আজ ভোরে মেসে এক ছোট ভাই গানটা খুব জোরে চালিয়ে গোছল করছিলো, গানের শব্দে ঘুম ভেঙে গেলো আর মনে পরলো ২০০৯ সালে SSC পরিক্ষার জন্য প্রাইভেট পরতে যাচ্ছিলাম বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে, রমজান মাসে সেহরি খেয়ে নামাজ পরে একটা খাতা আর গাইড নিয়ে আর পুরো রাস্তা হেটে আমরা তিন বন্ধু এই গান তারপর "দিন বাড়ি যায় " আরো অনেক গানগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম। সেই পুরোনো স্মৃতিগুলো আজ মনে পরলো, কি সুন্দর দিন ছিলো সে সময়😢
@༒︎♥︎ 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦♥︎༒︎:প্রিয় মেঘ বালিকা,মানুষ কিভাবে নিমিষেই বদলে যেতে পারে,তোমায় না দেখলে আমি জানতামি না। অসীম ভালোবাসাকে মানুষ কিভাবে অস্বীকার করে, তা আমার তোমার কাছ থেকে ই শেখা। সমস্ত বন্ধন ছিন্ন করে মানুষ কতটা দূরে সরে যেতে পারে তা তুমি আমায় দেখিয়েছো তুমি আমায় দুঃখ দেও নাই বরং ধাপে ধাপে নতুন কিছু শিখিয়েছো তুমি আমার না হয়ে ভালোই করেছো
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কমেন্ট গুলো যেন এক একটা মহাকাব্য 🖤 বাংলা ভাষায় যেভাবে আবেগ স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ পায় তা বুঝি পৃথিবীর আর অন্য কোন ভাষায় প্রকাশ পায় না ; তাই তো বাংলা এত সুমধুর 👍
When my girl friend left me in January 2018, my roommate Rifat introduced me to this song, back then I was a fresher (Bachelor's 1st year). Since then, this song is like a oxygen for me.
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান আর শোনা হতোনা.!🙂 স্মৃতি রেখে গেলাম আজ, যুগ যুগ ধরে মানুষ যখনই এসব গান শুনতে আসবে, তখনই লাইক বা কমেন্ট করলে নোটিফিকেশন পেয়ে আমি তোমায় কল্পনা করে আবারো এই গান শুনবো..!! 🙂💔
My ears: listening to the music My lips: singing alone to the music My eyes: seeing comments My hands: scrolling down My legs: move in perfect synch with the song My mind: recalling old memories I'm such a busy person💜😌
গানটা শুনলে ২০২১ সালের সৃতিগুলো আচড়কাটে। জানুয়ারির কোনো এক রাত ৩ টায় মুঠোফোনের এপাশ থেকে কাওকে শুনিয়েছিলাম গানটা । আজ কিছুই নেই আগের মতো,থাকে না,প্রকৃতির নিয়ম।মুহূর্তগুলো রয়ে যায় সৃতি হয়ে । যারা আরও কয়েকবছর পড়ে গানটা শুনবে তাদের বলি । আপনারাও আমাদের দলের কেউ ।আপনাদের রুচির প্রতি সম্মান জানাই ।😊
কমেন্টে মেয়েদের কমেন্ট চোখে পড়ে না বললেই চলে।তাই আমার কমেন্ট রেখে গেলাম। এই গানটা দিয়েই আামার শূন্য শোনা শুরু.... অসম্ভব সুন্দর একটা গান.. আর কি লিরিক্স😍😍😍
গানটা শুনে মনে হইছিল কয়েক দিন আগে বের হইছে!!!!!!😯 সত্যি এই রকম শিল্পর বাংলাদেশে অনেক অভাব।👏👏👏 স্যলুট স্যার আপনাদের সবাইকে যারা এই গানটাতে অংশগ্রহণ করেছেন❤❤❤❤❤
হে আমার মহান সৃষ্টিকর্তা, যারা দুনিয়ার বুকে প্রেম ভালোবাসা করে সফল হতে পারেনি মনের মানুষ কে হারিয়ে নিরবে কস্ট পাচ্ছে এমন প্রতিটি মানুষের মনে আপনি শান্তি দান করুন,, আমিন 😢🤲
সুইটি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো ৫ বছর হলো। এখন ও তোমাকে প্রতিদিন অনেক অনেক মিস করি। তোমাকে কখনো বলা হয়নি, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। আমি এখনও তোমাকে সেই প্রথম দিনের মতো ভালোবাসি।
ছোট ছিলাম বাড়ির বড় ভাইরা শুনতো। তখন থেকেই কেমন জানি মনের অজান্তে প্রেমে পড়ে গানটার। তখন আম্মুর মোবাইল তাদের থেকে নিয়েছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে এই গান টা জীবনের একটা অংশ মনে হয়💕
রাত ৩ টা,মেসের ছাদে এইচএসসি আর ভালোবাসার মানুষ টার ছেড়ে যাওয়ার কষ্টের মাঝে গান টা শুনছি। আবেগ গুলা অব্যক্তই থেকে যাবে ভেবেছিলাম, গানের প্রতি আবেগ ব্যক্ত করা যায় জানতাম না💔
This song just makes me thinking of my past. That past where i had someone, but for some reason i lost her. But still i love her a lot. Yes, i know It's impossible to get her back, but my love for her will never change. People change but memories always stay inside the heart. No one can remove those memories. This song just reminds me of those days when we were together😄❤️
২০১০ এ খুব সম্ভবত প্রথম শুনেছিলাম বেদনা। ফার্মগেট মোস্তফা রোডের সবুজদের বাসায় থাকতাম। আহারে দিনগুলো।।।। স্মৃতি হিসেবে গানটা রয়ে গেছে। ২০২৪ এও গানটা সেই অনুভূতি দেয়
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেউ লাইক দিলে আমার কাছে নোটিফিকেশন আসবে। তখন আবার শুনতে আসবো গানটি। গুণে নিবো আমার মতো বোকা প্রেমিকের সংখ্যা ভালো থাকুক আমাদের ভালোবাসা।
যারা অসীম পরিমাণে ভালোবাসতে জানে, তাদের বেশিরভাগই অসীম পরিমাণে পেইন দিতে জানে।🌼🙂 এবং, প্রায়ই তারা ভালোবাসে এমন মানুষকে, যার কাছে ভালোবাসার তেমন কোনও দামই নেই।🙂🥀
তোমাকে পেয়ে গেলে হয়তো এই গান টা শোনা হতো না 🙂 দিন,মাস, বছর, যুগ যুগ ধরে এই গানের কমেন্ট পড়তে আসা মানুষ গুলো এই কমেন্ট এ লাইক দিলেই নোটিফিকেশন আবার এই গান শুনতে বাধ্য করবে কমেন্ট টা রেখে গেলাম 🌸
"শূন্য" জানে যে সাধারণের থেকে ব্যতিক্রম এবং রুচিশীল মানুষদের সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে কিরকম টাইপের গান লেখা উচিৎ Tons of love and blessings
হারাতে দেওয়ার আগে ঐ নিজ দায়িত্বে হারিয়ে গেছে......আমাদের ভালোবাসা টুকু একান্তই আমার জন্য এখন উপহারস্বরূপ। আজ কয়েকটি বছর তোমার লালিত ভালোবাসা আমি বহন করে যাচ্ছি, ভুলতে দিচ্ছে না আমার অতীত, আমাদের স্বপ্ন। আজ আমি একাকিত্ব.......ভালোবাসা আসলেও আসতে দেইনি মনের কোণে...... 😌
Lived 7 years in Chittagong and this song was shukh for me. I am listening after such long time with smiles and tears . So much love for the song. Love from bhutan ❤
যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলেছি 4 বছর আগে!তবু ভালোবাসা কমে নি💔ভালোবাসি মোহাম্মদ হিমেল🥺🖤যদি কোনোদিন তুমার কাছে কমেন্ট টা যায় জেনে নিও আমি পরিস্থিতির স্বীকার!
৪ বছর আগে আমাদের পথচলা শুরু! তবে ২ বছরের মাথায় আমাদের বিচ্ছেদ! তারপর তার বিয়ে আর আমার একবুক কষ্ট নিয়ে নতুন পথচলা! গত দুই বছরে একটি বারও অন্য কারো কথা ভাবতে পারিনি! আজও অনেক ভালোবাসি! তবে শুনেছি সে প্রেগন্যান্ট! আল্লাহ তাকে ভালো রাখুক! ❤️❤️
একাদশ শ্রেণী পড়ুয়া মেয়েটি প্রেম কাকে বলে চিনতো না।আনাড়ি মেয়েটির দু' চোখে প্রেমের আবির মেখে দিয়েছিলো যে কবি...যে দেবতা ...যে সুপুরুষ,সে এই আজীবন একাকী মেয়েটাকে বিদায় জানিয়েছে অনেক দিন হয়ে গেছে , বহু বহু দূরে সন্ন্যাস নিয়ে নিয়েছে...। "তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই!" ....জীবনে প্রথম পাওয়া চিরকুটে এই গানটারই একটা লাইন,সারাজীবনের মতো পুরোটা হৃদয়ে যে বিদ্যুত চমক দিয়েছিলো,সেটা আমৃত্যু এ দেহেই তোলা থাকবে...। আমি জানি না,এইটুকু কথা লিখতে গিয়ে এতো কেন কাঁদছি...........
তুমি আমার হলে হয়তোবা এই গানটি শুনে কমেন্ট টা করার ইচ্ছে হতো না বা গানটাও সোনা হতো না😂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেও লাইক দিলে তার নোটিফিকশান আসবে।তখন আবার গানটি শুনতে আসবো আবার।গুনে নিবো আমার মত বোকা প্রেমিক আর সংখ্যা❤ভালো থাকুক আমাদের না পাওয়া ভালোবাসার মানুষগুলা❤
তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা । জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো । শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব ।। তুমি চাইলে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো নোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো । গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা, নীলের বুকে আজ হারাবো ।।
স্মৃতি হয়ে গেলাম,,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,,,তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি। ২০২৩ এর জুনে রেখে গেলাম এই স্মৃতি।🖤🌼
কিছু গান আমার কাছে কখন পুরোনো হবে না। মানুষের একটা আলাদা অনুভূতি যার নাম ভালোবাসা। কেউ পেয়ে সুখী হয় আর কেউ না পেয়ে গানের জন্ম দেয় যা শুনলে ভালোবাসার বিপরীত রুপটা বুঝা যায়🙂💔
হয়তো "বাবু খাইসো?" গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিলিয়নস ভিউ পায়, এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকেনা, কিন্তু অনেকের হৃদয়ে থাকে ❤
হুম ভাই
ঠিক।আমি বার বার এই গান এর কথা গুলোয় আর এই ভয়েস হারিয়ে ফেলি নিজেকে।🥰🥰 আমার প্রিয়কে এই গান আমি শুনাবো।আমি তার অপেক্ষায় আছি।আমাদের একদিন দেখা হবে।❤️❤️❤️
always ❤️
Esob song Immoral..... দুই তিন দিনের জন্য ট্রেন্ডিং এ থাকে না এসব গান,,,গান যারা বুঝে তাদের হ্রদয়ে সবসময় ট্রেন্ডিং এ থাকবে❤️❤️
@@ritudhar7276 ❤️
কমেন্ট করে রেখে গেলাম, পরবর্তী জেনারেশন দেখবে আমরা কেমন গান শুনতাম, ১০ বছর হয়ে গেছে এখনো শুনলে কলিজা কেঁপে ওঠে 🌼
যারা সার্চ দিয়ে গানটি শুনছে তাদের রুচির গভীরতা যে কত মানসম্মত তা আমাদের পরবর্তী প্রজন্ম টের পাবে❤🥀
আজ ভোরে মেসে এক ছোট ভাই গানটা খুব জোরে চালিয়ে গোছল করছিলো, গানের শব্দে ঘুম ভেঙে গেলো আর মনে পরলো ২০০৯ সালে SSC পরিক্ষার জন্য প্রাইভেট পরতে যাচ্ছিলাম বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে, রমজান মাসে সেহরি খেয়ে নামাজ পরে একটা খাতা আর গাইড নিয়ে আর পুরো রাস্তা হেটে আমরা তিন বন্ধু এই গান তারপর "দিন বাড়ি যায় " আরো অনেক গানগুলো শুনতে শুনতে যাচ্ছিলাম। সেই পুরোনো স্মৃতিগুলো আজ মনে পরলো, কি সুন্দর দিন ছিলো সে সময়😢
প্রতিদিন যেহেতু গানটা শুনি,তাই কমেন্ট রেখে গেলাম..।
লাইক দেখে বুঝে নেব কতজন গানটা শুনে কমেন্ট পড়ে গেল...।
😊
6 বছর আগে, স্মার্টফোন হাতে পাই।
ইউটিউবে বাংলা গান লিখে সার্চ করছিলাম।
তখন প্রথমেই গানটি শুনি এখনো শুনে যাচ্ছি একইরকম তৃপ্তি। 🥰❤️
ওওওও
😊😊😊😊😊
যতই বেহুলা নিয়ে হাইপ উঠুক, বেদনা অন্য লেভেল এর শান্তি। ❤️❤️❤️❤️❤️
Right bro
@White Canopy Chala ja 🖕😡
Right 👍
💜💜
Pinik bhai ekkhan
পৃথিবীর সব স্যাড লিরিক্সে নিজেকে খুজে পাওয়া ভীষণ পীড়াদায়ক।
তোমাকে খুব মিস করি প্রিয় সুহাসিনী
সুহাগিনি? রাইট?
@༒︎♥︎ 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦♥︎༒︎:প্রিয় মেঘ বালিকা,মানুষ কিভাবে নিমিষেই বদলে যেতে পারে,তোমায় না দেখলে আমি জানতামি না।
অসীম ভালোবাসাকে মানুষ কিভাবে অস্বীকার করে, তা আমার তোমার কাছ থেকে ই শেখা।
সমস্ত বন্ধন ছিন্ন করে মানুষ কতটা দূরে সরে যেতে পারে তা তুমি আমায় দেখিয়েছো তুমি আমায় দুঃখ দেও নাই বরং ধাপে ধাপে নতুন কিছু শিখিয়েছো তুমি আমার না হয়ে ভালোই করেছো
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কার্টুন শেইপড রাইটিং
@Abdullah Bonny কি বলেন ভাই😂
@Abdullah Bonny ভাই তোমার বয়স কত?😂
@Abdullah Bonny 😂😂😂
kotha gulo khub valo laglo vai tnx,
কেমন আছো? -এইতো আছি।
কোথায় থাকো? -কাছাকাছি।
বদলে গেছো? -সবাই বলে।
তারপর সব? -যাচ্ছে চলে।
বিয়ে-সাদী? -লাভ কি শুনে।
কতদিন হলো? -রাখিনি গুনে।
ছেলে হয়েছে? -একটি মেয়ে।
কোথায় এখন? -ঘুমালো খেয়ে।
নাম কি ওর? _সোনা মা' ডাকি।
এই নামটা তো... -এখন রাখি।
ব্যাস্ত খুবই? -একটু খানি।
বছর পাঁচেক... -আমি জানি।
এড়িয়ে যাচ্ছো? -এমন টা নয়।
মনে পরে না? -পাইনা সময়।
সেদিন যদি... -থাক সেসব।
ভুলেই গেছো? -যথা সম্ভব।
থাকতো যদি.. -থাকবে কি আর?
ভুলিনি আমি -যায় আসে কার।
রাখবো এখন? -কিছু কি বাকি?
ভালো থেকো!! -ভালোই থাকি।
এত অভিমান? -রাখিনি মোটেই।
এখন কাঁদো? -অল্প চোটেই।
হ্যাঁ কাঁদো কি?? -না,কাঁদি না।
বেণি করা চুল..? -আর বাধিঁ না।
বৃষ্টিতে ছাদে?? -যাই না এখন।
প্রিয় গানগুলো? -শুনি কিছুক্ষণ
কখন শুনো?? -মন খারাপে।
মন খারাপ হয়? -ভয় তে কাঁপে।
কিসের ভয়ে?? -থাক আপাতত।
কিছুটা আছো? -আগের মতো।
আবার যদি... -চাই না আমি।
আপন কে খুব? -অন্তর্যামী।
চাইলে কি দোষ? -হবে বিপরীত
আমি কেউ না?? -শুধুই অতীত..😪
আমাদের সকালের জীবন এই কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ। ভালো থাকুক সে। 🥀
Kotha golo jeno nijer moner vetore theke,olpo vasay koto kicho bojano jay ,oshadharon hoyeche
❤️❤️
really 🥺🥺😔
🥰
lekahata kotoi na apon . moner kotha gulo tuila dhorlen vai
কমেন্ট গুলো যেন এক একটা মহাকাব্য 🖤
বাংলা ভাষায় যেভাবে আবেগ স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ পায় তা বুঝি পৃথিবীর আর অন্য কোন ভাষায় প্রকাশ পায় না ; তাই তো বাংলা এত সুমধুর 👍
বিচ্ছেদ এর যন্ত্রণা এতো কষ্টদায়ক বলেই আল্লাহ প্রেমকে হারাম করেছে 🙂
আল্লাহ সর্ব জানতা
Sotti e hoito tai
আল্লাহ্ মহান
Shundor bolesen
সস্তা গানের যুগে যেসব মানুষ এখানে শূন্য এর "বেদনা" গান শুনতে আসে তাদের মিউজিক সেন্স প্রিমিয়াম কোয়ালিটির।
২০২২ সালে এসেও গানের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে নাই,কমেন্ট করে গেলাম ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে গানগুলা কতো জনপ্রিয় ছিলো ❤️😊
Hm
Hm🥰
Humm sara jibon e thakebe ei valo basa gulo
Gan ta Valobasha hoi takbe😍
কমে যাওয়ার কোন কারণ ও নেই
সময়ের সাথে সবই বদলায়, বদলায় না এই গানগুলোর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি🌼
সময়ের সাথে সবই বদলায়,বদলায় না এই গানগুলোর পেছনে লুকিয়ে থাকা অনুভূতি🥀
So true
Hmmm r8
rr dnr
@@suvajitsarkar3102 ejj
2024 এ এসে এখনো শুনে যাই, কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন পাওয়া মাএ শুনতে আসবো ❤😘
আমি কবি নই,
তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই 🥺🧡
সত্যিই তোমার হাসি বড়ই ভালোবাসি🥀💙
বহুদিন পর শুনছি বেদনা, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এই গান।
২ এপ্রিল ২০২১ 🙂
5 June😊
@@yeaminshouty9943 tarpor 2th Jul
@@sadihloveyou1789 aww
2 July
@@yasminrinkey1888 hea 💕
অনেক ইয়াং জেনেরেসন এসে খুজবে এই ব্যান্ড এর কি নাম, কে ই বা এর ভোকালিস্ট।
"শূন্য" 🌸💓
অনেক পছন্দের একটা গান।
সারাজীবন পছন্দের তালিকায় প্রথম থাকবে।😍😍😍😘😘😘😘
lyrics and voice just wow😍😍😘
ব্যান্ডের নাম "শূন্য" ভোকালের নাম ইমরুল করিম এমিল
@@mdsajjadhossain485 আমি খুজে পেলাম
❤❤❤
জানিনা তো কিছু 😪😪
When my girl friend left me in January 2018, my roommate Rifat introduced me to this song, back then I was a fresher (Bachelor's 1st year). Since then, this song is like a oxygen for me.
৬ বছর ধরে শুনছি।
এখনও আগের মতই তৃপ্তি দেয় ♥️
HMMM AMIO 5 BOCOR AGHEY SUNSILAM AJKE HOTAT EI GANTAR KOTHA MONE PORSILO 😊AMAR AKTA FAVOURITE SONG☺️ONEK VALO LAGEY ATA
🤍🤍🤍
@@ForeverHumanity nlll
😥
Singer er nam ki vay?
ধন্যবাদ প্রিয়।🙃
তুমি চলে না গেলে হয়তো কখনোই এই গানটা অনুভব করতে পারতাম না..😍😍
I feel your pain bro😢
Akdom vaiya akdom thikh kotha . na gala hoi to anuvob korte partam na 🙂✨
কষ্ট লুকিয়ে ধন্যবাদ দিয়ে লাভ আছে,,🥺😥
🙂😓
Thik vai
বেহুলা বাচ্চাদের জন্য,বেদনা লিজেন্ডরা শুনে💜এ এক অন্য লেভেলের গান✌️।
একদম !!! 👌👌
Bruh bheula bacha der? •-•
@@karma-zn7fg hae boomer behula for kiddos like ya
R8
@@emedicoeditz Tmr ma bap ow tmr motooe hbe
কমেন্ট রেখে গেলাম ❤️🩹
যুগ যুগ ধরে মানুষ লাইক দিয়ে যাবে আর গানটা আবার শুনে যাবো সেই সাথে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে অনুভব করবো🌸🦋
আছেন নাকি 2021 এ কেউ?
asi vai
আমিও
Asi vi
জ্বী
amio asi
আজ থেকে ১০ বছর পর হয়তো কোনো এক মন খারাপের দুপুরে শুনলে আজকের কথা মনে পরবে🖤🥀
❤️❤️
@@humayrasiddika88 🖤🖤
🖤🖤🖤
শূন্য ব্যান্ডের গানগুলো যতবারই শুনি, ততবারই আমি "বহুদিন পর বাড়ি ফেরার যে অনুভূতি" ঠিক তেমনই অনুভব করি।❤
2023 এ এসেও এই গানটায় সেই পুরনো সব স্মৃতি জরানো শব্দ গুলা শুনলেই যেন সেই ভালবাসায় হারায় যাওয়া যায়....যদিও মানুষটা এখন আর সাথে নাই.. 😢
আরো ৫০০ শতবছর পর যারা এইগান শুনবে তাড়া যেন জানতে পারে এই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয় ছিলো।
আজ আবার শুনলাম।
১৬/১/২০২০ সাল।
সিলেট
vai 500 bosor pore duniya thakbe?
amar birthday eidin e
Apni to amar birthday te comment korsen 🤗
@@sanyrobi3356 😀😀😀😀😀
same bro✋
তাকে হারিয়ে ফেলছি ৪ বছর আগে সে সড়ক দুর্ঘটনায় চলে গিয়েছিলো, কিন্তু এই গানটার মতো আজও আমার হৃদয়ে আছে 🖤
ভালোবাসার মৃত্যু নেই
🙂মরে গিয়ে ও বেচে থাকুক এসব ভালোবাসা ❤️,,,
গান গুলো কখনো পুরনো হবে না 🖤
মন খারাপ দিন গুলো বন্ধু হয়ে থাকে 😊
absolutely
It's 2023, still vibes like old wine. @shunno ❤️
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান আর শোনা হতোনা.!🙂 স্মৃতি রেখে গেলাম আজ, যুগ যুগ ধরে মানুষ যখনই এসব গান শুনতে আসবে, তখনই লাইক বা কমেন্ট করলে নোটিফিকেশন পেয়ে আমি তোমায় কল্পনা করে আবারো
এই গান শুনবো..!! 🙂💔
Taraia chole jay jara ganer mayay jriye diye jay🥲
16 December 3am🖤
So sad
💔💔
জা কবরে জা তার পর মজা আরো পাবি
First Line Is a Masterpiece 💙
তুমি আমার নও তো সুখ,
সুখের বেদনা |
My ears: listening to the music
My lips: singing alone to the music
My eyes: seeing comments
My hands: scrolling down
My legs: move in perfect synch with the song
My mind: recalling old memories
I'm such a busy person💜😌
💯
As same as me
🙂
Same bro, ☺️💛
100% vai✅😌
গানটা শুনলে ২০২১ সালের সৃতিগুলো আচড়কাটে। জানুয়ারির কোনো এক রাত ৩ টায় মুঠোফোনের এপাশ থেকে কাওকে শুনিয়েছিলাম গানটা । আজ কিছুই নেই আগের মতো,থাকে না,প্রকৃতির নিয়ম।মুহূর্তগুলো রয়ে যায় সৃতি হয়ে । যারা আরও কয়েকবছর পড়ে গানটা শুনবে তাদের বলি । আপনারাও আমাদের দলের কেউ ।আপনাদের রুচির প্রতি সম্মান জানাই ।😊
এখন ২০৫০ সাল
আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু এই গানটি শুনে আমি আবারও আমার সেই কলেজ লাইফের স্মৃতিতে ফিরে আসতে পেরেছি।
ধন্যবাদ #SHUNNO❤️
SAYAD👨✈️
ভাই এখন তো ২০২১ সাল। আর তিনদিন পর ২০২২ হয়ে যাবে। আপনি বোধহয় ক্যালেন্ডার ভালো করে দেখেন না। তাই না?
Gaja khaisen naki vai?😆
@@mohammadimtiaz9711 apni pes khlen??
@@antorboss3363 aage kheltam.
তখন রেডিও শুনতাম খুব।এই একটি গান শুনার জন্য কত কত অপেক্ষা ছিলো☺।সুন্দর সেসব দিন।
It’s really minded ♥️ I love this song
🥰🥰🥰🥰😍😍😍😍😍 best to amar ad dew 01827370936
Live in Cumilla Chauddagram Bangladesh
Aj internet jkhn tkhn Mon cailay suna Jai kintu sunar sai issa ta r nai karon upakkhar j kono jinis e misty hoi sundor hoi
Radio foorti te beshii dito ,, aesara shono mohajon, jiboner utsob, gorbo bangladesh,, vaggo , aro koto gann 💞
যখন ফোন ছিল না,বড় আপুর ফোন নিয়ে গান টা শুনতাম। এখনো নিয়মিতই শুনি। যতই শুনি শুধু শুনতেই মন চায়
"বেদনা" সকল অপ্রকাশিত কথার সমাহার।
চিরসবুজ হয়ে থাকবে সকল প্রজন্মের কাছে 🖤
Don't know why I find peace in this song ....listening in loop for more than 50 times till now❤❤❤ this is a 💎 thank you to the artists
২০২২ এসে শুনছি। ফেলে অাসা অতীত গুলো যেন অাবারো জীবন্ত হয়ে উঠেছে। কতই না সুন্দর ছিল ফেলে অাসা সেই স্বর্ণালী অতীত। সময়টা বড়ই নিষ্টুর। সময় সবচেয়ে বড় শিক্ষক।
কমেন্টে মেয়েদের কমেন্ট চোখে পড়ে না বললেই চলে।তাই আমার কমেন্ট রেখে গেলাম। এই গানটা দিয়েই আামার শূন্য শোনা শুরু.... অসম্ভব সুন্দর একটা গান.. আর কি লিরিক্স😍😍😍
সানদিয়া আমার বেষ্ট ফ্রেন্ডের নাম। 😊।
Mon
AR apnio#sundia😘
ছেকা কি শুধু ছেলেরাই খায়? 🤭
Kno ami ase
কি সুন্দর কম্পোজিশন, মিউজিক..... আর ভয়েজ তো এক কথায় অসাধারণ!! 💕
সাত বছর আগেও এত সুন্দর একটি সৃষ্টি,যা এখনকার দিনে বিরল....
আমি কবি নই তবু কাব্যের ভাষায় বলবো আজ.........
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই........ 😌♥️
😵💫
অসাধারণ ।
My crush
ভালোবাসতে সবাই পারে,কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না।❤️
গানটা শুনে মনে হইছিল কয়েক দিন আগে বের হইছে!!!!!!😯
সত্যি এই রকম শিল্পর বাংলাদেশে অনেক অভাব।👏👏👏
স্যলুট স্যার আপনাদের সবাইকে যারা এই গানটাতে অংশগ্রহণ করেছেন❤❤❤❤❤
জ্বর গায়ে নিয়ে গানটি শুনছি।
হয়তো কোনো একদিন আমি থাকবো না।
আমার মত হাজারো বিচ্ছিন্ন পথিক এসে গান টা শুনবে আর বিচ্ছেদ এর গল্প বলবে।🖤
vai acen naki upore cole gecen?
Reply diyen..apnar jonno cinta hocche :)
Sad :'(
ভাই কি বাইচ্চা আছেন?
🙂🙂💔😅
@@Scorpion-z9k hmmm onner jonno kno morben nijer jibon re notun kore st koren ❤️❤️❤️💙
ধন্যবাদ প্রিয় 😊
তুমি চলে না গেলে হয়তো কখনোই এই গানটা অনুভব করতে পারতাম না.. 🥰
হে আমার মহান সৃষ্টিকর্তা, যারা দুনিয়ার বুকে প্রেম ভালোবাসা করে সফল হতে পারেনি মনের মানুষ কে হারিয়ে নিরবে কস্ট পাচ্ছে এমন প্রতিটি মানুষের মনে আপনি শান্তি দান করুন,, আমিন 😢🤲
প্রতিটাদিন ১জন আসবে, গানটা শোনার জন্য আর মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে,তখন ১টা লাইক দিও।😃 মন টা ভালো হয়ে যাবে! আবার আসবো ২০৫০ সালে"-"
share 10 times and get bkash or recharge ruclips.net/video/NyAbkIGR0QA/видео.html
💘
@@soundarja__ date-10-06-2020
10-12-2020
😑😑😑😑😑
এই গানটা কেউ চাইলেই অনুভব করতে পারবে না ; পরিস্থিতি একটা সময় অনুভব করতে শিখিয়ে যাবে 🥀
২০২৪ সালে কে কে এই গান শুনতে আসছো.❤😊
🫡
❤
😊
হয়তো "বাবু খাইছো?" গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিলিয়ন ভিউ পায়! এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকেনা, কিন্তু অনেকের হৃদয়ে থাকে ✨❤️
যখনই গানটি শুনি,মন বলে ওঠেঃ"এরকম সৃষ্টিগুলো বেঁচে থাকুক চিরকাল "🖤
ক্লাস নাইন থেকে shunner গান শুনে আসছি আর আজ আমি এম.বি.এ student. আজও তাদের গান বরাবরের মতোন অসাধারণ 🥰
সুইটি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো ৫ বছর হলো। এখন ও তোমাকে প্রতিদিন অনেক অনেক মিস করি।
তোমাকে কখনো বলা হয়নি, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই।
আমি এখনও তোমাকে সেই প্রথম দিনের মতো ভালোবাসি।
কিছু গান কখনোই পুরানো হয় না!🖤
এটা যেন গান নয়! একটা অনুভূতি।
বার বার ফিরে আসি, গানটি শুনতে🖤
ছোট ছিলাম বাড়ির বড় ভাইরা শুনতো। তখন থেকেই কেমন জানি মনের অজান্তে প্রেমে পড়ে গানটার। তখন আম্মুর মোবাইল তাদের থেকে নিয়েছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে এই গান টা জীবনের একটা অংশ মনে হয়💕
গানটির একেকটি লাইন অসাধারণ! যতবারই শুনি গানের কথাগুলোতে হারিয়ে যাই। প্রজন্মের পর প্রজন্ম আমৃত্যু সৃষ্টি হয়ে থেকে যাবে এই গানটি🥰
2018 সাল থেকে আজ 2023 প্রয়োজন ঠিক একই রকম মুগ্ধতা খুঁজে পাই এই গানটির মাঝে 💖
কেউ গান শুনতে আসলে একটি 👍দিয়েন,, আমি আবার আসব শুনতে 😭💔😭
ভাই সব শেষ আমার,আপানাদের গানেই সান্তনা খুঁজতেছি
Ok
chole asen
ভাই গানটা শুনে যান আর একবার
আবেগ নিয়ন্ত্রণ করুন 🤗
জীবন>>>>>>>this stuff
মায়া কাটেনি এখনো …
কেন মনে করতেছো তাকে ..
ভুলে যাও ভালো থাকবে 💔💔
রাত ৩ টা,মেসের ছাদে এইচএসসি আর ভালোবাসার মানুষ টার ছেড়ে যাওয়ার কষ্টের মাঝে গান টা শুনছি। আবেগ গুলা অব্যক্তই থেকে যাবে ভেবেছিলাম, গানের প্রতি আবেগ ব্যক্ত করা যায় জানতাম না💔
2024 এ কমেন্ট করে গেলাম। লাইক দিলে আবারো চলে আসবো😢😊
This song just makes me thinking of my past. That past where i had someone, but for some reason i lost her. But still i love her a lot. Yes, i know It's impossible to get her back, but my love for her will never change. People change but memories always stay inside the heart. No one can remove those memories. This song just reminds me of those days when we were together😄❤️
Wow,
ভয়ংকর অতীত মনে করার চেষ্টা না করাই ভালো,,,,
❤️
@June Nurain Have patience. Remember ALLAH. Which is lost can not be got. But strong intention can make a good life.
যত দিন থাকবে পদ্মা মেঘনা যমুনা চির বহমান, ততদিন রবে অন্তরে শূন্য এর "বেদনা" গান ✌️❤️🇧🇩
যুগের পর যুগ, মানুষ শুনবে এই গান!
২০১৭ তে, এখনো শুনছি! আপনি এখন কোন সালে শুনছেন??
নিছে কমেন্ট করুন :)
Road Riderz, RRz Bhai 1935 Shal e achi ami
lol xD ami 1972 shal e achi
2018
2018
4170 সাল 😒
২০১০ এ খুব সম্ভবত প্রথম শুনেছিলাম বেদনা। ফার্মগেট মোস্তফা রোডের সবুজদের বাসায় থাকতাম। আহারে দিনগুলো।।।।
স্মৃতি হিসেবে গানটা রয়ে গেছে। ২০২৪ এও গানটা সেই অনুভূতি দেয়
i am from farmgate listening it right now
2025
২০২২এর ডিসেম্বর মাসে এসেও এই গানটি শুনছি.. এসব গান কখনো পুরনো হওয়ার নয় ❤️
ভাইয়ের গলা অনেক বেশি সুন্দর ভারত থেকে ভালোবাসা রইলো আপনার জন্য💜
♥️♥️
@@MDmamun-gx4lb ূচ,ূূ
সিংগার এরা না,,,এরা শুধু অভিনয় করেছে এই গানের সাথে,।😂
আজ এমন একটা সময়ে গানটা শুনছি- একদিকে তোমার বিয়ে চলছে অন্যদিকে আমি একা রুমে বালিশ ভেজাই🙂
বুকের ভেতরে সীমাহিন শূণ্যতা, শুধুই শূণ্যতা। ৪বছরের ভাঙ্গা গড়া, চড়াই উৎড়াই আর ভালোবাসার সম্পর্কটা আজ শেষ হয়ে গেলো। ভালো থেকো আমার প্রিয়জন।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেউ লাইক দিলে আমার কাছে নোটিফিকেশন আসবে। তখন আবার শুনতে আসবো গানটি। গুণে নিবো আমার মতো বোকা প্রেমিকের সংখ্যা
ভালো থাকুক আমাদের ভালোবাসা।
"Bedona" is just not a song It's an Emotion ❤️
যারা অসীম পরিমাণে ভালোবাসতে জানে, তাদের বেশিরভাগই অসীম পরিমাণে পেইন দিতে জানে।🌼🙂
এবং, প্রায়ই তারা ভালোবাসে এমন মানুষকে, যার কাছে ভালোবাসার তেমন কোনও দামই নেই।🙂🥀
তোমাকে পেয়ে গেলে হয়তো এই গান টা শোনা হতো না 🙂 দিন,মাস, বছর, যুগ যুগ ধরে এই গানের কমেন্ট পড়তে আসা মানুষ গুলো এই কমেন্ট এ লাইক দিলেই নোটিফিকেশন আবার এই গান শুনতে বাধ্য করবে কমেন্ট টা রেখে গেলাম 🌸
🙂🙂
@@shourobahamed1989 😅💔
❤️🔥❤️🔥
"শূন্য" জানে যে সাধারণের থেকে ব্যতিক্রম এবং রুচিশীল মানুষদের সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে কিরকম টাইপের গান লেখা উচিৎ
Tons of love and blessings
হারাতে দেওয়ার আগে ঐ নিজ দায়িত্বে হারিয়ে গেছে......আমাদের ভালোবাসা টুকু একান্তই আমার জন্য এখন উপহারস্বরূপ।
আজ কয়েকটি বছর তোমার লালিত ভালোবাসা আমি বহন করে যাচ্ছি, ভুলতে দিচ্ছে না আমার অতীত, আমাদের স্বপ্ন।
আজ আমি একাকিত্ব.......ভালোবাসা আসলেও আসতে দেইনি মনের কোণে...... 😌
সময়ের সাথে সাথে সবই বদলায়,বদলায় না এই গানগুলোর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি 🌸💫
Hmmm
❤❤
Lived 7 years in Chittagong and this song was shukh for me. I am listening after such long time with smiles and tears . So much love for the song.
Love from bhutan ❤
Wow! So relatable
I also heard this song for the first time when I was in Chittagong
2024 a ke ke shunsen??❤
আমাদের Ed Sheeran নাই, কিন্তু গর্ব করে বলতে পারি একজন Emil আছে.!!❣️✌️
N Still Fvrt💕
dur bolod
It’s 2020 now.... Still love this song😇❤🤞
Same
😍😍
Hellow mam!!amio onek like kori
👍👍👍
Nice.
৬ বছর আগেও গান শুনতাম অনেক কিন্তু এই গানটা প্রথমবার শোনার পর থোকে যতবার শুনি শরীরের লোম দাড়িয়ে যায়। প্রিয় গানগুলোর মধ্যে এটা একটা
shunno band er gaan vaiyaaa,, eitaa r o 12bosor aager gaan,,এরা একটাও শিল্পী না,,খালি মুখ লারাইছে,,অরজিনাল ভিডিও টা আছে,,,ইউটিউব এএ সার্চ দিয়েন।
"অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"।❤️
-(সূরা আনফাল ৭০)
এরকম ভালো গানগুলো প্রতিবার recommendations এ আসলে কথায় ছিলো না!!
অসাধারণ একটা গান 😍
যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলেছি 4 বছর আগে!তবু ভালোবাসা কমে নি💔ভালোবাসি মোহাম্মদ হিমেল🥺🖤যদি কোনোদিন তুমার কাছে কমেন্ট টা যায় জেনে নিও আমি পরিস্থিতির স্বীকার!
কমেন্ট দেখে বুকটা ফেটে মরুভূমি হয়ে গেলো🙂💔
পরিস্থিতি যেমনেই হক হাতটা শক্ত করে ধরে রাখা দরকার ছিল 🥲
Comment ta pore Emotional hoye gelam 😢😢
আমিও তাকে ৪ বছর আগে হারিয়ে ফেলেছি। তার নাম ও আপনার নামে নাম ছিল।
পরিস্থিতির অযুহাত দিয়েন না,চাইলে সবকিছুই জয় করা যায়। 😢
২০০৯ সাল থেকে ২০২৩ এখনো গানটাকে ভালোবাসি। প্রেম চলাকালীন সময়ের গান গুলো যে কোন বয়সে শুনলেই অতীত টাকে মনে করিয়ে দেয়।
Peyechen take?
দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেল । সেই আবেগ আর বেদনা এখনও আছে, কারণ এই গানটি আছে।বেদনা ভালোবাসি ❤
৪ বছর আগে আমাদের পথচলা শুরু! তবে ২ বছরের মাথায় আমাদের বিচ্ছেদ! তারপর তার বিয়ে আর আমার একবুক কষ্ট নিয়ে নতুন পথচলা! গত দুই বছরে একটি বারও অন্য কারো কথা ভাবতে পারিনি! আজও অনেক ভালোবাসি! তবে শুনেছি সে প্রেগন্যান্ট! আল্লাহ তাকে ভালো রাখুক! ❤️❤️
😭😭
একাদশ শ্রেণী পড়ুয়া মেয়েটি প্রেম কাকে বলে চিনতো না।আনাড়ি মেয়েটির দু' চোখে প্রেমের আবির মেখে দিয়েছিলো যে কবি...যে দেবতা ...যে সুপুরুষ,সে এই আজীবন একাকী মেয়েটাকে বিদায় জানিয়েছে অনেক দিন হয়ে গেছে , বহু বহু দূরে সন্ন্যাস নিয়ে নিয়েছে...।
"তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই!" ....জীবনে প্রথম পাওয়া চিরকুটে এই গানটারই একটা লাইন,সারাজীবনের মতো পুরোটা হৃদয়ে যে বিদ্যুত চমক দিয়েছিলো,সেটা আমৃত্যু এ দেহেই তোলা থাকবে...।
আমি জানি না,এইটুকু কথা লিখতে গিয়ে এতো কেন কাঁদছি...........
হ্যাঁ সময়ের সাথে সবই বদলাই, বদলাই না এই গানগুলোর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি 🖤
তুমি আমার হলে হয়তোবা এই গানটি শুনে কমেন্ট টা করার ইচ্ছে হতো না বা গানটাও সোনা হতো না😂স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেও লাইক দিলে তার নোটিফিকশান আসবে।তখন আবার গানটি শুনতে আসবো আবার।গুনে নিবো আমার মত বোকা প্রেমিক আর সংখ্যা❤ভালো থাকুক আমাদের না পাওয়া ভালোবাসার মানুষগুলা❤
সেই ২০১৪ থেকে এখনো শুনতেছি😊
কোনদিন শুনতে একটুও খারাপ লাগেনি ♥️
এই গানগুলো কিছু মানুষের হৃদয়ে থাকে ❤। সময়ের সাথে সবই বদলায়, বদলায় না এই গানগুলোর পিছনে লুকিয়ে থাকা অনুভূতি🌼
তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয় না তো, বেদনার মতো নয় রঙা ।
জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয় ।।
আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই ।।
তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো ।
শেষ বিকেলের ছায়ায় নীল
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব ।।
তুমি চাইলে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
নোনা বালিচরেতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো ।
গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,
নীলের বুকে আজ হারাবো ।।
copy
ঘটনা সত্য
.
♥♥♥
ঘটনা সত্য
স্মৃতি হয়ে গেলাম,,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,,,তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি। ২০২৩ এর জুনে রেখে গেলাম এই স্মৃতি।🖤🌼
কিছু গান আমার কাছে কখন পুরোনো হবে না।
মানুষের একটা আলাদা অনুভূতি যার নাম ভালোবাসা। কেউ পেয়ে সুখী হয় আর কেউ না পেয়ে গানের জন্ম দেয় যা শুনলে ভালোবাসার বিপরীত রুপটা বুঝা যায়🙂💔
তৃপ্তিদায়ক গান,, কখনো পুরাতন হবার নয়,, বারে বারে ফিরে আসি।💜💜
Still love this song untill died💜🥰
2021 jara sonben ekta like diye jaben💘
২০২৫ কেউ কি আছেন সাড়া দাও❤