Jalpath Resort | Kolkata | কলকাতার খুব কাছে বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #adventuretravel #jalpathresort #travelvlog #bikelifefamily #resort #resortinkolkata
#jalpathresort #basantihighway #trip #howrah
জলপথ রিসর্ট ( Jolpoth Resort ), কলকাতার একেবারে কাছেই এই রিসর্ট। সাইন্স সিটি থেকে মাত্র ২০-২৫ মিনিটের মধ্যেই আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। এতো গাছপালার জন্য, এই রিসর্ট বেশ ঠান্ডা এবং আরামদায়ক। তাই এই জলপথ রিসর্টকে আমি ঠান্ডা রিসর্ট বলতে বাধ্য হলাম। বেশ ছায়া শীতল পরিবেশ। এখানে খাবার দাবার দারুন ভালো। রুমগুলোর ভাড়া আমার কাছে একটু বেশিই লেগেছে। আর একটু কম হলে ভালো হতো। আর হ্যাঁ, আর একটু রক্ষণাবেক্ষনেরও প্রয়োজন। তবে মোটের ওপর ভালো। যারা শহরের কোলাহল ছেড়ে, নীরবতা পছন্দ করেন, পাখির গান পছন্দ করেন, তাদের জন্য জন্য এই রিসর্ট, একেবারে আদর্শ জায়গা। পথনির্দেশ :- কলকাতার সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা ৭ কিলোমিটার গেলেই জলপথ স্টপেজ। সেখান থেকে ডানদিকে সোনারপুরের দিকে যে রাস্তা টা চলে গেছে, সেদিকে টার্ন করে একটু এগোলেই, রাস্তার ধারেই ডানদিকে পরবে জলপথ রিসর্ট।
এই রিসর্ট বুকিংয়ের জন্য :- 7439348584
Welcome To Bong Connection Suvro. We Come To Inform You About tattoos, bike riding, and adventure trips Which Will Help You To Grow your knowledge about various places which we will be visited. That's Why We Need Your Support Like Always Forever.
Mail ID :- suvradeep.rocks@gmail.com
Contact No. :- 7980739375 FB Page :- / bengalsskilledbikers I