Kadam Rasul Dargah Mela Bandar, N ganj. জমে উঠেছে কদম রসুল দরগাহ মেলা নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • প্রায় ৫০০ বছরের পুরোনো কদম রসুল দরগাহঃ
    ৫০০ বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা কদম রসুল দরগাহ।
    মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৫০০ বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা কদম রসুল দরগাহ। নামেই যার পরিচয় বহন করে। এক কথায় হজরত মুহম্মদ (সা.)-এর কদম (পা) কে বোঝানো হয়েছে। আর রাসুল (সা.) এর কদমের ছোঁয়া পড়েছে এমন একটি পাথর আছে বলেই এই দরগাহের এমন নামকরণ করা হয়েছে বলে কথিত আছে। এই দরগাহটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান যা বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর কোলঘেঁষে অবস্থিত।
    ধারণা করা হয়, দরগায় রক্ষিত পাথরের ফলকের ওপর দৃশ্যমান পদচিহ্নটি প্রকৃতপক্ষে রাসুল (সা.) এর পদচিহ্ন। পরে সেই পাথরটিকে মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা হয়। পাথরের এই ফলকটি দরগাহের ভেতর অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত আছে। কদম রসুল এই পাথরের মাধ্যমে হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলমান দরগাহ জিয়ারত করতে আসেন। এই মাজার ও পাথর নিয়ে লোকমুখে বিভিন্ন ব্যাখ্যা ও গল্প প্রচলিত রয়েছে। কিন্তু এই পাথরের ছাপটি রসুলের পায়ের ছাপ দাবি করা হলেও ইসলাম ধর্মের মতে এর কোনো স্বীকৃতি পাওয়া যায়নি।
    এই দরগাহের পশ্চিম দিকে যেখান দিয়ে মূল প্রবেশপথ সেখানে খুব সুন্দরভাবে কারুকাজ করে গড়ে তোলা হয়েছে একটি সুউচ্চ তোরণ। দূর থেকে যে কেউ ভাববে এই তোরণটিই দরগাহের মূল অংশ। আসলে এটি একটি প্রবেশ তোরণ বা মূল দরগাহের প্রবেশ দেয়ালমাত্র। এই সুউচ্চ জায়গাটির ঠিক মাঝামাঝি অবস্থিত একটি এক গম্বুজ বিশিষ্ট সাদা শ্বেত পাথরের মাজার।
    আর এই মাজারের ভেতরেই খুব যত্নের সঙ্গে সংরক্ষিত আছে সেই পাথরটি। আগের দিনের কাঠের যে খড়ম আছে সেই খড়মের মতোই দেখতে সেই পাথরটি। এখন থেকে প্রায় ৩০ থেকে ২৫ বছর আগে দর্শনার্থীরা এটি খুব সহজেই দেখতে পেত, এই পাথরে চুমু খেতে পারত। কিন্তু এখন আর আগের মতো এত সহজে পাথরটিকে দর্শনার্থী-ভক্তদের সামনে নিয়ে আসা হয় না। এটা এখন একটি কাচের বাক্সের ভেতর রাখা আছে এবং কিছু বিশেষ দিনেই এটা বাক্স থেকে বের করে দেখানো হয়। এই পাথরটি একটি গোলাপজল মিশ্রিত পানির মধ্যে চুবিয়ে সেই পানি ছোট একটি কাঁসের গ্লাসে করে ভক্তদের পান করতে দেওয়া হয়। এই মাজারের সঙ্গেই একটি কবরে মাঝখান দিয়ে বের হয়েছে একটি বিশাল কাঠ গোলাপের গাছ, যা এই মাজারটির মহিমা আরও বৃদ্ধি পেয়েছে।
    দরগাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কোল ঘেষে অবস্হিত।
    কিভাবে যাওয়া যায়
    ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে নারায়ণগঞ্জ শহরের ২নং লঞ্চ ঘাট থেকে নৌকা পার হয়ে বন্দর উপজেলার ঘাটে নেমে রিকশাযোগে কদম রসুল দরগায় যাওয়া যাবে।
    বিস্তারিত
    কদম রসুল দরগাহ নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান। দরগাটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কোল ঘেষে অবস্হিত। ধারণা করা হয় দরগায় রক্ষিত পাথরের ফলকের উপর অদ্ভুত পদচিহ্নটি প্রকৃতপক্ষে হযরত মুহম্মদ (সা:) এর পদচিহ্ন। যদিও বিষয়টি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন। পাথরের ফলকটি আকারে প্রায় ২৪০০ বর্গ সে: মি: এবং অনেকটা মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা ।
    ইতিহাসবিদদের মতে মাসুম খান কাবুলী নামে একজন আফগান রাজা/সেনাপ্রধান সপ্তম শতাব্দীতে এই নিদর্শনটি একজন আরব সওদাগর এর নিকট থেকে সংগ্রহ করেন। বর্তমানে যে মঠের ভেতরে কদম রসুলে ফলকটি রক্ষিত সেটি ১৭৭৭-৭৮ খ্রী: গোলাম নবী নামে ঢাকার একজন জমিদার এর হাতে নির্মিত। কদম রসুল এর ফলকটি মঠের কেন্দ্রে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত। হযরত মুহাম্মদ (সা:) এর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলিম এই দরগায় আসেন। দরগার ভেতরে মঠটি ছাড়াও একটি বিশাল মসজিদ রয়েছে। বিশেষ করে দরগার প্রবশদ্বারের নির্মাণশৈলী সবার নজর কেড়ে নেয়। নারায়ণগঞ্জ ছাড়াও চট্রগ্রামে এরকম আরো দুইটি দরগাহ রয়েছে। তবে নবীগঞ্জে অবস্থিত কদমরসুল দরগাটিই সর্বাধিক পরিচিত ।
    ১/মৃধা বাড়ি লৌহজং মুন্সিগঞ্জ। • মৃধা বাড়ি লৌহজং,মুন্সি...
    ২/মুন্সিগঞ্জ এর সব নার্সারি।
    • নার্সারীর শহর টঙ্গি বা...
    ৩/পদ্মা বীচ ক্লাব মুন্সিগঞ্জ। • Padma Beach Club Lowhz...
    ৪/একদিনের ছাগলের হাট।
    • একদিনের ছাগলের হাট। এক...
    ৫/ইমেইল।
    mdnasirabtour@gmail.com
    ৬/Facebook Link.
    www.facebook.c...
    #কদম_রসুল_দরগাহ_মেলা_২০২৪
    #Kadam_Rasul_Dargah_Mela

Комментарии • 38