আমি একটা বেসরকারী স্কুলের ম্যাথ এবং ডিজিটাল শিক্ষক। (বিএসসি ইন ইইই) আপনার কথাগুলো মিলিয়ে দেখলাম। আপনি অনেক সুন্দর করে পড়াশুনার সিস্টেমটা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বাচ্চাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক সম্পর্কে তো জ্ঞান দেওয়ার চেষ্টা করি। কিন্তু পর্যাপ্ত সোর্স যন্ত্রপাতি না থাকার কারণে দিতে পারছি না। মৌখিকভাবে যতটুকু বলা যায় আপনি যেভাবে সুন্দর করে বলেছেন এভাবে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমাদের বাচ্চারা বা অভিভাবকরা সেগুলো স্বাভাবিকভাবে নিতে প্রস্তুত নয় সরাসরি রেজাল্ট বেজ পড়াশোনা চায়। আমাদের পড়াশোনার মার্কেট রেডি হওয়ার আগেই আমাদের টেকনোলজি অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে। 😊❤।এরকম আরো সুন্দর সুন্দর টেকনোলজি সম্পর্কিত ভিডিও চাই। অবশেষে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ।
Education is a big big big scam এটা আমি যখন বুঝতে পারছি তখনই পড়া-লেখা ছেড়ে দিছি আর এখন নতুন স্কিল শেখার দিকে ধেয়ান দিছি ২০৩০ এর মধ্যে আমার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ এতোটুকু confidence আমার আছে ✊
আমি প্রায় দুই বছর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রাইভেট কোম্পানিতে জব করতেছি । ভাই আমার মনে হয় আমার জীবনের সম্পূর্ণ পড়াশোনাটাই ছিল সময় নষ্ট ।
ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত স্কুলে যা যা টপিক আর কন্সেপ্ট শেখায় এখনকার ক্যারিকুলামে আমি তা আমার ১৩ বছর হবার আগেই শিখে শেষ করে ফেলতে পারতাম। আমি কোনদিন স্কুলের পড়ালেখায় মনোযোগ দেইনি কিনবা ক্লাস ৬ এর পর থেকে কোনদিন কোন হোমওয়ার্ক পর্যন্ত করিনি, কারন আমি এই শিক্ষার কোন অর্থ কিনবা প্রয়োগ খুজে পাইনি। শুধু নিম্নবিত্ত মা-বাবার আশা পুরনের ব্যার্থ চেষ্টা করে গেলাম।
ক্লাস ১ থেকে ১২ এর পড়াশুনার সরাসরি বাস্তবিক প্রয়োগ খোঁজা বোকামি। কোনো দেশেই বাস্তবিক প্রয়োগ বড় পরিসরে করে হয়না এই লেভেলে। তবে এটা ঠিক, অন্য দেশে যতটুকু প্রায়োগিক দিক বিবেচনা করে স্কুলের কারিকুলাম তৈরি করা হয় সেটা আমাদের দেশে একটুও হয় বলে মনে হয় না। এই লেভেলে বাংলাদেশে বিজ্ঞানের বিষয়গুলোর প্রাকটিক্যাল একটা জোক হিসেবে আছে। আর পড়াশোনা রঙিন না, পড়াশোনা সাদাকালো। এইটা নিজের গ্রহণ করতে হয়। ইলোন মাস্ক যদি ছোটবেলায় ভালো করে পড়াশোনা না করত, কখনোই এত সক্ষম হইতো না।স্কুল লেভেলে শুধু আমাদের একদম বেসিক কিছু শিখানো হয়, সেটাই সবাই গ্রহণ করতে নারাজ। তাহলে উচ্চশিক্ষায় তাদের কি অবস্থা হবে সেটা আন্দাজ করাই যায়। নিজের আলসেমির দোষ ব্যবস্থাকে দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড না এন্ড ভাইস ভার্সা। খালিদ ফারহানকেই দেখেন উনি যদি ছোট থেকে বই না পড়তেন ওনার অবস্থান আজকের মতন মনে হয় হতো না। মানুষের মধ্যে ছোট থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে পোটেনশিয়াল জমা হয় যেইটা পড়ে বার্স্ট হয় অনেক কাজে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বাজে সেইটা অস্বিকার করার কোনো অবকাশ নেই। আর আমরা খুব অলস জাতি এবং অসৎ সেইটা অস্বিকার করারও আর জাতির মধ্যে আমিও পড়ি। It's just my opinion, accept it or leave it.
@sanj thik but apni jodi class 5 er pora 6-7 mash e complet koren kono somossa ache?tahle keno apnake 1 bochore e class 5 e thakte hobe.ekhetre apnar time nosto hoche?
@@snithex That is execeptional case. Exception can't be a example as we all know. I totally agree with you. There should be specialized institutes for them. Now many people of different countries are adapating the system of home schooling. But look at us and ask yourself.
Great... topic. ঠিক আছে, সব ঠিক, এখানে আপনাকে আমার একটি কথা বলার আছে, তা হলো বাংলাদেশের সিটিজেন হয়ে বাংলাদেশের পিতা-মাতাদর কী করা উচিত তা এড বা যুক্ত (আপনার বক্তব্যে ) করা উচিত ছিল। পুনশ্চঃ মানে, কারিকুলামে ধর্মীয় অনুশাসন থাকা, তাতে আমরা মানুষ হয়ে বড় হবো, রোবটিক হয়ে নয়।
কথা গুলো সঠিক । কিন্তু আমরা আমাদের বাবা মায়েদের যেভাবেই বলি না কেন তারা এ বিষয়টা বুঝবেনা । আমরা সমাজের বিপরিতে গিয়ে কিছু করতে গেলে মানুষের কটু কথা শুনে আমাদের বাবা মা কি করবে তা চিন্তা করা দেইখেন । অতএব আমাদের পড়াশুনার পাশাপাশি আন্য কিছু করতে তাতে সফল হলে পড়াশুনা ছেরে দেওয়া উচিত।
Amder Desher education system onujai school ba college aa 5 hours r basay nije nije 1 hour time dite hoy.. for an example.. apni sokal 7 tay school aa jan and dupur 12 tay ashen.. R ratre ghumanor agee at least 1 hour regular study koren.. eta more than enough ei system er jonno.. except kichu dumb.. apni baki time ta kon kaje lagan? Pora lekhe chere diye ee keno onno kaj kora lagbe? Apni Hardwork chara success paben na… smart work to oitai jeta apnr sob kaj ke combination kore kora hoy.. So coaching toaching bad den.. school aa attentive hon.. basay ogula eka complete koren.. exam aa ekta average number anen.. that’s it.. Family r kichu bolte parbe na.. R saradin er baki somoy gula extra curriculum aa use koren.. business model banan .. creativity hon.. Simple…
Tahole so called schooling system kno proyojon?? I can answer cause you can't see beyond the physical.. ' Embracing enslavement ' .. Eita e main pera.. Dhoni gorib matter of time, i believe..
That's what a school need to convey its fellows! True leadership, independent thinking ability and sense of Art! আমাদের দেশের বাচ্চাদের মেধা ঠিক এই স্কুলে গিয়েই নষ্ট হয়ে যাচ্ছে! অথচ একেকটা বাচ্চা জন্মের পর দারুণ সম্ভাবনা নিয়ে জন্মায়!
উত্তরটা একদম সহজ, আমাদের সরকারি চাকরি কিংবা বড় কোম্পানিতে জব করতে সার্টিফিকেট দরকার পরে। কিন্তু চাকরি করার প্রয়োজন পরে না। কারন ওরা চাকরি দেয় এবং ওদের ওডেল টাকা ওদের সার্টিফিকেট দরকার নাই দরকার জ্ঞানের।
Curriculum নিয়ে happy না, তবে billionaire রা যেভাবে চিন্তা করছে, আমাদের দেশে এরকম বা কিছুটা সাদৃশ্যপূর্ণ curriculum আশা করাও সম্ভব না। বাংলাদেশে শিক্ষা একটা ব্যবসার অংশ, আর শিক্ষার চেয়ে ফলাফলে অভিভাবকদের গুরুত্ব বেশি। আমরা আসলে develop করতে চাই না, গতানুগতিক একটা জীবনধারা বজায় রাখতে চাই। ঐ A+, 1st class এইগুলোই লক্ষ্য। আর সাধারণ জ্ঞান পড়ে সরকারি চাকরি করাই লক্ষ্য তরুণদের। কেউ out of the box চিন্তা করে না।
এইটার উল্টা দিকও আছে, যাদেরকে উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝতে চাচ্ছি তাদের আর আমাদের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একুশ শতকে এসে বাংলাদেশে কয়েক কোটি মানুষ পড়তে ও লিখতে পারেনা। সমাজের সকলের শিক্ষা গ্রহণ সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ব্যাপারও বটে। এটা কেউ অস্বিকার করতে পারবে না যে, বাংলাদেশের আমলাতন্ত্র সবকিছুকেই শেষ করে দিচ্ছে এর মধ্যে শিক্ষাও বাদ যায়নি। বাংলাদেশের বইয়ের কন্টেন্ট আফ্রিকার দেশের বইয়ের কন্টেন্টের মত। আর শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা তো মাশাআল্লাহ। সবকিছু মিলিয়ে একদম বেহাল দশা। আর পড়াশোনাকে রঙিন করার কোনো উপায় নেই, পড়াশুনা সবসময় সাদাকালো। এইটা নিজেকেই গ্রহণ করতে হয়। নিজেদের আলসেমির কারণ হিসেবে ব্যবস্থাকে দোষ দেওয়া যেমন সঠিক নয়, তেমন ত্রুটিযুক্ত ব্যবস্থা মেনে নেওয়াও ঠিক হবে না। If you want to change , you have to go through the process. You can't escape this , better accept it and try to change or leave. 'IELTS diye bideshe chole jabo' isn't the solution, doing something is. If you are incapable, make a reason for this and show. Thats the trend of today's kid.Over that,there is bureaucracy grasping everything.I wish those old aged bureaucrats die soon.🤲🏻 **Also videos about our education system with a good thumbnail will get you a lot of views. As the teenagers have lots of time to waste.
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দেশের কারিকুলাম নিয়ে আমি একদম সন্তুষ্ট না। আমাদের দেশের শিক্ষার ফলাফল হচ্ছে ফাটাফাটি বেকারত্ব।
Elon musk, mark Zuckerberg চাইলে বিশ্বের সেরা স্কুলে ওদের বাচ্চা কে পড়াতে পারে কিন্তু সেটা করে না। প্রতি টা দেশের ই education system biased.. American European school গুলো নিজেদের agenda বাস্তবায়ন করতে পারে এমন curriculum বানাইছে। কবে দেখবেন আপনার ছেলে gay হয়ে যাবে!!😅 ভিডিও তে যেটা বলেছে আপনি কিছুই বোঝেন নি 👎🏻
আমিও ছোটবেলা বেলা থেকেই ঠিক করে রেখেছি আমার বাচ্চাদের হোম স্কুলিং করাবো। আমি অনেক অনেক রিসার্চ করেছি এগুলো নিয়ে, সবশেষে নির্ধারণ করেছি এটাই হবে আমার বাচ্চাদের ভবিষ্যৎ। তাদের এই ফিতনায় ভরপুর দুনিয়াতে ছেড়ে দিবো না কখনো, তাদেরকে সুন্দর একটা দুনিয়া দিতে চাই। এমনকি ওয়েস্ট, ইউরোপের অনেক বাবা-মা নিজের বাচ্চাদের হোম স্কুলিং করাচ্ছে বিশেষ করে যারা অফ গ্রিড ভাবে সমাজ থেকে দূরে একা পরিবার নিয়ে বসবাস করে তাদের মধ্যে। ইনশাআল্লাহ্, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবেন। আল্লাহ সবাইকে আদর্শ বাবা-মা হবার তাওফিক দান করুক, ফিতনার দুনিয়ায় বাচ্চাদের হেফাজতের রাখার তৌফীক দান করুক, আমিন।
ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা স্বাধীন চিন্তা,বাচ্চাদের বিকশিত করা প্রথম ধাপ। যাতে বাচ্ছারা নতুন কিছু সম্পর্কে ধারণা রাখতে পারে। তাদের এই ধারণাগুলো আগামীর ভবিষ্যতের জন্য কাযর্কর করতে পারবে। প্রয়োজনীয় জিনিস গুলোর উপরে ফোকাস রাখতে পারবে। যেসব বিষয় যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সেসব বিষয়ে প্রাধান্য দিতে হবে।
আমি ক্লাস ৯ এ পড়ি আমাদের বর্তমান যে কারিকুলাম তা বাস্তবয়ন করা সম্ভব হচ্ছেনা এর অনেক গুলো কারণ আছে আমাদের শিক্ষকরা বেশিরভাগই বয়স্ক তাই তারা নতুন একটা জিনিস ভালোভাবে বুঝতে পরছেনা এ ছাড়াও বাঙালির একটু অসভ্য টাইপের তারা সভ্য জিনিস বুঝতে পারে না এছাড়াও আরও বিভিন্ন কারণে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা আর কোনভাবে এটা বাস্তবায়ন হলেও আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবোনা এর কারণ অনেক...
দাদা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি , আশা করি সবাই অন্তত একবার আলোকপাত করবেন । আধুনিক AI আর টেকনোলজির দুনিয়ায় Artificial Intelligence , Robotics , Technology এইসব জিনিস আমাদের সবার অবশ্যই শিখতে হবে । কিন্তু , আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রথাগত স্কুল শিক্ষার মডেলে আবদ্ধ । এটা আপনি বললেন । আমার কথা এই যে , বাড়িতে বসেই কিভাবে AI আর টেকনোলজির skill develop করা যায় আর সেটা ভবিষ্যতে আমাদের কাজেও লাগবে এমন ভাবে কিছু করা যায় ; এটা কিভাবে আমাদের মত মানুষদের পক্ষে সহজে করা সম্ভব সেটা নিয়ে প্লিজ একটা ভিডিও দিন । অপেক্ষায় রইলাম । সবাই প্লিজ একবার আমার কথায় আলোকপাত করুন । আমাদের সবার হয়েই আমি এই আবেদন টা রাখলাম ।
আপনি কিছু প্ল্যাটফর্ম নাম বলি উপকৃত হবেন Edx, Coursea, Udemy এগুলো তো অনেক ফ্রি কোর্স পাওয়া যায় অনেক পেট কোর্স পাওয়া যায় এবং ডিপ্লোমা প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম ও করানো হয় আপনি বিষয়টা দেখতে পারেন অনুসন্ধান করে
Summery:Curriculum first principle learning to think independently without being biased Science Technology Engineering Math Artificial Intelligence Robotics Language learning without English not worth investing importance on art learning physical activity like ju jitsu/ Marshal Art skill based class level without needing a whole year no exam insstead promotion on project or group work
আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের গল্পের ক্যারেক্টারের নাম মনে রাখতে হয়, সাল মনে রাখতে হয়, জায়গার নাম মনে রাখতে হয়, কার কি ফিলোসফি তাও মনে রাখতে হয়। আসলেই সঠিক উত্তরের জন্য এসব থেকে প্রশ্ন আসে এবং এর ভিত্তিতেই নির্ধারিত হয় আপনি পাস করবেন না ফেইল করবেন। সৃজনশীল অংশে সবাই পাস করে, কারণ একটা গল্প বা কনসেপ্টের মূল ভাবনা বুঝলে বা একবার পড়লেই পাস করা সম্ভব। আমার একবারে আগ্রহ ও নাই এগুলোর মধ্যে আপনি আমাদেরকে বাঁচান, খালিদ ভাই! কলেজ গুলা উড়িয়ে দেন আমি আপনাকে সাহায্য করবো।
ধন্যবাদ ভাইয়া। ❤ অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি ক্লাস পরিবর্তনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। কারণ প্রত্যেকের ধারণ ক্ষমতা আলাদা, এক বছরের কারিকুলাম শেষ করতে অনেকের হয়তো 6 মাস ও লাগেনা। তবুও তাদের একবছরই ব্যয় করতে হয়। এতে অনেক ট্যালেন্টেড বাচ্চারা পিছিয়ে পড়ে। ব্যাপারটা এমন যে, নির্দিষ্ট সময়ের আগে সামনে যেতে পারবে না। আর নিজ উদ্যোগে গেলেও স্বীকৃতি পাবে না। খুবই হতাশা জনক।😔
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার বাচ্চাটাকে একটা ভালো স্কুলে দিতে না পারার জন্য আমাকে যে বিবেকের দংশন হতে হচ্ছে, তার জন্য কিছুটা সান্ত্বনা পেলাম। এরকম ভিডিও আরো চাই। যেখানে আমি আমার বাচ্চাকে নিজেই পড়াতে পারবো।
একদম মনের মতো একটা ভিডিও বানিয়েছেন ভাইয়া। আমি HSC 24. Varsity admission coaching এ ভর্তি হওয়ার পর থেকেই চিন্তা করছিলাম বাবার এতো গুলো টাকা নষ্ট করা কি ঠিক হলো? যদি চান্স না পাই? কিন্তু এই দেশে পড়াশোনা ছাড়া বিকল্পও দেখছি না। সমাজ কথা শোনাবে ছেলে ইন্টার পাস। এদেশের education system ভালো লাগে না আবার abroad যাওয়ার টাকা নাই scholarship এরও মেধা নাই।
ভাই, আপনার কথাগুলো খুবই গুরুত্ব পূর্ণ । আমি গত এক যুগ শিক্ষকতা করেছি। এই গতানুগতিক সিস্টেম আমার ভালো লাগে না। তাই এই মহান পেশা ছেড়ে দিয়ে বিজনেস করতেছি। আর আমার ৩ টা মেয়ে আছে।আমি ওদের মাদ্রাসায় পড়াবো আর আমি ওদের ইংরেজি ও প্রযুক্তিগত নলেজ দিবো। জেনারেল পড়াশুনা করাবো না। মুখস্থ বিদ্যার কোন দাম নাই , শুধু তোঁতা পাখি হয়।
আমাদের 9-10 এর বাংলা বই এ প্রমথ চৌধুরীর একটা গল্প ছিল 'বই পড়া' | মূলত এটা একটা প্রবন্ধ, এখন থেকে 150 বছর আগে হবে হয়তো | ঠিক তখনকার প্রবন্ধে একটা কথা ছিল যে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত এবং লেখক 150 বছর আগেই বুঝতে পারেন যে জ্ঞান অর্জন বা তার রস আস্বাদন করতে আমরা প্রস্তুত না বরং শুধুমাত্র শিক্ষার ফল লাভের জন্য মরিয়া আমরা | তার সাথে আরও ছিল যে মুখস্ত করার বিষয়টি, কোনো কিছু জোরপূর্বকভাবে মুখস্ত করে জ্ঞান অর্জন করা যায় না | আজ 150 বছর পর যারা শিক্ষার পরমার্থিক দিক উপলব্ধি করতে পেরেছে তারা এখন সেই প্রচলিত নিয়মের বাইরে যেয়ে নতুন কিছু করার চেষ্টায় কাজ করছে | আপনার ভিডিওতে এ বিষয়ে আলোকপাত করার দিকটা খুব ভালো লাগলো |
Your best video forever........ 😊❤ ami emonta i mone kortam poralekha niye...... Amar friendra ar teacher ra amake niye hasa hasi korto....😔 Kintu , apnar ei video ta dekhar por ami bujte parlam ze ami sothik chilam....😊 thank you...... Thank you so much..... 😊
আমি পড়াশোনা করি শুধুমাত্র ফ্যাশন হিসেবে। যদিও বিজ্ঞান বিভাগে পড়ি, কারণ বিজ্ঞান বিষয়গুলোকে আমার কাছে ইউনিক বা নতুন কোনো প্যাক্ট জানার মাধ্যম মনে হয়। এটা থেকে নতুন কিছু জানা যায়, তাই পড়ি। পড়াশোনা করে কিছু করা যায় না এটা আমি বলবো না। তবে এটা সত্যি যে বড়ো কিছু করা যায় না।
মজার বিষয় অন্যরা যখন এআই নিয়ে গবেষণা করতেছে সেখানে আমাদের দেশে দেখানো হয় কিভাবে কম্পিউটার ওপেন করতে হয়। আগের একটা ভিডিও তে বলছিলেন কিভাবে ,কখন রং-পেন্সিল আবিষ্কার হয়ছে এটা না শিখিয়ে.. এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো উচিত।এই পয়েন্টটার মাঝে অনেক বড় ইনফরমেশন লুকিয়ে আছে যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় থাকা কোন ব্যক্তির মাথায় ঢুকবে না।
অনেক গুলো কমেন্ট পরলাম ভাই। সবাই তার জীবনে এই পড়ালেখার সিস্টেমের Impact এর কথাই বলেছে 😞😞। কতটুকু দেরি হল বুঝতে জানি না, তবে মা বাবা আমাদের ভালো চায় এই কথা যদি তারা আসলে চাইতো তাহলে সমাজকে তারা উপেক্ষা করতে পারত। উৎসাহ দিত, পাশে থাকতো যে কোন অবস্থায়। সবাই একই চিন্তা করে যে তারা খুশি, সমাজ খুশি তারপর চাকরি করলেই শেষ। এটাই জীবন, সবাই পড়তেছে এই রকম আমাকেও পরতে হবে কোন উপায় নায়।😅😅😅। কত যে অযথা পরিশ্রম, রাত জাগা, ব্রেনের ক্যলরি অযথা নষ্ট করা - এই গুলো দিয়ে হয়তো অনেক ভালো কিছু করা যেত এটা আমার মনে হয়।
আমার থেকে মনে হয় এটা ভবিষ্যতের ক্ষেত্রে 10% বা 20% এর মত সাহায্য করতে পারে কিন্তু এর বাইরে আর কিছুই করতে পারবে বলে মনে হয় না বাকি 90 বা 80% জ্ঞান আমাকে বাইরে থেকে শিখতে হবে । সো আমি ক্লাস টেনে পড়ি 11:33
বাঃ বেশ সুন্দর উপস্থাপন। এককথায় বলব এই প্রথাগত শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই রবি ঠাকুর বহুকাল আগেই "তোতাকাহিনি" নামক কবিতাটি লিখে গিয়েছিলেন। বর্তমানে এখনও সেই প্রথাগত শিক্ষাই বহমান।
খুবই অদ্ভুত আমাদের এই শিক্ষা ব্যবস্থাই আমাকে শিখিয়েছে যে চলতি শিক্ষা ব্যবস্থা হচ্ছে কর্মমুখী ব্যবস্থা আদর্শ মানুষ গড়ার ব্যবস্থা নই। তাই তো নিজের আগ্রহের ব্যবস্থাকে গুরুত্ব দেয়।
I decided long ago that I wouldn’t send my kids to traditional schools. I want to give them a STEM-based education at home, focused on creativity and problem-solving no exams or memorization. I want them to use their minds as processors, not just storage. For background, I graduated in electrical engineering and am a self-taught software engineer.
আমি বিবিএ শেষ করেছি.... কয়েকটা চাকরির লিখিত পরীক্ষা এবং ভাইভায় অংশগ্রহণ করেছি... প্রশ্নগুলো শুনলে এবং দেখলে মনে হয় আমি স্কুল-কলেজে পড়ে কিছুই শিখিনি... যেগুলো আমাদের জীবনে চলার জন্য লাগে সেগুলো আমাদেরকে স্কুল-কলেজে কেন শেখানো হয় না😢
আমার বয়স 16 বছর আমি ক্লাস নাইনে পড়ি আমার মনে হয় না এই আমরা যে প্রচলিত কারিকুলাম দেখতে পাচ্ছি এটা তেমন একটা ভালো কার্যকর হবে ভবিষ্যতের জন্য,তাই বলতে হবে আমি আপনার সাথে একমত | তবে প্রচলিত এই ব্যবস্থা থেকে একদম ছিটকে যাওয়া একদম খুবই বিপদজনক একটা সিদ্ধান্ত, তাই কোন কিছু করার আগে প্রচুর ভাবনা চিন্তা করাটাই শ্রেয় |
ক্লাস নাইনে পড়ো। এখনো সব চেয়ে বেশি ইংরেজি আর গণিতে ফোকাস দাও। ইংরেজি ভালো পারলে গণিতেরও ভবিষ্যতে খুব বেশি দরকার পড়বে নাহ। যত দ্রুত পারো ইংরেজি ফ্রী হ্যান্ড আর স্পোকেন শেখো। ধারাবাহিক পড়াশোনা করলেও ইংরেজির গুরুত্ব অন্য সব সাব্জেক্টের থেকে বেশি
তোর মাথায় ভুলভাল কে এগুলা ঢুকাইসে? 😂 আমাদের শিক্ষাপদ্ধতি পুরোপুরি মেয়েদের বেনিফিট দিতো। এটা ছিল বাসায় বস, মুখস্থ কর হলে গিয়ে ঢাল। এদিকে মেয়েরা ভালো করলেও ছেলেরা ভালো করতে পারত না।
না। কারণ আমি আমার াশে পাশের ছোট বাচ্চাদের বই ক্লাস ৪-৮ পর্যন্ত যা দেখি। বিষেশ করে ৪-৬ ক্লাসের বই দেখলে ওদের কি পড়াবো। কিছুই নাই পড়ানোর মতো। আর বাংলাদেশ এ আমি নিজেই ছোট বেলা থেকে ১৫-১৬ বছর সব জায়গায় শুধু বংগ বন্ধুর ইতিহাস। আপনারা যদি উদ্যোগ নেন বাংলাদেশ টা পালটানো সম্ভব।
ভাইয়া, ১.আমরা কিভাবে এই ট্রেডিশনাল পড়ালেখা থেকে বের হব? ২. ক্যারিয়ার গঠনের জন্য বর্তমানে কিভাবে পড়ালেখা করবো এবং কোন বিষয়গুলো শিখবো? ৩. শুধু বাংলাদেশের নয় বরং পুরো বিশ্বের এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত? এই বিষয়গুলোর উপর ভিডিও বানালে আমরা অনেকেই উপকৃত হব।
ভাইয়া প্রথমত আপনাকে বুঝতে হবে যে অর্থনীতির সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর মূল বিষয় হচ্ছে অর্থ। যাদের কাছে টাকার এক্সেস আছে তারা অনেক কিছু করতে পারে আর যাদের কাছে নেই তারা ট্রেডিশনাল থেকে বের হতে পারবে না।
ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনাকে একজন অনেক অভিজ্ঞ মানুষ হিসেবে জানি। আপনি জেনে বুঝে ভিডিও বানান। তবে আপনি যে কথাটি বলেছেন এইচ এস সি লেভেলের আইসিটি বই এর বিষয়ে তা সঠিক নয়। সিলেবাসটা আপনি দেখে বলবেন। আমি একজন সিএসই পাশ করা লোক এবং এই বইগুলো পড়াই। এখানে AI, Robotics, VR, Biometrics, Bioinformatics, Nanotechnology, Cloud Computing, Networking, Logic Circuit, Boolean Algebra, HTML, Web Development Fundamentals, Programming Fundamentals, C programming, Database ইত্যাদি সবকিছুরই সম্যক Idea দেয়া হয়। তবে কপিঊটার ছাড়া বন্ধ করা এসব শিখানো হয়না এখনকার বাচ্চাদের যা হাস্যকর। এরা অনেক এডভান্স জেনারেশন। ধন্যবাদ।
আমি কখনো চাইবো না আমি এখন যা পড়াশোনা করছি তা আমি আমার বাচ্চাকে পড়াবো। সার্টিফিকেট অর্জন করার জন্য আমি তাকে পড়াশোনা করাবো না। আমার বয়স অনেক কম কিন্তু তারপরও আমি ২-৩ বছর আগ থেকেই এই বিষয় নিয়ে চিন্তা করছি, আজকে আপনার ভিডিওর সাথে আমার চিন্তাধারা পুরোই মিলে গেল 😊😊😊
ভাই চ্যাটজিপিটি আছে, গুগল এর গেমিনি আছে।বিং এ কোপাইলট আছে। আপনি কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি, সুনো এ আই থেকে বিনামূল্যে গান তৈরি করতে পারেন। নতুন একটি অ্যাপ এসেছে দেখলাম যাতে রসায়ন, পদার্থ এর গাণিতিক সমস্যা গুলো আলাদা ভাবে বিশ্লেষণ করে যদিও তারা জানিয়েছে আগামীতে তারা বাংলা যুক্ত করবে।(এ আই যেহেতু এখনো সংস্কারের পর্যায়ে রয়েছে তাই মাঝে মধ্যে ভুল কিংবা তথ্য নাও দেখাতে পারে
আমি ইন্টার সেকেন্ড ইয়ার এর একজন বানিজ্য বিভাগের ছাত্র সত্যি বলতে কলেজের বই পড়ে যা বুঝলাম তা হলো এটা আমাদের উপর একটা অতিরিক্ত চাপ দেওয়া আর ভবিষ্যতের জন্য আমাকে পুরাপুরি প্রস্তুত করতে পারবে না
ভাই, কন্টেন্ট হলো ট্রেডিশনাল এডুকেশনের বিপরীতে আবার স্পন্সর করলেন এই ট্রেডিশনাল সিস্টেমের সবচাইতে বাজে ওয়ে যেটার মাধ্যমে ভর্তি করানো হয় সেটাকে দুইটা পরস্পর সম্পূর্ণ বিপরীত।
traditional school r komti gulo boleche r billionaire ra traditional school a poracche na jeta normal manus r possible noi ba Gurdian ra bujhbe na. r sponsor ta kono doser noi jeta student der jonno. nijeke upskill kora school system r baire atai video r motive.
আমি সরকারি বিদ্যালয়ে পড়ি। আমার বিদ্যালয় ভালো করে ক্লাস হয় না। অনেক সময় ক্লাসে এসে বসে থাকে। আবার অনেকে ভালো করে পড়ে বাট খুব অল্প কয়েকজন সারই ভালো করে পড়ায়। আমার হঠাৎ করে পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থা। আমার মতে আগের শিক্ষাব্যবস্থা খারাপ ছিল না তবে ঐ শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ব্যবহার করা হয়নি। আমি ক্লাস ৮এ পড়ি।
@@Sandra-t7b2xআপনার কথা একদম ঠিক, শিক্ষার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, আমি বিশ্বাস করি যে, ইলন মাস্কের স্কুলের মতো শিক্ষাব্যবস্থার প্রয়োজন, যেখানে শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য তৈরি করা হয়। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং সমস্যা সমাধান, সৃজনশীলতা, এবং উদ্ভাবন শেখানো হয়। এজন্য পৃথিবীজুড়ে প্রচুর স্কুল থাকা সত্ত্বেও আমি চাই আমার সন্তানদের এমন একটি শিক্ষাব্যবস্থায় পড়াতে(Elon's school ....), যা তাদেরকে কৌতূহলী এবং প্রাসঙ্গিক দক্ষতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে।
আপনার কথা একদম ঠিক, শিক্ষার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, আমি বিশ্বাস করি যে, ইলন মাস্কের স্কুলের মতো শিক্ষাব্যবস্থার প্রয়োজন, যেখানে শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য তৈরি করা হয়। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং সমস্যা সমাধান, সৃজনশীলতা, এবং উদ্ভাবন শেখানো হয়। এজন্য পৃথিবীজুড়ে প্রচুর স্কুল থাকা সত্ত্বেও আমি চাই আমার সন্তানদের এমন একটি শিক্ষাব্যবস্থায়(Elon's School or, his system...) পড়াতে, যা তাদেরকে কৌতূহলী এবং প্রাসঙ্গিক দক্ষতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে।@@Sandra-t7b2x
আমি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি পাশাপাশি আমি ওয়েব ডেভেলপার। বাংলাদেশের এডুকেশন সিস্টেম এর সাথে আমি এগরি না। তাছাড়া আপনি ভিডিওতে যেটা বললেন,ক্লাস ফাইভে পড়ার জন্য বয়স না,অ্যাবিলিটি জাজ করা দরকার এবং একটা ক্লাস এর জন্য এক বছর কেনো সময় নিতে হবে? এই ২ টা ব্যাপার ভেবে দেখা খুব ই দরকার দায়িত্বশীলদের।
Ami matro class 10 e pori. But ami Business korte nai. Amr life er goal e holo business kora. You are my idol. Bhaiya ami ba amdr jonno ekta video dien je kibabe eii boyosh theke business start korbo.Plz bhaiya this is my request🥺💖💝
ভাইয়া যারা সত্যি কথা বলে তাদের মানুষ কম পছন্দ করে কিন্তু আজকে সব সত্য কথা বললেন ভালই লাগলো অনেক ধন্যবাদ মানুষের চোখ খুলে দেয়ার জন্য
আমি একটা বেসরকারী স্কুলের ম্যাথ এবং ডিজিটাল শিক্ষক। (বিএসসি ইন ইইই) আপনার কথাগুলো মিলিয়ে দেখলাম। আপনি অনেক সুন্দর করে পড়াশুনার সিস্টেমটা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বাচ্চাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক সম্পর্কে তো জ্ঞান দেওয়ার চেষ্টা করি। কিন্তু পর্যাপ্ত সোর্স যন্ত্রপাতি না থাকার কারণে দিতে পারছি না। মৌখিকভাবে যতটুকু বলা যায় আপনি যেভাবে সুন্দর করে বলেছেন এভাবে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমাদের বাচ্চারা বা অভিভাবকরা সেগুলো স্বাভাবিকভাবে নিতে প্রস্তুত নয় সরাসরি রেজাল্ট বেজ পড়াশোনা চায়। আমাদের পড়াশোনার মার্কেট রেডি হওয়ার আগেই আমাদের টেকনোলজি অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে। 😊❤।এরকম আরো সুন্দর সুন্দর টেকনোলজি সম্পর্কিত ভিডিও চাই। অবশেষে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ।
Oil ar dam koto kore??
@@phridaysaha3841keno kharap ki bolse?
@@phridaysaha3841 তেল আর প্রশংসার দাম কিভাবে দেয়া নেয়া করা উচিত বলে মনে করেন???
recently india te education niye akta video viral hoise oita re copy korsen vai valoi dhandabazi
eta uni den nai uni just indian akta video re banglay convert korse chapa beiccha income ar koto
আপনার ভিডিওর ফলে তৈরি হওয়া সফল মানুষগুলো আপনার উপকারের কথা মনে রাখবে❤❤
🥰
❤❤
Those rich people are born rich.
Education is a big big big scam এটা আমি যখন বুঝতে পারছি তখনই পড়া-লেখা ছেড়ে দিছি আর এখন নতুন স্কিল শেখার দিকে ধেয়ান দিছি ২০৩০ এর মধ্যে আমার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ এতোটুকু confidence আমার আছে ✊
যে স্কিল শিখতেছেন, পড়াশোনা না করলে সেটাও পারতেন না।
পড়াশোনা করে পেট চালানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।এই যা।
আর কিছু না
জী ভাই,আমিও সেইম
@@Imran-sm1evপড়াশুনা/স্কিল তো অস্বীকার করে নাই কেউ।বলেছে,প্রচলিত একাডেমিক পড়াশুনা বাদ দিয়ে আসল জ্ঞানের খোঁজ করা।
আপনিই সেই ব্যক্তি যার ভিডিও আমি স্কিপ করা ছাড়া দেখি
আমি প্রায় দুই বছর থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রাইভেট কোম্পানিতে জব করতেছি । ভাই আমার মনে হয় আমার জীবনের সম্পূর্ণ পড়াশোনাটাই ছিল সময় নষ্ট ।
do you recommend doing a bachelor's or dropping out and starting work in a job or in own business?
সেটা University এর প্রথম বছর বুঝতে পারছি
ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত স্কুলে যা যা টপিক আর কন্সেপ্ট শেখায় এখনকার ক্যারিকুলামে আমি তা আমার ১৩ বছর হবার আগেই শিখে শেষ করে ফেলতে পারতাম। আমি কোনদিন স্কুলের পড়ালেখায় মনোযোগ দেইনি কিনবা ক্লাস ৬ এর পর থেকে কোনদিন কোন হোমওয়ার্ক পর্যন্ত করিনি, কারন আমি এই শিক্ষার কোন অর্থ কিনবা প্রয়োগ খুজে পাইনি। শুধু নিম্নবিত্ত মা-বাবার আশা পুরনের ব্যার্থ চেষ্টা করে গেলাম।
Same
ক্লাস ১ থেকে ১২ এর পড়াশুনার সরাসরি বাস্তবিক প্রয়োগ খোঁজা বোকামি। কোনো দেশেই বাস্তবিক প্রয়োগ বড় পরিসরে করে হয়না এই লেভেলে। তবে এটা ঠিক, অন্য দেশে যতটুকু প্রায়োগিক দিক বিবেচনা করে স্কুলের কারিকুলাম তৈরি করা হয় সেটা আমাদের দেশে একটুও হয় বলে মনে হয় না। এই লেভেলে বাংলাদেশে বিজ্ঞানের বিষয়গুলোর প্রাকটিক্যাল একটা জোক হিসেবে আছে। আর পড়াশোনা রঙিন না, পড়াশোনা সাদাকালো। এইটা নিজের গ্রহণ করতে হয়। ইলোন মাস্ক যদি ছোটবেলায় ভালো করে পড়াশোনা না করত, কখনোই এত সক্ষম হইতো না।স্কুল লেভেলে শুধু আমাদের একদম বেসিক কিছু শিখানো হয়, সেটাই সবাই গ্রহণ করতে নারাজ। তাহলে উচ্চশিক্ষায় তাদের কি অবস্থা হবে সেটা আন্দাজ করাই যায়। নিজের আলসেমির দোষ ব্যবস্থাকে দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড না এন্ড ভাইস ভার্সা। খালিদ ফারহানকেই দেখেন উনি যদি ছোট থেকে বই না পড়তেন ওনার অবস্থান আজকের মতন মনে হয় হতো না। মানুষের মধ্যে ছোট থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে পোটেনশিয়াল জমা হয় যেইটা পড়ে বার্স্ট হয় অনেক কাজে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বাজে সেইটা অস্বিকার করার কোনো অবকাশ নেই। আর আমরা খুব অলস জাতি এবং অসৎ সেইটা অস্বিকার করারও আর জাতির মধ্যে আমিও পড়ি। It's just my opinion, accept it or leave it.
@@sajjadsus একমত
@sanj thik but apni jodi class 5 er pora 6-7 mash e complet koren kono somossa ache?tahle keno apnake 1 bochore e class 5 e thakte hobe.ekhetre apnar time nosto hoche?
@@snithex That is execeptional case. Exception can't be a example as we all know. I totally agree with you. There should be specialized institutes for them. Now many people of different countries are adapating the system of home schooling. But look at us and ask yourself.
Great... topic. ঠিক আছে, সব ঠিক, এখানে আপনাকে আমার একটি কথা বলার আছে, তা হলো বাংলাদেশের সিটিজেন হয়ে বাংলাদেশের পিতা-মাতাদর কী করা উচিত তা এড বা যুক্ত (আপনার বক্তব্যে ) করা উচিত ছিল। পুনশ্চঃ মানে, কারিকুলামে ধর্মীয় অনুশাসন থাকা, তাতে আমরা মানুষ হয়ে বড় হবো, রোবটিক হয়ে নয়।
কথা গুলো সঠিক । কিন্তু আমরা আমাদের বাবা মায়েদের যেভাবেই বলি না কেন তারা এ বিষয়টা বুঝবেনা । আমরা সমাজের বিপরিতে গিয়ে কিছু করতে গেলে মানুষের কটু কথা শুনে আমাদের বাবা মা কি করবে তা চিন্তা করা দেইখেন । অতএব আমাদের পড়াশুনার পাশাপাশি আন্য কিছু করতে তাতে সফল হলে পড়াশুনা ছেরে দেওয়া উচিত।
Amder Desher education system onujai school ba college aa 5 hours r basay nije nije 1 hour time dite hoy.. for an example.. apni sokal 7 tay school aa jan and dupur 12 tay ashen.. R ratre ghumanor agee at least 1 hour regular study koren.. eta more than enough ei system er jonno.. except kichu dumb.. apni baki time ta kon kaje lagan? Pora lekhe chere diye ee keno onno kaj kora lagbe? Apni Hardwork chara success paben na… smart work to oitai jeta apnr sob kaj ke combination kore kora hoy.. So coaching toaching bad den.. school aa attentive hon.. basay ogula eka complete koren.. exam aa ekta average number anen.. that’s it.. Family r kichu bolte parbe na.. R saradin er baki somoy gula extra curriculum aa use koren.. business model banan .. creativity hon.. Simple…
❤❤
আপনি জেনে অবাক হবেন এখন ধনী হবার জন্য স্কুলে যাবার প্রয়োজন নেই,,,
ভালো আইডিয়া কঠিন বুদ্ধিবান হতে হয়।
Tahole so called schooling system kno proyojon??
I can answer cause you can't see beyond the physical.. ' Embracing enslavement ' .. Eita e main pera.. Dhoni gorib matter of time, i believe..
You are almost there..
Eta 100% true
Ata kokhono dorkar cilona vhi ki slow? Study system e rich ra banaisa 😂
That's what a school need to convey its fellows! True leadership, independent thinking ability and sense of Art! আমাদের দেশের বাচ্চাদের মেধা ঠিক এই স্কুলে গিয়েই নষ্ট হয়ে যাচ্ছে! অথচ একেকটা বাচ্চা জন্মের পর দারুণ সম্ভাবনা নিয়ে জন্মায়!
আমি নিজে পড়াশোনা শুরু করছি (বিয়ে করিনি) আমার বাচ্চাকে আমি পড়াব, ইন শা আল্লাহ
উত্তরটা একদম সহজ, আমাদের সরকারি চাকরি কিংবা বড় কোম্পানিতে জব করতে সার্টিফিকেট দরকার পরে। কিন্তু চাকরি করার প্রয়োজন পরে না। কারন ওরা চাকরি দেয় এবং ওদের ওডেল টাকা ওদের সার্টিফিকেট দরকার নাই দরকার জ্ঞানের।
Curriculum নিয়ে happy না, তবে billionaire রা যেভাবে চিন্তা করছে, আমাদের দেশে এরকম বা কিছুটা সাদৃশ্যপূর্ণ curriculum আশা করাও সম্ভব না। বাংলাদেশে শিক্ষা একটা ব্যবসার অংশ, আর শিক্ষার চেয়ে ফলাফলে অভিভাবকদের গুরুত্ব বেশি। আমরা আসলে develop করতে চাই না, গতানুগতিক একটা জীবনধারা বজায় রাখতে চাই। ঐ A+, 1st class এইগুলোই লক্ষ্য। আর সাধারণ জ্ঞান পড়ে সরকারি চাকরি করাই লক্ষ্য তরুণদের। কেউ out of the box চিন্তা করে না।
Thik bolsen Vai. Amader kaj hoilo sikkha namok virus diye sele meyeder infect kora. Tarpor erai Zombie er moto BCS er pisone sutbe.
Right
Right
Right
Ejonnoi edesh ajibon 3rd world country e theke jabe
আপনার কথায় অনুপ্রেরণা পেয়ে আমি আমার নতুন যাত্রা শুরু করেছি এই ম্যাথ পার্ক নিয়ে । সকলে দোয়া করবেন ❤
এইটার উল্টা দিকও আছে, যাদেরকে উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝতে চাচ্ছি তাদের আর আমাদের আর্থ-সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।
একুশ শতকে এসে বাংলাদেশে কয়েক কোটি মানুষ পড়তে ও লিখতে পারেনা। সমাজের সকলের শিক্ষা গ্রহণ সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ব্যাপারও বটে। এটা কেউ অস্বিকার করতে পারবে না যে, বাংলাদেশের আমলাতন্ত্র সবকিছুকেই শেষ করে দিচ্ছে এর মধ্যে শিক্ষাও বাদ যায়নি। বাংলাদেশের বইয়ের কন্টেন্ট আফ্রিকার দেশের বইয়ের কন্টেন্টের মত। আর শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা তো মাশাআল্লাহ। সবকিছু মিলিয়ে একদম বেহাল দশা। আর পড়াশোনাকে রঙিন করার কোনো উপায় নেই, পড়াশুনা সবসময় সাদাকালো। এইটা নিজেকেই গ্রহণ করতে হয়। নিজেদের আলসেমির কারণ হিসেবে ব্যবস্থাকে দোষ দেওয়া যেমন সঠিক নয়, তেমন ত্রুটিযুক্ত ব্যবস্থা মেনে নেওয়াও ঠিক হবে না। If you want to change , you have to go through the process. You can't escape this , better accept it and try to change or leave. 'IELTS diye bideshe chole jabo' isn't the solution, doing something is. If you are incapable, make a reason for this and show. Thats the trend of today's kid.Over that,there is bureaucracy grasping everything.I wish those old aged bureaucrats die soon.🤲🏻
**Also videos about our education system with a good thumbnail will get you a lot of views. As the teenagers have lots of time to waste.
And you have time to roast teen-agers 💀
কথা হচ্ছে অনেক মনোযোগ সহকারে পরার পর উপলব্ধি করলাম আমার ভাবনাও আপানর মতোই।কিন্তু শেষে নিজের অপমানটা ঠিক মেনে নিতে পারছি না🥲
@@farzad1021 Exactly, you proved my point.
@@sajjadsus I mean you literally counting some seconds is lose as your proof 💀
ভাই মনটা চায় এসব লেখা পড়া ছাইড়া দেই । শুধু পরিবারের কারনে
পারি না । শুধু পড়া মুখস্থ করি আর পরীক্ষার খাতায় বমি করি । 😂😂
সেম অবস্থা ভাই 😅
same vai..
Thik. Mjhe mjhe mone hoy sob boi chire feli osojjo lage ai pressure
Us vhai us
ekmot
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও।
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দেশের কারিকুলাম নিয়ে আমি একদম সন্তুষ্ট না। আমাদের দেশের শিক্ষার ফলাফল হচ্ছে ফাটাফাটি বেকারত্ব।
Amader shikkhar overdose a sobai Zombie hoye BCS er pisone sutse.
আমি ফিনল্যান্ড থাকি, এখানকার পড়াশুনা এমনিতেই এরকম। বলা যায় আকাশ পাতাল পার্থক্য বাংলাদেশের সাথে। খুবই আনন্দদায়ক ব্যাপার এখানে পড়াশুনা।
তাই নাকি
Elon musk, mark Zuckerberg চাইলে বিশ্বের সেরা স্কুলে ওদের বাচ্চা কে পড়াতে পারে কিন্তু সেটা করে না। প্রতি টা দেশের ই education system biased.. American European school গুলো নিজেদের agenda বাস্তবায়ন করতে পারে এমন curriculum বানাইছে। কবে দেখবেন আপনার ছেলে gay হয়ে যাবে!!😅
ভিডিও তে যেটা বলেছে আপনি কিছুই বোঝেন নি 👎🏻
@alltubebangla6885 ha
ভাইয়ের ফিনল্যান্ড এডুকেশন সিস্টেম নিয়ে যদি একটি বিস্তারিত বলতেন
আমিও ছোটবেলা বেলা থেকেই ঠিক করে রেখেছি আমার বাচ্চাদের হোম স্কুলিং করাবো। আমি অনেক অনেক রিসার্চ করেছি এগুলো নিয়ে, সবশেষে নির্ধারণ করেছি এটাই হবে আমার বাচ্চাদের ভবিষ্যৎ। তাদের এই ফিতনায় ভরপুর দুনিয়াতে ছেড়ে দিবো না কখনো, তাদেরকে সুন্দর একটা দুনিয়া দিতে চাই। এমনকি ওয়েস্ট, ইউরোপের অনেক বাবা-মা নিজের বাচ্চাদের হোম স্কুলিং করাচ্ছে বিশেষ করে যারা অফ গ্রিড ভাবে সমাজ থেকে দূরে একা পরিবার নিয়ে বসবাস করে তাদের মধ্যে। ইনশাআল্লাহ্, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করবেন। আল্লাহ সবাইকে আদর্শ বাবা-মা হবার তাওফিক দান করুক, ফিতনার দুনিয়ায় বাচ্চাদের হেফাজতের রাখার তৌফীক দান করুক, আমিন।
Amio kira
আমিও
Aameen আমি আমার কমেন্ট করে তারপরে আপনারটা দেখলাম আমার মতোই। সেম টাইপ।
আমারো বাচ্চাদের হোমস্কুলিং করানোর ইচ্ছে। কিন্তু ভয় হয়৷ কিসের ভয় হয় জানি না।
Amio
ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা স্বাধীন চিন্তা,বাচ্চাদের বিকশিত করা প্রথম ধাপ। যাতে বাচ্ছারা নতুন কিছু সম্পর্কে ধারণা রাখতে পারে। তাদের এই ধারণাগুলো আগামীর ভবিষ্যতের জন্য কাযর্কর করতে পারবে। প্রয়োজনীয় জিনিস গুলোর উপরে ফোকাস রাখতে পারবে। যেসব বিষয় যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সেসব বিষয়ে প্রাধান্য দিতে হবে।
আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাচ্চাদের স্বাধীন চিন্তা করতে দিলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করবে😢
আমার মতে চিন্তার একটা লিমিট আছে এবং এটির একটি বয়স লাগে
টপিকটা সেই দিকে ধাবিত হলে সে দিকেই অতিক্রম করবে। তাদেরকে ভালো জিনিসের ওপরে ট্রেইন করাতে হবে। @@hossainahamed-s9w
আপনি সত্যি একজন অসাধারণ মানুষ ❤❤
JI AMIO
Masahallah
বাল😂
সুন্দর কথা সুন্দর চিন্তা ভবিষ্যতের জন্য অনেক ভালো আপনি ভাই বাংলাদেশের গর্ব দোয়া করি আল্লাহ আপনাকে বিলিয়নার বানিয়ে দিক
আমি ক্লাস ৯ এ পড়ি আমাদের বর্তমান যে কারিকুলাম তা বাস্তবয়ন করা সম্ভব হচ্ছেনা এর অনেক গুলো কারণ আছে আমাদের শিক্ষকরা বেশিরভাগই বয়স্ক তাই তারা নতুন একটা জিনিস ভালোভাবে বুঝতে পরছেনা
এ ছাড়াও বাঙালির একটু অসভ্য টাইপের তারা সভ্য জিনিস বুঝতে পারে না এছাড়াও আরও বিভিন্ন কারণে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা আর কোনভাবে এটা বাস্তবায়ন হলেও আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবোনা এর কারণ অনেক...
You are right👍👍
Right Vai 🔥
Brother Amio Class Nine A Pori
Right
RIGHT
You the only one person in our country . who clearly explained this important topic.
Thank you Kalid Farhan.
বেশ ভালো লাগলো
দাদা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি , আশা করি সবাই অন্তত একবার আলোকপাত করবেন ।
আধুনিক AI আর টেকনোলজির দুনিয়ায় Artificial Intelligence , Robotics , Technology এইসব জিনিস আমাদের সবার অবশ্যই শিখতে হবে । কিন্তু , আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রথাগত স্কুল শিক্ষার মডেলে আবদ্ধ । এটা আপনি বললেন ।
আমার কথা এই যে , বাড়িতে বসেই কিভাবে AI আর টেকনোলজির skill develop করা যায় আর সেটা ভবিষ্যতে আমাদের কাজেও লাগবে এমন ভাবে কিছু করা যায় ; এটা কিভাবে আমাদের মত মানুষদের পক্ষে সহজে করা সম্ভব সেটা নিয়ে প্লিজ একটা ভিডিও দিন ।
অপেক্ষায় রইলাম ।
সবাই প্লিজ একবার আমার কথায় আলোকপাত করুন । আমাদের সবার হয়েই আমি এই আবেদন টা রাখলাম ।
Ekhn online a onek course ase . Segulo krte paren.. sudhu valo quality er Laptop r computer lgbe
আমিও এই বিষয়ে ইচ্ছা পোষণ করছি
আপনি কিছু প্ল্যাটফর্ম নাম বলি উপকৃত হবেন
Edx, Coursea, Udemy এগুলো তো অনেক ফ্রি কোর্স পাওয়া যায় অনেক পেট কোর্স পাওয়া যায় এবং ডিপ্লোমা প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম ও করানো হয় আপনি বিষয়টা দেখতে পারেন অনুসন্ধান করে
Summery:Curriculum
first principle learning to think independently without being biased
Science
Technology
Engineering
Math
Artificial Intelligence
Robotics
Language learning without English not worth investing
importance on art learning
physical activity like ju jitsu/ Marshal Art
skill based class level without needing a whole year
no exam insstead promotion on project or group work
আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের গল্পের ক্যারেক্টারের নাম মনে রাখতে হয়, সাল মনে রাখতে হয়, জায়গার নাম মনে রাখতে হয়, কার কি ফিলোসফি তাও মনে রাখতে হয়।
আসলেই সঠিক উত্তরের জন্য এসব থেকে প্রশ্ন আসে এবং এর ভিত্তিতেই নির্ধারিত হয় আপনি পাস করবেন না ফেইল করবেন।
সৃজনশীল অংশে সবাই পাস করে, কারণ একটা গল্প বা কনসেপ্টের মূল ভাবনা বুঝলে বা একবার পড়লেই পাস করা সম্ভব।
আমার একবারে আগ্রহ ও নাই এগুলোর মধ্যে
আপনি আমাদেরকে বাঁচান, খালিদ ভাই! কলেজ গুলা উড়িয়ে দেন আমি আপনাকে সাহায্য করবো।
ধন্যবাদ ভাইয়া। ❤
অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি ক্লাস পরিবর্তনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। কারণ প্রত্যেকের ধারণ ক্ষমতা আলাদা, এক বছরের কারিকুলাম শেষ করতে অনেকের হয়তো 6 মাস ও লাগেনা। তবুও তাদের একবছরই ব্যয় করতে হয়। এতে অনেক ট্যালেন্টেড বাচ্চারা পিছিয়ে পড়ে।
ব্যাপারটা এমন যে, নির্দিষ্ট সময়ের আগে সামনে যেতে পারবে না। আর নিজ উদ্যোগে গেলেও স্বীকৃতি পাবে না। খুবই হতাশা জনক।😔
মনের কথা গুলো তুলে ধরার কারনে আপনার উপর অনেক ভালোবাসা বেড়ে যাচ্ছে । এবং আমি ssc পরীক্ষার্থী আমি আমাদের কারিকুলাম নিয়ে মোটেই happy না
Areh bhai ami o ssc25 batch...😂
ভাই তুমি কারিকুলামের কি বুঝ😅😅
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার বাচ্চাটাকে একটা ভালো স্কুলে দিতে না পারার জন্য আমাকে যে বিবেকের দংশন হতে হচ্ছে, তার জন্য কিছুটা সান্ত্বনা পেলাম। এরকম ভিডিও আরো চাই। যেখানে আমি আমার বাচ্চাকে নিজেই পড়াতে পারবো।
Video ta bujhen nai
একদম মনের মতো একটা ভিডিও বানিয়েছেন ভাইয়া। আমি HSC 24. Varsity admission coaching এ ভর্তি হওয়ার পর থেকেই চিন্তা করছিলাম বাবার এতো গুলো টাকা নষ্ট করা কি ঠিক হলো? যদি চান্স না পাই? কিন্তু এই দেশে পড়াশোনা ছাড়া বিকল্পও দেখছি না। সমাজ কথা শোনাবে ছেলে ইন্টার পাস। এদেশের education system ভালো লাগে না আবার abroad যাওয়ার টাকা নাই scholarship এরও মেধা নাই।
ভাই, আপনার কথাগুলো খুবই গুরুত্ব পূর্ণ । আমি গত এক যুগ শিক্ষকতা করেছি। এই গতানুগতিক সিস্টেম আমার ভালো লাগে না। তাই এই মহান পেশা ছেড়ে দিয়ে বিজনেস করতেছি। আর আমার ৩ টা মেয়ে আছে।আমি ওদের মাদ্রাসায় পড়াবো আর আমি ওদের ইংরেজি ও প্রযুক্তিগত নলেজ দিবো। জেনারেল পড়াশুনা করাবো না। মুখস্থ বিদ্যার কোন দাম নাই , শুধু তোঁতা পাখি হয়।
আমাদের 9-10 এর বাংলা বই এ প্রমথ চৌধুরীর একটা গল্প ছিল 'বই পড়া' | মূলত এটা একটা প্রবন্ধ, এখন থেকে 150 বছর আগে হবে হয়তো | ঠিক তখনকার প্রবন্ধে একটা কথা ছিল যে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত এবং লেখক 150 বছর আগেই বুঝতে পারেন যে জ্ঞান অর্জন বা তার রস আস্বাদন করতে আমরা প্রস্তুত না বরং শুধুমাত্র শিক্ষার ফল লাভের জন্য মরিয়া আমরা | তার সাথে আরও ছিল যে মুখস্ত করার বিষয়টি, কোনো কিছু জোরপূর্বকভাবে মুখস্ত করে জ্ঞান অর্জন করা যায় না | আজ 150 বছর পর যারা শিক্ষার পরমার্থিক দিক উপলব্ধি করতে পেরেছে তারা এখন সেই প্রচলিত নিয়মের বাইরে যেয়ে নতুন কিছু করার চেষ্টায় কাজ করছে |
আপনার ভিডিওতে এ বিষয়ে আলোকপাত করার দিকটা খুব ভালো লাগলো |
"বই পড়া আর শিক্ষিত হওয়া এক বস্তু না" এটা প্রমথচৌধুরী অনেক আগেই বুঝতে পেরেছেন। ওনি অনেক বড়ো মাপের লেখক ছিলেন।
ফারহান ভাই আপনাকে আমার এই জন্য ভালো লাগে,
কারণ আপনি যুক্তিসঙ্গত কথা বলেন সব সময় 👍
Your best video forever........ 😊❤ ami emonta i mone kortam poralekha niye...... Amar friendra ar teacher ra amake niye hasa hasi korto....😔 Kintu , apnar ei video ta dekhar por ami bujte parlam ze ami sothik chilam....😊 thank you...... Thank you so much..... 😊
ভাই আপনি সত্যি প্রকাশ করেছেন। যা দুনিয়াতে এত সহজে কেউ বলতে পারত না।
আমি পড়াশোনা করি শুধুমাত্র ফ্যাশন হিসেবে। যদিও বিজ্ঞান বিভাগে পড়ি, কারণ বিজ্ঞান বিষয়গুলোকে আমার কাছে ইউনিক বা নতুন কোনো প্যাক্ট জানার মাধ্যম মনে হয়। এটা থেকে নতুন কিছু জানা যায়, তাই পড়ি। পড়াশোনা করে কিছু করা যায় না এটা আমি বলবো না। তবে এটা সত্যি যে বড়ো কিছু করা যায় না।
রাইট🎉
খুবই সুন্দর আইডিয়া।
এমনটাই হওয়া উচিত
।ভাইয়া আপনি যে অনেকদিন আগে বলছিলেন মোনালিসার গল্পটা দিবেন,, সেটার আশায় অধিক আগ্রহে এখনো বসে আছি ভাই,,, এই গল্পটা কন্টিনিউ কইরেন,, অনেকেই শুনতে আগ্রহী ,, ❤❤
Biology haters is the best platform for biology.Rajib sir is really nice teacher.Amar bacchau pore tar kase.
মজার বিষয় অন্যরা যখন এআই নিয়ে গবেষণা করতেছে সেখানে আমাদের দেশে দেখানো হয় কিভাবে কম্পিউটার ওপেন করতে হয়। আগের একটা ভিডিও তে বলছিলেন কিভাবে ,কখন রং-পেন্সিল আবিষ্কার হয়ছে এটা না শিখিয়ে.. এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো উচিত।এই পয়েন্টটার মাঝে অনেক বড় ইনফরমেশন লুকিয়ে আছে যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় থাকা কোন ব্যক্তির মাথায় ঢুকবে না।
১৯ বছরের জীবনে ১৪ বছর নষ্ট করলাম এই ট্রেডিশনাল সিস্টেমে। ১৪ বছর পর এখনও কোনো কিছুই জানা নেই বাস্তবে কাজে লাগবে এমন।
কলেজ এর পর আর traditionally লেখা পড়া না করার যথেষ্ট মোটিভেশন পেয়ে গেছি ভাই😂।
ভাবতেছি আর পারবোনা।
ড্রপআউট করব😂😅
Agreed with you😌But we may not be able to change it in next 6/5 decades 😮💨
অনেক গুলো কমেন্ট পরলাম ভাই। সবাই তার জীবনে এই পড়ালেখার সিস্টেমের Impact এর কথাই বলেছে 😞😞। কতটুকু দেরি হল বুঝতে জানি না, তবে মা বাবা আমাদের ভালো চায় এই কথা যদি তারা আসলে চাইতো তাহলে সমাজকে তারা উপেক্ষা করতে পারত। উৎসাহ দিত, পাশে থাকতো যে কোন অবস্থায়। সবাই একই চিন্তা করে যে তারা খুশি, সমাজ খুশি তারপর চাকরি করলেই শেষ। এটাই জীবন, সবাই পড়তেছে এই রকম আমাকেও পরতে হবে কোন উপায় নায়।😅😅😅। কত যে অযথা পরিশ্রম, রাত জাগা, ব্রেনের ক্যলরি অযথা নষ্ট করা - এই গুলো দিয়ে হয়তো অনেক ভালো কিছু করা যেত এটা আমার মনে হয়।
আমার থেকে মনে হয় এটা ভবিষ্যতের ক্ষেত্রে 10% বা 20% এর মত সাহায্য করতে পারে কিন্তু এর বাইরে আর কিছুই করতে পারবে বলে মনে হয় না বাকি 90 বা 80% জ্ঞান আমাকে বাইরে থেকে শিখতে হবে । সো আমি ক্লাস টেনে পড়ি 11:33
Khalid Farhan viya is always my favourite entrepreneur.❤❤
গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।। 😍😍
তারপর কি হবে।
@VongshaTU তারপর কত কিছু যে হবে, তার সব কি আর বলে শেষ হবে।।
6:45 মারাত্মক বলেছেন😂😂
বাঃ বেশ সুন্দর উপস্থাপন। এককথায় বলব এই প্রথাগত শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই রবি ঠাকুর বহুকাল আগেই "তোতাকাহিনি" নামক কবিতাটি লিখে গিয়েছিলেন। বর্তমানে এখনও সেই প্রথাগত শিক্ষাই বহমান।
এগুলো আমি আরো ১০ বছর আগে ও চিন্তা করলাম ভাই
খুবই অদ্ভুত আমাদের এই শিক্ষা ব্যবস্থাই আমাকে শিখিয়েছে যে চলতি শিক্ষা ব্যবস্থা হচ্ছে কর্মমুখী ব্যবস্থা আদর্শ মানুষ গড়ার ব্যবস্থা নই। তাই তো নিজের আগ্রহের ব্যবস্থাকে গুরুত্ব দেয়।
I decided long ago that I wouldn’t send my kids to traditional schools. I want to give them a STEM-based education at home, focused on creativity and problem-solving no exams or memorization. I want them to use their minds as processors, not just storage. For background, I graduated in electrical engineering and am a self-taught software engineer.
অসাধারণ একটা ভিডিও ❤
Hello vaia, Apnar video gulan onk interesting hoy!
আপনাকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বানানোর আর্জি রইল সরকারের কাছে। আপনি গ্রেট স্যার
আমি বিবিএ শেষ করেছি.... কয়েকটা চাকরির লিখিত পরীক্ষা এবং ভাইভায় অংশগ্রহণ করেছি... প্রশ্নগুলো শুনলে এবং দেখলে মনে হয় আমি স্কুল-কলেজে পড়ে কিছুই শিখিনি... যেগুলো আমাদের জীবনে চলার জন্য লাগে সেগুলো আমাদেরকে স্কুল-কলেজে কেন শেখানো হয় না😢
reality
ভাই কি কি জিগ্যেস করে, আর কি জানা প্রয়োজন একটু যদি বলতেন বিস্তারিত
@@sarwarhossain2719 ভাই কি কি জিগ্যেস করে, আর কি জানা প্রয়োজন একটু যদি বলতেন বিস্তারিত
One of the best video vai❤
Valobasa niben❤
ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি ✨
ভাই খুবই সুন্দর কথা বলেছেন এবং সুন্দর একটি রিসার্চ করেছেন! অসংখ্য ধন্যবাদ ❤
আমার বয়স 16 বছর আমি ক্লাস নাইনে পড়ি আমার মনে হয় না এই আমরা যে প্রচলিত কারিকুলাম দেখতে পাচ্ছি এটা তেমন একটা ভালো কার্যকর হবে ভবিষ্যতের জন্য,তাই বলতে হবে আমি আপনার সাথে একমত | তবে প্রচলিত এই ব্যবস্থা থেকে একদম ছিটকে যাওয়া একদম খুবই বিপদজনক একটা সিদ্ধান্ত, তাই কোন কিছু করার আগে প্রচুর ভাবনা চিন্তা করাটাই শ্রেয় |
ভালো বলেছেন
ai boyoshe ai chinta 😮
ক্লাস নাইনে পড়ো। এখনো সব চেয়ে বেশি ইংরেজি আর গণিতে ফোকাস দাও।
ইংরেজি ভালো পারলে গণিতেরও ভবিষ্যতে খুব বেশি দরকার পড়বে নাহ।
যত দ্রুত পারো ইংরেজি ফ্রী হ্যান্ড আর স্পোকেন শেখো। ধারাবাহিক পড়াশোনা করলেও ইংরেজির গুরুত্ব অন্য সব সাব্জেক্টের থেকে বেশি
Me too
তোর মাথায় ভুলভাল কে এগুলা ঢুকাইসে? 😂
আমাদের শিক্ষাপদ্ধতি পুরোপুরি মেয়েদের বেনিফিট দিতো। এটা ছিল বাসায় বস, মুখস্থ কর হলে গিয়ে ঢাল। এদিকে মেয়েরা ভালো করলেও ছেলেরা ভালো করতে পারত না।
❤❤❤❤ ভালোবাসা অবিরাম অন্তহীন রইলো ভাই ❤❤❤❤ এই বিষয় গুলো আমার আগে থেকে চেস্টা ক্রেছি বাংলাদেশের মানুষ কে বুঝাতে পারিনি আজ আপনি তুলে ধরে ছেন 🎉
যেহেতু এই শিক্ষা ব্যাবস্থা আমাদের কোনো কাজেই লাগবে না।তাহলে আমাদের কি করা উচিত? এই নিয়ে একটা video
Right
Same
এইদেশে থাকে এইসব সম্ভব না 😁
Right
Vaiya apnar jei vidiote apni skill build korte bolsen seta amar onek kaje legese thank you so much!!🥰
না। কারণ আমি আমার াশে পাশের ছোট বাচ্চাদের বই ক্লাস ৪-৮ পর্যন্ত যা দেখি। বিষেশ করে ৪-৬ ক্লাসের বই দেখলে ওদের কি পড়াবো। কিছুই নাই পড়ানোর মতো। আর বাংলাদেশ এ আমি নিজেই ছোট বেলা থেকে ১৫-১৬ বছর সব জায়গায় শুধু বংগ বন্ধুর ইতিহাস। আপনারা যদি উদ্যোগ নেন বাংলাদেশ টা পালটানো সম্ভব।
আপনার কথা গুলো বুঝতে অনেক গভীর জ্ঞানের দরকার।।
This education system destroyed my life and now its too late
keno vaiya ki hoise ,,ami apnar story jante chai bolben/?
@@brokenheart9927 story jene ki lav ?
too late na.karon ekhon o apni jibito achen ar onnek kichu shikha baki ache . valo kichu hobe inshallah
I am mentally exhausted.
Same case 0:01
ধন্যবাদ ফারহান ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য এবং কি এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য
ভাইয়া,
১.আমরা কিভাবে এই ট্রেডিশনাল পড়ালেখা থেকে বের হব?
২. ক্যারিয়ার গঠনের জন্য বর্তমানে কিভাবে পড়ালেখা করবো এবং কোন বিষয়গুলো শিখবো?
৩. শুধু বাংলাদেশের নয় বরং পুরো বিশ্বের এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত?
এই বিষয়গুলোর উপর ভিডিও বানালে আমরা অনেকেই উপকৃত হব।
Ya, video need
ভাইয়া প্রথমত আপনাকে বুঝতে হবে যে অর্থনীতির সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর মূল বিষয় হচ্ছে অর্থ। যাদের কাছে টাকার এক্সেস আছে তারা অনেক কিছু করতে পারে আর যাদের কাছে নেই তারা ট্রেডিশনাল থেকে বের হতে পারবে না।
আমি একটা লক্ষ্য করেছি ভাইয়া যাদের কাছে টাকা থাকে না বেশিরভাগ তারাই অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষই সেটা বাস্তবায়ন করতে পারে
@@hossainahamed-s9w ঠিক বলেছেন ভাই
ভাইয়া আমি ১০ম শ্রেণির একজন ছাত্র।যেহেতু এই শিক্ষা ব্যাবস্থা আমাদের কোনো কাজেই লাগবে না।তাহলে আমাদের কি করা উচিত? এই নিয়ে একটা video বানাও। please
Salaam Khanlid Bhai. Excellent thoughts. I 100% agree with you.
ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনাকে একজন অনেক অভিজ্ঞ মানুষ হিসেবে জানি। আপনি জেনে বুঝে ভিডিও বানান। তবে আপনি যে কথাটি বলেছেন এইচ এস সি লেভেলের আইসিটি বই এর বিষয়ে তা সঠিক নয়। সিলেবাসটা আপনি দেখে বলবেন। আমি একজন সিএসই পাশ করা লোক এবং এই বইগুলো পড়াই। এখানে AI, Robotics, VR, Biometrics, Bioinformatics, Nanotechnology, Cloud Computing, Networking, Logic Circuit, Boolean Algebra, HTML, Web Development Fundamentals, Programming Fundamentals, C programming, Database ইত্যাদি সবকিছুরই সম্যক Idea দেয়া হয়। তবে কপিঊটার ছাড়া বন্ধ করা এসব শিখানো হয়না এখনকার বাচ্চাদের যা হাস্যকর। এরা অনেক এডভান্স জেনারেশন। ধন্যবাদ।
এখানে একটা কথা ভালো ভাবে
মাথায় শর্ট করেছে যে বয়স দিয়ে ক্লাস পরিবর্তন নয় মেধা বা স্কেল দিয়ে পরিবর্তনের মনোভাব তৈরি করা 👏
আমি কখনো চাইবো না আমি এখন যা পড়াশোনা করছি তা আমি আমার বাচ্চাকে পড়াবো। সার্টিফিকেট অর্জন করার জন্য আমি তাকে পড়াশোনা করাবো না। আমার বয়স অনেক কম কিন্তু তারপরও আমি ২-৩ বছর আগ থেকেই এই বিষয় নিয়ে চিন্তা করছি, আজকে আপনার ভিডিওর সাথে আমার চিন্তাধারা পুরোই মিলে গেল 😊😊😊
কিছু শিখতে পারলে ভালো লাগে ❤
🙋♂️🙋♂️ পছন্দের একজন,,😍
Khalid Farhan bhai apni amar onek boro inspiration ❤❤❤❤ good wish's for you
9:36 আমি চ্যাট জিপিটি বাংলায় ব্যবহার করি। ই-মেইল টেমপ্লেট তৈরী করা থেকে এসইও সম্পর্কিত অনেক সমস্যা খুব সহজে সমাধান করেছি।
Vai banglai kivhabe use kora jai aktu system ta bolben?
@@FarjanaAkter-t5s8w শুধু বাংলা ভাষায় লখবেন তাহলেই হবে আটো
ভাই চ্যাটজিপিটি আছে, গুগল এর গেমিনি আছে।বিং এ কোপাইলট আছে। আপনি কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি, সুনো এ আই থেকে বিনামূল্যে গান তৈরি করতে পারেন। নতুন একটি অ্যাপ এসেছে দেখলাম যাতে রসায়ন, পদার্থ এর গাণিতিক সমস্যা গুলো আলাদা ভাবে বিশ্লেষণ করে যদিও তারা জানিয়েছে আগামীতে তারা বাংলা যুক্ত করবে।(এ আই যেহেতু এখনো সংস্কারের পর্যায়ে রয়েছে তাই মাঝে মধ্যে ভুল কিংবা তথ্য নাও দেখাতে পারে
Awesome video 👏. We want more like this
এই কারণে আমি বাংলাদেশী সিস্টেম এ আমার বাচ্চা পড়াচ্ছি না
Apnr content dekci almost 3-4 months.. ❤
গুরু চলে আসলাম কি খবর🎉?
😱 awesome, ইশশশ সারাজীবন কত কষ্ট করছি 😭
আমি ইন্টার সেকেন্ড ইয়ার এর একজন বানিজ্য বিভাগের ছাত্র
সত্যি বলতে কলেজের বই পড়ে যা বুঝলাম তা হলো এটা আমাদের উপর একটা অতিরিক্ত চাপ দেওয়া আর ভবিষ্যতের জন্য আমাকে পুরাপুরি প্রস্তুত করতে পারবে না
vai, amio ekon examinee intermediate student.
Career er jonno esob kicui deina..
@@abdulmohsinmn IELTS kore hsc diya bidesh chole jete paren
@@jakir_shorkar hmm
@@jakir_shorkarthik ..amder jegulo kaaje lgbe kichu sikhay na school college
অনেক ভালো একটা টপিক নিয়ে কথা বলেছেন ভাই।
ভাই, কন্টেন্ট হলো ট্রেডিশনাল এডুকেশনের বিপরীতে আবার স্পন্সর করলেন এই ট্রেডিশনাল সিস্টেমের সবচাইতে বাজে ওয়ে যেটার মাধ্যমে ভর্তি করানো হয় সেটাকে দুইটা পরস্পর সম্পূর্ণ বিপরীত।
হাসু আপা বঙ্গবল্টুর কাহিনী পড়িয়ে নাট বল্টু খোলা সেখাচ্ছিলো😅
আপনি ঠিক বলেছেন, আমাদের এই স্কুল সিস্টেম কোন কর্মমুখী শিক্ষা দেই না যেটা খুবই বিপজ্জনক ভবিষ্যতের জন্যে
Right bro
মনের কথা বললেন। ধন্যবাদ 😇
Bro is discouraging traditional education then getting sponsored by a traditional education coaching center! 🐸
because that is the reality of Bangladesh.
You can't change it.
nothing wrong there
traditional school r komti gulo boleche r billionaire ra traditional school a poracche na jeta normal manus r possible noi ba Gurdian ra bujhbe na. r sponsor ta kono doser noi jeta student der jonno. nijeke upskill kora school system r baire atai video r motive.
Ei to vai... Eita e mol kahini....
@@md.munamshahriarsabir1956 so we don't need doctors?
Khubi shikhonio Ekta video chilo ❤
Ami mone kri ETA niye amder svr Vba drkr
আমি সরকারি বিদ্যালয়ে পড়ি। আমার বিদ্যালয় ভালো করে ক্লাস হয় না। অনেক সময় ক্লাসে এসে বসে থাকে। আবার অনেকে ভালো করে পড়ে বাট খুব অল্প কয়েকজন সারই ভালো করে পড়ায়। আমার হঠাৎ করে পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থা। আমার মতে আগের শিক্ষাব্যবস্থা খারাপ ছিল না তবে ঐ শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ব্যবহার করা হয়নি। আমি ক্লাস ৮এ পড়ি।
Same
Apner vedio gula osomvob valo lage..!!😍😍 apner research gulo onek effective..
I will not send my children to school either...
But you should give them best learning system so they don't become lazy or unsuccessful
@@Sandra-t7b2xআপনার কথা একদম ঠিক, শিক্ষার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, আমি বিশ্বাস করি যে, ইলন মাস্কের স্কুলের মতো শিক্ষাব্যবস্থার প্রয়োজন, যেখানে শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য তৈরি করা হয়। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং সমস্যা সমাধান, সৃজনশীলতা, এবং উদ্ভাবন শেখানো হয়। এজন্য পৃথিবীজুড়ে প্রচুর স্কুল থাকা সত্ত্বেও আমি চাই আমার সন্তানদের এমন একটি শিক্ষাব্যবস্থায় পড়াতে(Elon's school ....), যা তাদেরকে কৌতূহলী এবং প্রাসঙ্গিক দক্ষতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে।
আপনার কথা একদম ঠিক, শিক্ষার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, আমি বিশ্বাস করি যে, ইলন মাস্কের স্কুলের মতো শিক্ষাব্যবস্থার প্রয়োজন, যেখানে শিক্ষার্থীদের কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য তৈরি করা হয়। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং সমস্যা সমাধান, সৃজনশীলতা, এবং উদ্ভাবন শেখানো হয়। এজন্য পৃথিবীজুড়ে প্রচুর স্কুল থাকা সত্ত্বেও আমি চাই আমার সন্তানদের এমন একটি শিক্ষাব্যবস্থায়(Elon's School or, his system...) পড়াতে, যা তাদেরকে কৌতূহলী এবং প্রাসঙ্গিক দক্ষতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে।@@Sandra-t7b2x
স্কুলে ৪০% তৈরি করা হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি নিজে থেকেই শেখার চেষ্টা না করা হলে অতল জলের গভীরে ডুবে যাওয়াটায় অনিবার্য হয়ে যাবে
আমি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি পাশাপাশি আমি ওয়েব ডেভেলপার।
বাংলাদেশের এডুকেশন সিস্টেম এর সাথে আমি এগরি না।
তাছাড়া আপনি ভিডিওতে যেটা বললেন,ক্লাস ফাইভে পড়ার জন্য বয়স না,অ্যাবিলিটি জাজ করা দরকার এবং একটা ক্লাস এর জন্য এক বছর কেনো সময় নিতে হবে? এই ২ টা ব্যাপার ভেবে দেখা খুব ই দরকার দায়িত্বশীলদের।
Setai,hudai time nosto
Ami matro class 10 e pori. But ami Business korte nai. Amr life er goal e holo business kora. You are my idol. Bhaiya ami ba amdr jonno ekta video dien je kibabe eii boyosh theke business start korbo.Plz bhaiya this is my request🥺💖💝
Biology Haters এর স্টুডেন্ট ( ACS ছেড়ে দিছেন তিনি)
Na varsity batch e asen
@@makewithhasib7142 ২৫ ব্যাচে থাকবেন না।
Ke?