আপনার সব পাঠ শুনি। কিন্তু আপনি যখন বিভূতিভূষণ এর লেখা পড়েন কেমন যেন বিমোহিত হয়ে পড়ি। তখন বোধহয় আর শুনি না দেখি। বিভূতিভূষণ আর আপনার যুগলবন্দি যেনো অত্যন্ত সহজাত, সাবলীল । দারুন দারুন
বার, বার notification দেখার পর যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে পায় , সেটা মন কে কতটা আনন্দ দেয় আপনাকে বোঝাতে পারবো না।নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন কল্লোল দা। টা টা
এই গল্পটা আর আমার মা হারানোর গল্পটা ও কিছুটা এই রকম। আমার অসুস্থ মার শিয়রে আমিও এভাবে বসে থাকতাম। মা কে শেষ সময় হাসপাতালে নেয়ার সময় মা আমাকে বলছিল "আমার ওই বাইবেল এর ভিতর জমানো টাকা আছে তুমি আমার তন্বী( ছোট বোন) ভাগ করে নিও।" আপনার গল্প শুনছিলাম আর চোখে জল।
বিভুতিভূষনের লেখা কেমন যেনো একদম আলাদা।খুব আপন। আমার খুব প্রিয় লেখক তিনি।তেমনি প্রিয় আপনার পাঠ।মন ছুয়ে যায় বারবার। অনেক ধন্যবাদ ভাইয়া বিভূতিভূষণের গল্পের জন্য। ভালো থাকবেন।
"প্রাচিত্তির"(বা ওইরকমই একটা শোনালো 10:51 , আমার বানানে ভুল হতে পারে) বিষয়টি কী সেটা কেউ একটু বলবেন ভালো করে? google করলাম কিন্তু তেমন ঠিক পেলাম না, হতে পারে বাংলার তৎকালীন চলিত ভাষাতে শব্দটি লেখা/বলা তাই...ধন্যবাদ(আগাম)।🙏🏻
আপনার সব পাঠ শুনি। কিন্তু আপনি যখন বিভূতিভূষণ এর লেখা পড়েন কেমন যেন বিমোহিত হয়ে পড়ি। তখন বোধহয় আর শুনি না দেখি। বিভূতিভূষণ আর আপনার যুগলবন্দি যেনো অত্যন্ত সহজাত, সাবলীল । দারুন দারুন
বার, বার notification দেখার পর যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে পায় , সেটা মন কে কতটা আনন্দ দেয় আপনাকে বোঝাতে পারবো না।নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন কল্লোল দা। টা টা
আমিও সেই ছোটো বেলায় মা কে হারিয়েছি। আপনার গল্প কথনের গুনে আজ বড্ড মা কে মনে পড়ছে। আরো উন্নতি করো ভাই এই কামনা করি।
অসাধারণ গল্প। অনেক ধন্যবাদ এমন একটি চমৎকার গল্প আমাদের পাঠ করে শোনানোর জন্য। ভালো থাকবেন।
এই গল্পটা আর আমার মা হারানোর গল্পটা ও কিছুটা এই রকম। আমার অসুস্থ মার শিয়রে আমিও এভাবে বসে থাকতাম। মা কে শেষ সময় হাসপাতালে নেয়ার সময় মা আমাকে বলছিল "আমার ওই বাইবেল এর ভিতর জমানো টাকা আছে তুমি আমার তন্বী( ছোট বোন) ভাগ করে নিও।" আপনার গল্প শুনছিলাম আর চোখে জল।
Advut sundor ! Failed to control my emotions. Thanks for sharing Kallol .
খুব সুন্দর শুনতে লাগলো ।লেখক যেমন স্বনামধন্য তেমনি আপনার কন্ঠস্বর অতি মিষ্টি লাগে ।
বিভুতিভূষনের লেখা কেমন যেনো একদম আলাদা।খুব আপন। আমার খুব প্রিয় লেখক তিনি।তেমনি প্রিয় আপনার পাঠ।মন ছুয়ে যায় বারবার। অনেক ধন্যবাদ ভাইয়া বিভূতিভূষণের গল্পের জন্য। ভালো থাকবেন।
ঠিক জেনো আমার ছোটবেলা। জানিনা কিভাবে লেখক তা লিপিবদ্ধ করেছেন। চোখ জলে ভরে গেল
চোখে জল এসে গেল 😭 🙏
অনেক ভালোবাসা জানবেন কল্লোল।
Maa r Jonno monta bethai vore gelo.oshadharon
heartening story 😪😪😪
আমার মা খুব অসুস্থ এই মুহূর্তে
গল্পটা শুনছি - দোয়া করবেন 😢
মা!!!!
মাকে কত বছর দেখিনা, শুধু স্মৃতি হয়ে আছে 🙄🙄😢
Kanna i amar chokh vore galo,eto jibonto
চোখের জল যে বাঁধ মানলো না
সত্যজিৎ রায় এর ছোট গল্প গুলো পরবেন প্লিজ
Always love your voice❤
অসাধারণ।
মনখারাপের গল্প। পাঠেও সেই বিষন্নতা ধরা পড়ে।
Ki nidarun karun kahini tai ei gaan ta mone pore. Madhur amar mayer sriti.---
Ish mon kharap hoye gelo.
❤️❤️❤️❤️
"প্রাচিত্তির"(বা ওইরকমই একটা শোনালো 10:51 , আমার বানানে ভুল হতে পারে) বিষয়টি কী সেটা কেউ একটু বলবেন ভালো করে?
google করলাম কিন্তু তেমন ঠিক পেলাম না, হতে পারে বাংলার তৎকালীন চলিত ভাষাতে শব্দটি লেখা/বলা তাই...ধন্যবাদ(আগাম)।🙏🏻
প্রাচিত্তির, এটি প্রায়শ্চিত্ত শব্দটির কথ্যরূপ
Khub mone ta kharap hoe galo.
এত কষ্ট হয় 😢
Che na mohol, suryo sakhyi ar dippunjo abyosyoi shunbo
Very pathetic and very practical story.