Sura Al Fatiha سورة الفاتحة সূরা আল ফাতিহা ❤ Hafej FAHAD HOSSAIN ▶ mahfuz art of nature

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য! • Full Holy Quran with B...
    সূরা আল ফাতিহা (আরবি: سورة الفاتحة) মহাগ্রন্থ আল কুরআনের প্রথম সূরা, এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। এটি আল্লাহ্ এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। সূরা ফাতিহাকে ভেঙে পড়ার বিধান নেই।
    আয়াতসমূহ ও অর্থ
    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎‎
    বিসমিল্লাহির রহমানির রহিম
    পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
    ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ ۝‎
    আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন।
    সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।
    ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎
    আর রহমা-নির রহীম।
    অনন্ত দয়াময়, অতীব দয়ালু।
    مَالِكِ يَوْمِ ٱلدِّينِ ۝‎
    মা-লিকি ইয়াওমিদ্দীন।
    প্রতিফল দিবসের মালিক।
    إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۝‎
    ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।
    আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।
    ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ ۝‎
    ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
    আমাদের সরল পথনির্দেশ দান করুন।
    صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ۝‎
    সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।
    তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন।
    غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ ص۝‎
    গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। (আমিন )
    এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট । ( কবুল করুন )
    নামকরণ
    ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।[২]
    হাদিসে এ সুরার আরও চারটি নাম পাওয়া যায় যার একটি হলো উম্মুল। তবে ইসলামী লেখালিখিতে এ সুরার অন্ততঃ ২৩ অভিধা রয়েছে।[৩] একে সাবআ মাসানী বা বহুল পঠিত সাত আয়াত বলা হয়।
    এই সূরাটির অন্য কয়েকটি নাম রয়েছে। যেমন- ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব[৪][৫][৬], সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্‌-সাব্‌'য়ুল মাসানী।
    নাযিল হওয়ার সময়-কাল
    এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। বরং হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদের (সা.) ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল। সেগুলো সূরা 'আলাক্ব', 'মুয্‌যাম্‌মিল' ও 'মুদ্‌দাস্‌সির' ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।
    বিষয়বস্তু
    আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোন ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো।[
    মানুষের মনে যে বস্তুটির আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে স্বভাবত মানুষ সেটিই চায় এবং সে জন্য দোয়া করে। আবার এমন অবস্থায় সে এই দোয়া করে যখন অনুভব করে যে, যে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাংখিত বস্তুটি তারই কাছে আছে। কাজেই কুরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেয়া হয়েছে, সত্য পথের সন্ধান লাভের জন্য এ গ্রন্থটি পড়, সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা ওলটাও এবং নিখিল বিশ্ব-জাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস--- একথা জেনে নিয়ে একমাত্র তার কাছেই পথনির্দেশনার আর্জি পেশ করেই এ গ্রন্থটি পাঠের সূচনা কর।
    এ বিষয়টি অনুধাবন করার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে, কুরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোন বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়ভুক্ত নয়। বরং এ মধ্যকার আসল সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া। আর আল্লাহর পক্ষ থেকে কুরআন তার জবাব । বান্দা দোয়া করে, "হে মহান প্রভু ! আমাকে পথ দেখাও"। জবাবে মহান প্রভু এই বলে সমগ্র কুরআন তার সামনে রেখে দেন, "এই নাও সেই হিদায়াত ও পথের দিশা যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছো "।
    বৈশিষ্ট্য
    এই সূরাটি আল কুরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এ সূরা দ্বারাই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এ সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ এবাদত সালাত আরম্ভ করতে হয়। যে সকল সাহাবী সূরা আল-ফাতিহা সর্বপ্রথম নাযিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধহয় এই যে, পরিপূর্ণ সূরারূপে এর আগে আর কোনো সূরা নাযিল হয়নি। এ জন্যই এ সূরার নাম "ফাতিহাতুল-কিতাব" বা "কুরআনের উপক্রমণিকা" রাখা হয়েছে।
    'সূরা আল্-ফাতিহা' এদিক দিয়ে সমগ্র কোরআনের সার-সংক্ষেপ। এ সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে বলে দেয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে সূরা ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা। তাই এ সূরাকে সহীহ হাদীসে 'উম্মুল কিতাব', 'উম্মুল কুরআন', 'কোরানে আযীম' বলেও অভিহিত করা হয়েছে।[৭] হযরত রসূলে কারীম এরশাদ করেছেন যে -
    "যার হাতে আমার জীবন-মরণ, আমি তাঁর শপথ করে বলছি, সূরা আল-ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজীল, যাবুর প্রভৃতি অন্য আসমানী কিতাবে তো নেই-ই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই।"
    ইমাম তিরমিযী আবু হুরাইরাহ থেকে বর্ণনা করেছেন যে, রসূলে কারীম আরো বলেছেন যে -
    "সূরায়ে ফাতিহা প্রত্যেক রোগের ঔষধবিশেষ।"
    © 2024 mahfuz art of nature studio (mahfuz008@gmail.com)
    ❤Thanks for watching.
    LIKE |
    COMMENT |
    SHARE |

Комментарии • 18

  • @Mahfuz_Moyna
    @Mahfuz_Moyna 6 месяцев назад +4

    MashaAllah 💐🥀

  • @Quranic
    @Quranic 2 месяца назад +1

    ❤ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমাদের প্রবেশ করাও তোমার জান্নাতে।

  • @kabirmdmohsin818
    @kabirmdmohsin818 3 месяца назад

    Sub han Allah ALHAMDULILLAH Ameen

  • @shadanmolla7490
    @shadanmolla7490 6 месяцев назад +2

    ❤❤❤

  • @Alichan-t8s
    @Alichan-t8s 6 месяцев назад

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤❤❤।

  • @MdHalim-ei2ey
    @MdHalim-ei2ey 5 месяцев назад

    amin

  • @AbulHosain-c1t
    @AbulHosain-c1t 6 месяцев назад +3

    মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমীন সুম্মা আমীন

  • @Shamimhawlader78
    @Shamimhawlader78 24 дня назад

    পৌঁছে দাও কালেমার দাওয়াত!
    🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🌺
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

  • @tafhimulhasantafhim1850
    @tafhimulhasantafhim1850 6 месяцев назад +3

    ❤Ma sha Allah❤Alhamdulillah❤Jazakallah❤

  • @ShamimHowlader11
    @ShamimHowlader11 6 месяцев назад +2

  • @nahianahmed9734
    @nahianahmed9734 6 месяцев назад +3

    Mashallah subhanallah Alhamdulillah Allahu Akbar

  • @Sahedkhan2024
    @Sahedkhan2024 6 месяцев назад

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলা অনুবাদের এই দাদু টাকে আল্লাহ অনেক সুন্দর গলার কন্ঠ দান করেছেন এবং সুমধুর ভাবে বোঝানোর সক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে❤❤❤

  • @kashem6452
    @kashem6452 6 месяцев назад +2

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

  • @Mahfuz_Moyna
    @Mahfuz_Moyna 6 месяцев назад +3

    ❤❤

  • @kashem6452
    @kashem6452 6 месяцев назад +2

    আসসালামু আলাইকুম ভাই

  • @esmaelmador2707
    @esmaelmador2707 6 месяцев назад +2

    ❤❤❤❤

  • @imranemu1678
    @imranemu1678 6 месяцев назад

    Allah SWT...
    There not any power nor any might except
    Allah

  • @TajrubaYasmin-lg8pp
    @TajrubaYasmin-lg8pp 6 месяцев назад

    আলহামদুলিল্লাহ