ONE DAY TOUR || ANTPUR || DWARHATTA || RAJBALHAT || একদিনের বেড়ানো || আঁটপুর রামকৃষ্ণ মিশন, মন্দির

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 67

  • @raghubirsinha4894
    @raghubirsinha4894 2 года назад

    Nice

  • @shilpinandy590
    @shilpinandy590 3 года назад

    Apurba laglo dekher echha chilo dekhlam videos khub valo darun

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      অনেক অনেক ধন্যবাদ রইলো, প্রেরণা পেলাম। আমিও শিখছি, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন, অন্য ভিডিও গুলোও দেখবেন।

  • @kasturimozumder6413
    @kasturimozumder6413 2 года назад

    খুব ভালো লাগলো।

  • @biswanathdas6035
    @biswanathdas6035 3 года назад

    January

  • @imagesaikat
    @imagesaikat 3 года назад +1

    তথ্যে ঠাসা ভিডিওটি দারুণ লাগলো।

  • @prakritigoswami1346
    @prakritigoswami1346 2 года назад +1

    বীরশ্রেষ্ঠ স্বামী জী কে শতকোটি প্রনাম জানাই।

  • @পরিদর্শন-য৬ড
    @পরিদর্শন-য৬ড 2 года назад

    আমি গিয়েছিলাম

  • @malagupta9693
    @malagupta9693 3 года назад

    খুব সুন্দর

  • @santibag9982
    @santibag9982 4 года назад +2

    Darun videos

  • @rumadas3377
    @rumadas3377 3 года назад

    Khub sundor laglo,jemon sundor jayga;temon sundor bornona, video ti tai vari valo laglo 👍👍

  • @dipakkumarroy8090
    @dipakkumarroy8090 4 года назад +2

    খুব ভালো লাগলো।
    সুন্ধর ভাবে বুঝলাম।
    ধন্যবাদ🙏

  • @Travelvlogbiplab
    @Travelvlogbiplab 3 года назад

    অপূর্ব ভিডিওটি, খুব ভালো লাগলো

  • @prakritigoswami1346
    @prakritigoswami1346 2 года назад

    খুবই সুন্দর জায়গা ,আমরা গিয়েছিলাম , তবে রাজরাজেশরী দেখা হয় নাই।

  • @arnabkumarbhar91
    @arnabkumarbhar91 2 года назад +1

    জায়গাটার নাম আঁটপুট, একটু সংশোধন করে নেবেন।

  • @sankarsankar9836
    @sankarsankar9836 3 года назад

    খুব ভালো বিবরন

  • @biswajitkar3377
    @biswajitkar3377 3 года назад

    Darun..valo thakun..aaro new video deen please 🙏

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      আপনারা পাশে থাকলে প্রেরণা পাই। নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকবেন। ❤️

  • @biswadey3524
    @biswadey3524 3 года назад +1

    আটপুরে আমার ছোটো মাসীর বাড়ি আর দ্বারহাটায় আমার বড়ো মাসীর বাড়ি👍👍

  • @manjirmukhopadhyay4917
    @manjirmukhopadhyay4917 3 года назад

    Coupon kokhon katte hoy?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      সকাল ১০ টার মধ্যে কাটতে হবে। তবে তার পরেও ১,২জন হলে ওনারা ম্যানেজ করে দেন তবে সেটা নিশ্চিত নয়।

  • @pintusaha912
    @pintusaha912 4 года назад

    Bahhh.. khub valo laglo.
    Jaoyar planning ache. Khub valo holo 👌👌🙏

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  4 года назад

      অবশ্যই চলে আসুন একদিন

  • @chandrasekharbanerjee5161
    @chandrasekharbanerjee5161 2 года назад

    রামকৃষ্ণ মিশন কি এখন খোলা? দুপুরের খাওয়ার কুপন কটার মধ্যে নিতে হবে?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  2 года назад

      ১০টার মধ্যে কাটতে হবে, তবে অল্প লোক হঠাৎ করে অসময়ে উপস্থিত হলে ওদের জোগাড় থাকলে ব্যবস্থা করে দেন। তবে সেটা নিশ্চিত নয়।

  • @tanusreepal4397
    @tanusreepal4397 Год назад

    ভিডিও টি খুব ভালো লাগলো , কিন্তু আঁটপুরে দর্শনীয় স্থান গুলোর মধ্যে নরেন্দ্র সরোবর একটি , যেখানে স্বামীজি ও তাঁর সঙ্গীরা স্নান করতেন , সরোবর টি খুব ই সুন্দর । এই সরোবর টি দেখতে পেলাম না ।

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  Год назад +1

      হ্যাঁ, ওটা মিস করে গেছি।

  • @mantukurmi4979
    @mantukurmi4979 3 года назад

    Akhon gala sob dakha jabe ki..koronar jonno bondho nai to kichu ..jodie aktu bolen

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад +1

      এখন যখন তখন নির্দেশ পাঠানো হচ্ছে। তার সাথে আঞ্চলিক অবস্থার অবনতি হলেও সাময়িক বন্ধ করে দেওয়া হচ্ছে। সব চেয়ে ভালো হয় একবার ফোন করে গেলে। ভিডিও তে ফোন নম্বর দেওয়া আছে।

    • @mantukurmi4979
      @mantukurmi4979 3 года назад

      @@Fancyloverscorner thank u dada

  • @sankarbag4783
    @sankarbag4783 3 года назад

    Amr bari antpura

  • @jayantakumardey2370
    @jayantakumardey2370 4 года назад +2

    Dada kota theke kota porjonto darshan kora jaai

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  4 года назад

      করোনা পরিস্থিতিতে টেরাকোটা মন্দির টি বন্ধ আছে, অন্য সব খোলা। মিশনে সকাল ১০টার মধ্যে কুপন কাটলে দুপুরের আহার পাওয়া যাবে।

  • @subhajitghosh2020
    @subhajitghosh2020 3 года назад

    আটঁপুর। ।।

  • @parthasarathibanerjee7304
    @parthasarathibanerjee7304 4 года назад +3

    কলকাতা থেকে চারচাকার গাড়িতে আঁতপুর যেতে সময় কতটা লাগবে বলেন নি। কলকাতা থেকে দুরত্বও বলেন নি। ভিডিও খুবই ভালো মানের। তবে রামকৃষ্ণ মিশনে কটার মধ্যে খাবার কুপন কাটতে হবে এবং কখন থেকে খাওয়ার পাট শুরু হয়, সেটাও বলেন নি। সব খবরগুলোই থাকা উচিত এবং ভিডিও দেখবার পর দর্শকের মনে যাতে কোন প্রশ্ন না থেকে যায়, সে বিষয়ে যত্নবান থাকা উচিত। আবারও বলছি, ভিডিওটি চমৎকার হয়েছে। উল্লেখিত ত্রুটিগুলো পরবর্তী ভিডিওগুলোতে আর থাকবে না, এই আশা নিয়ে শেষ করলাম।

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  4 года назад +1

      আসলে আমি ব্যান্ডেল থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবেন, সবাই কে তাই আঁটপুর এর জায়গাটা পরিচয় করিয়ে দিয়েছি। তবে ত্রুটি গুলি নিশ্চয়ই আগামীতে শুধরে নেব। এরকম ভাবে আপনারা যদি পাশে থাকলে অবশ্যই প্রেরণা পাই।

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  4 года назад +1

      সকাল ১০টার মধ্যে কুপন কাটলে দুপুরের আহার নিশ্চিত করা যায়। তবে তারপরও পাওয়া যেতে পারে যদি পর্যাপ্ত থাকে। তবে সেটা নিশ্চিত নয়। আমরা পেয়েছি কারন কোভিড পরিস্থিতিতে এখন কম মানুষই আহার গ্রহন করছে।

  • @samaptychakraborty5797
    @samaptychakraborty5797 3 года назад

    Khub valo laglo ....
    Antpur e sob somoy jaouya Jai to?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      অনেক ধন্যবাদ।
      হ্যাঁ সব সময় যাওয়া যায়। সকাল ৮ থেকে অফিস খোলা হয়।

  • @uttiyakoley3382
    @uttiyakoley3382 3 года назад

    Darun video...
    Antpur r 100 feet r terracotta mondir r Darhattar Rajrejeshwari mondir tir probesh r somoy ta aktu janaben?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад +1

      দ্বারহাট্টা মন্দির খোলা থাকে, কিন্তু কাছে গিয়ে দেব দর্শন করতে নিত্য পুজোর সময় থাকতে হবে, সেটার সময় আমি জানি না। আঁটপুর মন্দির করোনার জন্য বন্ধ রাখা ছিল। পুরোহিত মহাশয় পুজো করতে প্রবেশ করছিলেন, তখন আমাদের অনুমতি দেন। এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে কি না জানি না।

    • @uttiyakoley3382
      @uttiyakoley3382 3 года назад

      @@Fancyloverscorner Dhonnyobad...

  • @monojbauri3001
    @monojbauri3001 3 года назад

    Antpur e coupon kota porjonto collect kota jay ? Bhog kokhon deoa suru hoy ?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад +1

      ভোগ দেওয়া শুরু হয় ১২ টা থেকে। খাওয়ার জায়গায় বসে একটু ভগবান এর স্তোত্র পাঠ করে নিবেদন করে আহার গ্রহণ করা হয়।
      কুপন দেওয়া শুরু হয় ৮ থেকে, কিন্তু ১০ টার মধ্যে কুপন কাটলে ভালো, নিশ্চিত করা যায়। এরপরেও পাওয়া যায় কিন্তু সেটা নির্ভর করে কতটুকু অবশিষ্ট আছে তার উপর।

  • @SumantaTravelman
    @SumantaTravelman Год назад

    প্রথমে বললেন 1887 তারপরে আবার বলছেন 1886 ঠিক করে জেনে বলুন সালটা হবে 1886।

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  Год назад

      অনেক অনেক ধন্যবাদ, ভিডিও টা মন দিয়ে দেখার জন্য। আপনারাই প্রেরণা আমার। ১৮৮৬ সালই হবে, সেটাই বলেছি কিন্তু কোথাও যদি ভুল করে ১৮৮৭ বলে থাকি তাহলে সেটা অনিচ্ছাকৃত ত্রুটি, সেটা ঠিক না। ভালো থাকবেন, অন্য ভিডিও গুলোও দেখবেন প্লিজ ❤️

  • @promitaghosh5697
    @promitaghosh5697 4 года назад

    Ekhon gele sobta dekhte pabo kina actu janaben ..?

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  4 года назад

      আঁটপুর মিশন , রাজবলহাট মন্দির, দ্বারহাট্টা - খোলা আছে। কিন্তু আঁটপুর মন্দির বন্ধ ছিলো। তবে কপাল ভালো থাকলে পুরোহিত এর পুজোর সময় মন্দিরের সামনে প্রবেশ করলেও করতে পারেন।

  • @alokesh66
    @alokesh66 3 года назад +1

    Dada, apnar eyi vdo ta khub bhalo legeche. Khub detail presentation chilo. Jodi vdo te lodging & boarding er information ta diten to aro bhalo lagto. Overall it's a good one 👍

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      আসলে আমি একদিনেই ঘুরে চলে এসেছি তো তাই ঐ বিষয়টি মাথায় ছিল না। আগামীতে নিশ্চয়ই মনে রাখতে হবে।

    • @alokesh66
      @alokesh66 3 года назад

      Dada, we are overjoyed with your enthusiastic & positive response. We are looking forward for such excellent videos. Pls also follow videos of "Ghurte Firte" , so that you can make some more addition in your video & make it more entertaining. Keep making such good videos of "achena-ajana" places of Bengal. Keep the journey, your fans are with you 👍

    • @Fancyloverscorner
      @Fancyloverscorner  3 года назад

      'ঘুরতে ফিরতে' আমি দেখি, খুব ভালো লাগে, আপনার পরিশ্রম ও অধ্যাবসায় ভিডিও গুলো খুবই তথ্যবহুল ও মনোরঞ্জনকর। সোমজিৎ ভট্টাচার্যের ভিডিও গুলোও খুব ভালো লাগে। দুজনেরই প্রচুর সাবস্ক্রাইবার। ওখানে পৌঁছানোর স্বপ্ন দেখি।

  • @sumongoswami2688
    @sumongoswami2688 3 года назад

    এখানে ভারত সেবা শ্রম আশ্রম আছে