করোনাকালীন ব্যবসায়িক লস থেকে গ্রাফিক ডিজাইনার রাজ্জাকের সাফল্য! Graphic Design

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • করোনাকালীন ব্যবসায়িক লস থেকে গ্রাফিক ডিজাইনার রাজ্জাকের সাফল্য!
    কোন কিছুর প্রতি তীব্র আগ্রহই মানুষকে নিয়ে যেতে পারে সফলতার দ্বার প্রান্তে। সেটাই প্রমান করলেন আমাদের গ্রাফিক ডিজাইন শিক্ষার্থী রাজ্জাক। রাজ্জাক প্রথম দিকে ছোটখাটো ব্যবসা শুরু করলে অনেক বাধা বিপত্তির শিকার হন এবং এক পর্যায়ে করোনাকালীন সময়ে তার বিজনেসটা বন্ধ হয়ে যায়। সে থেকে তিনি সফল ক্যারিয়ারের মোড় ঘোরানোর চেষ্টা করেন, এমন্তাবস্থায় তার মাঝে ফ্রীল্যান্সিং এর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সে আগ্রহ থেকেই শুরু করেন গ্রাফিক ডিজাইন কোর্স, এবং সফলভাবে কোর্স শেষ করেন। বর্তমানে তিনি 𝗨𝗦𝗔 এবং 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 দুইটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসাবে কর্মরত আছেন এবং পাশাপাশি মার্কেটপ্লেসেও কাজ করছেন তিনি।
    আসুন শুনি তার গল্প তার কাছ থেকেই।
    #creativeitinstitutectg #graphicdesign #freelancing #successstory

Комментарии • 2

  • @iamyaminhasan
    @iamyaminhasan 10 дней назад

    যারা সফর হয়নি তাদের নিয়ে একটা ভিডিও দিন। কেন তারা সফল হয়নি??

  • @nasrinakhter7159
    @nasrinakhter7159 9 дней назад

    আপনাদের এখানে ২০১৮ সালে অংশ নিতে চেয়েছিলাম গ্রাফিক্স ডিজাইন সেমিনারে আমার বদলে ছোট ভাইকে পাঠিয়েছিলাম, এসে বললো অনেক কিছু তো সুন্দর করে বুঝিয়ে দেন স্যাররা, যতক্ষন থাকলাম দেখলাম, কিন্তু দূরত্বের কারনে এবং সামর্থ্য পারলাম না, পরে আর কিছুই হলো না।