ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি। এনায়েত,,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাসানী সম্পর্কে অজানা তথ্য জানানোর জন্য।
উনি ছিলেন আমাদের রিয়েল হিরো অফ বাংলা। উনার জীবনী আমাদের বর্তমান প্রজন্মের কাছে আপনার মতো সকল পপুলার ইউটিউবারের ই তুলে ধরা উচিত, যাতে আমাদের ইউথ রা সঠিক ইতিহাস জানতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এনায়েত ভাই।
রতনে রতন চিনে,,,,,,,,, জিয়াউর রহমানের বিরুদ্ধে এখনো তেমন কোন দুর্নীতির কথা শুনি নাই। আরো সম্মান বেড়ে গেল মাওলানা সাহেবের কথা শুনে। আল্লাহ পাক উনাদের জান্নাত দান করুন আমীন।
যতবার শুনি ততবার মহান নেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। এখকার নেতা নামে ক্ষেতাদের শিক্ষা উচিৎ, ক্ষমতায় না থেকেও কিভাবে মানুষের পাশে থাকতে হই। কিভাবে অন্যদের সম্মান করতে হই। একজন সত্যিকারের জনদরদি নেতা। মাওলানা..
আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।” -আবদুল হামিদ খান ভাসানী
@@soldier2262 radical Muslim ra Santi te thakuk west bengal, tripura jamon a6e valoi ache r Assam Assamese der jonno oder upor kono bangalir odhikar nai.
মাওলানা ভাষানী আপনাক অনেক মিস করছি আপনি একজন প্রকৃত নেতা , আপনি কিছুটা সময় ক্ষমতায় হাতে পেলেও হয়ত বাঙ্গলাদেশের প্রেক্ষাপটা অন্যরকম হতে পারত , আল্লাহ আপনাকে পরকালে পুরস্কৃত করবে এই আশা রাখি , আর এনায়েত আপনাকে অনেক ধন্যবাদ এই মহান নেতাকে আপনার আলোচনার বিষয়বস্তু বানানোর জন্য,। আমি আরো আশা করব আপনি এই রকম প্রকৃত দেশপ্রেমিদের নিয়ে আরো ভিডিও বানাবেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে "ভাসানী স্টাডিস" কোর্সটা যখন পড়া শুরু করি তখন অনেক বিস্তর জানার সুযোগ হয়। তিনি আসলেই অনেক উঁচু মাপের একজন নেতা ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে উনার অবদান অনস্বীকার্য।
2000 সালের পর যাদের জন্ম, আমার মনে হয় তাদের মধ্যে অনেকেই , মাওলানা ভাসানী কে এইটা জানার চেষ্টা করেনা,, তত্ত্ব অনুযায়ী সে একজন অসাধারণ,, নেতা ছিলেন,, এতে কোন সন্দেহ নেই
@@EnayetChowdhuryOfficial ভাসানী স্টাডিস কোর্স টা নন ক্রেডিট কোর্স। কিন্তু এইটা সবার জন্য বাধযতামূলক করতেই হয়। সাধারণত সব ডিপার্টমেন্ট এ ফার্স্ট ইয়ারে এই কোর্সটির ক্লাস শুরু হয়
মাওলানা ভাসানী সম্পর্কে কিছু জানতাম কিন্তু উনার পারসনালিটি এতটা স্টং তা জানতাম না,উনি বাংলার ইতিহাসে একজন মহান নেতা।বাংলায় কখনো তার মতো নেতা কখনো হবে কিনা আল্লাহ তাআলা ভাল জানে।বাংলায় তারমতো একজন নেতা আবারও প্রয়োজন। শ্রমজীবী মানুষের জন্য।
ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি। অনেক ধন্যবাদ আপনাকে। মাওলানা ভাসানী একজন সাদা মনের মানুষ ছিলেন। চুরি ও গুন্ডামী বুজতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাগান দান করুন আমিন।
বর্তমান শিক্ষা ব্যাবস্থা আজ এতটাই কলুষিত যে জয় বাংলা আর বঙ্গবন্ধু ছাড়া অন্য কোন নেতার ঠাই নাই পাঠ্যবইগুলোতে। কিন্তু ৯ম-১০ম শ্রেণীতে জিয়াউর রহমান ও এরশাদকে সমালোচনা করা হয়েছে কিছুটা।কিন্তু ভাসানী কে? এটা নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি।
@@samratdatta3215 উনি বলেছিলেন হিন্দুদের আওয়ামীলীগ সাপোর্ট করে কাজ হবে না। কংগ্রেস যেমন ভারতে মুসলিম ভোট ব্যাংক নিয়ে কুনো কিছু করে না। তেমনি আওয়ামীলীগ হিন্দু ভোট ব্যাংক নিয়ে কিছু করে না। আর তাছাড়া ধর্ম নিরপেক্ষতা নিয়ে পাকিস্তানে ভাসানী প্রথম কথা বলেছিলেন। আর কুনো ভেরিফাইড সোর্স ছাড়া কিছু বিশ্বাস করো না
এই মানুষটাকে অনেক বেশি শ্রদ্ধা আর সম্মান করি... ভাবলে খুব কষ্ট লাগে, তাঁর নাম এই দেশ থেকে মুছে ফেলা হচ্ছে.... তবে আমি সঠিক ইতিহাস বুঝতে শিখেছি আমার আব্বার কাছে। আর @enayetchowdhury আপনাকে অনেক ধন্যবাদ সঠিক ইতিহাস এই প্রজন্মকে জানানোর জন্য।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যার আর্মির মেজর জিয়াউর রহমান স্যার কে সমর্থন করেন যে কারণ সেটা হলো তিনি স্বজনপ্রীতি ছিলো না তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতেন জিয়াউর রহমান স্যার তার অনেক অবদান আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যার এর পরে মেজর জিয়াউর রহমান স্যার কে ভালো পেয়েছিলাম আমরা কিন্তু আমরা বাঙালিরা এতোই খারাপ যে ভালো ভালো মানুষটিকে রাজনীতির কারণে মেরে ফেললাম এখন আবার আফসোস করি এই হলো বাংগালির স্বভাব ।যে দেশে ভালো মানুষের দাম নাই সেই দেশের মানুষ কিভাবে সান্তি খোঁজে আল্লাহতালা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন ছুম্মা আমিন। সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।
মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ আল্লাহর বিধান মানা। আমরা মুসলিমরা কি তা পালন করতে পারছি বিজাতীয় বিধান আমদানি করে তা পালন করছি রাষ্ট্রীয়ভাবে। সূরা মায়েদাহ আয়াত ৩৯-৪০ সীমালঙ্ঘনের পর যে তওবা করে ও সংশোধন হবে আল্লাহর তার তওবা কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তোমরা কি জানো না যে, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহরই (তাহলে জমিনে আইন চলবে কার অবতীর্ণ কিতাবের বিধান হতে) তিনি যাকে ইচ্ছা, শাস্তি প্রদান করেন এবং ক্ষমা করেন, আল্লাহ সর্বশক্তিমান। সুরা মায়িদাহ আয়াত ৪২-৪৪ আর যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে করবেন, আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। আল্লাহর অবতীর্ণ বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। সুরা মায়িদাহ আয়াত ৪৫-আর আমি তাদের জন্য তাতে বিধান দিলাম যে ,জীবনের বদলে জীবন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এবং অনুরূপভাবে যখমের পরিবর্তে যখম , কেউ মাফ করলে তার গুনাহ কাফফারা হবে, আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই জালিম। সুরা মায়িদাহ আয়াত ৪৭-আর ইঞ্জিলদারীকে বিধান দেওয়া হয়েছিল আল্লাহর অবতীর্ণ কিতাব তদনুসারে,আর আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই ফাসেক। সুরা মায়িদাহ আয়াত ৪৮- আর আমি আপনার কাছে সত্য কিতাব অবতীর্ণ করেছি যা পূর্ববতী কিতাব সমূহের সত্যতা ঘোষণা কারী। আল্লাহর নাযিলকৃত কিতাব দ্বারা আপনি ফয়সালা করবেন আর আপনার নিকট আগত সত্য বাদ দিতে দিয়ে তাদের(ছলনা )প্রবৃত্তির অনুসরণ করবেন না, তোমাদের প্রত্যেকের জন্য আমি বিধান ও চলার পথ দিয়েছি, আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক জাতি করতে পারতেন , বস্তুত তোমাদেরকে পরীক্ষা করতে চান, সৎকর্মে প্রতিযোগিতা করো। আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে ,বিরোধ মূলক বিষয়ে তিনি তখন ফয়সালা দেবেন। সুরা মায়িদাহ আয়াত ৪৯-৫০আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তাদের মর্জির অনুসরণ করবেন না সাবধান থাকুন ,যদি তারা না মানে ,তবে জেনে রাখুন যে, আল্লাহর ইচ্ছা যে তাদের কোন পাপের কারণে তাদেরকে শাস্তি প্রদান করবেন, আর মানুষের মধ্যে অনেকেই অবাধ্য ,তবে তারা কি জাহেলি যুগের বিধান চায়? আর আল্লাহর চেয়ে উত্তম ব্যবস্থাপক কে যারা খাঁটি বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য। সুরা মায়িদাহ আয়াত ৫১-হে ঈমানদারেরা তোমরা ইহুদী ও নাসারাকে গ্রহণ করো না নিজেদের বন্ধু রুপে ,তারাই পরস্পর বন্ধু, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু করবে সে তাদের দলভুক্ত, নিশ্চয়ই আল্লাহ যারা জালিম সম্প্রদায় তাদেরকে হেদায়েত দেন না। সুরা মায়িদাহ আয়াত ৫৬- আর যারা আল্লাহ ,তাঁর রাসূল, ও মুমিনদেরকে বন্ধু বানায় তারাই আল্লাহর দল তারাই বিজয়ী হবে । সুরা মায়িদাহ আয়াত ৬৭-হে রাসুল,আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন, আর যদি না করেন, তাহলে রিসালাত পৌঁছালেন না, আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন না, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না কাফিরদের ।( যারা কুফরী করে) তাদের অভিভাবক হচ্ছে তাগুদ। গবেষণা চলবে
আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান এর থেকে বেশী উনাকে এবং এ কে ফজলুল হক কে বেশি সম্মান করি। অনেক ধন্যবাদ এনায়েত ভাই, প্লিজ এ কে ফজলুল হক স্যারের একটা সিমিলার ভিডিও আমাদের উপহার দেন।
জাস্ট অসাধারণ একটা ব্যাক্তিত্ব ❤ ভিডিওটা দেখার সময় উনার প্রতি সম্মান ও শ্রদ্ধায় নিজের লোম দাড়িয়ে গেলো। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনফোরমোটিভ ভিডিও দেয়ার জন্য 👑
সত্যি বলতে ১৪ মিনিট ৪৩ সেকেন্ড কখন যে চলে গেছে টেরই পাইনাই। যেগুলো বাকি ছিল সবগুলো বললে যদি ৩০ মিনিটও হতো, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতাম একটুও বোরিং হতাম না। অবশেষে ধন্যবাদ আপনাকে একজন মহান ব্যক্তির ইতিহাস তুলে ধরার জন্য💖
বাংলাদেশের বুকে যদি কোন দেশপ্রেমিক নেতার নাম সম্মানের সহিত উচ্চারণ করা হয়, সে হবেন মাওলানা ভাসানী। আফসোস এমন একজন মানুষের জীবন এবং কর্ম নিয়ে প্রচারণা নাই। অথচ স্বার্থপর নেতার নাম প্রচার করে কান ঝালাফালা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য প্রচারের জন্য। আরও তথ্য সংগ্রহ করেন, এবং আমাদেরকে সত্য জানার সুযোগ করে দেন।
ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি। এনায়েত,,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাসানী সম্পর্কে অজানা তথ্য জানানোর জন্য
4:25 is the most desirable part of this video to our youth generation who are facing the immense corruption of this regime since 2009. Hit like if you are agreed.
Eto taka nai hoise maina nilam, erporeo eto sundor sundor hajar hajar project dekhen kemne? 2009 theke aaj eto kisu asche desh e, eto system bhalo hoise, tarporo mone hoy eto taka mair khaise? Acha, maina nilam onekkk taka corruption hoise. Erporeo economy ager theke je koto gun bhalo hoise, eto taka asche, eigula chokhe pore na? Onno kaure toh eto kisu korte dekhi nai
@@plasticide4095😂 কথা কইলাম দুর্নীতি নিয়ে। সেটা আমার কনসার্ন। এবার আসি উন্নয়নে, উন্নয়ন যে কোন সরকার থাকলেই ঋণ নিয়ে করা সম্ভব। তাও যদি সেই উন্নয়নের বিল পাশে কিছু টাকা কামানো যায়। মাথাপিছু ঋণ যেন কত?
@circledge amar proshno hoitase durniti onek deksi shikar korsi, but asolei ki eto porimane hoitase jeita bola hoy? Naile eto taka astese kotheke? Amader mathapichu wrin google kore dekhen, onek kom, 37% Boro boro desh er aro onek hoy. Ato durniti durniti koren, onno party aro besi korto, taka nito unnoyon kichu korto na
General Zia shomporke ami shudhu ektai jantam oita holo je Zia ekta kharap manush. Tobe aj drishtivongi bodlaya gelo. Hmm ashole tahole tini valoi chilen! Amra shotjik itihash jani na!!!!!
কিন্তু ১৯৭৬ সালে মারা গিয়ে ভাষানী ১৯৭৭ সালে ক্ষমতায় আসা জিয়াউর রহমান সম্পর্কে কিভাবে মন্তব্য করেছেন যে " .. এখন পর্যন্ত জিয়ার ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই... একজন সৎ শাসকের তো প্রশংসাই প্রাপ্য..." ? Surely we are being oppressed by corruption ,but above statement is absurd.
Molana vashani is a Great muslim leader and human Vashani hojor ar varot virodita ami posondo kori....he was on r8 path ....May Allah grant him jannah 9:10 Asssalamualykom 11:52 an interesting fact about shek mojib& vashani
Just speechless , what an informative documentary video. keep it up with good deeds. Thanks Brother for your bravery and awesome work !! This generation badly need to know our real Leader.
@@khankalu9403 সারা দেশের লোক আসসালামুআলাই কুম বলে, তাতে এতে দেশের স্বাধীনতার বিষয়ে গুরুত্ব কি? " প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে....... রক্তযখন দিয়েছি, রক্ত আরো দিবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসআল্লাহ। এবারের র্সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"। এবার বলুন দেশের স্বাধীনতার জন্য কোনটা ঐতিহাসিক গুরুত্ব রাখে? আরেকজনের মত আতাত করে? আতাত করলে তার নামে "মুজিব নগর সরকার" গঠন হতো না। মুক্তিযুদ্ধ তার নামে পরিচালিত হতো না। মুক্তিযোদ্ধারা তার নামে শ্লোগান দিয়ে আত্মাহুতি দিতো না। দেশ স্বাধীন হলে তাকে ফুল দিয়ে করতো না,। মাওলানা (আসলে হবে কমরেড) ভাষানি সেচ্ছায় কোলকাতায় নিজেকে সেভ করার জন্য গৃহ বন্দিত্ব গ্রহন করৃছিল । সারা দেশের লোক "আতাতকারিকে(?) সত্তর সালের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছিল। কোন মাওলানাকে নয়। নির্বাচন ভন্ডুল করতে পাকিস্তানের অকৃতিম বন্ধু রাষ্ট্র চীনে গিয়ে বলতেন না যে "ভোটের আগে ভাত চাই "। যে কোন বাহানায় নির্বাচন থেকে নিজেকে দুরে রাখতেন। কোন নির্বাচনে অংশগ্রহন করেননি। তার রেখে যাওয়া "ন্যাপ " মুসলিমলীগের মতই ইন্তেকাল করেছে। দেশের নিরানব্বই পারসেন্ট লোক জানেই না তার দলের নাম কি, কি তার আর্দশ। একজনই নেই যে তার হাল ধরার মত যোগ্য কাউকে রেখে গেছে। " কিয়ামত পর্যন্ত পাকিস্তানকে কেউ আলাদা করতে পারবে না" মাওলানা ভাষানীর উক্তি।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্পর্কে আরো ভিডিও চাই। আপনাকে অনেক ধন্যবাদ sir,সঠিক ইতিহাস তুলে ধরার জন্যে। আর আপনি অনেক সুন্দর ভাবে বলেন যা শুনলেই মনে থেকে যায়,কোনো সমস্যা হয়না কিছু বুঝতে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ❤️🔥 মওলানা ভাসানী আমরণ সংগ্রাম করেছেন সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে। 💝
আমরা তরুণ প্রজন্ম কখনো এমন একজন নেতার ইতিহাস পাঠ্য বইতে পাই নাহ। বাংলাদেশের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বিমুখ করে রাখা হয়েছে। সত্যিকারের একজন দেশ প্রেমিক ছিলেন।
আফসোস আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বই গুলোতে এই সব মহান নেতাদের নিয়ে খুব কম লেখা থাকে। আমাদের ইতিহাসে যে উনারা কত বড় অবদান রাখছে তা সহজে সব জায়গায় প্রকাশ করে না! আপনার ভিডিও গুলার মাধ্যমে অনেক কিছু ডিটেইলসে জানলাম। ধন্যবাদ 🫡
Content is very good as always . But one thing to advise ….. kotha gula evabe chibiye chibiye bolle kane baje , tai r 10 joner moto savabik vabe bolle r o valo lagbe. Thanks
জিয়াউর রহমান কোনদিনও বঙ্গবন্ধুকে খারাপ বলেনি,, তার সকল ভাষণের আগে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করতেন ♥️♥️ তিনি বঙ্গবন্ধুকে অনেক রেসপেক্ট করতেন,, এর থেকে বুঝা যায় যে বঙ্গবন্ধু খারাপ মানুষ ছিলেন না 💯♥️
মওলানা ভাসানীকে নিয়ে বানানো সিরিজের প্রথম ভিডিওর লিংক এইটা:
ruclips.net/video/Ct6KiBiVCYE/видео.htmlfeature=shared
এখনো না দেখলে দেখে আসেন! আপাতত এই সিরিজের দুইটা ভিডিও দেওয়া হলো। তবে সামনে আরো কিছু লেখা, রিল এইগুলা আসতে পারে। যাইহোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন 😅
আজকের ভিডিওর রেফারেন্স বইসমূহ:
১.রাজনীতির মওলানা মজলুম জননেতা বিক্ষোভের কারিগর -মহিউদ্দিন আহমদ
২.ভাসানী কাহিনী- সৈয়দ আবুল মকসুদ
৩.কাগমারি সম্মেলন -সৈয়দ আবুল মকসুদ
৪.মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-সৈয়দ আবুল মকসুদ
৫. ভাসানীর ভারত প্রবাস -সৈয়দ আবুল মকসুদ
৬.জানা-অজানা মাওলানা ভাসানী- আব্দুল হাই সিকদার
৭.মাওলানা ভাসানীকে যেমন দেখেছি -বঙ্গবীর কাদের সিদ্দিকী
৮.আমার দেখা রাজনীতির ৫০ বছর -আবুল মনসুর আহমদ
মাওলানা ভাসানীকে নিয়ে আরো পর্ব চাই ।
আশা করি, আরো কিছু পর্ব মাওলানা ভাসানী সম্পর্কে বানাবেন।
মাওলানা ভাসানী কে নিয়ে আরোও পর্ব চাই...
ভাইয়া, রেফারেন্স বুক কোনটা??
বই গুলোী লিস্ট দেন
ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি। এনায়েত,,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাসানী সম্পর্কে অজানা তথ্য জানানোর জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত দেখতে থাকেন, আশা করি আরো অনেক অজানা তথ্য জানতে পারবেন! 😅😅
@@EnayetChowdhuryOfficialvi vasir bivinno siddanto o podokkep sompor ke 1 ta video den
Karon Sheikh Mujibur chara Bangladeshe kono neta nai
Ekti dol se vabe desh ta chalacche
Take nie aro video asha kori
Eirokom neta ar Bangla kon juge asbe allah valo janen😢
উনি ছিলেন আমাদের রিয়েল হিরো অফ বাংলা। উনার জীবনী আমাদের বর্তমান প্রজন্মের কাছে আপনার মতো সকল পপুলার ইউটিউবারের ই তুলে ধরা উচিত, যাতে আমাদের ইউথ রা সঠিক ইতিহাস জানতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এনায়েত ভাই।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বস! আপনারও উচিত ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেওয়া 😅😅😅
রতনে রতন চিনে,,,,,,,,,
জিয়াউর রহমানের বিরুদ্ধে এখনো তেমন কোন দুর্নীতির কথা শুনি নাই।
আরো সম্মান বেড়ে গেল মাওলানা সাহেবের কথা শুনে।
আল্লাহ পাক উনাদের জান্নাত দান করুন আমীন।
To, uni to bangabandhur bepareu Kono onnay boleni, tahole unar proti somman aslona?
যে ভাসানি প্রথম থে হিন্দু তারাতে সে ভাষানি না একজন ভালো নেতা হাহা।যা জিয়া সাপৌট করতো তাই সে ভালো হাহা
Setai @@Ashishroysjn
মাওলানা ভাষানী মারা গেছেন ১৯৭৬ সালে,আর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন ১৯৭৭ সালে।তাহলে জিয়া সম্পর্কে মাওলানার বক্তব্য কি মিথ্যাচার নয়?
@@Ashishroysjnbongobondhur durniti chilo ki na jani Ami Tobe eita jani or sontander dewa shikha
যতবার শুনি ততবার মহান নেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে।
এখকার নেতা নামে ক্ষেতাদের শিক্ষা উচিৎ, ক্ষমতায় না থেকেও কিভাবে মানুষের পাশে থাকতে হই। কিভাবে অন্যদের সম্মান করতে হই। একজন সত্যিকারের জনদরদি নেতা। মাওলানা..
Did you not see how he antagonized Hindus?
@@pigeon5601ruclips.net/video/Ct6KiBiVCYE/видео.htmlsi=2PcmWfIRU_I4xWh8
What about this..?
@@pigeon5601
আচ্ছা হিন্দুদের সর্বোচ্চ দেবতা প্রভুর নাম কি ॐ
আহা, বাংগালী হিসেবে আমরা বড়ই অভাগা... 😢😮..😮.😢..
Parjeet
মাওলানা ভাষানীর মতো নেতা আর পৃথিবীতে আসবেনা,,, সৎ সাহসী ভালো মনের মানুষ ছিলেন,, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন
আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।”
-আবদুল হামিদ খান ভাসানী
Oh ki nola 😂
@@AniXedit basanir khotai logic ase. Bangladesh without West Bengal is incomplete.
@@soldier2262 radical Muslim ra Santi te thakuk west bengal, tripura jamon a6e valoi ache r Assam Assamese der jonno oder upor kono bangalir odhikar nai.
@@soldier2262na west bengal e hindu onek ar tara asle bangladesh e muslim der shonkha kome jeto
@@kazialauddinahmed1293উলটোটা
আজ মাওলানা ভাসানী এর প্রতি সম্মান দ্বিগুণ হয়ে গেলো 😢 ।
এতোদিন কম থাকার কারণ কী?
@@EnayetChowdhuryOfficialভালো করে জানতেন না, আপনি জানিয়েছেন বলে হয়তোবা 😂
@@EnayetChowdhuryOfficialহয়তো উনি হুজুরের ব্যাপার এতো কিছু জানতো না
@@EnayetChowdhuryOfficial কারণ সবখানেই মুজিবের নাম ছাপা , তাই অন্যদের অবদান গুলো ঢাকা পড়ে গেসে😢
@@EnayetChowdhuryOfficialআশা করি মাওলানা ভাসানী সম্পর্কে আরো ভিডিও বানাবেন ।
মাওলানা ভাষানী আপনাক অনেক মিস করছি আপনি একজন প্রকৃত নেতা , আপনি কিছুটা সময় ক্ষমতায় হাতে পেলেও হয়ত বাঙ্গলাদেশের প্রেক্ষাপটা অন্যরকম হতে পারত , আল্লাহ আপনাকে পরকালে পুরস্কৃত করবে এই আশা রাখি , আর এনায়েত আপনাকে অনেক ধন্যবাদ এই মহান নেতাকে আপনার আলোচনার বিষয়বস্তু বানানোর জন্য,। আমি আরো আশা করব আপনি এই রকম প্রকৃত দেশপ্রেমিদের নিয়ে আরো ভিডিও বানাবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ 😅
আল্লাহ এরকম একজন ধর্মীয় ও স্বার্থহীন মহান নেতা যদি এখন আমাদের মধ্যে পাঠিয়ে দিতেন❤️
খুব খারাপ লাগে যখন দেখি পাঠ্যবইয়ে এই মহান নেতা সম্পর্কে বিশেষ কিছু লেখা নেই। আমরা প্রকৃত ইতিহাস জানতেই পারলাম না।😢
সে লীগ করতো।
২০০৯ সালের দিকে পঞ্চম শ্রেণীর বইতে ছিল। কিন্তু পরবর্তীতে সরকার পাঠ্যবই চেঞ্জ করছে।
মন খারাপ না করে ভিডিওটা শেয়ার করে দেন! সহজ সমাধান 😁
ভাই এই স রকার ভাসানি সাহেব কে দেখতে পারে না কারন তিনি এই সরকার এর মতো ভারতের দালাল ছিলেন না।
যখন পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর নাম ই ছিল না তখন কই ছিলেন?
মাওলানা ভাসানী একজন প্রকৃত দেশপ্রেমী ছিলেন ❤
হ্যাঁ এইটা ভালো বলসেন!
Molana basani hojjor ar aro video chi donobad apnake
ওনি একজন আল্লাওয়ালা নেতা ছিলেন।🎉আল্লাহ্ ওনাকে জান্নাত দান করুক।
ভাই পুরো জিবনি চাই মাওলানা ভাসানির।
হোক সেটা এক ঘন্টার।
আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মাকাম নসীব করুন
ওরেহ খাইসে এক ঘন্টার ভিডিও! 😄
Obosshoi 1 ghonta ken r o boro hok shomossha nai.amra shotto and shothik ta jante chai
@@EnayetChowdhuryOfficialনা স্যার দিলে ভাল হবে,জ্ঞানের ভান্ডার পূণ্য হবে।
Part part kore den !!!! 😀😀
@@EnayetChowdhuryOfficial
একটা ভিডিও বানান ! ঐটা না হয় আমরা কম কিছু মানুষই দেখলাম ! অথবা পার্ট পার্ট করে দেন !
@@EnayetChowdhuryOfficial
এত স্বল্প সময়ে এত সুন্দরভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ!
মাওলানার ফ্যান হয়ে গেলাম।❤
অনেক অনেক ধন্যবাদ 😅
অনেক ধন্যবাদ আপনাকে। মাওলানা ভাসানী একজন সাদা মনের মানুষ ছিলেন। চুরি ও গুন্ডামী বুজতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাগান দান করুন আমিন।
আমীন আমীন
আগে অল্প জেনে ভালোবাসতাম, এবার একদম গভীর থেকে ভালোবাসা আসলো। রাজনীতির পীর ধরতে হলে বা নিয়ম থাকলে নির্দ্বিধায় তাঁকে ধরতাম।❤
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে "ভাসানী স্টাডিস" কোর্সটা যখন পড়া শুরু করি তখন অনেক বিস্তর জানার সুযোগ হয়। তিনি আসলেই অনেক উঁচু মাপের একজন নেতা ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে উনার অবদান অনস্বীকার্য।
ইয়াহিয়া খানের সাথে জোট কি ছিলো???
@@HrishiLizard265 না ভাই।
ওরেহ সেই! এই কোর্সটা কী সবাইকেই একদম প্রথমে নেওয়া লাগে?
@@EnayetChowdhuryOfficialসবার জন্য বাধ্যতামূলক।
@@EnayetChowdhuryOfficial বারি স্যার এর সাথে দেখা হলে আরও অনেক কিছু জানতে পারবেন হয়তো
2000 সালের পর যাদের জন্ম, আমার মনে হয় তাদের মধ্যে অনেকেই , মাওলানা ভাসানী কে এইটা জানার চেষ্টা করেনা,, তত্ত্ব অনুযায়ী সে একজন অসাধারণ,, নেতা ছিলেন,, এতে কোন সন্দেহ নেই
আমাদের টাংগাইলের গর্ব মাওলানা ভাসানী একজন সৎ ও নিষ্টাবান নেতা। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের নেতার ইতিহাস সুন্দরভাবে তুলে ধরার জন্য।❤
আরেহ সেরা! আপনাকেও ধন্যবাদ ❤❤
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জের, টাংগাইলের নয়।
@@md.amirulislam651 check wiki bro
মাওলানা ভাসানী ভারত উপমহাদেশের নেতা ছিলেন।
আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, আমার বাড়ি হতে পাঁচ কিলো দূরত্ব, সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জের গর্ব আব্দুল হামিদ খান ভাসানী
আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।তার সম্পর্কে যতই জানি ততই অবাক হই।
আসল নেতা হয়ত এমনি হয়।
হুজুরের প্রতি ভালবাসা ❤❤
আপনারও কী "ভাসানী স্টাডিজ" পড়া লাগসে?
@@EnayetChowdhuryOfficial ভাসানী স্টাডিস কোর্স টা নন ক্রেডিট কোর্স। কিন্তু এইটা সবার জন্য বাধযতামূলক করতেই হয়। সাধারণত সব ডিপার্টমেন্ট এ ফার্স্ট ইয়ারে এই কোর্সটির ক্লাস শুরু হয়
ধন্যবাদ এনায়েত হোসেন। ইতিহাস সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন।
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, মুছে ফেলা ইতিহাস আবার পুনরায় শোনানোর জন্য।
আপনার মাধ্যমে এইরকম একজন ত্যাগী সৎ মানুষের সঠিক ইতিহাস জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ❤❤❤
বাংলার জাতির জনক মাওলানা ভাসানী উনার জন্য সম্মান বেড়ে গেল আল্লাহ তায়ালা আনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন
মাওলানা ভাসানী সম্পর্কে কিছু জানতাম কিন্তু উনার পারসনালিটি এতটা স্টং তা জানতাম না,উনি বাংলার ইতিহাসে একজন মহান নেতা।বাংলায় কখনো তার মতো নেতা কখনো হবে কিনা আল্লাহ তাআলা ভাল জানে।বাংলায় তারমতো একজন নেতা আবারও প্রয়োজন। শ্রমজীবী মানুষের জন্য।
এই মানুষটাকে যখন থেকে পড়া শুরু করি তখন থেকেই চরম ভালোবাসতে শুরু করি! এই মহান মানুষটার পরিবার খুবই কষ্টে দিন যাপন করছে সরকারের উচিত এই দিকে লক্ষ্য করা!
এখানে কাকে ইন্ডিগেড করলেন :
#এনায়েত চৌধুরী ভাইকে না
#মরহুম আব্দুল হামীদ ভাসানীকে
এখানে কাকে ইন্ডিগেড করলেন :
#এনায়েত চৌধুরী ভাইকে না
#মরহুম আব্দুল হামীদ ভাসানীকে
Dummy or CM of on of ndian state
ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি।
অনেক ধন্যবাদ আপনাকে। মাওলানা ভাসানী একজন সাদা মনের মানুষ ছিলেন। চুরি ও গুন্ডামী বুজতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাগান দান করুন আমিন।
মাওলানা ভাসানীকে ইতিহাস থেকে খুব সূক্ষ্ম ভাবে বের করে দেওয়া হয়েছে।
খুব তথ্যমূলক একটি কাজ। এরকম অারো চাই।❤❤❤
অনেক অনেক ধন্যবাদ বস, অবশ্যই চেষ্টা থাকবে 😁❤️❤️
বলদ সে লীগ করতো।
আমি সত্যিই মুগ্ধ কথা বলার ভাষা নাই । তিনি একজন অসাধারণ রাজনৈতিক মানুষ ছিলেন?
আমি আওয়ামীলীগ করি না কিন্তু ভাসানীকে একজন আদর্শ নেতা হিসেবে মানি আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুন।
I got goosebumps on some points you were narrating!!! I really feel proud about our past leaders❤️🩹. May Allah grant him Jannatul Ferdaus!!!
বাংলাদেশের ইতিহাসে মাওলানা ভাসানীর মত রাজনৈতিক ব্যাক্তিত্ব দ্বিতীয় আর কেই নেই এখন পর্যন্ত। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন। আমিন!!!
আমিন
আলহামদুলিল্লাহ তিনিও দেওবন্দের ছাত্র ❤❤
বর্তমান শিক্ষা ব্যাবস্থা আজ এতটাই কলুষিত যে জয় বাংলা আর বঙ্গবন্ধু ছাড়া অন্য কোন নেতার ঠাই নাই পাঠ্যবইগুলোতে। কিন্তু ৯ম-১০ম শ্রেণীতে জিয়াউর রহমান ও এরশাদকে সমালোচনা করা হয়েছে কিছুটা।কিন্তু ভাসানী কে? এটা নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি।
ভাই নির্ভয়ে সত্য কথা বলার জন্য জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন
মাওলানা ভাসানী প্রতি ভালোবাসা অবিরাম আল্লাহ তাকে যেনো জান্নাত দান করেন
সত্যি কার অর্থে উনি দে-শ প্রেমিক ছিলেন
দালান ছিলেন না
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤
ইতিহাস অনেক লুকানো হয়েছে আমাদের পাঠ্যক্রম থেকে 🤕😬
হুম এতিহাসে ভাসানী নাই বললেই চলে কিন্তু অন্য দেশে তাকে নিয়ে রিচার্ড করে
@@abdulmannanshikdar1211bro kothata richard nh research hobe
মাওলানা ভাষানির মত নেতা যখন জিয়াউর রহমান কে নিয়ে যদি এরকম উক্তি করে থাকেন তাহলে বুঝাই যায় জিয়াউর রহমান কত বড় দেশপ্রেমিক ও সৎ নেতা ছিলেন
ভাষানি আমার বল ছিলেন যে নেতা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছিলো।
@@samratdatta3215 উনি সমাজতান্ত্রিক নেতা ছিলেন। এটাই জানোনা।
@@AM_I_GROOT হিন্দুদের বের করে দেওয়া কথা বললেন কেনো বলেন?
@@samratdatta3215 উনি বলেছিলেন হিন্দুদের আওয়ামীলীগ সাপোর্ট করে কাজ হবে না। কংগ্রেস যেমন ভারতে মুসলিম ভোট ব্যাংক নিয়ে কুনো কিছু করে না। তেমনি আওয়ামীলীগ হিন্দু ভোট ব্যাংক নিয়ে কিছু করে না। আর তাছাড়া ধর্ম নিরপেক্ষতা নিয়ে পাকিস্তানে ভাসানী প্রথম কথা বলেছিলেন। আর কুনো ভেরিফাইড সোর্স ছাড়া কিছু বিশ্বাস করো না
মাওলানা ভাষানী মারা গেছেন ১৯৭৬ সালে,আর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন ১৯৭৭ সালে।তাহলে জিয়া সম্পর্কে মাওলানার বক্তব্য কি মিথ্যাচার নয়?
এই মানুষটাকে অনেক বেশি শ্রদ্ধা আর সম্মান করি... ভাবলে খুব কষ্ট লাগে, তাঁর নাম এই দেশ থেকে মুছে ফেলা হচ্ছে.... তবে আমি সঠিক ইতিহাস বুঝতে শিখেছি আমার আব্বার কাছে। আর @enayetchowdhury আপনাকে অনেক ধন্যবাদ সঠিক ইতিহাস এই প্রজন্মকে জানানোর জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু! ভিডিওটা দেখে ভালো লাগলে, শেয়ার করে দেন সবার সাথে 😅😅😅😅
@@EnayetChowdhuryOfficial 😁 জ্বি স্যার। শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার উপযুক্ত একটা ভিডিও। ❤️
এটা কোন শিক্ষা ব্যবস্থা? যে শিক্ষা ব্যাবস্থায় আসল ইতিহাস জানা যায় না???????
এনায়েত স্যার আপনার মতো শিক্ষকদের মানুষ মনে রাখবে যুগ যুগ❤❤❤
অনেক অনেক ধন্যবাদ আপু 🥰❤️❤️
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যার আর্মির মেজর জিয়াউর রহমান স্যার কে সমর্থন করেন যে কারণ সেটা হলো তিনি স্বজনপ্রীতি ছিলো না তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতেন জিয়াউর রহমান স্যার তার অনেক অবদান আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্যার এর পরে মেজর জিয়াউর রহমান স্যার কে ভালো পেয়েছিলাম আমরা কিন্তু আমরা বাঙালিরা এতোই খারাপ যে ভালো ভালো মানুষটিকে রাজনীতির কারণে মেরে ফেললাম এখন আবার আফসোস করি এই হলো বাংগালির স্বভাব ।যে দেশে ভালো মানুষের দাম নাই সেই দেশের মানুষ কিভাবে সান্তি খোঁজে আল্লাহতালা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন ছুম্মা আমিন। সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।
I am proud to be a student of মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ❤
😂😂😂😂
😂😂😂
আরেহ সেরা! 😃
MBSTU er qs ranking koto ?
মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ আল্লাহর বিধান মানা। আমরা মুসলিমরা কি তা পালন করতে পারছি বিজাতীয় বিধান আমদানি করে তা পালন করছি রাষ্ট্রীয়ভাবে। সূরা মায়েদাহ আয়াত ৩৯-৪০ সীমালঙ্ঘনের পর যে তওবা করে ও সংশোধন হবে আল্লাহর তার তওবা কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তোমরা কি জানো না যে, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহরই (তাহলে জমিনে আইন চলবে কার অবতীর্ণ কিতাবের বিধান হতে) তিনি যাকে ইচ্ছা, শাস্তি প্রদান করেন এবং ক্ষমা করেন, আল্লাহ সর্বশক্তিমান। সুরা মায়িদাহ আয়াত ৪২-৪৪ আর যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে করবেন, আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। আল্লাহর অবতীর্ণ বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। সুরা মায়িদাহ আয়াত ৪৫-আর আমি তাদের জন্য তাতে বিধান দিলাম যে ,জীবনের বদলে জীবন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এবং অনুরূপভাবে যখমের পরিবর্তে যখম , কেউ মাফ করলে তার গুনাহ কাফফারা হবে, আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই জালিম।
সুরা মায়িদাহ আয়াত ৪৭-আর ইঞ্জিলদারীকে বিধান দেওয়া হয়েছিল আল্লাহর অবতীর্ণ কিতাব তদনুসারে,আর আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই ফাসেক। সুরা মায়িদাহ আয়াত ৪৮- আর আমি আপনার কাছে সত্য কিতাব অবতীর্ণ করেছি যা পূর্ববতী কিতাব সমূহের সত্যতা ঘোষণা কারী।
আল্লাহর নাযিলকৃত কিতাব দ্বারা আপনি ফয়সালা করবেন আর আপনার নিকট আগত সত্য বাদ দিতে দিয়ে তাদের(ছলনা )প্রবৃত্তির অনুসরণ করবেন না, তোমাদের প্রত্যেকের জন্য আমি বিধান ও চলার পথ দিয়েছি, আল্লাহ চাইলে তোমাদের সকলকে এক জাতি করতে পারতেন , বস্তুত তোমাদেরকে পরীক্ষা করতে চান, সৎকর্মে প্রতিযোগিতা করো। আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে ,বিরোধ মূলক বিষয়ে তিনি তখন ফয়সালা দেবেন। সুরা মায়িদাহ আয়াত ৪৯-৫০আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তাদের মর্জির অনুসরণ করবেন না সাবধান থাকুন ,যদি তারা না মানে ,তবে জেনে রাখুন যে, আল্লাহর ইচ্ছা যে তাদের কোন পাপের কারণে তাদেরকে শাস্তি প্রদান করবেন, আর মানুষের মধ্যে অনেকেই অবাধ্য ,তবে তারা কি জাহেলি যুগের বিধান চায়? আর আল্লাহর চেয়ে উত্তম ব্যবস্থাপক কে যারা খাঁটি বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য। সুরা মায়িদাহ আয়াত ৫১-হে ঈমানদারেরা তোমরা ইহুদী ও নাসারাকে গ্রহণ করো না নিজেদের বন্ধু রুপে ,তারাই পরস্পর বন্ধু, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু করবে সে তাদের দলভুক্ত, নিশ্চয়ই আল্লাহ যারা জালিম সম্প্রদায় তাদেরকে হেদায়েত দেন না। সুরা মায়িদাহ আয়াত ৫৬- আর যারা আল্লাহ ,তাঁর রাসূল, ও মুমিনদেরকে বন্ধু বানায় তারাই আল্লাহর দল তারাই বিজয়ী হবে । সুরা মায়িদাহ আয়াত ৬৭-হে রাসুল,আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন, আর যদি না করেন, তাহলে রিসালাত পৌঁছালেন না, আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন না, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না কাফিরদের ।( যারা কুফরী করে) তাদের অভিভাবক হচ্ছে তাগুদ। গবেষণা চলবে
আমাদের ইতিহাসের বই গুলো তে এগুলো এড়িয়ে চলে, এটা কষ্টকর।
Oni toh history pore a ai video ta banaiche
He mentioned text book history.
@@JatonDas-vk5mc স্কুলের পাঠ্য লিপিতে উনার জীবনি সরিয়ে ফেলা হয়েছে সব মুজিবুর দিয়ে ভরে ফেলেছে
এক সময় ইতিহাস বইতে ছিলো ভাই, কিন্ত ইতিহাস বইটা আর নাই, ওইটা এখন জাতির পিতার জীবনী
হুজুর পাকিস্তানের মাগি সে আওয়ামী লীগ ছিলো জানস।
আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান এর থেকে বেশী উনাকে এবং এ কে ফজলুল হক কে বেশি সম্মান করি।
অনেক ধন্যবাদ এনায়েত ভাই, প্লিজ এ কে ফজলুল হক স্যারের একটা সিমিলার ভিডিও আমাদের উপহার দেন।
জাস্ট অসাধারণ একটা ব্যাক্তিত্ব ❤
ভিডিওটা দেখার সময় উনার প্রতি সম্মান ও শ্রদ্ধায় নিজের লোম দাড়িয়ে গেলো। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনফোরমোটিভ ভিডিও দেয়ার জন্য 👑
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বস 🥰❤❤
আমি মনে করি বাংলাদেশের শিক্ষিত শ্রেণির মানুষদের কাছে আপনার ইউটিউব চ্যানেলটা একটা ভরসাযোগ্য সোর্স❤️একদিন দেখা হবে ভাইয়া ইন শা আল্লাহ
সত্যি বলতে ১৪ মিনিট ৪৩ সেকেন্ড কখন যে চলে গেছে টেরই পাইনাই। যেগুলো বাকি ছিল সবগুলো বললে যদি ৩০ মিনিটও হতো, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতাম একটুও বোরিং হতাম না।
অবশেষে ধন্যবাদ আপনাকে একজন মহান ব্যক্তির ইতিহাস তুলে ধরার জন্য💖
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
বাংলাদেশের বুকে যদি কোন দেশপ্রেমিক নেতার নাম সম্মানের সহিত উচ্চারণ করা হয়, সে হবেন মাওলানা ভাসানী। আফসোস এমন একজন মানুষের জীবন এবং কর্ম নিয়ে প্রচারণা নাই। অথচ স্বার্থপর নেতার নাম প্রচার করে কান ঝালাফালা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য প্রচারের জন্য। আরও তথ্য সংগ্রহ করেন, এবং আমাদেরকে সত্য জানার সুযোগ করে দেন।
এরকম সত্য ইতিহাস বলার মত সাহসও দরকার, যেটা আপনি দেখিয়েছেন।
ভাষানী বাংলাদেশের অনেক উঁচুমাপের নেতা ছিলেন। কিন্তু আমরা বতমান প্রজন্ম তার সম্পর্কে খুবই কম জানি। এনায়েত,,,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাসানী সম্পর্কে অজানা তথ্য জানানোর জন্য
ধন্যবাদ, স্যার।
অনেক সাহসী ভিডিও ছিলা এটা। দোয়াকরি, সত্যি কথা বলার জন্য আপনাকে কোন সমস্যায় যাতে পড়তে না হয়।
Nowadays leaders like Moulana Vashani are few & far between! May Allah grant him peace hereafter!
একটাও নেই
@@ishtiaqueahmed3623 maybe not, but we can always hope! Someone will be a godsend soon enough, inshallah! ❤️
You wont find anyone like Huzur
@@mahdihasannur8146 no doubt about that, but still someone close to him will do for now.
অন্তর্দৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক মৌলানাকে হাজারো সালাম। খুব সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।
4:25 is the most desirable part of this video to our youth generation who are facing the immense corruption of this regime since 2009. Hit like if you are agreed.
Eto taka nai hoise maina nilam, erporeo eto sundor sundor hajar hajar project dekhen kemne? 2009 theke aaj eto kisu asche desh e, eto system bhalo hoise, tarporo mone hoy eto taka mair khaise? Acha, maina nilam onekkk taka corruption hoise. Erporeo economy ager theke je koto gun bhalo hoise, eto taka asche, eigula chokhe pore na? Onno kaure toh eto kisu korte dekhi nai
@@plasticide4095😂
কথা কইলাম দুর্নীতি নিয়ে। সেটা আমার কনসার্ন।
এবার আসি উন্নয়নে, উন্নয়ন যে কোন সরকার থাকলেই ঋণ নিয়ে করা সম্ভব। তাও যদি সেই উন্নয়নের বিল পাশে কিছু টাকা কামানো যায়। মাথাপিছু ঋণ যেন কত?
@circledge amar proshno hoitase durniti onek deksi shikar korsi, but asolei ki eto porimane hoitase jeita bola hoy? Naile eto taka astese kotheke? Amader mathapichu wrin google kore dekhen, onek kom, 37% Boro boro desh er aro onek hoy. Ato durniti durniti koren, onno party aro besi korto, taka nito unnoyon kichu korto na
General Zia shomporke ami shudhu ektai jantam oita holo je Zia ekta kharap manush. Tobe aj drishtivongi bodlaya gelo. Hmm ashole tahole tini valoi chilen! Amra shotjik itihash jani na!!!!!
কিন্তু ১৯৭৬ সালে মারা গিয়ে ভাষানী ১৯৭৭ সালে ক্ষমতায় আসা জিয়াউর রহমান সম্পর্কে কিভাবে মন্তব্য করেছেন যে " .. এখন পর্যন্ত জিয়ার ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নাই... একজন সৎ শাসকের তো প্রশংসাই প্রাপ্য..." ?
Surely we are being oppressed by corruption ,but above statement is absurd.
এসব কাহিনী গুলো আমরা কিন্তু জানতাম না কোনো বইয়ে ঠিকমত নেই। এরা দেশপ্রেমিক, মধ্যপন্থা অবলম্বনকারী 👍
যুদ্ধ পরবর্তী ভাসানির অবস্থান, মনোভাব এবং কর্মকাণ্ড জানার ইচ্ছা ছিলো অনেক আগে থেকে। ধন্যবাদ এনায়েত এই ভিডিও এর জন্য।
সঠিক ইতিহাসটি তুলে ধরার জন্য ধন্যবাদ ❤
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ!
Molana vashani is a Great muslim leader and human
Vashani hojor ar varot virodita ami posondo kori....he was on r8 path ....May Allah grant him jannah
9:10 Asssalamualykom
11:52 an interesting fact about shek mojib& vashani
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা এবং সৎ নীতিবান আদর্শবান নেতা
Just speechless , what an informative documentary video.
keep it up with good deeds.
Thanks Brother for your bravery and awesome work !!
This generation badly need to know our real Leader.
Thanks a lot and you can also share this video with this generation 😅
We need leaders like Maulana Vashani today. May Allah grant Jannatul Ferdaus to Maulana saheb.
"পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।" -মাওলানা ভাসানী❤
স্বাধীন বাংলাদেশের জাতির আসল পিতা মওলানা ভাসানী ❤
"কিয়ামত পর্যন্ত কেউ পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না" মাওলানা ভাষানী।
আসসালামুয়ালাইকুম কে বলছিলো জানা আছে ?
আর আরেকজন আঁতাত করে পালিয়ে ছিলো ।
@@khankalu9403 সারা দেশের লোক আসসালামুআলাই কুম বলে, তাতে এতে দেশের স্বাধীনতার বিষয়ে গুরুত্ব কি? " প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে....... রক্তযখন দিয়েছি, রক্ত আরো দিবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসআল্লাহ। এবারের র্সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"। এবার বলুন দেশের স্বাধীনতার জন্য কোনটা ঐতিহাসিক গুরুত্ব রাখে? আরেকজনের মত আতাত করে? আতাত করলে তার নামে "মুজিব নগর সরকার" গঠন হতো না। মুক্তিযুদ্ধ তার নামে পরিচালিত হতো না। মুক্তিযোদ্ধারা তার নামে শ্লোগান দিয়ে আত্মাহুতি দিতো না। দেশ স্বাধীন হলে তাকে ফুল দিয়ে করতো না,। মাওলানা (আসলে হবে কমরেড) ভাষানি সেচ্ছায় কোলকাতায় নিজেকে সেভ করার জন্য গৃহ বন্দিত্ব গ্রহন করৃছিল । সারা দেশের লোক "আতাতকারিকে(?) সত্তর সালের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছিল। কোন মাওলানাকে নয়। নির্বাচন ভন্ডুল করতে পাকিস্তানের অকৃতিম বন্ধু রাষ্ট্র চীনে গিয়ে বলতেন না যে "ভোটের আগে ভাত চাই "। যে কোন বাহানায় নির্বাচন থেকে নিজেকে দুরে রাখতেন। কোন নির্বাচনে অংশগ্রহন করেননি। তার রেখে যাওয়া "ন্যাপ " মুসলিমলীগের মতই ইন্তেকাল করেছে। দেশের নিরানব্বই পারসেন্ট লোক জানেই না তার দলের নাম কি, কি তার আর্দশ। একজনই নেই যে তার হাল ধরার মত যোগ্য কাউকে রেখে গেছে।
" কিয়ামত পর্যন্ত পাকিস্তানকে কেউ আলাদা করতে পারবে না" মাওলানা ভাষানীর উক্তি।
জিয়াউর রহমান
ইমানের দুর্বলতা থাকলে যাকে তাকে জাতির পিতা ডাকা যায়। 😡
অনেক মিথ্যার চাপায় সত্যি টা ডাকা পরে যায়।। তবুও সত্যি টা সোনার আর হীরার মতোই চকচক করতে থাকে । যে আলোয় আলোকিত হয় অনেকের জীবন
Bhai microphone ta ek jaigai set koren plz
ইতিহাস নিয়ে ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছে ভাইয়া!
শুধু কন্টেন্ট ডাউন করার কোন প্রেসার না আসলেই আমাদের মতো শিক্ষানবিশদের জন্যে ভালো হবে… 🤍
allway's faithfulness
অনেক অনেক ভালোবাসা নেন বস 🥰
@@EnayetChowdhuryOfficial ভাইয়া, আপনার এই সিরিজ চলমান থাকুক। সাথে আপনি যে কমিউনিটি পোস্ট এবং ফেসবুক ওয়ালে দিতে চেয়েছেন সেগুলোর অপেক্ষায়… 🤍
সারাদেশের মানুষ মিষ্টি বিতরণ করে মুক্তি উদযাপন করেছিলেন
এমনকি প্রত্যেকের ঘরে ঘরে পতাকা উত্তোলন হয়েছিল আর সবাই বলেছিল আলহামদুলিল্লাহ
Kono video footage or paper a picture ba news er snap ki kothao ache ?
@@mafruhaatabin1898 ইনুর ছবি আছে ঐ সময়ের পএিকায়, ট্যাংকের উপর উঠে লাফাইতে ছিলো। নেটে পেয়ে যাবেন🥱
শহীদ জিয়াকে শ্রদ্ধা জানাই ও মাওলানা ভাসানীকে শ্রদ্ধা জানাই এমন এই দুই মহান নেতাকে আর পাওয়া যাবে না বাংলার মাটিতে তায় খুব শরন করি 🤲🤲🤲🤲🤲
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্পর্কে আরো ভিডিও চাই।
আপনাকে অনেক ধন্যবাদ sir,সঠিক ইতিহাস তুলে ধরার জন্যে।
আর আপনি অনেক সুন্দর ভাবে বলেন যা শুনলেই মনে থেকে যায়,কোনো সমস্যা হয়না কিছু বুঝতে।
ধন্যবাদ ভাই, মাওলানা ভাসানী কে নিয়ে এতো সুন্দর উপস্থাপনার জন্য।অনেক কিছু জানতে পারলাম
আপনাকেও অনেক ধন্যবাদ! ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেন 😅😅❤❤
মরহুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাঙ্গালী জাতির রুপকার। আল্লাহ মহান নেতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।
Enayet sir আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে দেশের সত্য ও সঠিক ইতিহাস আমাদের সামনে তুলে ধরবেন আপনার ভিডিও এর মাধ্যমে
আচ্ছা বস আপনিও দেখতে থাকেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন সবার সাথে 😄
তথ্যগুলো জানার পর ভাসানী সম্পর্কে আরো জানতে ইচ্ছে হচ্ছে । এ প্রজন্ম ভাসানীর সম্পর্কে তেমন কিছুই জানে না।
ধন্যবাদ এনায়েত ভাই❤
সামনে আরো কিছু জানানোর ইচ্ছা আছে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইজান 😄
শেখ মজিবরের জীবনি চাই নতুন প্রজন্ম জানে না @@EnayetChowdhuryOfficial
যাই হোক এই সিরিজ শেষ না করে বন্ধ করবেন না।
আমাদের স্কুল-কলেজে শুধু মুজিব মুজিব গেলানো হয়। হয় আফসোস।
ধন্যবাদ এনায়েত স্যার🫡🫡🫡
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ❤️🔥
মওলানা ভাসানী আমরণ সংগ্রাম করেছেন সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে। 💝
মাওলানা ভাসানী টাঙ্গাইলের গর্ব সত্যিটা তুলে ধরার জন্য ভাই আপনাকে ধন্যবাদ
Forgot what they taught me about 'maulana Abdul hamid' today I learned a whole new person...he was really a great leader❤❤❤❤
Thanks a lot! Also if you like this video, you can also share it to your friends 😁
মাওলানা ভাসানী ছিলেন এই দেশের প্রকৃত রাজনীতিবিদ
ধন্যবাদ ভাসানী সাহেবকে এতো সুন্দর করে উপস্থাপনের জন্য।
মাওলানা ভাসানী ই মূলত নেতা ছিলেন ❤️❤️💓
hmm🖤
আমরা তরুণ প্রজন্ম কখনো এমন একজন নেতার ইতিহাস পাঠ্য বইতে পাই নাহ। বাংলাদেশের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বিমুখ করে রাখা হয়েছে। সত্যিকারের একজন দেশ প্রেমিক ছিলেন।
এ থেকে বোঝা যায় বাংলার ও মানুষের জন্য কার অবদান বেশি। আর তাকেই বাংলার মানুষ মনে রাখে না ।
ধন্যবাদ এমন ভিডিও দেওয়ার জন্য।
কারণ সে পাকিস্তান প্রেমিক ছিলো না এজন্য।
🤣🤣🤣
অসাধারণ আলোচনা ❤️
অনেক ভালোবাসা নেন 🥰❤️❤️
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ। আপনি কী এতদিন ভুল ইতিহাস জানতেন নাকি? 😅
আফসোস আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বই গুলোতে এই সব মহান নেতাদের নিয়ে খুব কম লেখা থাকে। আমাদের ইতিহাসে যে উনারা কত বড় অবদান রাখছে তা সহজে সব জায়গায় প্রকাশ করে না! আপনার ভিডিও গুলার মাধ্যমে অনেক কিছু ডিটেইলসে জানলাম। ধন্যবাদ 🫡
Oh, Zerrein zeri😢❤😢😢
লেখাতো আসে বালেদার সময় কী আছিলো।
@@hossainahmed2191বাকশালের নেতা সম্পর্কে মনে হয় কিছু জানো না??
হঠাৎ সামনে আসায় দুইখানা ভিডিও মনোযোগ দিয়ে দেখলাম। অসাধারণ উপস্থাপনা + বাস্তবধর্মী গ্রাফিক্স, সবমিলিয়ে অসাধারণ ভাই। চালিয়ে যান। ❤
ভাই মাওলানা ভাসানী সম্পর্কে আরো কিছু ভিডিও বানাবেন এমন আশা থাকবে আপনার কাছে।
ধন্যবাদ স্যার, সঠিক ইতিহাস জানানোর জন্য 💜
আপনাকেও অনেক ধন্যবাদ 😃
Content is very good as always . But one thing to advise ….. kotha gula evabe chibiye chibiye bolle kane baje , tai r 10 joner moto savabik vabe bolle r o valo lagbe. Thanks
আদর্শের জন্যই তিনি মত দিতেন। আদর্শ ব্যাক্তিত্ব, চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা সব মিলিয়েই তিনি অনন্য।
জিয়াউর রহমান কোনদিনও বঙ্গবন্ধুকে খারাপ বলেনি,, তার সকল ভাষণের আগে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করতেন ♥️♥️
তিনি বঙ্গবন্ধুকে অনেক রেসপেক্ট করতেন,, এর থেকে বুঝা যায় যে বঙ্গবন্ধু খারাপ মানুষ ছিলেন না 💯♥️
bongobondo was the first dictator
People respected him , but he lost it due to his own actions.
ধন্যবাদ ভাই সঠিক ইতিহাস উন্মোচন করার জন্য❤❤🎉
ভাই বর্তমানে যে ইউরোপে ছাত্রছাত্রীরা যে গিয়ে ওইখান থেকে আর আসছে না কেন এতে বাংলাদেশ সরকার কি করা উচিত। এ বিষয়ে একটি বিডিও আশাকরি করবেন
বিরিয়ানি ছেরে কেউ পান্তা খাইবো
ভাই আপনি চলে যান। আমি ৯০% নিশ্চিত আপনিও আর দেশে আসতে চাইবেন না।
এইগুলা নিয়ে পডকাস্টে অনেক কথা হইসে! আর শিক্ষাব্যবস্থা নিয়েও আগের অনেকগুলা ভিডিও গেসে!
The day the youth of Bangladesh start to recognize and follow Bhashani, then we can truly achieve freedom.
অনেক সুন্দর, যুক্ত যুক্ত প্রাসঙ্গিক আলোচনা হয়েছে। শুভকামনা
মওলানা ভাযানীর কাছে শেখ মুজিব ছাত্র, ভাষাণীর ভূমিকা সবচেয়ে এদেশে সেরা
ভাই অসংখ্য ধন্যবাদ ভাসানি নিয়ে এরকম ভিডিও দেওয়ার জন্য।
🖤
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ