সত্যি এমন অতুলনীয় কন্ঠ এদেশে আর নেই! গায়ক এন্ড্রু কিশোর যেমন অসাধারণ ছিলেন, একজন ব্যাক্তি এন্ড্রু কিশোরও ছিলেন একজন অসাধারণ মানুষ! তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
আমি ছোট বেলায় থেকে এন্ডু কিশোর মামার গান শুনে আসছি। আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর মামা।আই মিস ইউ মামা তুমি যেখানে থাকো ভালো থেকো ভগবানের কাছে প্রার্থনা করি।
ভরাট গলার শিল্পী, দামী গলার শিল্পী কথা গুলো একদম বাস্তব তবে আরো একটা বাস্তব আছে সেটা হচ্ছে জীবন্ত কিংবদন্তি এখনো বেচে আছেন জিনি সু-মধুর কন্ঠের অধিকারী এবং গানের ভুবনের অন্যতম এক নক্ষত্র তার নামঃ- সৈয়দ আব্দুল হাদি। এবার তাকে সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করি আমরা সকলেই। প্রিয় এন্ড্রু কিশোর ভালো থাকুন ওপারে।
এন্ড্রু কিশোর ইজ যাস্ট এন্ড্রু কিশোর,, সৈয়দ এর জায়গায় সৈয়দ,, একটা এন্ড্রু কিশোর মানে হাজার সৈয়দ কিন্তু একটা এন্ড্রু কিশোর মানে লক্ষ সৈয়দ দিয়েও পূর্ণ হবে না
এন্ড কিশোর শিল্পী বাংলার মাটিতে একটাই, এমন মিষ্টি সুর আর কখনো শুনা যাবে না, ইয়া আল্লাহ আমরা সবায় দুনিয়ার মাঝে ইনসান এটাই সবচে বড় পরিচয়, উনাকে যেখানে রাখেন ভালো ভালো রাখিও
মৃত্যু অবদারীত প্রত্যেক মানুষের জন্য। সময় থাকতে আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি। আমিন। হে আল্লাহ আমাদেরকে তোমার পথে চালাও কারন তোমার আযাব বড়ই কঠিন 😭😭😭😭😭
যানেন সামিনা আপা আমিও আপনার মতো উচ্চস্বরে কাঁদছি বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যদি ভগবান এসে বলতেন আমার প্র্যানের বদলে যদি এন্ড্রু দাদাকে জিবিতো করেদেবেন আমি হাসি মুখে মেনে নিতাম, আমার কনো ভাসা নেই কি বলবো যানি না, তবে আপনি ওনাকে অনেক ভালবাসেন আমার মতন, আই লাভ ইউ এন্ড্রু দাদা, আপনিও ভাল থাকুন, আমার মনে পরছে সেই গান, ছাত্র জিবনে যে গান গেয়ে 1998 সালে আমি ভালবাসা পেয়েছিলাম সকল স্যারের কাছে ,সকল বন্ধুদের কাছে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনে ছিলাম গান।। বিনম্ব্র শ্রোদ্ধা প্র্যানের শিল্পী এন্ড্রু দাদা উপারে আপনি ভাল থাকুন, ঈশ্বর আপনার আত্মার সহায় হউন, আই মিছ ইউ দাদা আমি খুবই মিছ করছি। হয়তোবা কিছু লোক কভু ভাল বাসতে চায় ,চিনতে তারে যে এমন ভুল করে যায়।।
এন্ড্রু দা আপনি ছিলেন আমার আইডল,আমার গুরু।দাদা আজ যখন ভাবি যে,দুনিয়ায় কোথাও আর আপনার জন্য অবশিষ্ট একটুকুও অক্সিজেন নাই তখন তুচ্ছ মনে হয় সব। বিদায় প্রিয় লিজেন্ড। 😭😭😭
অনেক অনেক কষ্ট হচ্চে বাংলার সুর সম্রাট এর অকাল মৃত্যুতে আমরা শোকাহত অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া করি হে পরমদয়াময় আপনি এই সুর সম্রাট এর সমস্ত গোনা মাফ করে তার আত্তাকে শান্তিতে রাখো 🙏🙏🙏 অনেক কষ্ট হচ্চে মানতে কষ্ট হচ্চে 😭😭😭
স্যার এন্ড্রু কিশোর এর স্মরণে কিছু কথা না বল্লে নই,,বাংলাদেশের অনেক অনেক শিল্পী আছে কিন্তু এন্ড্রু কিশোরের মতো হবে না,,তার যে একটা ভরাট কন্ঠের গান তা আর পাবো না,,অনেক কেদেছি আমি,,সহ্য করতে পারছি না ওনার অপূর্ণতা,,দেখতে চাই আবার স্যার এন্ড্রু কিশোর কে,,স্যার আপনি কই ফিরে আসেন আবার আপনার ভালোবাসার ভক্ত গুলো আপনার পথ চেয়ে বসে আছে,,আমরা কি আর পারবো না তাহলে সেই ভরা কন্ঠে,,সুরের ভুবনে কন্ঠে আর কোনো গান শুনতে,,আজ মানুষের নয় বলতে হবে বাংলাদেশের ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা হারালাম একটি সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র,, স্যার আর পারছি না আপনার সম্পর্কে কোনো কথা বলে শেষ করতে পারবো না,,শুধুই আপনাকে মিস করবো,,হে ঈশ্বর তুমি স্যার এন্ড্রু কিশোরকে সর্গবাসী করো,,ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি,, ভালো থাকবেন ওপারে স্যার😪😪
আমরা যারা সত্তুর দশকে রেডিও শুনতাম,তখন রেড়িওতে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান হতো,তখন ওনার প্রথম দিককার জনপ্রিয় গান,খোলা খোলা আকাশে শুনে মনে হয়েছিলো প্রায়ত কিশোর কুমারের কন্ঠ শুনছি,যখন জান্তে পারলাম তিনি আমাদেরই দেশেরই নতুন গায়ক।তারপরতো ওনি আমাদের সংগীত অঙ্গনে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।আজ ওনি সংগীত প্রেমিদের শোকাভিভূত করে চলে গেলেন।
তার গান গুলো সবই সেরা, কিন্তু তার কন্ঠ মাশাল্লাহ, সারাদিন আমার মুখে এন্ড্রু কিশোরের গান থাকবেই! কারন উনি আমার প্রিয় গায়ক ছিলেন, বর্তমানে অযোগ্য ব্যক্তি সবক্ষেত্রেই দেশটা ভরে গেছে! তার সাথে কারো তুলনাই হয়না, পরকালেও ভালো থাকবেন বাংলার মানুষের ভালোবাসার লিজেন্ড এন্ডু কিশোর❤ 🙄🥺😭
আমি জখন থেকে বুঝতে সিখেছি তখন থেকেই, আমি এনডু্ কিশোর এর গান সুনি শুধু,, আমি, , ওনেক,,কসটো পাইছি 😭😭😭😭, আল্লাহ যেনো, আমার পছন্দ শিল্পী,কে, ওপারে ওনেক, ভালো রাখেন,,আমিন,,💙💙💙💙লেবানন, প্রবাসী 😭😭😭😭😭😭😩😩😩😩আমিন,আমিন, আমিন,😘😘😘😘
কি যে কষ্ট কেউ ও বুজবেনা ওনার অভাব কোনো দিন পূরণ হবেনা সারাদিন ওনার গান শুনে আমার কাটে কিভাবে মনটাকে বোঝাবো ওনি নেই 😥😥😥😥😥😥 আর কিছু লিখতে পারছিনা 🎤🎸🎶🎵🎼🎹🎧📽 sorry আর নতুন করে পাবোনা স্যার কে😥😥😥😥😥😥😥 বুকটা ভেঙে যায় ভাবলেই ওনার আত্মার শান্তি কামনা করি আমি ভারতীয় 😭😭😭😭😭😭
আপনি যেই হোন, শিল্পী এন্ড্রোকিশোরের প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসার জন্য মনটা আপনার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। আমিও তার একজন অন্ধ ভক্ত। আমি খুবই মর্মাহত। তার মতো শিল্পী আমরা আর পাবোনা। আশির্বাদ করবেন তার জন্য যেনো তিনি সবর্গবাসী হোন। বাংলাদেশ থেকে শামীম।
মনে হচ্ছে আমার পরিবারের কেউ আমাদের ছেরে চলে গেছে।আমার খুব কষ্ট হচ্ছে।কি বলব,ভাষা খুজে পাচ্ছি না।আর কোন দিন আমাদের জন প্রিয় এন্ড্র কিশোর কে ফিরে পাব না।আমি তার গান শুনতে পারছি না,চোখে পানি চলে আসছে,,
সামিনা ম্যাম, আজ এখনো আমি অসুস্থ, কারন, আমাদের পরিবারের সাথে স্যারের খুব সুসম্পর্ক ছিলো বিধেয় ওনার কাছ থেকে আমি গান সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি, আজ আপনাদের দেখে কিশোর স্যারের কথামনে পড়ছে আর আমি সয্য করতে পারছিনা, আপনারা আছেন আর আমার বাবা মানে আমার কিশোর স্যার নাই,
কারকাছে কার গান কতোটা ভালোলাগবে আমি জানিনা কিন্তু আমার কাছে এন্ড্রু কিশোর ভাইয়ের গান ছাড়া আমার বুকের কন্ঠ সর নিস্স কারন আমি ছোট বেলা থেকে বুঝার পর থেকেই তার গান শুনি সে আমার খুব জনো প্রিয় শিল্পী
আমার মনে হয় সে প্রৃথিবী বিখ্যাত একজন শিল্পী তার কন্টের তুলনা এ যোগে হয়না, জানিনা এমন কন্ট আর দুনিয়ার কোথায় আছে কি নাই, তবে তার জন্য কষ্ট হয় কিন্তু দোয়া করতে পারিনা
সামিনা ম্যাম আপনাদের গান খুবই ভাল লাগে ।এন্ডুকিশোর sir এর প্রসংশা সবার উর্ধে।দূঃখ এখন কার শিল্পীরা এন্ডুকিশোর sir এর গান নিয়ে তামাশা করে ।সেগুলো শুনতে খুব ই বিরক্তি কর।
সারা পৃথিবীর সেরা কন্ঠ শিল্পী এন্ড্র কিশোর,আই লাভ ইউ।
আমি অনেক কঠোর হৃদয়ের মানুষ। সহজে কাঁদি না। তবে ওনার জন্য নিজের অজান্তেই চোখে জল এসে গেল।
ওনার মতো চির তরুণ কন্ঠ আমরা কখনো পাব না। ওনি ছিলেন কন্ঠের সম্রাট। বাংলার কিশোর কুমার
এন্ড্রো কিশেরের মানের শিল্পি আর বাংলার ইতিহাসে জন্ম নেবে না। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর সম্পর্কে বলে শেষ করা যাবে না। ভালো থাকবেন এন্ড্রো।
আমাদের দেশের এক নাম্বার গায়কটি চলে গেলেন।
এন্ডু কিশোর স্যারের মতো শিল্পী বাংলাদেশে আর আসবেনা। উনি একজনই ছিলেন মানুষের মনের মনি কোঠায়।
চোখ দিয়ে টিপটিপ করে জল পড়ছে,,,সত্যিই কতটা পছন্দ করতাম তা বলে বুঝাতে পারবো না😭😭। দ্বিতীয় এন্ড্রু কিশোর আর বাংলায় আসবে না।ওপারে ভালো থেকো দাদা,,,,,
বুকটা ফেটে যাচ্ছে সারাদিন এন্ড্রুদার গান শুনলাম,,, নিরবে কাদলাম ও,,
মহা শিল্পীর মহাপ্রয়াণ। চোখের পানি ধরে রাখতে পারছিনা।
সত্যি এমন অতুলনীয় কন্ঠ এদেশে আর নেই! গায়ক এন্ড্রু কিশোর যেমন অসাধারণ ছিলেন, একজন ব্যাক্তি এন্ড্রু কিশোরও ছিলেন একজন অসাধারণ মানুষ! তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
অসাধারণ কন্ঠ দাদার আমি মুগ্ধ
আমি ছোট বেলায় থেকে এন্ডু কিশোর মামার গান শুনে আসছি। আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর মামা।আই মিস ইউ মামা তুমি যেখানে থাকো ভালো থেকো ভগবানের কাছে প্রার্থনা করি।
ভরাট গলার শিল্পী, দামী গলার শিল্পী কথা গুলো একদম বাস্তব
তবে আরো একটা বাস্তব আছে সেটা হচ্ছে জীবন্ত কিংবদন্তি এখনো বেচে আছেন জিনি সু-মধুর কন্ঠের অধিকারী এবং গানের ভুবনের অন্যতম এক নক্ষত্র
তার নামঃ- সৈয়দ আব্দুল হাদি।
এবার তাকে সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করি আমরা সকলেই।
প্রিয় এন্ড্রু কিশোর ভালো থাকুন ওপারে।
এন্ড্রু কিশোর ইজ যাস্ট এন্ড্রু কিশোর,, সৈয়দ এর জায়গায় সৈয়দ,, একটা এন্ড্রু কিশোর মানে হাজার সৈয়দ কিন্তু একটা এন্ড্রু কিশোর মানে লক্ষ সৈয়দ দিয়েও পূর্ণ হবে না
সৈয়দ আঃ হাদি বাংলা গানের প্রবাদ প্রতিম শিল্পী।এতো অমায়িক হাদী স্যারের ব্যবহার তা তুলনাহীন।
এন্ড কিশোর শিল্পী বাংলার মাটিতে একটাই,
এমন মিষ্টি সুর আর কখনো শুনা যাবে না,
ইয়া আল্লাহ আমরা সবায় দুনিয়ার মাঝে ইনসান এটাই সবচে বড় পরিচয়, উনাকে যেখানে রাখেন ভালো ভালো রাখিও
আমার দেশের এক নাম্বার গায়ক চলে গেছেন। আল্লাহ তার আত্ত্বাকে যেন সর্ব সময় ভাল রাখে।
আন্ডু কিশোর আমার কাছে অনেক ভালো মানের শিল্পী ছিলেন।
মৃত্যু অবদারীত প্রত্যেক মানুষের জন্য। সময় থাকতে আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি। আমিন। হে আল্লাহ আমাদেরকে তোমার পথে চালাও কারন তোমার আযাব বড়ই কঠিন 😭😭😭😭😭
আমি ভাষা হারিয়ে ফেলেছি😥😥😥😥. আমি ভারত থেকে
অমর শিল্পীর অমর কন্ঠ চিরন্তন অমলিন বাংলা ভাষা থাকবে বাঙ্গালী থাকবে আবহমান কালের কিশোর থাকবে হৃদয়ে হৃদয়ে।
এন্ডু কিশোর এর মত কন্ঠ আর কোন দিন আসবে না
Bosra.jahan
r8 vy
দাদার গান যেই করবেন আমার অনুরুধ ওনার মতো শুদ্ধ করে গান গাইলে দাদার সুনাম হবে ধন্যবাদ দাদার ভক্তরা😭
আমাদের সবার প্রিয় বাংলাদেশের সর্বকালের সেরা শিল্পী টা চলে গেলো।। যেখানেই থাকো ভালো থেকো।।
যানেন সামিনা আপা আমিও আপনার মতো উচ্চস্বরে কাঁদছি বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যদি ভগবান এসে বলতেন আমার প্র্যানের বদলে যদি এন্ড্রু দাদাকে জিবিতো করেদেবেন আমি হাসি মুখে মেনে নিতাম, আমার কনো ভাসা নেই কি বলবো যানি না, তবে আপনি ওনাকে অনেক ভালবাসেন আমার মতন, আই লাভ ইউ এন্ড্রু দাদা, আপনিও ভাল থাকুন, আমার মনে পরছে সেই গান, ছাত্র জিবনে যে গান গেয়ে 1998 সালে আমি ভালবাসা পেয়েছিলাম সকল স্যারের কাছে ,সকল বন্ধুদের কাছে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনে ছিলাম গান।। বিনম্ব্র শ্রোদ্ধা প্র্যানের শিল্পী এন্ড্রু দাদা উপারে আপনি ভাল থাকুন, ঈশ্বর আপনার আত্মার সহায় হউন, আই মিছ ইউ দাদা আমি খুবই মিছ করছি। হয়তোবা কিছু লোক কভু ভাল বাসতে চায় ,চিনতে তারে যে এমন ভুল করে যায়।।
সামিনা মেম আপনি অসাধারণ কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই
তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র উত্তম,
সেই তোমাদের মধ্যে সর্বোত্তম।
হযরত মুহাম্মদ {সাঃ}
>>> সহিহ বুখারী-হাদিস নং-৬০৩৫
আমার খুব প্রিয় শিল্পী ছিল। সেই ছোট কাল থেকে উনার গান গুলো শুনে আসছি। ওপারে ভাল থাকুক এই কামনা করি।
এন্ড্রো কিশোরের মত কোমল কন্ঠ বাংলাদেশে আর কারো নেই
এন্ড্রু দা আপনি ছিলেন আমার আইডল,আমার গুরু।দাদা আজ যখন ভাবি যে,দুনিয়ায় কোথাও আর আপনার জন্য অবশিষ্ট একটুকুও অক্সিজেন নাই তখন তুচ্ছ মনে হয় সব।
বিদায় প্রিয় লিজেন্ড। 😭😭😭
প্রিয় শিল্পী অমর হয়ে থাকবে আমাদের মাঝে
চোখের মণি এন্ড্রু কিশোর স্যার।।।।😭😭😭😭😭😭😭
রাইঠ আমার কলিজার সূর এনডূদা❤️❤️❤️❤️❤️❤️🎸
তার বিকল্প বাংলাদেশে অসম্ভব। তার কন্ঠ ছাড়া বাংলা সিনেমার গান সেটাও অসম্ভব। ভাল থাকবেন ওপারে। শেষ দেখা ২০১৩তে।
আমি ইরাক থেকে দেখলাম,ভীষন কষ্ট পেলাম,,ঈশ্বর যেনো ওনাকে স্বর্গ বাসি করে
শিল্পি।জগতের।অনেকে
মারা।গেছে।আমার।কান্না
আসেনি।আজ।এন্ডু।কিশোর
মারা।য়াওয়া।কারনে
আমার।কান্না।আসলো
আমার খুব ভাললাগত উনার গান সব সময শুনিতাম ইশষর যেন ভালরাখেন
হে মহান সৃষ্টিকর্তা তুমি ওনাকে ম্বর্গ বাসী করিও
সঙ্গীত জগতে প্রিয় ২টি মানুষ ১/এন্ড্রো কিশোর ২/ কুমান শানু।
খুব খারাপ লাগছে, আমাদের দেশে এক মহারথী কে হারালাম।
Mizan Khan 1 এন্ড্রুকিশোরের হাত ধরে কুমার শানুর আবির্ভাব কিন্তু
আমার বয়স এখন ৪৫, আমি জীবনে অনেক বার কেঁদেছি, আমার সারা দেহ খেয়ো গো মাটি , গানটি শুনে।
জনপ্রিয় কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর আমার খুব প্রিয় শিল্পী।
বাংলার কিংবদন্তি এন্ড কিশোরের মত, এমন কন্ঠ শিল্পী , আর আসবে না, এই জগতে, আমার পিয় শিল্পী,
দাদার কন্ঠ অসাদারন আমি মুগ্ধ
এই রকম শিল্পী আর হয়তো পাবে না বাংলাদেশ
এন্ডুকিশোরে গান হৃদয়ে গেতে আছে আর আসবেনা এমন সিল্পি আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন আমিন
এন্ড্রু কিশোর সবার হৃদয়ে থাকবে
অনেক প্রিয় শিল্পী,,,
কষ্ট পেলাম
বাংলা কখনো এই শিল্পী কে ভুলবে না
ঠিক বলেছেন খুরশিদ কাকা, এমন ভরাট পুরুষ গলা আর আসবে কিনা জানা নেই। যা হারিয়েছি, তা সত্যি অপূরণীয় 😞
অনেক অনেক কষ্ট হচ্চে বাংলার সুর সম্রাট এর অকাল মৃত্যুতে আমরা শোকাহত অনেক অনেক ভালোবাসা রইলো দোয়া করি হে পরমদয়াময় আপনি এই সুর সম্রাট এর সমস্ত গোনা মাফ করে তার আত্তাকে শান্তিতে রাখো 🙏🙏🙏 অনেক কষ্ট হচ্চে মানতে কষ্ট হচ্চে 😭😭😭
স্যার ভালো থাকবেন ওপারে।
স্যার এন্ড্রু কিশোর এর স্মরণে কিছু কথা না বল্লে নই,,বাংলাদেশের অনেক অনেক শিল্পী আছে কিন্তু এন্ড্রু কিশোরের মতো হবে না,,তার যে একটা ভরাট কন্ঠের গান তা আর পাবো না,,অনেক কেদেছি আমি,,সহ্য করতে পারছি না ওনার অপূর্ণতা,,দেখতে চাই আবার স্যার এন্ড্রু কিশোর কে,,স্যার আপনি কই ফিরে আসেন আবার আপনার ভালোবাসার ভক্ত গুলো আপনার পথ চেয়ে বসে আছে,,আমরা কি আর পারবো না তাহলে সেই ভরা কন্ঠে,,সুরের ভুবনে কন্ঠে আর কোনো গান শুনতে,,আজ মানুষের নয় বলতে হবে বাংলাদেশের ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা হারালাম একটি সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র,, স্যার আর পারছি না আপনার সম্পর্কে কোনো কথা বলে শেষ করতে পারবো না,,শুধুই আপনাকে মিস করবো,,হে ঈশ্বর তুমি স্যার এন্ড্রু কিশোরকে সর্গবাসী করো,,ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি,, ভালো থাকবেন ওপারে স্যার😪😪
আমার খুব প্রিয় একটা শিল্পি ছিলেন অনি,,,প্রায় প্রতিদিনই অনার গান শুনি,,,ভালো থাকুন ওপারে স্যার !! সৌদি আরব থেকে বলছি ?
অনির সব গান সবাই জীবনের কোন না কোন সৃতিতে জরানো
সত্যি মেনে নিতে পারছি, কিছু কিছু মানুষ চলে যাওয়াটা একেবারে মেনে নেওয়া যায় না 😥😥
বাস্তব জীবন।সবারি।আসবে।এক।দিন
আমার মনে হয় না এন্ড্রু কিশোর এর মতো আর কেউ গাইতে পারবে ।
আমি।সোদিতে।আছি।য়দি।দেশে
থাকতাম।তাহলে।য়েই।ভাবে
হোক।তাকে।শেয।বারের।মত
দেখতে।জাইতাম।তার।বাড়িতে
Same to me
আমরা যারা সত্তুর দশকে রেডিও শুনতাম,তখন রেড়িওতে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান হতো,তখন ওনার প্রথম দিককার জনপ্রিয় গান,খোলা খোলা আকাশে শুনে মনে হয়েছিলো প্রায়ত কিশোর কুমারের কন্ঠ শুনছি,যখন জান্তে পারলাম তিনি আমাদেরই দেশেরই নতুন গায়ক।তারপরতো ওনি আমাদের সংগীত অঙ্গনে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।আজ ওনি সংগীত প্রেমিদের শোকাভিভূত করে চলে গেলেন।
সামিনা ম্যাম খাঁটি কথা বলেছেন।
তার গান গুলো সবই সেরা, কিন্তু তার কন্ঠ মাশাল্লাহ, সারাদিন আমার মুখে এন্ড্রু কিশোরের গান থাকবেই! কারন উনি আমার প্রিয় গায়ক ছিলেন, বর্তমানে অযোগ্য ব্যক্তি সবক্ষেত্রেই দেশটা ভরে গেছে! তার সাথে কারো তুলনাই হয়না, পরকালেও ভালো থাকবেন বাংলার মানুষের ভালোবাসার লিজেন্ড এন্ডু কিশোর❤ 🙄🥺😭
আমি জখন থেকে বুঝতে সিখেছি তখন থেকেই, আমি এনডু্ কিশোর এর গান সুনি শুধু,, আমি, , ওনেক,,কসটো পাইছি 😭😭😭😭, আল্লাহ যেনো, আমার পছন্দ শিল্পী,কে, ওপারে ওনেক, ভালো রাখেন,,আমিন,,💙💙💙💙লেবানন, প্রবাসী 😭😭😭😭😭😭😩😩😩😩আমিন,আমিন, আমিন,😘😘😘😘
এন্ড্রু কিশোর নাম টা শুনলেই প্রান ভরে যায়
কিশোর দা বেঁচে থাকবে ৯০ দশক কিংবা তারও আগের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে। লিজেন্ড আপনার বিদায় সত্যি হৃদয় বিদারক । ওপারে ভালো থাকবেন দোয়া রইলো...
সুন্দর কথা বলছেন আমাদের শিল্পী সাবিনা চৌধুরী আপু শিল্পীরা মরে গেলে তাদেরকে প্রশংসা করে তার আগে মিডিয়ায় কোনো সমালোচনা করে না ঠিক কথা বলেছেন
আমি ওমান থেকে থেকে খবর টা শুনে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন তিনি অমর
আমার বাড়ি রাজশাহীতে আমি অনেক শোকাহত কাতার থেকে বলছি♥
কি যে কষ্ট কেউ ও বুজবেনা ওনার অভাব কোনো দিন পূরণ হবেনা সারাদিন ওনার গান শুনে আমার কাটে কিভাবে মনটাকে বোঝাবো ওনি নেই 😥😥😥😥😥😥 আর কিছু লিখতে পারছিনা 🎤🎸🎶🎵🎼🎹🎧📽 sorry আর নতুন করে পাবোনা স্যার কে😥😥😥😥😥😥😥 বুকটা ভেঙে যায় ভাবলেই ওনার আত্মার শান্তি কামনা করি আমি ভারতীয় 😭😭😭😭😭😭
আপনি যেই হোন, শিল্পী এন্ড্রোকিশোরের প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসার জন্য মনটা আপনার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। আমিও তার একজন অন্ধ ভক্ত। আমি খুবই মর্মাহত। তার মতো শিল্পী আমরা আর পাবোনা। আশির্বাদ করবেন তার জন্য যেনো তিনি সবর্গবাসী হোন।
বাংলাদেশ থেকে শামীম।
সত্যি কি আর বলবো আমি সেদিন থেকেই শোকাহত ভাবতেই পারছি না যে দাদা আর নেই। চোখের জল ঠেকাতে পারছি না
মনে হচ্ছে আমার পরিবারের কেউ আমাদের ছেরে চলে গেছে।আমার খুব কষ্ট হচ্ছে।কি বলব,ভাষা খুজে পাচ্ছি না।আর কোন দিন আমাদের জন প্রিয় এন্ড্র কিশোর কে ফিরে পাব না।আমি তার গান শুনতে পারছি না,চোখে পানি চলে আসছে,,
কোনোদিন ভুলতে পারবো না হিরার চেয়ে দামি কিশোর কে।কিশোর বেঁচে থাকবে কোটি হৃদয়ের মাঝে। ওপারে ভালো থাকবেন এই কামনায় করি
চোখের পানি ধরে রাখতে পারি নাই।
মন প্রান দিয়ে গান গেয়ে ছিলেন।
সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ কৃতজ্ঞ চিত্তে এই পৃথিবী যতদিন থাকবে তাকে স্বরণ করবে ।
বাংলাদেশে এন্ড্রু কিশোরের মতো শিল্পী আর কখনো আসবে না
সামিনা ম্যাম, আজ এখনো আমি অসুস্থ, কারন, আমাদের পরিবারের সাথে স্যারের খুব সুসম্পর্ক ছিলো বিধেয় ওনার কাছ থেকে আমি গান সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি, আজ আপনাদের দেখে কিশোর স্যারের কথামনে পড়ছে আর আমি সয্য করতে পারছিনা, আপনারা আছেন আর আমার বাবা মানে আমার কিশোর স্যার নাই,
Tilk
হে আল্লাহ তুমি এন্ডুকিশোর ভাই ওপারে ভালো রেখ আমিন🤣🤣🤣🤣আমি এই মেসেজ টা খুব বেশি কান্না করে লিখেছি
hashtesen keno bitch?
♥♥প্রিয় শিল্পী তিনি ❤♥
কত চটুল বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। কিন্তু এমন একজন শিল্পীর মৃত্যুর স্মরণে মাত্র ২১ মিনিট!
আমার পছন্দের শিল্পী ছিল।।।অনেক কষ্ট লাগছে বলার মতো না
কারকাছে কার গান কতোটা ভালোলাগবে আমি জানিনা কিন্তু আমার কাছে এন্ড্রু কিশোর ভাইয়ের গান ছাড়া আমার বুকের কন্ঠ সর নিস্স কারন আমি ছোট বেলা থেকে বুঝার পর থেকেই তার গান শুনি সে আমার খুব জনো প্রিয় শিল্পী
আমার একজন প্রিয় শিল্পি।।
৮০ দর্শক থেকে ২০২০ সাল পর্যন্ত আমি দাদার গান শোনে আমার দেহটাকে সতেজ রেখেছি, আজ থেকে আমি ঝরে যাবো গানের ধারা থেকে বহুদূরে
আর কখনো আপনার অভাব পুরন করতে পারবেনা😭😭😭😭
সবচেয়ে পছন্দের গায়ক কে হারালাম। দেশ একজন রত্ন হারালো। এই রকম ভরাট কন্ঠের পুরুষ গায়ক হাজার বছরে ও আর আসবেনা। এন্ড্রু কিশোর শুধুমাত্র একজন ই হয়। 😭😭😭
কিশোর দার শুন্যস্থান কখনো পুরন হবার নয়,
পৃথিবীতে এন্ড্র কিশোর একবারেই এসেছিলেন আর তিনি চলে গেলেন......তার অভাব অপূরণীয়
কান্না 😥😥😥😥😥
আমার মনে হয় সে প্রৃথিবী বিখ্যাত একজন শিল্পী তার কন্টের তুলনা এ যোগে হয়না, জানিনা এমন কন্ট আর দুনিয়ার কোথায় আছে কি নাই, তবে তার জন্য কষ্ট হয় কিন্তু দোয়া করতে পারিনা
ওনার মত আর কেউ আসবেনা আর হবে না♥
এন্ডো কিশোর মহাকাল জয়ী শিল্পী। প্রজন্ম থেকে প্রজন্ম তার সুরেলা কণ্ঠের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে।
গানের জগতে এই শূন্যতা পূরণ হবেনা।
আপনিও কত শুকিয়ে গেছেন ম্যাম
গানের ভুবনের অন্যতম এক নক্ষত্র
একের ভিতর সব,শিল্পী অ্যান্ড্রু কিশোর
থেমে গেলো জীবনের গল্প
আমার খুব পছন্দের সিল্পি আমি মনে করি এমন সিল্পি বাংলাদেশে আর আসবেনা কি কন্ট রে বাবা অনেক মিস করবো প্রিয় এন্ডোুকিসর
বাংলার আকাশে এবং আমার হৃদয়ের মাঝে আপনি এক ধ্রুব তাঁরা প্রাণের দাদা এন্ড্রু কিশোর ওপারে আপনি ভালো থাকবেন।
Andrew Kishore is the most versatile singer of Bangladesh
এন্ড্রু কিশোর ভাইয়ের অনেক গান আমার মুখস্থ আমার মন চাইতেছে আমি ইস্টেসে এন্ড্রু কিশোর ভাইয়ের গান গাই
Dada amar onek prio silpi
A heart touching programme, i couldn’t stop my tears,,,😪😪😪
আমার জীবনের শ্রেষ্ঠ গায়ক ছিলেন এনডু কিশোর দাদা ওনার গলার স্বর ঠিক আমার মতো
তারুকার সেরা তারুকা শিল্পী এনড়ুকিশোর
সামিনা ম্যাম আপনাদের গান খুবই ভাল লাগে ।এন্ডুকিশোর sir এর প্রসংশা সবার উর্ধে।দূঃখ এখন কার শিল্পীরা এন্ডুকিশোর sir এর গান নিয়ে তামাশা করে ।সেগুলো শুনতে খুব ই বিরক্তি কর।