Malay vasa .মালয়েশিয়ান ভাষায় রোগ ব্যাধি সমূহ- Easy Bangla to Malay

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • এই ভিডিওটা তৈরি করা হয়েছে... বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং কিভাবে ডাক্তারকে বুঝিয়ে বলতে হবে সেই বিষয় নিয়ে। এটার দ্বিতীয় পার্ট (গোপন রোগ ব্যাধি নিয়ে হবে)

Комментарии •

  • @RafikulIslam-lz4yh
    @RafikulIslam-lz4yh 5 лет назад +28

    দুই বছরে কিছুই শিখতে পারিনি,, আপনার ভিডিও দেখে মনে হয় অল্প দিনই অনেক কিছু শিখতে পারবো।৷ আপনাকে অনেক ধন্যবাদ

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  5 лет назад +14

      মন থেকে আপনার জন্য শুভকামনা রইল। আমিও প্রথমে কিছু জানতাম না। এটা আমাদের মায়ের ভাষা নয়। তাই আমাদের একে অপরকে শেখানো উচিত। আমরা প্রবাসীরা একে অপরকে সহযোগিতা না করলে কখনোই আমরা ভালো কিছু করতে পারবোনা।
      বাস্তব কথা বলতে আমরা বাঙালিরা খুবই narrow-minded.
      সহজে একজন আরেকজনকে কিছু শেখাতে চাই না।
      কেউ একটু ভালো উদ্যোগ নিলে তাকে আমরা দাবিয়ে দেওয়ার চেষ্টা করি।
      আমি প্রথমে বাংলাদেশিদের কাছ থেকে শিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি।
      পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে শিখেছি। তবে আমি মনে মনে ঠিক করেছি... আমি প্রমাণ করে দেবো সব বাংলাদেশি narrow-minded নয়। ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ

    • @shahedbinsoton7711
      @shahedbinsoton7711 2 года назад

      ইনশাআল্লাহ

    • @al-mamunxr852
      @al-mamunxr852 4 месяца назад

      ভাই মালয়েশিয়া ১ বছর হয়েছে। আপনার ভিডিও মাঝে মাঝের দেখে ব্যাসিক কিছু শিখতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে সম্পুর্ন শেখার জন্য কত নাম্বার Episode থেকে দেখলে ভাল করে শিখা যাবে..??? ​@@EasyBanglatoMalay

  • @OppoAs-qr6mt
    @OppoAs-qr6mt 4 года назад +5

    স্যার,আপনার শিক্ষা দেওয়া যে রকম সুন্দর,তেমনি আপনার মন মানসিকতা আরো সুন্দর।

  • @JowelRana-ez4yb
    @JowelRana-ez4yb 2 года назад +2

    প্রিয় ভাই আমার যে মা, আপনাকে গর্ভে ধারণ করেছে। অবশ্যই সে মা খুবই ভাগ্যবতী। তবে এখানে পুরো কৃতিত্বটা মহান প্রভুকে দেওয়াই বাঞ্ছনীয়। কারণ মহান মালিক যদি আপনার প্রতি সহায়ক না হতো, তাহলে হয়তোবা আপনার মতো এমন একজন নিঃস্বার্থ, সৎ, দয়ালু মানুষের দেখাই পেতাম না।
    আপনি আমাদের অনলাইনের মাধ্যমে যে সেবা দিতেছেন।আমার জীবনে খাতা কলমে ও শিক্ষকদের কাছ থেকে এমন সেবা কখনো পাইনি।
    তবে কথা আর বেশি বাড়াবো না একটা কথাই বলবো। যদি মহান মালিক আমাকে কৃপা করে তাহলে আপনার মাধ্যমে আপনার মাকে গিয়ে এক দিন সালাম করার সৌভাগ্য যাতে আমার হয়।
    আর আমার নিজের কথা বাড়িয়ে না,ই, বললাম তবে এত টুকুই বলি আপনার চ্যানেলের মাধ্যমে আমি এখন এতটাই পারদর্শী হয়েছি যা, ভাষায় প্রকাশ করার মতো না। তবে মহান মালিক যদি সহায়ক হয় তাহলে কিন্তু বেলানজাটা হবে আমার পক্ষ থেকে আপনার প্রতি।
    লাভ U প্রিয় ভাই আমার।
    ইতি,
    আপনার ছাএ জুয়েল প্রধান

  • @MdEaminIslam-
    @MdEaminIslam- Год назад +1

    ইনশাআল্লাহ শেখার চেষ্টা
    আল্লাহ কবুল করুক
    দোয়া চাই সকলের কাছে

  • @nextday6779
    @nextday6779 4 года назад +4

    আমার সাত বছর পূর্ণ হতে চলেছে ভাই। কিন্তু আমি অনেক প্রয়োজনীয় ভাষা গুলো শিখতে পারিনি বা জানতে পারি নাই। আমি আপনার ভিডিও চিত্র এর একজন নিয়মিত দর্শক। এখন আলহামদুলিল্লাহ অনেক এগুতে পেরেছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা বড় ভাই।

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 года назад +1

      আলহামদুলিল্লাহ। আমার সবথেকে বড় পাওনাগুলো আপনাদের দোয়া | আমি মারা যাওয়ার পরেও ইনশাআল্লাহ অনেকে এই ভিডিও থেকে উপকৃত হবে ৷

  • @nextday6779
    @nextday6779 4 года назад +2

    আমি অনেক অনেক উপকৃত হয়েছি আপনার ভিডিও চিত্র থেকে। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আগামী দিন গুলির জন্য শুভ কামনা রইল বড় ভাই। আসসালামুয়ালাইকুম । ভালো থাকবেন

  • @sarfinsarkar8462
    @sarfinsarkar8462 2 года назад +1

    আপনার সব গুলো ভিডিও প্রথম থেকে ১৯০পর্ব পর্যন্ত দেখেছি,তার পড়ও এখন আবার নতুন করে প্রথম থেকে দেখা শুরু করলাম।

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  2 года назад

      😯♥️♥️ শারফিন সরকার ভাই .. আমার অন্তর থেকে দোয়া রইল আপনার জন্য

  • @alc.rabbi.gaming1231
    @alc.rabbi.gaming1231 Год назад +1

    আসসালামুয়ালাইকুম ভাই আমি মালয়েশিয়া তে এক বছর আসছি
    আসার পর থেকেই আমি আপনার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি
    তাই আমি আবার আপনার ভিডিও প্রথম থেকে দেখা শুরু করলাম
    ইনশাআল্লাহ সব ভিডিও দেখার পরে যেনো আমি পুরোপুরি কোচ টা কমপ্লিট করতে পারি দোয়া করবেন আপনি ❤️✅
    আর আপনার জন্য সবসময় দোয়া করি

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад

      অলাইকুম আসসালাম ৷ অবশ্যই হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি ভাইয়া ৷
      আমি আশাবাদী আপনি নিজে শিখে সেই জ্ঞান অন্যের ভালোর জন্য ব্যবহার করবেন ৷ বেশি না হোক কিঞ্চিত মাত্র হলেও নিজের সাধ্য মতো মানুষের উপকার করবেন ৷

  • @ProbashThekeBolsi
    @ProbashThekeBolsi Год назад

    আপনার ভিডিও গুলো যে কতো ভালো হয় কত সুন্দর করে আপনি বুঋিয়ে থাকেন তা কখনো আমি বুঋাতে পারবো না ভাই,,,, ধন্যবাদ আপনার,,, আল্লাহ যে আপনাকে সব সময় সুস্থ রাখে এই কামনাই করি আপনার জম্য,,,,

  • @DARIAASHAD
    @DARIAASHAD 11 месяцев назад

    ইন শা আল্লাহ নতুন ভাবে শুরু করলাম এই রমজান মাসেই শিখতে হবে।।।।।❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdfazlulhaque6212
    @mdfazlulhaque6212 Месяц назад

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে স্যার।

  • @ProbashThekeBolsi
    @ProbashThekeBolsi Год назад

    আসসালামু আলাইকুম ভাই,,,
    আসা করি আপনি ভালো আছে,,, আর আপনি যদি ভালো না থাকেন কাকে তা হলে আল্লাহ ভালো রাখবে,,,
    আপনি মানুষ কত বড় উপকার করতেছে ওরে আল্লাহ,,,, যাই হোক ভাই,,, আমি আপনার নতুন একটা ছাত্র,,, আসকে থেকে আমি আপনার ১ম ভিডিও থেকে ভাষা শিক্ষা শুরলাম ইনশাআল্লাহ,,,

  • @nextday6779
    @nextday6779 4 года назад +3

    ভাষা শিক্ষা যত গুলো চেনেল আছে।
    আমি হলফ করে বলতে পারি আপনি all the best bro . and all the best to you bro.

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 года назад

      Thank you so much dear. দোয়া করবেন ভাইয়া ৷

  • @jibon4616
    @jibon4616 5 месяцев назад

    First theke dekha suru korlam

  • @rimonvideo9853
    @rimonvideo9853 4 года назад +9

    ভাইয়া লাস্ট থেকে পাস্ট পর্যন্ত সব ভিডিও দেখবো, ইনশাআল্লাহ

  • @mohammadazammunshi
    @mohammadazammunshi 4 года назад +1

    আজ থেকে আমি আপনার এক জন নিয়মিত ছাত্র

  • @MdkamrulislamKamrul-i9i
    @MdkamrulislamKamrul-i9i 6 месяцев назад

    ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে ❤🎉

  • @সরদারকৃষিখামার

    ভাই আমি আপনার ভিডিও কিছু দিন ধরে দেখতেছি। কিন্তু আমার মাথায় ভালো ঢুক তেছে না। কিন্তু আমার মনে হয় আপনি যে ভাবে বোঝান আমি এক সময় সিখতে পারবো ইনশাআল্লাহ। তাই এখন প্রথম থেকে সব ভিডিও দেখবো এই সিদ্ধ্যান্ত নিছি।,,,,

  • @MdSuqurali-f4o
    @MdSuqurali-f4o 6 месяцев назад

    ভাইয়া আমি মালয়েশিয়াতে ৭😮বছর হলো থাকি 😅আমি আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ ওখানে দূরে গিয়ে গিয়েছি 😊কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার এই ভিডিওর লাস্ট থেকে প্রথম পর্যন্ত দেখার চেষ্টা করব 😊ইনশাআল্লাহ 😊তাই আমার এই কমেন্ট আপনার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও 😊সেখান থেকে শুরু করলাম

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 месяца назад

      ধন্যবাদ প্রিয় ভাই

  • @mdnoyonislam4907
    @mdnoyonislam4907 6 месяцев назад

    দোয়া করবেন ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি অল্প দিনেই মনোযোগ সহকারে দেখতছি শিখে যাবো ইনশা'আল্লাহ

  • @mdnazmolhossen6612
    @mdnazmolhossen6612 Год назад

    Masaallah vhaijan ballaglo 🤗🥰

  • @mdjesanuralomtanvir
    @mdjesanuralomtanvir 2 года назад +1

    মিরাজ ভাই আমার সালাম নিবেন আসা করি আপনি ভালো আছেন ভাই আমি নতুন মালোশিয়া যাচ্চি কিন্তু ভাষা জানি না এখন আপনার এই বিডিও গুলো দেখে শিখতে চাই ভাই আপনি অনেক সুন্দর করে বুঝান ভাই আমি আগে শব্ধের অর্থ শিখতে চাই

  • @mahedihasanshishir3763
    @mahedihasanshishir3763 4 года назад +3

    অসাধারণ ভাইয়া চালিয়ে যান ইনশাআল্লাহ পাশে থাকবো

  • @MdParveshossain-t6t
    @MdParveshossain-t6t Год назад

    Ajke soro teke deka soro korlam insallha sob ses korbo ❤tobe onek age teke majkan teke vedio dekteci ajke cinta korlam.soro teke deke asi❤❤

  • @randommizan4199
    @randommizan4199 3 года назад +1

    beat of luck sir

  • @nttojibnttojib2629
    @nttojibnttojib2629 9 месяцев назад

    মাশাআল্লাহ ❤❤❤

  • @yeunusbinsolaiman3208
    @yeunusbinsolaiman3208 2 года назад +1

    Zazakallah Kahyer

  • @rm11tv90
    @rm11tv90 3 года назад

    খুবই উপকারী ভিডিও ভাই।

  • @MdBabul-jz2ec
    @MdBabul-jz2ec 2 года назад

    ভাই আপনার বলার ধরন,বাচনভঙ্গি খুবই সুন্দর, হাসিটাও মিষ্টি।

  • @mukulruich
    @mukulruich 4 года назад +1

    আপনার প্রথম ভি‌ডিও থেকে দেখা শুরু করলাম আশা ক‌রি আপনার সব ভি‌ডিও দেখ‌বো ।

  • @user-md.faruk730
    @user-md.faruk730 9 месяцев назад

    আপনার জন্য মন থেকে দুয়া করি ভাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক ❤

  • @hafchhaaktermim651
    @hafchhaaktermim651 2 года назад

    আল্লাহ আপনাকে মানুষের সাহায্য করার আরো তৌফিক দিক💞💞💞💞

  • @Anwar_88
    @Anwar_88 2 года назад

    অনেক ধন্যবাদ ব্রাদার আপনার ভিডিও আমি দেখি অনেক ভালো লেগেছে আমি লাস্ট থেকে দেখা শুরু করেছি ইনশাআল্লাহ মালাই ভাষা শিখে ফেলবো, আমি স্পাউস সাথে দুই বছর একসাথে থাকার পরও তেমন মালায়ু তেমন একটা শিখতে পারিনি তারা পারিবারিকভাবে মালয় এবং ইংরেজি ভাষায় কথা বলে & মজার বিষয় হচ্ছে আমার সাথে সবাই ইংরেজিতেই কথা বলে শিখব কিভাবে 😇
    ইনশাল্লাহ আপনাকে একটা ট্রিট দিবো আগে একটু রপ্ত করেনেই মালয়েশিয়ায় আসব দেখা করবে ইনশাল্লাহ আপনার জন্য একটা ট্রিট থাকবে।
    আপনাকে আমি ব্যক্তিগত কন্টাক্ট নাম্বার দিতে পারি আর কোনো কারণে যদি সিঙ্গাপুর সফরে আসেন অবশ্যই একটু নক করবেন।

  • @creatorsearch505
    @creatorsearch505 2 месяца назад

    আমি ও ভাই আজ থেলে শুরু করলাম❤❤

  • @IqIq-ro4um
    @IqIq-ro4um 6 месяцев назад +1

    Thank you vai

  • @mosharrafhossin5413
    @mosharrafhossin5413 4 года назад +1

    আপনার প্রতি দোয়া রইল আমার

  • @jahid9585
    @jahid9585 Год назад

    Thanks for the video

  • @MdAshrafulIslam-yg4ku
    @MdAshrafulIslam-yg4ku 9 месяцев назад

    লাস্ট থেকে সুরু করলাম🥰

  • @mdnajmul22455
    @mdnajmul22455 Год назад

    আমার এই পচাঁ মাথায় কিছুই ঢুকেনা ,তারপরও যতোটুকু সম্ভব চেষ্টা চালাবো,সেই ভাবনা থেকে আবার নতুন করে প্রথম থেকে দেখা শুরু করলাম। গ্রুপের সবাই আমার জন্যে দোয়া করবেন যেনো শিখতে পারি । বিশেষ করে উস্তাদ মিরাজ ভাই ,মিলন কবির এবং পারভেস হাসান ভাই

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад +1

      মনোবল টাই আসল ভাইয়া ৷
      আমার নিজের চোখে দেখা বেশ কয়েকজন বাংলাদেশী ভাইয়া আছে ৷
      যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখা শুরু করেছে এইমাত্র তিন মাস হবে ৷
      তাদেরকে কোন একটা ভাই নিজের হাতে ধরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিল ৷
      তারা মালয়েশিয়াতে প্রবেশ করার দিন থেকেই অনেক ভালো মালয়েশিয়ান ভাষা বলতে পারতেছে ৷
      এবং তাদের বস মনে করেছে তারা মালয়েশিয়াতে আগে ছিল ৷
      তারা এই বেশ কয়েকজন এটা প্রমাণ করে দেখিয়েছে .. ইচ্ছা থাকলে আসলেই উপায় হয় ৷
      আমি মন খুলে দোয়া করি আপনার জন্য ৷ আপনিও পারবেন ইনশাল্লাহ

  • @EtcTvMedia
    @EtcTvMedia 4 года назад

    Nice aigia jan

  • @khyrul
    @khyrul Год назад

    Love you brother 💞

  • @MdAbir-em1dp
    @MdAbir-em1dp 9 месяцев назад

    Brather I Love You 💖💖💖✨

  • @SUMONBLOCK8486
    @SUMONBLOCK8486 6 месяцев назад

    নতুন করে আবারও দেখা শুরু করলাম।
    কারণ মালয়েশিয়ায় মালয় ভাষা ছাড়া জীবনটা অচল।
    জুলাই ২০/২০২৪ ইং

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 месяца назад

      আলহামদুলিল্লাহ ভাই

  • @asrafulislamshajib1277
    @asrafulislamshajib1277 4 года назад

    Nice brother

  • @jamirjony4783
    @jamirjony4783 4 года назад

    Nice really

  • @Jamalhossain2023
    @Jamalhossain2023 4 года назад +2

    অসংখ্য ধন্যবাদ ভাই

  • @mdhafij3573
    @mdhafij3573 3 года назад

    আমি আপনার ভিডিও গুলো সব দেখি

  • @nillprajapoti1367
    @nillprajapoti1367 2 года назад

    মাশাআল্লাহ

  • @mdruhulamin7332
    @mdruhulamin7332 3 года назад +3

    আসসালামুয়ালাইকুমবুঝি নাই আগে লেখাগুলা ফাস্ট এর ভিডিও গুলোএই ভিডিওগুলা যদি এখন নতুন করে লিখি আবার দিয়ে দিতেন তাহলে সবার জন্য ভালো হতো বুঝতে পারতাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 года назад

      হ্যাঁ ভাইয়া দিব ৷ এগুলোকে আরো সুন্দর করে ঝালাই করে চকচকা বানাবো ৷

  • @nurhossainsekh9070
    @nurhossainsekh9070 11 месяцев назад

    Thank you bro ❤❤❤

  • @mdjoyahmed9314
    @mdjoyahmed9314 Год назад +1

    ভাই তিন বছর আগের এই ভিডিও
    আরো এমন‌ অনেক ভিডিও আছে যা এখনো দেখার সুযোগ হয় নাই সময় এর কারণ এ
    আর একটা বড় সমস্যার কারণে
    কারন টা হলো আপনার ভিডিও দেখতে গেলেই অনেক ঘুম ধরে 🥱🥱

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад +1

      ভাইয়া তাহলে আমি ভিডিওর মধ্যে পাঁচ মিনিট পর পর এলার্ম বাজিয়ে দিলে কেমন হয় ? 😹

    • @mdjoyahmed9314
      @mdjoyahmed9314 Год назад +1

      @@EasyBanglatoMalay আইডিয়া টা খারাপ না কিন্তু এলার্ম বাজায়লে অন্য সব মানুষের সমস্যা হবে
      সবাই ভিডিও দেখবে নাকি এলার্ম দেখবে
      এইভাবেই যতো টুকু শিখতে পারি ভাই দোয়া করবেন আমার জন্য

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад +1

      🥰😁

  • @Published22
    @Published22 Год назад

    প্রথম এপিসোড থেকে শুরু করলাম। মালেশিয়া থেকে........

  • @MdAlamin-fm1wr
    @MdAlamin-fm1wr 4 года назад

    অনেক সুন্দর আলহামদুলিল্লাহ

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 года назад

      ধন্যবাদ ভাইয়া, ❤️❤️❤️❤️

  • @Published22
    @Published22 Год назад

    মালয়েশিয়া ভাষায় রোগব্যাধির নামসমূহঃ প্রথম পর্ব -
    রোগব্যাধি - Penyakit
    ব্যাথা - Sakit (অসুস্থ)
    ক্ষত - Luka
    ফোলা - Bengkak
    আমার হাত ফোলে গেছে - Saya Punya Tangan Sudah Bengkak
    হাত - Tangan
    আমার হাতে ব্যাথা - Saya Punya Tangan Sudah Sakit
    কারণ ছুরিতে লেগে ক্ষত হয়েছে - Sebab Sudah Lukah kena pisau
    আমার হাতে ব্যাথা কারণ ছুরিতে লেগে ক্ষত হয়েছে বা কেটে গেছে - Saya punya tangan sakit sebab sudah lukah kena pisau
    এখানে, ক্ষত হওয়া, কেটে যাওয়া, কোনো কিছুর স্বীকার হওয়াকে kena বলা হয়। যেমনঃ Saya kena tipu - আমি মিথ্যার স্বীকার হয়েছি।
    Tipu - মিথ্যা
    Sebab - কারণ
    Sudah - ইতোমধ্যে
    Pisau - ছুরি বা চাকু
    চুলকানি - Gatal
    চুলকানো - Garu
    চুলকা চুলকি করা - Garu Garu
    জ্বর - Demam
    আমার অনেক জ্বর - Saya banyak demam
    Saya Punya - আমার
    Demam panas - গরম জ্বর
    Banyak - অনেক
    কাশি - Batuk
    বুক - Dada
    কারণ - Sebab
    আমার বুকে ব্যাথা কারণ অনেক কাশি হচ্ছে - Saya sakit dada sebab banyak Batuk
    ক্বফ - Kahak
    ক্বফ বা কাশির সাথে রক্ত বের হয় - Keluar darah dengan kahak/ Batuk
    বের হওয়া - Keluar
    রক্ত - Darah
    সাথে - Dengan (Dengan - সাথে। এখানে N এর পরিবর্তে R বসালে হবে Dengar যার অর্থ শোনা)
    স্বর্দি - Selsuma
    স্বর্দির পানি - Air hidung
    পানি - Air
    নাক - Hidung (এই Hidung কে অনেক ক্ষেত্রে Himus বলা হয়ে থাকে)
    আমার নাক বন্ধ হয়ে গেছে - Saya Punya Hidung sudah sumbat
    আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া - Sumbat (এই বন্ধ হয়েযাওয়া বা আটকে যাওয়াকে আবার Tutuk বলা হয় কোনো প্রকার জলাশয়ের ক্ষেত্রে)
    ডায়রিয়া - Cirit Birit
    পায়খানা - Berak
    মল - Tahi
    পাতলা পায়খানা - Berak Cair (পাতলা - Cair পানীয়)
    পারিনা - Tak Boleh
    ঘুম - Tidur
    বেলা - Waktu
    রাত - Malam
    রাতে ঘুমাতে পারিনা - Tak boleh tidur waktu malam
    দোয়া - Doa
    দোয়া করা - Berdoa
    আপনারা সবাই - Awak Semua
    সুস্থ - Sihat
    সবসময় - Selalu
    আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন - Saya berdoa awak semua sihat selalu
    ❤❤❤❤

  • @OppoOppo-qr9tj
    @OppoOppo-qr9tj 3 года назад +2

    Terima kasi banyak banyak abang

  • @mdsulaiman9931
    @mdsulaiman9931 Год назад

    ধন্যবাদ ভাই

  • @heromin4980
    @heromin4980 4 года назад

    Nice bro

  • @snshahin-gp4jx
    @snshahin-gp4jx Год назад

    🥰🥰🥰

  • @rupalibangla1587
    @rupalibangla1587 3 года назад

    আসসালামু আলাইকুম কলিজার ভাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত অনেক ভালো একটা প্রশ্ন ছিল আমরা জানি পাপ কে dosa বলা হয় সাওয়াব বা পূর্ণ কে কি বলা হয়

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 года назад +1

      ওয়ালাইকুম আসসালাম | সওয়াব = pahala পাহালা

  • @ftbeeftbee9769
    @ftbeeftbee9769 3 года назад +1

    মুদি দোকানের উপরে ভিডিও করলে ভালো উপকার হতো।

  • @করুনইউসুফখন্দকার

    Ami apnar sobgula videor sobgula sentence sikhe nibo.. But amar ekta onurud বিপরীত শব্দ দিয়ে একটা বিভিও করবেন। আশা করি বিভিওটা বড় করবেন

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 года назад

      খুব সুন্দর একটা সাজেশন দিয়েছেন ৷
      আপনার কথা মত খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ

  • @MdHARUN-pt5xh
    @MdHARUN-pt5xh 3 месяца назад

    প্রথম থেকে শুরু করলাম

  • @mdtasin0125
    @mdtasin0125 3 года назад

    Nice

  • @MubinAhmed179
    @MubinAhmed179 Год назад

    ❤️😍

  • @joynulabedin9908
    @joynulabedin9908 Год назад

    ❤❤❤

  • @MD.FERDAUSISLAM-bq2xm
    @MD.FERDAUSISLAM-bq2xm 5 месяцев назад +1

    ভাইয়া আমার বন্ধুর প্রস্রাবে জালা পোরা তিনি ডক্টরের কাছে কি বলবে । তিনি মালয়েশিয়া নতুন

  • @MdNasim-uw6sd
    @MdNasim-uw6sd 4 года назад +1

    ভাই ভিডিওর আকার আরও একটু ছোট করলে ভালো হতো।

  • @sadekmiah1403
    @sadekmiah1403 Год назад

    আমি প্রথম থেকে দেখে শেষ প্রযনৃত দেখে শিখবো

  • @VivoY-eg3qp
    @VivoY-eg3qp 2 года назад

    চোখের সমস্যা নিয়ে ভিডিও দিবেন,আশাবাদী

  • @Imxakir
    @Imxakir 3 года назад +1

    Thank you so much bro ❤️

  • @ftbeeftbee9769
    @ftbeeftbee9769 3 года назад +1

    মালয়েশিয়ায় মুদি দোকানে কাজের জন্য বিভিন্ন ভাষার উপর ভিডিও করলে ভালো উপকার হবে।

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 года назад +1

      চ্যানেল এর ভিতরে অন্যান্য ভিডিওগুলো একটু চেক করে দেখুন ৷
      কেনাকাটা এবং খাদ্য দ্রব্যের নাম নিয়ে ভিডিও তৈরি করা আছে ৷

    • @ftbeeftbee9769
      @ftbeeftbee9769 3 года назад

      @@EasyBanglatoMalay thanks

    • @ftbeeftbee9769
      @ftbeeftbee9769 3 года назад

      Thanks

  • @rajaulkarim3213
    @rajaulkarim3213 3 года назад

    আসসালামু আলাইকুম
    আমি আপনার ভিডিও দেখে মালায় ভাষা শিখার চেষ্টা করতেছি।
    আপনার যদি সময় হয়।তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।
    আপনি যদি মনে থেকে চান আর কি!

  • @harunurrashid4484
    @harunurrashid4484 3 года назад

    Thanks

  • @MdHARUN-pt5xh
    @MdHARUN-pt5xh 3 месяца назад

    ধন্যবাদ

  • @mdjesanuralomtanvir
    @mdjesanuralomtanvir 2 года назад

    ভাই ভিবিন্ন বাক্য দিয়ে বিডিও তৈরি করুন

  • @Shakibhasan-n8e
    @Shakibhasan-n8e 2 месяца назад +1

    কৃমি কে কি বলে ভাইয়া যদি একটু বলেন

  • @babusaheb34
    @babusaheb34 4 года назад

    Thanks vai. Taiping. Malaysia

  • @mdjesanuralomtanvir
    @mdjesanuralomtanvir 2 года назад

    আসা করি, প্রিয় ভাই আপনি আমাকে সহযোগিতা করবেন আসা রাখি কোন শব্ধের অর্থ কি এবাবে যদি শিখতে পারি তাহলে আশাকরি আমি পারবো ইনশাআল্লাহ্

  • @shaminshamin8981
    @shaminshamin8981 3 года назад

    স্যার, আমরা অনেক সময় মাছ পানিতে ভিজিয়ে রাখি রান্না করার জন্য, কাটার সময় যুলহা বের হয় যা পিচ্ছিল যদিও পিচ্ছিল হল licin কিন্তু যুলহা কে কি বলে।

  • @mdrakiballhassan2184
    @mdrakiballhassan2184 6 месяцев назад

    ভাই আপনার জন্য দোয়া ছাড়া কিছু করতে পারিনা।

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 месяца назад +1

      ভাই এই দোয়াটাই আমার জন্য যথেষ্ট |

  • @amranmiahmiah9650
    @amranmiahmiah9650 4 года назад

    কাজের বেলা। যে ভাষা গুলো ব্যবহার হয়। এরকম একটা ভিডিও বানান।

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  4 года назад

      অলরেডি আছে ভাইয়া চেক করুন

  • @MdSaifulislam-fq1iz
    @MdSaifulislam-fq1iz 2 года назад

    ভাই আমি নতুন তাই প্রথম থেকে শুরু করলাম

  • @nesarhossain7590
    @nesarhossain7590 3 года назад

    Terima kasih...

  • @ALAminHossain-sy1xt
    @ALAminHossain-sy1xt Год назад

    আসসালামু আলাইকুম ভাই আমার খাবার হজম হয় না আপনি কি কোন ওষুধের নাম জানেন হজমের জানলে প্লিজ একটু জানাবেন

  • @beautifulworld8707
    @beautifulworld8707 3 года назад

    👍

  • @mdakashali3686
    @mdakashali3686 Год назад

    আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন কম্পিউটারে টাইপ করে সেখানে অনেক ভালো হয়

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад

      ওয়ালাইকুম আসসালাম ভাইজান ৷ এটা মূলত একদম শুরুর দিকে করা ভিডিও | প্রথমে আমার কাছে প্রিন্টার ছিলনা বিধায় এভাবে লিখতাম ৷

  • @user-ry5kd8tw9q
    @user-ry5kd8tw9q 3 года назад +1

    Saya berdoa awak semua sehat selalu💝💝💓💝😍💘💘💝💓

  • @gulzarahmed4020
    @gulzarahmed4020 2 года назад

    Vai ami basa sikha suru korsi dua kor ben

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  2 года назад

      অবশ্যই মন খুলে দোয়া করি ভাইজান

  • @CRAZYFEELINGS
    @CRAZYFEELINGS Год назад

    দাউদ রোগের নাম কি কোউ জানলে বলবেন

  • @MdHasan-lm8vr
    @MdHasan-lm8vr Год назад

    প্রথম টা দেখা শেষ! ৫টা সমাধান হলো

  • @mdharesuddin9411
    @mdharesuddin9411 3 года назад +1

    আপনি আসলি ভাষাটা শিখাচ্ছেন।যেহেতু বাংলাদেশীরা চীনা,ইন্দোনেশিয়া ও তামিলদের সাথে কাজ কর্ম করে সেইদিকে খেয়াল রেখে ভিডিও বানাবেন।

  • @saju7127
    @saju7127 9 месяцев назад

    গ্যাস্টিক এর মালায় কি

  • @MdSayed-pn4hj
    @MdSayed-pn4hj 3 года назад +1

    ভাই লেখা গুলো বুঝা যায় না এভাবে বুঝতে সমস্যা হয় আপনি আগে বড় অক্ষরে লেখা দিয়ে শিখিয়েছেন সেভাবেই শিখান

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 года назад

      এগুলো আগের ভিডিও ভাইজান ৷ বর্তমানের ভিডিও গুলোতে সব প্রিন্ট করে বের করা

  • @rarobiul4353
    @rarobiul4353 2 года назад

    ভাই আমি মালোশিয়া যাচ্ছি কেমন হবে

  • @alamgirhossen7046
    @alamgirhossen7046 3 года назад +1

    vai apnr WhatsApp number ta ki deya jabe plz janaben??

  • @mdsoronkhan968
    @mdsoronkhan968 3 года назад

    ভাইয়া berak আর tandas দুইটার মানে কি পায়খানা?

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  3 года назад

      সহজ ভাষায় বলি তাহলে বুঝতে সুবিধা হবে
      Berak বেরাক = মলত্যাগ করা.
      Tandas আনডাছ = যেখানে মলত্যাগ করা হয়

  • @santokhan7739
    @santokhan7739 Год назад

    ভাইয়া আমেশয় পায়খানাকে কি বলে।দয়া করে কমেন্টে জানাবেন।

  • @ashiksikdar28
    @ashiksikdar28 Год назад

    বাই আপনার প্রথম ভিডিও কোনটি

    • @EasyBanglatoMalay
      @EasyBanglatoMalay  Год назад +1

      এটাই ভাইয়া

    • @ashiksikdar28
      @ashiksikdar28 Год назад

      বাই শব্দ অর্থ গুলো ভিডিও থেকে শিখব না apps থেকে

  • @MdMotaleb-kx2xj
    @MdMotaleb-kx2xj 6 месяцев назад

    ভাইয়া জন্ডিসের মালাই কি একটু জানাবেন দোয়া করে

  • @uddinfarid3808
    @uddinfarid3808 2 месяца назад

    কৃমির ঔষধ মালাই কি হবে ভাই?