How to verify freelancer account || How to verify identity on freelancer 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 88

  • @Trishaoffical9017
    @Trishaoffical9017 Год назад +3

    Sir apnar video te je vabe buje airokom onno karo video te buji na sir thank you sir 🥰 and love 😘

  • @mohammednizam4197
    @mohammednizam4197 Год назад +2

    ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  • @bd24
    @bd24 11 месяцев назад +2

    lot of thanks bro..

  • @Mohammadsoyaibuddin
    @Mohammadsoyaibuddin Год назад +2

    tahank you sir

  • @MirSazzadulIslamFahim-f7o
    @MirSazzadulIslamFahim-f7o 8 месяцев назад +1

    1:59 ভাইয়া এখানে কি ন্যাশনাল আইডি কার্ডের ছবি ক্যামেরা দিয়ে নরমাল ভাবে তুলে দিলেই হবে ?

    • @rubelcombd
      @rubelcombd  8 месяцев назад +1

      হবে। তবে, খেয়াল রাখতে হবে, যেন, সকল তথ্য সঠিক ভাবে বুঝা যায়।

    • @rubelcombd
      @rubelcombd  8 месяцев назад +1

      অবশ্যই খেয়াল রাখবেনঃ জাতীয় পরিচয়পত্রটি যেন স্মার্ট কার্ড হয়।

    • @MirSazzadulIslamFahim-f7o
      @MirSazzadulIslamFahim-f7o 8 месяцев назад

      ​@@rubelcombd অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি একজনকে দেখলাম স্ক্যান করে ছবি আপলোড করতে... আমি চাচ্ছিলাম এভাবেই করতে তো ভাইয়া এটা কি কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করা ছবিটা আমার ফোনে নিয়ে সেটা আপলোড করলে হবে?

  • @MirSazzadulIslamFahim-f7o
    @MirSazzadulIslamFahim-f7o 8 месяцев назад +1

    1:59 অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি একজনকে দেখলাম স্ক্যান করে ছবি আপলোড করতে... আমি চাচ্ছিলাম এভাবেই করতে তো ভাইয়া এটা কি কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করা ছবিটা আমার ফোনে নিয়ে সেটা আপলোড করলে হবে?

    • @rubelcombd
      @rubelcombd  8 месяцев назад +2

      আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হয় মূলত নিজেদের ঠিকানায় ভেরিফিকেশন করার জন্য।
      ফ্রিল্যান্সার ডটকম এর রুলস অনুসারে, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনাকে তিনটি নিয়ম ফলো করতে হবে-
      ০১। আপনার প্রোফাইলে দেওয়া পূর্ণ নাম ব্যাংক স্টেটমেন্ট এর সাথে হুবহু মিল থাকতে হবে।
      ০২। এবং আপনার প্রোফাইলে দেওয়া সম্পূর্ণ ঠিকানা, ব্যাংক স্টেটমেন্ট এর সাথে হুবহু মিল থাকতে হবে।
      ০৩। যে ব্যাংক স্টেটমেন্টে আপনি সাবমিট করবেন অবশ্যই তা কোনভাবেই ক্রপ (চারপাশ থেকে কেটে দেওয়া) করা যাবে না। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট এর পৃষ্ঠা চারটি কর্নার সু স্পষ্টভাবে দেখা যেতে হবে।
      এক কথায় - আপনি ছবি তুলে অথবা স্ক্যান করে যে কোন ভাবে সেটি সাবমিট করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যেন ব্যাংক স্টেটমেন্ট এর পৃষ্ঠা চারটি কর্নার সু স্পষ্টভাবে দেখা যায়।
      সর্বশেষ আরেকটি কথা মাথায় রাখবেন - ব্যাংক স্টেটমেন্টের উপরে যেন ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা এবং ব্যাংকের ফোন নাম্বার উল্লেখ থাকে। তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার প্রোফাইলের ভেরিফাইকেসন সম্পন্ন হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকের ঠিকানা এবং ফোন নাম্বার না থাকলে তা ফ্রিল্যান্সার ডটকম ভেরিফাই করতে চায় না।
      আশা করি আপনি সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন।
      ধন্যবাদ
      রেফারেন্স লিংক - www.freelancer.com/support/freelancer/Profile/what-is-the-know-your-customer-program-1793

    • @tahsintafrih6062
      @tahsintafrih6062 11 дней назад

      ভাই অনেক অনেক ধন্যবাদ। একটা হেল্প লাগবে প্লিজ হেল্প করেন। আমার Nid এর ছবি 12বছর আগে তোলা চশমা ছাড়া। আর ফ্রিল্যান্সার ডট কম এর প্রোফাইল পিক চশমা সহ চেহারা এটায় কি কোনো ঝামেলা হবে? মানে চেহারায় যদি প্রোফাইল পিক আর NiD card এর পিকের মিল না পায়?

  • @mirfahim9455
    @mirfahim9455 11 месяцев назад +1

    Thank you so much

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      You're most welcome

  • @MirSazzadulIslamFahim-f7o
    @MirSazzadulIslamFahim-f7o 23 дня назад

    Nid card ki scan kore er jpg file dibo naki phone camera diye pic tule dibo vaia?

  • @Sohana-h2h
    @Sohana-h2h 26 дней назад

    Alhamdulillah

  • @AChy-wm8vd
    @AChy-wm8vd 20 дней назад

    ব্যাংকের e- statement দিয়ে একাউন্ট ভেরিফাই করা যাবে কিনা? যেখানে আমার, এড্রেস আছ। ব্যাংকের নাম, এড্রেস আছে। কিন্তু ব্যাংকের মোবাইল নাম্বার ও সিল নেই।

  • @bongosgamer439
    @bongosgamer439 20 дней назад

    ভাই আমার তো ব্যাংক স্টেটমেন্ট নেই এখন আমি ভেরিফাই করতেগেছিলাম আমাকে কোড দিছে, এখন যদি আমি ব্যাংক একাউন্ট করার পর সেটি ভেরিফাই করি তাহলে কি সমস্যা হবে। মানে অধেক করে রেখছি বাকিটা পরে করলে কি সমস্যা হবে

  • @salmaahmed2171
    @salmaahmed2171 7 месяцев назад

    Allaykum Elsalam brother❤❤❤❤

  • @al.amin.shamim.designs
    @al.amin.shamim.designs 2 месяца назад

    ভাইয়া আমি একজন স্টুডেন্ট,
    আমার এখনো এনআইডি কার্ড হয় নাই,
    আমি আমার মা এর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি,
    তবে আমার বাবা-মা কারোরই ব্যাংক অ্যাকাউন্ট নেই,
    তাই আমি অন্য কারো ব্যাংক একাউন্টে টাকা পাঠালে কোন সমস্যা হবে,
    যেমন অন্য কারো ব্যাংক ইনফরমেশন তার নাম ঠিকানা এবং আমার আমার ভেরিফাই করা একাউন্টের ইনফরমেশন যদি ভিন্ন হয় 😢😢,
    ভাইয়া প্লিজ জানাবেন,
    ❤❤❤❤❤❤

  • @abdullahmamun539
    @abdullahmamun539 7 месяцев назад +2

    পাসপোর্ট এর মাধ্যমে ভেরিফিকেশনের সময় প্রোফাইলের যে এড্রেস ওইটা পাসপোর্ট অনুযায়ী তো দিতে হবে তাই না?
    এখন ওই পাসপোর্ট এর এড্রেসটা সাথে ব্যাংক স্টেটমেন্ট এর এড্রেস হুবহু মিল না থাকলে তখন কি হবে?

    • @rubelcombd
      @rubelcombd  7 месяцев назад

      আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার হাতে দুটি অপশন থাকবে, প্রথম অপশনটি হল আপনার জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট। এবং দ্বিতীয়টি হল ব্যাংক স্টেটমেন্ট।
      ভেরিফিকেশন এক পর্যায়ে আপনি নিচের মত একটি অপশন দেখতে পাবেন-
      Proof of Address
      Does your uploaded ID information show your current valid address?
      01. Yes, the uploaded ID information on the previous steps already shows my current valid address.
      02. No, I will upload a proof of address that contains my current address.
      আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা পাসপোর্টে থাকা ঠিকানা থেকেই ভেরিফাই করতে চান তাহলে আপনি প্রথম অপশনে (Yes, the uploaded ID information……) ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট এর সাথে মিল না থাকলেও চলবে।
      আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনার ঠিকানা ভেরিফাই করতে চান, তাহলে আপনি দ্বিতীয় অপশনে (No, I will upload a proof of address…………) ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার ঠিকানা অবশ্যই ব্যাংকের সাথে হুবহু মিল থাকতে হবে। এবং আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর সাথে মিল থাকা জরুরি নয়।

    • @rubelcombd
      @rubelcombd  7 месяцев назад

      আপনি সহজেই যে কাজটি করতে পারেন-
      আপনার ঠিকানা ছাড়া বাকি সকল ডিটেলস পাসপোর্ট এর মত রেখে দিবেন। এবং আপনার ঠিকানাটি হুবহু ব্যাংক স্টেটমেন্ট এর মতই রাখবেন। যদি সম্ভব হয় তাহলে আপনার পাসপোর্টে যে ঠিকানা আছে সেই ঠিকানাটি সরাসরি ব্যাংকে ব্যবহার করেন। তাহলে আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, এবং ফ্রিল্যান্সার ডটকমের আইডি সবগুলোতেই একই ঠিকানা থাকল। এতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে।

  • @Arif-Sheikh-1
    @Arif-Sheikh-1 Месяц назад

    Amr account verification er jonno all paper submit korlam then amr account suspended kore dilo. Karon ki vai???

  • @nayonislam-z7e
    @nayonislam-z7e 9 месяцев назад +1

    vaiya ami freelancer account khulsi Alhamdulillah akta kaj a win o hoyesi akhon plm hosse ami Nid card pai nai akhon ami amr mamar name a account ta verify korte chassi ami ki parbo mamar name a account verify korte r verify korte gele ki Gmail o change kora lagbe ?

    • @rubelcombd
      @rubelcombd  9 месяцев назад

      আপনার নিজের এনআইডি যদি না থাকে তাহলে, নিজের পাসপোর্ট তৈরি করে তার মাধ্যমে কিন্তু নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন।
      তাও যদি সম্ভব না হয়। তাহলে বিশ্বস্ত কারো নামে নিজের একাউন্ট ভেরিফাই করে নিতে পারেন।
      তবে সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে,
      ০১। অ্যাকাউন্ট ডিটেইলস থেকে সকল তথ্য পরিবর্তন করে আপনার মামার নামে করে দিতে হবে। এড্রেস এর ক্ষেত্রে তা যেন অবশ্যই ব্যাংক একাউন্টের মতই হয়।
      ০২। ভেরিফাইনের সময় অবশ্যই আপনার মামার এনআইডি এবং ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট সাবমিট করতে হবে।
      ০৩। কোনভাবেই যেন মনে না হয় যে এটি আপনার অ্যাকাউন্ট। প্রোফাইলের সকল ডিটেলস এমন ভাবে পরিবর্তন করবেন যেন মনে হয় এটি আপনার মামারি একাউন্ট।
      নোট - ইমেইল এড্রেস, মোবাইল নম্বর, ইউজার নেম এগুলোর কোন পরিবর্তন করতে হবে না।

  • @quizzywizards12
    @quizzywizards12 7 месяцев назад

    Bank statement e kolom er Kono lelkha tahkle somossa Hobe ni ..
    Lal kolom er lekha ektu ache ekhn ETA diye kora jabe ni ?

    • @rubelcombd
      @rubelcombd  7 месяцев назад +1

      Bank Name, Bank Address, Bank Phone Number, Your Name, Full Address, and some transection. ai koekta information thik vabe ullekh thakle, kono problem nai. ai info gulote hater likha kichu thaka jabe na..
      onno place a hate likha thakle, kono problem nai.

    • @quizzywizards12
      @quizzywizards12 7 месяцев назад

      nid card ta ki smart card hote Hobe@@rubelcombd

  • @nurerjholok152
    @nurerjholok152 6 месяцев назад

    Vai please help
    Amar account ti verification korbo but problem hocce driving licences amar sthahi thikanay deya ace ar bank address bortoman adress a deya ace state ment download korle bortoman adress ta show kore akhon prosno hocce je main adress show kore na tahole ki verification hobe vai please help

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад

      যদি এখনো সমাধান না হয়, আমাকে ফেসবুকে নক দিয়েন। চেক করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ।

  • @mahabubrahaman7003
    @mahabubrahaman7003 11 месяцев назад +1

    Bhaiya aro duita question ase amar ...
    1) Ami dutch bangla account khulesi 11 tarik...oita saving account..ATM/SHOPPING card oita diye ki withdrawal korte parbo ?
    R oi new bank er statement diye identity verification korte parbo ?Ami open korar somay 1 hazar taka deposit korsilam..
    2)Amar nid ti te address jeta dauya ase bangla te.. bank statement e ki aki nam thakbe bangla/ English e ?? Naki vinno hobe ?
    Please bhaiya aktu help koren 😊

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      ০১. টাকা আপনার Freelancer.com এর একাউন্ট থেকে আপনার ব্যাংকে withdraw দিবেন। তাহলে, ATM/SHOPPING দিয়ে সেই টাকা ব্যাবহার করতে পারবেন।

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      ০২. নতুন ব্যাংক একাউন্ট দিয়ে identity verification করা যাবে।

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      ০৩. আপনার ঠিকানা ব্যাংক একাউন্টে English এ লিখবেন। এবং, freelancer.com এর Details এ ও একই দিবেন।

  • @Mohammadsoyaibuddin
    @Mohammadsoyaibuddin Год назад +2

    sir withdraw korar por koto din por bank aa tk ashe?

    • @rubelcombd
      @rubelcombd  Год назад +1

      First Payment er khetre, 20-25 din time nei.
      er por theke 48 Hours er moddhe chole ashe.

  • @mahabubrahaman7003
    @mahabubrahaman7003 11 месяцев назад +1

    Bank statement jodi 3 masher kom hoi.. mane 1 masher taile hobe ?

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад +2

      আপনার ব্যাংক স্টেটমেন্ট টি যে তারিখে নেওয়া হয়েছে, সেই তারিখটি বিগত তিন মাসের মধ্যে হতে হবে। আপনার ব্যাংকের ট্রানজেকশন তিন মাসের হতে হবে এমন কোন নিয়ম নেই। আপনি আগামীকালকে একটি একাউন্ট খুলে, সেখানে একটি ট্রানজেকশন করে, সেই ব্যাংক স্টেটমেন্ট নিয়েও যদি সাবমিট করেন। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

  • @ebon_ali
    @ebon_ali 10 месяцев назад +1

    lamintry kora nid card er online copy diye ki kaj hbe nki vai

    • @rubelcombd
      @rubelcombd  10 месяцев назад

      জি না। স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট দিয়ে খুব সহজে করা যায়।

  • @Md.ArifulHaque-l1c
    @Md.ArifulHaque-l1c 5 месяцев назад

    Smart nid card e to 10 digit thake, kivabe tahole ei field fill korbo?

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад

      10 Digit i fillup koren. kono problem nai

  • @nmfashion12
    @nmfashion12 3 месяца назад

    vaiya bank statement ki aktu bolen piz

    • @rubelcombd
      @rubelcombd  3 месяца назад

      আপনি ব্যাংক একাউন্টে কত টাকা জমা দেন বা তুলেন তার একটা স্টেটমেন্ট।
      যেখানে আপনার ব্যাংক এর নাম, শাখা, মোবাইল নাম্বার সহ আপনার, নাম, ঠিকানা, এবং ব্যাংক এর হিসাব থাকবে।
      এটার মাধ্যমে মূলত আপনার ঠিকানা Verify করে।

  • @Robin-pz3dj
    @Robin-pz3dj 2 месяца назад

    Bro, smart card online copy hole hobe ki?

    • @rubelcombd
      @rubelcombd  2 месяца назад

      Smart card er scan copy submit korte hobe. abar smart card hate niye photo tule nite upload korte hobe.

  • @sabbirhasan1123
    @sabbirhasan1123 8 месяцев назад

    ভাই আমার জাতিয় পরিচয় পত্র এর স্মার্ট কার্ড নাই আমার কাছে। অনলাইন কপি আছে তা দিয়ে কি হবে নাকি স্মার্ট কার্ড ই লাগবে।

    • @rubelcombd
      @rubelcombd  8 месяцев назад

      স্মার্ট কার্ড লাগবে। তবে, আপনি চাইলে পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারবেন

  • @noobrushyusuf7005
    @noobrushyusuf7005 11 месяцев назад +1

    vai non smart card diye ki verifide hobe?

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      smart card na thakle, Passport diye verify korte parben. tobe old NID diye kaj hobe na.

  • @toriqulislamrony5051
    @toriqulislamrony5051 4 месяца назад

    E Banking Theke ki Bank statement download dile hobe?

    • @rubelcombd
      @rubelcombd  2 месяца назад

      জি হবে। তবে, ব্যাংক এর নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে

  • @ArifulIslam-ko8cj
    @ArifulIslam-ko8cj 4 месяца назад

    ভাই,
    Freelancer Marketplace এ আমার ২ টা একাউন্ট ব্লক হয়ছে।
    ১ম টা বাবার নামে ছিল। মানুষ রির্পোট দিয়ে ব্লক করাইছে।
    ২য় টা মায়ের নামে ছিল। একাউন্ট ভেরিফাই করার সময় ভুল হওয়ার কারনে ব্লক হয়ছে।
    এখন যদি নিজের NID card তৈরি করার পর বা অন্যের NID দিয়ে কি একাউন্ট খোলা যাবে??
    নাকি একাউন্ট খোলার পরেও ভেরিফাই করা যাবে না?
    IP address track করে একাউন্ট ব্লক করার সম্ভাবনা কতটুকু?

    • @rubelcombd
      @rubelcombd  3 месяца назад

      আপনার কি সমস্যা টার কোন সমাধান করেছেন?
      না করলে আমাকে ফেসবুকে নক দিন।
      আমি ঠিক করে দিচ্ছি।

  • @NargisBegum-me6po
    @NargisBegum-me6po 5 месяцев назад

    আমার আগে একটি ভেরিফাইড ফ্রীলান্সার একাউন্ট ছিলো সেটি কোনো এক কারন বসত বেন হয়ে গেছে। আমি এখন নতুন একটি একাউন্ট খুলেছি সেটি ভেরিফাই করতে চাচ্ছি। আমি যদি আমার আগের একাউন্ট এর তথ্য যেমন : নেশনাল আইডি কার্ড , বেংক একাউন্ট দিয়ে ভেরিফাই করতে চাই তাহলে কি তাহলে সেটি কি ভেরিফাই হবে?? কারো জানা থাকলে দয়াকরে আমাকে একটু জানিয়ে সহায়তা করবেন। ধন্যবাদ"

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад +2

      যদি এখনো সমাধান না হয়, আমাকে ফেসবুকে নক দিয়েন। চেক করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ।

  • @NurShekh-u2d
    @NurShekh-u2d 3 месяца назад

    ভাইয়া nid তে যার ছবি থাকবে তার ছবি ই কি প্রোফাইল এ দিতে হবে

    • @rubelcombd
      @rubelcombd  3 месяца назад

      না। আপনি নিজের যে কোন ছবি ব্যবহার করতে পারবেন।
      চাইলে, আপনার কোন লোগোও ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নায়।

  • @habiburrahman6369
    @habiburrahman6369 5 месяцев назад

    Date issue boltae konta dibo? Nid naki card er?

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад

      ব্যাংক স্টেটমেন্ট এর ক্ষেত্রে চাইবে। যেই তারিখে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নিয়েছেন, সেই তারিখ হবে।

  • @abdurrazzak3780
    @abdurrazzak3780 10 месяцев назад +1

    Nid card ki smart hote hoy account verify jonno

    • @rubelcombd
      @rubelcombd  10 месяцев назад

      ji. NID ta oboshoi SMART CARD hote hobe.

    • @abdurrazzak3780
      @abdurrazzak3780 10 месяцев назад

      @@rubelcombd thank you

  • @saddamhossain-zf9sz
    @saddamhossain-zf9sz 5 месяцев назад

    আমি কি আমার salary account use করতে পারবো ?

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад

      পারবেন। কোন সমস্যা নায়।

  • @1sksojib223
    @1sksojib223 Месяц назад

    ভাই আমার ব্যাংক স্টেটমেন্ট এর তারিখ ঃ24-JUL-24 21-OCT-24 এই তারিখ দিয়ে কি ভেরিফিকেশন হবে প্লিজ জানাবেন ভাই।

    • @rubelcombd
      @rubelcombd  Месяц назад

      hobe. last 3 month er moddhe j kono date er ta diyei hobe.

    • @1sksojib223
      @1sksojib223 Месяц назад

      @@rubelcombd Thanks vai🥰

  • @Interiorgraphichasan
    @Interiorgraphichasan 7 месяцев назад

    আমি বুঝলাম না ,১ম আইডি কার্ড দেবার পরেতো একটা কোড আসবে ? তাহলে আগেই কিভাবে কোড নিয়ে ছবি তুলে রাখব? বা আইডি কার্ড দেবার পরে কি আমি কোড আর আইডি একসাথে নিয়ে কম্পিউটার ওপেন করে থুয়ে ছবি তোলার জন্যে দৌড়াব? তারপরে ছবি তুলে আবার আপলোড দিব?

    • @rubelcombd
      @rubelcombd  7 месяцев назад

      আপনি প্রথমেই আপনার আইডি কার্ড দেওয়ার পরে, আপনার কাছে কোড শো করবে। তখন আপনি সেটি দোকান থেকে প্রিন্ট করে এনে তারপর ছবি তুলে সাবমিট করতে হবে। আইডি কার্ড সাবমিট করার পর কোড সহ আপনার ছবি সাবমিট করতে যদি দুই থেকে তিন ঘন্টা কিংবা একদিন সময় লেগে যায় তাও কোন সমস্যা নেই। এতে আপনার চিন্তার কোন কারণ নেই। ওই স্টেপ থেকেই আপনি আবার সামনের দিকে আগাতে পারবেন।
      আপনার যদি কোডটি প্রিন্ট করে আনতে বেশি সময় লাগতে পারে বলে মনে হয়, তাহলে আপনি সেই কোড সরাসরি বড় একটি কাগজে হাতে লিখেও ছবি তুলতে পারেন।
      কোডটি হাতে লিখার ক্ষেত্রে অবশ্যই মোটা কোন মার্কার দিয়ে লেখার চেষ্টা করবেন। যাতে করে ছবি তোলার পর কোডটি খুব ভালোভাবেই বোঝা যায়।
      আশা করি আপনাকে প্রসেসটি বুঝাতে পেরেছি
      ধন্যবাদ

  • @MdNurulAmin-qu8uq
    @MdNurulAmin-qu8uq 3 месяца назад

    ভাইয়া এখানে তো লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইছে আমি তো 15 দিন হলো একাউন্ট খুলছি তাহলে কি আমি এই স্টেটমেন্ট দিয়ে আমার একাউন্ট বেরিফাই করতে পারব? ভাইয়া প্লীজ রিপ্লাই দেন প্লিজ।

    • @rubelcombd
      @rubelcombd  3 месяца назад

      জি পারবেন।
      দু একটা ট্রানজেকশন হলেই হবে।

    • @MdNurulAmin-qu8uq
      @MdNurulAmin-qu8uq 3 месяца назад

      ​@@rubelcombd ধন্যবাদ ভাইয়া

  • @muslimcreativity5924
    @muslimcreativity5924 7 месяцев назад

    smart card ki scan kore dibo vaiya?

    • @rubelcombd
      @rubelcombd  7 месяцев назад

      ji

    • @muslimcreativity5924
      @muslimcreativity5924 3 месяца назад

      @@rubelcombd vaiya,islami bank statement a tader phone number add kora nei.ekhon ki korbo?

  • @freePalestine313-Gaza
    @freePalestine313-Gaza 11 месяцев назад +1

    Vi Please Help

    • @rubelcombd
      @rubelcombd  11 месяцев назад

      How can I help you ?

  • @gazirabiulhassan4264
    @gazirabiulhassan4264 10 месяцев назад +1

    Vai ektu help korben.
    Whatsapp number deya jabe?

    • @rubelcombd
      @rubelcombd  10 месяцев назад

      Ji. Bolen, Kivabe Help Korte pari.

    • @gazirabiulhassan4264
      @gazirabiulhassan4264 10 месяцев назад

      @@rubelcombd whastapp thakle number den vai

    • @gazirabiulhassan4264
      @gazirabiulhassan4264 10 месяцев назад

      @@rubelcombd নাম্বারটা দেন

  • @Md.ArifulHaque-l1c
    @Md.ArifulHaque-l1c 5 месяцев назад

    Smart nid card e to only 10 digits ase, kivabe ei field fill korbo? janaben pls.

    • @rubelcombd
      @rubelcombd  4 месяца назад

      10 Digit i fillup koren. kono problem nai