Dibanishi Koriya Joton || দিবানিশি করিয়া যতন || Swamijir Gaoya Gana

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • স্বামীজীর গাওয়া গান
    শিল্পী:- সুপ্রতীক দাস
    ভাষ্যপাঠ:- সতীনাথ মুখোপাধ্যায়
    গবেষণা, গ্রন্থনা, ও পরিচালনা:- অনুপ রায়চৌধুরী
    রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা থেকে প্রকাশিত
    Publisher - Swami Sarbabhutananda
    President, Ramakrishna Mission Institute of Culture,
    Golpark, Kolkata
    Advisors - Swami Geetatmananda
    Dr. Karunamoy Goswami
    Inspiration- Swami Aksharanandaji Maharaj
    Acknowledgement - Bhajan Kumar Saha
    Other Roles :
    Voice of Swamiji - Bhaswar Bandopadhyay
    Sri Ramkrishna - Kalyan Ghosh
    Naren - Promod Dutta
    Associate Narrator - Anup Rouchowdhury
    Instrumental Direction - Durbadal Chattopadhyay
    দিবানিশি করিয়া যতন
    হৃদয়েতে রচেছি আসন-
    জগতপতি হে, কৃপা করি হেথা কি করিবে আগমন।।
    অতিশয় বিজন এ ঠাঁই, কোলাহল কিছু হেথা নাই-
    হৃদয়ের নিভৃত নিলয় করেছি যতনে প্রক্ষালন।
    বাহিরের দীপ রবি তারা ঢালে না সেথায় করধারা-
    তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন।
    দূরে বাসনা চপল, দূরে প্রমোদ-কোলাহল-
    বিষয়ের মান-অভিমান করেছে সুদূরে পলায়ন।
    কেবল আনন্দ বসি সেথা, মুখে নাই একটিও কথা-
    তোমারি সে পুরোহিত, প্রভু, করিবে তোমারি আরাধন-
    নীরবে বসিয়া অবিরল চরণে দিবে সে অশ্রুজল,
    দুয়ারে জাগিয়া রবে একা মুদিয়া সজল দু’নয়ন।।

Комментарии • 11