানকে একসাথে শাসন করতে। নয়তো ৭ই মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা করে দিতেন। কিন্তু তিনি তা না করে উল্টো পাকিস্তানের কাছে নিজের ক্ষমতা চেয়ে ৪টি দাবি দিয়ে রেখেছিলেন। একদিকে মানুষকে বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে অন্যদিকে পাকিস্থানকে বলেছিলেন তাকে ক্ষমতা হস্তান্তর করতে। পাকিস্তানের সাথে রাষ্ট্রদ্রোহিতার ঘোষণা দিয়ে আবার তাদের কাছেই তিনি কোন মুখে আশা রেখেছিলেন যে তারা তাকে বিদ্রোহী না বলে ক্ষমতা দেবে? আবার পাকিস্তান যদি সেসময় তার দাবি মেনে ক্ষমতা দিয়ে দিত তাহলে কি বাঙালিরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতো? না, বরং ক্ষমতা পাওয়ার পর তিনি পুরো পাকিস্তান শাসন করতেন। সোজা কথায় বলতে গেলে তিনি পাকিস্থান বিভাজনের পক্ষে ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতা হস্তান্তরের পক্ষে। সামরিক পরিসংখ্যান অনুযায়ী তিনি যদি ৭ তারিখে ঘোষণা দিয়ে দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন করতে দুদিনও লাগতো না। কারণ সে সময় বাংলাদেশে পশ্চিমের মিলিটারির যা সংখ্যা ছিল তাদেরকে দুইদিনের মধ্যেই কুপোকাত করে দেশ স্বাধীন করা যেত। কিন্তু ৭ই মার্চ তার ভাষণের কারণে পাকিস্তানীরা সতর্ক হয়ে গিয়েছিল। ৭ থেকে ২৫ মার্চের মধ্যে তারা পূর্ব পাকিস্তানে সেনা পাঠাতে লাগলো। তারপর ২৫ই মার্চ রাতে নিজেদের শক্তি বাঙালির উপর প্রয়োগ করেছিল। এসময় তারা শেখ মুজিবকে গ্রেফতার করে। আশ্চর্যজনক বিষয় হলো সে সময় সুযোগ থাকা সত্ত্বেও তিনি কোনো প্রচেষ্টা ছাড়াই নিজেকে তাদের হাতে সোপর্দ করেন। অথচ একজন দেশপ্রেমিক নেতা হিসেবে তার উচিৎ ছিল তাদের হাতে গ্রেফতার না হয়ে পালিয়ে মুক্তিযদ্ধের নেতৃত্ব দেওয়া। সেদিন রাতে পাকবাহিনী বাঙালি পুলিশ,ইপিআর,বেঙ্গল রেজিমেন্টের উপর হামলা করলে তারাও আত্মরক্ষার্থে নিজেদের অস্ত্র দিয়ে পাল্টা যুদ্ধ শুরু করে। তখনো কোনো ঘোষনা হয়নি। ২৭ তারিখ অফিসিয়ালি চট্রগ্রাম থেকে "স্বাধীন বাংলাদেশ" ঘোষিত হলে পুরো জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়ে নয়মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। পুরো যুদ্ধে শেখ মুজিব ছিলেন পাকিস্তানের তত্বাবধানে। তিনি যুদ্ধে কোনোপ্রকার হাত রাখেন নি। কিন্তু যুদ্ধ শেষে তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে এসে নিজেই সরকারের দায়িত্ব নিয়ে নেন। এরপর নিজ থেকেই মুক্তিযোদ্ধাদের লিষ্ট বানিয়ে যাকে-তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতরণ করেন।এটা নিয়ে অনেক বিতর্ক হয়। কারণ ট্রেনিংকালে ভারত যোদ্ধাদের কাছ থেকে তাদের সমস্ত তথ্য নিয়ে লিস্ট রেখেছিল, কিন্তু তিনি সহজ পদ্ধতি অবলম্বন না করে নিজ থেকেই লিস্ট শুরু করেন। এবং সার্টিফিকেট যারা নিয়েছিল তাদের প্রায় অনেকেই যুদ্ধের ধারে কাছেও ছিল না। বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বই থেকে এটাই বোঝা যায়। কিন্তু আমরা বাঙ্গালীরা কিছু না জেনেই শুধু BGS বই পড়ে নিজেদের ইতিহাসবিদ ভাবা শুরু করেছি। শেখ হাসিনার বানানো ইতিহাস পড়ে তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছি। তাকে স্থপতি ভাবা শুরু করেছি। এটাতো শুধু ৭১ এর ঘটনা। ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাঙালির উপর কি পরিমান জুলুম নিপীড়ন করেছিল তা শেখ হাসিনা বিকৃত করলেও ইতিহাস বিকৃত হয়নি। সঠিক নিরপেক্ষভাবে ইতিহাস জানতে চাইলে আপাদত এই বইগুলো পড়তে পারেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, কালো পঁচিশের আগে ও পরে, আমার ফা'সি চাই, নেতা ও পিতা।
১৫ আগস্ট শোক দিবস পালন করলে কি সমস্যা? স্বাধীনতা দেখলে আর এই কথা বলতো না পছন্দ না হলে অংশগ্রহণ করবে না, কিছু মানুষ পালন করতে চাইলে ছাত্ররা বাধা দেওয়ার কে? এটা কি কিছু বেআইনি?
যে মেয়েটা বলছে সেই মেয়েটা বা তার পরিবারের চাইনা ১৫ আগস্ট শোক দিবস পালিত হোক,,,,, এই যে কথাটা বলছে বাংলাদেশ এমন কোন মানুষ নাই বঙ্গবন্ধুর ইতিহাসটা পিচ্চি মেয়েটা বুঝিয়ে বলার জন্য এটা তুমি বলতে পারো না এটা বলা ঠিক না উচিত না ,, আরো দেখতেছি মেয়েটাকে সাবাস দিচ্ছে তার মানে আমাদের ভবিষ্যৎগুলোকে আমরা নিজেরাই নষ্ট করতেছি সন্তানকে সংস্কার না শেখালে শিক্ষা দিয়ে কোন লাভ হবে না সন্তান তো সবাই জন্ম দিতে মনুষ্যত্বের জন্ম কয়জন দিতে পারে
ভারতের গান্ধী আছে, পাকিস্তানের আছে জিন্নাহ কিন্তু কখনো তাদের দেখিনি বাংলাদেশের মতো ব্যক্তি পূজা বা রাজনীতি করতে... মন থেকে ভালোবাসলে দোয়া করুন, শোকের নামে রাজনীতি কেন করছেন..?
শেখ মুজিবুর রহমানকে আমিও সম্মান করি,কিন্তু শেখ মুজিবুর রহমানের স্মৃতি গুলো তৈরী করতে দেশের যে পরিমাণ অর্থ নষ্ট আর দুর্নীতি হইছে একারণে আমার মন থেকে ঘৃণা চলে আইছে।
ভারতের গান্ধী আছে, পাকিস্তানের আছে জিন্নাহ কিন্তু কখনো তাদের দেখিনি বাংলাদেশের মতো ব্যক্তি পূজা বা রাজনীতি করতে... মন থেকে ভালোবাসলে দোয়া করুন, শোকের নামে রাজনীতি কেন করছেন..?
@@NusratDisha12344 করুন কেউ না করেনি কিন্তু রাজনীতি করা ছাড়ুন, ২০০২ ও ২০০৫ সালে বিএনপির আমলে এই দুইবার ৩২ নম্বরের বাসায় গিয়েছি.. মানুষের ভালোবাসা দেখেছি কিন্তু ২০০৯ থেকে যা হচ্ছে তাতে মানুষের পিঠ এখন দেয়ালে... এই সবকিছুর জন্য দায়ী তাকে নিয়ে রাজনীতি করা... যা এখনো চলমান...
এই ছোট ছোট মেয়েগুলি এমন সুন্দর কথাগুলি শিখলো কোথা থেকে ! এমন ভাব অর্নগল সুন্দর ভাবে বক্তবগুলি দিল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল ! আর আর কখনও পথ হারাবে না বাংলাদেশ !
আপনি ১৯৭১ সাল দেখেন নাই যদি দেখতেন তাহলে ১৯৭১ সালের শহীদদের সম্মান করে কথা বলতেন এতদিন কি পড়াশোনা করেছেন বুঝতে পারছি না। আজকের আবু সাঈদ ভাইরা যেমন শহীদ তাদের ও ভুলবো না তেমনি ১৯৭১ এর যে স্বাধীনতার ডাক দিল যার ডাকে এই দেশটা স্বাধীন হলো তাকে কিভাবে ভুলে যান সে তো কোন অন্যায় করেনি
এরা সাহসী না এরা হচ্ছে অতি আবেগি বাল পাকনা পোলাপান। ওরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাকে ভুলে গিয়ে, আমেরিকা সাজানো ২০২৪ সালের অভ্যুত্থান কে মুক্তিযোদ্ধা বানাইছে। হায়রে আবাল জাতি
It’s not her fault. As a whole it’s our fault ,not to provide them with proper Islamic environment or education. May Allah guide and forgive us all. Ameen.
যে মানুষের কথায় বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে,,,, তাকে যদি তার মেয়ের ভুলের জন্য তাকে কটাক্ষ করতে পারে তার অবদান ভুলে যায় তারা কিছু দিন পর আবুসাইদকেই চিনবে না
চার কোটি শিক্ষার্থীর হাতে যদি অস্ত্র উঠে তাহলে কি আপনারা বাঁচবেন তুমি সেই সাহসী নারী স্যালুট 🫡🫡
Student rai ekhon khuni Hobe manush marbe ja bujhtesi😢
😂😂😂😂 ছাত্রের কথা বলে নাই😂
তর মার কথা বলছে নাকি 😂😂😂@@amritoroy6969
@@amritoroy6969তোর সমস্যা কী।
তবুও ছাত্র-ছাত্রীকে চ*** দিয়ে দিবে তোকে রাজনৈতিক করার কোন অধিকার আছে তোরা পড়াশুনা না করে তোরা আসছিস দেশ শাসন করতে দুইদিন পর তো বাংলাদেশটা পুরা অশিক্ষিত মানুষে ভরে যাবে এর মত মেয়ে কোন আইডি আছে দেশ চালানোর মতো এ দেশটা তোর বাবার একার নাকি তোরা বাস্তবে রাজাকারের বাচ্চা সেটা প্রমান হয়ে গেছে তোদের কোন শক্তি নেই তোরা যত অস্ত্র নিয়ে নামো যা করো এখন আর তোদের পক্ষে আমরা সাধারণ জনতা নেই তোরা পাঁচদিন আন্দোলন করে হয়ে গেছো রাজা তোরা হোলি জাতির মীরজাফর আর যারা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছে তাদের কেউ অপমান করো কারণ তোরা হলি রাজাকারের বাচ্চা পাকিস্তানের যা তোর বাবার দেশে গিয়ে যুদ্ধ কর এবার তোদের পিটিয়ে নলি ছুটিয়ে দিব ভালো খেলতে পারবি না তোদের সাথে জনতা নেই তো্রা
রাজনৈতিক গ বুঝনা
অতুলনীয় কথা গুলো। সাবাস বাংলার গর্ব।
এই আপুটার কথা হৃদয় স্পর্শ করার মতো, তোমাকে জানাই সেলুট
এমন সাহসী মেয়ে বাংলাদেশের সম্পদ। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
আমিন
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন
(সূরা আল বুরুজ ১২)🇧🇩
Right
@@eliauseliaus-lf7ejরাইট
ei meye ekta kotha bolse j 71 dekhe ni dekhese 24 er sadhin 24 e kon bal sadhin hoise kota na medhay chakri lagbe or bapera kotay hoise upodesta... Mujib na thakle ei deshe dekha lagto na... Jodi etihash janti tahole ei sob bolti na....
ঠিক
ভয় করবেন না।
জারজ লিগ দেশ ধংশ করে দিচে।
আমরা জনগন আপনাদের পাসে আচি।
ছাএ আনদোলনে।
ইনশআললাহ
তোমার কথাগুলো আন্দোলনের প্রথম থেকেই শুনতেছি। তোমরাই আন্দোলনে সাহস এবং বিজয়ী হওয়ার অবলম্বন।অতুলনীয় কথা গুলো। সাবাস বাংলার গর্ব।
তোমার কথাগুলো আন্দোলনের প্রথম থেকেই শুনতেছি। তোমরাই আন্দোলনে সাহস এবং বিজয়ী হওয়ার অবলম্বন। সালাম তোমাকে ছোট বোন।
@@accmt2024
ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, ছাত্রী প্রতিনিধি হিসেবে কি একজনকে ও দায়িত্ব দেয়া গেল না?
ছাত্রীরাও তো বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে! এখানে ছাত্রীরা কি বৈষম্যের শিকার হলেন!
এই ছাত্রীকে উপদেষ্টা পরিষদের স্থান দেয়ার আহ্বান জানাই।
Emn student ke Ami dhikkar Janai, 1971 sealer andolon cilo sob bangalir r 2024 saler andolon je kar Janina student na bnp na jamayet er. Prithibir jhoghonyotomo andolon sudhu atai.
রেন্ডিয়ার দালাল!
খুনির রস খা😂@@MouRoy-ot4lm
@@MouRoy-ot4lmআফসোস লীগ এর রেন্ডিয়ান বীজ😂
যা রেন্ডিয়ায় নানীর কাছে চলে যা😂
আফসোস লীগ এর রে*ন্ডি*য়ান বীজ।
যা যা রে*ন্ডি*য়ায় নানীর কাছে চলে যা😂@@MouRoy-ot4lm
তোদের মতো বোন আছে বলেই আমার ভাইয়েরা আজ শহীদী মর্যাদা পেয়েছে৷ ❤❤❤ স্যলুট সবাইকে ৷
এমন সাহসিদের কে পুলিশ এ চাকরি দেওয়া হোক দেশের মানুষের সুসাসনের জন্য
Desh gollai jabe
Cakri deoaa hoq
@@bollyglamourlife3573 😂😂
এই আপুটার কথাগুলো খুব ভালো
Jei boktita dice cakri kotay Hoye jabe😂😂😂😂😂
স্যালুট বোন তোমাকে,
সত্যিই তুমি,
বাংলার রিয়েল বাঘিনী।
তোমাদেরকেই ডাকছে বাংলাদেশ!
জসিম উদ্দিন ওয়ায়েছি
Excellent , কোন বাপের সন্তান ? Blessings for you.
সবাই তো রসগোল্লা, শেখ হাসিনা একই খারাপ?
This girl is bad. Where is the girl from 1971?
নিলুফার চৌধুরীর মেয়ে
@@anikkhan8838You need ILTES course 😂😂😂 Discount 24•/• . Join immediately or discount wil end soon 😅
@@anikkhan8838 You need ILTES COURSE. You'll get 24% discount. Join immediately or discount will end soon 😂
অসাধারণ বোন,, তোমার মতো সাহসী বাঘিনী বাংলার প্রতি ঘরে ঘরে গড়ে উঠুক।।
এমন অগ্নি কন্যা বাংলার ঘরে ঘরে দরকার 💪
এখন তুমাদের ইসলাম কই গেল
Tahole karo shongshar Korte hobena
😂😂😂😂
এখনো বাল গজায়নি যখন কোপ পড়বে তখন বুঝবে বাংলাদেশের রাজনীতি কতটা ভয়ঙ্কর।
Baiman....
সাবাস মা, তোমরা এগিয়ে যাও দেশটাকে নতুন করে গড়ে তুলো। আমরা আছি তোমাদের সাথে সার্বিক সহযোগিতায়।
Ho notun kore gore tolbe, akhon karor janer nirapottha nai, khobe e valo
Ami Kono paper dike noi , eder andolon corojontro andolon, era ghugu dekhece fan dekhe nai.
@@MouRoy-ot4lmতুই চুপ থাক বেশি ফাল পারিস না দালাল
1971 এরকম হাজারো
আবু সাঈদ শহীদ হয়েছেন সবাই কে সম্মান দিতে হবে
Right
@@sumontalukder9904 ১৯৭১ সালে আমার দুই ভাই শহিদ হয়েছে আমরা কি পাওয়ার জন্য শহিদ হয়েছে দেশের জন্য
71 রের সাথে মুজিবের কোনো সম্পর্ক নেই
এরা রাজাকারের বাচ্চা।
Right
Apu tomake. Amar. Khubi valo. Lage.. Ami. Tomr. Suvo. Kamona. Kori. 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
এই বোনটা কিন্তু অনেক সাহস সারা বিশ্ব ভাইরাল এগিয়ে বোন তুমি গর্বিত মায়ের সন্তান ❤
আমি শিক্ষার্থীদের স্বাগত জানাই বেঁচ বেঁচে থাকো আল্লাহ তোমাদের সহায় আছে
আমরা সাধারণ মানুষ সবসময় ছাত্রদের পাশে থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 বাংলাদেশ চিরজীবী হোক
তোমার মত সৎ সাহসী নারী বাংলাদেশের ঘরে ঘরে জন্ম গ্রহণ করুক। তোমার জন্য রইলো অফুরন্ত দোয়া ও অবিরাম ভালোবাসা।
একেই বলে বাংলার বাঘিনী। সাবাস! এগিয়ে যাও, কোন ভয় নাই ।
Bagini ki manosh seto posho . Manoser bachcha hole manoser moto kotha bolto .
জাতির পিতা হযরত ইব্রাহীম আললাহী সাললাম
Right
এখানে পৃথিবীর সৃষ্টির জাতির কথা বলে না কখনো, আমরা বাঙালি সে জাতির কথা বলেছে।
মুসলিম জাতির পিতা,,,
ভালবাসার মুসলমান জাতির পিতার নামটা ও ঠিক করে লিখতে পারে না,এত ভালবাসা
@@Habibatonny-ez3uc যারা রাজনীতিতে ধর্ম নিয়ে আসে তারা কি শিক্ষিত লোক?এদের বেশিরভাগই স্কুল শেষ করতে পারেনি ঠিক মতো।তাই ধর্মকে টেনে এনে বাড়াবাড়ি করে,কারণ এর বাইরে এরা যুক্তি দিতে পারে না।
This Student lady is a brave Soul! Marshall! May Allah give more blessings to these students!!! Unbelievable! More Power to Bangladeshi students!
ধন্যবাদ আম্মু তোমাকে আল্লাহ পাক তোমার উপর রহমত বর্ষণ করুন।
এমন সাহসী মেয়ে প্রতিটা ঘরে ঘরে জন্ম হোক দেশের মানুষের সেবা করার জন্য❤❤❤❤
আপনার কথা শুনে মানুষের বুক কেঁপে ওঠে স্যালুট আপনাকে ❤
মাশাআল্লাহ,
অসাধারণ বলেছ বোন❤। আমরা সারা দেশের সাধারণ মানুষ তোমাদের পাশে ছিলাম,আছি এবং শেষ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ।
১৯৭১ এর যুদ্ধ এবং জাতীর জনককে ভূলে গেলে। ২০২৪ ও ঠিক এরকম ভূলে যাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, অপেক্ষা করুন!!!
Akdom thik....
Hey the BGS fairytale kid, just go read 1972-1975.
যেমন শেখ হাসিনাকে ইতিহাস ক্ষমা করেনি।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই,বরং আমরা ভারতের দাসত্ব বরণ করেছি ঐদিন থেকে। শেখ হাসিনা ভারতের এজেন্ট এগুলা বুঝতে পারছেন আপনি।
Right
Very good speech, right,salute tomake.
বঙ্গবন্ধু কে নাই মানেন তাহলে ৬ দফা,,৫২,, ৬৯,, ৭১ কি বলবেন?
বোন তোমার কথা রাট
বাংলার বাঘিনী 🐅🐅💯👍 ঠিক বলেছ,,বাংলাদেশ জিন্দাবাদ,,ছাত্র আন্দোলন জিন্দাবাদ
অসাধারণ প্রতিভা এগিয়ে বোন
আল্লাহ তোমাকে হেদায়ত দিলে সঠিক পথে এবং সঠিক কথা বলতে পারবে সে অপেক্ষায় রইলাম
জন্মে বেজাল আর কিছুটা পাকিস্তানির রক্ত আছে তাই স্বাধীনতা বিরোধী কথা বলে ৭১ কে ২৪ এর সাথে তুলনা করে
ki sei headayet?
স্যালুট বোন এগিয়ে যাও দোয়া রইল
মাশাআল্লাহ বোনটার কথা সুনে মনটা জুরে গেলো
অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন ছাত্রলীগের যুবলীগের বিচার করা হোক
তোমার বাবার বিচার হবে,,
Proman cara karo bichar Hobe na, ei sundor deshti sob theke khoti grosto hoyece student er jonno. Ora ekber bibek diye bebe dekhuk.
@@MouRoy-ot4lm Aktu bol dekhi student ra ki korse
@@Afaj--Ahmedstudent ra kotha soniskar andolon Kore ni ora korece rajneeti andolon jar jonno Bangladesh ajkeu durvagyo bosotir mukhe, tui aktu desher sompoti and jonogoner dike takiye dekh kothay niye gelo deshtike, r rajneeti kora eto sohoj noy, sun amr kisu porichito student era keu keu manuser bike hote murgi porjonto churi korece r vangchurto acei.
@@Afaj--AhmedBNP k scope kora disa nijera viral hoise onk natok play korse
ইতিহাস কখনো মুছে ফেলা যাইনা বোন।
আমাদের ছোট বোন টা আল্লাহ হেফাজতে রাখো
স্যালুট বোন তোমাকে হাজারো সালাম ❤❤❤❤❤সাথে তোমার বাবা-মাকে যে এমন সন্তান জন্ম দিয়েছে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন ধন্যবাদ
মাশা-আল্লাহ অসাধারণ বক্তব্য,,, আল্লাহ পাক আপুটিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন
ধন্যবাদ এই মহিলাকে আল্লাহ পাক যেন এই মহিলাকে ইসলামের জন্য কবুল করেন আমিন
Bepordasil meyedr jnno dese islami sason drkar.
বেপর্দায় পরপুষের সামনে আসছে, আল্লাহ কি এরকম করতে বলছে?
বঙ্গবন্ধুর কথা যদি এত সহজে ভুলে যেতে পারো তোমাদের কথা হয়তো দুই চার ছয় মাস দুই চার পাঁচ দশ বছর মনে থাকবে তারপর আর মনে কেউই রাখবে না
সবাই-ই মনে রাখবে। বঙ্গবন্ধু কোনো *দেশ* নাহ!
@@fahadbinzahed7788 বঙ্গবন্ধুর ডাকে 7 কোটি মানুষ সেদিন বেরিয়ে এসেছিল স্বাধীনতার জন্য। তার ডাকে মানুষ মুক্তিযুদ্ধ করে আজ এই বাংলাদেশ। তাই বলাই বাহুল্য যে বঙ্গবন্ধু আর দেশ একই কথা। শুধু অকৃতজ্ঞ এরাই বঙ্গবন্ধুকে ভুলে যাবে। এই বাংলার মানুষই তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল।
@@GolamYasin-dj1vq কয়জন বীরশ্রেষ্ঠকে মনে রাখসেন? দেখি সাতজনের নাম বলেন তো গুগল থেকে কপি পেস্ট না করে।
@@GolamYasin-dj1vq এসব তোতাপাখির মতো রেকর্ডেড কথাগুলা আর চালাইয়েন না। বহুত চালাইসেন। আপনাদের কথা শুনলে মনে হয়, স্বাধীনতা একাই আনসে শেখ মুজিব। ঘোষণাও দিসে উনি, যুদ্ধও করসে উনি। সব উনি করসে, তাই উনারে মনে রাখো, বাকি সব ভুলে যাও। আপনাদের জন্যই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর জীবনী নাই পাঠ্যপুস্তকে, চার নেতার জীবনী নাই, মাওলানা ভাসানীর জীবনী যেটা ছিল ফাইভে সেটাও তুলে দেয়া হইলো, শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী তুলে দেয়া হইলো। সবজায়গায় মুজিব আর মুজিব। মনে হয় বাংলাদেশের স্বাধীনতা উনি একাই আনসে। আপনেরা খালি ৭১'র ৭ইমার্চ-১৬ই ডিসেম্বরকেই মুক্তিযুদ্ধ মনে করেন। কিন্তু মুক্তিযুদ্ধ যে ১৯৪৭ এর দেশভাগ থেকেই শুরু হইসিলো এইটা ভুলে যান।
😂😂@@GolamYasin-dj1vq
এগিয়ে যাও এগিয়ে যাও বাংলাদেশ আছে বাংলাদেশের সাধারণ জনতা আছে তোমাদের পাশে
বঙ্গবন্ধুকে যদি রাতারাতি ভুলে যায় তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ চেতনা ইতিহাস, ত্রিশ লক্ষ শহীদের জীবন নিভে যাওয়া ইতিহাস, ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ের ইতিহাস, হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হারিয়ে যাওয়া ইতিহাস অচিরে আমরা খুব সহজে ভুলে যাবো। কাজে এসো আমরা সবাই মিলে ইতিহাসকে ধরে রাখি। আমরা তাদেরকে সারাজীবন স্মরণ করি যাদের জীবন বিনিময়ে আমাদের দেশ সোনার বাংলাদেশকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।
Kintu afchos tar meye seita dhore rakhte pare nai..
সঠিক ইতিহাস পড়লে তাকে জাতির পিতা বলতেও নিজেকে ধিক্কার জানাবেন। বিশেষ করে মুজিবের শাসনামল। যুদ্ধ শুরুর আগের দিনও শেখ মুজিব পাকিস্তান বিভাগের জন্য প্রস্তুত ছিল না। তিনি চেয়েছিলেন, পুরো পাকিস্তানকে একসাথে শাসন করতে। নয়তো ৭ই মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা করে দিতেন। কিন্তু তিনি তা না করে উল্টো পাকিস্তানের কাছে নিজের ক্ষমতা চেয়ে ৪টি দাবি দিয়ে রেখেছিলেন। একদিকে মানুষকে বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে অন্যদিকে পাকিস্থানকে বলেছিলেন তাকে ক্ষমতা হস্তান্তর করতে। পাকিস্তানের সাথে রাষ্ট্রদ্রোহিতার ঘোষণা দিয়ে আবার তাদের কাছেই তিনি কোন মুখে আশা রেখেছিলেন যে তারা তাকে বিদ্রোহী না বলে ক্ষমতা দেবে? আবার পাকিস্তান যদি সেসময় তার দাবি মেনে ক্ষমতা দিয়ে দিত তাহলে কি বাঙালিরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতো? না, বরং ক্ষমতা পাওয়ার পর তিনি পুরো পাকিস্তান শাসন করতেন। সোজা কথায় বলতে গেলে তিনি পাকিস্থান বিভাজনের পক্ষে ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতা হস্তান্তরের পক্ষে। সামরিক পরিসংখ্যান অনুযায়ী তিনি যদি ৭ তারিখে ঘোষণা দিয়ে দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন করতে দুদিনও লাগতো না। কারণ সে সময় বাংলাদেশে পশ্চিমের মিলিটারির যা সংখ্যা ছিল তাদেরকে দুইদিনের মধ্যেই কুপোকাত করে দেশ স্বাধীন করা যেত। কিন্তু ৭ই মার্চ তার ভাষণের কারণে পাকিস্তানীরা সতর্ক হয়ে গিয়েছিল। ৭ থেকে ২৫ মার্চের মধ্যে তারা পূর্ব পাকিস্তানে সেনা পাঠাতে লাগলো। তারপর ২৫ই মার্চ রাতে নিজেদের শক্তি বাঙালির উপর প্রয়োগ করেছিল। এসময় তারা শেখ মুজিবকে গ্রেফতার করে। আশ্চর্যজনক বিষয় হলো সে সময় সুযোগ থাকা সত্ত্বেও তিনি কোনো প্রচেষ্টা ছাড়াই নিজেকে তাদের হাতে সোপর্দ করেন। অথচ একজন দেশপ্রেমিক নেতা হিসেবে তার উচিৎ ছিল তাদের হাতে গ্রেফতার না হয়ে পালিয়ে মুক্তিযদ্ধের নেতৃত্ব দেওয়া। সেদিন রাতে পাকবাহিনী বাঙালি পুলিশ,ইপিআর,বেঙ্গল রেজিমেন্টের উপর হামলা করলে তারাও আত্মরক্ষার্থে নিজেদের অস্ত্র দিয়ে পাল্টা যুদ্ধ শুরু করে। তখনো কোনো ঘোষনা হয়নি। ২৭ তারিখ অফিসিয়ালি চট্রগ্রাম থেকে "স্বাধীন বাংলাদেশ" ঘোষিত হলে পুরো জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়ে নয়মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। পুরো যুদ্ধে শেখ মুজিব ছিলেন পাকিস্তানের তত্বাবধানে। তিনি যুদ্ধে কোনোপ্রকার হাত রাখেন নি। কিন্তু যুদ্ধ শেষে তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে এসে নিজেই সরকারের দায়িত্ব নিয়ে নেন। এরপর নিজ থেকেই মুক্তিযোদ্ধাদের লিষ্ট বানিয়ে যাকে-তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতরণ করেন।এটা নিয়ে অনেক বিতর্ক হয়। কারণ ট্রেনিংকালে ভারত যোদ্ধাদের কাছ থেকে তাদের সমস্ত তথ্য নিয়ে লিস্ট রেখেছিল, কিন্তু তিনি সহজ পদ্ধতি অবলম্বন না করে নিজ থেকেই লিস্ট শুরু করেন। এবং সার্টিফিকেট যারা নিয়েছিল তাদের প্রায় অনেকেই যুদ্ধের ধারে কাছেও ছিল না। বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বই থেকে এটাই বোঝা যায়। কিন্তু আমরা বাঙ্গালীরা কিছু না জেনেই শুধু BGS বই পড়ে নিজেদের ইতিহাসবিদ ভাবা শুরু করেছি। শেখ হাসিনার বানানো ইতিহাস পড়ে তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছি। তাকে স্থপতি ভাবা শুরু করেছি। এটাতো শুধু ৭১ এর ঘটনা। ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাঙালির উপর কি পরিমান জুলুম নিপীড়ন করেছিল তা শেখ হাসিনা বিকৃত করলেও ইতিহাস বিকৃত হয়নি। সঠিক নিরপেক্ষভাবে ইতিহাস জানতে চাইলে আপাদত এই বইগুলো পড়তে পারেন,
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, কালো পঁচিশের আগে ও পরে, আমার ফা'সি চাই, নেতা ও পিতা।
দালালি বাদ দে কত আর দালালি করবি খুনি
@@monglaching9379 আসছে চেতনার ফেরিওয়ালা- ছুপা আওয়ামী কুকুর
নব্বরাজাকার
বোন তোমাদের জন্য দোয়া রহিল আমিন
সাহসী দেশপ্রেমিক শিক্ষার্থীরা, স্যালুট জানাই তোমাদেরকে
কারো অধিকার কেড়ে নেওয়ার হুমকি, সত্য ও ন্যায়ের অন্তরায় এতে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়।
ara vai atodin ai kotha gula kothai celo re vai Dalal kotha kara
সেলুট আপু তোমাদের। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধাদের হাজারো সেলুট তোমাদের।
সাব্বাস বাংলার বাঘিনী, তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ
Akta bom porle ghorer moddhe dourabe
১৫ আগস্ট শোক দিবস পালন করলে কি সমস্যা? স্বাধীনতা দেখলে আর এই কথা বলতো না
পছন্দ না হলে অংশগ্রহণ করবে না, কিছু মানুষ পালন করতে চাইলে ছাত্ররা বাধা দেওয়ার কে? এটা কি কিছু বেআইনি?
Tik bolechen
যে মেয়েটা বলছে সেই মেয়েটা বা তার পরিবারের চাইনা ১৫ আগস্ট শোক দিবস পালিত হোক,,,,, এই যে কথাটা বলছে বাংলাদেশ এমন কোন মানুষ নাই বঙ্গবন্ধুর ইতিহাসটা পিচ্চি মেয়েটা বুঝিয়ে বলার জন্য এটা তুমি বলতে পারো না এটা বলা ঠিক না উচিত না ,, আরো দেখতেছি মেয়েটাকে সাবাস দিচ্ছে তার মানে আমাদের ভবিষ্যৎগুলোকে আমরা নিজেরাই নষ্ট করতেছি সন্তানকে সংস্কার না শেখালে শিক্ষা দিয়ে কোন লাভ হবে না সন্তান তো সবাই জন্ম দিতে মনুষ্যত্বের জন্ম কয়জন দিতে পারে
ভারতের গান্ধী আছে, পাকিস্তানের আছে জিন্নাহ কিন্তু কখনো তাদের দেখিনি বাংলাদেশের মতো ব্যক্তি পূজা বা রাজনীতি করতে... মন থেকে ভালোবাসলে দোয়া করুন, শোকের নামে রাজনীতি কেন করছেন..?
15 august desh prothom soiro sasok mukto hoi.....
আপনার কথার উত্তর না দিয়ে পারলাম না। সুখ দিবস পালন করা বাদ দিয়ে আল্লাহকে ভয় করুন নামাজ পরুন দোয়া করুন এটাই কাজে লাগবে
শুভেচ্ছা ও অভিনন্দন কথা বলার জন্য
অনেক অনেক ধন্যবাদ এগিয়ে যাও সত্য ও ন্যায়ের পথে
২৪ এর গনহত্যার দিন গুলোকে রাষ্ট্রিয় ভাবে শোক দিবস পালিত হবে।
👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
Ora ki desher jonno morse ora oder odiker r jonno morse
Kono sok dibos palon korte hobena amra sohid vaibonder jonno namaje bose dowa korbo inshallah.hasinar moto rastiyo vondo sok palon kore amader vai bonder opoman korar dorkar nai
Kono sok dibos palon korte hobena amra sohid vaibonder jonno namaje bose dowa korbo inshallah.hasinar moto rastiyo vondo sok palon kore amader vai bonder opoman korar dorkar nai
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉চালিয়ে যাও কিন্তু সাধারণ মানুষকে পাশে রেখো সাধারণ মানুষের সাথে থেকো এই যুদ্ধ তোমাদের সবার সাধারণ জনগণের সবার আমরা তোমাদের পাশে আছি
এটাই সত্যি কারের নারী এবং সাহসী নারী। দোয়া রইলো বোন তোমার জন্য 🤲❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
O bal boje..mathay kisu nei..somman jodi o na korte pare.. Avabe bolao thik noy..
❤️❤️❤️👌👌
👌❤️
এটা নিলজ্জ মেয়ে! তেতুল হুজুর একে ক্ষমা করবে না!
স্যার, আমরা স্বাধীন! আপনার অবদান আমরা কখনোই ভুলব না। মন থেকে শ্রদ্ধা।
আমি কোনো দল করি না,, শেখ মুজিবের স্মৃতি মুছে ফেললে 😂অন্য কেউ এসে মুগ্ধ 🥀 আবু সাঈদ এর স্মৃতি ও মুছে ফেলতে পারবে 🥀
মুজিব সম্পর্কে জেনে তারপর বলুন।
eisob uccosikkito der eta ke bujabe. tader cehele meye mugdo,abu Sayed k lancito korbe. tara jmn kortece.
তুই জানিস@@rahatsultana1963
শেখ মুজিবের স্মৃতি -এগুলা ফেক মিথ্যা, সেজন্যই মানুষ মুছে ফেলার সাহস দেখিয়েছে। আবু সাঈদ, মুগ্ধ তাদের স্মৃতি সত্য অম্লান হয়ে থাকবে এ বাংলার বুকে।
শেখ মুজিবুর রহমানকে আমিও সম্মান করি,কিন্তু শেখ মুজিবুর রহমানের স্মৃতি গুলো তৈরী করতে দেশের যে পরিমাণ অর্থ নষ্ট আর দুর্নীতি হইছে একারণে আমার মন থেকে ঘৃণা চলে আইছে।
মা তোকে আল্লাহ হেফাজত করুক।
অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইল আপু তোমার জন্য!!! স্যালুট তোমাকে। আল্লাহপাক তোমাকে নেক হায়াত দান করুন, আমিন।
স্যালুট বোন এগিয়ে যাও ইনশাআল্লাহ দোয়া রইল ❤
এবার পড়ালেখা শুরু করো, যারা রাজনীতি করে তাদেরকে রাজনীতি করতে দাও, পড়াশোনা না করলে দেশের দক্ষ জনবল কিভাবে গড়ে উঠবে
গোড়া কেটে গাছে পানি দিলে তো কাজ হবে না।
Right, era shikhece jhogra r sartho hasil Korte. Khamoka rajnitir to tau bujhena r mukhe boro boro kotha ci ki lojja.
ঠিক।
বাণী ঘরে মানায়। রাস্তায় নয়। ডিগ্রিধারী হবার চেয়ে মানুষ হওয়া বেশি দরকার।
Momotaj rajniti korbey
ছাত্রদের কাছ থেকে বঙ্গবন্ধুর অসম্মান, এটা আশা করিনি, আমিও ছাত্র জনতা মিছিলে ছিলাম
ভারতের গান্ধী আছে, পাকিস্তানের আছে জিন্নাহ কিন্তু কখনো তাদের দেখিনি বাংলাদেশের মতো ব্যক্তি পূজা বা রাজনীতি করতে... মন থেকে ভালোবাসলে দোয়া করুন, শোকের নামে রাজনীতি কেন করছেন..?
বংবন্দুর কি ইতিহাস জানো সে একটা সৈরাচার ছিল
@@fadeout007ব্যক্তি পূজা কোথায় হচ্ছে? আপনারা সাঈদ, মুগ্ধদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করতে পারেন আর বঙ্গবন্ধুর বেলায় করলেই দোষ?
@@NusratDisha12344 করুন কেউ না করেনি কিন্তু রাজনীতি করা ছাড়ুন,
২০০২ ও ২০০৫ সালে বিএনপির আমলে এই দুইবার ৩২ নম্বরের বাসায় গিয়েছি.. মানুষের ভালোবাসা দেখেছি কিন্তু ২০০৯ থেকে যা হচ্ছে তাতে মানুষের পিঠ এখন দেয়ালে... এই সবকিছুর জন্য দায়ী তাকে নিয়ে রাজনীতি করা... যা এখনো চলমান...
@@NusratDisha12344oi bainchod er bepare ki janen?
এই ছোট ছোট মেয়েগুলি এমন সুন্দর কথাগুলি শিখলো কোথা থেকে ! এমন ভাব অর্নগল সুন্দর ভাবে বক্তবগুলি দিল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল ! আর আর কখনও পথ হারাবে না বাংলাদেশ !
বাংলাদেশের মানুষ তো পথটা দেখতেছেনা কুত্তা বিলাই জালা
ছাত্রদের আর লেখা পড়া লাখবে না রাস্তায় থাকেন দিন পরিবর্তন হবেই হবেই
আপনি ১৯৭১ সাল দেখেন নাই যদি দেখতেন তাহলে ১৯৭১ সালের শহীদদের সম্মান করে কথা বলতেন এতদিন কি পড়াশোনা করেছেন বুঝতে পারছি না। আজকের আবু সাঈদ ভাইরা যেমন শহীদ তাদের ও ভুলবো না তেমনি ১৯৭১ এর যে স্বাধীনতার ডাক দিল যার ডাকে এই দেশটা স্বাধীন হলো তাকে কিভাবে ভুলে যান সে তো কোন অন্যায় করেনি
1972-1975
ঠিক বলছেন সব গুলো বিএনপি দালাল
Think. Zia sadhinotar ghoshona diye juddho suru koresilo. Ar Mujib 7er vashonervporeo Pakistan er pm powder Jonno alochona korei gese.....
Sadhinotar shohid der Amra vuli nai, Awami suyiter bachchader o Amra money rekhesi, Mujib bahini, ar sonagachi bahini kukirty Amra Valo jani....
@skshamim মুসলিম হয়ে যে জাতির পিতা বঙ্গবন্ধু বলে সেই ফেরাউন আর ইয়াহুদী ছাড়া আর কিছু হতে পারে না
বোনা টার কথা গুলো সারা দিন শুনতে মন চায়
1:23 বাপের বেটি! পুরাই কলিজা। সত্যিই বাহবা পাওয়ার মতো।
তোমার কথা গুলো অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ।
স্যালুট আপু বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত চাই
আগে খমতা পা তারপর লুংগী তুলে নাছিস তোর লুচ্চুনি আপুকে নিয়ে।দালাল রাজাকার
১৫ই আগস্ট শোক দিবস ছিল আছে থাকবে
ইনশাআল্লাহ
জয় বাংলা লুঙ্গি সামলা😂😂
পুরা কলিজা বোন তোমার❤
Yes
অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য
হে আল্লাহ, তোমাকে শুকরিয়া যে আমাদেরকে এমন বারুদের মত সন্তান দিয়েছ।
😂
Amn meyer jnno baba ma k jahannamer sorboccho jayga dibe .
Abaler moto kotha bollen..
@@badhanroy3449 বাহ্ আওয়ামীদের মতো নোংরা কথা!জিও হাজারো সাল মেরে দোস্ত।
পুরা জায়গায় বারুদমাখা
এগিয়ে যাও। জনগণ আছে পাশে❤❤❤
টুন টুনি তুমি এদেশের প্রধানমন্ত্রী হও এটা দোয়া করি।
আর কোন নারীনেত্রী না হোক!!
আল্লাহর বিধান হোক আমাদের সংবিধান ✊✊
Gonemoter mal😂
ভাই এগুলো বইলেন না।মেয়ে নের্তৃ চাইনা।
@@AyshaSiddqa-i1u নারী বিদ্বেষী মনোভাব মোল্লাদের।বাংলাদেশ চলবে বাংলাদেশ বিধান অনুযায়ী কোনো নির্দিষ্ট ধর্মীয় আইনে বাংলাদেশ চলবে না।
@sheikhmahmudullahron..tor may5514
জাতির পিতা হযরত ইবরাহীম (আ:),অন্য কাউকে জীবনে মানিনি আর মানার প্রশ্নই আসে না। হোক সে বড় নেতা, আমার নেতা তো হযরত মুহাম্মদ ( সা:)।।
তোমরা এক কথা বার বার বুঝতে কষ্ট হবে কেন তুমি যেই দল করো না কেন এটা তোমার ব্যাক্তি স্বাধীনতা বাট একটা হলো মুসলিমদের জাতির পিতা একটা বাঙালি জাতির পিতা
বাঙালি শুধুকি বাংলা দেশে@@shiponrahman
এই বোন তাহরিমাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক এবং তাহরিমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি সবসময়
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ বোন আপনাকে এমন একটা বাঘিনীর দরকার ❤❤
আপনারা ও কোন না কোন দলের হয়ে এসব বলছেন , সধারণ জনগণকে এত বোকা মনে করবেন না জনগণ অনেক আগে থেকে সচেতন ।
Tumi hotashalig
যে জাতি ১৫ আগস্ট ভুলে যায় সে জাতি কখনো ২৪শের দিন মনে রাখবে না কথাটা মিলিয়ে নিবেন
খুনি শেখ মুজিব আর মুক্তিযুদ্ধ এক জিনিস না
দালালি বাদ দে
😂
তোর মুজিব খানকীপোলাকে ১৫ আগষ্ট মাসে ছবি মধ্যে জুতা মারা দিবস পালন করা হবে।
15 August putki diye vore dibo
অসাধারন কথা বলেছেন আপু ধন্যবাদ আপনাকে
বাংলাদেশের সাহসী মেয়ে। স্যালুট তোমাদেরকে।❤
সাবাস বোন সাবাস তুমি এগিয়ে যাও তোমার সঙ্গে আল্লাহতালার রহমত আছে। মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত।
সাহসী বোন তোমার মত এরকম সাহসী বোন থাকলে দেশ আর পথ হারাবে না ইনশাআল্লাহ
এরা সাহসী না এরা হচ্ছে অতি আবেগি বাল পাকনা পোলাপান।
ওরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাকে ভুলে গিয়ে,
আমেরিকা সাজানো ২০২৪ সালের অভ্যুত্থান কে মুক্তিযোদ্ধা বানাইছে।
হায়রে আবাল জাতি
আল্লাহ সনাই।কে হেদায়েত কর।দেশে শান্তি।দিও
তোমার কথাগুলো হৃদয়ে এসে বাধে।
তোমার মত সাহসে নারী বাংলার ঘরে ঘরে প্রয়োজন।
কোনঘরে গেলে সে ঘর জাহান্নামে পরিনত হবে
তুমি আল্লাহকে মোটেও ভয় করো না যদি আল্লাহকে ভয় করতে তাহলে এইভাবে বেপর্দা ভাবে মানুষের সামনে আসতে না । কবর দেখস কিন্তু কবরের আযাব দেখ নাই
Right
ভাই ওরা আমেরিকা থেকে নভেল প্রাপ্ত 😅😅😂😂👉👌
It’s not her fault. As a whole it’s our fault ,not to provide them with proper Islamic environment or education. May Allah guide and forgive us all. Ameen.
এই বোনের কথাশুনলে মনে শক্তি পাওয়া যায়। ❤
ধন্যবাদ এই বোন কে আল্লাহ তাআলা আপনার সহায় হোন আমিন ❤❤❤
bon tumar jonno onek doya r valovasa rohilo tumar kotha shune mon bore gelo
সাবাস মা।বাংলার বাঘিণী। এইভাবেই সকল দূর্নীতি সেক্টরে আওয়াজ তুলতে হবে। দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন তোমাদের সকলকে নেক হায়াত দান করেন।আমীন।
সাব্বাস ছোট বোন ❤..প্রতিটা মেয়ে যেন তোমার মতন সাহসী হয়
বঙ্গবন্ধুকে যদি তোমরা অসম্মান করতে পারো তাহলে মুগ্ধ, আবু সাঈদকে ভুলে যেতেও তোমাদের মতো মানুষের সময় লাগবে না।😅
রাইট
সত্য কথা বলেছেন
যে মানুষের কথায় বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে,,,, তাকে যদি তার মেয়ের ভুলের জন্য তাকে কটাক্ষ করতে পারে তার অবদান ভুলে যায় তারা কিছু দিন পর আবুসাইদকেই চিনবে না
Right
k bonho bondhu? age valo kore jene asen. bongo bondhu shadhinotar age e valo chilo. kintu khomota pabar porer itihas ki seta jene kotha bolen.
সাবাস সে অনেক সাহসী মেয়ে। শুভ কামনা করছি তেমার জন্য।
ভাইরাল হওয়া আর দেশপ্রেমিক হওয়া এক নয়…. দেশে চলিতেছে সার্কাস 😂😂😂😂
Tor ,,,,, heda
সহমত
@@shikdarjahid3842মূর্খ
Ei kala heda kalk bijoy dibosh palon krbi...ok....heda
সার্কাসের চড়কা আপনার মতো মানুষ নামে অমানুষ 👹
ধন্যবাদ আপু আপনাকে কথা গুলো বলার জন্য। ❤❤❤❤❤❤
আমরা আছি তোমার পাশে। বাংলার জমিনে কোন খুনি সন্ত্রাসী, থাকবে না
ছি চি সে তো দেখছি তোদের রুপ
@@rasedulislam6566 দালাল দিয়ে দেশ ভরে গেছে।এখন দালালী করতে পার্সেনা। অন্যের সম্পদ লট করতে পার্শে না তাই দালাল দের ভালো লাগতেছে না
বাংলাদেশে যে এতো মেধাবী এবং সৎসাহসী মেয়ে আছে এতোদিনে বুঝতে পারলাম।
এই জন্য দেশে এতো তালাক হয় এতো সাহস না থাকলে এতো তালাক হতো না
এসো নবীন দলে দলে
ছাত্র_ছাত্রীদের ছায়াতলে 💙💙💙💙💙
ছাত্রছাএীদের পাচার তলে