দাড়ি রাখা কি ফরজ, সুন্নাত,ওয়াজিব, না কিছুই না ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 829

  • @MuslimuuddinBahar-jm9hh
    @MuslimuuddinBahar-jm9hh Месяц назад

    সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

  • @raficjb1376
    @raficjb1376 2 года назад +47

    আমাদের কে বেশি বেশি দোয়া করতে হবে দাজ্জালের ফিতনা হতে, বিশেষ করে এই ধরনের লোক থেকে।

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад +2

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

    • @mdforhad8545
      @mdforhad8545 2 года назад +1

      Dajjal kothai pailen ? Qurane to nei ase Bibel e.

    • @mdforhad8545
      @mdforhad8545 2 года назад

      @@user-cf5ifffgcvbgxse8xarworc3r vai key ki bad den . Nije Quran poren . Taholei sob clear hoye jabe.

    • @Jahid-vn3qw
      @Jahid-vn3qw 2 года назад +1

      @@user-cf5ifffgcvbgxse8xarworc3r 00

    • @Sk.Anash786
      @Sk.Anash786 2 года назад

      @@user-cf5ifffgcvbgxse8xarworc3r মহম্মদের উপর কিছু ই নাযিল হয়নি,, মহম্মদ একটি মিথ্যা বাদি,, মুসলিম জাতি কে বোকা বানিয়ে গেছে,, জানতে চাইলে অনেক অনেক অনেক লেখা পড়া করতে হবে।

  • @dewanhassan5716
    @dewanhassan5716 Год назад +3

    আপনি বিভ্রান্তির মধ্যে আছেন।তওবা করুন। হেদায়েতের পথে আসুন

  • @shahroopjalal8595
    @shahroopjalal8595 2 года назад +11

    পাগল দেখলে আমি খুব কষ্ট পেয়ে থাকি ; কিন্তু স্যুট-টাই পরিহিত এই পাগলকে দেখে ও তার কথা শুনে যারপরনাই আনন্দ পেলাম! এর ভক্তগণ আমার মন্তব্যে কষ্ট পাবেন না।

    • @ramanon678
      @ramanon678 Год назад

      না ভাই আপনার মত এত জ্ঞানী মানুষ দেখলে আমাদের ও আনন্দ হয়।

    • @lovemuslim697
      @lovemuslim697 Год назад +1

      ঠিক ভাই।
      আল্লাহ এদের কে হেদায়েত দান করুক ( West bengal)

    • @dinislam9896
      @dinislam9896 11 месяцев назад

      কোরআন পড়ে দেখুন

    • @nizamuddinsaleh7391
      @nizamuddinsaleh7391 5 месяцев назад

      ​@@lovemuslim697আপনার হেদায়েত কাম্য

  • @hemayetahmedkhan3031
    @hemayetahmedkhan3031 2 года назад +1

    সঠিক ও যুক্তি,যুক্ত কথা বলে মনে করি।
    মৌলভীগন দাড়ি রাখার বিষয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন।

    • @hossainahmmed9507
      @hossainahmmed9507 Год назад

      দারুন লিখেছেন,
      মোহতারাম Arif Bin Habib দাঃ বাঃ
      দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই,
      দাড়ি রাখা ওয়াজিব।
      প্রথমে সবাই নিচের চারটি শব্দ মুখস্ত করে নেন।
      وفِّرُوا বাড়াও
      وأوفوا পূর্ন কর
      وَأَعْفُوا اللِّحى লম্বা কর
      وأَرْخُوا اللِّحى ঝুলিয়ে দাও।
      এক.
      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
      عن عبدالله بن عمر
      عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
      আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
      মুসলিম-২৫৯
      (২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে)
      দুই.
      দাড়ি বাড়াও।
      خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
      মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট।
      বুখারী-৫৮৯২
      তিন.
      দাড়ি পূর্ন কর,
      خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
      মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর।
      মুসলিম-২৫৯
      চার.
      দাড়ি লম্বা কর,
      انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
      মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর।
      বুখারী-৫৮৯৩
      পাচ.
      দাড়ি ঝুলিয়ে দাও
      جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
      মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর।
      মুসলিম-২৬০
      উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে।
      ১.দাড়ি বাড়াও ,
      ২.দাড়ি পূর্ন কর,
      ৩.দাড়ি লম্বা কর,
      ৪.দাড়ি ঝুলিয়ে দাও।
      ছয়.
      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল:
      عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ‏.‏ قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ‏.‏
      আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ:
      তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যুহ্‌র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়।
      সহিহ বুখারী, হাদিস নং ৭৬০
      সাত.
      দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে:
      ‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏
      ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
      সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২

  • @sharifsorkar4592
    @sharifsorkar4592 7 лет назад +21

    আমরা কোরআন মেনে চলি,তাই আমরা মুসলিম।

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      সূরা আল আসর আয়াত 7:আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও মুসাফিরদের এটি এ জন্য যে, যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @shamimreza8243
    @shamimreza8243 3 года назад +37

    আমার নবী(সা) রেখেছেন আমিও রাখব।

    • @sahidreja7778
      @sahidreja7778 2 года назад +3

      Dari abu zahel er o chilo ,Tini namaz o porten

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад +1

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

    • @mdforhad8545
      @mdforhad8545 2 года назад

      @@user-cf5ifffgcvbgxse8xarworc3r upni aro boro ferka baz. Dhormer bapare upnar kono gan nei. Tota pakhir moto ak kotha na bole jukti show koren .

    • @sultankhan5727
      @sultankhan5727 2 года назад

      গাধা

    • @sultankhan5727
      @sultankhan5727 2 года назад

      সালাম আপনিই সত্য বাদি

  • @taslimassultana2422
    @taslimassultana2422 3 года назад +27

    আমার প্রশ্ন হলো আপনি নবী (সাঃ) কে মানেন কিনা???

    • @mdmushaeibrahimhowlader5494
      @mdmushaeibrahimhowlader5494 2 года назад

      আমার মনে হয় তার কালেমা গ্রহণ করার মধ্যেই গলদ আছে_ _

    • @khalilurrahman6992
      @khalilurrahman6992 2 года назад

      ওনার কথায় বুঝেন না, মানে কিনা?

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      @@khalilurrahman6992 না ভাই বুঝিনা

    • @channel-ml4dw
      @channel-ml4dw 2 года назад +2

      নবীজী কি মেনেছেন বা অনুসরণ করেছেন - [ সুরা আনআম আয়াত ৫০ এবং আরাফ আয়াত ২০৩ - হে নবী বলুন আমি শুধু তাই অনুসরণ করি যা আমার উপর অহী আকারে নাযিল হয় ] নবীজী নাযিলকৃত কুরআন অনুসরণ করেছেন তাই যারা নবীজী কে মানে তারা কোরআন কে মানে।

    • @khokavai
      @khokavai 2 года назад

      ভূল ব্যাখ্যা।

  • @যেখানেযেমন
    @যেখানেযেমন 2 года назад +15

    ইবলিস কিন্তু অনেক শিক্ষিত, ইবলিশকে এত জ্ঞ্যান দিয়েছিলেন মহান রাব্বুলআলামিন এক পর্যায় ইবলিসকে ফেরেস্তাদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন।

  • @tiyarulsekh9417
    @tiyarulsekh9417 2 года назад

    সূরা ৩৩. আল-আহযাব
    আয়াত নং ২১
    لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰہِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَ الۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰہَ کَثِیۡرًا ﴿ؕ۲۱﴾
    অনুবাদঃ
    অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে (উত্তম) (আদর্শ) তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। -(আল-বায়ান)
    তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। -(তাইসিরুল)
    তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। -(মুজিবুর রহমান)

  • @mamabrurvlog6392
    @mamabrurvlog6392 3 года назад +3

    স্যার আপনাকে প্রথমত অনেক ধণ্যবাদ যে আপনি মহা পবিত্র আলকুরানুল মাজিদ পড়েন।
    স্যার আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিলো।
    ১/ আপনি কয়টি ভাষায় অভিজ্ঞ ?
    ২/ আপনার জন্ম কত সালে কোথায়?
    ৩/ আপনি কোন শিক্ষায় শিক্ষিত ?
    এবং তার পদবি উল্লেখ করবেন।
    ৪/ আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্মান করেন এবং তাকে কি অনুসরণ করেন?
    ৫/ আপনি কি প্র্যাকটিসিং মুসলিম?
    ###*** স্যার,
    আসাকরি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবো ।

    • @emam-hasan-bd
      @emam-hasan-bd 2 года назад

      স্যারকে ন্যাংটা করার বুদ্ধি। স্যার রোজা রাখছেন কথা বলতে পারবেন না, সুরা মারিয়াম ধারা ১৯ এর ২৪।

    • @moniruzzaman3554
      @moniruzzaman3554 2 года назад

      মালাউনকে স্যার বললে আপনার পাপ হবে। সে আমাদের সকল মুসলমাদনদের ঈমান নষ্ট করবে। ওরে সবাই ব্লক করে দেন। শালা মাদারচোদ, বলে কিনা বুখারী শরীফ জাল।

  • @kazishohag
    @kazishohag 3 года назад +8

    সূরা ত্বোয়া-হা শ্লোক ৯৬ঃ
    সে বলল, ‘আমি দেখেছি যা ওরা দেখেনি, অতঃপর আমি প্রেরিত ব্যক্তির (অর্থাৎ জিবরীলের) পদচিহ্ন থেকে এক মুঠ মাটি নিলাম, অতঃপর আমি তা নিক্ষেপ করলাম (বাছুরের প্রতিকৃতিতে)। আমার মন আমাকে এ মন্ত্রণাই দিল।’
    -> এখানে দাড়ির কথা কোথায় আছে?

    • @a.k.matiqurrahman8953
      @a.k.matiqurrahman8953 2 года назад +1

      উনি বেশি পন্ডীত তা বলছে.............ফিতনাবাজ

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад +1

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @rafinbhuiyan002
    @rafinbhuiyan002 2 года назад +8

    একজন মুসলিম হিসেবে কুরআন ও হাদিস দুইটাই মানতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।

    • @khalilurrahman6992
      @khalilurrahman6992 2 года назад

      হাদিস কার বানী যে মানতে হবে? কোন অবস্থায়ই হাদিস মানা যাবে না। কুরআনে আল্লাহ সব লিখেে দিয়েছেন। মানব রচিত কিতাব মানতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন।

    • @rafinbhuiyan002
      @rafinbhuiyan002 2 года назад

      @@khalilurrahman6992 Hadis e to nobijir kotha ase

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      @@khalilurrahman6992 হাস্যকর ভাই

    • @khalilurrahman6992
      @khalilurrahman6992 2 года назад

      @@nbbappy4513 কেন হাস্যকর ভাই? কুরআন ভালভাবে যারা পড়েছেন তারা সবাই এই কথা বলবে।

    • @rafinbhuiyan002
      @rafinbhuiyan002 2 года назад

      @Minhaz Md. Riaz শরিয়তের দুইটা উৎস। কুরআন ও হাদিস।

  • @SofikulIslam-yx5yf
    @SofikulIslam-yx5yf 2 года назад +1

    Dari katar bayapare medical science ki bole ektu bujhiye bolben please? Are ekti kotha quran kivabè mante hobe seta ki Muhammad saw practical vabe dekhiye diye gechen?. Naki quraner ayat gulo manuser modhey pouchiye diyei tinar dayìttu sesh?. Are je quran apnar hate ache Muhammad saw ki ai rokom kitab akare amaderke ai quran diye gechen?

  • @motiurrahman-ev8js
    @motiurrahman-ev8js 9 месяцев назад

    every muslim male must be follow the guide line of Prophet Muhammed

  • @user-el2pj6rz9r
    @user-el2pj6rz9r 2 года назад +12

    আল্লাহ্ পাক আপনাকে হেদায়েত নসীব করুন।
    আমিন।

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад +1

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @gaziiqbalkabir8065
    @gaziiqbalkabir8065 Год назад +6

    পবিত্র কোরআনে ৮ জায়গায় নবী ও রাসুল (সাঃ)দের আদেশ মেনে চলার নির্দেশ আছে।এবং দাড়ি রাখার জন্যে রাসুল (সাঃ) আদেশ করেছেন কাজেই দাড়ি রাখা ফরজ।

    • @farook899
      @farook899 Год назад

      আপনার লেখাটা পরি*ষ্কার নয়। দলিল দিয়ে প্রমান করেন। মন*গড়া কথা তো আজকাল আলেমদের ফ্যা*শন হয়ে গেছে। দাড়ী রাখা যদি ফরজ হয় তাহলে ভার*তের মো*দী, আ*র্জেন্টিনার মে*সী, এখন বিশ্বে ছোট বড় সবার দাড়ি আছে, তাহলে তো সবাইকে মোসল*মান বলতে হবে, কারন তারা ফরজ পালন করছে।

    • @RobinFarhan-i1c
      @RobinFarhan-i1c 4 месяца назад +1

      ইসলামে একটি কে আরেকটি বলা বিদআত আপনি দাড়ি ফরজ কোথায় পেলেন?

  • @saiodaligharami4700
    @saiodaligharami4700 Год назад

    Hujur, Mohammad ,mohummadun,mohummadin,mohummadur ai gulir meaning ki same pls help,

  • @sayedsaidulislam228
    @sayedsaidulislam228 2 года назад +4

    আলহামদুলিল্লাহ। আপনি কুরআন থেকে আয়াত উল্লেখ করে বলেন তাই, আমিও যাচাই করে শিখে আনন্দ পাই।
    জাযাকাল্লাহ খয়রন।

    • @ayubalik3277
      @ayubalik3277 Год назад

      এই বাটপার কিন্তু খৃষ্টান। অতি সুকৌশলে কুরআনের কথা বলে আর হাদীসের নামে ফিতনা ছরায়। কারন ওরা খুব ভাল করেই জানে হাদিস ছারা মুসলিম উম্মাহ কোন ইবাদত সঠিক ভাবে পালন করতে পারবে না। বেশি বিস্তারিত লিখতে পারলাম না, বিস্তারিত জানতে চাইলে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এর "মুমিনের জীবনে হাদিসের গুরুত্ব" এই ভিডিও টা দেখেন। তাহলেই সব কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারিবেন।

  • @rahimaakter2157
    @rahimaakter2157 Год назад

    Right

  • @smartmobile6941
    @smartmobile6941 8 лет назад +2

    সতর্কীকরণ !!! এখানে যেকোন ধরনের তর্ক কাম্য নয়। আপনার মূল্যবান বক্তব্য আমাদের মেসেজে বা ই-মেলের মাধ্যমে জানাতে পারেন। অনুগ্রহ করে কটু বাক্য পরিহারে সচেষ্ট হোন।

  • @lildark9227
    @lildark9227 2 года назад +1

    H musa ,harun(a)onara dare raksan keno?bugea bolben ke? Thank you.

  • @alimunna1212
    @alimunna1212 3 года назад +14

    আপনি বলেন আমাদের রাসুল ও তাঁর সাহাবীদের দাড়ি ছিল কি না yes or no ?

    • @ahidsheikh2788
      @ahidsheikh2788 3 года назад

      Even that time many jues christian non muslim non believer could be they have a beard

    • @rabiulislam6684
      @rabiulislam6684 3 года назад +2

      Yes, but Abu Jehel, jishu, Cheguevara and many of non believes were bearded.

    • @aryanalif.8288
      @aryanalif.8288 2 года назад

      আবু জাহিল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু তালিব, ইয়াজীদ ও সীমারের মুখেও মুখভর্তি দাড়ি বা উর্দচুল ছিল এরা কি মুতলীম ছিল এই আবুল-বক্বর বিন আল-খিঞ্জির?

    • @millions1957
      @millions1957 2 года назад

      রসুলুল্লাহ সাঃ এর দাড়ি তখনকার সামাজিক সংস্কৃতি মতেই ছিল। তিনি ইসলামের কোন নির্দেশনায় দাড়ি রাখেন নি। তখনকার অধিকাংশ মানুষই দাড়ি রাখতো সেটা সকল ধর্মালম্বীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      @@millions1957 তাহলে দাড়ি রাখতে আদেশ করল কেন ভাই আর কাঁদতে মানা করলো কেন

  • @sohailuddin2305
    @sohailuddin2305 8 лет назад +10

    ১ হারুন আঃ দাড়ি না রাখলে মুসা আঃ কি ভাবে টানলেন তার দাড়ি।২ হাদিসে আসছে দাড়ি রাখা সুন্নত। ৩ ইসলামের জন্ম কুথায় আগে বাংলাদেশ নাকি মক্কা মদিনায়?সমস্ত বিশ্বের বড় বড় আলেম ইমাম ও মুফতিগন দাড়ি রাখেন আর আপনে এগুলা কি বলেন।

  • @saimonislam4853
    @saimonislam4853 2 года назад +1

    আল্লাহপাক তুমি মাফ করো

  • @h.mkamrul7602
    @h.mkamrul7602 Год назад

    Really we should follow the quran at first

  • @tashrifmedia-kq4er
    @tashrifmedia-kq4er 3 года назад +8

    জনাব আপনার পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে, কিন্তু এই বিষয়ে একমত হতে পারলাম না।

    • @khokonbhuiyan7782
      @khokonbhuiyan7782 3 года назад

      Mr. You can not agree that is your matter. But question is whether he has revealed the matter from holy Quran.we should not go beyond the holy Quran.

  • @motiurrahman-ev8js
    @motiurrahman-ev8js 9 месяцев назад

    every muslim male be follow the guide line of Prophet Muhammed

  • @ranichowdhury8552
    @ranichowdhury8552 5 лет назад +8

    নবী কি দাঁড়ি রেখেছিল ?

  • @lokmanmahmud977
    @lokmanmahmud977 3 года назад +13

    নতুন পন্ডিতের আবির্ভাব!!!

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @miarulislamrazon4942
    @miarulislamrazon4942 3 года назад +7

    ভাই আস সালামু আলায়কুম । আশা করি ভালো আছেন। 2002 সালে ঝিনাইদহের কাঞ্চন নগরে আমাদের বাসায় আপনার সাথে কথা হয়েছিল। আমার নাম মিয়ারুল ইসলাম রাজন। আপনি তখন গ্রিসে থাকতেন।

  • @foyjullahhasib4912
    @foyjullahhasib4912 2 года назад +20

    আপনি কোরআনের ভুল ব্যক্যা করছেন?

    • @mdmushaeibrahimhowlader5494
      @mdmushaeibrahimhowlader5494 2 года назад +2

      আসলে তিনি ফেসাদ তৈরি করছে_

    • @sajjadhossainrifatsheikh7923
      @sajjadhossainrifatsheikh7923 2 года назад

      @@mdmushaeibrahimhowlader5494 ছি ছি তুই কোরআন কে মিথ্যা বলোস তুই মুসলমান নামে কালোনকো।

    • @sajjadhossainrifatsheikh7923
      @sajjadhossainrifatsheikh7923 2 года назад

      তুই কোরআন কে মিথ্যা বলোস তুই মুসলমান নামে কালোনকো।

    • @md.mostafizurrahman4652
      @md.mostafizurrahman4652 Год назад

      সঠিক টা বুঝাই দেন

  • @maj.md.abdulhalimretd2760
    @maj.md.abdulhalimretd2760 3 года назад +4

    "Musa Rasul, Harun Rasul" ??? A shocking and disrespectful way of mentioning the name of prophets. I seems you have enough knowledge of Arabic, mind you Iblish was also highly knowledgeable. Mere knowing Arabic and memorizing verses of the Holy Quran is not enough to become a Mumin/Muslim/Muttaqi. In the Holy Quran several times Allah said obey Allah and obey Rasul. Look at verse 30 & 31 Of Sura Ale Emran. As our holyprophet said there was 72 groups in Bani Israil and amongst my ummat there will be 73 groups and only one group will be be Jannati and rest 72 groups will be jahannami. sahaba RA asked O prophet of Allah whic group will go to jannat? Prophet replied those who will follow the DEEN (way of life) exatly what I have been reveled to me by Allah SWT and followed by all my sahaba. So, we must have to try our best to follow the l prophet the way the sahaba RA followed if we want to remain on path of islam and get rid of the Devils and his companions who are trying their bet to misguide the common Muslims by introducing new and misleading interpretation of the Holy Quran.

  • @khansyfurrahman8266
    @khansyfurrahman8266 3 года назад +20

    জনাব, সুরা ত্বহা এর ৯৬ নং আয়াতে সামেরী যে এক মুষ্ঠির কথা বলেছে তা হচ্ছে সে জিব্রিল আঃ এর পদাঙ্ক অনুসরন করে সেখান থেকে এক মুষ্ঠি মাটি এনে তা দিয়ে বাছুর বানাতো। এখানে দাড়ি কোথায় পেলেন আপনি? দাড়ির কোন কথাইতো এখানে নেই।

    • @alimabdul1467
      @alimabdul1467 3 года назад +1

      এ হলো ঙ্গান পাপী

    • @faridsikder1070
      @faridsikder1070 3 года назад +1

      We can justify

    • @faisaltalukder5425
      @faisaltalukder5425 3 года назад

      আয়াত ৯৪

    • @anowarulabedin8661
      @anowarulabedin8661 2 года назад +1

      যারা দাড়ি রাখছে তাঁরা জান্নাত পাবে ।বুখারী শরীফ। যারা বুখারী কে নবী মনে করে তারা দাড়ি রাখছে এতে কিছু মনে করবেন না।

    • @tasnimmim134
      @tasnimmim134 2 года назад

      হাদীসে কম পক্ষে এক মুষ্টি দাড়ি রাখার কথা বলা হয়েছে সেই কথা উদাহরণস্বরূপ উনি সামেরির এক মুষ্টি মাটি দিয়ে বাছুর বানিয়েছিল সেই সামেরির এক মুষ্টি মাটি এবং এক মুষ্টি দাড়ি দুটি মিলিয়ে বোখারী নিজ ইচ্ছাই নবীর নামে মিথ্যা হাদীস বর্ণনা করেছে

  • @snnahid1124
    @snnahid1124 3 года назад +19

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

    • @emam-hasan-bd
      @emam-hasan-bd 2 года назад +3

      নিঃসন্দেহে আল্লাহ উনাকে সূরা ওয়াকিয়া বর্ণিত বামপাশের দলের মতো উনাকে উত্তম আপ্যায়ন করবেন।

  • @KhanJahan-q3w
    @KhanJahan-q3w Год назад

    সুদ নিয়ে একটা ভিডিও বানান plz

  • @helelmahmod6655
    @helelmahmod6655 8 лет назад +4

    Apoin bolan amadar Rasular dari chilo ki na?

  • @azadkhan3056
    @azadkhan3056 3 года назад +14

    আপনি ৯৪নং আয়াতের ভূল অর্থ করছেন । এখানে সামেরী বল্ল তার(ফেরেস্থার) পদচিহ্ন থেকে এক মুঠো ধুলি নিলাম। আর বলছেন সামেরী বল্ল এক মুঠি নবীর ছুন্নত নিলাম ।
    ভাই কোরআন নিয়ে মসকরা করবেন না

    • @khanhoque2840
      @khanhoque2840 3 года назад +2

      এই সমস্ত মানুষের ফালতু ফ্যাসাদের কারনেই মুসলিম সমাজ আজ বিভ্রান্তের মুখে!

    • @emam-hasan-bd
      @emam-hasan-bd 2 года назад +1

      ব্যাপারেও কোরআনে বলা আছে কিছু লোক আল্লাহর ও কিতাবের জ্ঞান ছাড়াই বিভ্রান্তি সৃষ্টি করবে। উনি সে দলের একজন আলেম এব্যাপারে ভাই দুঃখ পাওয়ার কিছু নাই। আল্লাহ অবশ্যই ইসলামের শত্রু ধ্বংস করবেন।

  • @afzalblog
    @afzalblog Год назад

    আপনার কথা শুনে শয়তান খুশি হয়েছে

  • @azimmondal3652
    @azimmondal3652 7 месяцев назад +1

    এই সব শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করি।
    এর কথা শোনা মানা হারাম

  • @ummaykulsumkanti926
    @ummaykulsumkanti926 3 года назад +8

    মহানবী সাঃ বলেছেন "যতদিন তোমরা কোরআন আর রাসূলের সাঃ এর হাদিস আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না"।পৃথিবীতে কেউ মুসলিমদের বিভ্রান্ত করতে পারবে না। তাহলে উপায়...?
    হাদিস থেকে মুসলিমদের আলাদা করতে হবে। কিভাবে....? হাদিসের মধ্যে সন্দেহ ঢুকাতে হবে, বলতে হবে হাদিস সব মিথ্যা...
    একমাত্র কোরআন সত্য। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কত রাকাত...?
    তার বিশদভাবে বর্ননা পাই হাদিসে, কোরআনে না। সয়ং আল্লাহ তাঁর রাসূলকে. তার সুন্নাহকে অনুসরণ করতে বলেছেন। আর এই লোক বলে সব হাদিস নাকি মাুনুষের বানানো আর মিথ্যা। এটা তো মুসলিমদের বিশ্বাস ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র !!!

  • @zakirhossen1111
    @zakirhossen1111 2 года назад +10

    খালি কোরান পড়ে একা একা মুফতি হওয়া যাবে না।।

    • @ramanon678
      @ramanon678 2 года назад

      apnar kase r onno poth ki ase janaben

    • @marziaislam1133
      @marziaislam1133 Год назад

      @@ramanon678 koran, hadis, ijma, Kias

    • @marziaislam1133
      @marziaislam1133 Год назад

      @@ramanon678 allah ja bolecen o rosul(s) ja korecen , bolecen ebong sikriti diecen tai islam

    • @ramanon678
      @ramanon678 Год назад

      @@marziaislam1133 কুরআনের বাইরে এইগুলোর অস্তিত্ব সম্পর্কে আমার মত সচেতন মানুষ বেশ সন্দিহান আপনি কি তা জানেন। আর ইজমা কিয়াস কেও আপনি ইসলাম মনে করেন?ভাই আর একটু স্টাডির প্রয়োজন আছে আপনার

    • @ramanon678
      @ramanon678 Год назад

      @@marziaislam1133 তাহলে আপনি বলতে চাচ্ছেন নাবি কারিম আল্লাহর ওহি ও নির্দেশনার বাইরেও অনেক কিছু করেছেন যেটা মানতে হবে।আর আপনার দৃষ্টিতে সেটাই হাদিস

  • @mdjahangirhasan1822
    @mdjahangirhasan1822 3 года назад +4

    তোর মত ভেজাল মাল বাজারে অনেক আছে। তুই শুধু প্রথম না।

    • @abunaser2686
      @abunaser2686 3 года назад

      Sala gendu molla tui ki bujbi.

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 3 года назад +1

      বিদায় হজ্জ্বের ভাষন নিয়ে বহুল প্রচলিত মিথ্যাচার।
      🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
      আমরা সবাই জানি রসুল( সঃ) বিদায় হজ্জ্বের ভাসনে বলেছেনঃ আমি তোমাদের জন্য দুটি জিনিষ রেখে যাচ্ছি, এ দুটি জিনিষ আঁকাড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদীস।
      আমরা এই হাদীসটি জাতীয় সঙ্গীতের চেয়েও বেশীবার শুনেছি। অথচ হাদীসের ছয় প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহর কোন কিতাবেও নেই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকী, সহীহ ইবনে হিব্বান, দারেমী শরীফের মত হাদীস গ্রন্থেও নেই। বিদায় হজ্জ্বের সুদীর্ঘ ভাষন সিয়াহ সত্তার কিতাবে মাত্র দুটি হাদীস আছে। একটি আছে সহীহ মুসলিমে ( হাদীস নং-২৮২১), আর একটি সুনানে আবু দাউদে( হাদীস নং- ১৯০৩)। আচল্য অংশের বর্ননা নিম্নরূপঃ
      (১) সহী মুসলিমের বর্ননাঃ আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।( সহী মুসলিম, হাদীস নং-২৮২১, ইসলামিক ফাউন্ডেশন)।
      (২) আবু দাউদের বর্ননাঃ আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ কর, তবে তোমরা কখনও গোমরাহ্ হবে না। আর তা হলো আল্লাহর কিতাব।( সুনানে আবু দাউদ, হাদীস নং- ১৯০৩, ইসলামি ফাউন্ডেশন)।
      এই হাদীস মোতাবেক রসুল( সঃ) বিদায় হজ্জ্বের ভাষনে একটি জিনিষ আঁকড়ে ধরে রাখতে বলেছেন, আর তা হল পবিত্র কোরআন, যা আল্লাহ সহজ করে নাজিল করেছেন।
      ৫৪:১৭ وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّکِرٍ
      আর আমিতো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ( সুরা আল কামার-১৭)।
      এই কথাটি আল্লাহ সুরা কামারে ৪ বার পুনরাবৃত্তি করেছেন( আয়াত নং- ১৭, ২২, ৩২, ৪০)।
      মহান আল্লাহ আরও বলেনঃ
      (১) আমি এই কিতাবে কোন কিছুকেই বাদ দেইনি ( সুরা আনয়াম- ৩৮)।
      (২) আমি তোমার ওপর এই কিতাব নাযিল করেছি সকল বিষয়ে সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসেবে ( নাহল- ৮৯)।
      (৩) আমি অবশ্যই তোমার উপড় সুস্পষ্ট আয়াত নাজিল করেছি ( নুর- ৩৪)।
      (৪) এই কিতাবের প্রতিটি আয়াত বিশদ বিস্তারিত ( ফুসসিলাত- ৩)।
      (৫) এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য রয়েছে পথ নির্দেশক ( বাকারা- ২)।
      সুতরাং আমাদের সকলের উচিৎ পবিত্র কোরআনের অনুবাদ পড়া এবং তা অনুসরন করা।

  • @furkanuddin213
    @furkanuddin213 3 года назад +4

    ভাই মহা জমিলায় ফেলাছে মুরে। নবীকরিম সঃ এর দাড়ি কি ছিল না। তারা কি তা আনুসরন করেনি

  • @abplshabplsh3117
    @abplshabplsh3117 2 года назад +10

    ## আপনি দাঁড়ি রাখতে পারেননি সেটা ভিন্ন কথা । তবে এটা নিয়ে বিভ্রান্তি ছডাবেন না। ধন্যবাদ -- ##

    • @sajjadhossainrifatsheikh7923
      @sajjadhossainrifatsheikh7923 2 года назад

      তোর দোরকার কি দাড়ি নিয়ে তামাশা করা।

    • @profmnalam2283
      @profmnalam2283 6 месяцев назад

      7​@@sajjadhossainrifatsheikh7923

  • @mehedihasan-gi6sq
    @mehedihasan-gi6sq 7 лет назад +34

    হাফেজ সাহেব আমাদের মধ্যে যারা কোরআন ও হাদীস ভালো ভাবে জানি না অনুগ্রহ করে তাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না। তাছাড়া আপনার ছেহাড়ায় কোন আলেমের ছাপ দেখা যায় না। আপনার কথা গুলি যুক্তিপূন হলেও ইসলাম যক্তিতে চলে না। ইসলাম চলে আল্লাহর দেয়া কোরআন ও রাসূল সাঃ হাদীসের আলোকে। আল্লাহ আমাদের সহিহ এলেম ও সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।

    • @blalhusain977
      @blalhusain977 5 лет назад

      Hada banse atki jabe

    • @fatirahmed7459
      @fatirahmed7459 4 года назад +1

      @@blalhusain977 মাহবুবুল্লাহ যশোরী সম্পর্কে কিছু বলো

    • @millions1957
      @millions1957 2 года назад +5

      দাড়ি থাকলেই কি তার সকল বক্তব্য সত্য বলে মানা যেত? তাহলে মোদী,রবীন্দ্রনাথ, লালন শাহের কথা মানা উচিৎ, তাইতো।

    • @emam-hasan-bd
      @emam-hasan-bd 2 года назад +2

      @@millions1957 সহজ কথা ঃ একজন পুলিশকে অবশ্যই তার নির্ধারিত পোশাক পরতে হবে। যে কেউ ওই পোশাক পরলে সে পুলিশ হয়ে যাবে না।
      তেমনি একজন মুসলিমকে অবশ্য ইসলামী শরিয়া মানতে হবে কিন্তু একজন অবশ্যই ইসলামী শরীয়া মানতে হবে কিন্তু এক অমুসলিম লোক ইসলামী পোশাক পরলেই সে মুসলিম হয়ে যাবে না।

    • @millions1957
      @millions1957 2 года назад +1

      @@emam-hasan-bd আপনি আসলে কি বোঝাতে চাইছেন তা পরিস্কার নয়। যে পোশাকে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার পৃথক করা যাবে না সে পোষাকের গুরুত্ব থাকে কিভাবে? পোষাক, চুল দাঁড়ি প্রতিষ্ঠার জন্য ইসলাম আসে নাই, ইসলাম বা কোরআন মানুষকে সৎ কর্মে সমর্পিত করার জন্যই এসেছে। কোরআনে শুধুমাত্র সৎকর্মের মাধ্যমে জান্নাত প্রাপ্তির কথা বলা হয়েছে। নামাজ, রোজা, হজ্জ,যাকাত এসব আমলকেও জান্নাত প্রাপ্তির শর্ত হিসাবে বলা হয়নি।

  • @gazirifatahmed
    @gazirifatahmed 4 года назад +10

    তবে শুনে রাখুন ,
    আল্লাহ সূরা হাশরের 7 নাম্বার আয়াতে কি বলেছেন,
    আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো , যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো।
    অপরাধী আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন , আল্লাহর অনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো।
    অপর আয়াতে, যারা আমার এবং আমার রাসূলের আনুগত্য করে না তারা পথভ্রষ্ট।
    তিনি নিজের মনগড়া কথা বলেন না , তিনি যাই বলেন তাই ওহী।
    তাহলে কিভাবে আপনি বলুন একই সাথে দুই জনের নির্দেশ মানা?? আপনি তো ভালো করে কোরআন পড়েন নাই। সাধারণভাবে কোরান পড়লে এতগুলো আয়াত আপনার চোখে পড়তো।

    • @abdulwahedkhan6293
      @abdulwahedkhan6293 3 года назад +1

      বিদায় হজ্জ্বের ভাষন নিয়ে বহুল প্রচলিত মিথ্যাচার।
      🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
      আমরা সবাই জানি রসুল( সঃ) বিদায় হজ্জ্বের ভাসনে বলেছেনঃ আমি তোমাদের জন্য দুটি জিনিষ রেখে যাচ্ছি, এ দুটি জিনিষ আঁকাড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদীস।
      আমরা এই হাদীসটি জাতীয় সঙ্গীতের চেয়েও বেশীবার শুনেছি। অথচ হাদীসের ছয় প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহর কোন কিতাবেও নেই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকী, সহীহ ইবনে হিব্বান, দারেমী শরীফের মত হাদীস গ্রন্থেও নেই। বিদায় হজ্জ্বের সুদীর্ঘ ভাষন সিয়াহ সত্তার কিতাবে মাত্র দুটি হাদীস আছে। একটি আছে সহীহ মুসলিমে ( হাদীস নং-২৮২১), আর একটি সুনানে আবু দাউদে( হাদীস নং- ১৯০৩)। আচল্য অংশের বর্ননা নিম্নরূপঃ
      (১) সহী মুসলিমের বর্ননাঃ আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।( সহী মুসলিম, হাদীস নং-২৮২১, ইসলামিক ফাউন্ডেশন)।
      (২) আবু দাউদের বর্ননাঃ আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ কর, তবে তোমরা কখনও গোমরাহ্ হবে না। আর তা হলো আল্লাহর কিতাব।( সুনানে আবু দাউদ, হাদীস নং- ১৯০৩, ইসলামি ফাউন্ডেশন)।
      এই হাদীস মোতাবেক রসুল( সঃ) বিদায় হজ্জ্বের ভাষনে একটি জিনিষ আঁকড়ে ধরে রাখতে বলেছেন, আর তা হল পবিত্র কোরআন, যা আল্লাহ সহজ করে নাজিল করেছেন।
      ৫৪:১৭ وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّکِرٍ
      আর আমিতো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ( সুরা আল কামার-১৭)।
      এই কথাটি আল্লাহ সুরা কামারে ৪ বার পুনরাবৃত্তি করেছেন( আয়াত নং- ১৭, ২২, ৩২, ৪০)।
      মহান আল্লাহ আরও বলেনঃ
      (১) আমি এই কিতাবে কোন কিছুকেই বাদ দেইনি ( সুরা আনয়াম- ৩৮)।
      (২) আমি তোমার ওপর এই কিতাব নাযিল করেছি সকল বিষয়ে সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স, ক্ষমা ও সুসংবাদ হিসেবে ( নাহল- ৮৯)।
      (৩) আমি অবশ্যই তোমার উপড় সুস্পষ্ট আয়াত নাজিল করেছি ( নুর- ৩৪)।
      (৪) এই কিতাবের প্রতিটি আয়াত বিশদ বিস্তারিত ( ফুসসিলাত- ৩)।
      (৫) এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য রয়েছে পথ নির্দেশক ( বাকারা- ২)।
      সুতরাং আমাদের সকলের উচিৎ পবিত্র কোরআনের অনুবাদ পড়া এবং তা অনুসরন করা।

  • @sujonarifbd6881
    @sujonarifbd6881 2 года назад +1

    قَالَ بَصُرۡتُ بِمَا لَمۡ یَبۡصُرُوۡا بِہٖ فَقَبَضۡتُ قَبۡضَۃً مِّنۡ اَثَرِ الرَّسُوۡلِ فَنَبَذۡتُہَا وَ کَذٰلِکَ سَوَّلَتۡ لِیۡ نَفۡسِیۡ ﴿۹۶﴾
    সে বলল, ‘আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি, তারপর আমি সে দূতের পদচিহ্ন হতে একমুঠি মাটি নিয়েছিলাম তারপর আমি তা নিক্ষেপ করেছিলাম। আর আমার মন আমার জন্য শোভন করেছিল এরূপ করা।
    দয়া করে কুরানের ভুল ব্যাক্ষা করবেন না। করন এর ফল খুবই ভয়ানক

  • @anowerhossain7685
    @anowerhossain7685 2 года назад

    thank you

  • @alineoazhossain9698
    @alineoazhossain9698 3 года назад +3

    রসুলের এক মুষ্টি সুন্নত এনে ঢেলে দিয়েছি এর মানে কি ? এক মুষ্টি রাসুলের সুন্নত সামেরী কোথায় পেল ? ঠিক বুঝলাম না । দয়া করে বলবেন কি ?

  • @abulkhayer4132
    @abulkhayer4132 3 года назад +15

    আমাদের একটাই সমস্যা যে আমরা শুধুমাত্র একজন দারি টুপি জুববা পরিহিত মানুষকেই ইসলামের পন্ডিত মনে করি।

    • @emam-hasan-bd
      @emam-hasan-bd 2 года назад +1

      আপনার কথাটা একেবারে উল্টো। আসলে ইসলামি পন্ডিতরা দাড়ি রাখে টুপি পাঞ্জাবী এই জাতীয় ইসলামী পোশাক পরে।

    • @aryanalif.8288
      @aryanalif.8288 2 года назад

      নির্ভুল, অথচ আবু জাহিল, আবু লাহাব আবু তালিব আবু সুফিয়ান ইয়াজিদ সীমারের মুখেও দাড়ি ছিল এরা মুতলীম ছিল?

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      রাইট ভাই কিন্তু আমরা একজন নাস্তিক যুক্তি দিয়ে কিছু বললে আমরা মানি অল্প জ্ঞান এর কারণে

  • @adnanzobayer8407
    @adnanzobayer8407 2 года назад +1

    Assalamualaikum vi Jan apni ki namaz poren?

  • @md.tariqulislam9957
    @md.tariqulislam9957 2 года назад +1

    Rasul {s} nijeto dari rekhesen, setar ki hobey ?

  • @JessoryMahboobullah
    @JessoryMahboobullah Год назад

    AL ISLAM INFORMATION IN BANGLADESH
    ⛔ কোরআন হতে প্রমান ডঃ এ কিউ এম মাহবুবুললাহ যশোরী সত্যবাদী ⛔
    ⛔ কোরআন কোথাও বলেনা যে এই কুরআন আরব ইতিহাসের মুহাম্মাদ ইবনে আবদুল্লাহর নিকটে নাযিল হয়েছে এবং তিনি শেষ নবী বা কোরআনের নবী। কুরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা এবং আরব ইতিহাসের ও শিয়া সুন্নি সালাফি মুসলমানদের বানানো মহম্মদ ইবনে আব্দুল্লাহ আলাদা।
    যশোরী ৩৩/৪০ আয়াত মতে আমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন যে,রবের পক্ষ থেকে কুরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যীন আর আরবদের মহম্মদ ইবনে আব্দুল্লাহ দুইজন আলাদা আলাদা। তবেই তো যশোরী সত্যবাদী।
    ⛔ মাহবুবুললাহ যশোরী প্রায় বলেন,এই কোরআন আদম হতেই লিখিত আকারে প্রথম হতেই বিদ্যমান। এটি আমরা ৪৬/৪ আয়াতে খুঁজে পেয়েছি তাই যশোরী সত্যবাদী।
    ⛔ মুসা নবীকে তওরাত ঈসা নবীকে ইনজিল দাউদ নবীকে যবুর দেয়া হয়েছে এমন কথাগুলি আমরা মৌলবীদের কাছ থেকে শুনি কিন্তু ২/২১৩ আয়াতের দ্বারা যশোরী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সকল নবীদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে তাই যশোরী সত্যবাদী।
    ⛔১২/৩ আমিই তো তোমার কাছে মনোজ্ঞ বিবরণ উল্লেখ করছি-তোমার কাছে প্রেরিত এই কুরআনের মারফতে-ওহীযোগে। যদিও তুমি এর আগে সম্পূর্ণ বেখবর ছিলে।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।
    ⛔৬/৭ তোমার কাছে যদি কাগজের উপর লেখা নাজিল করি আর তারা যদি সেই লিখিত কেতাব হাতে ছুঁয়েও নেয়, তবুও অমান্যকারীরা বলবে-এ যে স্পষ্ট যাদু ছাড়া আর কিছু নয়।
    ২৯/৪৫ আয়াত মতে ওহী হয় লিখিত আল কিতাব থেকে আর ১৭/৮২ আয়াত মতে নাজিল হয় আল কুরআন থেকে।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।
    ⛔১২/২ আমিই তো কুরআনকে আরাবিয়্যান তথা অতি সহজে বুঝার ভাষায় নাজিল করেছি। যেনো তোমরা বুঝতে পারো।
    ১৩/৩৭ এভাবেই তো আমি কুরআনকে অতি সহজভাবে বুঝার ভাষায়, বিধান হিসেবে নাজিল করেছি। এখন তুমি যদি ওদের উদ্ভট কল্পনাসমূহের অনুসরন করো, তোমার কাছে যে তথ্য এসেছে তারপরেও, তাহলে আল্লহ্ তা'আলার কবল হতে বাঁচানোর আর সাহায্য করার মতো কেউ যে নেই।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।
    ⛔১৭/১০৫ আমি সত্য সঠিকভাবেই কুরআন নাজিল করেছি। আর তা সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে-তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।
    ⛔৩/১৩৭,১৩৮ নিশ্চয় তোমাদের আগেও অনেক মানব রীতিনীতি তথা মতবাদ বিলীন হয়েছে; তোমরা দুনিয়ার বুকে ভ্রমন করে দেখ। মিথ্যাবাদীদের পরিনাম কেমন দাঁড়িয়েছে!
    এই কুরআন হচ্ছে মানবজাতির জন্য বিস্তারিত বিবরণ! এই তো সৎপথের নির্দেশ ও উপদেশ মুত্তাকীনদের জন্য।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।
    ⛔১৪/৪ আমি রাসূল হিসেবে যাকেই প্রেরন করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায়, তাকে আল্লহ্ পথভ্রষ্ট রাখেন। আর যে খুশী সহজ সরল পথে চলে থাকে। তিনিই তো প্রতাপশালী ও মহান কুশলী।
    এখানে যে কুরআনের পাঠককে বলা হচ্ছে তা যশোরী আমাদেরকে বলে দিয়েছেন তাই আমাদেরকে ১৪০০ শ বছর পিছনে যেতে হবে না। এই কারণেও যশোরী সত্যবাদী।

  • @MdHabib-th6uv
    @MdHabib-th6uv 7 лет назад +7

    আমরা রাসুল (সা) এর আগের সব নবী রাসুলদের বিশ্বাস করি কিন্তু তাদের অনুসরন করিনা। কারন তাদের অনুসরন করতে আমাদের বলা হয়নি।
    আমরা রাসুল (স) কে অনুসরন করি।

    • @fatirahmed7459
      @fatirahmed7459 5 лет назад +1

      তাদের উম্মত নয় তাদের শরিয়ত অনুযায়ী আমল করিনা তবে তাদের অনুসরণ করতে হবে ।

  • @mohammadrejaulkarim1731
    @mohammadrejaulkarim1731 2 года назад +4

    রাসুল (স)এর কী দাড়ি ছিল না?

  • @mohammadakhtaruzzaman53
    @mohammadakhtaruzzaman53 3 года назад +4

    মুহাম্মদ (স:) এর কি দাড়ি ছিল না ?

  • @abulakram6143
    @abulakram6143 2 года назад

    আমি বলি হুজুর সাল. কি দাড়ি ছিল? পণ্ডিত? Namaz কি কোরান a আছে?

  • @anwartipspro
    @anwartipspro 3 года назад +2

    মূর্তি বা ভাষ্কর্য বিষয়ে পবিত্র কোর-আন শরীফে কি বর্ণিত আছে? বিষয়টি পরিষ্কার করবেন।

    • @ShahinAlam-wt8jz
      @ShahinAlam-wt8jz 2 года назад +1

      Sura,Saba-13, nobi Suleiman jin der dea murti baneacen

  • @golamdastagir8080
    @golamdastagir8080 3 года назад +1

    Good interpretation.

  • @MdRubel-du6xv
    @MdRubel-du6xv 2 года назад +6

    কুরআনে আল্লাহ্ বলেছেন রাসুলকে অনুশরন করতে তো রাসুল যদি দাড়ি রেখে থাকে সে হিসেবে দাড়ি রাখা উচিৎ ???

    • @bazlulmunir3093
      @bazlulmunir3093 Год назад

      মিথ্যাবাদি, ঘুষখোর, জেনাকারী, ধর্ষক সবাই রাসূল(সাঃ) কে অনুসরন কোর জন্য তাঁর দাঁড়িটাই দেখলো??? 🤣🤣

  • @didarulislam7466
    @didarulislam7466 2 года назад +7

    আপনি তো এ যুগের বড় ফিৎনাকারি

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @mohammedabulhasan6960
    @mohammedabulhasan6960 2 года назад +6

    নাউজুবিল্লাহ,, যুগে যুগে ইবলিসের অনেক অনুসারীর আব্িরবাব হবে,,,

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

    • @mdhannanhannan9860
      @mdhannanhannan9860 Год назад

      নবীকে না মেনে শুধু কোরআন মানলে তার ঈমান থাকবেনা,

  • @animeunivers4533
    @animeunivers4533 2 года назад +4

    জনাব দাড়ি রাখবেন না ভালো।
    কিন্তু টাই পড়ার ফর্মুলা কোথায় পেলেন।
    এটাতো খৃষ্টানদের ক্রুশ এর প্রতীক। তাই খৃষ্টানরা অনুসরণ করে।

    • @bazlulmunir3093
      @bazlulmunir3093 Год назад

      অসুবিধা নাই। কোরআনে স্পষ্ট নির্দেশ না থাকলে রাসূল (সাঃ) আহলে কিতাব আর মুশরিকদের অনুসরন করতেন বলে সহি হাদিসে বর্ণিত। (বুখারী). তাই দাঁড়ি রাখা আহলে কিতাবদের অনুসরন। তাই এটা ফরজ বা ওয়াজিব হতেই পারেনা। সুন্নাত হিসাবে রাখতে পারেন তবে তা বাধ্যতামূলক মনে করা শির্ক।

  • @obaidulhaque6008
    @obaidulhaque6008 3 года назад +3

    I think his version of Islam is not correct. Our prayer to Allah to follow his Quran and Harish..

  • @deloarsoc8768
    @deloarsoc8768 3 года назад +2

    Your lecture seems very logical to me sir. I am from Jashore & where are u from of Jashore?

    • @সত্যেরসন্ধানে-গ২র
      @সত্যেরসন্ধানে-গ২র 3 года назад +3

      আসসালামুআলাইকুম । ভাইজান, আমরা জানি ১১৪ টি সূরা সম্বলিত কুরাআন মজিদে রয়েছে মোট ৩০ পারা । কিন্তু অনেকেই বলে থাকেন যে, কুরআনে রয়েছে ৬০ পারা । অথচ এই অতিরিক্ত ৩০ পারার একটি সুরা কিংবা একটি আয়াতের কথা জানতে চাইলে তারা বলে এগুলো বাতেনি (গোপনীয়) । আপনি কি এর একটা সমাধান দিতে পারবেন যাতে এ নিয়ে ভ্রান্ত মতবাদের অবসান হয় ।

  • @fazlukorim6290
    @fazlukorim6290 2 года назад +2

    আপনে সুবিধাবাদী মুসলিম আপনে আধামুসলিম

  • @mohammadbhai8619
    @mohammadbhai8619 3 года назад

    go on

  • @NazrulIslam-v3h
    @NazrulIslam-v3h 8 месяцев назад

    হারুণ (আঃ) কেন দাড়ি রেখেছিলেন??? বলবেন please.

  • @abduljabber9367
    @abduljabber9367 Год назад +1

    ঠিক আছে বুঝলাম কিন্তু কুরআনে কোন জায়গা দাড়ি রাখা নিষেধ করা হয়েছে সেই কথা গুলো আমার জানার অনেক ইচ্ছা আশা করি জানিয়ে দিবেন

  • @bismillahshah2319
    @bismillahshah2319 2 года назад +5

    একদম সঠিক ও উচিৎ কথা বলেছেন।।। সময়োপযোগী, যথাউপযুক্ত, যুক্তিযুক্ত, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।।। সকল ধর্ম রোগীদেরই ভালো করে বুঝা উচিৎ হবে।।।

    • @nurgalfar1
      @nurgalfar1 2 года назад +2

      আসসালামুয়ালাইকুম ভাই আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে মানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাঁড়ি মোবারক ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন সাহাবী দাঁড়ি কেটেছেন? ভাই কেন আপনার ঈমান কে ধ্বংস করে দিচ্ছেন ?

    • @ayubalik3277
      @ayubalik3277 Год назад

      এই বাটপার কিন্তু খৃষ্টান। অতি সুকৌশলে কুরআনের কথা বলে আর হাদীসের নামে ফিতনা ছরায়। কারন ওরা খুব ভাল করেই জানে হাদিস ছারা মুসলিম উম্মাহ কোন ইবাদত সঠিক ভাবে পালন করতে পারবে না। বেশি বিস্তারিত লিখতে পারলাম না, বিস্তারিত জানতে চাইলে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এর "মুমিনের জীবনে হাদিসের গুরুত্ব" এই ভিডিও টা দেখেন। তাহলেই সব কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারিবেন।

  • @OmarHishamAlArabiOfficial
    @OmarHishamAlArabiOfficial 2 года назад +2

    নতুন এক খ্রিস্টানের সাথে দেখা হলো,, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্বাস করেনা,, কোরআন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে,, আল্লাহ তায়ালা হেদায়েত দান করুক।

  • @abdullahalislamicchannel
    @abdullahalislamicchannel 2 года назад +1

    আমি সব আহলে কুরআন নামক বাতিল ফেরকাকে চ্যালেঞ্জ করছি ফজরের নামাজ যে ২ রাকাত সেটা কোরআন থেকে কেউ দেখাতে পারবে না। এমনকি নামাজ যে পাচ ওয়াক্ত সেটাও কোরআন থেকে দেখাতে পারবে না। তারপর যোহর,আসর,মাগরিগ,এশা এবং ওযু করার নিয়ম দেখাতে পারবে না। যদি কেউ দেখাতে পারে তাহলে আমি আহলে কুরআন হয়ে যাব

  • @nayeemaljihad6015
    @nayeemaljihad6015 3 года назад +10

    প্রথমে আমি উনাকে ভালোই মনে করেছিলাম, এখন ত উনি মুসলিম কিনা সেটাই সন্দেহ হইতাছে 🤔

    • @maj.md.abdulhalimretd2760
      @maj.md.abdulhalimretd2760 3 года назад +1

      Brother, pl be confirmed that this IBLISH,MURTAD is a paid agent of Yahudies to misguide common Muslims having no basic knowledge of Islam and create fitnah.

    • @rabiulislam6684
      @rabiulislam6684 3 года назад

      @@maj.md.abdulhalimretd2760 basic knowledge holders Islamic scholars of Al-Azhar University, Modina university and others Sunni scholars doesn't believe " Shia Muslims believing" and the same of Tehran university's Islamic scholars doesn't believe Sunni Muslims believing.

    • @ashfaqulhaque6544
      @ashfaqulhaque6544 3 года назад +2

      পারলে উনাকে যুক্তিতে হারান। বাজে কথা বলেন কেন?

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      @@ashfaqulhaque6544 কোন বিষয়ে যুক্তিতে হারাবো ভাই বলেন

  • @alauddinmalik8981
    @alauddinmalik8981 5 лет назад +1

    لقد كان لكم في رسول الله اسوة حسنة এর অর্থ কি হবে? ?

  • @md.robiulislam1152
    @md.robiulislam1152 2 года назад +1

    অন্যকে ছোট করে নিজেকে বড় করা যায় না। পৃথিবীতে কেউ ভুলের উর্ধ্বে নয় নবী রাসূল ছাড়া।

    • @Sk.Anash786
      @Sk.Anash786 2 года назад

      নবী রাসুল বলে কেউ ছিল না,,সব মিথ্যা কথা,,সব ব্যাবসা

    • @storywithRaqib
      @storywithRaqib Год назад

      Nobi rasul ra o manus chilo...tara o vul korten...quran poren tahole janben...na porle ulta palta bolben, shudhu manus er mukhe mukhe kotha sune

    • @ayubalik3277
      @ayubalik3277 Год назад

      এই বাটপার কিন্তু খৃষ্টান। অতি সুকৌশলে কুরআনের কথা বলে আর হাদীসের নামে ফিতনা ছরায়। কারন ওরা খুব ভাল করেই জানে হাদিস ছারা মুসলিম উম্মাহ কোন ইবাদত সঠিক ভাবে পালন করতে পারবে না। বেশি বিস্তারিত লিখতে পারলাম না, বিস্তারিত জানতে চাইলে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এর "মুমিনের জীবনে হাদিসের গুরুত্ব" এই ভিডিও টা দেখেন। তাহলেই সব কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারিবেন।

  • @fazlulkabir2698
    @fazlulkabir2698 3 года назад +9

    DEAR BROTHER , FROM NOW I ALWAYS USED TO WATCH ALL OF YOUR VIDEOS . IT IS BECAUSE YOU ALWAYS FOLLOWS THE HOLY QURAN WHEN YOU GIVES EXAMPLE . THAT'S WHY I LOVE YOU & YOUR STATEMENTS .

  • @masudulhoque5534
    @masudulhoque5534 5 месяцев назад

    দাড়ি রাখা নিয়ে পরে আছে মুসলিম , যা কেটে ফেললেও আবার হয় আর বিপরীত দিকে তাদের পুরুষ অঙ্গের চামড়া কেটে ফেলে দিচ্ছে যা একবার কেটে ফেললে আর হয় না।

  • @MdMintu-o3s
    @MdMintu-o3s 9 месяцев назад

    আসসালামুয়ালাইকুম ভাই

  • @abdulmojid6186
    @abdulmojid6186 2 года назад +3

    এখানে যাঁরা কমেন্ট করেছেন সবাই কোরআন একবার ও বুঝে পড়েন নি এটাই হল সমস্যা সবাই মনে মনে বিয়ে পাশ

  • @nurulamin8368
    @nurulamin8368 3 года назад +1

    We should not create mischief on earth. We should obey Allah (swt) and His messenger (peace be upon him). We should fear the torment of Allah .

  • @kabirhumayun4248
    @kabirhumayun4248 3 года назад +14

    সে সময় সেভীং মেটারয়িাল ডিফিকাল্ট ছিল। নমরুদ দাড়ী রাখত।কোন কোন ফেরআউন দাড়ী রাখত।

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @kazihafizulalam1895
    @kazihafizulalam1895 2 года назад +3

    আপনি কে? আপনার পরিচয় কি , আপনি সত্যিকারের কোন ধর্মের লোক? এতদিন কোথায় ছিলেন, আপনার আসল উদ্দেশ্য কি?

  • @zeenatsultana2259
    @zeenatsultana2259 2 года назад +1

    আপনাকে দেখে তাউজু পাঠ করা উচিত সবার।

    • @mdsohid9367
      @mdsohid9367 2 года назад

      তুমি আমার সাহেলা

  • @md.nasimhasan7245
    @md.nasimhasan7245 Год назад

    আমার মনে হয় আপনি আরও ভাল করে কুরআন এবং হাদিসের সকল অধ্যায়গুলো জেনে আলোচনা করুন। আমার কুরআন ও হাদীস সম্পর্কে ধারনা নেই বললেই চলে তারপর বিশ্বাস আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি নিজে যখন দাড়ি রেখেছেন তখন বুঝতে পারি এরমধ্যে আল্লাহর কোন নির্দেশনা আছে । আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।

  • @aminul786headteacher2
    @aminul786headteacher2 2 года назад

    Allah helps us from this people who do not know what is Islam? He fails to understand the Islam.

  • @ঘনছায়ানীড়
    @ঘনছায়ানীড় 3 года назад +4

    আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা তো কুরআনে নেই হাদিসে আছে। তা এখানে তো হাদিস। ফালতুমি ছেড়ে দেন কোরআন-হাদিসের পথে আসেন।

    • @NurulIslam-jo8pk
      @NurulIslam-jo8pk 3 года назад

      কোরানে আছে
      সালামুন আলাইকুম

  • @olidulislam4153
    @olidulislam4153 5 лет назад +2

    দাড়ি ছাচার হুকুম কোথা থেকে এসেছে একটু জানাবেন??অার কেনো পুরুষদের দাড়ি উঠে????

    • @md.shamimislam5891
      @md.shamimislam5891 Год назад

      বাল কেন ছাচেন, বাল ছাচার হুকুম কোথায় আছে জানাবেন?

  • @dtm2448
    @dtm2448 3 года назад +1

    Keeping beard is a sunnah of the Prophet (عَلَيْهِ ٱلسَّلَامُ). If there is no really serious problem, then, a man should keep beard.

    • @khokonbhuiyan7782
      @khokonbhuiyan7782 3 года назад

      Not Quran but BUKHARI Says.

    • @sajjadhossainrifatsheikh7923
      @sajjadhossainrifatsheikh7923 2 года назад

      @@khokonbhuiyan7782 তুই কোরআন কে বিশ্বাস না করে তুই হাদিস কে বিশ্বাস করস তুই মুসলমান নামে কালোনকো হারামজাদা।

    • @abdulmannanpathan4596
      @abdulmannanpathan4596 2 года назад

      কুরআনে এটা উল্লেখ আছে নবীর উত্তরসূরী হলেন আলেমরা. কোন আলেমের মুখেই দাড়ি. মাথায় টুপি এবং সুন্নতি লেবাস ছাড়া দেখি নাই. আপনারই উদ্ভট যুক্তির কি প্রয়োজন আছে. আপনি মানেন না সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার. ধর্ম নিয়ে এত টানাটানি করা ঠিক না.

  • @ashrafalibabumirashrafalib8710
    @ashrafalibabumirashrafalib8710 3 года назад +5

    না জেনে কিছু বলা।না বুঝে কিছু করা কি ঠিক? কমেন্ট করার অগে।নিজের জানা আছে কিনা তা ভাবা ভালো।

    • @NasirKhan-ps5qc
      @NasirKhan-ps5qc 3 года назад +1

      সয়তান অনেক কিছু জানতো। কিন্তু সেই সয়তান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ি ছিল।

  • @RashidRashid-hh8vu
    @RashidRashid-hh8vu 2 года назад

    খান সাইফুর ভাই আপনার কানের চিকিৎসা করুন।

  • @jakirislampurjoypara1220
    @jakirislampurjoypara1220 8 лет назад +9

    মাশাল্লাহ্ খুব সুন্দর যুক্তি, ধন্যবাদ আপনাকে,

    • @mdamdad6288
      @mdamdad6288 2 года назад

      এই শালা আহাম্মদী।

    • @nbbappy4513
      @nbbappy4513 2 года назад

      সূরা আল আসর আয়াত 7:আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও মুসাফিরদের এটি এ জন্য যে, যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

    • @ayubalik3277
      @ayubalik3277 Год назад

      এই বাটপার কিন্তু খৃষ্টান। অতি সুকৌশলে কুরআনের কথা বলে আর হাদীসের নামে ফিতনা ছরায়। কারন ওরা খুব ভাল করেই জানে হাদিস ছারা মুসলিম উম্মাহ কোন ইবাদত সঠিক ভাবে পালন করতে পারবে না। বেশি বিস্তারিত লিখতে পারলাম না, বিস্তারিত জানতে চাইলে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এর "মুমিনের জীবনে হাদিসের গুরুত্ব" এই ভিডিও টা দেখেন। তাহলেই সব কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারিবেন।

    • @hossainahmmed9507
      @hossainahmmed9507 Год назад

      দারুন লিখেছেন,
      মোহতারাম Arif Bin Habib দাঃ বাঃ
      দাড়ি নিয়ে মনগড়া বক্তব্য দেয়ার সুযোগ নেই,
      দাড়ি রাখা ওয়াজিব।
      প্রথমে সবাই নিচের চারটি শব্দ মুখস্ত করে নেন।
      وفِّرُوا বাড়াও
      وأوفوا পূর্ন কর
      وَأَعْفُوا اللِّحى লম্বা কর
      وأَرْخُوا اللِّحى ঝুলিয়ে দাও।
      এক.
      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
      عن عبدالله بن عمر
      عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
      আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোঁচ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।
      মুসলিম-২৫৯
      (২৫৯ মাদ্রাসা সিলেবাস অনুসারে)
      দুই.
      দাড়ি বাড়াও।
      خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
      মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বাড়াও ও মোচ কাট।
      বুখারী-৫৮৯২
      তিন.
      দাড়ি পূর্ন কর,
      خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
      মুশরিকদের বিরোধিতা কর এবং মোচ কাট ও দাড়ি পূর্ণ কর।
      মুসলিম-২৫৯
      চার.
      দাড়ি লম্বা কর,
      انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
      মোচ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা কর।
      বুখারী-৫৮৯৩
      পাচ.
      দাড়ি ঝুলিয়ে দাও
      جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
      মোচ কাট ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা কর।
      মুসলিম-২৬০
      উপরের হাদীস গুলো থেকে চারটা বিষয় বুঝে আসে।
      ১.দাড়ি বাড়াও ,
      ২.দাড়ি পূর্ন কর,
      ৩.দাড়ি লম্বা কর,
      ৪.দাড়ি ঝুলিয়ে দাও।
      ছয়.
      রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল:
      عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ‏.‏ قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ‏.‏
      আবূ মা’মার (রহঃ) থেকে বর্ণিতঃ:
      তিনি বলেন, আমরা খাব্বাব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যুহ্‌র ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়।
      সহিহ বুখারী, হাদিস নং ৭৬০
      সাত.
      দাড়ি এক মুষ্টির বেশী হলে কাটা যাবে:
      ‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏
      ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
      সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯২

  • @mohammedhasan114
    @mohammedhasan114 6 лет назад +2

    আপনি এতো কথা বলেন,এটা কেনো বলেন না, মোহাম্মদ নবী দারির বেপারে কি বলছেন,আমরা মুহাম্মদ নবীর উম্মত।

  • @dilipdilip7042
    @dilipdilip7042 3 года назад +1

    Allah Manu's ke shotik bug nosib korun...(amin)

  • @habbankhan3350
    @habbankhan3350 6 лет назад +4

    নতুন ফেৎনাবাজ👞👞👞👞👟👟👟👟👟👠👠👠👠👡👡👡👡

  • @LaskarSH1969
    @LaskarSH1969 Месяц назад

    এক মুঠো দাঁড়ির ব্যাপারে বলা হয়নি। এটা ছিল এক মুষ্টি মাটি সামেরি যা এখানে উল্লেখ করেছে।

  • @mdhabib8143
    @mdhabib8143 3 года назад +2

    রাসূলের দাড়ি সম্পর্কে কী বলবেন

    • @user-cf5ifffgcvbgxse8xarworc3r
      @user-cf5ifffgcvbgxse8xarworc3r 2 года назад

      নতুন ফেরকা বাজ 😜😜😜😜😜😜।
      উনি হাদিস মানেন না। শুধু কোরআন নিয়ে পড়ে আছেন। অথচ তিনি জানেন না এই কোরআন রাসূলে পাক রাসুলুল্লাহ (সাঃ) এর উপর নাযিল হয়েছে। তিনি কোরআনকে যেভাবে ব্যাখ্যা করেছেন উনি সে ব্যাখ্যা কে অস্বীকার করেন আল্লাহ তা'আলা এই সমস্ত বাঁকা পথের লোকদের থেকে মানুষকে রক্ষা করুন।

  • @ayubmunsi8167
    @ayubmunsi8167 2 года назад +2

    সকল নবী স:গনের কি দাড়ি ছিলো না????????????

  • @md.atiqulislamliton3569
    @md.atiqulislamliton3569 Год назад +1

    মেয়েদের দাড়ি হয়না ছেলেদের দাড়ি হয় তো যদি নাই রাখতে হয় তাহলে আল্লাহ্ দাড়ি কেনো দিলো?

    • @bazlulmunir3093
      @bazlulmunir3093 Год назад

      আল্লাহ নাভির নীচে অবাঞ্ছিত চুল দিলেন কেন? হাদিসে সেগুলো ছেঁটে ফেলাকে মানুষের ফিতরাত বা সহজাত প্রবণতা বলা হয়েছে।

  • @moniruzzaman3554
    @moniruzzaman3554 2 года назад +2

    দীর্ঘ ৬ বছর যাবৎ তিনি এগুলো বলে যাচ্ছে কেহ প্রতিবাদ করেনা ?