আমি একজন নাস্তিক 😊 হিন্দু। কিন্তু কালী, তারা, মহামায়া, নাথধর্ম ও বৌদ্ধধর্মের সঙ্গে যেভাবে আমাদের বাংলার প্রাচীন সংস্কৃতি ওতোপ্রোতভাবে জড়িত আছে তাতে মাতৃপুজার প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব রয়েছে।❤ শ্রীচৈতন্য মহাপ্রভুর অকল্পনীয় প্রভাবে সিংহভাগ বাঙালিরা সবাই বৈষ্ণব হলেও বাঙালি ভোলেনি তার প্রাচীন সংস্কৃতি, মাতৃপুজা।❤❤❤❤ খুব ভালো আলোচনা হয়েছে।
অসাধারন লাগলো! আমি জানতাম না যে সাম্প্রতিক কালে খননকার্য চালিয়ে কলকাতার বয়স আনুমানিক ১০০০+ বছর বলে মানা যেতে পারে। আরো আশ্চর্য হলাম জেনে যে ৫০০ মুসলমান এসে কালীপূজো দিতেন, সবরকম সাম্প্রদায়িক গন্ডী অতিক্রম করে। সবই মায়ের ইচ্ছা। জয় মা কালী! এইরকম ইতিহাসভিত্তিক ভিডিও তৈরী করে যান। আপনার এইরকম ভিডিও করতে কিরকম খরচা পড়ে? মানে আমরা যারা আপনার ভিডিও দেখি, তারা তো কিছু সাহায়্য করতে পারি।
Tomar protita episode e amar khub valo lage.... Ak to, nijer jati, nijer Bangla sonporke janar piapasa amar probol... Tarpore, tumi ato sundor informative way te episode gulo ke present koro....valo na lege thaka jay dada? Tumi egiye jao... ❤❤❤
অনেক অজানা অসাধারণ সব তথ্য জানলাম খুব খুব ভালো লাগলো ।। শুভ দীপাবলি অনির্বাণ দা। তোমাকে ও তোমার বাড়ির সকলকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।।
আমার অন্যতম প্রিয় vlogger. প্রতিটি episode দেখি উপভোগ করি। হয়তো একজন প্রাক্তন অধ্যাপকের দৃষ্টিতে আপনার উপস্থাপনা আগ্রহের উদ্রেক করে। গিরিশ উত্তর বা সমসাময়িক নাট্য চর্চা সম্বন্ধে জানার ইচ্ছে রইলো।
খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর এবং তথ্যবহুল। বিভিন্ন বিষয়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারি। এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার থানায় কালী পুজোর রীতি কবে থেকে এবং কিভাবে শুরু হলো এবিষয়ে জানতে আগ্রহী। একটা ছোট অনুরোধ রইলো যদি কোনো পর্ব করেন এ নিয়ে।
About 60 years back, my mother dragged me to kalighat to get the blessings from the goddess. I do not remember the details but it was close to traumatic. But recently I paid another visit to our Kolkattawali and it was very pleasant (compared to my first experience). I do not know about the muslims but the number of women is very modern attire was impressive.
@@Anirban_das সবসময় সঙ্গে আছি বন্ধু। আপনি খুব ভালো ও জ্ঞান সম্পন্ন ভিডিও বানান। আপনি আরো উন্নতি করুন সফল হন এটাই আশা রাখি । আমিও আপনার মতই রোজকার সাধারণ ব্যাপারগুলোর ইতিহাসে আগ্রহী সব সময় আপনার ভিডিও ফলো করি
অনির্বাণ, তোমার উপস্থাপনা অসাধারণ মনোমুগ্ধকর। বাংলায় পড়া ইয়াং জেনারেশনদের মধ্যে একজন শ্রেষ্ঠ উপস্থাপক। আমি কানাডায় থাকি,বাংলায় অনার্স মাস্টার্স করেছিলাম ৪৫ বছর আগে। আমি ইউটিউবে তোমার ও নৃসিংহ প্রসাদভাদুরী মহাশয়ের সব আলোচনা মন্ত্র মুগ্ধ হয়ে শুনি।ভালো থেকো। শুভ দীপাবলির শুভেচ্ছা।
এ ভিডিওটা অসাধারণ ছিল। আপনার ভিডিওর সবচেয়ে অসাধারণ পার্ট হলো ডিটেইল্স ও না জানা বিভিন্ন গল্প। একদিন ঢাকা, গৌড়, সোনারগাঁও, সপ্তগ্রাম সম্পর্কিত ভিডিও দেখবো আশা করি। ভালো থাকবেন দাদা।
অপূর্ব উপস্থাপনা দাদা। সত্যিই মা কালী বাঙালির অন্তরের অধিষ্ঠাত্রী। কালীক্ষেত্র কলকাতা আর বাংলার প্রাচীন মাতৃআরাধনা বিষয়ে আরও পর্ব দেখতে চাই। শুভ দীপান্বিতা কালীপূজার শুভেচছা নেবেন দাদা। ❤🌺জয় মা কালী🌺❤
কলকাতা, কালীঘাট এবং কলকাতার কালীপূজো নিয়ে এই অপেক্ষাকৃত কম আলোচিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। কালীঘাট প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করতে গেলে সাবর্ন রায় চৌধুরী পরিবার বিশেষত লক্ষীকান্ত রায়চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ্য। তিনি তিনি বড়িশা থেকে হালিশহর পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন যা চিৎপুর এবং কালীঘাট কেও যুক্ত করত। এছাড়াও কালীঘাটের মন্দিরের নির্মাণের পেছনে যশোরের রাজা বসন্ত রায়ের (প্রতাপাদিত্য রায়ের কাকা) আবেদন রয়েছে। কলকাতার প্রাচীনত্তের আরো একটি নিদর্শন আদিগঙ্গার কাছে বোড়ালের প্রায় পাঁচশ বছরের পুরনো শ্মশান মন্দির |
না না , সেটা তো ঠিকই , আমি সেটা বলিনি | কালীঘাটের বর্তমান মন্দির স্থাপত্যের প্রতিষ্ঠার পেছনে রায়চৌধুরীদের অবদান রয়েছে। কালীঘাটের বিবরণ তো বহু প্রাচীনকাল থেকেই আছে যেমন কালীক্ষেত্রদীপিকা গ্রন্থ, মনসামঙ্গল কাব্য, এছাড়া প্রতাপাদিত্যের সমসাময়িক বাংলা সাহিত্য।
Khub valo laglo,ei dhoroner video aro chai,ek jon bishisto lekhaker ekti article e bola hoye chhilo,"Kalikotha"mane Kalir ghor ,er theke pore Kolikata naam ti esechhechhilo
Khub bhalo laglo. Apnar vedio emnitei Khub bhalo hoi. Tobe Ma Kali ke samsan er devi theke ghorer ma e rupantorito korechilen Krishna nanda Agombagish. Ajj Takeo Tai smoron korlam
Ma kali r ekhon je rup ba idol amra dekhi ta nirman korechilen Krishna nanda Agombagish. Tini 14th century r tanra sadhok chilen. Sei somay ma kali chilen samsan er devi. Tanra sadhona Chara tar puja hoto na. Agombagish mohashoy ma kali r swapnadeh pan tar murti emon bhabe toiri korte hobe jate sadharon manush bhoy na paye take nijeder Bari te pujo korbe
Swapno paye sedin sokal e uthe Agombagish dekhen 1gramer bodhu Dan pa samne barie dewale ghute dicche. Agombagish mohashoy ke dekhe bodhu ti lajja peye jiv kete darai. Tokhon tini sei bodhu tir moto korei kali murti tourism koren
শুধু কালীঘাট নয়, তারাপীঠ এ অনেক মুসলমান এখনো পুজো করেন। অনেক হিন্দুরাও মুসলমান পীরের কাছে মানত করেন। এটাই ভারতবর্ষ। মিলেমিশে থাকার এমন নিদর্শন পৃথিবীর আর কোথাও নেই।
যেসব মুসলমানেরা কালীভক্ত তারা প্রধানত মহিলা যারা দেশীয় বা ভূমিজ সংস্কৃতি পুরুষ মুসলমানের পাল্লায় পড়ে বিসর্জন দিতে পারেননি। আমি একাধিক মুসলমান মহিলা জানি যারা গোমাংস ভক্ষণ করেন না তবে বাড়ীর পুরুষদের জন্য রান্না করেন। পীরের কাছে যাওয়াও মহিলাদের গোপন ব্যাপার। এর থেকে মিলেমিশে থাকার ধারণা করা ভুল। যদি তাই হতো তাহলে সনাতনদের সংখ্যা বাংলাদেশে অটুট থাকত মুসলমানদের হাতে খুন হবার বদলে।
কালী আর কলকাতার মধ্যে এই আলোচনা ভীষণ ভালো লাগলো। কালী kolkattta wali শুনেছি কিন্তু তার প্রকৃত ব্যাখ্যা জানতাম না। ধন্যবাদ 🙏
সঙ্গে থাকবেন 😊
@@Anirban_dasbole diten mahayan Buddhism diyase asob
Ami apnar video dekhe banglar itihas er fan hoye gechi, apnar sob video gulo dekha complete korchi 😎😎
সঙ্গে থাকবেন 🙏🏻
Gradually an intellectual youtube community is sprouting
❤️ আপনারা পাশে থাকলেই অঙ্কুর একদিন বনস্পতি হবে
আমি একজন নাস্তিক 😊 হিন্দু।
কিন্তু কালী, তারা, মহামায়া, নাথধর্ম ও বৌদ্ধধর্মের সঙ্গে যেভাবে আমাদের বাংলার প্রাচীন সংস্কৃতি ওতোপ্রোতভাবে জড়িত আছে তাতে মাতৃপুজার প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব রয়েছে।❤
শ্রীচৈতন্য মহাপ্রভুর অকল্পনীয় প্রভাবে সিংহভাগ বাঙালিরা সবাই বৈষ্ণব হলেও বাঙালি ভোলেনি তার প্রাচীন সংস্কৃতি, মাতৃপুজা।❤❤❤❤
খুব ভালো আলোচনা হয়েছে।
আবহমান সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক নেই ❤️ সঙ্গে থাকবেন
অসাধারন লাগলো! আমি জানতাম না যে সাম্প্রতিক কালে খননকার্য চালিয়ে কলকাতার বয়স আনুমানিক ১০০০+ বছর বলে মানা যেতে পারে। আরো আশ্চর্য হলাম জেনে যে ৫০০ মুসলমান এসে কালীপূজো দিতেন, সবরকম সাম্প্রদায়িক গন্ডী অতিক্রম করে। সবই মায়ের ইচ্ছা। জয় মা কালী!
এইরকম ইতিহাসভিত্তিক ভিডিও তৈরী করে যান। আপনার এইরকম ভিডিও করতে কিরকম খরচা পড়ে? মানে আমরা যারা আপনার ভিডিও দেখি, তারা তো কিছু সাহায়্য করতে পারি।
অনেক ধন্যবাদ। শেয়ার করবেন অন্যদের সঙ্গে। 😊 আর খরচা, সে মন্দ নয়। কখনো মন চাইলে চ্যানেলে Join করে বা Thanks option এর মাধ্যমে পাশে দাঁড়াতে পারেন। ❤️
I'm a non bengali but your channel has made me explore this beautiful culture and love it❤❤Always love your interpretations
So nice of you 😊
খুব ভালো লাগে স্যার আপনার আলোচনাগুলো। পাশ্চাত্যকরণের এই যুগে দাঁড়িয়ে আমি একটু বেশিই শিকড়ের সন্ধানী । তাই এই চ্যানেলটি আমার মনের এত কাছের ❤
😊 শেয়ার করবেন, আপনাদের যোগদান ছাড়া এই প্রয়াস কখনই সফল হবে না
বড্ড ভালো লাগে আপনার ভিডিও গুলো দেখতে
😊
জয় কালী কলকাত্তাওয়ালী ❤️
সুন্দর,ভীষণ সুন্দর।
ধন্যবাদ
Tomar protita episode e amar khub valo lage....
Ak to, nijer jati, nijer Bangla sonporke janar piapasa amar probol...
Tarpore, tumi ato sundor informative way te episode gulo ke present koro....valo na lege thaka jay dada?
Tumi egiye jao... ❤❤❤
ধন্যবাদ 🙏🏻 আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ❤️
খুব ভালো লাগলো দাদা। কালী পুজোর আগে কোলকাতার সঙ্গে কালী পুজোর যোগ শুনে সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ তোমাকে। এই রকম আরও গল্প শুনতে চাই। শুভ দীপাবলি।
সঙ্গে থাকবেন, শেয়ার করবেন
Khub valo laglo sir amer banglar etho jananok chesta korchen anurudh roilo chaiye jan Radhe Radhe
ঠিক প্রায় এক বছর পরে ভিডিওটা আবার শুনছি ☺️❤️❤️দারুন লাগলো স্যার
😊🙏🏻
সবই মা এর কৃপা 🙏
❤️
অনেক অজানা অসাধারণ সব তথ্য জানলাম খুব খুব ভালো লাগলো ।।
শুভ দীপাবলি অনির্বাণ দা।
তোমাকে ও তোমার বাড়ির সকলকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।।
শুভ দীপাবলি 🙏🏻
খুব ভালো লাগলো
ধন্যবাদ জানাই
😊
বাহঃ অসম্ভব সুন্দর এক উপস্থাপনা ❤
ধন্যবাদ 🙏🏻
Egoye jan danyavad Danyavad roilo
খুব ভালো লাগলো। ইতিহাস এবং আপনার উপস্থাপনা।
সঙ্গে থাকবেন 🙏🏻
আমার অন্যতম প্রিয় vlogger. প্রতিটি episode দেখি উপভোগ করি। হয়তো একজন প্রাক্তন অধ্যাপকের দৃষ্টিতে আপনার উপস্থাপনা আগ্রহের উদ্রেক করে। গিরিশ উত্তর বা সমসাময়িক নাট্য চর্চা সম্বন্ধে জানার ইচ্ছে রইলো।
আশীর্বাদ করবেন। উপদেশপ্রার্থী 😊🙏🏻
Darun sundor legechhe! Prochur Informative video! Erokom tothyo somriddho video sotty e dorkar achhe! Dhonyobad apnake!
ধন্যবাদ। শেয়ার করবেন 😊
Khub valo laglo. Onek notun kichu jante parlam. Dhonnobad 🙏🏼❤
ধন্যবাদ 🙏🏻
Khub sundor... Ami researcher hoyeo bolchi eto sundor information ekta video te sundar kore poribeshan kora sotti appreciable... ❤❤
সঙ্গে থাকবেন 🙏🏻 শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে
শুভ দীপাবলি দাদা। তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, এই আলোচনাটিও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ দাদা। খুব ভালো লাগল।
শুভ দীপাবলি 😊
অনেক ভালো লাগলো এই তথ্যগুলি জেনে❤❤ শুভ দীপাবলি দাদা🎇
শুভ দীপাবলি
Hello Susmita!! Subha Dipabali!!
@@jitray6382 শুভ দীপাবলি 🙏🏻✨
তোমার উপস্থাপনা মনোমুগ্ধকর।
ধন্যবাদ। শেয়ার করার অনুরোধ রইল
Shotti khub valo lage tomar mukhe History sunte...❤❤
Khub valo laglo
ধন্যবাদ 😊
খুব ভালো লাগলো।❤
❤️
আপনি কলকাতার কালী মাহাত্ম্যকে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন।❤❤❤
ধন্যবাদ। শেয়ার করবেন ❤️
Khub bhalo laglo dada, as usual. 😊
😊❤️
খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর এবং তথ্যবহুল। বিভিন্ন বিষয়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারি। এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলার থানায় কালী পুজোর রীতি কবে থেকে এবং কিভাবে শুরু হলো এবিষয়ে জানতে আগ্রহী। একটা ছোট অনুরোধ রইলো যদি কোনো পর্ব করেন এ নিয়ে।
🙏🏻
খুব ভালো লাগল ভিডিওটি।
ধন্যবাদ ❤
❤️
অনেক ভালো লাগলো অজানা কিছু তথ্য জানতে পেরে❤❤️❤️❤
🙏🏻❤️
Hi Riya!! Subha Dipabali!!
কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী |
বারাণস্যামন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী || ১০||
From আদ্যা স্তোত্রং
🙏🏻
Valo laglo
Eii rokom video r o chai
সঙ্গে থাকুন 🙏🏻
Bisoyta jantam na. Jane khub valo laglo. Ai vabe agiye cholun 😊
সঙ্গে থাকবেন 🙏🏻
About 60 years back, my mother dragged me to kalighat to get the blessings from the goddess. I do not remember the details but it was close to traumatic. But recently I paid another visit to our Kolkattawali and it was very pleasant (compared to my first experience). I do not know about the muslims but the number of women is very modern attire was impressive.
❤️
আপনার কথা বলার style ❤
Wish you all a festive time! Jai maa Kail Kolkattawali!!
😁❤️
অনেক দিন পর আপনার চ্যানেলে এলাম এসেই এই ধরনের ভিডিও দেখে খুব ভালো লাগলো
সঙ্গে থাকবেন ❤️
@@Anirban_das সবসময় সঙ্গে আছি বন্ধু। আপনি খুব ভালো ও জ্ঞান সম্পন্ন ভিডিও বানান। আপনি আরো উন্নতি করুন সফল হন এটাই আশা রাখি । আমিও আপনার মতই রোজকার সাধারণ ব্যাপারগুলোর ইতিহাসে আগ্রহী সব সময় আপনার ভিডিও ফলো করি
@@sagnikchakroborty9127 🙏🏻
খুব সুন্দর উপস্থাপনা👌👌
আলোর উৎসবের শুভেচ্ছা রইল দাদা...🙏🙏
❤️🙏🏻
নমস্কার🙏
খুব ভালো লাগলো___
শাখা সিদূর নিয়ে একটি এপিসোড তৈরি করবেন দাদা। সত্যিই কি আগে বাঙালিরা শাখা সিদূর পড়তো?
আমি ত্রিপুরা থেকে..
অনির্বাণ, তোমার উপস্থাপনা অসাধারণ মনোমুগ্ধকর। বাংলায় পড়া ইয়াং জেনারেশনদের মধ্যে একজন শ্রেষ্ঠ উপস্থাপক। আমি কানাডায় থাকি,বাংলায় অনার্স মাস্টার্স করেছিলাম ৪৫ বছর আগে। আমি ইউটিউবে তোমার ও নৃসিংহ প্রসাদভাদুরী মহাশয়ের সব আলোচনা মন্ত্র মুগ্ধ হয়ে শুনি।ভালো থেকো। শুভ দীপাবলির শুভেচ্ছা।
সঙ্গে থাকবেন। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদই আমার প্রেরণা। শেয়ার করবেন সমমনস্কদের সঙ্গে। আপনাদের সাহায্য ছাড়া বৃহত্তর বাঙালির কাছে পৌঁছতে পারব না ❤️🙏🏻
Such an amazing video❤❤
Thanks, please share
খুব ভালো লাগলো পর্বটা।
❤️😊
Khub valo laglo.
ধন্যবাদ 🙏🏻
আপনার এই আলোচনাগুলো খুব ভালো লাগে স্যার ।।।।❤❤❤❤❤❤❤❤
Thank you ❤️❤️
Very informative, excellent presentation
সঙ্গে থাকবেন ❤️
besh onek kichu janlam🥰
❤️
সুন্দর presentation
ধন্যবাদ 🙏🏻
অসাধারন প্রতিস্থাপন 🙏
ধন্যবাদ 😊
অসাধারন content
Khub valo laglo ❤
😊
watching from bangladesh
🙏🏻😊
Khub valo laglo, tai subscribe korlam
সঙ্গে থাকবেন 😊
এ ভিডিওটা অসাধারণ ছিল। আপনার ভিডিওর সবচেয়ে অসাধারণ পার্ট হলো ডিটেইল্স ও না জানা বিভিন্ন গল্প। একদিন ঢাকা, গৌড়, সোনারগাঁও, সপ্তগ্রাম সম্পর্কিত ভিডিও দেখবো আশা করি। ভালো থাকবেন দাদা।
নিশ্চই। করতে তো কত কী মন চায়, বেঁচে থাকলে সব হবে 😁
খুব সুন্দর লাগলো
❤️
অনেক সুন্দর উপস্থাপনা
ধন্যবাদ 😊
Darun bapar😮😍
ধন্যবাদ ❤️
দারুন ছিল ❤💐🙏
ধন্যবাদ। শেয়ার করবেন 🙏🏻
Bhalo laglo dhonnobad
😊🙏🏻
The background flute music is stupendous.
JAI MAA 🙏🙏🙏
JAI MAA 🙏🙏🙏
JAI MAA 🙏🙏🙏
🙏🏻
খুব ভাল লাগল...
ধন্যবাদ 🙏🏻
Khub sundor
🙏🏻 সঙ্গে থাকবেন
খুব ভালো লাগলো। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল।,🌺❤🪔
শুভ দীপাবলি 😊
অপূর্ব উপস্থাপনা দাদা। সত্যিই মা কালী বাঙালির অন্তরের অধিষ্ঠাত্রী। কালীক্ষেত্র কলকাতা আর বাংলার প্রাচীন মাতৃআরাধনা বিষয়ে আরও পর্ব দেখতে চাই। শুভ দীপান্বিতা কালীপূজার শুভেচছা নেবেন দাদা। ❤🌺জয় মা কালী🌺❤
শুভ দীপাবলি 🙏🏻
কলকাতা, কালীঘাট এবং কলকাতার কালীপূজো নিয়ে এই অপেক্ষাকৃত কম আলোচিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। কালীঘাট প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করতে গেলে সাবর্ন রায় চৌধুরী পরিবার বিশেষত লক্ষীকান্ত রায়চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ্য। তিনি তিনি বড়িশা থেকে হালিশহর পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন যা চিৎপুর এবং কালীঘাট কেও যুক্ত করত। এছাড়াও কালীঘাটের মন্দিরের নির্মাণের পেছনে যশোরের রাজা বসন্ত রায়ের (প্রতাপাদিত্য রায়ের কাকা) আবেদন রয়েছে। কলকাতার প্রাচীনত্তের আরো একটি নিদর্শন আদিগঙ্গার কাছে বোড়ালের প্রায় পাঁচশ বছরের পুরনো শ্মশান মন্দির |
একটু ভুল হলো। কালীঘাট প্রতিষ্ঠা রায়চৌধুরীরা করেননি
না না , সেটা তো ঠিকই , আমি সেটা বলিনি | কালীঘাটের বর্তমান মন্দির স্থাপত্যের প্রতিষ্ঠার পেছনে রায়চৌধুরীদের অবদান রয়েছে। কালীঘাটের বিবরণ তো বহু প্রাচীনকাল থেকেই আছে যেমন কালীক্ষেত্রদীপিকা গ্রন্থ, মনসামঙ্গল কাব্য, এছাড়া প্রতাপাদিত্যের সমসাময়িক বাংলা সাহিত্য।
Darun laglo dear. Onek kichu janlam Jaa Satti Jantam Naa. Tomar Misti voice e sunte r o Valo lage. Pase achi Tomar. r o Onek kichu sunte Chai jante chai tomar Kach theke. 😍
ধন্যবাদ ❤️
মা 🙏😌❤️🙇
Appropriate topic on this auspicious day 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏.
ধন্যবাদ। please share
Khub valo laglo,ei dhoroner video aro chai,ek jon bishisto lekhaker ekti article e bola hoye chhilo,"Kalikotha"mane Kalir ghor ,er theke pore Kolikata naam ti esechhechhilo
শেয়ার করবেন 🙏🏻
Very interesting.
Thank you, stay tuned! 😊
শুভ দীপাবলি 🪔🎇❤😊
ধন্যবাদ দাদা🎉🙏 ।।
❤️
Very informative
🙏🏻 please share
দাদা আপনার ভিডিও গুলা প্রায় দেখি।আমি বাংলাদেশ থেকে বলছি।❤ভালো লাগে আপনার কন্টেন্ট সমূহ। 😊
শেয়ার করবেন 😊
Khub bhalo laglo. Apnar vedio emnitei Khub bhalo hoi. Tobe Ma Kali ke samsan er devi theke ghorer ma e rupantorito korechilen Krishna nanda Agombagish. Ajj Takeo Tai smoron korlam
🙏🏻 শেয়ার করবেন
Ma kali r ekhon je rup ba idol amra dekhi ta nirman korechilen Krishna nanda Agombagish. Tini 14th century r tanra sadhok chilen. Sei somay ma kali chilen samsan er devi. Tanra sadhona Chara tar puja hoto na. Agombagish mohashoy ma kali r swapnadeh pan tar murti emon bhabe toiri korte hobe jate sadharon manush bhoy na paye take nijeder Bari te pujo korbe
Swapno paye sedin sokal e uthe Agombagish dekhen 1gramer bodhu Dan pa samne barie dewale ghute dicche. Agombagish mohashoy ke dekhe bodhu ti lajja peye jiv kete darai. Tokhon tini sei bodhu tir moto korei kali murti tourism koren
Ei bhabe prothom ma er puja Koren tar jonmobhumi Nabadwip e.
Valo laglo🙏
🙏🏻
The true Indian goddess
শুধু কালীঘাট নয়, তারাপীঠ এ অনেক মুসলমান এখনো পুজো করেন। অনেক হিন্দুরাও মুসলমান পীরের কাছে মানত করেন। এটাই ভারতবর্ষ। মিলেমিশে থাকার এমন নিদর্শন পৃথিবীর আর কোথাও নেই।
❤️
Tarpor Bangladeshe murti bhanga
oil and water not meet.
যেসব মুসলমানেরা কালীভক্ত তারা প্রধানত মহিলা যারা দেশীয় বা ভূমিজ সংস্কৃতি পুরুষ মুসলমানের পাল্লায় পড়ে বিসর্জন দিতে পারেননি।
আমি একাধিক মুসলমান মহিলা জানি যারা গোমাংস ভক্ষণ করেন না তবে বাড়ীর পুরুষদের জন্য রান্না করেন।
পীরের কাছে যাওয়াও মহিলাদের গোপন ব্যাপার।
এর থেকে মিলেমিশে থাকার ধারণা করা ভুল। যদি তাই হতো তাহলে সনাতনদের সংখ্যা বাংলাদেশে অটুট থাকত মুসলমানদের হাতে খুন হবার বদলে।
@@RT-ul6rybut belief can
খুব সুন্দর দাদা, ধন্যবাদ 🙏🏻
😊🙏🏻
Daroon...
❤️
জয় মা কালী🙏
🙏🏻
এই বাংলায় দুর্গোৎসব এর থেকেও কালী আরাধনা প্রাচীন। জয় মা কালী 🙏🙏
❤️
দাদা তোমার video আমার খুব কাজে লাগবে
চমৎকার।
❤️
❤❤ Ma kali
Bengals very own❤
❤️
জয় মা কালী। কলকাতা সহ রাঢবঙ্গের সকল মানুষেরাই কালীভাবে ভাবিত!
❤️
Outstanding❤
❤️🙏🏻
শুভ দীপাবলি।
ধন্যবাদ
শুভ দীপাবলি
Great job....kamrup kamakhya niye jante chai
🙏🏻🙏🏻
বাংলাদেশ নিয়ে একটা ভিডিও বানানো।❤❤❤❤❤❤❤❤❤
জয় বাংলা। 🇧🇩🇧🇩🇧🇩
নিশ্চই বানাবো 😊
@@Anirban_das ধন্যবাদ। 🇧🇩❤️🇮🇳
@@hossainahmed2191জয় হিন্দ 🇮🇳🇮🇳
@@subhajitghosh3391
Gay bishree laam 😂😂
Ram londir taa motaar jaaegaa
.
আপনার অধ্যাবসায় প্রশংসনীয়, অনির্বাণ বাবু😊😊
শেয়ার করবেন ❤️
কোলকাতার প্রাচীনত্ব নিয়ে এই নতুন তথ্য জানা ছিল না। এটা খুবই চিত্তাকর্ষক এবং একই সঙ্গে জরুরি। কালী উপাসনার অনেক তথ্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🙏
শেয়ার করবেন 😊
@@Anirban_das নিশ্চয়ই। শুভ দীপাবলি। 🙏
@@avradasgupta3141 শুভ দীপাবলি
Jay Maa ❤ 🙏🙏🙏
❤️
I am so happy to go there ,
Kolkata ❤
Kalighat
Sotipith
❤️
নৈহাটি এর বড়মা নিয়ে একটা পর্ব করতে পারো।
subha deepabali dada
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
শুভ দীপাবলি
জয় মা কালী
জয় মা তারা
🌺🌺🌺🌺
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🏻