Learn the proper use of cables for loads।ইলেকট্রিক কাজে কোন লোডে কত RM তার ব্যবহার করতে হবে

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 91

  • @mitaaktar8879
    @mitaaktar8879 Год назад +2

    ভাই আপনার কাজ অনেক সুন্দর

  • @arifulalif1887
    @arifulalif1887 Год назад +1

    খুবই গুরুতপর্ণ ভিডিও

  • @bipul3215
    @bipul3215 Год назад

    খুব সুন্দর ভিডিও

  • @mijan321hossen4
    @mijan321hossen4 Год назад

    ভাই আপনার সকল ভিডিও আমি দেখি

  • @mahabul321islam6
    @mahabul321islam6 Год назад

    শিক্ষা মূলক ভিডিও

  • @MehediHasan-fx5zo
    @MehediHasan-fx5zo Год назад +2

    nice

  • @mohammadkawsarvlogs
    @mohammadkawsarvlogs Год назад +3

    ২.৫ আর এম তার দিয়ে বাড়ির সমস্ত ওয়ারিং করা যাবে,,

  • @MdAlamin-hl3vl
    @MdAlamin-hl3vl 7 месяцев назад +1

    ❤❤❤❤

  • @mkkamrulhossaintv.2443
    @mkkamrulhossaintv.2443 Год назад +1

    খুব সুন্দর হইছে এগিয়ে যান ভাই

    • @mominesbd
      @mominesbd  Год назад

      ধন্যবাদ ভাইয়া

  • @MdShobuj-er1xz
    @MdShobuj-er1xz Год назад +1

  • @md.saddamhossain5693
    @md.saddamhossain5693 2 месяца назад

    মেইন খাম্বা থেকে মিটার পর্যন্ত অ্যালমনিয়ামের তার ব্যবহার করতে চাই। আমার বাসায় দুইটা ফ্রিজ, দুইটি রাইস কুকার, পাঁচটি ফ্যান, পাঁচটি লাইট ইউজ করি।
    প্রশ্ন:
    ১) আর অ্যালমনিয়ামের তার ব্যবহারে কোন সমস্যা আছে কিনা?
    ২) কত rm অ্যালমনিয়ামের তার ব্যবহার করব?
    একটু জানাবেন প্লিজ

    • @mominesbd
      @mominesbd  2 месяца назад

      কোন সমস্যা নেই তবে 6.0 rm cable ব্যবহার করবেন ভাই

  • @smtechnicaltipsipb2425
    @smtechnicaltipsipb2425 Год назад

    আসসালামুয়ালাইকুম ওয়ারহ কেমন আছেন ভাই
    এখন মানে বর্তমান এইসব তারের কয়েক কতো ফ্যান, লাইট এবং মেইন লাইন তার ইত্যাদি

  • @mdarianhossen3858
    @mdarianhossen3858 Год назад

    তার পরানোর ভিডিও দেন

  • @MehediHasanRaju-v3t
    @MehediHasanRaju-v3t Год назад

    angul paltan.

  • @payelhridoy2583
    @payelhridoy2583 5 месяцев назад +1

    ভাই,সার্কিট থেকে যে মেইন লাইন গেছে ফ্রিজে এবং মটরে ঐটা থেকে আমার ঘরের ৩ রুমের বাতি লাইট ও গেছে,,এখন মাঝে মাঝে ই দেখা যায় আমার কোন বাতি চলে নাহলে সকেটে লাগানো চার্জার নষ্ট যায়,এখন আমি কি শুধু একটা ফেইস তার বাড়িয়ে আগের নিউট্রাল তার ব্যবহার করে ঘরের লাইনটা আলাদা করলে সমস্যা সামাধান হবে?

    • @mominesbd
      @mominesbd  5 месяцев назад

      ভাই আপনার কথা ঠিক বুঝলাম না ভাই

    • @dulalgamingyt4715
      @dulalgamingyt4715 3 месяца назад

      দুইটায় চেঞ্জ করেন

  • @jahidulislamkhan4336
    @jahidulislamkhan4336 Год назад +1

    আপনাদের সাথে কাজ করা যাবে কি

  • @aminurrosul9296
    @aminurrosul9296 9 месяцев назад

    সোলার & সিসি ক্যামেরার ওয়্যারিং করতে হলে কিভাবে কি করতে হবে?

  • @mdantajmondol2665
    @mdantajmondol2665 Год назад

    SQ তার কেমন এই তার দিয়ে ওয়ারিং করলে কেমন হবে

  • @md-akkashali4180
    @md-akkashali4180 Год назад +1

    ভাই BRB 1.5 তার বাহিরে টানানো হলে কত বছর টিকসই হবে???

    • @mominesbd
      @mominesbd  Год назад

      এটা অনেক মজবুত তাই নূন্যতম অনেক বছর যাবে

  • @mdimamhossain4300
    @mdimamhossain4300 6 месяцев назад +1

    ভাই ২.৫ দিয়ে পুরো ঘরে ওয়ারিং করা জাবে কিনা

    • @mominesbd
      @mominesbd  6 месяцев назад +1

      করা যাবে যদি আপনার কাজ করতে সমস্যা যদি না হয়

  • @dhruba_bd8866
    @dhruba_bd8866 Год назад

    ভাইয়া পেলাস্টার বাদে টাইস যখন দেব সে ক্ষেত্রে সুইচ বোড ইট ছাড়া কতো উচো রাখলে ভালো হবে?

    • @mominesbd
      @mominesbd  Год назад

      এক থেকে সুয়া এক ইঞ্চি

  • @mdtajulislam-k6c
    @mdtajulislam-k6c 4 месяца назад +1

    1.5ব‍্যাবহার উত্তম

    • @mominesbd
      @mominesbd  4 месяца назад

      আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই সাস্কাইব করে পাশে থাকবেন ভাই

  • @mdmehedihasan7135
    @mdmehedihasan7135 Год назад

    2RM তার দিয়ে মিটার থেকে SDD বোর্ডে ব্যাবহার করা যাবে,বাসায় ১৷ hp মোটর আছে ফ্রিজ আছে, কুকার আছে

    • @mominesbd
      @mominesbd  Год назад

      3.0 rm ব্যবহার করবেন

    • @mdmehedihasan7135
      @mdmehedihasan7135 Год назад

      @@mominesbd মিস্ত্রি ২.০ rm তার নিতে বলছে

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 Год назад

    মোবাইলের ক্যালকুলেটর দিয়ে কি করে বাসা বাড়ির লোড হিসাব করতে হয় জানাবেন

    • @mominesbd
      @mominesbd  Год назад

      এই ভিডিও দেখে আপনার বাসার মোট লোড ও প্রতি মাসে কত টাকা বিল আসবে সেটা খুব সহজেই বের করতে পারবেন
      ruclips.net/video/G0ZM1Oli1L4/видео.html

  • @shahanaz2320
    @shahanaz2320 10 месяцев назад

    ভাইয়া আমার বাসাই ইলেকট্রিক এর কাজ শুরো করবো কিনতু এক নামবার ভালো একটা তারের নাম বলবেন পিলিজ ভাইয়া সেটা আমি কিনে আনবো

    • @mominesbd
      @mominesbd  10 месяцев назад

      বি আর বি কুষ্টিয়া, অথবা SQ

  • @shahinshahin7983
    @shahinshahin7983 Год назад

    চার রুম ও দুই টা টয়লেট। একটি রান্না ঘরে কতো কয়েল তার লাগবে?? আর কতো টাকা লাগবে এর জন্য

    • @mominesbd
      @mominesbd  Год назад +2

      এতে অনেক গুলো ও বিভিন্ন সাইজের তার লাগবে তাই সাধারণ বাড়ির লাইনের অবস্থা না দেখে যদি ইস্টিমেট দেয়া হয় তাহলে অনেক কম বেশি হবে তাই আপনাকে ভাবতে হবে একটি কয়েলে ১০৫ গজ করে তার আছে, এখন আমার একটি রুমে কোন তার কতটুকু লাগবে বের করে তারপর চার রুমে কত লাগবে সেভাবে ধরলে প্রায় সঠিক ভাবে হিসাব টি করতে পারবেন

  • @mdaalamin939
    @mdaalamin939 11 месяцев назад

    ভাইয়া আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, আমি নতুন বাড়ির কাজ শুরু করতে চাচ্ছি, মোটরের লাইন করার জন্য,
    পাশের বাড়ির একটু দুর থেকে তার টেনে মটরের লাইনটা করতে চাই ,সেক্ষেত্রে কোন তারটা ভালো হবে কোন কোম্পানির,, পরবর্তীতে যেন এই তার দিয়ে বিল্ডিং বাড়ির ওয়ারিং এর কাজ ও করা যায়, মেহেরবানী করে জানানোর অনুরোধ রইল

    • @mominesbd
      @mominesbd  11 месяцев назад

      ভাই আপনি কত হরসের মটর ব্যবহার করবেন এবং কত লাইন কত দূরে থেকে আনতে হবে একটু জানাবেন প্লীজ

    • @mdaalamin939
      @mdaalamin939 11 месяцев назад

      @@mominesbd ভাই 1 ইঞ্চি মটর, ডের ইন্সি সাপ্লাই

    • @mdaalamin939
      @mdaalamin939 11 месяцев назад

      ​​ ভাইয়া, এক ইঞ্চি মটর,ডের ইন্সি সাপ্লাই ,70 গজ দূর থেকে তার টানবো ,আশা করি জানাবেন কোন তার হলে ভালো হবে ,এবং পরবর্তীতে যেন বাসায় ওয়ারিং এর কাজ করা যায় সেই তার দিয়ে

    • @mominesbd
      @mominesbd  11 месяцев назад +1

      2.0 rm কিনবেন ভাই পরবর্তী এই তার ব্যবহার করতে পারবেন

    • @mdaalamin939
      @mdaalamin939 11 месяцев назад

      ​@@mominesbd ,কত করে গজ ,2.0 rm তারের

  • @_____Prasanta_____
    @_____Prasanta_____ 5 месяцев назад

    ০.৭৫ তার লাইট এবং পাখা জন্য ব্যবহার করা যায়

    • @mominesbd
      @mominesbd  5 месяцев назад

      অস্থায়ী হিসেবে ব্যবহার করা যায় তাছাড়া ব্যবহার করা ঠিক নয়

  • @MdSohel-re1ve
    @MdSohel-re1ve Год назад

    ভাই ১'৫ তার দিয়ে কি অটো চাছ দেওয়া যাবে

    • @mominesbd
      @mominesbd  Год назад

      সর্বনিম্ন 2.0 rm তার ব্যবহার করতে হবে

  • @afjalafjal381
    @afjalafjal381 Год назад

    ভাই আমি আপনার সাতে একটু যোগাযোগ করতে চাই 🙏

    • @mominesbd
      @mominesbd  Год назад

      আমার ফেসবুক আইডি Momin Esbd

  • @jellybean5368
    @jellybean5368 9 месяцев назад

    ভাই, AC কারেন্টে লাইট বা ফ্যান এর জন্য ৪০/৭৬ বা ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করা যাবে?

    • @mominesbd
      @mominesbd  9 месяцев назад +1

      জি ভাই করা যাবে তবে ভালো মানের কোম্পানির হতে হবে, আর যদি কন্সিল ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে ১.৩ ব্যবহার করবেন।

    • @jellybean5368
      @jellybean5368 9 месяцев назад

      @@mominesbd ধন্যবাদ ভাই! কিন্তু ৪০/৭৬ তো ১.২ rm হয়। আমি কন্সিল ওয়ারিং ব্যবহার করতে চাচ্ছি।

    • @mominesbd
      @mominesbd  9 месяцев назад +1

      @@jellybean5368 জি ভাই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ব্যান্ডের কোম্পানির যেন হয়

    • @mdIbrahim-yz3lt
      @mdIbrahim-yz3lt 9 месяцев назад

      ভাই আপনার নাম্বার টা দেয়া যাবে

    • @mominesbd
      @mominesbd  9 месяцев назад

      দাদু ভাই আপনার ইলেকট্রিক ও স্যানিটারী কাজের যে কোন সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারেন ইনশাআল্লাহ ভিডিওসহ আপনাকে সমাধান দেয়ার চেষ্টা করবো সাস্কাইব করে পাশে থাকবেন ভাই

  • @imdfarukhossain
    @imdfarukhossain Год назад

    700 ফিট দূরে 4 হর্স মটর পিনির সেচের জন‍্য কত r m তার লাগব ভাই,বলবেন,

    • @mominesbd
      @mominesbd  Год назад

      4.0 rm তার ব্যবহার করবেন ভাই, আর যদি 50 ফুটের মধ্যে হলে 2.0 rm হলেই চলতো

    • @imdfarukhossain
      @imdfarukhossain Год назад +1

      @@mominesbd thanks

  • @mdbadshaalomgir2565
    @mdbadshaalomgir2565 11 месяцев назад

    2.0 rm দিয়ে কি দের ঘোড়া মোটর চালানো যাবে।

    • @mominesbd
      @mominesbd  11 месяцев назад

      জি ভাই চলবে

    • @mdbadshaalomgir2565
      @mdbadshaalomgir2565 11 месяцев назад

      @@mominesbd 100m দূরত্ব ভাই??

    • @mominesbd
      @mominesbd  11 месяцев назад

      তাহলে ভাই 3.0 rm ব্যবহার করবেন এবং ভালো মানের

  • @mamun567
    @mamun567 Год назад

    কোন কম্পানির তার

  • @mkkamrulhossaintv.2443
    @mkkamrulhossaintv.2443 Год назад

    ভাই আমি 2.5 RM তার দিয়ে এসি দিয়েছি কিছু হবে নাতো

    • @mominesbd
      @mominesbd  Год назад

      যদি 1 টন এসি হয় তাহলে কোন সমস্যা নেই ভাই

  • @mdAlamgirHossen-dw8el
    @mdAlamgirHossen-dw8el 4 месяца назад +1

    খাম্বা থেকে মিটারে কত আর এম তার লাগে

    • @mominesbd
      @mominesbd  4 месяца назад

      ভাই আমি পল্লী বিদ্যুৎ সমিতির কাজ করি তাই পোল থেকে মিটার পর্যন্ত D11 তার দিয়ে থাকে, এর লোড ক্ষমতা 52 amp

  • @rakib2.051
    @rakib2.051 Год назад

    ভাই সার্কিট বেকার থেকে ১৫ হাত দূরে ফ্রিজ আর পাম্পের ১hp মোটর চলবে তারের সাইজ বলেন প্লিজ।আর কত এ্যমপিয়ার সার্কিট লাগাবো

    • @mominesbd
      @mominesbd  Год назад

      2.0 আর এম তার ব্যবহার করবেন এবং 10 অ্যাম্পিয়ার বেকার ব্যবহার করবেন

  • @mahedialmahmud1063
    @mahedialmahmud1063 10 дней назад

    যদি সার্কিট ব্রেকার থেকে একটার রুমের ভেতর ২.৫ rm তার দেই। সেটা দিয়ে কি একটি রুমের ফ্রিজ + ইন্ডাকশন + রাইসকুকার + ৩টা লাইট + ১ টা সিলিং ফ্যান চলবে??
    ২.৫ rm তারের সাথে আলাদা ভাবে ফ্রিজ + ইন্ডাকশন + রাইসকুকার এর বোর্ডে ১.৫ rm তার ব্যাবহার করতে চাই। এটা কি করা যাবে?

    • @mominesbd
      @mominesbd  9 дней назад

      জি ভাই করা যাবে

  • @mahmudunnobinobin9246
    @mahmudunnobinobin9246 Год назад

    Rong

  • @Md.SamirulIslam-r2p
    @Md.SamirulIslam-r2p Год назад

    কোন কোম্পানি ক্যাবল এগুলো

    • @mominesbd
      @mominesbd  Год назад

      SQ কোম্পানির ক্যাবল

  • @milonhossain2084
    @milonhossain2084 Год назад

    ভাই
    মিটার থেকে বোর্ড পর্যন্ত কোন তার ব্যাবহার করা হয়।

    • @mominesbd
      @mominesbd  Год назад

      যদি বাড়ির লোড কম হয় এসির লাইন না থাকে তাহলে 4.5 আর এম তার ব্যবহার করি আর যদি এসির লাইন থাকে দুইটা আছে তাহলে 7.0 এবং এসির লাইন আরো বেশি থাকে তাহলে 10 আর এম ব্যবহার করি

  • @mijanus27
    @mijanus27 5 месяцев назад

    ভাই দুই ঘোরা মোটর চালানোর জন্য কত RM তার ব্যবহার করতে হবে?

    • @mominesbd
      @mominesbd  5 месяцев назад

      2.0 rm তার ব্যবহার করবেন ভাই

  • @kaziabdurrahman308
    @kaziabdurrahman308 11 месяцев назад

    আপনার হিসাব ঠিক নাই।

  • @MDjahidAli-sk4xf
    @MDjahidAli-sk4xf 6 месяцев назад

    ভাই আপনার মোবাইল নাম্বার দিন

    • @mominesbd
      @mominesbd  6 месяцев назад

      ভাই ফোন নম্বর দিলে অনেক সময় কাজের বেঘাত ঘটে তাই দেয়া সম্ভব হচ্ছে না তবে আপনার যে কোন সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারেন ইনশাআল্লাহ ভিডিওসহ আপনাকে সমাধান দেয়ার চেষ্টা করবো সাস্কাইব করে পাশে থাকবেন ভাই

  • @Sabbir_Ahmed333
    @Sabbir_Ahmed333 9 месяцев назад

    ভূয়া খবর

  • @mdzahidulislam8101
    @mdzahidulislam8101 6 месяцев назад

    আপনার মোবাইল নম্বর দরকার

    • @mominesbd
      @mominesbd  6 месяцев назад

      দাদু ভাই ফোন নম্বর দিলে অনেক সময় কাজের বেঘাত ঘটে তাই দেয়া সম্ভব হয় না তবে আপনার যে কোন সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারেন ইনশাআল্লাহ ভিডিওসহ আপনাকে সমাধান দেয়ার চেষ্টা করবো সাস্কাইব করে পাশে থাকবেন ভাই