মায়াবী ঝর্ণা

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • জাফলংয়ের পাশেই এক জায়গা অতি সম্প্রতি নজরে এসেছে পর্যটকদের। জায়গাটার নাম ‘সংগ্রামপুঞ্জি’। মায়াবী ঝর্ণা মধভ্রমণপিপাসুদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
    সিলেট থেকে লোকাল বাস কিংবা লেগুনায় করে জাফলং বাজারে। মামার বাজারে নামিয়ে দেবে। ওখান থেকে জাফলং জিরো পয়েন্টের দিকে হেঁটে যেতে হবে কিছুক্ষণ। এরপর দুই ভাগে যেতে পারেন।
    এক. জাফলং জিরো পয়েন্ট পার হয়ে সোজা মিনিট বিশেক হাঁটলে সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে পাবেন।
    দুই, মামার বাজার থেকে জাফলং জিরো পয়েন্টের দিকে কিছু রাস্তা হেঁটে মা রেস্টুরেন্টের সামনে দিয়ে বাঁয়ে মোড় নিতে হবে। ওখান থেকে নৌকা নিয়ে সংগ্রামপুঞ্জি বাজার। জনপ্রতি ১০ টাকা ভাড়া নেবে। বাজারে কাউকে খাসিয়াপল্লী বাগান বললেই দেখিয়ে দেবে। বাগানের ভেতরের রাস্তার ১০ মিনিটের মতো হাঁটলেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা।
    জাফলংয়ের পিয়াইন নদী পার হতে ভাড়া নৌকার সাহায্য নিতে হবে। নৌকায় পার হতে আনুমানিক ২০০-২৫০ টাকা নেবে।

Комментарии • 1