এত সুন্দর ভিডিও দেখলাম। এত সুন্দর ভাবে কেউ ইনফর্মেশন কেউ দেয়নি। দাদা ডিসেম্বর এর শেষ বা জানুয়ারি প্রথম এ গেলে কি ভালো হবে না? ভিডিও তে দেখলাম অফ সৃজন বললেন।
আপনারা যদি per day per head ফুডিং লজিং প্যাকেজে থাকেন তবে তার মধ্যেই ৩ বেলা খাওয়া দেওয়ার সুবিধা দেওয়া হবে। আর হোমস্টে গুলির রান্না মোটামুটি ভালোই এবং ঘরোয়া প্রকৃতির।
কার্শিয়াং থেকে শেয়ারে লামাহাটা যাওয়ার জন্য প্রথমে দার্জিলিংয়ের জোরবাংলো গাড়ির স্ট্যান্ডে পৌঁছাতে হবে। খরচ হবে মাথাপিছু ১০০ টাকা। এরপর সেখান থেকে শেয়ার গাড়িতে করে লামাহাটা পৌঁছানো যাবে। খরচ পড়বে আরো মাথাপিছু ৫০ টাকা।
ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে দেখে নিন। প্রথম পর্ব : ruclips.net/video/x2t6jLHVvm0/видео.html দ্বিতীয় পর্ব : ruclips.net/video/AmvRmQAnd4I/видео.html
Informative video khub
অসংখ্য ধন্যবাদ 🙏
খুবই গুরুত্বপূর্ণ ভিডিও । এত ভালো ভাবে হিসেব করে দিয়েছ বলে খুব উপকার হল ।
অসংখ্য ধন্যবাদ 🙏
এত সুন্দর ভিডিও দেখলাম। এত সুন্দর ভাবে কেউ ইনফর্মেশন কেউ দেয়নি।
দাদা ডিসেম্বর এর শেষ বা জানুয়ারি প্রথম এ গেলে কি ভালো হবে না? ভিডিও তে দেখলাম অফ সৃজন বললেন।
অসংখ্য ধন্যবাদ 🙏
হ্যাঁ যেতে পারেন। ওই সময় পর্যটকদের ভিড় খানিকটা কম থাকে।
Dada video dekhlam side seen dekhanor driver ta valo to
Thanks
Darun explanation
অসংখ্য ধন্যবাদ 🙏
Dada khub valo laglo upnar video ta as because total expense with guide line dekha . Thank you .
অসংখ্য ধন্যবাদ 🙏
Excellent
অসংখ্য ধন্যবাদ 🙏
Vedio ta khub sundor hoeche, siliguri thek ❤❤
অসংখ্য ধন্যবাদ 🙏
Vry Infrmative vdio ❤
অসংখ্য ধন্যবাদ 🙏
Thank you video ti onek ar help korbe
অসংখ্য ধন্যবাদ 🙏
Khub sundor ❤️ Kamakhya guwahati assam er tour gide koro?
নিশ্চয়ই। খুব দ্রুত ভিডিও আসবে। সঙ্গে থাকুন।
Monsoon e jaoa jabe??
হ্যাঁ যেতে পারেন।
Homestay gulo te khayar include? Quality kmn?
আপনারা যদি per day per head ফুডিং লজিং প্যাকেজে থাকেন তবে তার মধ্যেই ৩ বেলা খাওয়া দেওয়ার সুবিধা দেওয়া হবে। আর হোমস্টে গুলির রান্না মোটামুটি ভালোই এবং ঘরোয়া প্রকৃতির।
Dada hotel ba homestay gulo te khabar ki include ache
না। ফুডিং খরচ আলাদা।
Dada karseong thek Darjeeling just mall road ta ghure njp pouchote..4 seater reserve car kmn bhara porbe? Aktu janio plz
ভিডিওর ডেসক্রিপশনে ড্রাইভার ভাইদের যে ফোন নাম্বার দিয়েছি তাতে যোগাযোগ করো। ওনারা বর্তমান সময়ের রেট ভালো বলতে পারবেন।
Kurseong to lamahaata r jonno shear gari paowa jay ki? Olpo janan please
কার্শিয়াং থেকে শেয়ারে লামাহাটা যাওয়ার জন্য প্রথমে দার্জিলিংয়ের জোরবাংলো গাড়ির স্ট্যান্ডে পৌঁছাতে হবে। খরচ হবে মাথাপিছু ১০০ টাকা। এরপর সেখান থেকে শেয়ার গাড়িতে করে লামাহাটা পৌঁছানো যাবে। খরচ পড়বে আরো মাথাপিছু ৫০ টাকা।
Sandakfu tour video korben plz
ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে দেখে নিন।
প্রথম পর্ব : ruclips.net/video/x2t6jLHVvm0/видео.html
দ্বিতীয় পর্ব : ruclips.net/video/AmvRmQAnd4I/видео.html
Giddapahar homestay gulite unmarried couple allowed ache??
খুব সম্ভবত না। তাও আপনি একবার ফোন করে কনফার্ম হয়ে নিতে পারেন।
হোম স্টের ঠিকানা ফোন নং নেই কেন?
🏠 কার্শিয়াং স্টেশন সংলগ্ন বেস্ট ৫টি হোটেল:
1. Pradhan Guest House: 79081 59590
2. Bashera Hotel: 85090 18360
3. Hotels Delhi Darbar: 94343 08604/70019 12148
4. Hotel Amarjeet: 98327 45678
5. Sanjeema Homestay: 87599 09225
🏠 গিড্ডা পাহাড়ের ওপরে বেস্ট ৩টি কটেজ:
1. Atithi Griho Homestay: 98510 72749
2. RKD Homestay: 82931 34877
3. Greenview Homestay: 78109 84072