FCPS Part 1 পরীক্ষা ও প্রস্তুতি নিয়ে তিক্ত সত্য কথা । কিভাবে Comprehensive প্রস্তুতি নিবেন?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • যারা #Davidsons_পড়বেন তাদের #অবশ্যই_পড়া_উচিতঃ
    📚 সবার প্রিয় বইঃ ডেভিডসন।
    একে নতুন করে পরিচয় করানোর কিছু নেই।
    📚গল্প না বলে, বাইবেল খ্যাত এই বই পড়া ও পড়ানো নিয়ে ভিন্ন কিছু বলতে চাই।
    🚩 এই বইয়ের প্রতিটি চ্যাপ্টারের সিম্পটম এনালাইসিস টি পড়তে ১-৩ ঘন্টা করে সময় দেয়া উচিত।
    🚩প্রায় প্রতিটি অধ্যায়ের সাথে থাকা Clinical Examination কে ও সমান গুরুত্ব দিতে হবে, পারলে ম্যাক্লিউডস এর সাথে মিলিয়ে পড়তে হবে।
    🚩 এখানে উল্লেখিত Anatomy & Physiology, Investigations, Symptoms Approach এর ইন্টারপ্রিটেশন ভালভাবে পড়তে হবে ও আয়ত্ত করতে হবে, এগুলো FCPS পরীক্ষার জন্য Masterpiece, ডিজিজ বুঝার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ বেসিক।
    🚩 প্রতিটি অধ্যায় থেকে কমন ও আনকমন ডিজিজি পড়তে হবে।
    🚩এর পর ভালমতো পড়া শেষ হলে, বক্স গুলো পড়তে হবে।
    🔴 অথচ, আমরা চলি উল্টোদিকে, না বুঝে বক্স মুখস্ত করে, তোতাপাখি হয়ে মেডিসিন শেখা হবে না। কোন রকম পরীক্ষা পার পেলেও পার্ট-০২ তে নিশ্চিত ধরা। তাই, সাধু আগে থেকেই সাবধান।
    🚩 প্রথম দিকের ১০ টি চ্যাপ্টার ও শেষ দিকের ৫ টি চ্যাপ্টার ও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।
    🚩 প্রতিটি চ্যাপ্টার শেষে, Passmedicine এর প্রশ্ন সলভ করুন। আর কোন প্রশ্ন ব্যাংক সলভ না করলেও চলবে।
    💪 কম পড়ে বেশি আউটপুট কে না চায়???
    সবাই চায়।
    🤔কিন্তু, "There is no Shortcut to Learning."
    ❗ তাহলে করণীয় ❓❓
    👉Only one shortcut way is- "Read the First time very completely."

Комментарии •

  • @ShefyetSakib
    @ShefyetSakib 24 дня назад +2

    Vai akno onk junior Med student.. Tao boltesi apni bangalir weak 2 jaigai haat disen..first one holo patience (as onk long lecture)and second is Sosta jaigai Chuta..
    Jara ei 2 ta jinish overcome korte parse tarai apnar kache vorti hosse..
    Jara quality study material Chai...apni. Oder jonno Pioneer.❤

    • @datmrcp
      @datmrcp  24 дня назад

      Thank you for pointing out these two weaknesses again!
      I appreciate your understanding.
      Regards

  • @mfkfaisal5055
    @mfkfaisal5055 26 дней назад +1

    You are the BEST vaia.. May Allah bless you.

    • @datmrcp
      @datmrcp  26 дней назад

      আপনাদের ও ধন্যবাদ। আপনাদের শোনে পরিবর্তন হওয়াটা-ই আমাদের কামনা। আপনার ফিডব্যাকের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ❤

  • @ShefyetSakib
    @ShefyetSakib 26 дней назад +1

    Thanks vai for ur information...

    • @datmrcp
      @datmrcp  26 дней назад +1

      আপনাদের ও ধন্যবাদ। আপনাদের শোনে পরিবর্তন হওয়াটা-ই আমাদের কামনা।

  • @Aortic-arch
    @Aortic-arch 25 дней назад +2

    Thank you vaiya. Apnake agee discover korte pari nai dekhe koshto lagtase 😅

    • @datmrcp
      @datmrcp  25 дней назад +1

      আপনাদের সেবায় সদা নিয়োজিত,❤। কোনভাবে উপকৃত হলে, দোয়া করতে ভুলবেন না, প্লিজ 🙏।

  • @smrmizan5679
    @smrmizan5679 21 день назад +1

    Assalamu Alaikum..MBBS Final year e ki Davidson er ei course kora jabe?

    • @datmrcp
      @datmrcp  20 дней назад

      WalikumAssalam.
      determined hole and 3-4 hrs pora plus 3-4 hrs video dekhte parle welcome!

  • @sandran.dorion7014
    @sandran.dorion7014 23 дня назад

    vaia apnader surgery based kno compilation ache?

  • @ShahrinaRahman
    @ShahrinaRahman 25 дней назад +1

    Wish your fee was a bit lower..

    • @datmrcp
      @datmrcp  25 дней назад

      @@ShahrinaRahman
      🔥চারদিকে তো অনেক কোচিং আছে, আপনি এত বেশি ফি নেন কেন? (অন্যস্থানে এক আপুর কমেন্টে অনুরূপ প্রশ্নের লিখিত রুপ)
      💧আমি যখন ডেভিডসন পড়ানো শুরু করি তখন বাংলাদেশে আমিই প্রথম ডেভিডসনের মেন্টর, সেই শুরু থেকে এখন পর্যন্ত একটা জিনিসে নড়চড় করিনি, সেটা হচ্ছে কোয়ালিটি।
      ➤ আমিই প্রথম জুমে ডেভিডসন ক্লাস নিই। আমিই প্রথম ওয়েবসাইটে ডেভিডসনের ভিডিও দেখার ব্যবস্থা করি বাংলাদেশে। খরচের একটা অংশ ওয়েবসাইটে দিতে লাগে। চলমান নতুন ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি বানাতে ১২+ লক্ষ টাকা খরচ করতে হয়েছে, চতুর্থ ভার্সনের কাজ চলমান আরো ৪-৫ লক্ষ টাকা খরচ হবে, আবার রুটিন ওয়েবসাইট মেইনটেইন ফি ও অনেক ব্যয়বহুল। আরো নতুন ফিচার এড করছি সামনে। ওয়েবসাইটের স্টাটিস্টিক্স সেকশনে আপনার স্টাডি ফেইজ ধরে রাখার জন্য আমরা নতুন নতুন ফিচার এড করছি ও বাংলাদেশের অন্যতম টিচিং প্লাটফর্ম হিসেবে আগাচ্ছি....
      ➤ বিশ্বাস করেন বা না করেন, নানান স্থানে ২০ টা ক্লাশে, ৩০ টা ক্লাশে, ৮০ ঘন্টায় বা ১০০ ঘন্টায় ডেভিডসন পড়ানো হয়। অনেক জিনিস শুধু দাগিয়ে দিয়েই শেষ। সেগুলোতে অনেক কমে করানো হয়। ২য় বার ধারে কাছে যায় না কেউ।
      ➤ বাট আমি যেহেতু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করিনা, তাই এসবের ধারেকাছেও যাইনা।এই কোয়ালিটিকে মেনটেইন করতে গিয়ে আমার স্টুডেন্ট যদি একজনও হয়, তাহলেও আমি কোয়ালিটিকে ছাড়ব না, আর এটাই আমার আত্নবিশ্বাস যোগায়।
      ➤ আমার এই কোয়ালিটির কারনে প্রতি ব্যাচেই ১০০ বা তার চেয়েও অনেক বেশি স্টুডেন্ট এডমিট হয়। বিগত অনেক ব্যাচে তো ১৫০+ হয়েছে।
      ➤ আমি বিশ্বাস করি এবং আমার স্টুডেন্টরাও বিশ্বাস করে ১৫ হাজার টাকায় ৬ মাসে আমি যা দেই, সেটার মূল্য কোটি টাকার চেয়েও বেশি।
      ৪৫৭+ ঘন্টা ক্লাশ নেই, লাইন বাই লাইন পড়াই, আর এই কারনেই আল্লাহর রহমতে আমার স্টুডেন্ট সংখ্যা বেড়ে চলেছে, সেই স্টুডেন্ট তো আপনারাই।
      👉 আরো মজার বিষয় হচ্ছে আমার অসংখ্য স্টুডেন্ট আমার কাছে পড়ে, ডেভিডসন শেষ করে, পার্ট-১ পাশ করার পরেও আমাদের কাছ থেকে আবার ভিডিও একসেস নেয়, শুধু রিভিশন দিতে! কোয়ালিটির কারণে আসে। বিশ্বাস করেন, সৎ পরামর্শ পেতে আসে। আমার জীবনে আমি কারো ক্ষতি কামনা করিনি, কাউকে অসৎ পরামর্শ দিই নাই, তাইতো তারা আবারো আসেন। এরকমও আছেন, টানা ৩ বছর কোর্সের এনরোলমেন্ট নিয়েছেন। নিশ্চয়ই কিছু আছে বলেই, তারা আসেন...❤️
      ➤ দিনশেষে আমরা সবাই কোয়ালিটিকে খুজে বেড়াই, আর এই কোয়ালিটিই তো আমার মূল শক্তি।
      ❤️আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য। আমার কাছে অন্তত পড়ার আগ্রহ প্রকাশ করেছেন, অন্তত এটা বিশ্বাস করেছেন আমি কোয়ালিটি এনশিউর করি।
      👉স্টুডেন্ট পড়ানোর সময় আমার পরিশ্রমের তুলনায় ফি কোনভাবেই বেশি নয়। কঠিন টপিকগুলোকে একদম প্যাকেট বানিয়ে গুলিয়ে খাওয়াই।
      *#ডেভিডসন_১৩ম_ব্যাচ (#ডেভিডসন_২৪), #নতুন_রেকর্ডেড_ব্যাচের_বিস্তারিতঃ facebook.com/share/p/1BJuDZ63KX/?
      দোয়া কাম্য.......🤲
      বিনীত-
      @আতাউল্লাহ