মহা সুখবর! এবার মহার্ঘভাতার পরই পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত হচ্ছে

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 106

  • @kawsarahmedshawon2980
    @kawsarahmedshawon2980 2 дня назад +8

    সকল কর্মচারী বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়ান।

  • @sharifmolla2056
    @sharifmolla2056 3 дня назад +8

    বৈষম্য মুক্ত সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকা দেওয়া হোক 🇧🇩

  • @MDAyubaliAli-v1c
    @MDAyubaliAli-v1c 3 дня назад +12

    বৈষম্য দূর করতে হলে, গ্রেট কমিয়ে ১০টি করতে হবে।

  • @MDAyubaliAli-v1c
    @MDAyubaliAli-v1c 3 дня назад +11

    চতুর্থ শ্রেণির কর্মচারীদের পে স্কেল দেওয়া হোক। এবং বন্ধের দিনে ডিউটি করলে, অভারটাইম চালু করা হোক।

  • @shuerminakhter112
    @shuerminakhter112 2 дня назад +6

    সরকারি চাকরিতে ব্লক পোস্ট বাতিল করতে হবে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রোমোশনের ব্যবস্থা করতে হবে।

  • @HimelChowdhury-u7q
    @HimelChowdhury-u7q 3 дня назад +9

    ২০তম গ্রেডে ৪০০০০ টাকা করে দেওয়া উপযুক্ত

  • @TasmiyaFarin-om1ws
    @TasmiyaFarin-om1ws 3 дня назад +6

    জাহিদুর রহমান এর বেতন ১৫ হাজার টাকা দেওয়া হোক। সরকারের কাছে বিনিত আবেদন

  • @mdisrafilsikder1821
    @mdisrafilsikder1821 2 дня назад +1

    অবসরপ্রাপ্ত সেনা সদস্য 4জন ফ্যামিলি নিয়ে 11120টাকা। পেনশন ভাতা পাই এই পেনশন দিয়ে কি ভাবে চলে আমাদের দেখার মতন কেউ নেই

  • @Rumin-24
    @Rumin-24 2 дня назад +1

    এটা সরকারি চাকরিজীবী দের জন্য ভাবা উচিত।

  • @user-lijil
    @user-lijil 3 дня назад +9

    ১ থেকে ১০ তম গ্রেডে না বাড়িয়ে শুধু ১১ থেকে ২০ গ্রেডে ৫০% বাড়ালে বৈষম্য কমবে।২০ গ্রেড বাদ্দিয়ে ১০ গ্রেড করতে হবে

  • @md.mofazzalhossain8096
    @md.mofazzalhossain8096 2 дня назад +1

    মহার্ঘ ভাতা বা নতুন বেতন স্কেল দিয়ে বেতন বাড়াতে হবে। সেই সাথে ঘুষ দূর্নীতি বন্ধের নিশ্চয়তা থাকত হবে।

  • @billalhossain1696
    @billalhossain1696 День назад

    সকল প্রকার ব্লক পোস্ট বাতিল করে প্রমোশন এর সুযোগ রাখতে হবে।

  • @AbulBasharTeacher-fn1zb
    @AbulBasharTeacher-fn1zb 3 дня назад +3

    ১১ থেকে ২০ গ্রেটের কর্মচারীদের বৈষম্য দূর করতে হবে তাদের বেঁচে থাকার অধিকার আছে

  • @gmddrawdownind3334
    @gmddrawdownind3334 7 часов назад

    সকল কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা দরকার আমার মনে হয় এটা করলে খুবই ভালো হবে।

  • @MamtajBegum-v3d
    @MamtajBegum-v3d 3 дня назад +2

    শতভাগ পেনশন সমর্পণ কারীদের যেভাবে সম্ভব করা যায় সেভাবেই বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হউক।

  • @AnowaraBegum-f9i
    @AnowaraBegum-f9i 3 дня назад +2

    পেনশন বৃদ্ধি করা হোক তারা বাচবে কদিন

  • @chamky3886
    @chamky3886 3 дня назад +8

    হাইস্কুলে শিক্ষকরা ১২৫০০ টাকায় কীভাবে চলে এটা মাথায় আসে না?

    • @MdShimul-lf7ws
      @MdShimul-lf7ws 3 дня назад

      শিক্ষক রা যে প্রাইভেট পাড়িয়ে মাসে অনেক টাকা ইনকাম করে থাকে

    • @chamky3886
      @chamky3886 2 дня назад

      @@MdShimul-lf7ws যারা প্রাইভেট না পড়ায় তারা কি করবে?

    • @RazuAhmmed-fj5dd
      @RazuAhmmed-fj5dd 2 дня назад

      বাসায় বসে সুন্দর করে চাকুরী টা করেন। পরিবহন বিল লাগে না। সপ্তাহে ০২ দিন ছুটি কাটান। বাড়ি বসে বসে বঔ নিয়ে গরু পুষে শাস্তি করে চাকুরী টা করেন। না আছে কোন চাপ না আছে টেনশন।
      চোট বন্ধ করে ভেবে দেখেন যারা পরিবার ছেড়ে দূরে চাকরি করে তাদের কি ভাবে জীবন চলে।

    • @MdShimul-lf7ws
      @MdShimul-lf7ws 2 дня назад

      @@RazuAhmmed-fj5dd রাইট ভাইয়া

    • @MdShimul-lf7ws
      @MdShimul-lf7ws 2 дня назад

      @@chamky3886 তারা ও পড়াবে

  • @mstnurbanubegum7754
    @mstnurbanubegum7754 3 дня назад +2

    চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিকে তাকিয়ে দেখেন তাদের কোনো বেতন নাই সবাই ঋনের উপর দিয়ে জীবন চালাচ্ছে না পারি পড়াশোনা করাতে নাপারি নিজে চলতে না পারি চিকিৎসা করতে না বাজার গেলে কিছুই হয় না ঐ টাকায়। বাড়ি ভারা দিলে ২/৩ হাজার টাকা থাকে।

  • @rahanasultan-bz4oe
    @rahanasultan-bz4oe 2 дня назад +1

    ওভাই সারজিস বেসরকারী মাধ্যমিকের টিচারেরা কিভাবে চলে১২৫০০ টাকা দিয়ে

  • @MDkhoconurRahaman
    @MDkhoconurRahaman 2 дня назад +1

    Thank you vi.

  • @khorsedjk6738
    @khorsedjk6738 День назад

    এইবার কর্মকতা কর্মচারীর বৈষমধুর না হলে আর বাকি জীবনেও সম্ভব নয়। আশা করি সরকার কর্মচারীদের জন্য বিশেষ নজর দেবে।

  • @mohasinraza1804
    @mohasinraza1804 3 дня назад +3

    জনাব জাহিদুর রহমান উনি হয়তো অভাব দেখেন নি উনি যে ব্যাংকে চাকরি করেন উনি কি করে জানবেন অভাব কাহাকে বলে

  • @physicaladviser9664
    @physicaladviser9664 2 дня назад +1

    সুবিচার করতে হবে। ❤

  • @AbdlAwal
    @AbdlAwal 3 дня назад +2

    খুব দ্রুত মহার্ঘ ভাতা বাস্তবায়ন করে পে কমিশন গঠন করুন যাতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে আর মানবেতর জীবন-যাপন করতে না হয়।কারণ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা করুণ মানবেতর জীবন-যাপন করতেছে।

  • @Md.ShafiqulIslam-r8p
    @Md.ShafiqulIslam-r8p 3 дня назад +2

    একজন এমপিওভুক্ত শিক্ষক সর্বমোট ১২৭৫০ টাকা পায়

  • @MirAwrangojib-ft8jc
    @MirAwrangojib-ft8jc 2 дня назад

    সঠিক স্যার

  • @MDOsmanGoni-q6e
    @MDOsmanGoni-q6e 2 дня назад +2

    বাংলাদেশে কোন দিন সরকারি চাকুরী জীবিদের বেতন বৈষম্য দূর হবে না। তার কারন কমিটিতে সব কর্মকর্তারা থাকেন কোন কর্মচারীকে রাখা হয়না। সেই কারনে উচ্চ পদস্থ কর্মকর্তারা শুধু তাদের নিজেদের দিকে তাকায়। ১৭--২০ গ্রেড কর্মচারীদের দিকে তাকায় না। এটাই বাস্তবতা।

  • @hafizahamed3164
    @hafizahamed3164 3 дня назад +2

    অবসর প্রাপ্ত কর্মচারিদের বেতন ১৫০০০/- উদ্ধে হওয়া উচিৎ।

  • @MdJahangir-ws5li
    @MdJahangir-ws5li 2 дня назад +1

    এ বৈষম্যের দেশে একেক বিভাগের বেতন একেক রকম।
    সরকার ব্যাংকের কর্মচারী ও কর্ম কর্তা দের কে টিফিন ভাতা প্রতিদিন ৪০০/ করে
    দেয়া হয়।
    অথচ অন্যান্য কর্মচারীদের কে, মাসিক ২০০/ টিফিন ভাতা দেয়া হয়।
    আমরা কোন দেশে বসবাস করি।

  • @mizanurrahman-zp3nr
    @mizanurrahman-zp3nr 3 дня назад +2

    ১,২,৩,৪,৫ গ্রেটের স্কেলে বেশী তারা অনেক পাবে কিন্তু যারা ১০ ম গ্রেট তাদের কত বাড়বে

  • @sirajulislamsattar8832
    @sirajulislamsattar8832 2 дня назад

    মাননীয়৷ স্যার আপনার বেতন ৮০০০ থেকে ১২০০০ এর মধ্যে হলে বুঝতে পারতেন অনাহার ও অর্ধাহারের জালা।মানুষ হিসাবে মানবিকতা নিয়ে গরিব মানুষের দিকে তাকান।

  • @akilurrahman-ph2uf
    @akilurrahman-ph2uf 3 дня назад

    Shabash sajesh Bhai

  • @mehedipiyas2811
    @mehedipiyas2811 3 дня назад +1

    % না দিয়ে সকল স্টাফ দের একটা নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট ভাতা হিসেবে দেওয়া হোক।

  • @mijans6363
    @mijans6363 3 дня назад +2

    কর্মকর্তাদের তো সমস্যা নাই

  • @moniramonjil6725
    @moniramonjil6725 3 дня назад +1

    সারজিস সাহেব ডাঃ দের বেতন ৩০ হাজার টাকা হলেও কম কোথায়? কেননা, তারা প্রাইভেট প্র্যাকটিস করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন।

  • @alaminalaminsk312
    @alaminalaminsk312 3 дня назад +2

    সারজিস ভাই তাহলে আমরা চলে কি হবে? আমাদের বেতন তো মাত্র বারো হাজার আমাদের বিশ্বাস হয় না আমাদেরকে মানুষ বলে মনে হয় এ দেশের সরকারের

  • @akashhossen7520
    @akashhossen7520 3 дня назад +2

    সৈনিক কি ভাবে১৫০০০ টাকা দিয়ে সংসার চালায়,,

  • @Sanjoy-l9v
    @Sanjoy-l9v 2 дня назад

    শিক্ষকদের মহার্ঘ ভাতা প্রদান করা উচিত

  • @IQlavelTest888
    @IQlavelTest888 3 дня назад

    Abassai chakuritora khubai
    kasto o manobetor jibanjapon karse. Oner baktabbo kkhubai jukti nirvar.❤❤❤

  • @khansaad2108
    @khansaad2108 2 дня назад

    এখন এসব বিশ্বাস করিনা।
    বিশ্বাস তখন করবো যখন আমার একাউন্টে টাকা জমা হবে।

  • @HasinaBegum-b8l
    @HasinaBegum-b8l 3 дня назад

    জনাব, সরকারি চাকরিতে অনেকের অস্হায়ী থেকে স্হায়ী হতে দীর্ঘ বছর লেগে যায়।বয়স অনুযায়ী অবসরে গেলে তারা পুরা পেনশন পাননা। তারা বিভিন্ন ধার দেনায় জর্জরিত, মানবেতর জীবন কাটায়। তাই এটা ভেবে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ থাকলো

  • @MdshaifulAlom-ts5ky
    @MdshaifulAlom-ts5ky День назад

    স্যার আপনি একটু পার্বত্য চট্টগ্রামে আসেন শান্তি বাহিনীর সাথে একটু যুদ্ধ করে দেখান চেয়ারে বসে বসে অনেক বড় বড় কথা বলা যায়

  • @md.maniruzzaman-ke6kg
    @md.maniruzzaman-ke6kg 3 дня назад

    ❤❤

  • @gmddrawdownind3334
    @gmddrawdownind3334 7 часов назад

    বৃষ্টি স্কেল ভেঙ্গে 10 টি স্কেল করতে হবে। তাহলে কিছুটা বৈষম্যহীন হবে বলে আমি মনে করি। বিষয়টি একটু ভেবে দেখবেন সবাই। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • @FarzanaAkterMukta-mo3xr
    @FarzanaAkterMukta-mo3xr 3 дня назад

    সারজিস ভাইকে উদ্দেশ্য করে বলছি ৩০০০০/= টাকা দিয়ে একজন ডাক্তারের পরিবার চলে না।তাহলে ১২৫০০/= টাকা দিয়ে কি করে এম পিও ভুক্ত শিক্ষকের পরিবার চলবে? আপনাদের কারো হৃদযে কি বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক সমাজের কথা মনে পড়েে না?

  • @hasanmia5440
    @hasanmia5440 3 дня назад

    Officer and staff sokoler Jonno mohargo vata 10000 taka kora hok tahole boisommo kisuta dur hobe

  • @আছালত
    @আছালত 2 дня назад

    ৮২৫০ টাকা স্কেল ১৪৪৫০ টাকা

  • @mdmotiurrahoman2333
    @mdmotiurrahoman2333 3 дня назад +1

    কর্মচারীর কি করলেন তা হলে

  • @RifahTamannaIfreet
    @RifahTamannaIfreet 2 дня назад

    আমরা মহার্ঘ ভাতা চাই না, নবম পে স্কেল চাই

  • @TohidulIslamMamun-q6f
    @TohidulIslamMamun-q6f 3 дня назад

    ভাই আপনব ভুল বলছেন এমপিও ভূক্ত কর্মচারি ৮২৫০ টাকা স্কেলে সব মিলে ৮৯২৫ টাকা পায়।

  • @DOLARMAHAMUD-f9y
    @DOLARMAHAMUD-f9y 2 дня назад

    Sir apnar salary 20 hajar komia dewa hok

  • @AbdullahBagha
    @AbdullahBagha 3 дня назад

    একজন অনার্স -মাস্টার্স Degree.ধারী ১৮০০০টাকা পান ভাবতে চরম লজ্জা লাগে। একেই বলে ফকিরনী বেতন।

  • @SelinaAkter-v4k
    @SelinaAkter-v4k 3 дня назад

    শিক্ষকরা ১৬০০০ টাকা দিয়ে চলে কেমনে?

  • @MdShifat-ti9cz
    @MdShifat-ti9cz 3 дня назад

    সারজিদ ভাই তোমরা আন্দোলন করেছ বৈষম্য দুর করত। সেটা দেখার দায়িত্ব তোমাদের, এবার যদি বৈষম্য দুর না হয় আর কোন, এই বৈষম্য দুর হবেনা।

  • @abdulhannan5332
    @abdulhannan5332 3 дня назад

    জনাব আমি অবসরপ্রাপ্ত বেতন ৭৬৯০টাকা কি করব

  • @juel67ahmed75
    @juel67ahmed75 3 дня назад

    মুলা দেখে দিন গড়িয়ে যাবে।

  • @tapaskumarkarmakar7188
    @tapaskumarkarmakar7188 3 дня назад

    এ বৈষম্য দেখার কেউ নাই

  • @alaminalaminsk312
    @alaminalaminsk312 3 дня назад

    জী

  • @AbdulWahab-r4x8m
    @AbdulWahab-r4x8m 3 дня назад

    আপনারা অনুগ্রহ করে এই অপপ্রচার বন্ধ করেন । আপনাদের এই অপপ্রচার ও গুজবে দ্রব্য মূল্য আরো বৃদ্ধি পাচ্ছে।

  • @MdMasumkhan-hn6ux
    @MdMasumkhan-hn6ux 3 дня назад

    ৩০০০০ টাকায় চলে না ৮২৫০ টাকায় কেমনে চলে? সবার কি মাথা মোটা হইয়া গেছে নাকি??

  • @Rahmatullah-gl6tr
    @Rahmatullah-gl6tr 8 часов назад

    কাজের কাজ কিছুই হচ্ছে না শুধু গান আর গান ।

  • @abdulaziz6254
    @abdulaziz6254 2 дня назад

    সরকারি কর্মচারির পারিবারিক সদস্যরাও সাধারণ জনগণ। তাই প্রতিবাদ বিবেকহীনতা ছাড়া আর কিছুই নয়।

  • @AbdusSalam-p6z
    @AbdusSalam-p6z 3 дня назад

    যত কথার ফুল ঝুরি থাকনা কেন সবষেষ এবারের ফলাফল হবে গতবারের মত।

  • @SyedZahirulIslam-k4b
    @SyedZahirulIslam-k4b 3 дня назад

    নতুন কি আছে বলো, নইলে একই খবর বার বার বলার জন্য চ্যানেলে কিন্তু,..... হুমম রিপোর্ট মারমু

  • @SaidulIslam-y6m
    @SaidulIslam-y6m 3 дня назад

    কম হলে ১০০০০

  • @boniamni-ul9ex
    @boniamni-ul9ex 3 дня назад

    Furg

  • @NuralamAlam-vl8lx
    @NuralamAlam-vl8lx 3 дня назад

    অবসরপ্রাপ্ত৷ আমরা পেটভরে ভাত খাইতে পারি না 9 পে স্কেল চাই

  • @MokterHossen-z7u
    @MokterHossen-z7u День назад

    Ader k bolan j kon dasa 20 t gread asa

  • @Sheikhzahid-v8y
    @Sheikhzahid-v8y 3 дня назад

    Zahiduur rahman bustered

  • @khorsedjk6738
    @khorsedjk6738 День назад

    এত সুন্দর কথা বলতেছে সে নিজে কয়দিন দুঃখে কষ্টে দিন কাটাইছে বলেনতো। সে কি বুঝবে কর্মচারীদের কষ্টের কথা

  • @AminulIslam-s9n2r
    @AminulIslam-s9n2r 3 дня назад

    নতুন খবর দেন।

  • @moukhatun-y5i
    @moukhatun-y5i 3 дня назад

    Ai balto onak shonase

  • @ahadsumon8581
    @ahadsumon8581 3 дня назад

    😂😂

  • @khorsedjk6738
    @khorsedjk6738 День назад

    যে সর্বসাধারণ কর্মচারীদের জীবনের দুঃখ কষ্টের বিশ্লেষণ করতে পারে না সে আবার কিসের বিশ্লেষক মাথায় আসেনা। সে নিজে তো কর্মকর্তার চেয়ারে বসে আছে তাই এগুলো ও তার মাথায় আসবে না। এরা স্বার্থপর

  • @riyadchowdhury8109
    @riyadchowdhury8109 2 дня назад

    ১০০০০ টাকা মহার্ঘভাতা চাই

  • @AbdusSalam-hv45
    @AbdusSalam-hv45 3 дня назад +1

    একজন হরিদাস পাল পুড়ান খবর জালাইদেয

  • @sharifmolla2056
    @sharifmolla2056 3 дня назад

    বৈষম্য মুক্ত সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকা দেওয়া হোক 🇧🇩

  • @sharifmolla2056
    @sharifmolla2056 3 дня назад

    বৈষম্য মুক্ত সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকা দেওয়া হোক 🇧🇩