hidden place in Chittagong। Karnaphuli tea state। Fatickchari, Chittagong.
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- A beautiful tea state in Chittagong is Karnaphuli tea state.
#teastate #karnaphuli
চট্টগ্রামে আলাদা পর্যটন কেন্দ্র না হওয়ায় অনেক সুন্দর ঘুরার জন্য জায়গা থাকলেও মানুষ তেমন চিনে না। তাই অনেকে যেতে পারে না শুধু না চেনার কারণে সাথে লোকাল গাড়ির ভোগান্তি থেকেই যায়।
এই ভিডিওটি কর্ণফুলী চা বাগানের। এটি ফটিকছড়ি বিবিরহাট থেকে কাছে তবে সেখানে লোকাল গাড়ি পাওয়া যায় না। গেলে রিজার্ভ যেতে হয়। সেখানে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ফটিকছড়ি বিবিরহাট। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে এসি-নন এসি দুই রকমেরই বাস যায়। আবার সিএনজিও যায়। আপনার সুবিধামত যেতে পারবেন। বিবিরহাট নেমে অটোরিকশা করে হাতিরপুল চলে যাবেন। সেখান থেকে সিএনজি রিজার্ভ করে ঘুরে আসতে পারেন কর্ণফুলী চা বাগান। লোকাল কোন গাড়ি সেখানে যায় না তাই রিজার্ভ যেতে হবে। আমরা ২ ঘন্টা মত চা বাগানে ছিলাম আসা-যাওয়া সিএনজি রিজার্ভ ৪৫০ টাকা নিছে। চা বাগানটি বেশ বড় ভালো করে ঘুরতে চাইলে সময় নিয়ে যেতে পারেন এবং সিএনজি ভাড়াও একটু বেশি নিবে।