কান্ট ও প্লেটোর জীবনে এক চুমুক
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- সন্তানের জন্য বাবা মা সর্বোত্তম কি রেখে যেতে পারেন? প্রচুর সম্পদ, অর্থ কড়ি?
কিন্তু প্রচুর সম্পদ, অর্থ কড়ি রাখলেই কি সন্তানের জীবন নিরাপদ হবে? পিতা মাতার নাম রওশন করবে? রিয়েলিটি কিন্তু ভিন্ন সাক্ষ্য দেয়!
সন্তানের জন্য অনেক বাবা-মা অবৈধপথে, অসৎ পথে জীবন যৌবন বিলিয়ে দিয়ে সম্পদ পুঞ্জিভূত করেন। কিন্তু অনেক খারাপ সন্তান দেখা যাবে যারা অবৈধ পথে অর্জিত ওই সম্পদ উড়িয়ে দেয়।
সম্পদ নিরাপদ ভবিষ্যতের গ্যারান্টি দেয় না।
বরং পিতা-মাতা বড়জোর যেটা করতে পারে সেটা হচ্ছে যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। শিক্ষিত সন্তান পৃথিবীতে নিজের চলার পথ করে নিতে পারে, স্বনির্ভর হতে পারে।
এখানে দার্শনিক ইমানুয়েল কান্টের শৈশব নিয়ে আলোচনা করা হয়েছে। খুব অল্প বছর বয়সে কান্টের বাবা মারা যান, তার কয়েক দিনের মধ্যে মারা যান তার মা। বাবা মাকে নিয়ে ইমানুয়েল কান্ট সুন্দর একটি ট্রিবিউট লেখেন। এক বাক্যের একটি উক্তি আমাকে খুবই আকর্ষিত আকর্ষিত করেছে। তিনি লিখেন, আমার বাবা-মা আমার জন্য কোন সম্পদ রেখে যাননি, তবে আমার ঘাড়ে ঋণের বোঝাও চাপিয়ে দেননি।
এ আলোচনায় কান্টের পাশাপাশি প্লেটোর জীবনের এক চুমুক নেয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সময়ের একজন ধনকুবের বা বিশ্বের শীর্ষ ধনীদের একজন ওয়ারেন বাফেট ও তার বন্ধু চার্লি মুঙ্গেরকে নিয়ে একটু আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ মতো তৃতীয় বিশ্বের দেশে বাবা- মায়েরা কেন যেকোনোভাবে যে কোন পন্থায় সন্তানদেরকে অর্থ কড়ি দিয়ে যেতে চান, তার কারণ অনুসন্ধান করা হয়েছে।