চাঁদ বণিকের পালা পর্ব ৮ / Chand boniker pala episode - 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • কপিরাইট । নাট্যকার শম্ভু মিত্র। চাঁদ বণিকের পালা' এক যুগান্তকারী নাটক। ১৯৭৮ সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। জানা যায় খুব ভালো মঞ্চের অভাব বোধ করে নাট্যকার নাটকটিকে মঞ্চস্থ করতে পারেননি। নাট্যকার শম্ভু মিত্র ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক অসামান্য প্রতিভাবান অভিনেতা। আবৃত্তিশিল্পী হিসাবে তাঁর খ্যাতি ছিল এক আকাশ। শম্ভু বাবু এই নাটকটি কখনই মঞ্চস্থ করেননি, কিন্তু বেশ কয়েকবার শ্রুতিনাটকের আশ্রয়ে পরিবেশন করেছেন। শেষবার পরিবেশিত শ্রুতিনাটকটির একটি রেকর্ডিং আছে। নাটকের শেষে শম্ভু বাবু শ্রোতাদের জানাচ্ছেন যে যদিও তিনি কোনোদিনও সাবেকি থিয়েটারের সাহায্যে নাটকটি উপস্থাপিত করেননি, তবুও শ্রুতিনাটকের আকারে উনি ভবিষ্যতের মানুষের জন্য নাটকটি রেখে গেলেন। যদি কারও ভাল লাগে, যদি নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছা জাগে, তবে হয়তো বা রেকর্ডিংটি কাজে লাগতেও পারে। পৌরানিক মনসামঙ্গল কাব্যের আখ্যানভূমিতে স্বাধীনতা পরবর্তী ভারতের অস্থিরতা, স্বাধীনচেতা মানুষের স্বপ্নভঙ্গের বেদনার অশ্রুবর্ষণ "চাঁদ বণিকের পালা'কে উর্বর করে তুলেছে। নাটক শম্ভু মিত্রের কণ্ঠে রেকর্ড করা নাট্যপাঠ এখানে দেওয়া হল। নাট্যকারের ওই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে। সকলের কাছে পৌঁছাক। নাট্যকারের স্বপ্ন পুরণ হোক। ধারাবাহিক ভাবে ১২ টা পর্বে এই রেকর্ড। আমাদের এই কথাকথি চ্যানেল ভিডিও আকারে উপস্থাপন করল। এটুকুই আমাদের কাজ। কৃতিত্ব সম্পূর্ণ শম্ভু মিত্রের আর যারা এটি রেকর্ড করেছেন (পঞ্চম বৈদিক গোষ্ঠী) তাদের। এটা অষ্টম পর্ব।

Комментарии • 1

  • @MamataSinghaMahaPatra-il5to
    @MamataSinghaMahaPatra-il5to Месяц назад

    অসাধারণ প্রতিভার সাক্ষর। 💯💯✅✅সত্য কথা অসাধারণ নৈপুননে রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি নাট্য সম্রাট।