Tripura: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মানিক সাহার | Zee 24 Ghanta

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 13

  • @ArpanHutait_WB
    @ArpanHutait_WB Год назад +6

    বিজেপি জিন্দাবাদ 🚩🚩🚩🚩🚩
    মোদী জিন্দাবাদ ❤️❤️

  • @EducationalUpdate-rc8lp
    @EducationalUpdate-rc8lp Год назад +4

    1 st view👍👍

  • @bidyutkumarnandy7271
    @bidyutkumarnandy7271 Год назад +4

    Bjp zindabad.

  • @rishovdeyshorts
    @rishovdeyshorts Год назад +3

    BJP jindabad

  • @pankajchatterjee5075
    @pankajchatterjee5075 Год назад +1

    Tipramotha help Bjp

  • @atishkumarchatterjee455
    @atishkumarchatterjee455 Год назад +1

    Tripurai Tipramotha BJP party B team kaj kore che naileye BJP 39% vote share peye sarkar korte parto na

    • @arabindadasgupta6228
      @arabindadasgupta6228 Год назад +3

      tmi bal alap kom koro

    • @soumodipghosh229
      @soumodipghosh229 Год назад +4

      ​@@arabindadasgupta6228 *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
      ------------------------------------------
      *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
      একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
      *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
      *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
      *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
      *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
      *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
      *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
      *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
      *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
      *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।
      *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
      *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেকের ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
      *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
      ঢুকে যায়।
      *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
      *14. পি এম পোষণ-*
      ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
      *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
      *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
      কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
      এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
      *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
      *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।
      *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
      *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে,রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

    • @atishkumarchatterjee455
      @atishkumarchatterjee455 Год назад +1

      @@arabindadasgupta6228 BJP party sab jaigai tader B team rekhe diyeche

    • @pankajchatterjee5075
      @pankajchatterjee5075 Год назад +1

      Ekdom

  • @toro3931
    @toro3931 Год назад

    #ST #আমরা_বঞ্চিত #Debide_and_Rule #Lolipop