Cadre Choice for BCS
HTML-код
- Опубликовано: 26 ноя 2024
- This video is about Cadre Choice for BCS
✅ ক্র্যাশ কোর্সে ভর্তি হতে অথবা কোর্স সম্মন্ধে বিস্তারিত জানতে নিচের মাধ্যম গুলোতে যোগাযোগ করুন:
➤Facebook www.facebook.c...
➤Messenger m.me/104039972659650
➤WhatsApp wa.me/88018731...
(ম্যসেজ দিয়ে রাখুন। আপনাদের প্রতিটা মেসেজের রিপ্লাই পার্সোনালি আমি নিজে দেই)
Stay Connected With Us!!
► Like us on Facebook:
www.facebook.c...
► WhatsApp: 0187 3135 313 (10.00 A.M --10.00 PM)
সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস ,অডিট , শিক্ষা ইত্যাদি ২৬টি সার্ভিসকে বোঝায়। আমরা এখানে বিসিএস ক্যাডার (BCS Cadre) কী, বিসিএস ক্যাডার কত প্রকার, বিসিএস ক্যাডার তালিকা (BCS Cadre List),বিসিএস ক্যাডার হতে কী কী যোগ্যতা লাগে তা সম্পর্কে আলোচনা করব।
বিসিএস ক্যাডার (BCS Cadre) কী?
ক্যাডার মানে হচ্ছে কোন সুনির্দিষ্ট কাজ করার জন্যে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারী চাকুরি বা সিভিল সার্ভিসের সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের সিভিল সার্ভিস ক্যাডার বা বিসিএস ক্যাডার বলা হয়।
বিসিএস ক্যাডার কত প্রকার ও কী কী?
বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার। সাধারণ ক্যাডার (General Cadre) ও কারিগরি ক্যাডার (Technical Cadre) বা পেশাগত ক্যাডার (Professional Cadre)। বিসিএস এ সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে, যার মধ্যে ১৪টি সাধারণ ক্যাডার ও ১২টি পেশাগত/কারিগরি ক্যাডার। নিচে আলাদা আলাদা ভাবে এই দুই ক্যাটাগরির ক্যাডার তালিকা দেয়া হলোঃ
সাধারণ ক্যাডার (General Cadre) তালিকাঃ
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
বিসিএস ক্যাডার হতে কী কী যোগ্যতা লাগে?
বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে অবশ্যই বিসিএস পরীক্ষার সমস্ত ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা মূলতঃ বিসিএস পরীক্ষা দেয়ার যোগ্যতা গুলোই। বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে প্রথমে প্রাথমিক যোগ্যতা অর্থাৎ শিক্ষা, বয়স, নাগরিকত্ব এই তিন যোগ্যতা পূরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রী অথবা তার সমমান ডিগ্রি থাকতে হবে।
বয়সঃ ২১ থেকে ৩০ বছর।
নাগরিকত্বঃ বাংলাদেশী নাগরিক হতে হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
কারিগরি ক্যাডার (Technical Cadre) / পেশাগত ক্যাডার (Professional Cadre) তালিকাঃ
বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)
বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)
বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)
বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রাণিসম্পদ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরী শিক্ষা)
বাংলাদেশ সিভিল সার্ভিস(কৃষি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)
Related Tags
BCS Daily
bcs daily,bcs preliminary preparation,govt job preparation,cadre choice bcs 46,bcs general cadre choice,bcs professional cadre choice,bcs preparation,bcs,bcs cadre choice,cadre choice,46 bcs preliminary preparation,cadre choice list,bcs choice list,bcs cadre choice list,46 bcs,bcs preparation 46th bcs,bcs book list,gk,বিসিএস,বিসিএস এর জন্য কি কি বই পড়তে হবে,46th bcs cadre choice
আপনি যেভাবে আলোচনা করেন এটা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল। তাই আপনার প্রতি রিকুয়েষ্ট থাকবে ৪৭তম বিসিএস এর জন্য ভিডিও বানাবেন
খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এই ভিডিও দেখার আগ পর্যন্ত Both cadre choice, preference নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এজন্য বিসিএসের ফর্ম পূরণও করিনি এখনো। এখন আর কোন বিভ্রান্তি রইল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
You deserve something for this video....❤❤❤❤❤
Thanks for your detailed and informative explanation.
This single video solve every issue Alhamdulillah.... Thanks a lot 😅
46 এর জন্য প্রশ্ন বিশ্লেষণ করেন।প্রতিটি topic এর
ভাইয়া একটা জিনিস জানার ছিল।
ভাইয়া হাইট মেপেছিলাম।দেখলাম ৫.৪ ফিট বাট ১৬২.৫ সে.মি. আসলো।
কিন্তু ভাইয়া পুলিশ/আনসার এর জন্য ১৬২.৫৬ সে.মি. ন্যূনতম খুঁজেছে।ফ্রমে হাইট তো অপশন এ (১৬২/১৬৩ সে.মি.) এরকম আছে।এখন প্রশ্ন হলো ভাইয়া আমি হাইট ১৬৩ সে.মি. সিলেক্ট করে পুলিশ/আনসার ক্যাডার চয়েসে দেওয়া ঠিক হবে কিনা।
like 1.foreign 2.Admin 3.Police
Ami English BA kortesi
Ekhon amer duta course d ase tahole ki kono problem hobe
And amer first choice foreign cader
Pls replay
Thanks vai
তুমি মারাত্মক লেভেলের মেধাবী ভাই
স্যার বিবাহিত মেয়েদের জন্য কোন ক্যাডার গুলো সুইটেবল? যেন বাচ্চাদের যথেষ্ট সময় দেয়া যায়।🔴🔴🔴🔴🔴
ভাই আসসালামু আলাইকুম
পেট্রো বাংলা নিয়ে একটা ভিডিও দিয়েন
অনার্স পড়ুয়া স্টুডেন্টদের জন্য কোন কোর্স আছে?
আস সালামু আলাইকুম ভাইয়া।৪৬ বিসিএস এ নন-ক্যাডার অপশন দেয়া নেই। তাহলে কি শুধু জেনারেল ক্যাডার দিয়ে আবেদন করবো? প্লিজ একটু জানাবেন
পুলিশ ও আনসারে চোখের পাওয়ার কম হলে কি সমস্যা হবে?
Vaia, ami law theke Master’s korechi. Ami education cadre e apply korte chaichi. Plz ektu bolben.
ভাই উচ্চতা কম। রিটেনে টিকলে কি ভাইবায় সমস্যা হবে
আমার হাইট ৫'২'' আমি কি পুলিশ, আনসার ক্যাডার চয়েস দিবো না?
No
Foreign cadre er por info cadre dile problem ase? Then admin tax audit...... Eishb.
Undergrad CSE theke korle both cadre diya jabe ki as ICT lecturer for education and general cadre as well? Both cadre ki each other er upor dependant anyhow? Ekta r written e kharap or fail korle ki onno ta te effect porbe?
same question
Sir apner course a admit hote gele ki ki process a kmn pay korte hobe aktu জানাবেন please?
আপনার চেহারা দেখতে চাই❤❤
promotion er bibechonay foerign naki admin konta smooth ?
আমি ডিপ্লোমা শেষ করে চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই পাশ করেছি। সেক্ষেত্রে আমার কোন ক্যাডারে চয়েজ দেয়াটা বেশি গুরুত্বপূর্ণ বা মানানসই? আশা করি উত্তর টা দিবেন।
টেকনিক্যাল
DS pool e kon kon cadre preference pay please janaben?
ভাই, সাপোজ, আমি all general cadre > technical ক্যাডার দিলাম। রিটেন ভাইভা সবশেষে দেখলাম, general এ family planning আসছে এবং technical এ খুব ভালো মার্কস এসেছে। কিন্তু family planning আমার পছন্দের general cadre না।এক্ষেত্রে technical cadre এ কি যেতে পারব?
এক সাথে কয়টি চইস দেওয়া যাবে?
চোখে পাওয়ার চশমা পরলে কি 'Visual disabled' option select korte hobe??
জি না।
CID, DB এই বিশেষায়িত শাখাগুলোতে পুলিশ ক্যাডার থেকে যাওয়াত উপায় কি? নিজ ইচ্ছা তে যাওয়া যায় নাকি যেভাবে পোস্টিং দিবে সেভাবেই?
৩ বছর চাকরির পর আপনাকে অটো রিকমেন্ড করবে
Both cadres count CGPA?
Both cadre e technical+education cadre koto number serial e deya better?Foreign cadre jodi na dei taile ki impact porbe kono?
১। মাঝামাঝি দিতে পারেন।
২। না।
thanks bhai ❤
শিক্ষা ক্যাডারে মাস্টার্স বাধ্যতামূলক?
না
৪৬ তম বিসিএস এর আবেদন করার সময় ৭ কলেজের ছাত্ররা প্রতিষ্ঠানের নাম কি দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি Others অপশন থেকে কলেজের নাম উল্লেখ করতে হবে?
কলেজের নাম
@@kawserahmed77 তাই? 😂 কলেজ কি কখনো সার্টিফিকেট ইস্যু করতে পারে?
@@colorlessrainbow8
আপনি জানতে চেয়েছেন তাই আমি আমার জানামতে উত্তর দিয়েছি।এখন আপনার যা ইচ্ছা হয় তাই করেন।আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে আর প্রশ্ন করছেন কেন
*Dhaka University*
Thank you
ভাই আপনার কোর্সে কিভাবে ভর্তি হব দয়া করে যদি একটু বলতেন
ভাইয়া আমার ফরেন ক্যাডার অনেক পছন্দ কিন্তু ইংরেজি সাবলীল ভাবে কথা বলতে পারি না সেক্ষেত্রে এই ক্যাডার কি দেওয়ার ঠিক হবে?
na
Police cadre 5/6no a dewa thik hobe?
এপ্লাই রিলেটেড একটা প্রশ্ন, আমি কারও কাছে এটার উত্তর পাচ্ছি না৷ আমি কি বিসিএস আবেদনে আমার শশুরবাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা দিতে পারব?
আমার এন আইডিতে যে স্থায়ী ঠিকানা দেয়া অর্থাৎ বাবার বাড়ি, সেখানে জায়গা সম্পত্তি ভাগ হওয়ার পর আমার চাচারা সেখানে ভাগ পায় এবং রেকর্ড করে বাড়ি তুলছে৷ আমার বাবা যেখানে পেয়েছে সে এখনো রেকর্ড করেনাই৷ আমরা আগে থেকেই ঢাকায়ই ভাড়া বাসায় থেকেছি৷ আমাকে এই কনফিউশন ক্লিয়ার করবেন প্লিজ৷ উল্লেখ্য আমার শশুরবাড়ির ঠিকানাতেই আমার ভোটার এলাকা।
Apnr biyer por apnr shamir permanent address e hocche apnr permanent address.. apnr baba, apnr shompotti ekhane kichui matter korena...ai niye niog advertise e lekhai thake j married meyera shamir permanent address e permanent address deben... Jkono niog biggopti pore dekhben
Police e jukhi vata koto dey? R police er tranning koto din? R training er smy ki salary dey?
ট্রেনিং এর সময় স্যালারী নেই। আর দিলেও ব্যাসিকটা দেয় শুধু। এএসপি ৬ মাস, সাব ইন্সপেক্টর ১ বছর
আমি এপ্লাই করেছি। এখনো টাকা পাঠাইনি। আবার এপ্লাই করলে কোনো সমস্যা হবে?
Microbiology teke ki both cadre dewa jabe ? Via kindly bolben
সার্কুলারে দেখুন আপনার বিষয়ের জন্যে শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার আছে কিনা
চোখের পাওয়ার -৪.০০ ও -৪.৫০ আমার কি পুলিশ ক্যাডার ১ম চয়েজে রাখা উচিত জবে?@@BCS-Daily
❤❤❤❤pray for me
❤❤
Assalamu alaikum, ekta information janar chilo ektu jodi help korten
Keu jodi ekta ba 2 ta cadre choice dei, onk somoy ektaw jodi recommendation na hoy but even then 46 a jodi kokhono non-cadre choice ashe kokhono sekhetre ki non-cadre a recommendation hote pare?
জি
অ্যাজমা বা হাঁপানি রোগ থাকলে কী পুলিশ বা আনসার ক্যাডারের জন্য অযোগ্য বিবেচনা করা হবে?
পুলিশের জন্য সিলেক্ট হলে একটা ভালো রকমের প্রশিক্ষন হয়।
সেটা করার সময় আপনি ঠিকমত করতে পারবেন কিনা নিজেই ভেবে দেখুন।
মানে আপনার হাপানি কিংবা এজমার প্রব্লেম টা খুব বেশি কিনা!
Amar passion Admin.
But 1st choice jodi foreign dei tahole problem hobe???? Naki foreign skip korbo???
Janaben kindly.... Alhamdulillah ami motamoti speaking korte pari!
Na
জি না
জেনারেল ক্যাডারদের ননক্যাডার সম্ভাবনা কেমন?
ক্যাডার না পেলে তারপর নন-ক্যাডার এর জন্যে ট্রাই করবে আপনার নাম্বার অনুযায়ী।
স্যার, আমার প্রিয় ক্যাডার হচ্ছে পুলিশ। আমার বাসা একটা বিভাগীয় সহরে। তো এ-ই ক্যাডার হলে কি আমার নিজের বিভাগীয় শহরে বা নিজের বিভাগের যেকোন জেলা শহরে পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে?
একদমই কোনো সম্ভাবনা নেই।
স্যার আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। নিজ সাবজেক্ট এর প্রতি আগ্রহী মোটামুটি। স্যার আমি both কেডার দিলে ভাল হবে?
শিক্ষা ক্যাডারে এপ্লাই করলে শুধু রিটেনে ২০০ নাম্বারের এক্সট্রা এক্সাম দেয়া লাগবে আপনার সংশ্লিষ্ট বিষয়ে।
যেহেতু সেই রিটেনে ফেইল করলেও জেনারেল ক্যাডারে কোন ইমপ্যাক্ট ফেলবে না সেহেতু দেয়াই যায়।
You deserve something for this video....❤
❤