নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র - এ সপ্তাহের নাটক | Nishonggo Niramoy Kendro - This Week's Drama
HTML-код
- Опубликовано: 30 ноя 2024
- এ সপ্তাহের নাটক " নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র "
রচনা: রবিউল আলম
অভিনয়ে:
তারিক আনাম খান, তানিয়া আহমেদ,
সাবরিনা শফি নিসা, নিলয়, টয়া
টাইটেল: রাকিবুল ইসলাম
আবহ সংগীত: মকসুদ জামিল মিন্টু
প্রযোজনা: মনিরুল হাসান
প্রচার ২৮ আগস্ট ২০১৯
This Week's Drama "Nishonggo Niramoy Kendro (Lonely Healing Center)"
Composition: Rabiul Alam
Starring:
Tariq Anam Khan, Tania Ahmed,
Sabrina Shafi Nisa, Nilay, Toya
Title: Rakibul Islam
Background music: Maqsood Jamil Mintu
Produced by: Monirul Hasan
Promotion 26 August 2019
Visit Our Website if you need any Information
www.btv.gov.bd/
Join and Like Our Facebook Page-
/
__________________________________________________
All Rights Reserved © Bangladesh Television 2021
#এসপ্তাহেরনাটক #BangladeshTelevision
অসাধারণ ।কি ভালো একটা নাটক।মানুষ ই তো মানুষের ভরসা,সহায়।বেঁচে থাক মানবিকতা।সবাই আমরা ভালো থাকি,আনন্দে বাঁচি।শুভেচ্ছা অফুরান।
ভীষণই আবেগদীপ্ত ও মহতী উপস্থাপনা । দুর্দান্ত ফিনিশিং । অসাধারণ সংলাপ । ভাবনা চিন্তায় নতুনত্বের ছোঁয়া । অভিনয়ের মান মুগ্ধ করে । এটাই আমাদের সেরা পাওনা ....সর্বান্তকরণে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই
ছোট বেলায় বিটিভির "এই সপ্তাহের নাটক" দেখার জন্য উদগ্রীব হয়ে বসে থাকতাম। এই নাটক গুলো শুধু ভালোই ছিল না, সাথে জীবন সম্পর্কে অনেক শিক্ষাও দিত। অনেক বছর পর আজকে আবার একটা নাটক দেখলাম এবং নাটকটা মন ভালো লাগলো। ধন্যবাদ বিটিভি, এখনও আগের মতো ভালো নাটক প্রচার করার জন্য।
0kk0
ĺ
নাটকটি সময়োপযোগী,লেখকের এই মডার্ন চিন্তাকে অভিনন্দন,পরিচালক ও শিল্পীদের অনবদ্য অভিনয় সব মিলিয়ে টান টান উত্তেজনার উপভোগ্য।
যার অন্তরে কুরআন নেই তার অন্তর বিরাণ ভূমি।আল হাদিস।
Ekta vinyo dharmi natak dekhlam vison valo laglo
ভালোভাবে বেঁচে থাকার জন্য ৩ টি জিনিসের প্রয়োজন।
১. গুড ফুড
২. গুড হেলথ্ এবং
৩. গুড ফ্রেন্ড
এই ধরনর নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
অসাধারণ! এমন কিছু নাটকের মাধ্যমে সামাজিক, পারিবারিক অবক্ষয় দূর হবে ইনশাআল্লাহ্!
প্রশাসনিক চাকরির সূত্রে বাডির বাইরে থাকা, স্ত্রীর অন্য সম্পর্ক গড়ে ওঠা, আর আমার নিঃসঙ্গ জীবন।বয়স ৫০ । জানিনা কি করনীয়,..... মরুভূমি.... শারীরিক ভাবেও অসুস্থ।
🌹🌹🌹🌹
একটি অসাধারণ নাটক উপস্হাপনা করার জন্য প্রযোজক মনিরুল হাসানকে আন্তরিক অভিন্দন জানাই। একটি অনন্য সাধারণ গল্প নিবেদন করার জন্য গল্পকার রবিউল আলমকে হার্দিক শুভেচ্ছা জানাই। দক্ষ অভিনেতা তারিক আনম খান এবং তানিয়া আহমেদ অনবদ্য অভিনয় করেছেন। টোটাল টীম ওয়ার্ক খুব ভালো। এই নাটকের সমস্ত কুশীলবকে অনেক অনেক ধন্যবাদ।
সম্পূর্ণ সহমত।
নটক ভালো লাগলো,ম্যাডাম রায়সা ও হাসান সাহেবের অভিনয় খুব সুন্দর,মাসূদ হুসেইন, কলকাতা।
সত্যি কথা বলতে নাটকটা দেখে খুব মজা পেলাম।
শেষের মিলনটা নাটক, বাকীটা জীবন। খুবই ভাল লাগলো, পরবর্তীতে এরূপ নাটকের আশা রাখলাম।
Thik ভাই জীবন natok এর chea ও besy natokio😭😭
আমি India র ,এই নাটকের সংলাপ অসাধারণ মানে অসাধারণ ,ধন্য ,
💥খুবই ভালো লাগে এইসব পুরনো দিনের নাটকগুলি দেখতে । সেই দিনগুলো, সেই যুগ যে কত রঙিন ছিল সেটা এইরকম নাটকগুলি দেখলেই অনুভব করতে পারি ।সেই যুগের রাস্তাঘাট, ঘরবাড়ি, যানবাহন,অরণ্য দিয়ে ঘেরা সবুজ গ্রাম, সুন্দর পরিবেশ ...সবকিছু দারুণ ছিল । মনের মধ্যে অনেক আপসোস, যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে । মনে হয় কত স্মৃতি জড়িয়ে আছে সেই দিনগুলোর সাথে 💥
This drama gave more of a theatre feel than a Natok.. Off course different kind of experience.. Appreciable 👌
সত্যি ই আমি চলে গিয়েছিলাম ৯০ এর দশকে আমার কৈশোর জীবনে ধন্যবাদ বি টি ভি কে
এত পথ না খুঁজে ভালো থাকার জন্য আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ফলো করাই অবশ্য ই শান্তির।
অবশ্যই
হিন্দু রা বলবে হিন্দু ধর্ম শেরষটো
Ekdom thik bolaychen Bhai, Hasan shaheber 3/4 ta wife thaklay to metay jeto, kintu Tanea madamer somadhan ki...unar ki koekta swami thaka sombhob?
অর্ধেক টা দেখলাম অন্যরকম খুব ভালো লাগলো ধন্যবাদ গুড লাক
একটি মনোজ্ঞ উপস্থাপনা।
অনবদ্য একটি প্রযোজনা
Beautiful drama. Thousands thanks
High quality of drama, thanks,
ভিন্নধর্মী নাটক, ভালো লেগেছে।পশ্চিমবঙ্গ
Father of all natok on earth.
খুব সুন্দর
অনেক দিন বাদে ভিন্নধর্মী নাটক দেখলাম।খুব ভালো লেগেছে। কোলকাতা। তারক চৌধুরী।
এটা কোন নাটক নয়.এটা চোখের জলের ছাপ এ আকা মেনালিসা এক।
এটা কোন নাটক নয়, চোখের ছাপে আকা
মোনালিসা এক-- সকল বুকের দেয়াল জুড়ে আটকানো।
নাটক বানানোর জন্য একগাদা অভিনেতার দরকার হয়না চারজন যথেষ্ট অনেক সুন্দর হয়েছে
Khub sundor uposthapona. Galpo tay pran ache. Very nice.
অসাধারণ একটা নাটক বানিয়েছে নির্মাতা।
Bas sundor notun dhoroner bastobotar sathe mill ache ai rokom aro hole khub valo hoy
খুব সুন্দর, একটি সার্বিক অসাধারণ উপস্থাপনা ...
খুব খুব ভাল লাগল । কুশীলবদের অসংখ্য ধন্যবাদ ।
😊খুব সুন্দর একটা নাটক ভালো লাগলো
নতুনত্বের অতল মহাসাগরের তল থেকে এইমাত্র উঠে এলাম,যখন সম্বিৎ ফিরলো কথা শেষ।....... পঃবঃ ।
খুবই ভাল লাগল, এই রকম নাটক আরও করুন।
An excellent stage drama. Very good work.
উফ! ত্বন্নীর মতো সঙ্গী চাই। 😋😘
শাশুড়ি বৌমার ঝগড়া আর চুলোচুলির চেয়ে অনেক ভালো এটি মানতেই হবে।
ভালোই " নিঃসঙ্গ নিরাময় " কেন্দ্র নাটক । সাইনবোর্ড দেখে ঢুকে পড়া উচিত । বলা যায় না - নিঃসঙ্গতা দুর হয়ে যেতে পারে । তারেক আনামের অনবদ্য অভিনয় । টুটুলের বৌ ভালো অভিনয় করেছে ।
Ekta oti sundar family problems drama
নাটকটা খুব ভাল লেগেছে কিছু বুজার মত।
শেষ জীবনের নিঃসঙ্গতা সত্যি ভীষণ কষ্টকর। তবে বাস্তবতার নিরিখে মেনে নেয়া ছাড়া কি আর করার আছে। আবার ভাগ্য প্রসন্ন হলে কোন না কোন সংগী জুটে ও যেতে পারে।
ঠিক কথা । তবে অনেক সমাজে তা বাঁধা আছে । ইউরোপের দেশ গুলোতে তেমন বাঁধা নেই । অনেক সময়ই দেখা যায় ! যদি বয়স্ক মহিলা আর পুরুষ দুজনে বিধবা - তারা সাথি খোঁজে । এটা দোষের কিছুই নয় ।
------ বাংলাদেশের আলোচিত বেক্তি গুলতেকিন বিয়ে করেছেন । তার প্রমাণ ।
এশিয়ার পরিবর্তন হবে । বিয়ে ধর্মের কোন বেপার নয় ! মনের বেপার । যার যাকে মনে ধরে । যোর করা বা বয়স নিয়ে - কোনও কথা নয় ! ধর্ম নিয়েও কোন কথা নয় । ওসব পুরানো নিয়ম ভাঙ্গতে হবে ।
@@shamimamondal3811 Dhormo matter kore, Islam ba Hinduism kothao old age a biyer badha nai. Amader deshe society er mentality change korte hobe, religious belief na!
শুধুই তারেক আনাম আর তানিয়ার অসাধারণ অভিনয়ের জন্যই কমেনট না করে পারলাম না
After such a long time I watched a completely different type of bangla natok. Very clean, educational and realistic. Tania and tarek thanks for your matured acting. Also thanks go to script writer and director to make this drama a reality.👍👍👍
খুব সুন্দর নাটক দেখার মত
বাহ! ভারী সুন্দর
এইরকম ছেলে সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো
নাটক টি ভালো কিন্তু বাস্তবটা বড়ো কঠিন।
এই নাটকটা সর্বপ্রথম কবে প্রচারিত হয়েছিল? মনে হচ্ছিল সেই নব্বইয়ের দশকের নাটক দেখছিলাম।
ভিন্ন ধরনের নাটক ভালো লাগলো বুড়ুল নোয়াখালী
সকল নিষ্পাপ পবিত্র ভালোবাসার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান রইলো!
onek sundor o hashir natok
Wonderful story, concise and reality of the contemporary civilisation...above all the splendid professionalism and a great deal with breaking personal loneliness...
Wonderful story. Darun laglo galpota. Khub enjoy karlam.
@@biswanathghosh4259 a
অসাধারণ সুন্দর
Daroon Sundar ay natokt ti,aamar vision valo legeche.
ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা দারুন শিল্প স্বত্তার পরিচয় বহন করে।
চমৎকার একটা নাটক
আমার বয়স ১৮ কিন্তু এখন কার তুলনায় আগের জীবন টা অনেক ভালো লাগতো
অপূর্ব 👍কলকাতা থেকে।
প্রত্যেক টা মানুষ ই এক সময় না এক সময় নিঃসঙ্গ থাকে।
বিটিভি প্রত্যেকটা নাটক ই অসাধারণ
Beautiful story.
বিটিভির নাটক দারুন।।।। 💝💝💝
মাকসুদ জামিল মিন্টু💖💖💖💖💖💖💖, এই গুণী মানুষের স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত।
Khub sundar laglo
ভালো লাগলো, ধন্যবাদ।
খুব ভালো লেগেছে
সুন্দর।
Btv er natok gulo theke sotti onek kisu sekhar ache. Dhonnobad btv
Khubi romantik, dhoinyabad
Khub sundor
Story is exception
Wow just an amazing drama. The acting was really good, feels like watching good old days drama. After watching this creation, my expectation is getting higher. Want more creation like this.
Why not put English subtitles.
@@jassicasheperson74 agree 👍
I liked it very much....very fresh
এটা নাটক নয় এটা একটা জিবনের গল্প
Anek din par ekta khub bhalo natak dekhlam...every body well ✅ actors...ms.ayesa...she is a great actres..from..india
ভালো লেগেছে।
It is a new history
Very good episode
Alauddin from Kolkata
ইসলাম ই মানব জীবনে পূর্ণতা দেয়।
নারী -পুরুষ সঈ নয়, বৈধ সঈিনীর মাধ্যমে। কিন্তু সমাজ তার উলটু।
Life touching drama
This is why btv´s drama is the best.
1990 দশকের মতো নাটক কি আর ফিরে আসবে..................
Very nice and emotional drama. ❤️
Kov valu laglo natok ta.songi r songini ak noi.
অগোছালো নাটক।আসলে এরকম এক পর্বের নাটকের ক্ষেত্রে ভালো কিছু আশা করাটা ঠিক না।কারন নাটক বড় না হলে কনসেপ্টগুলো ঠিকভাবে আসে না।ছোট নাটককে ভালো মান দেয়া বড়ই কঠিন
অসাধারন নাটক খুব সুনদর অভিনয়। বিউটি ফুল বিটিভির নাটক ধন্যবাদ।
Very good
নিঃসঙ্গ নিরাময় নয়, নিঃসঙ্গতা নিরাময়
তারিক আনাম ভালো অভিনয় করে
নাটক হলেও বাস্তব র্ধমী কলকাতা থেকে
অনেকদিন পর গল্পনির্ভর একটি অসাধারণ নাটক দেখলাম
Anek valo
Khub sundor laglo, Risa madam er idea ta darun
সত্যিই অসাধারণ
Excellent!!!
সবাই ভালো অভিনয় করেছে ।
Simply awesome. Superb
mashallah very nice and beautiful
তানিয়া আপুর কন্ঠ ভালো
Taniak valo laglo
শ্রস্টাকে সময় দিতে শিখ, সব হতাশা দূরহয়ে যাবে।
টয়ার বাড়ীই রাঙ্গামাটি