সাড়ে ৫০০ বছরের পুরোনো মুসলিম স্থাপত্য | ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা Darasbari Mosque Madrasa

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2023
  • এই ভিডিওতে বর্ডারের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রায় সাড়ে ৫শ বছরের পুরানো রহস্য আর গৌরবগাঁথায় পরিপূর্ণ বিষ্ময়কর এমন এক ইমারত দেখতে পাবেন- যা দেখার পর আপনার হৃদয় ডুকরে কেঁদে উঠবে। মনের ভেতরে বয়ে যাবে এক অজানা হাহাকার।
    হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি বাংলার বুকে ইসলামি ইতিহাসের আঁতুরঘর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ এবং কালের গর্ভে হারিয়ে যাওয়া এক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভেতর বাহির সবকিছু।
    যেভাবে যাবেন
    ঢাকা থেকে কানসার্ট পর্যন্ত সরাসরি বাস যোগাযোগ রয়েছে। কানসার্ট বাজারে নেমে অটোয় চেপেই পৌঁছানো যাবো এখানে।
    তবে এখানে শুরুতে পরিদর্শন করবেন সোনা মসজিদ বর্ডার, এরপর বর্ডারের পাশে অবস্থিত খানিয়া দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ দেখবেন।
    এরপর ফিরে আসার সময় প্রধান সড়কের পাশে থাকা ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ ও আদি ইসলামিক বিশ্ববিদ্যালয় বা দারাসবাড়ি মাদ্রাসার ধ্বংসাবশেষ দেখবেন।
    এরপর ফিরে আসার পথে দেখবেন রাস্তার পাশে ছোট সোনা মসজিদ, এরপর সেখান থেকে ৫০০ মিটার দূরে গিয়ে দেখবেন সম্রাট শাজাহান পুত্র শাহ সুজার তাহখানা, হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ) এর মাজার ও মসজিদ।
    এই জায়গাগুলো দেখতে রাতে থাকার প্রয়োজন হবে না। তবে আপনি যদি চাঁপাইনবয়াবগঞ্জে একরাত থেকে আশেপাশের আরও কিছু দেখতে চান-তাহলে ''সোনা মসজিদ মোটেলে'' থাকতে পারেন। চাপাইনবয়াবগঞ্জ শহরেও হোটেল রয়েছে। অনলাইনে সার্চ করলে হোটেলসহ আরও তথ্য পাবেন।
    তবে ঢাকা থেকে কানসার্ট পর্যন্ত যেহেতু বাস যোগাযোগ রয়েছে-তাই উপরে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখতে রাতে থাকার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি যদি সকালে এখানে পৌঁছান-তাহলে সারাদিনে এগুলো দেখে বিকেল বা রাতের বাসে পুনরায় ফিরতে পারবেন।
    আরও দেখুন- ঐতিহাসিক বাবরি মসজিদ: • ঐতিহাসিক বাবরি মসজিদ |...
    মুঘলদের রাজকীয় গোরস্থান : • মুঘলদের চোখ ধাঁধানো রা...
    সম্রাট শাজাহান যেখানে বন্দী ছিলেন: • হতভাগ্য সম্রাট শাজাহান...
    সম্রাট শাজাহানের ভালোবসার তাজমহল : • Taj Mahal India | Vis...
    সিঁড়ি ছাড়াই ৫ তলা প্রাসাদ | রানীর জন্য রাজার অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং • রানীর জন্য রাজার অবিশ্...
    যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল | খুঁজে পেলাম ইব্রাহিম লোদীর কবর • এটা সেই জায়গা, যেখানে ...
    দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া: • Hazrat Khwaja Nizamudd...
    ৩০০ বছরের পুরানো গহনার গ্রাম ভাকুর্তা, যেখানে ২০ টাকাতেও পাওয়া যায় গহনা • যেখানে দুনিয়ার সবচেয়ে ...
    শুটিংয়ের গ্রাম ভাদুন | যেখানে ভাড়া পাওয়া যায় হাঁস মুরগি ছাগল
    • শুটিংয়ের গ্রাম ভাদুন |...
    .............................................................................................
    ......................................................................
    This channel will be publish only documentaries on Historical places & also share to be travel experience. Try to discover beautiful Bangladesh with remarkable history. Remember, Bengal Discovery is an educational channel. So, please subscribe this channel : / @bengaldiscovery
    ................................................................................................
    .................................................................
    পাকিস্তান হাটে একদিন: • পাকিস্তান হাটে একদিন |...
    নতুন টাকার হাট: • ছেড়া টাকা দিয়ে নতুন টা...
    শতবর্ষী মেরাদিয়া হাট: • শতবর্ষী মেরাদিয়া হাট |...
    কবরের পাশে ৯৪ বছর ধরে অবিরাম চলছে কোরআন তিলাওয়াত • কবরের পাশে ৯৪ বছর ধরে ...
    ২০০ বছর আগে ঢাকার এক কোটিপতির প্রাসাদ: • ২০০ বছর আগে ঢাকার এক ক...
    মাটির নিচে বিশাল এক মসজিদ | লাঙলে বেঁধে উঠেছিল উপরে Unknown History of Darasbari Mosque

Комментарии • 533

  • @Limakhan73

    প্রত্নতান্ত্রিক গবেষণা মন্ত্রণালয় কি করেন? বাংলাদেশের যত ঐতিহাসিক স্থাপনা আছে সব কিছু যত্নসহকারে সংরক্ষণ করা উচিৎ।

  • @mdrofikali8527

    কালেমার দাওয়াত দিয়ে গেলাম লাইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

  • @jaharanabegum4162

    মসজাদটি সংস্কার করে নামাজের জন্য উপযোগী করা যায়।কতৃপক্ষ ভেবে দেখবেন কি?

  • @MdRezaulkarimsarkarRezau-xm6tb

    মসজিদ ও বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার জন্য সরকারের নিকট আকুল দাবি জানাচ্ছি। এটি একটু ঐতিহাসিক স্থাপনা এবং মুসলিমদের জন্য একটি গর্বের বিষয় অতএব কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন এটি পুনরায় মেরামত করে চালু করা হোক এবং গবেষণা করা হোক কি কারনে সাতটি ভেঙ্গে গেছে।

  • @nusratpreeya16

    জুবায়ের ভাই প্রতিদিন সকালে একবার হলেও আপনার চ্যানেল দেখে যাই নতুন ভিডিও দিয়েছেন কি না! আপনার অনেক অনেক বড় ফ্যান ভাই। আরো বেশি বেশি ভিডিও দিবেন। আমি খুব ভ্রমন পাগল আর ইতিহাস আগ্রহী মানুষ। আপনি যেন আমাদের মত হাজার মানুষের মনের হা হা কার মিটিয়ে দেন আপনার অসাধারণ ভিডিও দিয়ে।😊

  • @FaisalKfa

    আসসালামুয়ালাইকুম অতি দ্রুত এই মসজিদ রাষ্ট্রীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কতৃক সংস্কৃতিক মন্ত্রনালয় আওতায় আনতে অনুরোধ করছি ।

  • @rafiqulIslam-dx3vx

    প্রশাসনে ইসলাম দরদী মানুষ না থাকলে যা হয়, তেমনটাই হয়েছে এখানে। এদেশে এখন কেউ গবেষক,সাইনটিষ্ট,সমাজ বিজ্ঞানী , সমাজ সেবক , প্রফেসর হতে চায় না, সবাই হতে চায় রাজনীতিবিদ।

  • @minubiswas4322

    এই সভ্যতা তো হরপ্পা, মহেঞ্জোদারো, সুমেরীয় ও মেসোপোটেমিয়া সভ্যতার মতো প্রাচীন কিছু নয় যা বিস্ময়কর। নতুন মোহাম্মদীয় সভ্যতা।

  • @SyedAbdurrahman-mr4zy

    আগে নিজের দেশেরই নাম বলাটা সারা বিশ্বের নিয়ম। তাই এভাবে বলবে বাংলাদেশ, তারপর বলবে ভারত। যথাঃ- "বাংলাদেশ-ভারত," কিন্তু কখনোই নয় "ভারত-বাংলাদেশ"

  • @ManikAli-zk2oc

    মাশা-আল্লাহ অসাধারণ সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @user-kh3oj4iz5w

    - যে লড়ে যায় আল্লাহর বাণীকে,

  • @kmgsultan8955

    ইতিহাস সমৃদ্ধ এইসব ভিডিওগুলো খুবই ভালো লাগে।

  • @mdaabdulhalim1928

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইসলামের ইতিহাস ঐতিহ্য গুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য।

  • @mohiuddin9904

    আলহামদুলিল্লাহ্ ভাইয়ের উপস্হাপনায় ইসলামের প্রতি মহব্বত আরো সুন্দর করেছে, দোয়া করি আল্লাহ যেন ইসলামের খেদমতে আরো মনোযোগী হওয়ার তৌফিক দান করেন ।।

  • @ayeshasiddika6935

    প্রসঙ্গ যখন ইতিহাস তুলে ধরা

  • @mohiuddin9904

    মাসাআল্লাহ উপস্হাপনা খুবই সুন্দর , ইসলামের প্রতি দরদমাখা কন্ঠ অন্তর ছুয়ে গেছে ,আল্লাহ আপনার নেক হায়াত দান করুন ।।

  • @aliahmedrajib4729

    আবারও একটি অসাধারন ভিডিও আবারও আপনার কাছে রিনী হয়ে গেলাম।

  • @tamashaofficial2424

    বাংলাদেশ সরকারের উচিত এটা কে সুন্দর করে সংরক্ষণ করে রাখা

  • @mohammadmofazzalhoque3084

    ইসলাম কায়েম করুন। ইসলামী ঐতিয্য লালন করুন। আল্লাহপ্রেমী হোন। জনগণের কাতারে আসুন।

  • @sagor1562

    আপনার বিশ্লেষণ কোনো সিনিয়র গবেষকের চেয়ে কম নয়'