বেজন্মা।এক দলিতের আত্মকথা। শরণকুমার লিম্বালে। পাঠ- দীপ বোস।(Audio Book Episode-8)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024
  • বেজন্মা।এক দলিতের আত্মকথা। শরণকুমার লিম্বালে। পাঠ- দীপ বোস।(Audio Book Episode-8)#banglaaudiobooks
    • বেজন্মা।এক দলিতের আত্ম...
    আমি কবে লিখতে শুরু করি, কি করে লিখি, কি লিখি, এইসব প্রশ্নের যখন আমি উত্তর খোঁজার চেষ্টা করি, তখন আমার নিজেরই বেশ অবাক লাগে। আমার লেখার মূলে ছিল আমার পরিস্থিতি, যা আমার ও আমার লেখনীর স্রষ্টা। এই কারণে, আমায় ও আমার লেখা বোঝার জন্য বুঝতে হবে আমার পরিস্থিতি।
    আমার ইতিহাস জড়িয়ে আছে আমার মায়ের জীবনে, বড়জোর দিদিমার জীবনে। আমার মা অস্পৃশ্য জনজাতিভুক্ত, আর বাবা একজন উচ্চবংশজাত, ভারতবর্ষের আর পাঁচটা সুবিধাভোগী শ্রেণীভুক্তর একজন। একজন বড় হয়েছে কুঁড়েঘরে, অন্যজন প্রাসাদে। একজনের কাছে ছিল না একটুকরো জমি, অন্যজন জমিদার। তাদের ছেলে আমি, এক বেজন্মা। পরিত্যক্ত এবং অবৈধ - এই আমার পরিচয়।
    আমার মা-বাবার অনৈতিকতার সম্পর্ককে আমি ধর্ষণ ছাড়া কোন উপমা দেব জানি না। জন্মগত সূত্রেই আমার বাবা পেয়েছে এই সমাজে সব কিছু ভোগ করার সুযোগ সুবিধে। তার মধ্যে একজন হল আমার দরিদ্র ও অস্পৃশ্য মা। আমার মা যদি কোন উচ্চবর্ণ বা ধনী পরিবারের মেয়ে হত, তাহলেও কী সে নিজেকে এইভাবে সমর্পন করে দিত বাবার ভোগবিলাসের জন্য? দলিত আন্দোলন এবং দলিত সাহিত্যর সাথে পরিচয় হওয়ার পরেই আমি উপলব্ধি করতে পারি যে আমার মা ব্যভিচারিণী নয় মোটেই, এক নিষ্ঠুর সমাজব্যবস্থার বলি। সংবাদপত্রে কোন ধর্ষণের ঘটনা পড়লে অস্থির হয়ে পড়ি আজও। মনে হয় এ যেন আমার মায়ের ওপরেই নিষ্ঠুরতা।
    একজন অস্পৃশ্য, নিঃসম্বল মানুষ হিসেবে যে জীবন আমি কাটিয়েছি, সেই জীবনটুকুই কালির অক্ষরে তুলে ধরেছি এখানে। প্রত্যেক গ্রামেই একজন করে পাটিল আছে, যে অজস্র জমিজায়গার মালিক। এদের সবার অন্তত একটি করে রক্ষিতা থাকে। আমার এই জীবনকথা এজন্যেই লেখা, যে সবাই জানুক এক বেশ্যার সন্তান হওয়ার কি যন্ত্রনা। একদিকে উচ্চবর্ণের মানুষেরা, যারা আমাদের হেয় করে অস্পৃশ্য গণ্য করে। অন্যদিকে আমাদের নিজের সমাজের সবাই, যারা আমাদেরকে পর করে দেয় আক্কারমাশী বলে। এই লাঞ্ছনার জীবন বড়ই কষ্টকর, বারংবার ছুড়ি দিয়ে আঘাত খাওয়ার মত। এই যন্ত্রণার বোঝা নিয়েই আমার জীবনের পথ চলা, আর এই আত্মজীবনী সেই যন্ত্রনাময় পথ চলার এক ঝলক মাত্র।
    #audiobook#banglaaudiobooks #bestaudiobooks #audiobook #topaudiobooks #classicaudiobooks
    ◈◈◈◈◈◈MUSIC USED◈◈◈◈◈◈◈
    Music by: Pixaybay
    Music by Mike Kripak from Pixabay
    PHOTO EDITING◈◈◈◈◈◈◈
    @Canva
    ◈◈◈◈◈◈VIDEO EDITING◈◈◈◈◈◈◈
    ClipChamp
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thank you for Watching!
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For Business
    Contact : 7044189253
    WhatsApp-7044189257
    Email- teamechotales@gmail.com

Комментарии •