Potassium for fruits and flowers Nitrogen for greenery and basic growth of plants. Magnesium for solving yellow leaves problem and makes the Plant green.
জবা গাছ রৌদ্র পছন্দ করে আপনি সারাদিনের রৌদ্র জবা গাছে দিতে পারেন, তবে গ্রীষ্মকালে যখন কড়া রৌদ্র হয় সেই কড়া রৌদ্রে কিন্তু গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে সেই সময় আপনি গাছগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন।
এত অত্যাধিক গরমে জবা গাছের বেশ কিছু প্রবলেম দেখা দেয় এ সময়। মাটিতে জল জমার জন্য হতে পারে পারে। জল বুঝে দিন। 7 দিনের gap এ fungicide 2gm/litre bikale পাতার ওপর নিচে ভালো করে spray করবেন। সপ্তাহে একবার করে 4সপ্তাহ Mobomin 1.5gm/litre spray করবেন। এটা করার পরে জানাবেন।
১ লিটার জলে ৩-৪ টা কলার খোসা ডুবিয়ে ৪-৫ দিন রেখে দিতে হবে।৪-৫ দিন পর জল টাকে ভালো করে ছেঁকে নিয়ে ওর মধ্যে আরো ১-২ লিটার জল মিশিয়ে তবেই গাছে প্রয়োগ করতে হবে।
ভাইয়া, আপনারা যারা vedio দেন তারা সবাই গরম আর শীতকালের পরিচর্যার কথা বলেন, বিশেষ করে জল দেওয়ার ব্যাপারে। কিন্তু বর্ষাকালে জল প্রচুর পায়,তার ফলে ফাঙ্গাস লেগে গাছ মরে যায়, সেক্ষেত্রে মাটি, কীটনাশক এর ব্যবহার, এবং গাছ প্রায় মরতে বসেছে , সেক্ষেত্রে কি করনীয় এই বিষয়ে বললে ভালো হয়,যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে।
জবা গোড়ায় জল জমা পছন্দ করে না। এটা নিশ্চিত করুন। বর্ষায় ডাল কাটবেন না। নইলে সংক্রমণ বাড়বে। ফাঙ্গাস লাগা থামাতে carbendazime + Mancozeb জলে গুলে স্প্রে করুন বা Metalaxyl+Mancozeb গুলে মাটিতে মেশান। অনুপাত লিটার পিছু 2-5 গ্রাম। গাছে পোকার আক্রমণ হলে 7 দিন অন্তর লিটার প্রতি 3-5 মিলি নিমতেল (10000ppm) স্প্রে করুন। কাজ না হলে thiamethoxam বা Chloropyriphos বা Acetamiprid গ্রুপের ওষুধ দিতে পারেন।
কমেন্ট পড়ে তার পর ভিডিও টা দেখলাম, onk এই বলছে এক্সট্রা কথা বলে ভিডিও বাড়িয়াছে, bt akdm ই ঠিক না, উনি যে কটা পয়েন্ট বলেছেন সব গুলোই কাজের, আর বাগান থাকার জন্য আমি জানি. প্রবলেম হলো আপনার থাম নেইল একটু ভুল আছে, শুধু জবা গাছের ফুল ফোটার সাথে পরিচর্যা অ্যাড করলে ভালো হয়
১. নাইট্রোজেনের জন্য আপনি গোবর সার অথবা সর্ষের ফল ব্যবহার করতে পারেন। ২. পটাশের জন্য আপনি কলার খোসা বা লাল পটাশ ব্যবহার করতে পারেন। ৩. মাসে একবার এপসন সল্ট এবং অনুখাদ্য। ৪. সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইট ( বর্ষাকালে)
১. এটি ঘরোয়া পদ্ধতি 1 লিটার জলের মধ্যে দুই থেকে তিন ফোঁটা যে কোন হ্যান্ডওয়াশ এবং তার সঙ্গে এক চামচ যেকোনো ডিটারজেন্ট ভালো করে মিশিয়ে আক্রান্ত জায়গায় স্প্রে করবেন যতক্ষণ না পোকা গুলো মারা যাচ্ছে। পোকাগুলো মরে গেলে গাছটাকে ভালো করে নরমাল জল দিয়ে ধুয়ে দেবেন। ২. একটি রাসায়নিক পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে যদি সমাধান না পান তবে কনফিডার 1 লিটার জলে 1ml ভালো করে গুলি নিয়ে আক্রান্ত জায়গায় মাসে এক থেকে দু'বার স্প্রে করতে হবে।
Onek kotha bollen ja amader kintu sokoler e jana.... ki sar debo tar naam o bola holo na potash mane puro naam ki ? Milibugs ki bhabe jabe tao bola holo na..... labh kichhui holo na eto boro vdo dekhe.....!!
1. Apni bio potash use korte paren / mop use korte paren / sop use korte paren / npk 0:0:50 use korte paren. 2. Mealybug control niye amr channel e video ache sekhane chemical way and organic way dutoi dekhano hoyeche, apnar jeta suitable mone hobe apni seta use korte paren.
জবা গাছ টবে খুব ভালো হয় না। 2_3 বছর ভালো হয়। তারপর অনেক কুঁড়ি আসবে ফুল ফুটবে একটা দুটো জোর তিন টে।যতোই সার দিন। আমার মাটিতে দেশি জবা বর্ষার সময় রোজ 60_70টা ফুল হয়। দারুন লাগে।আর টবে দুটো তিন টে। আমার টবে কত জবা নষ্ট হয়ে গেছে। সব থেকে ভাল হয় জবা 3 বছর পর ঐ গাছ থেকে কলম করে নতুন গাছ করা।
এই সময়ে প্রবলেমটা হবার স্বাভাবিক, অতিরিক্ত গরমের জন্য এমনটা হচ্ছে। গাছকে নিয়মিত দুবেলা জল দিয়ে স্নান করিয়ে দেবেন এবং ঠিকঠাকভাবে জল প্রদান করবেন এবং তার সঙ্গে যদি পারেন গোড়ায় পটাশ সমৃদ্ধ খাবার একটু প্রয়োগ করবেন তাতে অনেকটা কুড়ি আটকানো সম্ভব হবে।
খুব সুন্দর লাগলো। আপনাকে অনেক ধন্নবাদ। ভালো শিক্ষা পেলাম। জগদীশ।
Khub sundor kore kotha gulo bollen dada , thanks 👍👍🙏🙏 for the important tips
Khub valo laglo, dhonyobad
Very nice 👌
❤❤❤❤❤❤
Ei samay mane winter aschhe ei samoy amar jaba gachhe anek kuri achhe ki n jaba futchhe na sekhetre ki korbo
গাছে সঠিকভাবে মাসে খাবার প্রয়োগ করুন।
Dada amer jaba phul gachhe sada sada fungus hochhe and kalo piprey dhorechhe. ki korbo kindly janaben.
একতারা বা কনফিডার ব্যবহার করুন
খুব সুন্দর টিপস
Thank u dada apnar katha sune 2 weeks patas diya bhalo result payachi
ধন্যবাদ 🙂 তবে প্রতি সপ্তাহে দেবেন না মাসে একবার ব্যাবহার করবেন কারণ লাল পটাশিয়াম রাসায়নিক সার।
@@PikasGardening na dada buds anar janno 7 weeks dita bolechilen tai dicchi lam....pare months e ekbar debo
@@debashishmukherjee846 hm 🙂
Potassium for.......?
Magnesium for.......?
Nitrogen for..............?
Ae bhabe chart baniye likhe dile bhalo hoe
Potassium for fruits and flowers
Nitrogen for greenery and basic growth of plants.
Magnesium for solving yellow leaves problem and makes the Plant green.
Npk , dap , lal potas fertilizer aksonge misiea use korte pari joba gache ?
Hm
মিলিবাগ নষ্ট করার জন্য কি কি করতে হবে। গাছে কি কি প্রয়োগ করতে হবে, সেটা বলুন প্লিজ।
কনফিডার ব্যবহার করতে পারেন
Katai Chatai kon mase korte hobe? Please bolun.
February to March
April may mash e dite pari ei shaar ? Amar joba gaach e kuri asche na
Asbe wait korun
Apner video gulo khub sundar. Apner garden kothay Jodi Bolen plz
আমার বাড়ির ছাদে, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর।
শীতকালে কি ভাবে জবা ফুলের যতন নেব
পুনে, ব্যাঙ্গালোর, অ্যামেরিকান ও ট্রপিকাল জবার
Jana gaache dagay sada sada poka dhoreche.... Ki dile... Poka morbe???
Confidor বা Actara 1ml/1liter jole gule sokale ba bikele gach e sprey korun.
দাদা ামার লেবু গাছে কুশি আসছে না। শুধু কান্ড টায় আছে এবং সতেজ আছে। জানাবে একটু কি করতে পারি।
Sir potas sar jodi purono hoi manay onek din agay kayna taholay ki gaach daywa jabay
কতো দিনের ?
কুড়ির মধ্যে যে সাদা ফাঙ্গাস হয়েছে তার জন্য কী করবো?
ফাঙ্গাস হলে আপনি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করুন
Bhai joba ful gash ki onek rode rakhbo naki chayay rakhbo
জবা গাছ রৌদ্র পছন্দ করে আপনি সারাদিনের রৌদ্র জবা গাছে দিতে পারেন, তবে গ্রীষ্মকালে যখন কড়া রৌদ্র হয় সেই কড়া রৌদ্রে কিন্তু গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে সেই সময় আপনি গাছগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন।
Dada amar ekta ponchamukhi joba ache.ja ja bolecho sob korechi kintu phool puro photar gei pore jachhe.
Gacher boyos koto ?
Mix sar kotota debo?
এক চামচ করে মাসে একবার করে।
Bhari barsay.,..jakhon prochur bristi hochhe ..ei somoy jaba gacher mati sukachhena ...takhon jabagachhguli ki khola jaygay thakbe? Gacher opore ki plastic shade debo? Pl. aktu janaben...amar ekti gacher protur kuri hochhe...kintu sab jhore jachhe...ki korbo?
Mati te thakle take sorano impossible tai opore shade kore din and Goray mati kete jayga kore din jate jol beriye jay.
Anek donnobad ei answer ta debar jonno...amar gachti 8" tabe lagano ache... 🙏
Potas ta kivabe debo
Sprey kore dite paren ba dust o diye paren
Milibug তাড়াতে কি করতে হবে, সেটা তো আর বললেন না!!
Channel e video ache dekhun
Waste kitchener liquid compost ki bhabe use korbo. Pls janaben
Liquid jodi 1liter hoy tahole otake aro 5liter fresh joler sathe mishiye week e ekdin gach er goray use korben.
@@PikasGardening Thanksgiving
Dada amr FIL Choto hoche r iron er asab hoyeche ki korvo
Iron based fertilizer ferrous sulphate use korte paren
দারুণ দাদা ধন্যবাদ
Holud thoka joba gulo akhon r puro papri mele futche na kuri aache kintu futche na puro . R gaach ti taratari barche na. Ghoroa upai bolun pls
Matir songe gobor sar mesan and monthly ekbar potash and multi vitamin din gach e.
Multivitamin bolte ki saar
অনেক তথ্য পাই আপনার কাছে 💐সব ভিডিও গুলো সুন্দর আর কাজের👌 ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য।
@@PikasGardening ll
@@PikasGardening pol
Lol
@@PikasGardening llpl
খুব সুন্দর 👌 😊
ধন্যবাদ 😊
Bolchi mili bag er solution chai
এটি ঘরোয়া পদ্ধতি 👇
ruclips.net/video/LulL9VvhjYs/видео.html
এটিতে কাজ না হলে আপনি কনফিডার ব্যবহার করুন 1ml/1liter জলে গুলে।
Dada, amar dui tin te joba gacher pata gulo choto choto hocche...r greenish noi...sira gulo dekha jachhe, pata fed hoye holud hoye jacche.... kintu gach gulo notun..ei 1 month age lagiachi.. growth khub slow.. mati bhujei jol dicchi...ektu help korben dada..
এত অত্যাধিক গরমে জবা গাছের বেশ কিছু প্রবলেম দেখা দেয় এ সময়।
মাটিতে জল জমার জন্য হতে পারে পারে। জল বুঝে দিন।
7 দিনের gap এ fungicide 2gm/litre bikale পাতার ওপর নিচে ভালো করে spray করবেন।
সপ্তাহে একবার করে 4সপ্তাহ Mobomin 1.5gm/litre spray করবেন।
এটা করার পরে জানাবেন।
ভাই কি খাবার দিলে জবা ফুলের গাছের কাণ্ড মোটা হবে।
সর্ষের খোল কি দেওয়া যাবে?
Ei somoy na
Thanks Sir . 👍👍
🙂🙂
Bone dust,horn dust and vermi compost er retio ta jodi ektu bolen please
Ekta pot er jonno ek mutho har guro + ek mutho singkuchi + ek mutho vermi
গাছের কলম কাটা আর গাছের ডাল ছাঁটা দেখান তাহলে ভালো হয়
Super
Lal potas tobe dia jol dite hobe toh?
Ha
Very Very nine thanks
🙂🙂
Darun apnar gach golo
Kalar khosa theke liquid khabar ki vabe prepare korbo seta jodi aktu bolen to khub valo hoy
১ লিটার জলে ৩-৪ টা কলার খোসা ডুবিয়ে ৪-৫ দিন রেখে দিতে হবে।৪-৫ দিন পর জল টাকে ভালো করে ছেঁকে নিয়ে ওর মধ্যে আরো ১-২ লিটার জল মিশিয়ে তবেই গাছে প্রয়োগ করতে হবে।
0 0 50 r lal potas ki ek?
Red potah water soluble noy and 0.0.50 water soluble. dutoi potash
NYC video dada👍👍
কি ভাবে আপনি টপগুলুর মাটি তৈরি করেন একটু বলবেন ।
আমার টবের মাটিতে রয়েছে ৭০% গোবর সার + ৩০% মাটি এবং অতিরিক্ত খাবার হিসেবে রয়েছে কলার খোসা ভেজানো জল এবং সরষের খোল ভেজানো জল এবং মাসে একবার এপসম সল্ট।
,শীত কালে কী ভাবে হবে
Ki ?
প্রচুর ফুল
ভাইয়া, আপনারা যারা vedio দেন তারা সবাই গরম আর শীতকালের পরিচর্যার কথা বলেন, বিশেষ করে জল দেওয়ার ব্যাপারে। কিন্তু বর্ষাকালে জল প্রচুর পায়,তার ফলে ফাঙ্গাস লেগে গাছ মরে যায়, সেক্ষেত্রে মাটি, কীটনাশক এর ব্যবহার, এবং গাছ প্রায় মরতে বসেছে , সেক্ষেত্রে কি করনীয় এই বিষয়ে বললে ভালো হয়,যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে।
জবা গোড়ায় জল জমা পছন্দ করে না। এটা নিশ্চিত করুন। বর্ষায় ডাল কাটবেন না। নইলে সংক্রমণ বাড়বে। ফাঙ্গাস লাগা থামাতে carbendazime + Mancozeb জলে গুলে স্প্রে করুন বা Metalaxyl+Mancozeb গুলে মাটিতে মেশান। অনুপাত লিটার পিছু 2-5 গ্রাম। গাছে পোকার আক্রমণ হলে 7 দিন অন্তর লিটার প্রতি 3-5 মিলি নিমতেল (10000ppm) স্প্রে করুন। কাজ না হলে thiamethoxam বা Chloropyriphos বা Acetamiprid গ্রুপের ওষুধ দিতে পারেন।
শিউলি গাছে এই সার গুলো দেবো কি?
Hm
গাছে জল কি সকালে ও বিকেলে দিতে হবে? না সকালে ? বলে দিলে খুব উপকৃত হতাম।
Evening best time
Kolar khosar use ta bolben koto poriman lagbe
1 liter jol e 3-4 te Kolar khosa dile hobe.
@@PikasGardening dada ami kolar khosa vijie chilam kintu 4,5 din hoe gache r sada sada 1ta fungus roeche ota ki debo
borsa r time a pruning kora jabe ki
Ha soft Pruning kora jabe
Darun
Ami ei sada holud colour er gach lagiechi.kota ful hobar por r hocche na. Kuri jhore jacche.🤔
এই ভিডিওটি দেখুন 👇
ruclips.net/video/OEJ4hcr2rQM/видео.html
গন্ধ রাজ গাছে শুয়োপোকা হলে কী করব?
একটারা, রগর বা কনফিডার ব্যবহার করতে পারেন 1ml 1 লিটার জলে গুলে।
Jona gacha hing Are cha pata Jol dela Valo hoba janala kritogo thakbo
Hing dite hobe na cha pata dilei hobe
কমেন্ট পড়ে তার পর ভিডিও টা দেখলাম, onk এই বলছে এক্সট্রা কথা বলে ভিডিও বাড়িয়াছে, bt akdm ই ঠিক না, উনি যে কটা পয়েন্ট বলেছেন সব গুলোই কাজের, আর বাগান থাকার জন্য আমি জানি. প্রবলেম হলো আপনার থাম নেইল একটু ভুল আছে, শুধু জবা গাছের ফুল ফোটার সাথে পরিচর্যা অ্যাড করলে ভালো হয়
ধন্যবাদ 🙂
Kolar Khosa bheja na o jol r sorsekhol bhejano jol koto din gape dite hobe?
এক সপ্তাহে কলার খোসার তরল দেবেন এবং পরের সপ্তাহে সরষের খোল ভেজানো জল দেবেন ৭-৮ দিন পর পর।
কলার খোসা কতদিন ভিজিয়ে জল দিবো.?
৭-১০ দিন
Jobar kuri jhore jachhe ki debo
এপসম সল্ট মাসে একবার ১ লিটার জলে ১ এম এল স্প্রে করুন
@@PikasGardening jetake megnedium sulphate o bole seta
Magnesium sulphate
Bangladesh a ki ai shar ba fartiliger acha?
পটাশ সার এর জন্য আপনি SOP দিতে পারেন, বাংলাদেশে পাওয়া যায়।
Sada pokàr janya asudher namta bollen na
Confidor 1ml / 1 liter jole gule effected jayga te sprey korun.
জবা গাছের ডাল কোন সময় ছাটব বল্লে ভালো হয়
Time par hoye geche
খাবার টা তো বলুন। নাইট্রোজেন। ইত্যাদি কি বস্তু সেটা জানান।
১. নাইট্রোজেনের জন্য আপনি গোবর সার অথবা সর্ষের ফল ব্যবহার করতে পারেন।
২. পটাশের জন্য আপনি কলার খোসা বা লাল পটাশ ব্যবহার করতে পারেন।
৩. মাসে একবার এপসন সল্ট এবং অনুখাদ্য।
৪. সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইট ( বর্ষাকালে)
পটাশ সার কোথায় পাওয়া যায়?
যেকোনো সারের দোকানে
যে পোকা গাছে দেখালেন সেটা কি করে ঠিক করবো বললেন না তো ।
Confidor ব্যাবহার করুন
Pruning এই মাসে মানে এই গরমে এখনও কি করা চলবে?
না এই সময় কোন ভাবেই গাছের প্রুনিং করবেন না, তাতে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। প্রুনিং করবেন ফেব্রুয়ারির শেষের দিকে বা বর্ষাকালে দিকে।
@@PikasGardening একমত ।
Begun gache pipre ďhoreche & Pata niche sada pola hoyechhe ki korbo. Jaba gache minibus hoyeche ki pesticide use korbo
৮" x ৭" জিও ব্যাগ ই যথেষ্ট?
১০" x ৭" এ দিব??
জবা গাছে কালো পিঁপড়ে আসে এসে ডিম দেয় গাাছে। এতে কুড়ি নষ্ট হয়ে যায়। এখন দাদা কি করবো দয়া করে জানাবেন।
নিম তেল ব্যবহার করুন
যারা কলা খায় না ,তাদের পক্ষে পটাস ছাড়া কি উপায় আছে
Peyaj er khosa
কোন জায়গায় সাবস্ক্রাইব করতে হবে আমিতো জানি না তাহলে আমি কিভাবে করব
দেখুন চ্যানেল নামের পাশে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে।
গাছ কিভাবে বুশি হবে
সঠিক সময় কাটায় ছাঁটাই করার মাধ্যমে
শীতকালে জবা ফুল হচ্ছে না, কি করা যায়? দয়া করে বলবেন।
ট্রপিকাল জবা বাদ দিয়ে প্রায় সমস্ত রকম জবা ফুলের জাতগুলোতেই শীতকালে ফুল কম হয় এটা স্বাভাবিক গরম শুরু হতে আবার ফুল বাড়তে শুরু করে।
Dada aei pune jaba tr name ki ache. Apni aei jaba ta amai ene dite parben?
I'd - Flamenco Boreas
আপনার আশেপাশের নার্সারিতে খোঁজ করুন অবশ্যই পেয়ে যাবেন এটি একটি কমন পুনে ভ্যারাইটি জবা।
Dada aei pune jaba tr bengali name janen jate nursery r lok bujhte pare.
Milibug er jonno ki use korbo???
Amar grace fulfill this moto futche na,ki korbo please help koben
১. এটি ঘরোয়া পদ্ধতি 1 লিটার জলের মধ্যে দুই থেকে তিন ফোঁটা যে কোন হ্যান্ডওয়াশ এবং তার সঙ্গে এক চামচ যেকোনো ডিটারজেন্ট ভালো করে মিশিয়ে আক্রান্ত জায়গায় স্প্রে করবেন যতক্ষণ না পোকা গুলো মারা যাচ্ছে। পোকাগুলো মরে গেলে গাছটাকে ভালো করে নরমাল জল দিয়ে ধুয়ে দেবেন।
২. একটি রাসায়নিক পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে যদি সমাধান না পান তবে কনফিডার 1 লিটার জলে 1ml ভালো করে গুলি নিয়ে আক্রান্ত জায়গায় মাসে এক থেকে দু'বার স্প্রে করতে হবে।
আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না একটু ঠিক করে বলুন তাহলে সঠিক উত্তর দিতে সুবিধা হয়।
Nice plants
Thank you
এতো বেশি কথা বললে important কথা টাইতো বলাহয় না ।এতো হাত নাড়িয়ে কথা বললে ভালো দেখায় না ।
ruclips.net/video/FhQpTdRafJY/видео.html
2 mins e jene nin joba gachher porichorjar upay, phool beshi futbe
মিনি বাগস কিভাবে সরাতে হবে সেটা কিন্তু আপনি বললেন না
এটা মালিবাগ নিয়ে তৈরি করা ভিডিও নয়।
লাল পটাশ 10 ইঞ্চি টবে কতটা দিতে হবে?
হাফ চামচ
@@PikasGardening ধন্যবাদ
👍👍👍
৮ " টব এ কি জবা হয়
Ha hoy
Aktu Kom kotha bolun
Excess jabbering but less activity.
Dada amay ak2 help korbea
Ki help bolo ?
@@PikasGardening da vai sob lekha bojeta prbo na... Ak2 tmr nmbr ta deba.. Ph a boltm
Dadavai bollea na j ki6u...
Plz ak2 help kro
@@BiswajitDas-zj8gx 6296333784 ( whatsapp )
অতিরিক্ত কথা না বললেই ভালো
এত কথা না বলে ঠিক করে বললেন যে কি সার দেলে জবা গাছ ভালো থাকবে আর ফুল দেবে।
এই ভিডিওটি দেখুন 👇
ruclips.net/video/w_KC4wpQYhY/видео.html
আমার জবা ফুল গাছের পাতা গুলি পাতা হলুদ রঙের হয়ে যাচ্ছে। প্রতি কার কিভাবে করব।
Jol ta dekhe din,mati jeno besi veja na thake,mase ekbar megnesium sulphate sprey korun gach e
প্রচুর কথা
Onek kotha bollen ja amader kintu sokoler e jana.... ki sar debo tar naam o bola holo na potash mane puro naam ki ? Milibugs ki bhabe jabe tao bola holo na..... labh kichhui holo na eto boro vdo dekhe.....!!
1. Apni bio potash use korte paren / mop use korte paren / sop use korte paren / npk 0:0:50 use korte paren.
2. Mealybug control niye amr channel e video ache sekhane chemical way and organic way dutoi dekhano hoyeche, apnar jeta suitable mone hobe apni seta use korte paren.
Thank you sir... . Nischay chesta korbo.
আমার দুটো জবাফুল গাছের ডগাগুলো শুকিয়ে যাচ্ছে কেন দয়া করে উপায় টা বলবে
যে ডাল গুলো শুকিয়ে গেছে সে গুলোকে কেটে দিয়ে কাটা জায়গাটাতে ছত্রাকনাশক ( saaf ) লাগিয়ে দিন তাহলে বাকি দলগুলো শুকিয়ে যাবে না।
জবা গাছ টবে খুব ভালো হয় না। 2_3 বছর ভালো হয়। তারপর অনেক কুঁড়ি আসবে ফুল ফুটবে একটা দুটো জোর তিন টে।যতোই সার দিন। আমার মাটিতে দেশি জবা বর্ষার সময় রোজ 60_70টা ফুল হয়। দারুন লাগে।আর টবে দুটো তিন টে। আমার টবে কত জবা নষ্ট হয়ে গেছে। সব থেকে ভাল হয় জবা 3 বছর পর ঐ গাছ থেকে কলম করে নতুন গাছ করা।
পটাস সার কোথায় পাবো??
যেকোনো সারের দোকানে পেয়ে যাবেন।
কোকো বিট কী জিনিস
ওটা কোকোপিট, কোকোপিট হলো নারকেল এর নিয়ে যাস থেকে বেরোনো ভুসি যা কাছের মিডিয়া তৈরিতে খুব ভালো কাজ করে।
দাদা আপনার ঠিকানা টা দিলে একবার দেখতে যেতাম
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর
Akta gachei toh ful futeche baki gulo te nei.
Besi katha bolen
Good
Amar gachey kuri asche na ki karbo bolben
গাছগুলো কি সুন্দর !!!!👌
AAMER KURI AASCHENA...BARO JABA BARO TOBE AACHE AAMI KI SARSER KHOL RGOBOR SAR DEBO KURI AASBE TO ??
Holud thoka joba tar kuri tai jhore jacche..
এই সময়ে প্রবলেমটা হবার স্বাভাবিক, অতিরিক্ত গরমের জন্য এমনটা হচ্ছে। গাছকে নিয়মিত দুবেলা জল দিয়ে স্নান করিয়ে দেবেন এবং ঠিকঠাকভাবে জল প্রদান করবেন এবং তার সঙ্গে যদি পারেন গোড়ায় পটাশ সমৃদ্ধ খাবার একটু প্রয়োগ করবেন তাতে অনেকটা কুড়ি আটকানো সম্ভব হবে।
@@PikasGardening thank you so much ...
Agulo to sonai jane ,notun kichu noy
মিলিবাগ দেখালেন, সমাধানের উপায় কি ? খাপছাড়া হয়ে রইলো ।
মিলিবাগ এর ওপর পরশু ভিডিও আসবে।
এত কথা কোন।মূল বক্তব্য টা বলুন।