আমার একমাত্র সর্বকণিষ্ঠ বোন শ্রদ্ধেয় সুরকার ড. নচিকেতা ঘোষ এর কাছে গান শিখত শ্যামবাজার, কলকাতায় "বাণীচক্র" সঙ্গীত শিক্ষায়তনে। সালটা এই বৃদ্ধ বয়সে মনে করতে না পারলেও বেশ মনে আছে কোন এক দুর্গাপুজোর বছরে আমার সর্বাধিক প্রাণপ্রিয় শিল্পী মান্নাদা এই গানটি রেকর্ড করেছিলেন নচিকেতা বাবুর সুরে এবং গানটি প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছিল। গানের ক্লাসে নচিকেতা বাবু আমার বোন ও সহপাঠীদের এই গানটি শিখিয়েছিলেন/তুলিয়েছিলেন ঐ বছরেই, তখনও গানটি রেকর্ড হয়ে বাজারে আসেনি। কত দিন আগের কথা!!! আর আজ কি সব গান শুনি, গান ওরফে হৈচৈ, কানফাটা আজয়াজ ও তাল/লয়/ছন্দবিহীন কিছু অর্থহীন শব্দের সমারোহ। এগুলিই বাজারে গান হিসাবে বিকচ্ছে, আমজনতা ও তাই গিলছে।
গানের মানে বুঝতেই ২৭ বছর হয়ে গেল,জানিনা এই দুনিয়ায় আর কতদিন আছি,সৃষ্টি কত্া ও তার সৃষ্টিকে ভালবাসার তৌফিক দিক,মানুষ কে ভালবাসার জন্য একটা সুনদর মন, সবাইকে দান করুন
God created humanbeing with honor in different nations and languages around the globe. We have to recall their legacy like this singer , wherever we live. Thanks.
ক'ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে।। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখ কে সয়েছো যে তুমি এতো সহজেই হাসবে...।। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার আজ কেন হাহা কার করো সে কথায় ইতিহাস গড়...। কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে...।। ক'ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
ভগবানের অশেষ ধন্যবাদ ,আমাদের বেঁচে থাকার জন্য,এমন একজন ব্যক্তিত্ব কে তুমি পাঠিয়ে ছিলে। যার সঙ্গীতের অতল সাগরে ডুবলে আর উঠতে ইচ্ছা করে না। কত যত্ন নিয়ে এই কন্ঠ তৈরি হয়। তাঁর গানে প্রেমকে খুব সহজেই স্পর্শ করা যায়।❤❤❤
কি কথা..... কি সুর......কি গান...... কি মিষ্টি মধুর গলা .....কি গায়কী! এ যেনো সঙ্গীতের ত্রহস্পর্শ (Trinity). পুলক বন্দ্যোপাধ্যায় - নচিকেতা ঘোষ - মান্না দে।
কঠিন বাস্তবতার কাছে ভালোবাসা চিরকালই হেরেছে কিন্তু ভালোবাসা হারানোর কষ্ট কি কোনদিন শেষ হয়? হয়তো হয় হয়তো হয় না। তারপরও মানুষ ভালোবাসে।হায়রে অবুঝ ভালোবাসা!
এমন কালজয়ী কন্ঠ হয়ত আর আসবে না বাংলার বুকে 😢 আহা কি দারুণ প্রতিদিন সকালে ওনার গানে আমি বার বার মুগ্ধ হোই বার বার শুনি তবু মন ভরে না। যতো বার শুনি ততবার চোখে জল এসে যায়।😢
এই গান যেন একটা spiritual song. গানের কথা যেন প্রতিটি ছত্রে ঈশ্বর কেই স্মরণ করানো হয়। আমার খুব প্রিয় গান,আর মান্না দে র গায়কির তো কোনোও তুলনা হয় না, ওনার কন্ঠে ঈশ্বরের বাস। আমার শতকোটি স্বশ্রদ্ধ প্রনাম ওনাকে।
জীবনের সুখ দুঃখ আনন্দ এত গভীর ভাবে প্রকাশ করে ,হৃদয়ের সকল বেদনা দূর হয়ে যায় । কাল জয়ী গান গুলো কখন পুরনো হবে না ।হাজার হাজার বছর ধরে এমন ভাবেই চলতেই থাকবে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@erd9566 শ্রীমতী ইতি রায়, "সত্যি বলছি তোমার জন্যে খুব জমাচ্ছি নীল জোনাকির আলো নেবে? অতীত ভুলো আজ অন্ধকারে দেবো গন্ধরাজ আবার বলছি, এবার বর্ষা কালের বিলের গালের ঢেউ তুমি ছাড়া আর পাবে না কেউ নেবে?
হাহাকার করি শুধু সে নেই তাই। পৃথিবী নির্মম।। আমার যথাসাধ্য সবই করেছি হে প্রিয় শিল্পী, শুধু পারিনি ঘর বাঁধতে,, তবুও বলেছিলাম _ কখন নিতে আসবে বলো "সব ছেড়ে তোমার কাছে চলে যাবো 🙏🙏আজ তার নি:শ্বাসই তাকে ফাঁকি দিয়ে আমাকে কাঁদিয়ে চলে গেলো!
আরে মশাই কি বলছেন কি !!!!!!!!!!!!? স্বয়ং দেবী সরস্বতী তো লতা, লক্ষ্মী হলো আশা, ব্রহ্মা হলেন রফি, বিষ্ণু হলেন মান্না দে, মহেশ্বর হলো গিয়ে কি শো র কু মা র , ঈশ্বর হলেন হেমন্ত মুখোপাধ্যায় আরো সবাই অনেকে যারা আছেন তাঁরা সব এক একটা দেব দেবী !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
গানটি আমার খুব প্রিয় গান। প্রথম শুনেছি হয়তো ১বছর আগে। প্রায় শুনি। আমার বাবা মান্না দের অনেক বড় ভক্ত। যাই হোক কিছুদিন আগে শহর থেকে গ্রাম এ যাবার পথে গাড়ি তে গান টি বাজালাম। শুনে আমার বাবা খুব খুশি হলো। তিনি আমাকে বল্লো এই গান তুমি পেয়েছো কোথায়? এটা তো তোমার দাদার আমলের গান। ১৯৭০ এর দিক গ্রামের বাড়িতে পালং খাটে শুয়ে গানটি শুনতাম। সময় গুলো খুব ভালো ছিলো। বাবার কথা শুনে আমার ও খুব ভালো লাগলো। যাও হোক আমার মতো আমার বাবাও হয়তো অনেক অভিমান করেছিলেন কোনো ছলনাময়ীর ওপর। ভালোবাসার জয় হোক। ভালোবাসা বেচে থাকুক সবার হৃদয়ে।❤️❤️
আপু তোমার চোখের জল আমার চোখে দাও পথের কাঁটায় আমি ঠিকই পায় রক্ত ঝরাবো, তোমার গোপন দুঃখ নেবো আমি তোমারে দেবো আমার গলার গান গলা ছেড়ে গাইবো নায়ে আমি বাইবে তুমি সুখের লাল সাম্পান। (এ লেখা পড়েনি চোখে?)
@@hafezahmed2877 তুমি ঠিক আমাকে খুঁজে বের করেছো এইখানে ।তোমার লেখা বাংলা সাহিত্যের সম্পদ হবে ভবিষ্যতে,এ আমার দৃঢ় বিশ্বাস ।মান্না দের "তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিয়েছো"আর "যে ক্ষতি আমি নিয়েছি মেনে" এই দুটো গানেতে আমার comment আছে।খুঁজে পাবে।
সত্যিই অসাধারণ মন ভালো হয়ে যায় পা থেকে মাথা অবধি শিহরনে ভরে ওঠে গানটি শুনলে মনে হয় একটা ভালো লাগার রেশ সে যে আর কাটতেই চায়না । Love is life if you got the correct one.🙏🙏🙏
"কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছে যে তুমি এত সহজে হাসবে" লাইনগুলো শোনার সময় মনে পড়ে শেখ হাসিনার কথা। ১৯৭৫ এর ১৫ আগষ্ট পরিবারের সবাইকে হারিয়ে তার রাতগুলো কেমন কাটতো? ১৯৮১সালে দেশে ফেরার পর তিনি নিজের বাসায় পর্যন্ত যেতে পারেন নি বা যেতে দেয়া হয় নি। তবুও আমাদের জন্য বা সাধারণ জনগনের সুখের জন্য স্বপ্ন দেখা বন্ধ করেন নি। তাই এ গানশুনে মনে হয়, এই গানের কথাগুলো দিয়ে আমাদের বিবেককে তিনি প্রশ্ন করে যাচ্ছেন। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না, প্রেমের সস্তা বিরহের কথা আমি এ গান দিয়ে এখন ভাবছি না। আমি ভাবছি আরো গভীরে
হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার আজ কেন হাহাকার করো সেকথায় ইতিহাস গড়ো কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
তখন নাইন-টেনে পড়ি।অন্য অনেক গানে (লারে লাপ্পা) ডুবে যেতে পারতাম অনায়াসে, কিন্তু এই সব গানের কথা, সুর আর অসাধারণ কন্ঠ আমাকে এর ভিতরেই ডুবিয়ে রেখেছে।মান্না দে-প্রিয়তম শিল্পী একজন। মনে পড়ে এই গানটি এক বন্ধুকে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম।সে খুব খুশি হয়েছিল এবং এই ধরণের গান শোনায় তার আগ্রহ জন্মেছিল।
তার আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়,নতুন মোটিভেশান জুগিয়েছে এই গান।নতুন আশা নিয়ে আবার ও তার পিছনে লেগে আছি।হয়তো সব মিথ্যা মরিচীকা। সে ত কোনদিন আমাকে ভালোবাসেনি অভিনয় ছাড়া
Amar jokhon Babar jonno khub kadte icche kore tokhon ami ei gaan ta suni..r kadi..manna de er gaan sunle amar mone hoy amar baba amar kachei ache...ei gaan gulor moddhe diye ami amar baba ke khuje pai...r ei gaan ta amar babar priyo chilo...sudhu bolto maa Amy ei gaan ta sonao..ajj 5 maas holo amar baba Amy chhere...............r likhte parchina..chokh ta jhapsa hoye asche...
How many tears have you cried over me that you will love me? are the lines of this Bengali fantastic song sung by Manna Dey. It is a very good Bengali song which I like listening to on RUclips. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
ক'ফোটা চোখের জল ভলোবাসার জন্য প্রয়োজন সেটা একেবারেই ব্যক্তিক, তবে মান্না দের এই দবদী গলার জন্য আপামর শ্রোতার চিরকালীন হাহাকার থেকে যাবে বলে, আমার বিশ্বাস ।
সত্যিই ত কেন ভালোবাসার হারিয়ে যায়?ভালোবাসার মানুষ গুলি কেন বুজেনা তারা হাত ছেড়ে দিয়ে শুধু নিজেকে দুরে সরায় না সেই সাথে সাথে যে মানুষ টির হাত ছেড়ে দেয় সে মানুষ টার বাকী জীবনের হাসি আনন্দ কেড়ে নিয়ে জিন্দাবাদ লাশ করে দিয়ে যায়।ভাল থাকুক আমার হৃদয়ে থাকা মানুষ টা।
আমার একমাত্র সর্বকণিষ্ঠ বোন শ্রদ্ধেয় সুরকার ড. নচিকেতা ঘোষ এর কাছে গান শিখত শ্যামবাজার, কলকাতায় "বাণীচক্র" সঙ্গীত শিক্ষায়তনে। সালটা এই বৃদ্ধ বয়সে মনে করতে না পারলেও বেশ মনে আছে কোন এক দুর্গাপুজোর বছরে আমার সর্বাধিক প্রাণপ্রিয় শিল্পী মান্নাদা এই গানটি রেকর্ড করেছিলেন নচিকেতা বাবুর সুরে এবং গানটি প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছিল। গানের ক্লাসে নচিকেতা বাবু আমার বোন ও সহপাঠীদের এই গানটি শিখিয়েছিলেন/তুলিয়েছিলেন ঐ বছরেই, তখনও গানটি রেকর্ড হয়ে বাজারে আসেনি। কত দিন আগের কথা!!! আর আজ কি সব গান শুনি, গান ওরফে হৈচৈ, কানফাটা আজয়াজ ও তাল/লয়/ছন্দবিহীন কিছু অর্থহীন শব্দের সমারোহ। এগুলিই বাজারে গান হিসাবে বিকচ্ছে, আমজনতা ও তাই গিলছে।
❤❤❤ আহা 🙏
কোথায় এমন পুলক বাবুর মত গীতিকার, কোথায় নচিকেতার মত সুরকার। আর কি আসবে মান্না দের মত গায়ক?
আহারে! কি গান!
আবার হবে গো দেখা
এ দেখাই শেষ দেখা নয় গো
❤
কি গানের কথা!
কি গানের সুর!
আর গায়কী?
কালজয়ী কিংবদন্তী মান্না দে! 💞
অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর।
💞💞💞💞💞💞💞💞💞💞💞
👌👌
কমেন্ট করার সাহস পাই না।মনের কথাই বলছেন। ধন্যবাদ।
❤❤❤❤
লুকিয়ে কাঁদার বেদনা শুধু তাঁরাই বুজে,,, যারা চিৎকার করে না কেঁদে লুকিয়ে কাঁদেন। আলহামদুলিল্লাহ 🌏
😢😢😢
😢😢😢 আমার মত
সবাই নিজের নিজের মনের কথা পেয়ে যায় মান্না দে র গানে ।
আহ, এতো সহজে এতো গভীর কথা বলে ফেললেন !
Akdom tai....Ei gaan ta amar khub priyo
একদম সঠিক বলেছেন
সুন্দর বলেছেন।
তাই তো বাঙালি আবেগ প্রবণ
বেঁচে থাক মান্না দে বাঙালির হৃদয়ে 🙏❤🙏
মান্নাদে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, হৃদয় দিয়ে অনুভব করি, তার অপূর্ব সৃষ্টিকে, গায়কীকে, গানের বানীকে । এরকম অন্তর দিয়ে গান করতে কাউকে শুনিনি ❤️
ক'টা রাত কাটিয়েছো জেগে,, সপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে।? ❣️ প্রশ্ন থাকলো তোমার কাছে।💔💔
Aar akta gaan sunbe
2024 এ এসেও যাঁরা এই গান টি শুনছেন তাদের রুচি কে সম্মান জানায়❤😊
❤❤
এসব তো চির তরুণ গান❤️
😊
😊😊😊
আমি এসব গান 2014 সাল থেকে শুনছি হ আমি যখন ক্লাস 4 পড়ি
সত্যিই এসব গান চিরকাল অমর হয়ে থাকবে😊
হৃদয় ছুঁয়ে যাওয়া গান.. সেদিনও মুগ্ধ ছিলাম আজও সমান মুগ্ধ...
Correct bolechen...Legend sri Manna dey moto keo nei
ভাঙা হৃদয়ের ভাষায় সুর আর গলা লাগান গুরুদেব মান্না দে। কিংবদন্তী শিল্পী এক অসাধারণ সংগীত সাধক ছিলেন।
আমি সারাজীবন শুধু শুনে যেতে চাই মান্না দে কে।
গানের প্রশ্নগুলো আগেই যাদের মনে উঁকি দিয়েছে তারাই শুধু জানে এই গানের কথাগুলো কতোটা মূল্যবান।
একদম।
@@casablanka208 qqq
Right
গানের মানে বুঝতেই ২৭ বছর হয়ে গেল,জানিনা এই দুনিয়ায় আর কতদিন আছি,সৃষ্টি কত্া ও তার সৃষ্টিকে ভালবাসার তৌফিক দিক,মানুষ কে ভালবাসার জন্য একটা সুনদর মন, সবাইকে দান করুন
Asadharon bolechen
আপনিও অসাধারণ, ধন্যবাদ
❤❤
🙏🙏🙏🙏🙏
❤
নাহ..... কোনো কথা নয়। শুধুই শোনা চলে এই গানগুলি। বললে যে কম পড়ে যাবে। 😊😊😊
ঝুম বৃষ্টি, গভীর রাত, একলা সময়, নির্জন হাইওয়ে কোথাও কোন কথা নয়, শুধুই শোনা ...
কথা সুর গায়কী ..... অন্তরের চাপা কষ্টগুলোকে মুক্ত করে দেয়। এই মানুষগুলো চলে গিয়ে বড় শূন্যতার সৃষ্টি করে দিলেন। এঁরা কি আর ফিরে আসবেন!!! 🙏🙏🙏
ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
THEY ARE LEGEND . NO ONE WILL BORN TO BE LIKE THEM
na
God created humanbeing with honor in different nations and languages around the globe. We have to recall their legacy like this singer , wherever we live. Thanks.
ক্ষণজন্মা রা আর আসেন না । এখন তো বাঙালি র কৃষ্টির পরিচয় টুম্পা সোনা ।
কী দারুন সত্যি প্রশ্ন করেছেন গীতিকার ! আর গায়কী উদাত্ত কী মর্মভেদী expression ! চির নতুন অথচ শ্বাশ্বত !
ভালোবাসায় দুঃখ না পেলে এই গানের যথাযথ মর্ম হয়তো বুঝতাম না,,,😌
একদম সত্য😢
ঠিক বলছেন
ভাগ্যিস চোখের জলের কোন রং নাই। যদি রং থাকতো তবে সারা রাত সুয়ে সুয়ে বোবা কান্না সে বুঝতে পারতো।মান্না দে তুমি গানের মধ্যে কী মায়াই না দিয়ে গেয়েছো।
কান্নার যদি রঙ থাকতো, তো এই বিশেষ কান্নাগুলো রক্তের রঙে রাঙানো হতো ।
@@parthasarathibanerjee2808 চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা
" চোখের জলের হয়না কোনো রঙ "
২০২২ সালে এসেও এই গানের মাধুর্য চিরন্তন। কি কথা, কি সুর, কি সুন্দর অবতারণা। ভালো থেকো মান্না দা❤️।
মান্না দা?? মাসতুতো ভাই না পিসতুতো?
Very few people in the internet in a few &)#is the internet,?(🎿🎴🏫🗼 gland
Higgins "
জানি নাহ কি যাদু আছে এই মানুষটার গলায়, বিরহের গান যেনো ইনার গলাতেই হওয়া উচিত ছিল❤️ সত্যি অনবদ্য ❤️
সত্যিই বিশুদ্ধতম ভালোবাসা খুবই দুর্লভ এই পৃথিবীতে... তাইতো মান্নাদের কণ্ঠে এই অমর সঙ্গীতের সৃষ্টি...ভালো থাক আমার ভালোবাসা না পাওয়ার দেশে💔💔💔
Hhbfhhfhk
ঈশ্বর গাইছেন, কি সুর, কি লেখা , বুকটা ফেটে যায়❤️
আমার মতে ( ব্যাক্তিগত ভাবে)
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন যথাক্রমে
রফি মান্না কিশোর
ঈশ্বর হলেন হেমন্ত
লতা -- সরস্বতী
আশা -- লক্ষ্মী
এছাড়াও মুকেশ, ভূপিন্দর সিং, যেসু দাস, ঊষা মঙ্গেশকর, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়,
ঊষা উথ্থুপ্, রুণা লায়লা
প্রমুখ আর সব অন্যান্য দেবদেবী
সঙ্গীত জগতে !!!!!!!!!!!!!!!!!!!!?
ক'ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে।।
কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে
কি এমন দুঃখ কে সয়েছো যে তুমি
এতো সহজেই হাসবে...।।
হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার
আজ কেন হাহা কার করো সে কথায় ইতিহাস গড়...।
কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি
সুখের সাগরে ভাসবে...।।
ক'ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
প্রাণের ভালোবাসা এমন ভাবেও উজাড় করা যায় ! আহা... অপূর্ব
যতবার শুনি গানটি ততবার ই মুগ্ধ হয়ে যাই, বয়সের ভারে গানটির আবেগঘন শব্দগুলোর অর্থ আরো বেশি অর্থবহ হয়ে ওঠে, গীতিকার, সুরকার, সংগীত শিল্পী সকলকে জানাই প্রণাম 🙏
১০০ বছর পর ও গানটা জীবন্ত থাকবে
ভগবানের অশেষ ধন্যবাদ ,আমাদের বেঁচে থাকার জন্য,এমন একজন ব্যক্তিত্ব কে তুমি পাঠিয়ে ছিলে। যার সঙ্গীতের অতল সাগরে ডুবলে আর উঠতে ইচ্ছা করে না। কত যত্ন নিয়ে এই কন্ঠ তৈরি হয়। তাঁর গানে প্রেমকে খুব সহজেই স্পর্শ করা যায়।❤❤❤
মান্নাদে স্যার, আপনার গান শুনে চোখ দিয়ে পানি ঝরছে, কিছু বলার নেই, যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকবেন আপনি গানের মাধ্যমে
কি কথা..... কি সুর......কি গান...... কি মিষ্টি মধুর গলা .....কি গায়কী! এ যেনো সঙ্গীতের ত্রহস্পর্শ (Trinity). পুলক বন্দ্যোপাধ্যায় - নচিকেতা ঘোষ - মান্না দে।
কঠিন বাস্তবতার কাছে ভালোবাসা চিরকালই হেরেছে কিন্তু ভালোবাসা হারানোর কষ্ট কি কোনদিন শেষ হয়? হয়তো হয় হয়তো হয় না। তারপরও মানুষ ভালোবাসে।হায়রে অবুঝ ভালোবাসা!
এমন কালজয়ী কন্ঠ হয়ত আর আসবে না বাংলার বুকে 😢 আহা কি দারুণ
প্রতিদিন সকালে ওনার গানে
আমি বার বার মুগ্ধ হোই বার বার শুনি তবু মন ভরে না।
যতো বার শুনি ততবার চোখে জল এসে যায়।😢
ওপরওয়ালা যখন পাঠান - তখন ঝুড়ি ঝুড়ি, একসাথে কত মণি রত্ন পাঠিয়েছিলেন।
এখন নেই তো কেউ নেই।
Darun comment...ohh outstanding
👌👌👌👌
Ek dom thik kotha. Jakhon era chilen, takhon amra vebechilam eta e normal. Ekhon bujhte parchi era ki chilen. R kono din o ei sob gaan hobe na
@@subratom89 👍👍
আপনি এত বোঝেন তো আপনি সেই ক্ষতি পূরণ করুন।
প্রতিবার নতুন মনে হয়❤️
কি সহজ ভাবে ভালোবাসাকে বর্ণিত হয়েছে। সত্যি কত জন সত্যিকারের ভালোবাসতে পারে?
আমার খুব ভালো লাগে সুনতে
Aar jara sotti bhalobese takee pai ni😭😭😭
@@rishmitakansabanik6600 সে ক্ষেত্রে ভালোবাসা তো অমর হয়ে গেছে। সংসার এর বাস্তব মাটিতে তাকে পা রাখতে হয় নি।
ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
Love you sir
সোহাগ ভাইয়ের মোটিভেশনাল স্পিচ দেখে আসা...
থ্যাংকস ভাই, এই অসাধারণ গানের সন্ধান দেয়ার জন্য
হৃদয় কেঁদে ওঠে,,,, অসাধারণ,,,মুগ্ধ হয়ে হাজার বার শুনেউ সাধ মিটে না
এই গান যেন একটা spiritual song.
গানের কথা যেন প্রতিটি ছত্রে ঈশ্বর কেই স্মরণ করানো হয়। আমার খুব প্রিয় গান,আর মান্না দে র গায়কির তো কোনোও তুলনা হয় না, ওনার কন্ঠে ঈশ্বরের বাস।
আমার শতকোটি স্বশ্রদ্ধ প্রনাম ওনাকে।
জীবনের সুখ দুঃখ আনন্দ এত গভীর ভাবে প্রকাশ করে ,হৃদয়ের সকল বেদনা দূর হয়ে যায় ।
কাল জয়ী গান গুলো কখন পুরনো হবে না ।হাজার হাজার বছর ধরে এমন ভাবেই চলতেই থাকবে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আজকে ও গান টা শুনতে গিয়ে চোখের জল পড়ছে ।শুধু তোমার ই এই অনুভূতির জায়গা টা তৈরি হয় নি। "সবই তুমি খেলা ভেবে নিয়েছো"।
মৃত মাধুরীর কনা না জমিয়ে
এখানে দেখো আমি কতো জোছনা জমাই
নেবে?
@@hafezahmed2877 তাই তো দেখছি ।
@@erd9566 শ্রীমতী ইতি রায়,
"সত্যি বলছি
তোমার জন্যে খুব জমাচ্ছি
নীল জোনাকির আলো
নেবে?
অতীত ভুলো আজ
অন্ধকারে দেবো গন্ধরাজ
আবার বলছি,
এবার বর্ষা কালের বিলের গালের ঢেউ
তুমি ছাড়া আর পাবে না কেউ
নেবে?
@@hafezahmed2877 is a great place ijhbb bgyopkbv biofeedback know that
@@hafezahmed2877 ওয়াও,,, ভাইয়া কবিতা টা তো দারুন হয়েছে 👌👌
আজকের দিনে এরকম শিল্পী কল্পনাই করা যায় না । যেমন গানের কথা তেমনি সুর
কি জলন্ত বাস্তব কথগুলি আর আহা কি অসাধারণ
আমার যখন ১৯ বছর বয়স ফুটবল খেলতে গিয়ে মাথায় বল লেগে উন্মাদের মত হয়ে গেছিলামl তখন মান্নাদের গান ছিল আমারSleeping pill
এখন শরীর সুস্থ আছে আপনার? ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন🙏
@@sumanbanerjee3464 হ্যা আমি এখন সম্পূর্ণ সুস্থ
@@indrajitbhattacharjee5606 sune valo kahlo.
@@indrajitbhattacharjee5606 শুনে খুব ভালো লাগলো। গোবিন্দ দেব আপনাকে ভালো রাখুন🙏
Akhn ki obostha
এ তো শুধু গান নয়, সুরেলা বাণী। হাজার বার শুনলেও ক্লান্তি আসে না।
হাহাকার করি শুধু সে নেই তাই। পৃথিবী নির্মম।। আমার যথাসাধ্য সবই করেছি হে প্রিয় শিল্পী, শুধু পারিনি ঘর বাঁধতে,, তবুও বলেছিলাম _ কখন নিতে আসবে বলো "সব ছেড়ে তোমার কাছে চলে যাবো 🙏🙏আজ তার নি:শ্বাসই তাকে ফাঁকি দিয়ে আমাকে কাঁদিয়ে চলে গেলো!
স্বয়ং দেবী সরস্বতী যেন তাকে বর দিয়েছেন😊
আ হা রে🥺
এতো মায়া দিয়ে মানুষ কেমন করে গান গায়?🙄
আরে মশাই কি বলছেন কি !!!!!!!!!!!!?
স্বয়ং দেবী সরস্বতী তো লতা,
লক্ষ্মী হলো আশা, ব্রহ্মা হলেন রফি,
বিষ্ণু হলেন মান্না দে, মহেশ্বর হলো
গিয়ে কি শো র কু মা র ,
ঈশ্বর হলেন হেমন্ত মুখোপাধ্যায়
আরো সবাই অনেকে যারা আছেন
তাঁরা সব এক একটা দেব দেবী !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
আমার বেদনার ঔষধ.......গানের মধ্যে এতো মায়া ভাবা যায়না
Jara dislike korechen tader proti amar pronam.....sotti apnara achen tai ei gan gulo aro besi sundar mone hoi
সত্যি একটা অনবদ্য গান আর এটা শ্রদ্বেয় মান্না দে ছাড়া অসম্পূর্ণ হতো
অবশ্যই 👍
অবশ্যই 👍
মান্নাদে র গানে ভগবানকে যেন খুঁজে পাই।এত ভালো লাগে।এরকম গায়ক আর জন্মাবে কিনাজানিনা।
ঈশ্বর কে চাইতে গেলে ক ফোঁটা চোখের জল ফেলেছো।।।। আহঃ অপূর্ব অনুভূতি
গানটি আমার খুব প্রিয় গান। প্রথম শুনেছি হয়তো ১বছর আগে। প্রায় শুনি। আমার বাবা মান্না দের অনেক বড় ভক্ত। যাই হোক কিছুদিন আগে শহর থেকে গ্রাম এ যাবার পথে গাড়ি তে গান টি বাজালাম। শুনে আমার বাবা খুব খুশি হলো। তিনি আমাকে বল্লো এই গান তুমি পেয়েছো কোথায়? এটা তো তোমার দাদার আমলের গান। ১৯৭০ এর দিক গ্রামের বাড়িতে পালং খাটে শুয়ে গানটি শুনতাম। সময় গুলো খুব ভালো ছিলো।
বাবার কথা শুনে আমার ও খুব ভালো লাগলো। যাও হোক আমার মতো আমার বাবাও হয়তো অনেক অভিমান করেছিলেন কোনো ছলনাময়ীর ওপর।
ভালোবাসার জয় হোক।
ভালোবাসা বেচে থাকুক সবার হৃদয়ে।❤️❤️
I love Manna Dey. But his every song the most. His immortal creation made my life enjoyable and more beautiful. I love him the best.
কি এমন দুঃখ কে সয়েছো যে তুমি এত সহজেই হাসবে ............
অসাধারণ।
ভগবান প্রেরিত সম্পদ মান্না দে,,দুর্ভাগ্য আজকের দিনে আর তৈরি হবেনা।
চোখের জল ফেললে কী ভালোবাসা পাওয়া যায় ? বরং ভালোবাসার জন্য যারা চোখের জল ফেলে তারা ভালোবাসা পায় না
স্বার্থ নিয়ে যারা আসে তারা কাদায় কাঁদেনা,, অপূর্ব গান ❤
What a heavenly voice !
গানগুলি বৃষ্টির মধ্যে শুনলে আমার single মানুষগুলোও মনে কেমন যেন break up এর অনুভূতি চলে আসে ,, কী যে ভয়ঙ্কর অনুভূতি ওরে বাবা,,,,
মিঠুন মল্লিক
100% correct Teaching Process.. Valo laglo..ki dekhle Tumi amate..req
ভালোবাসার ব্যাখ্যা বোধহয় এর থেকে ভালো হতে পারে না। এমন হৃদয় মোচড়ানো গান মান্না দে ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়।
One of my favourite songs of Manna Dey. মন ছুঁয়ে যায় ।আমি অনেক চোখের জল ফেলেছি।কিন্তু তুমি?
আপু তোমার চোখের জল আমার চোখে দাও
পথের কাঁটায় আমি ঠিকই পায় রক্ত ঝরাবো,
তোমার গোপন দুঃখ নেবো আমি
তোমারে দেবো আমার গলার গান
গলা ছেড়ে গাইবো নায়ে আমি
বাইবে তুমি সুখের লাল সাম্পান।
(এ লেখা পড়েনি চোখে?)
@@hafezahmed2877 তুমি ঠিক আমাকে খুঁজে বের করেছো এইখানে ।তোমার লেখা বাংলা সাহিত্যের সম্পদ হবে ভবিষ্যতে,এ আমার দৃঢ় বিশ্বাস ।মান্না দের "তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিয়েছো"আর "যে ক্ষতি আমি নিয়েছি মেনে" এই দুটো গানেতে আমার comment আছে।খুঁজে পাবে।
মান্নাদে স্যারের গান যতই শুনি ততই মনে হয় বেচে থাকি।কিন্তু মৃত্যু তো চিরন্তন সত্য
সত্যিই অসাধারণ মন ভালো হয়ে যায় পা থেকে মাথা অবধি শিহরনে ভরে ওঠে গানটি শুনলে মনে হয় একটা ভালো লাগার রেশ সে যে আর কাটতেই চায়না । Love is life if you got the correct one.🙏🙏🙏
এই গান সারা জীবন সিঁথি হয়ে থাকবে ❤❤❤
"কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছে যে তুমি এত সহজে হাসবে"
লাইনগুলো শোনার সময় মনে পড়ে শেখ হাসিনার কথা। ১৯৭৫ এর ১৫ আগষ্ট পরিবারের সবাইকে হারিয়ে তার রাতগুলো কেমন কাটতো? ১৯৮১সালে দেশে ফেরার পর তিনি নিজের বাসায় পর্যন্ত যেতে পারেন নি বা যেতে দেয়া হয় নি। তবুও আমাদের জন্য বা সাধারণ জনগনের সুখের জন্য স্বপ্ন দেখা বন্ধ করেন নি।
তাই এ গানশুনে মনে হয়, এই গানের কথাগুলো দিয়ে আমাদের বিবেককে তিনি প্রশ্ন করে যাচ্ছেন।
দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না, প্রেমের সস্তা বিরহের কথা আমি এ গান দিয়ে এখন ভাবছি না। আমি ভাবছি আরো গভীরে
শ্রদ্ধেয় মান্না জির অত্যন্ত আবেগ বিজড়িত এটি একটি সুমধুর প্রেমের গান। শুনে অত্যন্ত প্রীত হলাম। উনাকে বারংবার প্রণাম জানাই।
গানের জগতে এমন কথা ও সুরের মেলবন্ধন আর কোনো দিন হয়তো হবে না।
এতো চমৎকার এবং কঠিন সুরের গান খুব কমই শুনেছি। অসাধারণ!
হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার
হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অষ্ফুট কোন কথা তার
আজ কেন হাহাকার করো
সেকথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে
মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের determination নিয়ে ভিডিও তে এই গান টার উদাহরণ শুনে গানটা শুনতে আসলাম।
আসলেই অনুপ্রেরণাদায়ক।
আমার মনে হয়,পৃথিবী যতদিন থাকবে, ততদিন এই গান গুলো মানুষ শুনবে,,,,,,
ক'টা রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে
কি এমন দুঃখকে সয়েছো যে তুমি
এত সহজেই হাসবে
তখন নাইন-টেনে পড়ি।অন্য অনেক গানে (লারে লাপ্পা) ডুবে যেতে পারতাম অনায়াসে, কিন্তু এই সব গানের কথা, সুর আর অসাধারণ কন্ঠ আমাকে এর ভিতরেই ডুবিয়ে রেখেছে।মান্না দে-প্রিয়তম শিল্পী একজন।
মনে পড়ে এই গানটি এক বন্ধুকে আমি ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম।সে খুব খুশি হয়েছিল এবং এই ধরণের গান শোনায় তার আগ্রহ জন্মেছিল।
amk akto bojan to
পুলক ব্যানার্জী এর কথা, নচিকেতা এর সুর আর মান্না দে এর গলা... আজ থেকে এতদিন আগে এসব গানের যে এত দরদ, সুর ছিল কে জানতো...
গান টা শুনে মনের ভিতরে নাড়া দিয়ে যায়,
কলেজ জীবনের কথা মনে পড়ে ।
ক'টা রাত জাগিয়েছো,স্বপ্নের মিথ্যে আবেগে।
কি এমন দুঃখ কে সয়েছো যে এত সহজেই তুমি হাসবে।
তার আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়,নতুন মোটিভেশান জুগিয়েছে এই গান।নতুন আশা নিয়ে আবার ও তার পিছনে লেগে আছি।হয়তো সব মিথ্যা মরিচীকা। সে ত কোনদিন আমাকে ভালোবাসেনি অভিনয় ছাড়া
এই সমস্ত গানের কথা সুর ও শিল্পী সব হারিয়ে গেছে। সেই স্বর্ণযুগ আর কোনদিন ফিরে আসবে না। 😢🙏
People know about Arijit Singh now. But Manna Dey songs hit at another level.
Eishob gaan omor thakbe❤
Amar jokhon Babar jonno khub kadte icche kore tokhon ami ei gaan ta suni..r kadi..manna de er gaan sunle amar mone hoy amar baba amar kachei ache...ei gaan gulor moddhe diye ami amar baba ke khuje pai...r ei gaan ta amar babar priyo chilo...sudhu bolto maa Amy ei gaan ta sonao..ajj 5 maas holo amar baba Amy chhere...............r likhte parchina..chokh ta jhapsa hoye asche...
ruclips.net/video/ixUMEzGYI_s/видео.html
Aapnader moto manus Prithibita vore jak
Oh God!
Please return this soul on earth again with same talent and melodious voice.
Manna Dey &Hemanta. were a jubiliant pair thrown a miraculous melodramatic songs those willkeep in Bengal's mind for endless period.
How many tears have you cried over me that you will love me? are the lines of this Bengali fantastic song sung by Manna Dey. It is a very good Bengali song which I like listening to on RUclips.
Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
ভীষণ শান্তি পাওয়া যায় এই গানে।💚
Darun❤
যত শুনি ততই শুনতে মন চাই 😍
আমার খুব প্রিয় গান। প্রায় প্রতিদিন ই শুনি❤️
🌹 দারুন গানের কথা সুর ছন্দ তাল লয় সংমিশ্রণে গানটি অতীব সুন্দর শুনে খুব খুশি হলাম।
🌹🌹🌹🌹🌹
আমার প্রিয় গান এটা❤️❤️মান্না দে এর গান শুনা কেউ বিরক্ত হবে না এমনি সুর তার
My favorite singer forever 🥰🥰🥰🥰
বাঙালি জতদিন প্রেম করবে এবং প্রেম করে কষ্ট পাবে ...ততদিন এ গান অমর থাকবে
ক'ফোটা চোখের জল ভলোবাসার জন্য প্রয়োজন সেটা একেবারেই ব্যক্তিক, তবে মান্না দের এই দবদী গলার জন্য আপামর শ্রোতার চিরকালীন হাহাকার থেকে যাবে বলে, আমার বিশ্বাস ।
সত্যিই ত কেন ভালোবাসার হারিয়ে যায়?ভালোবাসার মানুষ গুলি কেন বুজেনা তারা হাত ছেড়ে দিয়ে শুধু নিজেকে দুরে সরায় না সেই সাথে সাথে যে মানুষ টির হাত ছেড়ে দেয় সে মানুষ টার বাকী জীবনের হাসি আনন্দ কেড়ে নিয়ে জিন্দাবাদ লাশ করে দিয়ে যায়।ভাল থাকুক আমার হৃদয়ে থাকা মানুষ টা।
❤️❤️❤️মনকে নিংড়ে দিয়ে যায়।কি সুন্দর সত্য প্রতিটি শব্দমালায়।
প্রজন্মের পর প্রজন্ম এই গান থেকে যাবে ❤
হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন গান
কন্ঠে অভিমানের অনুভুতি গভীরভাবে ফুটাতে এমন ভালো আর কেউ পারে না।
আহা কি গান! কি কথা, কি সুর, কি গায়কি! কি গভীরতা, কি উচ্চতা। মনে আবেগ আন্দোলিত হয়।
🏜️🏤🏢🧱🪵🛖🛖🏤🧱িকলেগচরতরহ
ক'ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে💔
"জীবনটা এমনই"