কম সময় পড়ে অনেক ভালো করার উপায় | Effective Learning method|Barun Kanti Ghosh|Admission|HSC|Athena

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • ✅✅কোচিংয়ে বা কোন প্রাইভেট টিউটরের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার দিন প্রায় শেষ। যুগ বদলে গেছে।
    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
    বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী কোনো শিক্ষার্থীর একজন মেন্টর থাকা খুবই জরুরী, যে তাকে পড়াশোনার সাথে সাথে জীবনের সঠিক দিক দেখাতে পারে। কোন শিক্ষার্থী যদি HSC Physics 1st/2nd Paper or Admission পড়ার জন্য কোন টিউটরের দ্বারস্থ হয় তবে দেখা যায় গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হয় শুধু একটা বই শেষ করার জন্য। কিন্তু শতকরা ৯০% ক্ষেত্রে শিক্ষার্থী শেষ
    পর্যন্ত কিছুই পায় না। কারণ এ ক্লাস গুলো সব হাওয়ায় মিলিয়ে যায় এবং দৌড়ঝাঁপ করে জ্যাম ঠেলে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ক্লাসরুমে কোনরকমে সামান্য জায়গায় বসে ঐ শিক্ষকের থেকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। এ বিষয়ে আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি।
    আর আমার কথা বিশ্বাস না হলে তোমার নিজেকে একটা প্রশ্ন করো, প্রায় সমস্ত শিক্ষার্থী কোন না কোন শিক্ষকের কাছে অথবা কোচিং এ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়। কিন্তু ভালো করে কত শতাংশ ?
    এর মূল কারণ ক্লাসে বইয়ের সব কিছুই গভীর ভাবে শিক্ষার্থীকে অনুধাবন করিয়ে আসলে কোন শিক্ষকের পক্ষে পড়ানো সম্ভব হয়না। কারণ তার একটার পর একটা ব্যাচ থাকে এবং মাথায় এই প্রোগ্রাম চলে যে কোনরকমে এই ব্যাচটি বের করে দিলে এর পরের ব্যাচের ঢুকবে এবং এই টানাপোড়েনের মধ্যে উনি কখন যে পড়ানোর পরিমাণ কমিয়ে দেন বা স্টুডেন্টের সামান্য কিছু জিনিস পড়িয়ে ছেড়ে দেন তা তিনি নিজেও খেয়াল করেন না। এই ঘটনা 99% ক্ষেত্রে কোচিং এবং প্রাইভেট টিউটর দের ক্ষেত্রে ঘটে। এছাড়াও আরও একটা সমস্যা রয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের ইন্টারমিডিয়েটে যত শিক্ষার্থী সাইন্স পড়ে তার শতকরা ২০% শিক্ষার্থী ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়।
    কিন্তু যুগ পরিবর্তনের সময় চলে এসেছে, সমস্ত সেবা এর মূল্য সময়ের সাথে সাথেকমে গেছে। কিন্তু তার মান বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো একটা সময় মোবাইল ফোনের কল রেট মিনিট প্রতি 10 টাকা ছিল এবং নেটওয়ার্ক ছিল খুব দুর্বল কিন্তু এখন কল রেট মিনিট প্রতি 1 টাকারও কম এবং নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যুগ মানুষকে বাধ্য করে পরিবর্তন হতে এবং বর্তমানের কোটি কোটি টাকার যে কোচিং বাণিজ্য হয় আগামী কয়েক বছরের মধ্যেই চার ভাগের এক ভাগে নেমে আসবে। কারণ ১-২% শিক্ষার্থী ছাড়া তোমার আমার মত প্রতিটি শিক্ষার্থী চায় খুব সামান্য অর্থের বিনিময় গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে। আমি যে প্যাকেজ কোর্স তোমাকে অফার করছি তা ধরে নিতে পারো এই যুগ পরিবর্তনের প্রাথমিক ধাপের মধ্যে একটি ধাপ। সঠিক এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দূরত্ব কোনো বাধা নয়। তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেকোনো স্থানে থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ গুণগত মানের শিক্ষা প্রদান করা আমার দায়িত্ব।
    Full Course Teacher
    ------------
    Barun Kanti Ghosh (16 Years’ Experience in Admission Test Teaching)
    EEE (BUET-2006), Ex-Notre Dame College (Group-4)
    MBA (IBA, University of Dhaka)
    Facebook ID: / baruneee
    Facebook Page: / barun.oraska
    ------------------
    ✅✅Course No-201(HSC First Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 145 টি (Duration-112 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা: 20 SET(With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা: 20 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1136139100560337
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-202(HSC Second Paper Physics Foundation Course): Fee-2500
    🔷Course Content: ক্লাস ভিডিও: 119 টি (Duration-104 Hours), ১ ঘন্টার সৃজনশীল পরিক্ষা : 21 SET (With Solve Sheet) , ১ ঘন্টার MCQ পরিক্ষা : 21 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 1241944279548377
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-203 (BUET/Dhaka University Physics Admission Program): Fee-3000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 210 টি (Duration-180 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 25 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 24 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 2 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 889120498423276
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ✅✅Course No-204 (BUET/Dhaka University Physics Admission (Short Syllabus-HSC-2021 & 22) Program): Fee-2000
    🔷Course Content: ক্লাস ভিডিও: 165 টি (Duration-128 Hours), 25 Years Question Bank Solve Class , ভর্তি পরিক্ষার উপযুক্ত Written পরিক্ষা : 16 SET (With Solve Sheet) , ভর্তি পরিক্ষার উপযুক্ত MCQ পরিক্ষা : 16 SET (With Solve Sheet), ফাইনাল মডেল টেস্ট : 4 SET, Homework, Admission Test Concept Book : 1 টা
    🔷FB Private Group Link: / 294123559319175
    🔷Bkash or Nagad No: 01714243042 (Personal), 01614759131 (Personal)
    ভর্তির নিয়ম: পে করে গ্রুপে লিংকে যুক্ত হতে হবে । যুক্ত হউয়ার সময় যে নাম্বার থেকে পেমেন্ট করেছো তার শুধু বিস্তারিত দিতে হবে। বেস হয়ে গেল। তুমি গ্রুপে Join Request দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে সব কিছু চেক করে তোমায় Join করিয়ে দিবো। গ্রুপ Join করলেই বাকি সব কিছু কোর্সটি শুরু করতে পারবে।

Комментарии • 2 тыс.

  • @salauddinumar3803
    @salauddinumar3803 3 года назад +1090

    ১ ঘন্টা পড়ে ১৫/২০ মিনিট বা ৪৫ মিনিট পড়ে ১৫ মিনিট রেস্ট বা ঘুম।
    ভাইয়া, এই কাজটা আমি ইন্টার এ এইচ এস সি পরিক্ষার আগে করেছিলাম, এই কাজটা আমার খুব কাজ লেগেছিল।
    আমি ইন্টারে দেড় বছরই তেমন পড়াশোন করিনি কিন্তু লাস্ট ৩ মাস এই পদ্ধতিটা খুব কাজে আসছে।
    আমি আরেকটা কাজ করতাম।
    সেটা হলো, একটানা ২/৩ ঘন্টা পড়লে বাইরে কিছুক্ষন হাটাহাটি করতাম। আবার মনোযোগ দিয়ে পড়তাম।
    আবার যখনই ঘুম পেত সাথে সাথে ঘুমিয়ে নিতাম।
    পরীক্ষার আগে আমি জীবন মরনের মত মনে করতাম যে আমাকে কিছু করতেই হবে।
    আমি ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়েছি।আলহামদুলিল্লাহ

  • @aliemon6199
    @aliemon6199 3 года назад +1742

    ঠিকই পড়তে বসছিলাম,তারপর শব্দের অর্থ খুঁজতে ফোন হাতে নিলাম।বাকিটা ইতিহাস

  • @tanvirkhan8972
    @tanvirkhan8972 3 года назад +26

    এই ভিডিওটা তিনমাস আমার ওয়াচ লেটার লিস্টে পড়ে ছিল।এখন নিজের গালে একটা থাপ্পর লাগাইতে মন চাইতেছে,ক্যান আগে দেখলামনা!

  • @bdchannel8913
    @bdchannel8913 3 года назад +43

    স্যার অনেক ভালো উপদেশ দিলেন।আপনাদের মতো স্যারের এখন খুব অভাব

    • @mdmayan9093
      @mdmayan9093 2 года назад +2

      আপনার কথা খুব বেশি ভালো লাগছে আপনার নাম কি আপনি খুব ভালো

    • @bdchannel8913
      @bdchannel8913 2 года назад

      @@mdmayan9093 রেজওয়ান

  • @faisalmridul9137
    @faisalmridul9137 3 года назад +386

    ভাই আমার মনের কথা বলছেন আল্লাহ আপনাকে ভাল রাখুক।

  • @faruktaz4010
    @faruktaz4010 3 года назад +173

    একঘন্টা পড়লে 45 মিনিটেই বাজে চিন্তা ভাবনা কইরা আর মোবাইল চাপাচাপি কইরা শেষ, পড়া হয় মাত্র 15 মিনিট। আমার বর্তমানে এই সমস্যাটা ই হচ্ছে।

  • @sadiarahmansaje150
    @sadiarahmansaje150 3 года назад +7

    আপনি যে আসলে কি স্যার, তা বলে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। 😊

  • @mstasiaakther8674
    @mstasiaakther8674 3 года назад +63

    আল্লাহ আপনাকে ভাল রাখুক🥰🥰🥰🥰

  • @enjoy.99
    @enjoy.99 3 года назад +63

    আরেকটা উপায় হলো : নিজেকে Reward দেয়া

  • @RejuwanHussain
    @RejuwanHussain 3 года назад +56

    সত্যি আপনার অসাধারণ কথা গুলো শুনে আমার নিজের একটু আগ্রহ জন্মিলো পড়া শোনার প্রতি

  • @toufiqurrahmantonmoy7138
    @toufiqurrahmantonmoy7138 3 года назад +284

    আমিও ১ ঘন্টা পরতে বসলে ৩০ মিনিট পড়া হয় আর বাকি টাইম কত চিন্তা আসে🥰

    • @farhanhasin5968
      @farhanhasin5968 3 года назад +10

      তাও ত হয়🙂

    • @hafsaafrin9898
      @hafsaafrin9898 3 года назад +5

      Right same to me 😂😂🤣

    • @russ8156
      @russ8156 3 года назад

      @@hafsaafrin9898 🥺💞

    • @hafsaafrin9898
      @hafsaafrin9898 3 года назад +1

      @@russ8156 Arokom expression ar mane ki bhaiaa

    • @russ8156
      @russ8156 3 года назад

      @@hafsaafrin9898 love and affection siso 🥺💞

  • @MdMehediHasan-us3xn
    @MdMehediHasan-us3xn 3 года назад +101

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ সুবহানাল্লাহ

    • @abureza9079
      @abureza9079 3 года назад +3

      Sotik zaigai sotik zinis den

    • @sagor2364
      @sagor2364 3 года назад

      😂

    • @mistyhasan8537
      @mistyhasan8537 3 года назад +1

      Eto shundor ekta line k upohas er jinish banay falianna. Comment a kalima likha ki nijak khub dharmik mona kortacan?
      Ajob manush

    • @MdMehediHasan-us3xn
      @MdMehediHasan-us3xn 3 года назад

      @@mistyhasan8537 ভাই এটা করি সওয়াবের জন্য লাইক এর জন্য নয় া ভাই আমি আপনাকে আললাহর পিরিত সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ মাশাল্লাহ আললাহ অতি মহান আললাহ আমাদের সকলকে নেক হায়াত ও নেক হেদায়েত এবং নেক আমল করার তৌফিক দান করুক আমিন আললাহ আকবার

    • @saharalikhan9042
      @saharalikhan9042 3 года назад

      Subhanallah

  • @imranimu5803
    @imranimu5803 3 года назад +35

    ভাই অাপনার ভিডিওটা এমন একটা সময় দেখলাম যখন অামি নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।
    অামি গত তিন দিন দৈনিক ৮ থেকে ৯ ঘন্টা পড়া লেখা করি।
    মোবাইলটা প্রচুর সমস্যা করে তাই অামি নতুন একটা বুদ্ধি করে চলি সেটা হল
    অামার মোবাইলে ২০% এর উপর চার্জ রাখি না।
    এবং রাতে গুমানোর অাগে ১০% চার্জ রেখে গুমাই।
    প্রতিদিন একটা শিক্ষামূলক নাটক দেখি।
    প্রতিদিন মাঘরিবের পর কোরঅান তেলোয়াত করি এবং নামাজ পড়ি যদিও মিচ হয় অনেক সময়।
    ইন্শা অাল্লাহ অামি অামার লক্ষ্যে পৌঁছাবো।

  • @jannatulislam7800
    @jannatulislam7800 3 года назад +42

    অনেক ধন্যবাদ ভাইয়া৷ আমি ২০২১ সালে এডমিশন টেস্ট দিবো। আপনার এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা অনেক মোটিভেটেড করে আমাকে। মনের মধ্যে সাহস পাই পড়ার আগ্রহ বাড়ে৷ এভাবে আমাদের পাশে থাকবেন আশা করি। অনেক অনেক দোয়া আপনার জন্য৷ 😊

  • @zohurulhaquejafor5504
    @zohurulhaquejafor5504 3 года назад +40

    অনেক ভালো লাগলো ভাইয়ার কথাগুলো শুনে আসলে বর্তমানে শিক্ষার্থীদের বাস্তবতা বা সমস্যা হচ্ছে এটাই তাই এটা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে খুবই ইফেক্টিভলি ধন্যবাদ।।।

  • @Chaturbhuj41
    @Chaturbhuj41 3 года назад +154

    মোবাইল হল ঘুম অার পড়া নষ্টের একমাত্র ব্যাধি।

  • @MrWilly-mm5rv
    @MrWilly-mm5rv 3 года назад +88

    নমষ্কার দাদা। আপনার বাস্তবভিত্তিক কথাগুলো শুনে অনেক উপকৃত হলাম দাদা। ঈশ্বর আপনাকে নিজের কৃপাদৃষ্টিতে রাখুক। ভালো থাকুন শান্তি থাকুন আপনি এটাই কামনা করি।♥️

  • @provaafrad2024
    @provaafrad2024 3 года назад +6

    আপনার মতো মানুষ পৃথিবীতে শত শত থাকা দরকার

    • @provaafrad2024
      @provaafrad2024 3 года назад

      thank you vaia

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 года назад +1

      Stay connected Prova
      And thanks for the complement...
      I'm blessed 😇😇
      ❤️❤️❤️

  • @TechZakir
    @TechZakir 3 года назад +6

    স্যার অসাধারণ ভিডিও, আপনার কথাগুলো শুনে কেউ যদি প্রতিটা কাজ ১০০ ভাগ মনোযোগ সহকারে করে তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাকিটা আল্লাহর ইচ্ছা।

  • @studygmail2798
    @studygmail2798 3 года назад +20

    ধন্যবাদ ব্রাদার ❤️
    আমার এই সমস্যা সবচেয়ে বেশি😬🤕

  • @withalivai9048
    @withalivai9048 3 года назад +4

    এরকম শিক্ষনীয় ভিডিও আগে কখনও দেখিনি। আশা করছি এই এডমিশনের সময় এটা দারুণ কাজে লাগবে।

  • @youtubefastival9248
    @youtubefastival9248 3 года назад +60

    ভাইয়া আপনার কথাগুলো এতো এতো ভালো লাগে! বলে বুঝাতে পারবো না।

  • @nahidhasan9971
    @nahidhasan9971 2 года назад +37

    আচ্ছা কথায় কথা অনেকেই ( ভালো থাকো/ সুস্থ থাকো) এই কথা গুলো বলে থাকে। অথচ, কারোরি এই ক্ষমতা নাই যে নিজের ইচ্ছায় ভালো থাকবে/সুস্থ থাকবে/কাউকে ভালো রাখবে/সুস্থ রাখবে ইত্যাদি। সকল ক্ষমতা কেবল এবং কেবলই মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা র।

    • @voice...3198
      @voice...3198 2 года назад

      😊

    • @isratdipa25
      @isratdipa25 Год назад

      আল্লাহই ভালো আছি বলতে বলেছেন,

    • @sathikarmaker4990
      @sathikarmaker4990 2 месяца назад

      Thik​@@isratdipa25

  • @abutaherahmed8476
    @abutaherahmed8476 2 года назад +3

    আমার জীবনে দেখা সেরা ভিডিও,,,,, জীবনে অনেক ভিডিও দেখলাম কিন্তু এরকম মোটিভেশনাল ভিডিও দেখিনি🙂ধন্যবাদ ভাই🥰🥰

  • @belkobd7528
    @belkobd7528 3 года назад +117

    সন্ধে ৭ টা বাজে পড়তে বসে টানা দুইঘন্টা পড়ার পর উঠে দেখি ৭টা ৫ বাজে 🥴😑

  • @movieloversworld2198
    @movieloversworld2198 3 года назад +54

    আরে বরুন ভাই যে,নস্টালজিক হয়ে গেলাম।নটরডেমের দিনগুলোকে খুব মনে পড়ে গেল।

  • @samirhasan3131
    @samirhasan3131 3 года назад +3

    এর আগেও আরেকটা ভিডিওতে দেখেছিলাম। খুব ভালো লেগেছিলো। এখন আপনারটা দেখলাম, খুব ভালো লাগলো। এখন সে অনুযায়ীই পড়ার চেষ্টা করছি। আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি HSC-22 পরীক্ষার্থী।

  • @sarahthegreat2593
    @sarahthegreat2593 3 года назад +9

    The first thing that came to mind the moment you started speaking is "Wow, he must've received a lot of compliments on his voice"

  • @shahriartusher6979
    @shahriartusher6979 3 года назад +20

    your way of talking is so humble and soothing..

  • @iveekhan
    @iveekhan 3 года назад +130

    Exactly, this is proven perfectly the night before my semester exam. Brain works incredibly better during that time. In a certain moment I can memorize a lot of things and make myself happen to pass. 😂

  • @farhadahmed5806
    @farhadahmed5806 3 года назад +7

    Ooo..This is the reason why I can't focus on my study...Thank you so much..

  • @hasankiyash6718
    @hasankiyash6718 3 года назад +12

    পড়তে বসলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বড় গবেষক 😂😂

    • @AthenaScienceAcademy
      @AthenaScienceAcademy  3 года назад

      🤣🤣🤣🤣

    • @hasankiyash6718
      @hasankiyash6718 3 года назад

      @@AthenaScienceAcademy আপনার এই টেকনিক আজ থেকে ফলো করবো ইনশাআল্লাহ 💞💕

    • @dhisanabagchi3584
      @dhisanabagchi3584 3 года назад

      😂😂👍🏻

    • @akibaabida8861
      @akibaabida8861 3 года назад

      আমি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে নামি 🙂

  • @pronoykumar3639
    @pronoykumar3639 3 года назад +18

    Don't mind for a science student. Pream tar whole career ta finish Korte pare. Don't do that. Biswas na hole try koren. Then amake ese bolen apner efficiency barse , naki komse.

    • @mdtowhidahmad1680
      @mdtowhidahmad1680 3 года назад +1

      amar to gf e nai. tarpor o mobile hate thak3

    • @user-yv3lh9fb9p
      @user-yv3lh9fb9p 3 года назад +2

      Thik bolsen. Prem career noshto kore but bhalobasha na.

  • @001sumaiyajannatmedha5
    @001sumaiyajannatmedha5 3 года назад +13

    অনেক হেল্পফুল একটা ভিডিও।জাযাকাল্লাহু খইরান।

  • @mitumv3982
    @mitumv3982 3 года назад +96

    আমি পড়তে বসলে পৃথিবীর সব চিন্তা আমার মাথায় আসে 😒

  • @rapidaction7944
    @rapidaction7944 2 года назад +31

    I'm a doctor and watching you made me realize, how easy things have become! In my days, running from a tutor to the next pissed off my college life. Hope your students would pride on your proper mentoring💗

  • @tanvirahmad3776
    @tanvirahmad3776 3 года назад +6

    অসাধারণ! এতো সুন্দরভাবে চমতকার একটা সাজেশন দেবার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

  • @dr.sajjadkhan3056
    @dr.sajjadkhan3056 3 года назад +3

    খুব সুন্দর আর সাবলীল ভাষায় কথাগুলো বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।

  • @Suparna_Jana0017
    @Suparna_Jana0017 3 года назад +2

    অসংখ্য ধন্যবাদ স্যার, সত্যি পড়তে বসলেই ফোন পড়া থেকে বারবার ডিস্ট্রাক্ট করে দিত, আজ থেকে এই নিয়মটি অনুসরন করব, আশা করি ভালো ফল পাব, প্লিজ পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য একটি ভিডিও বানানোর অনুরোধ রইল।

  • @mrmamu2762
    @mrmamu2762 3 года назад +6

    সারাদিন বই নিয়ে থাকতাম মনে হত আমি ত এত পড়তেছি কিন্তু দিনশেষে আউটপুট অনেক কম হত। ইন্টারে থাকতে এই ভিডিও টা দেখে ফলো করলে হয়ত বা জীবনে অনেক ভালো যায়গায় যেতে পারতাম😭😭😭😭
    তারপর ও এখন যেখানে আছি এইটা ফলো করার চেষ্টা করব।

  • @mdrezoanul5065
    @mdrezoanul5065 3 года назад +27

    আপনার কথা শুনে এই ভিডিওটাও আর দেখার টাইম পেলাম না,, পড়া শুরু করলাম

  • @md.asadullaholi
    @md.asadullaholi 3 года назад +10

    আল্লাহ আপনার মঙ্গল করুন, আমীন।

  • @Platinum_02
    @Platinum_02 2 года назад +1

    অনেক দিন এই সমস্যাই ভূগছিলাম। ইনশাআল্লাহ এখন আপনার টিপস গুলা ফলো করবো ☺️

  • @ummehhafiza7304
    @ummehhafiza7304 3 года назад +9

    আমি সারা দিনের স্বাভাবিক কাজ বাদে পড়ি,,,বাট রেজাল্ট ভালো পাচ্ছি না, ধন্যবাদ স্যার এটা আমাকে যদি হেল্প করে

  • @tamannahasan2794
    @tamannahasan2794 3 года назад +14

    Thank you so much bhaia
    Really i am having this kind of problem...
    But from now i will try to concentrate on my study just like you advise
    Thanks a lot 🥰🥰🥰

  • @rehanhiron9465
    @rehanhiron9465 3 года назад +3

    You're brilliant!মানুষের মনে খুব তারাতারি জায়গা করে নিতে পারবেন,দোয়া এবং শুভকামনা রইল!ভিডিও টা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তা বলব না এই উপদেশগুলা অামরা সবসময়ই পাই কিন্তু কথা বলার স্টাইল,ওয়াও মাইন্ড ব্লো ইং!

  • @Bibhusir
    @Bibhusir 3 года назад +2

    আমার পড়াশোনা ভালো লাগে না এখন। কিন্তু আপনার ক্লাস দেখে আবার প্রচুর ইচ্ছে হয় যেন আবার স্কুলে ভর্তি হই

  • @rajibhossain588
    @rajibhossain588 3 года назад +1

    Akdom thik kotha bolsen vai.. Pori onk time last hisab kore dekhi anda..akn theke try korbo method ta..in sha allah

  • @masumhossainemon9106
    @masumhossainemon9106 3 года назад +7

    অনেক ধন্যবাদ ভাইয়া❤️😇।প্রতিদিন ভিডিও চাই।
    শিক্ষাঃযাই করবে মনোযোগ দিয়ে করবে। সেটা পড়া হোক বা দুষ্টমি

  • @beingtmj
    @beingtmj 3 года назад +9

    Thank you vaia. Aibabe regularly amader problems gula nia vdo diben❤️❤️❤️❤️

  • @mubinsafa9490
    @mubinsafa9490 3 года назад +1

    Enayat স্যারের একটা কথা মনে লেগেছিল। "একটা স্টুডেন্ট কতটা ভাল তা মাপার একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সে একটানা কতক্ষণ পড়াশোনা করতে পারে।" আমি নিজে পারমাডোরা পদ্ধতিতে পড়াশোনার চেষ্টা করেছিলাম। তবে এনায়েত স্যারের কথাটাই যথাযথ মনে হয়েছে।।

  • @anikctg4360
    @anikctg4360 4 месяца назад

    Ohh God!!!!!! Kamna ai video ta ami minimum 2 mash aga dekhlam na.Ato motivational video dekhsi jibona but life a first ato inspire holam.Amar 3 mash por hsc exam.Valo kora pora valo result korar try korbo.Thanks sir,thank you so much.

  • @nilotpalbhattacharya2739
    @nilotpalbhattacharya2739 2 года назад +5

    Sir,,,, you are really right,,,, this obstacle face most of the students.... your calculas teaching is awesome,,,,,

  • @alaminarafat8623
    @alaminarafat8623 3 года назад +8

    This video was really helpful for me. Kindly make this type of videos more and more. Best wishes for you.

  • @ismailhossen8610
    @ismailhossen8610 2 года назад

    এক কথায় অসাধারণ বক্তব্য দাদা। মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।

  • @TeachUnlimitedBDRomzan
    @TeachUnlimitedBDRomzan 2 года назад

    দীর্ঘ ৭ বছরের পরা লেখার ঘ্যাপটা পূরন করার জন্য কতইনা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিছুতেই কাজ হচ্ছেনা, যতই পড়া লেখা করি কাজে আসছেনা,
    কিছু মনে রাখতে পারিনা অল্প সময়ের মধ্যেই ভূলে যাই,
    বেশি পড়লে মাথা ব্যথা করে চোখে সমস্যা দেয়,
    আসা করি সকল সমস্যার সমাধান পেয়ে গেছি।

  • @jannatjara6778
    @jannatjara6778 3 года назад +43

    এককথায় ভাইয়ার সবকিছু এত ভালো লাগে,,,তা বলার বাহিরে।ভাইয়া আপনি বুয়েটে কত তম হয়েছিলেন??? জানতে খুব ইচ্ছে ছিল।😊

  • @mdarafat2663
    @mdarafat2663 3 года назад +9

    আসসালামু আলাইকুম,, স্যার আইবিএ বিবিএ এর জন্য ধারাবাহিক বিস্তারিত ++ক্লাস দিলে অনেক উপকৃত হব।

  • @papiamontahaannapi1036
    @papiamontahaannapi1036 3 года назад +1

    Thank you sir ami ai bochor er ssc examiner ajk teke aivabei porasona korar chesta korbo amar jonno dowa korben😊😊

  • @md.abdullahalmehediprince3016
    @md.abdullahalmehediprince3016 2 года назад

    ভাল বলেছো ভাই । আচ্ছা এই যে বর্তমানে স্টুডেন্ট রা সারাদিন প্রাইভেট , কোচিং করে বেড়াচ্ছে , আবার একটা কোচিং বা প্রাইভেটেটের নামে তথাকথিত ভাল শিক্ষকের কাছে প ড়ছে , দেখা যাচ্ছে সেখানে এক সাথে এক রুমে ১৫০/২০০ স্টুডেন্ট ,কারি কারি টাকা খরচ করছে । ফলাফল জিরো । এই সব বিষয় নিয়া যদি একটা ভিডিয়ো বানাতে খুব ভাল হয় ।

  • @mr.sharma-g8056
    @mr.sharma-g8056 3 года назад +29

    আপনি যে কথা গুলা বল্লেন এমনই ঘটে আমার সাথে। ৫ ঘন্টা বই নিয়ে বসি পড়া হয় মাত্র ১০ মিনিট

  • @samihaakhter5384
    @samihaakhter5384 3 года назад +11

    Very informative..one more thing i want to add..multi task is very harmful for making habit of concentration. I noticed it during my presentation for ielts.

  • @tamrulhaque6212
    @tamrulhaque6212 3 года назад +1

    Thanks sir😅...ammo Everyday Agola bolto but Ami shuni nai but ajka r thake Ami apnar kotha gola shunar try kormo 100%...
    Thanks a lot sir😅

  • @mashrafbinhabib6181
    @mashrafbinhabib6181 3 года назад +3

    Class 9 science group এর students দের জন্য একটা routine দিলে খুব ভালো হবে। (বাসায় পড়ার routine)

  • @muntasirislam5802
    @muntasirislam5802 3 года назад +5

    Thanks a lot brother. I will try my best to maintain this rules.

  • @jahid1203
    @jahid1203 3 года назад +3

    খুব কাজের কথাই বলেছেন ভাইয়া!
    Thanks vaiya.😇🖤

  • @joy73929
    @joy73929 3 года назад +1

    Apurbo voice apnar and akta positive vive asha ar darun sunte laga onek khani motivate holam dada vogoban apnr mongol korun

  • @tajuluddin3286
    @tajuluddin3286 2 года назад +1

    অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভিডিওগুলো বরাবরই অনেক শিক্ষামূলক হয়ে থাকে। অনেক উপকৃত হলাম এই ভিডিও থেকে ইনশাল্লাহ আজ থেকে আমিও এটা ট্রাই করবো ❤️❤️❤️

  • @mirajwahid74
    @mirajwahid74 3 года назад +5

    এইটা দেখতে গিয়া আরো ৩ঘন্টা গেলো 🥺

  • @nurulamin-nb2cd
    @nurulamin-nb2cd 3 года назад +12

    ভাইয়া ভার্সিটি এডমিশনের উপর পদার্থ বিজ্ঞান এর কিছু শটকার্ট ক্লাস চাই

  • @antoradutta9396
    @antoradutta9396 3 года назад +1

    Ami age krtam na,,but jkn theke amr home tutor aivabe prte bolece,tkn theke aivabe try kori..❤️❤️❤️

  • @mamun75215
    @mamun75215 2 года назад +1

    karo motivation ba boro vai giri amar valo lagena...rag pay...but apnar kotha gulu sune mind change hoye gelo...apni khub valovabe mone jayga kore nite paren. apnar kotha gulu suntei mon chacche...cz..kuno mastermosai mood nai...hasi khusi...abar porimito.....karo prosongsabesi kora thik na...tobuo bolchi...you are awesome

  • @syedrihanmahmud6949
    @syedrihanmahmud6949 3 года назад +3

    ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য

  • @jobpreparationbd07
    @jobpreparationbd07 3 года назад +5

    Thanks for this amazing tips..i will apply this to my study

  • @obtrusiveff587
    @obtrusiveff587 3 года назад +2

    এত দিন পর মনের মতো একটা চ্যানেল পেলাম

  • @jannatulislamjulekha9025
    @jannatulislamjulekha9025 3 года назад +1

    1st comment...
    Vaiya apnar kotha gulo khub valo laglo..thanks..

  • @uzairrazin3890
    @uzairrazin3890 3 года назад +19

    "Efficacy" liked the word,Sir,,Thank you,,

  • @sourav_paul
    @sourav_paul 3 года назад +17

    ভাইয়া আমার দেখা আপনার প্রথম ভিডিও, অসাধারণ লাগছে। ❤️🙏 ভাল্ থাকবেন।

  • @researcherkhalidsaifullahs5788
    @researcherkhalidsaifullahs5788 3 года назад +2

    সত্যিই শিক্ষনীয় একটা ভিডিও

  • @jesminauhon5650
    @jesminauhon5650 3 года назад +13

    Thanks a lot sir.♥️. It's really helpful for all of us~! 💖

  • @sabinaakter7252
    @sabinaakter7252 3 года назад +5

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ❤❤❤

  • @altahsin6480
    @altahsin6480 3 года назад +8

    I have been studying, and found this video. And........

  • @badsarkar2054
    @badsarkar2054 2 года назад +1

    আপনি অনেক মহৎ মানুষ স্যার।

  • @roziakter5572
    @roziakter5572 8 месяцев назад +1

    সারাক্ষণ পড়ার টেবিলে বসে থাকার পরও দিন শেষে কিছুই আয়ত্ত করতে পারি না, কোনোকিছুই বুঝতে পারি না,,আফসোস হয় সারাক্ষণ কিই বা পড়লাম 😢

  • @TaniaAkter-uo4qr
    @TaniaAkter-uo4qr 3 года назад +5

    brilliant analysis
    sheela ki jawani is damn true

  • @emramulnabil4579
    @emramulnabil4579 3 года назад +5

    Vayya Ami akjn admission 2020-2021 r student.
    Vayya amr onk ghum ashe.ghum kvbe komabo 😔

  • @zahangiralom9150
    @zahangiralom9150 2 года назад +1

    Valo laglo Rajshahi যে শিক্ষানগরী তা আপনার বন্ধু রাজশাহীর শুনে ভালো লাগলো।

  • @mabia9118
    @mabia9118 2 года назад

    অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। আজ থেকে চেষ্টা করব। এই প্রোসেসিং এ পড়াশোনা করতে। ইনশাআল্লা

  • @sadiaafrinsnaha
    @sadiaafrinsnaha 3 года назад +11

    ভিডিওটা খুবই ভাল লাগলো...🤗🤗🤗

  • @shirinakter646
    @shirinakter646 2 года назад +4

    your statements are absoulutely 100 percent correct . from now I will try my best to avoid the other irregular activities while studying . thanks for your mind blowiing extraordinary suggetions.

  • @tagarikundu618
    @tagarikundu618 3 года назад +1

    Bagh!!...darun laglo dada...apnar voice tao khub sundor...valo laglo...

  • @md.farhadhossain1066
    @md.farhadhossain1066 3 года назад +1

    খুবই ভালো ও উপকারী ভিডিও ছিলো ভাইয়া...
    এই ভিডিওটা আমার অনেক প্রয়োজন ছিলো।
    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @riyad420
    @riyad420 3 года назад +3

    আল্লাহ আপনাকে বাচায়ে রাখুক,ভাইয়া।

  • @mozahidislam707
    @mozahidislam707 3 года назад +5

    ভাইয়া খুব ভালো কথা বলেছেন,অসংখ্য ধন্যবাদ

  • @rashidharunkhan6621
    @rashidharunkhan6621 2 года назад +2

    ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম ❤️❤️

  • @blackfalcon344
    @blackfalcon344 2 года назад

    ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আমার প্রিয় লোক নেই বললেই চলে, কিন্তু বিশ্বাস করেন ভাই আপনার কথা এবং চিন্তার কারনে আমার প্রিয় মানুষগুলোর কাতারে আপনি জায়গা করে নিয়েছেন। আল্লাহ্ আপনার মঙ্গল করুক ভাই। এক বুক ভালোবাসা আপনার জন্য!!!

  • @mdhasibulhasan3809
    @mdhasibulhasan3809 3 года назад +6

    Effective kisu inspiration pelam ei first

  • @Studypoint-zw8bo
    @Studypoint-zw8bo 3 года назад +4

    Thanks vaiya...apnar kotha gulu onek valo laglo💛💜

  • @neamulkawsershuvo2665
    @neamulkawsershuvo2665 3 года назад +1

    সত‍্যি আপনার কথা শুনে অনেক আগ্রহ পেলাম।।।।

  • @shiratulmostakimsammo1342
    @shiratulmostakimsammo1342 3 года назад +1

    আমাদের সবাই এটা করতে পারলে হয়েই যেতো।💯💯💯🎊💯💯