বিদেশি ফসল স্কোয়াশ চাষে বাজিমাৎ শিক্ষিত যুবকের।। কৃষি দর্পণ বাংলা

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • বিদেশি ফসল স্কোয়াশ চাষে বাজিমাৎ শিক্ষিত যুবকের।। কৃষি দর্পণ বাংলা
    সেতু মল্লিক শিক্ষিত একটি যুবকের নাম, মা-বাবার সাথে যোগ দেয় লেখাপড়ার পাশাপাশি মাঠের কাজে, উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি এখন কলেজ এর বারান্দাতে অনার্স সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স এ পড়ালেখা করেন বিভিন্ন সময় তার আনাগোনা থাকে কৃষি অফিসের সাথে , কৃষি অফিসে তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণের পরে তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ স্যারের পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতায় নতুন ফসল স্কয়াশ চাষের একটি ইচ্ছা প্রকাশ করেন, যেমন কথা তেমন কাজ "ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের "আওতায় তিনি পলিমাল্সের মাধ্যমে স্কয়াশ চাষ শুরু করেন, এ বিষয়ে তিনি সম্মুখ প্রশিক্ষণ গ্রহণ করেন উপজেলা কৃষি অফিস থেকে পাশাপাশি উন্নত মানের বীজ আলাস্কা এবং সার ও পলিমালস প্রাপ্তির মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে স্কয়ার চাষ করে সাড়া ফেলেছেন নড়াইলের কৃষকের মাঝে, ইতিমধ্যে তিনি ও টাকা ৪০ শতক জমিতে আশি দিনে উপার্জন করেছেন দেড় লক্ষ টাকা , তার এই সফলতা দেখে ভিড় জমাচ্ছেন ও পার্শ্ববর্তী এলাকার ইচ্ছুক কৃষক বৃন্দ, তার দেখাদেখি এলাকার যুব সমাজ ও তরুণ কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসছে কৃষি কাজে।কৃষি উদ্যোক্তারা আগামীতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় প্রশিক্ষণ গ্রহণ করে স্কয়ার পাশে আত্মনিয়োগ করবেনএই প্রত্যাশা তাদের, স্বল্প মেয়াদী লাভজনক হওয়ায় এই ফসল স্কোয়াশ চাষ করে নতুন নতুন চাষের আগ্রহ বেড়েছে, নিজ ও পার্শ্ববর্তী এলাকার উদ্যমি কৃষকের মাঝে।, এরকম তরুণ কৃষি উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসে আপনাদের জন্য ভিডিও গুলো তৈরি করে যাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।
    #বিদেশি_ফসল_স্কোয়াশ_চাষ
    #বাজিমাত_শিক্ষিত_যুবক
    #কৃষি_দর্পণ_বাংলা

Комментарии • 6