5 Best Countries for moving in Europe with Family ll পরিবারসহ বিদেশে সেটেল্ড হওয়ার জন্য বেষ্ট

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 5 Best Countries for moving in Europe with Family ll পরিবারসহ বিদেশে সেটেল্ড হওয়ার জন্য বেষ্ট
    #travelwithsuvra #familyvisa #europe #citizenship #settled #travelwithsuvra #trending #viral #norway #finland #netherlands #portugal #denmark

Комментарии • 476

  • @rkrazu9248
    @rkrazu9248 5 месяцев назад +8

    সম্মানিত শুভ্রা আপু আপনি ভিডিও তে সব সময়ই সত্য তথ্য ই তুলে ধরেন।আর বড় কথা হলো আপনার উপস্থাপন খুবই সহজ-সরল, সাবলীল ও বোধগম্য। তাছাড়া আপনি মাশা-আল্লাহ খুবই স্মার্ট, সুন্দর ও প্রাণবন্ত এবং বেশ ইয়াং। ♥️👌

  • @sharminjahan8873
    @sharminjahan8873 5 месяцев назад +109

    আপু বিদেশ উন্নত জীবনযাত্রা দেখতে সুন্দর সবই ভালো কিন্তু আমার কাছে একটা বিষয় প্রচন্ড কষ্টকর মনে হয় সেটা হলো বিদেশে কোন হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সব নিজের কাজ নিজেকেই করে খেতে হয়, এত কাজ করা আমার জন্য অনেক কষ্টকর মনে হয়। বাংলাদেশ আর যাই হোক হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। তাই আমার বিদেশের চিন্তা মাথায় আসে না। কিন্তু বিদেশের একটা জিনিস খুব ভালো লাগে আমার সেটা হলো ফ্যামিলি পলিটিক্স থেকে দূরে থাকা যায়। বর্তমান আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল ফ্যামিলি পলিটিক্স। যে এই দেশটা ছাড়বে সে মনে হয় জীবনটা নিয়ে পালাবে। এদিক দিয়ে অনেক শান্তিতে থাকা যায়।

    • @EvergreenHealthandBeauty
      @EvergreenHealthandBeauty 5 месяцев назад +14

      R8. Ei Family politics er jonno koto j family te divorce hoye jai. Allah maf koruk.

    • @sharminjahan8873
      @sharminjahan8873 5 месяцев назад +8

      @@EvergreenHealthandBeauty জি আপু আর দূরে থাকলে এমনিও সম্পর্ক ভালো থাকে। না খেয়ে থাকলে আমার মনে হয় সুখের কোন সীমারেখা থাকে না। অন্তরের সুখই সবচেয়ে বড় সুখ।

    • @Mrbeanjoker
      @Mrbeanjoker 5 месяцев назад +8

      Nijere jomidar banale helping hand lagbei, apnar jonno bidesh na.

    • @sharminjahan8873
      @sharminjahan8873 5 месяцев назад

      @@Mrbeanjoker শুধু জমিদারের ই কাজের লোক থাকে আজকে জানলাম। তাহলে তো বাংলাদেশের অন্তত 70% মানুষ জমিদার। আপনাদের মত কিছু মুখপোড়া মানুষের জন্য অনলাইনে কমেন্ট করা মুশকিল হয়ে গেছে। আপনারা অন্যের কমেন্ট বক্সে আসেন কেন হাগতে, আপনাদের বাসায় হাগার জায়গা নাই?

    • @tarikultarikul3017
      @tarikultarikul3017 5 месяцев назад

      আপনার মত একটা অকর্মা বিদেশ এসে কি করবেন। দেশে গোয়া মারান।

  • @beparimehedi
    @beparimehedi 4 месяца назад +4

    আপু জার্মানি তে আমার একজন জার্মানি গার্লফ্রেন্ড আছে, ও আমাকে সেখানে নিতে চায় বিয়ে করতে চায়। কিন্তু সে আমাকে বাংলাদেশ থেকে কি ভিসায় বা কিভাবে নিতে পারবে ওয়ার্ক পারমিট ভিসা ব্যাতিত?

  • @naturalviews4535
    @naturalviews4535 Месяц назад +1

    আপু আমি ক্রোয়েশিয়ার TRC পাওয়ার পর যদি জার্মানিতে আসি এবং কাজ পাই,তাহলে কি জার্মানির ওই প্রতিষ্ঠান চাইলে কি আমার ওয়ার্ক পার্মিট কনভার্ট করে জার্মানির TRC দিয়ে আমাকে কাযে রাখার কি কোনো সিস্টেম আছে?নাকি অন্য দেশের বৈধ TRC থাকলে জার্মানির কোনো কোম্পানি আমাকে এলাও করবেনা প্লিজ YES Or No At least আমাকে জানান

  • @rajShaheb588
    @rajShaheb588 2 месяца назад

    আমি বর্তমানে প্রাইভেট ব্যাংকে চাকরি করছি। আমি পরিবার সহ ফিনল্যান্ড/ডেনমার্ক/ নরওয়ে যেতে চাই। কিভাবে যেতে হবে, যাওয়ার পর কেমন চাকরি পাওয়া যাবে। প্রসেসটা বিস্তারিত বললে উপকৃত হতাম।

  • @palashdas3133
    @palashdas3133 28 дней назад

    Apu apnar pray sob video deki
    Comment ajke e first korlam.
    Amar akti question cilo
    Bun student er sate ki boro vai depend hisabe apply korte parbe?

  • @Hjkkkkmn
    @Hjkkkkmn 4 месяца назад +48

    পূর্তগাল, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড

  • @sweetdevnath8437
    @sweetdevnath8437 5 месяцев назад +1

    ম্যাম,
    আমার একটি প্রশ্ন আছে?
    আপনি কি আমাকে বলতে পারবেন যে, ফ্রান্সে কিংবা ইতালিতে ইংরেজি ভাষার ব্যবহার রয়েছে কি না?
    আমি যতটুকু জানি যে ফ্রান্সের অফিসিয়াল ভাষা ফরাসি এবং ইতালির অফিশিয়াল ভাষা ইতালীয়। কিন্তু ইংরেজি তো একটি আন্তর্জাতিক ভাষা। আমি অনেক ব্লগ ভিডিওতেই দেখেছি যে ফ্রান্সের কিংবা ইতালির অধিকাংশ লোকেরাই ইংরেজি ভাষা বুঝে না বা জানে না।
    কিন্তু আমি অনেক ভালো ইংরেজি জানি।
    আমি কি ফ্রান্সে মা ইতালিতে আসলে সেই ইংরেজি ভাষার মাধ্যমে ভালো কোন job করতে পারব বা ফরাসি অথবা ইতালীয় জনগণদের সাথে যোগাযোগ করা বা চলাফেরা করতে কি কোন সমস্যা হবে ?
    এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
    কারণ অনেকেই বাংলাদেশের থেকে IELTS course করে ইউরোপে গিয়ে ভাষা সমস্যার সম্মুখীন হয়।
    এবং অনেক ব্লগ ভিডিওটি দেখা যায় যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়া সত্ত্বেও ফ্রান্সে , স্পেনে বা ইতালিতে ইংরেজি ভাষার প্রচলন নেই।
    এ সংক্রান্ত আপনার একটি vlog ভিডিও পেলে ভালো হবে। কারণ আপনি তো বহু মাস যাবত জার্মানিতে থাকেন। So, আপনিও অবশ্যই ভালো করে বলতে পারবেন যে আপনার প্রতিবেশী দেশগুলোতে ইংরেজি ভাষা প্রচলন কতটুকু এবং এর সুবিধা ও অসুবিধা।
    Please 🙏 mam, এ সংক্রান্ত একটি ব্লগ ভিডিও তৈরি করুন। এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
    ম্যাম আগে আপনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে এই সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আপনি শেয়ার করবেন।
    আমি ভিডিওটির অপেক্ষায় ছিলাম।
    কিন্তু আপনি তো এই সম্পর্কিত কোন ভিডিও আপলোড করলেন না।

  • @TanJila-nj1mo
    @TanJila-nj1mo 3 месяца назад +2

    আপু মেয়েদের কাজের জন্য কোন দেশটা সবচেয়ে ভালো হবে,আর আমি ছাত্রি না,যে কোন কাজের ভিসায় কোন দেশে যেতে পারবো,প্লিজ জানাবেন,,,

  • @KawserAhmedKhan-ng2vg
    @KawserAhmedKhan-ng2vg 5 месяцев назад +1

    I want to go to Finland with my
    family. Will you help me to go and settle there? What will be the first step to go there? Please tell me the process!

  • @mysteriousworld5546
    @mysteriousworld5546 Месяц назад

    আসসালামু আলাইকুম আপু, পর্তুগালে স্টুডেন্ট ভিসা নিয়ে ডিটেইলস ভিডিও চাই। স্পাউস সহ আসার ক্ষেত্রে ভালো হবে কিনা

  • @ComillaComilla-qp7vy
    @ComillaComilla-qp7vy 5 месяцев назад +1

    পিতা-মাতার নামের সাথে সার্টিফিকেটের নামে বেশ কম হলে যাওয়া যাবে কিনা? প্লিজ জানাবে।

  • @Pcnwb8sf2bm8f
    @Pcnwb8sf2bm8f 2 дня назад

    সুইজারল্যান্ড student দের জন্য কেমন সুযোগ বা পডা শেষে স্থায়ী বসবাস করা যায় কি ?

  • @Ksvdjb-zi4uk
    @Ksvdjb-zi4uk 3 месяца назад

    আপু আমি বুলগিরিরা যেতে চাচ্ছি।। কোন সাবজেক্ট নিলে ভালো হবে?
    International business আমি নিতে চাচ্ছি এইটা কঠিন হবে কিনা। যদি একটু বলতেন প্লিজ

  • @sarohan9381
    @sarohan9381 5 месяцев назад

    ডিপ্লোমা শেষ করে ইউনিভার্সিটি থেকে 25% credit শেষ করে জার্মানিতে bachelor degree জন্য যাওয়া যাবে কি আপু ।
    আপু আমাকে কি আলাদা ভাবে HSC equivalent certificates তুলতে হবে ইউনিভার্সিটি এপ্লাই করার জন্য । আর ডিপ্লোমা স্টুডেন্ট এর জন্য একটা informative ভিডিও দিলে খুব হেল্প হইত ।
    আর অনেকের কাছে শুনতেছি যে ডিপ্লোমা সার্টিফিকেট নাকি এক্সসেফ্ট করে না জার্মানি এটা কি সত্যি ।

  • @malehamaleha8044
    @malehamaleha8044 4 месяца назад +6

    আস্সালামু আলাইকুম। আপু আমি, স্বামী ও ২ সন্তান (৩,১ বছর) নিয়ে বাহিরের কোনো দেশে স্যাটলমেন্ট এর উদ্দেশ্যে স্টুডেন্ট (মাস্টার্স ডিগ্রী) বা ওয়ার্ক ভিসায় যেতে চাই। আমার জন্য কোন দেশের জন্য ট্রাই করলে উত্তম হবে। প্লিজ সাহায্য করুন আপনার আইডিয়া থেকে।

    • @mdhannan3543
      @mdhannan3543 8 дней назад

      Bangladesh Dhaka jete paren, Ami ekhane thaki aj pray 19 bocor. Apnake welcome mam.

  • @samiyasara9561
    @samiyasara9561 Месяц назад

    বাবা - মা নিয়ে কি student visaয় যাওয়া যায়? At the same time না হলেও just অল্প সময়ের মধ্যে?

  • @BorunChakraborty-m1s
    @BorunChakraborty-m1s 20 дней назад

    Apu bank statement bade Kon scholarship paua jai...ar visa o reject hoi na bank statement er Jonno... information Dile upokar hoto

  • @avijitdas5232
    @avijitdas5232 5 месяцев назад +2

    আরো আগে জানলে হয়ত কিছু হত এখন তো আমার পরিবার ই নেই জানানোর জন্য ধন্যবাদ আপনি খুব ভালো থাকবেন🌷🌷🌷

  • @kamalHossen0583
    @kamalHossen0583 5 месяцев назад

    তুমি কোথায় সেটেল্ড হচ্ছো? সে টাতে বললে না। জানতে ইচ্ছে করছে। তোমার উপস্থাপনা অতি চমৎকার, মনে হচ্ছে প্রফেশনাল। অনেক ধন্যবাদ।

  • @NasirAhmed-uy1fq
    @NasirAhmed-uy1fq 5 месяцев назад

    ভাই, কেমন আছেন? আমি যদি ওয়ার্ক ভিসায় জার্মানি যাই, পরে পরিবার নেওয়ার সময় আমার বড় মেয়ে ১৮+ হয়ে যায়, তখন কি তাকে ভিসা দেবে? দিলে তার খরচ কি বেশি হবে? জানি ব্যস্ত, হয়তো রিপ্লে পাব না। তবু যদি ফ্রি হন, দেবেন আশা রাখি

  • @crazsakibgamer4384
    @crazsakibgamer4384 2 месяца назад

    আসালামু আলাইকুম আপু আপনার কাছে সাজেশন চাই আমি ঢাকা থেকে বলছি আমার ভাই hsc শেষ করে এখন সে ইউরোপ এ যেতে চায় আমরা অনেকের সাথে কথা বলি তারা অনেক ডিমান্ড চায়‌ আরো কত কিছু বলে তো আপনি বলেন কীভাবে কী করলে সহজে যেতে পারবে ও ভালো কাজ ও পাবে।দয়া করে বলে উপকৃত করবেন ধন্যবাদ।

  • @mohammadrahman6921
    @mohammadrahman6921 16 дней назад

    ❤ আমিও আপনার মনোমুগ্ধকর আকর্ষণীয় স্পর্শ কাতর কোকিলা কন্ঠির কন্ঠস্বর এ প্রেমে পড়িয়া গিয়াছি❤

  • @shajuuddin2287
    @shajuuddin2287 5 месяцев назад

    আপু আপনার সাথে কথা বলতে চাই। আমার মেয়ে পাবলিক হেলথ , পুষ্টি বিজ্ঞান এ অনার্স ফাইনাল দিয়েছে। মাস্টার্স করার জন্য জার্মানির কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে ভালো হয় জানাবেন?

  • @shamimaislam3489
    @shamimaislam3489 24 дня назад

    আপু নেদারল্যান্ড এ যাওয়ার জন্য কি কি লাগে আর খরচ কেমন হতে পারে জানালে ভালো হতো

  • @sabbirsultans
    @sabbirsultans 3 месяца назад

    Apmar mention kora desh gulor moddhe kontay jawar jonno koto costing hote pare janale upokar hoto. sathe process somporke dharona pele valo hoto

  • @sanjanaP.
    @sanjanaP. 4 месяца назад +1

    Apu BD Theke ekhn ki Portugal visa hoi? Masters er jnno. Fb Group gulo te dekhi visa nki temon hoina ekhn r!!!

  • @jolykhatun6333
    @jolykhatun6333 3 месяца назад

    আপু লুক্রেমবার্গ দেশে কি ইংরেজি ভাষা জানলে হবে নাকি জার্মান, ফ্রানস ভাষাও জানতে হবে?

  • @riazulahmedraaz9878
    @riazulahmedraaz9878 2 месяца назад

    আপু মিডওয়াইভ,নার্স দের জন্য সিস্টেম কি আর ইউরোপ এর কোন দেশে ভালো হবে

  • @YasinArfat-nm1uf
    @YasinArfat-nm1uf 3 месяца назад

    Denmark spouse সহ যেতে চাইলে কি কি লাগবে Plz বলবেন একটু,Bank টাকা দেখাতে হবে কিনা

  • @UjjwalKumar-j9g
    @UjjwalKumar-j9g 5 месяцев назад

    আমি নরওয়ে যেতে চাই ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু কিভাবে যেতে পারবো সিষ্টেম বলবেন কি? বললে উপকৃত হব।

  • @sharminjahan8873
    @sharminjahan8873 5 месяцев назад +3

    আমার বিদেশের প্রতি কোন ইন্টারেস্ট নেই, তারপরও আমি আপনার ভিডিও দেখি শুধুমাত্র আপনাকে দেখার জন্য। কি মিষ্টি আপনি মাশাল্লাহ। আপনার চেহারা অনেকটা কলকাতার নায়িকা সোহিনীর সঙ্গে মিলে।

  • @SharifulIslam-lx7pt
    @SharifulIslam-lx7pt 5 месяцев назад

    আপু আমি ডিপ্লোমা শেষ করেছি। এখন জার্মান যেতে চাই । ভাষা শেখার জন্য আবেদন করেছি। আর কি করতে হবে জানাবেন।

  • @tamannahasan2492
    @tamannahasan2492 2 месяца назад

    Apu amr akta 4year baby ase.ami bd theke masters ses korsi Sociology te..Ami husband baby soho vlo akta Des e jeta tai so amr Jonno Kun Des vlo hbe????

  • @bilashsarker1169
    @bilashsarker1169 Месяц назад

    দিদি ভাই, নেদারল্যান্ড সহ পরিবারে যেতে চাইলে কত টাকা লাগবে?

  • @AyeshaMotasin
    @AyeshaMotasin 5 месяцев назад +7

    আপু,, আপনার তথ্য ভুল,
    শুধু ডেনমার্ক ও ফিনল্যান্ড এ এক সাথে ফ্লাই করা যায়, বাকি দেশ গুলাতে যেতে হলে পরে আবেদন এর মাধ্যমে যেতে হবে,,
    আপনি বলছেন একসাথে যেতে পারবে 🧐🧐

    • @TrinaGhoshMukherjee
      @TrinaGhoshMukherjee 4 месяца назад +3

      Norway teo eksathe chole asa jay. Ami nijei esechi with my spouse and dependent visa

    • @dynamicautomobiles7409
      @dynamicautomobiles7409 2 месяца назад

      Apu amk ki help korte parben?​@@TrinaGhoshMukherjee

    • @shuvongkartikader
      @shuvongkartikader 2 месяца назад

      ​Didi norway jauar system ta ki aktu jana jabe?@@TrinaGhoshMukherjee

  • @mdrobiulislam2100
    @mdrobiulislam2100 5 месяцев назад

    আবেদন কিভাবে করতে হবে, তিন জনের পরিবার সদস্য নিয়ে ফিনল্যান্ডে যেতে খরচ কত টাকা হবে

  • @debasishbiswas7214
    @debasishbiswas7214 5 месяцев назад

    ভারত থেকে বলছি, মেড়াম কোখন্য
    লাইফ ভিড়িও করেন, তা হলে সময় টা যানাবেন, কিছু কথা আছে সময় পেলে বলবো। খুব সুন্দর ❤

  • @reetiadhikary9619
    @reetiadhikary9619 5 месяцев назад

    নমস্কার দিদি.....এসব দেশ গুলোতে যেতে চাইলে কি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে?

  • @SheikhKamalAhmed-k4k
    @SheikhKamalAhmed-k4k 5 месяцев назад

    Ami kisudin age France Spain Switzerland gure asechi. tar por Ami 5 years er malipol visa niye USA gure asechi.ami aka guresi .Amar strict chele meyera deshe thaken . Ami Abar sangzen visit visa lagate parbo kintu Amar passport a boyish 60. Ami Jodi Amar family niye visite jete pari Ami ki sthayi ba permanent vabe thakte parbo kindly aktu Jana en ki mamoni.ami aponar sob video gulo Dekhi

  • @shohedulshaheen9359
    @shohedulshaheen9359 22 дня назад +2

    আমার মনে হয় ইউ এস এ তে ও ফেমিলি নিয়ে সুন্দর ভাবে বসবাস করা যায়

  • @FardinAhmed-ks8sp
    @FardinAhmed-ks8sp 4 месяца назад

    Assalamualaikum
    Apu uk new ta dile valo hoto...Dependent niye ki move kora jabe?

  • @bokhtiartapos
    @bokhtiartapos 3 месяца назад +2

    ইউরোপের সবচেয়ে সুবিধা হচ্ছে এক দেশের ভিসা পেলে অন্য দেশগুলোতে ভ্রমন বা যাতায়াত করতে সুবিধা হয়।

  • @AshrafulIslam-df3ix
    @AshrafulIslam-df3ix 5 месяцев назад

    প্রিয় আপু,
    আসসালামুয়ালাইকুম।
    কেমন আছেন আপু? আপনার কাছে কিছু তথ্য জানতে চাই। আপু আমি ব্যাংকে জব করি। আমি আমার ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ড যেতে চাই। ফিনল্যান্ড যেতে আমাকে কি কি করতে হবে? একটু বিস্তারিত বলবেন।

  • @obaydulkabir
    @obaydulkabir 4 месяца назад +1

    Hey apu,apni amar theke onek senior.ami bidesh jower jonno video dekhi na,apnake amar khub vlo lage tai video dekhi😊😊😊

  • @zahangiralom8165
    @zahangiralom8165 5 месяцев назад +1

    কোনদেশে Phd করতে গেলে Spouse- সহ যাওয়া জাবে অাপু

  • @masumranashawon5551
    @masumranashawon5551 23 дня назад

    নেদারল্যান্ড যেতে কিভাবে এপ্লাই করতে হবে কত টাকা লাগবে যদি কিছু থিমস দিতেন,,,

  • @DjBabu-rd6vx
    @DjBabu-rd6vx 2 месяца назад +14

    ভুল তথ্য দিয়ে মানুষদের বিভ্রান্ত করবেন না। যারা স্টুডেন্ট ভিসায় বিদেশ গিয়ে স্যাটেল হতে চান তাদের জন্য, কানাডা, ইটালী এবং ফিনল্যান্ড আর জব ভিসায় স্যাটেল হতে চান তাদের জন্য, পোলেন্ড,জার্মানী, ইটালী ও নিউজিল্যান্ড,আর হ্যাঁ আপনার যদি পড়াশোনার পাশাপাশি ভালো কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অস্ট্রেলিয়ার সহজ বিকল্প নাই। আবার উপরের যেকোনো একটা হলেও চলবে।

    • @mohammadmazid4250
      @mohammadmazid4250 Месяц назад

      Vaiya Norway ?

    • @palashpaul6410
      @palashpaul6410 Месяц назад

      She said in Europe.

    • @parvezahmed7790
      @parvezahmed7790 21 день назад

      আপনি কি সঠিক তথ্য দিচ্ছেন?!!! আপনিও তো ভুল তথ্য দিচ্ছেন....

  • @NahidNabi-yb9bj
    @NahidNabi-yb9bj 5 месяцев назад +1

    Ami akjon bsc nursing student,study ses kore ami jodi jaite chy job niye,tyle ki korte pari r process ta ki.plz janaben

  • @NARAYANCHDAS-vb1ue
    @NARAYANCHDAS-vb1ue 2 месяца назад

    My dear elder sister, I , Subhankar Das, the student of MCA( complete)from Kolkata(W.B)., India wants to know how can I get a foreign service in favour of my education?.If you help me for given details information.,I'll be great full for ever..God bless uuuu

  • @mehedihasannehedihasan473
    @mehedihasannehedihasan473 2 месяца назад

    আপু সুইজারল্যান্ড পড়াশোনা করতে আসলে ভালো হবে বলবেন আপু

  • @bestdeals5236
    @bestdeals5236 2 месяца назад

    ইউরোপ নাকি আমেরিকা কোনটা বসবাসের জন্য ভালো?

  • @mohsinmostafatopu5977
    @mohsinmostafatopu5977 2 месяца назад

    অস্ট্রিয়াতে যাইতে চাই। অস্ট্রিয়ার ব্যাপারে কোন তথ্য দিলে উপকার হইতো। ধন্যবাদ

  • @dynamicautomobiles7409
    @dynamicautomobiles7409 2 месяца назад

    Apu ame full family nie Europe jete cai.
    Aktu information dorkar chilo
    Please

  • @mamunrashid6783
    @mamunrashid6783 5 месяцев назад

    বাবা-মা কেও পরিবারের সাথে নিয়েই কোন দেশে দ্রুত স্থায়ী হওয়া যাবে সেটাও জানতে চাই

  • @imamuddin6177
    @imamuddin6177 5 месяцев назад

    Apu ami medalist Bahrain aci...... Akhon tourist te Europe aste chai..... Kon deshe gele amr jonno balo hobe aktu janaben plz plz plz

  • @medianews9807
    @medianews9807 3 месяца назад

    আপা আমি খুলনা থাকি। আমি ইউরোপ কান্ট্রিতে যেতে চাই। আমাকে হেল্প করা যাবে প্লিজ?

  • @AMMuneer-qy7un
    @AMMuneer-qy7un 2 месяца назад +1

    আপা আমি মালদ্বীপ থাকি,, মালদ্বীপ থাকা অবস্থায় জারমানে একজন কাপলের সাথে দলখাহয় কথা হয়,ওরা খুবই ভালোমনের মানুষ

    • @shameemhosan65
      @shameemhosan65 Месяц назад

      আসসালামু আলাইকুম , আপনি মালদ্বীপ কত বছর আছেন , কি করেন। please আপনার মোবাইল নামবার টা দিলে কথা বলতাম । আমি মালদ্বীপ আসার জন্য এজেন্সির সাথে কথা বলতেছি। আপনার সাথে কথা বললে অনেক অনেক উপকার হইত ।

  • @rjrubelsr5418
    @rjrubelsr5418 5 месяцев назад

    আপনি এগুলো সব দেশে ট্যাভেল করছেন আপু?🇲🇾💐

  • @italysvlog9549
    @italysvlog9549 Месяц назад

    Netherlands 🇳🇱 and Norway 🇳🇴 Denmark 🇩🇰 PR or Citizenship kub kothin hoi na bollei chole.

  • @বাংলা_ফ্যাশন_92

    আপু আমি দুবাই তে থাকে কিন্তু আমি নেদারল্যান্ডে যেতে চাই কাজের ভিসায় কিভাবে যেতে পারি আমাকে একটু বলবেন কি

  • @SubornaAkther-ic6vn
    @SubornaAkther-ic6vn 2 месяца назад

    আপু এসব দেশে যাওয়ার সিষ্টেম কেমনে কি করতে হয়,,,একটু জানাবেন

  • @AMMuneer-qy7un
    @AMMuneer-qy7un 2 месяца назад

    আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলো,,হয়নি ওরা দেশে যাওয়ার পর র যোগাযোগ নাই,,আমি এখন ও মালদ আছি

  • @AMMuneer-qy7un
    @AMMuneer-qy7un 2 месяца назад

    আপা আচ্ছালামুয়ালাইকুম,, আপা আপনি কেমন আছে,আপনার ভিডিও গুলো দেখি খুব ইনজয় করি

  • @MunnuIslam-t7d
    @MunnuIslam-t7d 2 месяца назад

    আপু আসসালামু আলাইকুম এসব দেশে কি ভাবে জাওয়া জায় আর খরচ কেমন।

  • @saibalchakraborty9798
    @saibalchakraborty9798 4 месяца назад

    I am an Indian Bengali, aged 59 ,is there any scope for me at this age to move to sny of these Countries. I wS earlier in a Global job and worked in Sweden. Please help me with input. Thake care

  • @sanjidachowdhury
    @sanjidachowdhury 3 месяца назад

    Norway & Netherlands somporke details jante chai. Plz video banao Apu....

  • @tahiaafrin5638
    @tahiaafrin5638 3 месяца назад

    নেদারল্যান্ডে ফারমাসিস্ট দের সুযোগ সুবিধা কেমন হবে?

  • @RuhanaAkhtar-qz2he
    @RuhanaAkhtar-qz2he 5 месяцев назад

    Apu tomar basha ta khulnar kothay? Ami rupshar meye Dhaka thaki. Tumi chole japyar age ami ekbar tomar shathe dekha korte chai please apu

  • @NeelaDeb-l7u
    @NeelaDeb-l7u 3 месяца назад

    Portugal e kivabe spouse niye jabo, sekhane ki work permit hoy

  • @ShammiIslam-n8e
    @ShammiIslam-n8e 5 месяцев назад

    Apu Germany te ki with spouse fly kora somvob nh.. Work visa ba student visay?

  • @kazisultanarajializa2529
    @kazisultanarajializa2529 2 месяца назад

    আমি আমার স্বামী ও সন্তান নিয়ে বিদেশে যেতে চাই।কী করতে হবে?

  • @Imranhasanofficial0.1
    @Imranhasanofficial0.1 5 месяцев назад

    আপু দেশ গুলোতে যাওয়ার জন্য কী ভাবে এপলায় করতে হবে?

  • @sabbih15
    @sabbih15 Месяц назад

    Check out Ireland. If you finish a full-time one year long Masters course in IT, you can get two years graduate visa to live and work full-time. This allows to find any IT related jobs and obtain a critical skills employment permit for two year, then green card straight away. And it’s very easy to get an IT job in Ireland if you’re not a dambass. Same applies for Doctors and Chartered Accountants. Irish are the friendliest people in Europe. They’re more casual than the other Europeans who are a bit closed kind of people.

  • @UNAS2000
    @UNAS2000 Месяц назад +1

    ২০২৪ সালে যদি কারো পরিবার না থাকে, তবে তিনি কোনো কোন দেশে মুভ কর্তে পারবেন, সেটি যদি দয়া করে জানান।

  • @ropaliakter9469
    @ropaliakter9469 4 месяца назад +1

    Ey 5ta desh nea kon agency r sathe kaj korle valo guideline pabo plz bolben

  • @md.saifulislam2375
    @md.saifulislam2375 5 месяцев назад +3

    আপু আপনার আঞ্চলিক ভাষায় কথা বলা সুন্দর লাগে

  • @sajalkumardasanik1448
    @sajalkumardasanik1448 5 месяцев назад

    আপু, আমার কিছু তথ্য প্রয়োজন ছিল।আমি কি আপনার সাথে একটু যোগাযোগ করতে পারি,প্লিজ।

  • @ohedopl3912
    @ohedopl3912 Месяц назад

    দিদি আমি সব সময় তোমার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে আমার বাড়িও খুলনাতে

  • @SalmaBegum-s2n
    @SalmaBegum-s2n 3 месяца назад

    Valo hoto bolle ki visa jawa jabe IELTS lagbe ki na

  • @AMMuneer-qy7un
    @AMMuneer-qy7un 2 месяца назад

    আপা আপনি আমাকে একটু দয়া করেন,,কখন কার উপকারে মানুষ উপরে উটে বলাযায়না,আপা আপনি আমাকে একটু সহযোগিতা করেন,,পিলজ আপনা পায়ে পরি,,একটু উত্তর দেন

  • @SPROBD
    @SPROBD Месяц назад

    তোমাকে যতই দেখছি ততোই ভালো লাগে❤

  • @mdhasib1409
    @mdhasib1409 2 месяца назад

    Apu all Bangladesh City Army or Student er and others place niraporta deoar jonno tohol sena Army set kora dorker becuse Cityte bibhinno sthane khoy khoti rupe dekha diase. Bijoyer por akhon niraporta proyojon. Ay lekhati apner sokolke janaben. Ki for our Motherland. Save the people. For the people. Amader Near Moshzid er nikot hura huri sobdo

  • @SyedaNabiyah
    @SyedaNabiyah 5 месяцев назад

    Apu,
    Netherlands e Master’s student visa te job paoa jasse na,
    Is it true?
    If I want to do IT job, can I?
    Please, inform.

  • @biswaranjanmistry3556
    @biswaranjanmistry3556 5 месяцев назад

    I'm in Romania with valid TRC. Can you share any agency from Germany by which I can move to Germany in the legal way?

  • @sowrovhasmeer9848
    @sowrovhasmeer9848 4 месяца назад

    Apu kto tk lagce apnr Germany te jaite?

  • @khusumaca1038
    @khusumaca1038 2 месяца назад

    আপু আপনি কোন দেশে থাকেন?

  • @Mehjabinnnnnnn
    @Mehjabinnnnnnn 3 месяца назад

    আপু বাবা-মাকে নিয়ে কোন দেশে যেতে পারবো?

  • @susmitasarkar8406
    @susmitasarkar8406 Месяц назад

    Parents niye kon country te shift howa jay?

  • @PriyoKulaura1
    @PriyoKulaura1 Месяц назад

    আনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে

  • @tanbirshovon5492
    @tanbirshovon5492 3 месяца назад

    We know all of this info. Please tell in details how to get visa

  • @mujahidmarjahanblog3447
    @mujahidmarjahanblog3447 2 месяца назад

    কোন দেশে কাগজপত্র তাড়াতাড়ি হয় আপু,

  • @learnwithmitu1814
    @learnwithmitu1814 4 месяца назад +1

    মা,বাবা,বোন‌কে নি‌য়ে সে‌টেলড হবার জন্য বেস্ট দেশ কোনটা?

  • @SSUKBD
    @SSUKBD 3 месяца назад

    Why not UK? 🇬🇧 England is a lovely country to raise your family with kids.

  • @ratul7149
    @ratul7149 5 месяцев назад

    German যেতে আপনার কত টাকা খরচ হয়েছে।

  • @MrJjmamun
    @MrJjmamun 5 месяцев назад +3

    1. Portugal
    2. Finland
    3. Denmark
    4. Norway
    5. Netherland

  • @daliadoll9028
    @daliadoll9028 5 месяцев назад

    Apu Tomar Sathe kivabe jogajog Korte pari? Plz janio

  • @MDRohul-dj5et
    @MDRohul-dj5et 5 месяцев назад +1

    Do you provide PR in Sure Netherlands?

  • @md.muziburrahman-gz4gj
    @md.muziburrahman-gz4gj 2 месяца назад

    অস্ট্রিয়া দেশের বিষয় সম্পর্কে যদি একটু বলেন

  • @aminurrahman632
    @aminurrahman632 3 месяца назад

    জার্মানিতে স্টুডেন্ট ভিসাই যাওয়ার পর যদি স্ত্রীকে নিই, স্ত্রী কি কাজ করতে পারবে? ধন্যবাদ আপু।