Vistadome Coach NJP to Alipurduar || Tourist Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Vistadome Coach NJP to Alipurduar || Tourist Special
    #dooarstour #dooars #dooars_train #njp_vistadome
    --------------------------------------------------------------------------------------------------
    -----------------------------------------------------------------------------------------------
    👉বুকিং করতে হবে IRCTC ওয়েবসাইট কিংবা App থেকে
    👉 www.irctc.co.i... (WEBSITE)
    👉 play.google.co... (APP)
    লিঙ্ক নিচে (যদি অনলাইন টিকিট বুক করার পদ্ধতি আপনার না জানা থাকে)
    👉 • How to Book Train Tick...
    -----------------------------------------------------------------------------------------------
    Music Use
    www.ashamaluev...
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Travel With Koushik"
    www.youtube.co...
    ~-~~-~~~-~~-~

Комментарии •

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  3 года назад +73

    সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিও র Description বক্স এ আর একটা ছোট্ট কয়েকটা সংশোধন এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় Vistadome, প্রথম টা 25th আগস্ট চালু হয়েছে NJP এবং দার্জিলিং এর মধ্যে,
    Toy ট্রেন, Seat গুলো 360 ডিগ্রি ঘোরানো যায়, দলগাঁও স্টেশন এ কাঞ্চনকন্যার স্টপেজ আছে ওটা Through ট্রেন নয়,
    আর শুরুতেই যে চার্চ এ পিকাসোর ছবির কথা বলা হয়েছে ওটা মাইকেল অ্যাঞ্জেলো হবে

    • @sampachaki5647
      @sampachaki5647 3 года назад +1

      দাদা ফিরতি পথের ভিডিও দিন। আমি এই পরিবেশ উপভোগ করি প্রায়ই। দারুন লাগলো।দাদা এটা কি আপনার ছেলে ?? দাদা ডেসক্রিপশন এ তো ট্রেন এর ভাড়া কোচ এর ডিটেলস দিয়েছেন তাও ভিডিও টি একবার এ বিষয়ে আলোচনা করলে ভালো হয়।

    • @mohanmukherjee2206
      @mohanmukherjee2206 3 года назад +1

      Lf v

    • @samrat4590
      @samrat4590 3 года назад +1

      Dada.khub.vhalo.laglo..veri.sweet.jorni

    • @arindamsinha6807
      @arindamsinha6807 3 года назад

      .,,
      ,,(.,
      =

    • @rail_fever4103
      @rail_fever4103 3 года назад +1

      Dad siliguri sohor ke jalpaiguri bole opoman koro na jalpaiguri akta gram ar siliguri akta mega city 🙂 jor jobordosti nam rakha hoechilo bjp station er

  • @mahadebbiswas6636
    @mahadebbiswas6636 3 года назад +53

    সর্ব প্রথম উওর বঙ্গে ভিস্টা ডোম উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী কে অশেষ ধন‍্যবাদ।
    সেইসাথে কৌশিক ভাই, এই ভ্রমণ বিবরনী
    প্রকাশ করার জন্য ধন্যবাদ।

  • @AMINkhan-bm8oe
    @AMINkhan-bm8oe 3 года назад +2

    নাগপুর থেকে বলছি কয়েক দিন আগে ভিসতাডোম এর ব্যপারে শুনে ‌ছিলাম,আজ তোমার ভিডিও তে সব কিছু প্রথম দিনেই দেখাচ্ছ খুবই আনন্দিত হলাম। ভালো থেকো। ধন্যবাদ ভাই।

  • @purnimadhar173
    @purnimadhar173 3 года назад +62

    অসাধারন একটি ব্লগ। কৌশিক তোমার চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি যা দিনের শেষের সব ক্লান্তি মিটিয়ে মনকে নতুন করে তোলে

  • @kalpanasinharoy5947
    @kalpanasinharoy5947 3 года назад +6

    এক কথায় অনবদ্য। ডুয়ার্সের নিসর্গ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। আর তোমার উপস্থাপনা কোনো কথা হবে না।

  • @debapriyaislam4812
    @debapriyaislam4812 3 года назад +27

    প্রশংসা করার মত উপযুক্ত ভাষা পেলাম না। এককথায় অনবদ্য । অসাধারণ উপস্থাপনা। 💚💚

  • @sushmoymahanto5724
    @sushmoymahanto5724 3 года назад +110

    কোশিক দা বাংলাদেশ থেকে,,তোমাকে অনেক অনেক ধন্যবাদ,আমার ভারত মাতাকে দেখার খুব ইচ্ছা তো সেটা তোমার মাধ্যমে দেখতে পারছি

    • @yuvrajkurmi244
      @yuvrajkurmi244 3 года назад

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    • @surajsaha9373
      @surajsaha9373 3 года назад

      ❤❤❤❤

    • @rakeshsardar2626
      @rakeshsardar2626 3 года назад +10

      বাংলাদেশের সমস্ত হিন্দুদের কাছে অনুরোধ আপনারা ভারতে চলে আসেন।

    • @s.sibasarkar4850
      @s.sibasarkar4850 3 года назад

      ❤️❤️❤️❤️❤️

    • @mdrakib-mj9ti
      @mdrakib-mj9ti 3 года назад

      @@samimmallick721 we can be friend...you come to me and I will go with you

  • @sajalsarkar9005
    @sajalsarkar9005 3 года назад +61

    ভারতীয় রেল হলো ভালোবাসা আবেগ।। আমদের উত্তরবঙ্গ বাসীদের জন্য দারুন উপহার। ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকার কে❤️।

  • @parthochakraborty9071
    @parthochakraborty9071 3 года назад +24

    আলিপুরদুয়ার মানে আবেগ মন ভরা ভালোবাসা __ ❤️❤️❤️💚💚💚

  • @mdshihab5879
    @mdshihab5879 3 года назад +4

    দাদা আমি বাংলাদেশ🇧🇩থেকে, আপনার সব ভিডিও গুলো দেখেছি। সত্যিই অনেক সুন্দর। আমার খুব ইচ্ছে আপনার মত এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। ভালোবাসা অবিরাম ❤️🥰

  • @payelghosh3503
    @payelghosh3503 3 года назад +7

    প্রশংসা করার মত উপযুক্ত ভাষা পেলাম না।এক কথায় অনবদ্য।অসাধারণ উপস্থাপনা কৌশিক দা।💚💚

  • @swatichatterjee5060
    @swatichatterjee5060 2 года назад

    অপূর্ব অসাধারণ উপহার দিলে । যা কোনদিন আমার এই ট্রেনে চাপা হবে না । স্টেশনে এসে মানুষজন ট্রেন দেখতে আসছে জলে ভিজে ।
    আর আমি ঘরে বসে সুন্দর VISTADOME দেখলাম । তার ওপর দেখানো বোঝানো দুর্দান্ত 👌 আশীর্বাদ করলাম তার জন্য ।

  • @monirzaman8433
    @monirzaman8433 3 года назад +9

    সাহিত্যপূর্ণ উপস্থাপনা। ভারতীয় রেল পরিষেবা সত্যিই সুন্দর।

  • @somnathmitra2448
    @somnathmitra2448 3 года назад +3

    অপূর্ব সুন্দর ,কৌশিক তোমার সংগে আমার ঐ ট্রেনে ভ্রমণ হয়ে গেল

  • @payelsaha2058
    @payelsaha2058 3 года назад +16

    আমি তো ভিডিও শুরুর আগেই একটা like দিয়ে তারপর দেখা শুরু করি কারণ , আমি জানি আপনার সবকটা vlog অনবদ্য হবেই😍😇

  • @malabikachakraborty437
    @malabikachakraborty437 3 года назад

    অসাধারণ। কোনো কথা হবে না। কৌশিক ভাই তোমার চোখ দিয়ে উপভোগ করলাম সমস্ত যাত্রা পথ। নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

  • @chayanbala5726
    @chayanbala5726 3 года назад +12

    একজন ভ্রমণ পিপাসুক হয়ে এইটুকুই বলতে পারি Vistadome Coach আমাদের জন্য অনেক বড়ো পাওয়া | তবে হ্যাঁ Sleeper Coach এর জানলার পাশের একটা আসনই যথেষ্ট উত্তরবঙ্গ তথা ডুয়ার্সকে উপভোগ করার জন্য ❤️❤️

  • @rupaghosh4890
    @rupaghosh4890 3 года назад +1

    কৌশিক তোমাকে না দেখলে দুচোখে ঘুম আসে না.god.bless.you। এইভাবে এগিয়ে যাও

  • @afifao510
    @afifao510 3 года назад +13

    দাদা বাংলাদেশ থেকে দেখছি।
    আপনার ভিডিও অনেক বেশী উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখি। খুবই ভালো লাগে।
    ভালোবাসা নিয়েন 🧡

    • @mrittunjoyroy9910
      @mrittunjoyroy9910 2 года назад

      ভাইটি তোমার সব কিছুই ভালো লাগলো প্রতি কথায় কিনতু কিনতু এত বলার কোন কারন নেই

  • @sumitachoudhury4196
    @sumitachoudhury4196 2 года назад

    কৌশিক ভাই, এককথায় একটা অসাধারণ ভিডিও দেখলাম। অতুলনীয় এই ট্রেন জার্নি, চোখে যেন লেগে র ইল এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক মায়াকাজল।

  • @marinergourav8701
    @marinergourav8701 3 года назад +9

    তোমার ব্লগ খারাপ হবে এটা হতেই পারে না। অসম্ভব সুন্দর ।।🥰😍🤩
    সত্যি তুমি সেরা ।। ❤🙏 যেটা আর কেউ পারে না সেটা তুমি করে দেখাও।।
    দ্বিতীয় পাটের অপেক্ষায় রইলাম ❤❤

  • @ruswanderlust
    @ruswanderlust 3 года назад +1

    দারুণ trick, Vistadome এর শেষ প্রান্ত থেকে ফেলে আসা রাস্তা দেখা যায়, আর আপনার ক্যামেরা এগিয়ে চললো ডায়ানা রিভার ব্রীজের ওপর দিয়ে নদীর ওপারে।😊😊

  • @BishalsTraveling1
    @BishalsTraveling1 3 года назад +45

    দাদা ত্রিপুরা থেকে দেখছি.... ♥️♥️♥️আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি।

  • @joynalabedinkhan8687
    @joynalabedinkhan8687 3 года назад +1

    পথের দু’পাশের দৃশ্যগুলো মনোমুগ্ধকর, চোখ জুড়িয়ে যায়। আপনার উপস্থাপনা অনবদ্য। ধন্যবাদ আপনাকে।

  • @sagarmajumdar3276
    @sagarmajumdar3276 3 года назад +3

    কেন দেখব না। দারুণ।পশ্চিমবঙ্গবাসী হয়ে গর্ব অনুভব করছি।ভারতীয় রেল কে অভিনন্দন জানাই।

  • @sujatadatta9889
    @sujatadatta9889 3 года назад

    ভাষা খুঁজে পাচ্ছি না।এক কথায় অসাধারণ অবর্ণনীয়। বৃষ্টি ভেজা প্রকৃতি বিশেষত সবুজ খুবই সুন্দর। আগামী ভিডিও র অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।❤️❤️

  • @Krishna_kanai
    @Krishna_kanai 3 года назад +3

    3:50
    'চা যতোটা মিষ্টি
    বাইরে ততটাই বৃষ্টি'
    এক কথায় অসাধারণ। ❤️

    • @nitaidutta59
      @nitaidutta59 3 года назад +1

      Chaye bristi mishiye khele aro misty
      Like natural beauty of North Bengal

    • @Krishna_kanai
      @Krishna_kanai 3 года назад

      @@nitaidutta59 👌✌️

    • @nitaidutta59
      @nitaidutta59 3 года назад

      @@Krishna_kanai Thanks vaiti
      Stay well. With Us

  • @debiprasadtewary4771
    @debiprasadtewary4771 3 года назад

    কৌশিক দা ; খুব সুন্দর লাগল ।।
    তুমি আছ বলেই অনেক জায়গায় ঘোরা হয়ে যায় ।। আর এই বৃষ্টি পড়ছে ; পুরো জমে ক্ষীর হয়ে যাবে ।। এটাই হল বাঙ্গালীর সেরা প্রাপ্তি ।।
    দাদা ; জানিনা এইসব জায়গা কোনোদিন যেতে পারব কিনা ।। এখন দাদা তোমার লক্ষ্য GOLDEN AWARD ।। GO AHEAD ।।
    NEVER GIVE UPS ।।
    👍👍👍👍👍👍👍👍

  • @rayhanali302
    @rayhanali302 3 года назад +12

    Watching for Alipurduar 😍
    We are proud of our Bangal And India 🇮🇳

  • @ankush-v2m
    @ankush-v2m 3 года назад +1

    উত্তরবঙ্গে স্বাগত । আমি কোচবিহারের বাসিন্দা। একটা সুন্দর দিনের সাক্ষী হয়ে থাকল এই যাত্রা। স্বপ্নের রথে চেপে ডুয়ার্সের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন দেখতে পেলাম তোমার ক্যামেরায়।

  • @soubhratrabasu.2790
    @soubhratrabasu.2790 3 года назад +6

    অসাধারণ জায়গা কৌশিক। অসাধারণ সৌন্দর্য। প্রকৃতির যেন তার লীলাখেলায় মত্ত। দারুন উপভোগ করলাম। আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ির ফিরতি ট্রেনের ভিডিও অবশ্যই পোস্ট করবে। ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @KUNTALGANGULY69
    @KUNTALGANGULY69 3 года назад +1

    এই না হলে কৌশিক , সবার থেকে আলাদা। তোমার ভিস্টা ডোম লাইভ দেখেছি, অসাধারন। আরিফ এর ভিডিও খুব সুন্দর👍❤️🙏🏻

  • @arupmitra9023
    @arupmitra9023 3 года назад +3

    উফফ,দারুণ লাগলো ব্লগ টা কৌশিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই মনোমুগ্ধকর যাত্রা আমাদের সাথে শেয়ার করার জন্য, মনে হচ্ছে এখনই চলে যাই। সুস্থ থেকো ভালো থেকো, মাস্ক টা পড়ো প্লিজ।

  • @incredibleindia1961
    @incredibleindia1961 3 года назад +2

    তোমার চোখ দিয়ে যা ,দেখলাম,এক কথায় অনবদ্য। অপূর্ব। পরের ভিডিও র অপেক্ষায় থাকলাম।

  • @SomjitBhattacharyya
    @SomjitBhattacharyya 3 года назад +32

    Just Fatafati❤❤❤❤❤

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  3 года назад +4

      যাত্রা শুভ হোক আপনার ❤️

  • @hundreddmiles1230
    @hundreddmiles1230 3 года назад

    সবুজের অমৃত স্পর্শ ছোঁয়া......সবুজের সমারহে
    সত্যিই অপরূপ তুমি _নর্থ বেঙ্গল❤️
    আজ নতুন ভাবে তোমার লেন্স a দেখলাম@koushik da

  • @danceparijat5362
    @danceparijat5362 3 года назад +5

    কৌশিকদা আমি তোমার ভিডিও দেখার আগে আগে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করি কারণ তোমার ভিডিও মানেই একটি অনবদ্য ভিডিও ❤️

  • @sandipbose9049
    @sandipbose9049 3 года назад +2

    একটি সুন্দর লাইক দিয়ে ব্লগ দেখা শুরু করে এক নিঃশ্বাসে পুরো টা দেখলাম। অত্যন্ত সুন্দর।
    কৌশিক! তুমি অসাধারণ 👍

  • @samirray4826
    @samirray4826 3 года назад +5

    After a long time we are watching Junior. So sweet he is. May God Bless You All.

  • @jabadas1969
    @jabadas1969 3 года назад +2

    দাদা আপনার মতো এতো ঘুরে বেড়ানোর ভাগ্য যদি আমার হতো,আপনি খুব ভাগ্যবান। Best of luck....

  • @rokingrajdip6200
    @rokingrajdip6200 3 года назад +3

    অসাধারণ দাদা, আমি অনেক গর্বিত এমন একটা ট্রেন উপহার দেওয়ার জন্য।

  • @BENGALIHORRORSTORES
    @BENGALIHORRORSTORES 3 года назад +2

    অপূর্ব, ফিরতি পথের যাত্রা অবশ্যই দেখতে চাই। তুমি আমাদের চাহিদা বাড়িয়ে দিচ্ছ, তোমার চোখে এবার আমরা ভুটান দেখতে চাই। কি বলেন কৌশিকের পরিবারের বাকি সদস্যরা ????

  • @soumyakumar3790
    @soumyakumar3790 3 года назад +4

    কৌশিক দা তোমাকে দেখে চোখ সার্থক হলো ❤❤❤💯💯💯😍😍😍

  • @rinkudasgupta2455
    @rinkudasgupta2455 3 года назад

    কৌশিক বাবু আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। পশ্চিমবঙ্গবাসী হয়ে এতটাই গর্ববোধ হচ্ছে আর বাংলার রূপ দেখে বলতে ইচ্ছে করছে,"আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না।" আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

  • @souravmallick8933
    @souravmallick8933 3 года назад +5

    ভিডিও টা খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে কৌশিক দা এত সুন্দর একটা মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য । পরের ভিডিও আসার অপেক্ষা করছি। ❤️❤️❤️👍

  • @kaushikpal6307
    @kaushikpal6307 3 года назад

    দারুণ দারুণ দারুণ দারুণ দারুণ দারুন ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ রেল মন্ত্রক কে আর কৌশিক মন্ত্রী কে, এতো সুন্দর যাত্রা উপহার দেবার জন্য।এটা বর্ষা তে এক রকম রূপ আর পরিষ্কার নীল আকাশ থাকলে আর এক রকম সৌন্দর্য হবে।খুব ভালো লাগলো ভাই।

  • @geostudycentre3755
    @geostudycentre3755 3 года назад +24

    খুব সুন্দর 🥰 ডুয়ার্স প্রিয় বাঙালির শারদীয়ার অত্যন্ত লোভনীয় একটা উপহার।

  • @crazy-SHANTU-fact
    @crazy-SHANTU-fact 2 года назад +1

    কৌশিক দাদা তোমার ভিডিও সেই প্রথম থেকে দেখে আসছি যত দেখি ততই মুগ্ধ হচ্ছি ..Big fan Koshik Dada

  • @BINDASSASMR
    @BINDASSASMR 3 года назад +13

    *তোমার ভিডিওগুলো সত্যি অসাধারণ... মন ছুঁয়ে গেল... পরের ভিডিও এর জন্য অপেক্ষায় থাকবো... Love you Bro ❤️❤️❤️*

    • @BLOOD_LINE_0000
      @BLOOD_LINE_0000 3 года назад +1

      আমি শান্তিপুর নদীয়া থেকে দেখছি আপনার Video ।
      আপনার video আমার খুব ভালো লাগে।

  • @SujataRoydas-g6l
    @SujataRoydas-g6l 15 дней назад

    দাদা তোমার পুরোনো ভিডিও ঘেটতে ঘেটতে খুব একটা সুন্দর ভিডিও চোখে পরলো দেখছি ভিডিও টা ভালো লাগছে খুব ❤❤❤🎉

  • @tapatikulachaya430
    @tapatikulachaya430 3 года назад +9

    অপূর্ব সুন্দর। তোমার ভিডিও গুলো খুব ভালো ও সুন্দর লাগে। মনে হয় যেন নিজেই যাচ্ছি। ভাল থেকো সুস্থ থেকো।

  • @babitadutta87
    @babitadutta87 3 года назад

    Vistadome journey দারুণ উপভোগ করলাম ওই একই কথা বলবো তোমার উপস্থাপনার জবাব নেই খুব ভাল থেকো সাবধানে থেকো কৌশিক ভাই 👌👌👍👍

  • @kalpananath9375
    @kalpananath9375 3 года назад +3

    অসাধারণ vlog কৌশিক. তোমার চোখ দিয়ে এই oi ঐতিহাসিক মুহুর্তের সাথী হলাম 👌👌👌

  • @sonroy6014
    @sonroy6014 3 года назад +2

    দাদা আমি ত্রিপুরা থেকে তুমার video ta দেখছি এবং এক কথায় বলতে কি video টি অসাধারণ হয়েছে এবং তুমি যে সুন্দর করে video টা present করেছ খুব ভাল লেগেছে. Love you from Tripura.... 🇮🇳🇮🇳

  • @malaybarman2815
    @malaybarman2815 3 года назад +5

    দাদা আমি পশ্চিম বঙ্গের উত্তরবঙ্গ থেকে দেখচি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইলাম

  • @milandatta7444
    @milandatta7444 3 года назад

    খুব খুব খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখুনি চলে যাই। কিন্তু সেটা তো হবার নয়।তবে ইচ্ছে রইল একবার অবশ্যই যাবো যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে। আপাতত তোমার চোখদিয়ে দেখে কিছুটা হলেও আনন্দ উপভোগ করেনি। তোমার ভি ডি ওর জন্য অপেক্ষা করে থাকি।তোমার সুন্দর পরিবেশনা সত্যিই উপভোগ্য। ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। জয় শ্রীরামকৃষ্ণ।

  • @HAPPYJOURNEYSHORTS
    @HAPPYJOURNEYSHORTS 3 года назад +4

    উফ কী অপূর্ব❤❤ আবার এনজেপি ফেরার ভিডিও চাই

  • @sanjaysamanta807
    @sanjaysamanta807 3 года назад

    আমার এই ট্রেনে যাবার খুব ইচ্ছে ছিল কিন্তু কপাল খারাপ যাওয়া হলো না তবে সব দুঃখ দূর করে দিলে তুমি অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে ভালো থেকো সুস্থ থাকো আর এই ভাবে আমাদের স্বপ্ন পূরণ করো

  • @debasishroy9045
    @debasishroy9045 3 года назад +4

    প্রথম পর্ব দারুন লাগলো দাদা । পরের পর্বের জন্য অপেক্ষা করছি । আর তোমার ভিডিওতে যে মিউজিক টা ইউজ করো ওটা শুনতে অসাধারণ লাগে । মিউজিকটা শুনলেই মনে হয় মনটা ঘুরতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে।

    • @nitaidutta59
      @nitaidutta59 3 года назад

      Only Rabindrasangeet. Very slow sound

  • @amitjana10
    @amitjana10 3 года назад

    Arrey dada tumi toh dekhi proud daddy 🤣🤣.. champ to tomar thekeo handsome.. sarakhon bole cholecho tumi eka single keu nei..joto baaje katha..khub sundor family.. tomar.. be blessed ❤️❤️❤️❤️

  • @maxdaam4597
    @maxdaam4597 3 года назад +4

    ডুয়ার্স আমাদের গর্ব, আমাদের পরিচিতি ❤❤❤

  • @madhuparnaduttabanerjee2447
    @madhuparnaduttabanerjee2447 3 года назад

    অসাধারণ কৌশিক । তুমি আস্তে আস্তে সমস্ত ভ্রমণ প্রিয় মানুষদের মন জয় করে নিচ্ছো। সঙ্গে আমারও , কারণ আমিও একজন ভ্রমণ প্রিয় বাঙালী ।

  • @wearemariners1889
    @wearemariners1889 3 года назад +4

    এই coach গুলো সত্যি খুব সুন্দর 🤩❤
    আমাদের locomotive গুলো ও যদি বন্দে ভারত এর মতো হয় আরো ভালো লাগবে দেখতে 🇮🇳💚❤🔥

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 3 года назад

    কিছু আবেগঘন মুহুর্ত দেখালে। ধন্যবাদ রেল মন্ত্রক, ধন্যবাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার রেলের উচ্চ পদস্থ থেকে সব রেল কর্মচারীদেরকেও এতো সুন্দর আর এতো বড় একটা উপহার বাঙ্গালীর প্রিয় দূর্গা মায়ের উৎসবে দেওয়ার জন্য। আর কৌশিক তোমাকে ধন্যবাদ নয় সাবাসি দিলাম। প্রথম জার্নিটা তোমার ক্যামেরায় আমি দেখে ধন্য হলাম।

  • @kanasarker472
    @kanasarker472 3 года назад +11

    দাদা বাংলাদেশ থেকে বলছি, আপনার ভিডিও গুলো দেখতে ভীষণ ভালো লাগে, শুভ কামনা রইলো

  • @sankarde4427
    @sankarde4427 3 года назад

    কৌশিক ভাই, এই রুটে আমিও সফর করেছি বটে কিন্তু তুমি বা তোমরা যারা এই টুরিস্ট স্পেশাল এর উদ্বোধনে থাকতে পারলে, তারা সত্যিই ভাগ্যবান । ভীষন আনন্দ পেলাম তোমার এই কষ্টকরে আমাদের জন্যে ভিডিওটা তোলার জন্যে । চালিয়ে যাও, ভালো থেকো শুভেচ্ছা রইলো ।

  • @mahuyadas3720
    @mahuyadas3720 3 года назад +4

    অসাধারন অপুর্ব সুন্দর ভিডিও টা।মনে হয় যেন তোমার সাথেই ঘুরছি।ভাই তোমার এই ভিডিও দেখার জন‍্য অপেক্ষায় থাকি।ভালো থেকো সুস্থ থেকো।

  • @Railfansujay.852
    @Railfansujay.852 2 года назад

    অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি ।খুব সুন্দর লাগছে ,আমার ভারতবর্ষ এত অপূর্ব, আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম vlog উপহার দেওয়ার জন্য ।অসাধারণ ♥️♥️

  • @bbiiplab
    @bbiiplab 3 года назад +5

    দাদা খুব সুন্দর লাগলো৷ পরের পর্ব আরও দারুন হবে মনে হচ্ছে৷ যত তাড়াতাড়ি সম্ভব দাও, অপেক্ষায় থাকলাম৷

  • @mdshahjahan636
    @mdshahjahan636 3 года назад

    কৌশিকদা তোমার ভ্রমণ ভিডিও দেখে ভ্রমণের তৃষ্ণা বেরে যাচ্ছে ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে দেখছি

  • @ridersubhayt1133
    @ridersubhayt1133 3 года назад +5

    আমি গর্বিত আমি আলিপুরদুয়ার বাসী

  • @SovaDas-ub4ow
    @SovaDas-ub4ow Год назад

    Khub bhalo legeche amartomar ei train journey er video ta koushik da

  • @suparnadey5234
    @suparnadey5234 3 года назад +14

    এই পুচকেটা কে গো?খুব মিষ্টি। তোমার ভিডিও অসম্ভব সুন্দর। loads of love❤❤❤

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 3 года назад +1

    দারুন অনুভুতি হচ্ছে 👌👌 এমন একটা ট্রেইন ভারতীয় রেল তৈরি করার জন্য অনেক ধন্যবাদ 🙏🙏 বৃষ্টি থাকাতে সুন্দর ভ্রমণটি আরো রোমান্টিক দেখাচ্ছে 🌹🌹👌👌

  • @ayanbanerjee1860
    @ayanbanerjee1860 3 года назад +4

    অসাধারন।
    মনে হচ্ছে নিজেই বসে আছি ট্রেনের মধ্যে।
    এগিয়ে চলো বন্ধু শুভকামনা রইলো হাওড়া থেকে।

  • @debasismandal1653
    @debasismandal1653 3 года назад

    Sobjujer majhe Koushiker Nostalgic Obhijan. Onobodyo, onirbochonio, ononnosadharon ki bolbo? Ami appluto bak rohit. Hats off u dada.

  • @mousumibanerjee9717
    @mousumibanerjee9717 3 года назад +8

    আপনার সব ব্লগই অসাধারণ।অপেক্ষায় থাকি কবে নতুন ভিডিও আসবে।আপনার পুচকু টা খুব মিষ্টি।পরের ব্লগ তাড়াতাড়ি চাই দাদা।

    • @Madhobilife
      @Madhobilife 3 года назад

      Just osadharon kichu bolar vasa nei.onekbar siliguri ei poth dieai jai kintu tobuo ekdom nuton vabe onubhob morlam ei vidiota.ekhon je dini n.j.p.jabo ei train chara kono train ei jabo na..

  • @tulijuthikasaha1996
    @tulijuthikasaha1996 3 года назад

    অপেক্ষারয় ছিলাম ,ভিডিও টা দেখে সত্যিই আপ্লুত হয়ে গেলাম।কিন্তু আবার সেই অপেক্ষায় রেখে দিলে,ভেবে ছিলাম পুরোটা হয়তো একটা পর্বে শেষ করবে।

  • @anweshaofficial7385
    @anweshaofficial7385 3 года назад +4

    অপূর্ব ❤️❤️

  • @pramilasarkar7500
    @pramilasarkar7500 3 года назад +2

    I'm from hooghly district.
    আমার মামার বাড়ি ডামডিম এর আগের স্টেশন ওদলাবাড়ি ❤, চেল নদী দেখলাম অনেক দিন পর, আমার আবেগ জড়িত ও সবচেয়ে প্রিয় জায়গা ❤।
    Thank u dada.

  • @satyajit3959
    @satyajit3959 3 года назад +4

    প্রণাম দাদা একবার ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারের কাছে তুলে দরবার আনুরুধ রইলো।

  • @suraiyaislam1384
    @suraiyaislam1384 3 года назад

    সত‍্যি আজ তুমি Train journey র ইতিহাসে নিজের নামটা লিখিয়ে নিয়েছ,সেই সাথে সাখ‍্যি করে রাখলে আমাদেরকেও।তোমার এক একটি ভ্রমণ কাহিনী,আমাকে নতুন করে ভালোবাসতে শেখায় প্রকৃতিকে।train journey যে এতো আনন্দময় হতে পারে তা নতুন করে তুমি শেখালে।দারুণ ভাবে উপভোগ করলাম এই journey টা।♥♥♥♥👌👌👌

  • @surajitdas6491
    @surajitdas6491 3 года назад +3

    খুব সুন্দর অসাধারণ। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

  • @purnagopalmandal5040
    @purnagopalmandal5040 3 года назад

    কৌশিকদা ভিস্তাডোম ট্রেনযাত্রা আমার ভালো লেগেছ। উত্তর বঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগলো। উত্তর বঙ্গের ষ্টেশনের দৃশ্য গুলো দেখে মন গেল। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

  • @অভিরূপসিনহা
    @অভিরূপসিনহা 3 года назад +8

    ধন্যবাদ নরেন্দ্র মোডিজিকে

  • @tapasparamanik8300
    @tapasparamanik8300 3 года назад

    আমি তো শুধু ভাই বিশেষতঃ তোমার narrating আর তোমার editing দেখছিলাম বেশি করে ।।।অসাধারণ journey অসাধারণ কৌশিক।।।

  • @rajdeepsarkar5179
    @rajdeepsarkar5179 3 года назад +4

    আলিপুরদুয়ার থেকে বলছি 😀
    পারলে আলিপুরদুয়ার শহর টা পুরোপুরি ঘুরে যাবেন ❤️❤️

  • @INDBanglaTech
    @INDBanglaTech 3 года назад

    একবার তো বলবা তোমারই দেখিয়া আসি, বাড়ীর পাশে থেকে গেলে।❤️❤️❤️

  • @shikhachatterjee1574
    @shikhachatterjee1574 3 года назад

    তোমাকে অনেক ভালোবাসা জানাই এতো ভালো একটা বেরানোর ভিড ও দেখানোর কারোনে ।ভালোথেকো ভাই

  • @Suman_Roy18
    @Suman_Roy18 3 года назад

    খুব সুন্দর লাগল এই ভিডিও। ফেরার সময় তো বৃষ্টি সেভাবে হয়নি তাই পাহাড়ি দৃশ্য খুব সুন্দর দেখা গেছে যা অন্য দের ছবিতে দেখলাম। আর তুমি ইঞ্জিনের ভিতরে কিছুক্ষণ সফর করেছিলে। তাই তোমার চোখে সেই অভিজ্ঞতা দেখার জন্য মুখিয়ে আছি।❤️

  • @anumaity3835
    @anumaity3835 3 года назад

    Sundor...sundor...sundor...just osadharon..kono kotha hobe na ajker journey er jonno....emon mone holo ami travel korchi...sob kichu ta tomar jonno..thank you so much.....just awesome

  • @mashukade3894
    @mashukade3894 Год назад

    Tomar ei trip tar janyo sudhu ei gaan tai mone asche Hoyto tomari jonyo hoyechi preme j bonyo....eta asa jaowa purotai dekhlam just speechless wao....kya life just chilled......

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  Год назад

      ❤️

    • @mashukade3894
      @mashukade3894 Год назад

      Tomar like tomar comment amader kache ki jeno ek ekta haat e paowa chand er moto.... tomay samne na dekhleo bujhi j tumi hochcho sei celeb j ekhono matite pa rekhei cholcho r cholbeo ei jonnei tumi amar aroi favourite....érkm i theko hasi khushi dustu misti r ekdm kacher manush.....

  • @maityraja465
    @maityraja465 3 года назад

    বঙ্গ বাসির কাছে এক অনন্য পাওয়া।
    অসাধারণ ভিডিও।
    Obosoi video dakbo 🙏🙏

  • @thefreakytraveller....3265
    @thefreakytraveller....3265 3 года назад +2

    One of the best jungle safari of India by train... Kanchan Kanya from Sealdah er route eta... My in law's house at Alipurduar... Ami khali ei route tai travel kori sudhumatro jungle ta enjoy korar jonno... Tbe November is the best time to travel... Karon animals dekhar khub sujog sei samay e... 😊

  • @rockon401
    @rockon401 2 года назад

    Kaushik.. Amar Jonmo Mal Junction..kormosutre ami onek din jabot kolkatei achi..byasto jibone tomar aie abegprobon vedio ta amake amar desher mati ghuriye anlo..thank u so much👏👏👏

  • @souma1760
    @souma1760 3 года назад

    বহরমপুর থেকে দেখছি ভিডিও অপূর্ব। ঘরে বসে উপলদ্ধি করছি।

  • @BongArup
    @BongArup 3 года назад

    এই ভিডিওটি সবার থেকে ভালো হয়েছে। সত্যি দাদা তোমার vlog ta খুব ভালো লাগে। খুব সুন্দর কথা বলো। সত্যি অসাধারণ। ❤️💜

  • @amitdebnath6646
    @amitdebnath6646 3 года назад

    osadharon laglo... Indian railwayer ei uddhok khub valo laglo...Mon chua galo....

  • @travelwithpd4552
    @travelwithpd4552 3 года назад

    আমাদের উত্তরবঙ্গের জন্য দরকার ছিল এই ট্রেন।
    আর হ্যাঁ দাদা প্রথম সফর টা তোমার সাথেই হয়েছে ।তোমার বাস্তবে হয়েছে আর আমাদের youtube এ তোমার মাধমে।।
    দারুন এনজয় করলাম।

  • @sampamaitra3361
    @sampamaitra3361 3 года назад

    বৃষ্টি ভেজা ডুয়ার্স,ও নতুন গাড়ীর চমকে
    এক সুন্দর ছবি উপহার করলে।অনেক
    অনেক ভালোবাসা।