Tarapith Tour (তারাপীঠ ট্যুর) | Day 3 | মুলুটি: মৌলীক্ষা, নলহাটী: নলহাটেশ্বরী, আকালীপুর: গুহ্য কালী

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • প্রথম দিবসে (দিবস ১) হাওড়া থেকে রামপুরহাট স্টেশন এবং সেখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে গমন এর যথাযথ বিবরণ দেয়া ভিডিও দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    দিবস ২, পর্ব ১ ভিডিওতে তারা মায়ের মন্দিরে পূজো দেওয়া এবং তারা মায়ের মহাশ্মশান দর্শনের যথাযথ বিবরণ দেয়া আছে। তারপর ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠ শাখা দর্শন এর বিবরণ দেয়া আছে। দিবস ২, পর্ব ১, দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    দিবস ২, পর্ব ২, ভিডিওতে বামদেবের জন্মস্থান আটলা, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সোনাঝুরি হাট এবং খোয়াই ভ্রমণের যথাযথ বিবরণ দেয়া আছে, সেটি দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    দিবস ২, পর্ব ৩, ভিডিওতে সতীপীঠ কঙ্কালীতলা ভ্রমণের যথাযথ বিবরণ দেয়া আছে, সেটি দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    দিবস ২ পর্ব ৪, ভিডিওতে লাভপুর (মা ফুল্লরা) ও বীরচন্দ্রপুরে সর্বমোট আটটি দর্শনীয় স্থান, যথা হাটুগাড়া (জানুকুন্ড), পঞ্চপান্ডবমন্দির , শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সঙ্ঘ (গৌড়ীয় মঠ) , নিতাই বাড়ি, ইসকন মন্দির, জগন্নাথ মন্দির, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হাড়াই পন্ডিতের পাতাল শিব মন্দির, বাকারায় মন্দির ভ্রমণের যথাযথ বিবরণ দেয়া আছে, সেটি দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    দিবস ২ পর্ব ৫, ভিডিওতে মুন্ডমালিনী তলা ভ্রমণের যথাযথ বিবরণ দেয়া আছে, সেটি দেখার জন্য ক্লিক করুন: • Tarapith Tour (তারাপীঠ...
    ⭐ দিবস ৩ ⭐
    ♦️ সকাল ছয় ঘটিকায় উঠে স্নানাদি সেরে আবার বেরিয়ে পড়তে হবে প্রাতরাশ করার জন্য।
    ♦️ তারপর ৯:০০ এর মধ্যে বেরিয়ে পড়তে হবে বাকি তিনটে দর্শনীয় স্থান দেখার জন্য। আমরাও একই সময় বেরিয়ে পড়েছিলাম কারণ সন্ধ্যা বেলা ৬:১৫ তে ছিল 'বন্ধে ভারত'।
    ♦️ আজকের দর্শনীয় স্থান হল: মুলুটি: মা মৌলীক্ষা, নলহাটী: মা নলহাটেশ্বরী, আকালীপুর: মা গুহ্য কালী।
    ♦️ আমরা একটি মারুতি আগের দিনের মতোই ভাড়া করেছিলাম, আস্থা হোটেলে অচিন্ত্য দা, ভাড়া করে দিয়েছিলেন। এই তিনটি স্থান ভ্রমণ করতে গাড়ি ভাড়া হয়েছিল ২০০০/- । তোমরা একটু দাম দর করে নেবে।
    ♦️ প্রথমে যাবে মুলটি। এটি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত। ওখানে মাকে দর্শন করে পুজো দেবে।
    ♦️ তারপর সোজা চলে যাবে নলহাটি। ওখানেও মাকে দর্শন করে পূজো দেবে মায়ের ভৈরব কে দর্শন করতে ভুলবে না।
    ♦️ তারপর আকালিপুর। এখানকার একটি বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু লাইন দিয়ে পূজো হয় না। ব্রাহ্মণ একবারই পূজো করতে বসেন এবং তখনই সবার পুজো করেন। পুজো মোটামুটি দুপুর বারোটার পরে হয়। চেষ্টা করবে ওই সময় উপস্থিত হয়ে যাওয়ার। মাকে দর্শন করবে, মাকে পুজো দেবে।
    ♦️ তারপর সোজা চলে আসবে হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে দ্বিপ্রাহরিক আহার সেরে নেবে।
    ♦️ এবার জিনিসপত্র গোছগাছের পালা। জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে।
    ♦️ হোটেলে আমরা তিনজন ছিলাম। চেক ইন টাইম ছিল 13/10/24, 8:30 PM. আর চেক আউট করেছিলাম 15/10/24, 05:00 PM.
    ♦️ আমাদের এসি রুম ছিল এবং গিজার ছিল। প্রত্যেকদিন হিসাবে ভাড়া ছিল ১০০০/- টাকা। দুই রাত তিন দিন এর সর্বমোট ভাড়া হয়েছিল: 1000 + 1000 + 450 = 2450।
    ♦️ হোটেলের কর্মচারীদের দেয়ার জন্য কিছু টাকা চাইবে, যে যার সামর্থ্য মতো দিতে পারো। আমরা ১০০/- টাকা দিয়েছিলাম।
    ♦️ এবার হোটেল থেকে বেরিয়ে আমাদের গাছে অনেকগুলি ব্যাগ ছিল তাই জন্য আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। অটো রিজার্ভ করলে ২৫০/- টাকা নেয়।
    ♦️ আমাদের সন্ধ্যা 06:15 Pm এর বন্ধেভারত এক্সপ্রেস প্রি রিসার্ভেশন করানো ছিল। এটি হাওড়া স্টেশনে আসার কথা ছিল 09:20 PM এ। কিন্তু আমাদেরকে 09:00 PM এ হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছে।
    তোমরা যারা যারা তারাপীঠ যেতে যাও এরকম স্বল্প দিনে তারা তারা আমাদের এই পরিকল্পনাটি অনুসরণ করতে পারো তাহলে খুব কম সময় তারাপীঠ এবং তারাপীঠ সংলগ্ন বীরভূমের অধিকাংশ স্থান বিশেষ করে শক্তিপীঠ গুলি দর্শন করতে পারবে।

Комментарии •