তেরোটি বসন্তের শেষে .................................. যখন সময় ছিলো ছিলো বসন্তের হাওয়া মনে, তুমি চাইলে আপন হতে পারতে সেদিন তবু কাছে আসোনি কোন সে ব্যবধানে? আজ তেরোটি বসন্তের শেষে তুমি আর আমি দুজনেই দুই প্রান্তে, তুমি চাইলেই হতে পারতে আপন যদি সব অভিমান ভুলে কাছে টানতে? কেনো হাহাকার করো খোঁজে পেতে পুরনো স্মৃতি, অতীত কি কখনো দিতে পারে সুখ কেবল বাড়াবে দুঃখের পিরীতি। তোমার সুবাস মাখানো অঙ্গ সঙ্গ নিবেনা আর এ দেহে্, বাড়াবে শুধু জ্বালাতাপ আর হাহাকার তোমাকে হারানোর প্রতিটি বিরহে। আজ কেনো ফিরে পেতে চাও মিশে যেতে চাও হৃদয়ে, তোমাকে আমি নিরাশ করিনি নাহয় দেখা দিবো দূরাত্বা হয়ে। ঐ জনমে যতো চাও ভালোবাসা নিও কাছে এসে, যদি তুমি ফুল হও নাহয় ভ্রমর হয়ে রবো তোমার পাশে যদি নদী হও তুমি স্লান করিবো দিবানিশি ভরে, এজনমে নাহয় পেলাম তোমায় পরজনমে ভালোবাসবো পরান ভরে।।
. মিরুখালীর কবিতার ফেরিওয়ালা মুসাফিরের পক্ষ থেকে অন্তহীন কাব্যিক ভালোবাসা ও আন্তরিক শুভকামনা। Endless poetic Love and heartfelt wishes on behalf of ‘Kobitar Ferywala Musafir’ of Mirukhali. .
একরাশ মুগ্ধতা রেখে গেলাম কবি, অসাধারণ কবিতা এবং আবৃত্তি কণ্ঠ ❤
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল
আবৃত্তিতে মুগ্ধ, কবিতাটি অসাধারণ
ধন্যবাদ প্রিয় কবি বন্ধু
হৃদয় ছুঁয়ে গেল।
অসাধারণ আবৃত্তি।
আন্তরিক ধন্যবাদ
মাশাআল্লাহ কন্ঠ আল্লাহর দান।
আন্তরিক ধন্যবাদ
দারুণ
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো
Osadaron onek valo laglo kotha gulo
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো
অসাধারণ একটি কবিতা সৃষ্টি করেছেন
অসাধারণ
ধন্যবাদ আপনাকে
অশেষ ধন্যবাদ সুহৃদ
মুগ্ধতা একরাশ
ধন্যবাদ সুহৃদ
খুব সুন্দর লেখা, আর আবৃত্তির কথা নতুন করে বলার কিছুই নাই, স্যার বলে কথা।
আন্তরিক ধন্যবাদ
খুব সুন্দর চমৎকার লেখনী
আবৃত্তিটা অনেকদিন ধরেই শুনছি
আন্তরিক ধন্যবাদ
অসাধারণ কবিতা ও সে-ই সাথে আবৃত্তি
আন্তরিক ধন্যবাদ
অসাধারণ হৃদয়স্পর্শী একটি কবিতা এবং চমৎকার আবৃত্তি, মুগ্ধতা অপরিসীম।
ধন্যবাদ প্রিয় কবি বন্ধু
অসাধারণ লেখা এবং আবৃত্তি
আন্তরিক ধন্যবাদ
শুভেচ্ছা রইল
খুব খুব সুন্দর লেখা। পাঠ তো অতুলনীয়।
আন্তরিক ধন্যবাদ
বাহ্- অসাধারন-
লেখা ও আবৃত্তি দুটোই অসাধারণ ❤❤
অনেক অনেক ধন্যবাদ
অশেষ ধন্যবাদ
চমৎকার ❤
আন্তরিক ধন্যবাদ
এক কথায় অসাধারণ
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো
কনকাড়া লেখা ও আবৃত্তি
খুব ভালো লাগলো
আন্তরিক ধন্যবাদ
Excellent
আন্তরিক ধন্যবাদ
কান পেতে ষুনছি
আন্তরিক ধন্যবাদ
তেরোটি বসন্তের শেষে
..................................
যখন সময় ছিলো
ছিলো বসন্তের হাওয়া মনে,
তুমি চাইলে আপন হতে পারতে সেদিন
তবু কাছে আসোনি কোন সে ব্যবধানে?
আজ তেরোটি বসন্তের শেষে
তুমি আর আমি দুজনেই দুই প্রান্তে,
তুমি চাইলেই হতে পারতে আপন
যদি সব অভিমান ভুলে কাছে টানতে?
কেনো হাহাকার করো
খোঁজে পেতে পুরনো স্মৃতি,
অতীত কি কখনো দিতে পারে সুখ
কেবল বাড়াবে দুঃখের পিরীতি।
তোমার সুবাস মাখানো অঙ্গ
সঙ্গ নিবেনা আর এ দেহে্,
বাড়াবে শুধু জ্বালাতাপ আর হাহাকার
তোমাকে হারানোর প্রতিটি বিরহে।
আজ কেনো ফিরে পেতে চাও
মিশে যেতে চাও হৃদয়ে,
তোমাকে আমি নিরাশ করিনি
নাহয় দেখা দিবো দূরাত্বা হয়ে।
ঐ জনমে যতো চাও
ভালোবাসা নিও কাছে এসে,
যদি তুমি ফুল হও
নাহয় ভ্রমর হয়ে রবো তোমার পাশে
যদি নদী হও তুমি
স্লান করিবো দিবানিশি ভরে,
এজনমে নাহয় পেলাম তোমায়
পরজনমে ভালোবাসবো পরান ভরে।।
আন্তরিক ধন্যবাদ
.
মিরুখালীর কবিতার ফেরিওয়ালা মুসাফিরের পক্ষ থেকে অন্তহীন কাব্যিক ভালোবাসা ও আন্তরিক শুভকামনা।
Endless poetic Love and heartfelt wishes on behalf of ‘Kobitar Ferywala Musafir’ of Mirukhali.
.
আন্তরিক ধন্যবাদ
❤❤❤
অশেষ ধন্যবাদ
Thanks 🙏🙏
আন্তরিক ধন্যবাদ