মুনাফেক কারা? Who are the Munafiqs of Today?
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- মুনাফেক কারা? কুরান অনুযায়ী মুনাফেক কারা? মুনাফেকের বৈশিষ্ঠ, সহিহ বুখারীর নামে মিথ্যা বানোয়াট হাদিস, রাসুলের নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, ইসলামের বিকৃতি, মুমিন এবং মুনাফেকের পার্থ্যক্য
#QuranOnly #Quranonlyresearch #QuranicDiscussion #Tafsir #Hadith #Banglawaz
আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে যায় ভাই। না জানি কত রকম ভুলের মধ্যে রয়েছি আল্লাহই জানেন।
আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমীন।
অনেক অনেক ধন্যবাদ , ও সালাম
সবাই কোরআন নিজ ভাষায় পড়ি। প্রকৃত ইসলামে ধাবিত হই
আল্লাহ্ আপনাকে সত্য বলার শক্তি সাহস দান করেন।
সালামুন আলাইকা
আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। ধন্যবাদ।
হে আল্লাহ সত্য দিনের উপর বিশ্বাস স্থাপন করে,, সকল মুসলিম ভাই বোনদের চলার তৌফিক দান করুন।
Ameen
ধন্যবাদ ভাই। আশা করি, আপনি নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করবেন। সত্যি বলতে, এক আল্লাহর উপর বিশ্বাসী মানুষ বর্তমান সমাজে খুবই কম। ১০,০০০ এ হয়তো একজন আছে। তাই আপনার মতো উলিল আববাব মানুষের খুবই প্রয়োজন এখন। তাই অনুরোধ রইল, মাঝে মাঝে সময় বের করে ভিডিও বানাবেন। আল্লাহ অবশ্যই আখিরাতে এর জন্য আপনাকে উত্তম বিনিময় দান করবেন ইনশা আল্লাহ।
@@insearchoftruth240 জ্বী, আপনার কথা সত্য, এক আল্লাহর উপর ভরসা করতে পারা মানুষের সংখ্যা অতি নগন্য। ১২:১০৩-১০৬, আল্লাহ কুরানেই তা বলে দিয়েছেন অনেক আয়াতে। তবে আমি উলুল আলবাব কি না জানি না ভাই, আমার ঈমান সঠিক না ভুল সেটা একমাত্র আল্লাহই ভাল জানেন।
@@LightRevealed❤
মহান আল্লাহ তায়ালা আপনাকে আরো সত্য প্রকাশের তৌফিক দান করুক।
সালামুন আলাইকুম ❤❤❤। আশা করি কুরআন প্রচার চালু রাখবেন।
ইনশাআল্লাহ
Hum👍💫
Kothata maj allah hobe na naujubillah hobe?
মাশাআল্লাহ
সালামুন আলাইকা শরীয়তপুর জেলা সদর উপজেলা থেকে দেখছি
আপনি ঠিক
সালামুন আলাইকুম
ভাই জান আপনার কথাগুলো খুব সাবলীল ।
??
@@LightRevealed টাইপিং ভূল হয়েছিলো ভাই
সালাম
Thank you
ইয়া আল্লাহ্,আমাদের তোমার পথে হিদায়াত দান করো।😭
আপনাকে আপনার করা ভিডিওতে দেখার আশা রাখি। এত সুদর সুস্পষ্ট ব্যাখ্যা। আজ প্রথম আপনার আলোচনায় আমি মুগ্ব্। দীর্ঘ জীবি হউন।
سلام عليكم طبتم مباركة طيبة ☆ الحمد لله رب العالمين ¤ لا ملجا من الله الا اليه ¤ কুরআন গবেষণার মনোজগতে আপনাকে স্বাগতম। নান্দাইল, ময়মনসিংহ থেকে।
لا اله الا هو الرحمن الرحيم ـ الحمد لله رب العالمين** سبحان الله رب العالمين** اسلمت لرب العالمين** تبارك الله رب العالمين** اني اخاف الله رب العالمين** দ্বীনি ভাই, আপনার নাম এবং জেলা জানতে চাই, আপনার শিক্ষাগত দিক জানতে চাই । যাতে করে বাচ্চাদের সে দিকে পরিচালিত করার পরামর্শ দেওয়া যায় ।
সত্য সুন্দর আলোচনা
❤❤❤👍
👍👍
ছালা-মুন 'আলাইকুম'
ভাই খুব খুশি হব মা বাবার হক খেদমত সম্পর্কে কোরআন কি বলে তা জানালে কারণ এটা আমাদের সমাজের একটা বড় সমস্যা।
সাবটাইটেল বড় করে দেন ভাইয়া,আল্লাহ আপনাকে রহমত করুন,
জেনা, নিকাহ, মা মালাকাত আইমানুকুম সম্পর্কে ভিডিও চাই।
সালামুন আলাইকুম মাদারীপুর শিবচর থানা থেকে
❤❤❤
Very very nice and beautiful your vdo 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🦜🦜🦜🦜🦜🦜🦜🦜 Kazi Bashir Bangladesh
প্রিয় ভাই,মুনাফেকের বৈশিষ্ট্য ৫৭ঃ১৪ আমার কাছে বেস্ট মনে হয়।
হুম, অসাধারণ জীবন্ত একটি আয়াত।
পরামর্শ করার জন্য দেখা করতে চাই | ঠিকানা দেন |
আসসালামু আলাইকুম বললেন আল কোরআনে কি দিতে বলেছেন?
নাউজুবিল্লাহ হইবে নাকি মায়াজাল্লাহ্ হবে
সালাম,
সূরা হুদ ৭,
ঐ আয়াতটা পড়ার জন্য অনুরোধ,
এই দাবীর বিপরীতে কি কোনো ভাবে প্রসঙ্গিক.?
আমি চাই আপনার রেফারেন্স যেনো পরে কেউ দূর্বল না করেতে পারে।
তাই দেখার অনুরোধ
এই টপিকের সাথে হুদের ৭ নাম্বার আয়াতের কি সম্পর্ক আমি বুঝলাম না।
সালামুন আলাইকুম ভাই আপনার সাথে দেখা করতে চায় কি ভাবে দেখা হবে জানাবেন। আল্লাহ আপনাকে আরও সম্মানিত করুক।
Email at lightrevealed24@gmail.com
পরিবারের কারো প্রচলিত নিয়মের জানাযার সময় কি করবো? বাধা দেব নাকি শরিক হবো?
@@MehrajBro-t2m ফতোয়া জানতে চাচ্ছেন? তাহলে বলব আমি ফকিহ না, এবং ফতোয়া দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারও নাই। আল্লাহ আপনার সাথে সবসময় কথা বলছেন, আল্লাহ কে জিজ্ঞাসা করেন। আর যদি আমার ব্যক্তিগত স্টাডি থেকে পরামর্শ জানতে চান তাহলে পরামর্শ দিতে পারি, জানাজার নামায কেন, জুমার নামাজেও শরীক হতে পারবেন কোনও সমস্যা নাই, শুধু মাত্র নিয়ত করার সময় মনে মনে এটা ভাববেন না যে আপনি আল্লাহর ইবাদত করছেন বা আল্লাহর বিধান মানছেন। কারণ এগুলো আল্লাহর বিধান না। তাহলেই শরীক করা থেকে বেচে গেলেন। মানুষ তার জীবনে অনেক কিছুই করে এবং করার স্বাধীনতা রাখে, যেমন বিয়ের অনুষ্ঠান পালন করে, তো বিয়ের অনুষ্ঠান করা তো আর কুরানের বিধান না, এটা একেক সংস্কৃতিতে একেক নিয়মে হয়। এখন কেউ যদি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে আল্লাহর ফরজ বিধান হিসেবে মনে করে নিয়ত করে তারপর ছবি তুলে, তাহলে তো সে শিরক করছে। কারণ এটা আল্লাহর বিধান না। আবার সেই ব্যক্তিই যদি ছবি তোলাকে আল্লাহর বিধান হিসেবে মনে মনে নিয়ত না করে সাভাবিক অনুষ্ঠানের একটা অংশ হিসেবে ছবি তোলে, তাহলে তো আর বলা যাচ্ছে না যে সে শিরক করছে তাই না? কাজের পরিনাম অনেকাংশে নির্ভর করে নিয়তের উপর। কোনও কাজকে আল্লাহর বিধান বলার আগে সেটার সু-স্পষ্ট দলিল থাকতে হবে, এটাই হলো মূল কথা।
@@LightRevealed Hum, বুঝছি। ধন্যবাদ 💛
তাহলে কোরআনে যে রুকু সিজদার কথা বলা আছে তা কি?
আপনার চ্যানেলের নামটা বেশ কঠিন।অন্য কারও কাছে আপনার কথা বর্ননা করতে গেলে একটা নাম প্রয়োজন।আপনার নিজের নামটা বললে বেশ ভালো হতো।
আমার নিজের নাম আরও বেশী কঠিন, চ্যানেলের নাম দিয়েই কাজ চালান।
ভাই আপনি কি মুসলিম না বিধর্মী আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে আল-কোরআন ও সবগুলো হাদীস পড়তে হবে, দুই একটা আয়াত পড়ে ব্যাখা দেওয়া যাবে না, আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী লোক আছে তাদের কাছে শিখে নিবেন,
উদ্যেশ্যহীন ভাবে বিচ্ছিন্ন কথাবার্তা না বলে ভিডিওতে কোন জায়গায় ভুল করেছি তা কোট করেন। আপনি না পারলে আপনার মতে যারা জ্ঞানী তাদেরকে ভুল ধরিয়ে দিতে বলেন। আমি কারও ব্যক্তিগত ব্যাখ্যা মানতে বাধ্য নই সে যত বড় আলেম হোক না কেন। কারণ সে আলেম হলেও মানুষ। তার কথার সবকিছু চোখ বন্ধ করে গ্রহণ করতে আমি বাধ্য নই। একই ভাবে আমার বিশ্লেষন অন্ধ ভাবে মেনে নিতেও আপনি বা অন্য কেউ বাধ্য না।
@@LightRevealed😅
সালামুন আলাইকুম
আপনার উপরেও শান্তি বর্ষিত হোউক।
Munafek nawjubilla.
নিজস্ব রিসার্চ?
@@MdMasudAhmed-e3c যে তথ্য-প্রমান গুলা দিয়েছি সেটার প্রতি নজর দিলেই ভাল হয়। তবে হ্যা নিজস্ব উপলব্ধি, ভিডিওর শুরুতেই বলেছি। কেউ আমার উপলব্ধি এবং রিসার্চ অনুসরণ করতে বাধ্য নয়, এবং আমিও চাই না কেউ অনুসরণ করুক। প্রত্যেকের সিদ্ধান্ত নিজ নিজ চিন্তা কাজে লাগিয়েই নিতে হবে, কেউ কারও সিদ্ধান্তের দায়ভার বহন করবে না। আমি শেয়ার করেছি শুধুমাত্র সবাইকে চিন্তা করতে উতসাহ দিতে, অনুসরণ করার জন্য নয়।
সারা হুদ ১১ : ১০৬,১০৭ বলুন
@@iqbalanwar7240 আপনি বলুন, সবকিছু এক ভিডিওতে আমাকে বলতে হবে এমন তো কোনও কথা নাই। আপনার ভিন্নমত থাকলে তা যথাযথভাবে উপস্থাপন করুন। মাথায় রাখবেন, কুরানে কোনও সাংঘর্ষিক আয়াত নাই, বা আল্লাহ দুই রকমের কথা বলেন না৷ যদি আপনার নিয়ত হয় কুরান কে অসংগতিপুর্নভাবে প্রেজেন্ট করা তাহলে সাবধানতা অবলম্বন করুন।
জান্নাত জাহান্নামের অবস্থান কোথায়, কুরআন থেকে একটু বুঝিয়ে বললে ভালো হতো।
@Quantumbusinessschool কুরানের কন্টেক্সটে জান্নাত জাহান্নাম কি? আগে সেটা বুঝিয়ে বলেন। কোথায় সেটা তো পরের প্রশ্ন।
আল্লাহর কাছে সাহায্য চান। কুরান পড়তে থাকেন। ধন্যবাদ৷
@@LightRevealedসুন্দর পরামর্শ।
কুরআন অর্থ সহ পড়ুন নিজের বিবেকের দরঝা খুলে দিবে আল্লাহ।
এই বাক্ষা ভুল আরো গভীর ভাবে কোরআন বুঝতে হব।
@@MalekMdabdul-r2z করেন ব্যাখ্যা। সবাইকে জানান সত্য কি?
অল্প বিদ্যা ভয়ংকর
@@মোঃনবীপারছনাল হাদিসের নামে মোল্লাদের গল্প বিদ্যা আরও বেশী ভয়ংকর। 😂
ধন্যবাদ জানাই আপনাকে ,লেখা গুলো বড় হলে বালো হয়,
একটু কষ্ট করে যুম করে দেখেন আপাতত। ইউটিউবে খুব সহজেই যুম করা যায় এখন, পিকচারের মত করে দুই আঙুল দিয়ে যুম করতে পারবেন।
পরের ভিডিওগুলা তে বড় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Rasul ke tui chinli na.quran ki kore bujbi..
চোখে কি ছানি পড়েছে নাকি তোর? সরাসরি কুরান বিরুদ্ধ হাদিস দেখেও কানা বাবার মত চিল্লাইতেছস? তোর দ্বীন তুই পালন কর কে মানা করেছে? আমি কি তোরে আমার ভিডিও দেখতে জোর করছি? মদন কুতকুত গুলা কই থেকে যে আসে।
সঠিক বলেছেন
দন্যবাধ
জনাব মোনাফেক এর আসল চরিত্র টা গোপন রেখেছেন,সুরা মুনাফিকুন থেকে বলুন।
সালামুন আলাইকুম