Zinda Park | জিন্দা পার্ক 🌿 মাত্র ২৮০ টাকায় ঢাকার সব থেকে কাছে সব থেকে কম খরচে ঘুরে আসার সেরা জায়গা

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Zinda Park | জিন্দা পার্ক | মাত্র ২৮০ টাকায় ঢাকার সব থেকে কাছে সব থেকে কম খরচে ঘুরে আসার জায়গা
    ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি চান, ঢাকায় ঠিক আশেপাশেই ঘুরে আসতে, যেখানে কিনা পাওয়া যাবে একদম raw গ্রামীণ প্রকৃতি ও পরিবেশের ফিল। তবে পূর্বাচল এক্সপ্রেস হয়ে ধরে খানিক ছুটেই ঘুরে আসতে পারেন বিখ্যাত জিন্দা পার্ক থেকে। ঢাকার কুড়িল হতে এসি, নন এসি বাস কিংবা সিএনজিতে চেপে সহজেই চলে যেতে পারবেন যেখানে।
    ঢাকা কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১৮ কিলোমিটার দূরে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জে অবস্থিত এই পার্ক।
    জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজন ১০০ টাকা। তবে ছুটির দিনে টিকিট মূল্য ১৫০ টাকা। ৫ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকেট ৫০ টাকা।
    ঢাকার যানযট, কোলাহল থেকে কিছুক্ষনের জন্য মুক্তি পেতে হলে ঘুড়ে আসা উচিত জিন্দা পার্ক থেকে৷ অসাধারন স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে৷ পার্কটি কোন সরকারি উদ্যাগের ফসল নয়। আবার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণও নয়। পার্কটি তৈরী হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত এবং প্রাণান্ত অংশগ্রহনের মাধ্যমে। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি। এ রকম মহাউদ্দেশ্য, এত লোকের সক্রিয় অংশগ্রহন এবং ত্যাগ স্বীকারের উদাহারণ খুব কমই দেখা যায়। অপস ক্যাবিনেট, অপস সংসদ এবং অপস কমিশন নামে পার্কটিতে ৩টি পরিচালনা পর্ষদ রয়েছে। বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রাম ও বলা হয়৷
    প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেস্তোরা। ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশী গাছ-গাছালী আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখীরা। শীতল আবেশ এনেছে ৫ টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।
    খাওয়ার জন্য পার্ক এর ভিতর মহুয়া স্ন্যাকস অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায়, যার প্যাকেজ মূল্য জনপ্রতি ২২০ টাকা থেকে ৬৭০। জিন্দাপার্কে বর্তমানে রাত থাকার কোন ব্যবস্থা নেই। তবে যদি বড় গ্রুপ নিয়ে ঘুরতে আসেন সারাদিনের জন্য, আর রেস্ট নেবার ও ফ্রেস হবার জন্য রুম নিতে চান তবে তার ব্যবস্থা আছে মহুয়া রেস্টুরেন্টের দোতলায় অবস্থিত মহুয়া গেস্ট হাউজে। ৩০০০ টাকায় নন এসি রুম পাবেন সারাদিনের জন্য।
    আসুন যেভাবে যাবেন, ঢাকার যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে যান কুড়িল বিশ্বরোড। কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ। এ পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা বা অটোতো গুনতে হবে ২০-৩০ টাকা। বাইপাসে নেমে ডিরেকশন অনুযায়ী হেটেই পৌছাতে পারবেন পার্কের গেট পর্যন্ত। তবে রিক্সায় গেলে ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। রিক্সা করে সরাসরি পার্কের গেটে চলে যেতে পারবেন।
    ফেরার সময় একইভাবে অটো বা রিক্সায় কাঞ্চন ব্রীজ চলে আস্তে হবে। সেখান থেকে বিআরটিসি বাসে কুড়িল বিশ্বরোড। কাঞ্চন ব্রিজ থেকে ১৫ মিনিট পর পর বাস পাবেন।
    এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে সিএনজি নিয়েও সরাসরি পার্কে যাওয়া যায়, ভাড়া ৪০০ টাকা।
    দেশবাসীর, ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়। এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং
    #zindapark
    #জিন্দাপার্ক
    #purbachal
    #resort

Комментарии • 63

  • @travelerabdullah
    @travelerabdullah День назад +1

    Nice vlog & zinda park is our pride

  • @sadiaalam6127
    @sadiaalam6127 14 дней назад +1

    Mirpur 10 theke bus e kivabe jete hobe
    And back korbo Mirpur abar kivabe?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  14 дней назад

      মিরপুর হতে অছিম বাসে কুড়িল। কুড়িল থেকে বিআরটিসি বাসে কাঞ্চন। সেখান থেকে অটো বা রিক্সায় পার্ক। একি ভাবে ব্যাক

  • @jannatuladon6914
    @jannatuladon6914 11 дней назад +1

    Narayanganj Bandar theke ki vave jabo?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  11 дней назад

      নারায়ণগঞ্জ থেকে কাচপুর হয়ে কাঞ্চন ব্রীজে যেতে পারবেন।

  • @aryanmobarak9622
    @aryanmobarak9622 23 дня назад +1

    ভাইয়া গীটার বাদ্য যন্ত্র কি allow করে?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  23 дня назад +1

      জি নিয়ে যেতে পারবেন

  • @abidasumaiya8642
    @abidasumaiya8642 2 месяца назад +3

    Vitore ki meyera nirapod?

    • @rongtuli172
      @rongtuli172 2 месяца назад +1

      জ্বি

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  2 месяца назад

      জি এটা সামাজিক এলাকা। সবাই নিরাপদ

    • @choicebazar9730
      @choicebazar9730 Месяц назад

      Obbosoi

  • @ahliyazohirul4285
    @ahliyazohirul4285 4 месяца назад +1

    Vetore namajer jayga, washroom er bebostha ache?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  4 месяца назад

      জি আছে। মসজিদ আছে, ভাল ওয়াশরুম ও আছে।

  • @MHRC786
    @MHRC786 24 дня назад +1

    বাস থেকে কানচন ব্রিজ এর আগে নামতে হয় নাকি পড়ে....
    বাস থেকে কোথায় নামবে এটাই বল্লেন না কেমন ভিডিও হলো

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  24 дня назад

      কুডিল থেকে যাবার ক্ষেত্রে, কাঞ্চনব্রীজের আগেই নামতে হয়। নেমেই রিক্সা বা অটো নিয়ে চলে যেতে পারবেন জিন্দাপার্ক।

    • @MHRC786
      @MHRC786 24 дня назад

      @@BISKUTPAGLA girl friend niye cotteg a thaka jay?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  24 дня назад +1

      না, ওটা পারিবারিক

  • @hafezmdomorfarukmarjan
    @hafezmdomorfarukmarjan 6 дней назад +1

    ভাইয়া আমি ফার্মগেট থেকে কিভাবে যাবো? যদি বলতেন!

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 дней назад +1

      ফার্মগেট থেকে বাসে কুড়িল বিশ্বরোড যাবেন। কুড়িল থেকে কাঞ্চনব্রীজের বাস পাবেন। কাঞ্চন থেকে অটো বা রিক্সায়

    • @hafezmdomorfarukmarjan
      @hafezmdomorfarukmarjan 6 дней назад +1

      @@BISKUTPAGLA অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 дней назад

      @hafezmdomorfarukmarjan ধন্যবাদ

  • @masudkaisur31
    @masudkaisur31 5 месяцев назад +1

    ভাই park থেকে সন্ধ্যায় বের হলে কি রাস্তায় বখাটে কিংবা ছিন্তাই কারির কবলের পরার সম্ভাবনা আছে নাকি?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      খুব বেশি সন্ধ্যা করে বের না হওয়াই ভাল। যদি না নিজস্ব গাড়ি বা বড় গ্রুপ থাকে। কারন পার্ক এরিয়া নিরাপদ হলেও কাঞ্চন পর্যন্ত রাস্তা একটু খোলাম মেলা। বিপদ হলেও হতে পারে।

  • @hamidaakter3671
    @hamidaakter3671 5 месяцев назад +2

    Postogola bridge theke kivabe jabo

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      পোস্তগোলা থেকে গাউছিয়া গামি গাড়িতে। কাঞ্চনব্রিজ পর্যন্ত যেতে বাকি পথ অটো বা রিক্সায়

  • @szahan8652
    @szahan8652 29 дней назад +2

    Washroom ki clean vaiya????

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  29 дней назад

      জি পরিস্কার পরিচ্ছন্ন

  • @Riyasads_idea_
    @Riyasads_idea_ 11 дней назад +1

    ভাইয়া সোনারগাঁ থেকে কিভাবে যাবো প্লিজ বলেন?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  11 дней назад +1

      সোনারগাঁও হতে কাচপুর সেখান থেকে গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রীজ।

    • @Riyasads_idea_
      @Riyasads_idea_ 11 дней назад +1

      @@BISKUTPAGLA wow thank you bhaia.. so fast reply🌸

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  11 дней назад

      @Riyasads_idea_ ওয়েলকাম ভাইয়া

  • @Muyezza-i9d
    @Muyezza-i9d 5 месяцев назад +1

    Staf quarter theke kivabe jawa jabe?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      স্টাফ কোয়াটার থেকে কাঞ্চনব্রীজ তারপর অটো বা রিক্সা

  • @AhsanHabib20208
    @AhsanHabib20208 9 дней назад +1

    গাউছিয়া থেকে কিভাবে যাব

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  9 дней назад

      গাউছিয়া থেকে কুড়িল গামী বাসে উঠে কাঞ্চনব্রীজ পার হয়ে নামবেন। নেমে অটো বা রিক্সা নিয়ে সহজেই চলে যেতে পারবেন

  • @morsalun1121
    @morsalun1121 5 месяцев назад

    vai amr basa theke 10 m hatlei komlapur station...amr basa theke kivabe jinda park a jete hobe??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      বাসা থেকে কুড়িল বিশ্বরোড যাবে সেখান থেকে বাসে কাঞ্চবিজ তারপর অটো বা রিক্সায় পার্ক।

    • @MdRasel-oz6nr
      @MdRasel-oz6nr 3 месяца назад +1

      ভাই হোন্ডা নিয়ে কি ঢুকতে দেয়, আর না দিলে হুন্ডা রাখার কি ভালো ব্যবস্থা আছে

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      @MdRasel-oz6nr জি।পার্কিং এর ব্যবস্থা আছে।

  • @bristychowdhury6304
    @bristychowdhury6304 5 месяцев назад

    সকালে খোলা কয়টা থেকে??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      ১০টা হতে বিকাল ৫ টা

  • @MdParvez-zw8hr
    @MdParvez-zw8hr 5 месяцев назад +1

    Vaiya signboard theke kivabe jabo?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад

      সাইনবোর্ড থেকে গাউছিয়া কাঞ্চনগামী গাড়িতে কাঞ্চনব্রীজ এসেও যেতে পারেন।বা সাইনবোর্ড হতে অনাবিল পরিবহনের বাসে কুড়িল পর্যন্ত এসেও যেতে পারেন

  • @SarifMia-eo7yu
    @SarifMia-eo7yu Месяц назад

    ২-১ ঘন্টার জন্য কি কাপল দের রুম দেয়া হয়

  • @rsrashedul4374
    @rsrashedul4374 Месяц назад

    ভাই যাত্রাবাড়ী থেকে কন বাস কিভহাবে যাবো

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  Месяц назад

      কাঞ্চনগামী যে কোন বাসে যেতে পারবেন

    • @rsrashedul4374
      @rsrashedul4374 Месяц назад

      ভাই বাস এর নাম বলতে পারবেন ​@@BISKUTPAGLA

  • @k_u_m_k_u_m5237
    @k_u_m_k_u_m5237 6 месяцев назад +1

    খাবার নিয়ে যাওয়া যায়??

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 месяцев назад

      নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে জন প্রতি ২৫ টা অতিরিক্ত দিতে হয় টিকেটে।

  • @upals
    @upals 3 месяца назад +1

    Room age theke book korte chaile kon number e contact korbo?

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  3 месяца назад

      01716-260908 তাদের নাম্বার

  • @mdshakibhossen2384
    @mdshakibhossen2384 5 месяцев назад +1

    ভাইয়া ঢুকতে কত করে আর কয়টা পযন্ত খোলা থাকে

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  5 месяцев назад +2

      সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা। জন প্রতি ১০০ টাকা। তবে বন্ধের দিন জন প্রতি ১৫০ টাকা

  • @FootBall-rc2jo
    @FootBall-rc2jo 5 месяцев назад +1

    কলেজ ড্রেস কি অ্যালাও করে?

  • @NashShaf1
    @NashShaf1 6 месяцев назад +1

    কোন একটিভিটি করার সুযোগ নাই।।ফাঁকা জায়গা।

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 месяцев назад

      জি একদম ফাঁকা জায়গা। তবে যদি বাচ্চারা চায় ফুটবল ক্রিকেট খেলার সুযোগ আছে যদি ব্যাট বা বল নিয়ে যায় তবে।

  • @বিসমিল্লাহরিচার্জসেবা

    আমারে টাকা চুলকায় না

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 месяцев назад +2

      সবার জন্য না এই স্থান। ঢাকার মানুষ যাদের খোলা মেলা ঘুরাঘুরি ও গ্রামীণ ফিল নেবার জায়গার স্থানের অভাব। জাস্ট তাদের জন্যেই এই স্থান।

    • @hafeezhafeez2224
      @hafeezhafeez2224 6 месяцев назад +1

      সুন্দর ভাইয়া 💝

    • @BISKUTPAGLA
      @BISKUTPAGLA  6 месяцев назад

      ধন্যবাদ