আচ্ছা কেল্টিক নাকি সেল্টিক এইটা নিয়ে অনেকে কমেন্ট করছেন । বার বার রিপ্লাই দেওয়ার পরো যেহেতু কমেন্ট আসছে তাই Pinned কমেন্টেই লিখে দিলাম Both are correct according to modern dictionary. Celtic শব্দটি গ্রীক শব্দ "Keltoy( কেল্টয়) থেকে এসেছে। Historian রা বেশীরভাগ এটাকে কেল্টিক-ই বলে. কিন্তু Scotish ফুটবল ক্লাব " Celtic F.C এর ফ্যানেরা এটাকে আবারে সেল্টিক বলে থাকে। So it can be concluded Sports fans say "Seltic" but historians say "Keltic" and both are correct. আর এই ভিডিওর একটা সময়ে কিন্তু এমন একজন মানুষকে দেখা যাচ্ছে যাকে আমরা অনেকেই চিনি, এবং জানি তিনি এতটাই আগে জন্মেছিলেন যে তিনি সেই সময় থেকে এখন পর্যন্ত বেশ জনপ্রিয় একজন বাংলাদেশি আইরিশ প্রবাসী 😝 এখনো কেউ Notice করেনি দেখে অবাক হলাম। দেখা যাক এই কমেন্টের পর তাকে কেউ খুজে পান কিনা ভিডিও-তে 😛
@@EnayetChowdhuryOfficial assalamualikum Vai apnar video dekhe onake pailam Akhon regularly apnader 2jon ke besi dekhi onno karo video akhon khob kom dekha hoy🙂
প্রশংসনীয় আপনার ভিডিও গুলো। আয়ারল্যান্ড এর Saint Patrick day সম্পর্কে অনেক কিছু জানা হলো। আগে শুধু জানতাম এটা আয়ারল্যান্ড এর অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করবার দিন। আজকে বিস্তারিত জানা গেলো। এবং অবশ্যই প্রশংসার আপনি প্রচুর পরিমাণ লেখাপড়া করে ভিডিও গুলো দেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️❤️
জী ভাই এরকমই ইন-ডেপথ এনালাইসিসই চাচ্ছিলাম। বাংলাদেশের বা বাংলার ঐতিহাসিক বিভিন্ন ঘটনা নিয়ে এরকম সহজবোধ্য কিন্তু ডিপ এবং তথ্যনির্ভর কোন ভিডিও সিরিজ নাই। আপনি যদি এই ট্রেন্ডটা স্টার্ট করতে পারেন আমি এবং পুরো বাংলাদেশী ইউটিউব কমিউনিটি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।
আপনার ভয়েস & প্রেজেন্টেশন মাশাআল্লাহ। আমি অনেক দিন ধরে বাংলায় এরকম কিছুই খুঁজতে ছিলাম! এরকম ডিটেইলস ভিডিও চাই, পারলে আরো অনেক অনেক বড় করলেও সমস্যা নাই।
Erokom e hok. Beshi boro korle onekei dekhte chaibe na. Obosso amaro somossa nei. Tobe ami egulo te interested. However, ami jani na eta possible ki na. RUclips e jodi background music or sound sara diten, mondo hoto na. Karon etai je egulo theke porhej thaka uttom. R Facebook not a good option. Tai okhaner video gulo dekhte parlam na
আপনার ভিডিওগুলো দেখতে দেখতে গতে দুই বছরেও চলে আসছি। ভালো লাগে অনেক আমাদের দেশেও এনায়েত ভাই, story head সহ আরও এবং আপনার মত অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। সাথে আফসোসও লাগে। আজ ইন্ডিয়াতে হলে মিলিয়ন ক্রস করতে ১বছর লাগত নাহ। রুচির পরিবর্তন হউক বাঙালির।
ভাই আমাদের সাব কন্টিনেন্ট/ দক্ষিণ এশিয়া নিয়ে একটা সিরিজ বানালে ভালো হয়। আমরা যতটুকু ইউরোপ সম্পর্কে জানি তার থেকে কম জানি এশিয়া সম্পর্কে। ভিডিও অসাধারণ ছিল। ধন্যবাদ। 😍
Vai vedio long + full details e hoile vlo hoy.Fully jana jay short kore felle abr oigula niya research kora lage..plz rqst fully details e Vedio make korben💙
wow what an informative channel.....animated graphics was so much eye soothing....wanna more and more informative video.keep it up bro... i enlisted in one of my favorite yt channel.
@@LabidRahat এই হিস্টরিক্যাল বিষয়গুলো নিয়ে, অথেন্টিক ও প্রিসাইস্ড ওয়ে-তে তেমন কোন কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল আমি পাইনি (এনায়েত চৌধুরী ভাই ব্যতীত)। কিন্তু আপনারটাই প্রথম পেলাম। আশাকরি আপনিও এনায়েত ভাইয়ের মত রেগুলার ভিডিও দিবেন (বিশেষ করে হিস্টোরিক্যাল জিনিস নিয়ে বিস্তারিত ভাবে)। আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া ও অনেক প্রত্যাশা রইল।
Such informative video is good than short video bro, I hope you make such a videos for knowing clear history about any country. thanks your research....
Bhaiya, Romans, Vikings, Normans, scandinavians eshob r differrnt conquests egulo niye detailed English history and geography niye ekta video korben please!?
Now a days I'm addicted with House of the Dragon. Maybe this is the reason I got game of throne vibe everywhere, even in this Video. Btw good information
ভাইয়া ইংল্যান্ডের ইতিহাস,আইসল্যান্ডের ইতিহাস,কেন এদের নামের শেষে ল্যান্ড আছে,ওয়েলস কিভাবে ইউকের অংশ হলো আর স্কটল্যান্ড ইউকের অংশ হওয়ার পরও কেন স্বাধীনতার জন্য গণভোট করলো-এগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও চাই।তাহলে এই অঞ্চলের ইতিহাস অনেকটাই কাভার হয়।
দেশ এর আয়তন বললে ভালো হয় আর এক ভিডিওতে ইতিহাস আর এক ভিডিওতে দেশ সম্পর্কে বললে সুন্দর হয়। ইতিহাস ডিটেলস এ বললে ভাল হয় আপনার সকল ভিডিও পছন্দ মত হয়েছে
অনেক ধন্যবাদ suggestion এর জন্য ! হ্যা আমি দেশের ইতিহাস এবং সেই দেশ নিয়ে আলাদা ২ টা ভিডীও-ই বানিয়ে থাকি। Around the globe( ruclips.net/p/PLaBWg5TZtBgBG70uWY3bO2iE0VqRxpF-U) প্লেলিস্টে সাধারনত কোন দেশের ভৌগলিক অবস্থান, সেখানের মানুষ, পর্যটন স্পটগুলো নিয়ে কথা বলি। এবং History of the globe (ruclips.net/p/PLaBWg5TZtBgBTGmGLotleM1eSuXgsrtg_) প্লেলিস্টে তার ঠিক পরের সপ্তাহে সেই দেশের ইতিহাস নিয়ে কথা হয় ! আজকের ভিডীও-টি History of the globe প্লেলিস্টের। আপনি চাইলে এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন ❤
মজার বিষয় হচ্ছে ক্রিকেটে আয়ারল্যান্ড এবং নদ্দান আয়ারল্যান্ড দুটো দেশ এক হয়ে ক্রিকেট খেলে।আবার ফুটবল এ দুটো দেশ আলাদা হয়ে খেলে। এ রকম ইনফরমেটিভ টাইপ বা ভূ-খণ্ড নিয়ে ভিডিও আশা করি সামনে আরোও দেখতে পারবো
৫ মিনিটের ভিডিওর চেয়ে এরকম ডিটেইলড হিস্ট্রিই ব্যাটার। এরকম ভিডিও থেকে অনেক কিছু জানা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া এরকম ইনফরমেটিভ একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য। ❤️
আচ্ছা কেল্টিক নাকি সেল্টিক এইটা নিয়ে অনেকে কমেন্ট করছেন । বার বার রিপ্লাই দেওয়ার পরো যেহেতু কমেন্ট আসছে তাই Pinned কমেন্টেই লিখে দিলাম
Both are correct according to modern dictionary.
Celtic শব্দটি গ্রীক শব্দ "Keltoy( কেল্টয়) থেকে এসেছে। Historian রা বেশীরভাগ এটাকে কেল্টিক-ই বলে. কিন্তু Scotish ফুটবল ক্লাব " Celtic F.C এর ফ্যানেরা এটাকে আবারে সেল্টিক বলে থাকে।
So it can be concluded Sports fans say "Seltic" but historians say "Keltic" and both are correct.
আর এই ভিডিওর একটা সময়ে কিন্তু এমন একজন মানুষকে দেখা যাচ্ছে যাকে আমরা অনেকেই চিনি, এবং জানি তিনি এতটাই আগে জন্মেছিলেন যে তিনি সেই সময় থেকে এখন পর্যন্ত বেশ জনপ্রিয় একজন বাংলাদেশি আইরিশ প্রবাসী 😝
এখনো কেউ Notice করেনি দেখে অবাক হলাম। দেখা যাক এই কমেন্টের পর তাকে কেউ খুজে পান কিনা ভিডিও-তে 😛
আমি খালিদ ফারহান ভাইয়ের কথা বলতাম। 🤣🤭 কিন্তু মেনশন করতে পারছি না তাই বলি নাই। 😅
Got it 😅
here 6:43
Vai link kothay? Catholic vs pot... Er
খুজে পাইছি😎😎😎
L
এত সুন্দর করে আগে কখনো বুঝিনি।
ধন্যবাদ ভাইয়া 🎉🎉🎉
ধুর মিয়া ফারহান ভাই রে আমিও তো খুইজা পাইলাম না। অনেক খুজলাম।
🤣🤣🤣🤣
ভাই আমিতো successful তাইলে ! খুব ভালো ভাবে Hide করাটাই plan ছিল 😛
6:42
অতি ক্ষুদ্র সময়ের জন্য পাবেন 🤣😛
@@LabidRahat dhur miya eto choto jaaygay dile hobe?
@@EnayetChowdhuryOfficial ওকে ভাই নেক্সট-এ আপনাকে নিয়ে বড় করে দিবনে :-P
@@LabidRahat আমাকে নিয়ে দিলে অবশ্যই বড় কইরা দিবা মিয়া যাতে বুঝা যায় এইটা আমি :P
@@EnayetChowdhuryOfficial assalamualikum
Vai apnar video dekhe onake pailam
Akhon regularly apnader 2jon ke besi dekhi onno karo video akhon khob kom dekha hoy🙂
প্রশংসনীয় আপনার ভিডিও গুলো। আয়ারল্যান্ড এর Saint Patrick day সম্পর্কে অনেক কিছু জানা হলো। আগে শুধু জানতাম এটা আয়ারল্যান্ড এর অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করবার দিন। আজকে বিস্তারিত জানা গেলো। এবং অবশ্যই প্রশংসার আপনি প্রচুর পরিমাণ লেখাপড়া করে ভিডিও গুলো দেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️❤️
অসংখ্য ধন্যবাদ এভাবে আমার দিক থেকেও ভেবে দেখার জন্য এবং Appreciate করার জন্য !❤
জী ভাই এরকমই ইন-ডেপথ এনালাইসিসই চাচ্ছিলাম। বাংলাদেশের বা বাংলার ঐতিহাসিক বিভিন্ন ঘটনা নিয়ে এরকম সহজবোধ্য কিন্তু ডিপ এবং তথ্যনির্ভর কোন ভিডিও সিরিজ নাই। আপনি যদি এই ট্রেন্ডটা স্টার্ট করতে পারেন আমি এবং পুরো বাংলাদেশী ইউটিউব কমিউনিটি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।
অবশ্যই করব ! বাংলাদেশের কিছু কিছু জায়গার ইতিহাস নিয়ে ভিডিও আছে চ্যানেলে ! আস্তে আস্তে আরো ইতিহাস আসবে !
OMG😲 How could I don’t know about this channel😯 You deserve better man👍👍Go ahead 👏👏
Thankfully you found it 😅
Thanks a lot for the well wishes ❤
Ajke first recommendation pailam
Bes valo bolechen... avinandan. Suvechcha janalam .. Kolkata.. 🇮🇳
ভাইয়া সেলজুক কাহিনী নিয়ে একটা ভিডিও করেন। আশা করি আপনার দর্শকরা বেশ ভালোই উপভোগ করবেন।
আপনার ভয়েস & প্রেজেন্টেশন মাশাআল্লাহ। আমি অনেক দিন ধরে বাংলায় এরকম কিছুই খুঁজতে ছিলাম! এরকম ডিটেইলস ভিডিও চাই, পারলে আরো অনেক অনেক বড় করলেও সমস্যা নাই।
অনেক ধন্যবাদ Brother ! চেষ্টা করব ! দোয়া রাখবেন ! ❤
Erokom e hok. Beshi boro korle onekei dekhte chaibe na. Obosso amaro somossa nei. Tobe ami egulo te interested.
However, ami jani na eta possible ki na. RUclips e jodi background music or sound sara diten, mondo hoto na. Karon etai je egulo theke porhej thaka uttom. R Facebook not a good option. Tai okhaner video gulo dekhte parlam na
আমার ও এই একটা বিষয় জানার প্রয়জন ছিল সেটা আপনার এই ভিডিওতে সমাধান পেয়ে গেলাম ধন্যবাদ লাবিদ ভাই।👌
Waiting for this vedio..nice one🥰
❤
Video dekhar age video length dekhei khusi hoye gesi..💚💚
My Pleasure 💚
দারুন!!! বেশ বিস্তারিত আলোচনা। অনেক অজানা তথ্য জানলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিওগুলো দেখতে দেখতে গতে দুই বছরেও চলে আসছি। ভালো লাগে অনেক আমাদের দেশেও এনায়েত ভাই, story head সহ আরও এবং আপনার মত অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে।
সাথে আফসোসও লাগে। আজ ইন্ডিয়াতে হলে মিলিয়ন ক্রস করতে ১বছর লাগত নাহ। রুচির পরিবর্তন হউক বাঙালির।
ভাই আমাদের সাব কন্টিনেন্ট/ দক্ষিণ এশিয়া নিয়ে একটা সিরিজ বানালে ভালো হয়।
আমরা যতটুকু ইউরোপ সম্পর্কে জানি তার থেকে কম জানি এশিয়া সম্পর্কে।
ভিডিও অসাধারণ ছিল। ধন্যবাদ। 😍
অনেক ধন্যবাদ ! মাথায় থাকল আলাদা করে দক্ষিন এশিয়া নিয়ে ভিডিও করার !
Vai vedio long + full details e hoile vlo hoy.Fully jana jay short kore felle abr oigula niya research kora lage..plz rqst fully details e Vedio make korben💙
হ্যা এখন বড় করার চেষ্টা করি ! !
ধন্যবাদ ভাই।
অনেক ডিটেইলস হইছে!!
❤
Khub valo valo content dicchen... Chaliye jaan.
Kotha guli sottti .. thanks. To u
Best .
Make more video like this.
Best of luck
Thankyou so much for the will wishes ! ❤
wow what an informative channel.....animated graphics was so much eye soothing....wanna more and more informative video.keep it up bro... i enlisted in one of my favorite yt channel.
Thank you so much 😀
আস্ সালামু আলাইকুম ভাই। খুবই গুছানো, তথ্যবহুল ও সহজবোধ্য উপস্থাপন ছিলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। এই ধরনের ডিটেইলড ভিডিওই চাই আপনার কাছ থেকে।
চেষ্টা থাকবে। দোয়া রাখবেন 😁
@@LabidRahat এই হিস্টরিক্যাল বিষয়গুলো নিয়ে, অথেন্টিক ও প্রিসাইস্ড ওয়ে-তে তেমন কোন কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল আমি পাইনি (এনায়েত চৌধুরী ভাই ব্যতীত)। কিন্তু আপনারটাই প্রথম পেলাম। আশাকরি আপনিও এনায়েত ভাইয়ের মত রেগুলার ভিডিও দিবেন (বিশেষ করে হিস্টোরিক্যাল জিনিস নিয়ে বিস্তারিত ভাবে)। আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া ও অনেক প্রত্যাশা রইল।
Such informative video is good than short video bro, I hope you make such a videos for knowing clear history about any country. thanks your research....
MashaAllah...onek sundor video chilo vaiya
Sheraaa Vai ❤❤
চ্যানেলে প্রথম, তবে আপনার কথা বলার ভংগিমা ও উপস্থাপন খুব ভালো লেগেছে। চালিয়ে যান ভাই।😍 পাশে আছে এই ইতিহাস পাগল 😁
তথ্যবহুল ভিডিও বড় হলেও ভালো লাগে
আরও এমন ভিডিও চাই
short term এর ভিডিওটা বেশি তথ্য পাওয়া যায় না। আজকের ভিডিওটা ভালোই ছিল কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলা তথ্যবহুল🕵️♂️
ধন্যবাদ অপিনিয়ন এর জন্য ! ❤
Would like to know about USA. Liked the video btw💚✨
বাংলায় এইরকম একটা genre আসলেই অনেক হেল্পফুল।শুভকামনা ❤️
ডিটেইলস ভিডিও চাই। সাথে ছোট করে বর্তমান শাসনব্যবস্থা সম্পর্কে বললেও ভালো হয়।
ধন্যবাদ। এটা মেনশন করার চেষ্টা করব ! ❤
Valo lagse vai..history neye ame khub e interested
অনেক ধন্যবাদ Brother ! ❤
ভালো তথ্য সমৃদ্ধ ভিডিও 👌। ধন্যবাদ🙏💕
ভাই অন্যান্য এরকম ডিটেইলস ভিডিও ভাল লাগে🔥
Good information
Vai Thailand er history niye ekta detailed vedio banale valo hoy.....
Need detailed history like this...
Bro this video is really awesome and informative I like this video and your channel very much thanks for informative video 😃❤️❤️❤️❤️
So nice of you! Thankyou so much man ! ❤
Thanks bro thank you so much 🙏👍❤️
Definitely Detailed video. Full details always!
Bhaiya, Romans, Vikings, Normans, scandinavians eshob r differrnt conquests egulo niye detailed English history and geography niye ekta video korben please!?
এগুলা সবই বেশ বড় এবং অনেক Research করার মত টপিক !একটা ভিডিওতে cover করা সম্ভব হবে না হয়ত ! চেষ্টা করব আলাদা ভাবে সবগুলো নিয়েই পড়ে ভিডিও দিতে ! 😅
Nice presentation 👍
Thanks a lot
Germany ar itihas chai long, Videos a kunu problem nai✌️❤️🔥
I was just watching peaky blinders. I was having question about IRA and Irish stuff.Thanks once again man
Glad to make it clear !❤
Now a days I'm addicted with House of the Dragon. Maybe this is the reason I got game of throne vibe everywhere, even in this Video. Btw good information
details ostaad🤘
বেশ ভালো লাগলো।। সমৃদ্ধ হলাম।।
Vai calai jan💥💥
বিস্তারিত ভিডীও ভালো লেগেছে
অবশ্যই বিস্তারিত ইতিহাস...
Awesome bro keep it up
Really ❤ your explanation from West Bengal🇮🇳.
Thank you so much 😀
Top-tier editing!
Thank you ! ❤
Detail videos dilei onk bhalo hoi, bhaiya
Wow onk valo hoyeche
amazing, neat and clean presentation. thanks for your effort.
Thank you so much for your kind words ❤
Bhalo hoeche bhaiya
ভাইকিংদের নিয়ে ভিডিও দিবেন ভাইয়া....
ভালো লাগলো ভাইয়া। এরকম একইভাবে বৃটেনেরই ইতিহাস জানালে খুশি হবো।
great long video koren e rokom bujhte easy hoy
Ei rokom Details vedio Chi ...
Vai chechnya er history nia akta video dien
Top notch vdo.
Thank you for the top notch comment as well ! ❤
Sera ♥️
❤😅
আপনার কন্ঠস্বর ও উপস্থাপনা চমৎকার চালিয়ে যান
অনেক ধন্যবাদ ! ❤
বিস্তারিত ভিডিও চাই এরকম
it’s a well detailed discussion. Thanks for bringing more curiosity in us on this kinda topic ❣️
Glad you enjoyed it!
south -north korea itihas niye vdo bananh vaiaa.
Bro..your speech capacity is too good..i like it
very underrated channel.👍
Thanks for feeling that way ! ❤
যা বেডা হম্বা হাম্বা - বেস্ট পার্ট অফ দা ভিডিও
😂
Erokom Details indepth informative video banaben
ভাইয়া দেরি হলেও আপনার ভিডিও গুলির সাথে পরিচয় হোয়ে ভালো লাগছে, ভালো কোরবেন আর ভালো থাকবেন, শুভ কামনা সব সময়।
অনেক ধন্যবাদ ভাইয়া ! ❤
Valo laglo.video gula r ektu boro koren
চেষ্টা করব ! অনেক ধন্যবাদ feedback এর জন্য ! ❤
অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই 💓❤
ভাই অনেক কিছু জানতে পারলাম অনেক ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য এর পর প্লীজ ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড নিউ ভিডিও দিয়েন প্লিজ
thanks very much for this.
বরাবরের মতোই সুন্দর হয়েছে!
অনেক ধন্যবাদ ! ❤
detail dideo more helpful, viya
Keep it up bro🔥
This video was so informative. I would prefer detailed video not a short one.
Thank you so much ! Will try to do longer videos ❤
Vai Iraq er history niye video den plz...
Make video about the history of Mongolia
ভাইয়া ইংল্যান্ডের ইতিহাস,আইসল্যান্ডের ইতিহাস,কেন এদের নামের শেষে ল্যান্ড আছে,ওয়েলস কিভাবে ইউকের অংশ হলো আর স্কটল্যান্ড ইউকের অংশ হওয়ার পরও কেন স্বাধীনতার জন্য গণভোট করলো-এগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও চাই।তাহলে এই অঞ্চলের ইতিহাস অনেকটাই কাভার হয়।
দেশ এর আয়তন বললে ভালো হয় আর এক ভিডিওতে ইতিহাস আর এক ভিডিওতে দেশ সম্পর্কে বললে সুন্দর হয়। ইতিহাস ডিটেলস এ বললে ভাল হয় আপনার সকল ভিডিও পছন্দ মত হয়েছে
অনেক ধন্যবাদ suggestion এর জন্য ! হ্যা আমি দেশের ইতিহাস এবং সেই দেশ নিয়ে আলাদা ২ টা ভিডীও-ই বানিয়ে থাকি।
Around the globe( ruclips.net/p/PLaBWg5TZtBgBG70uWY3bO2iE0VqRxpF-U) প্লেলিস্টে সাধারনত কোন দেশের ভৌগলিক অবস্থান, সেখানের মানুষ, পর্যটন স্পটগুলো নিয়ে কথা বলি।
এবং
History of the globe (ruclips.net/p/PLaBWg5TZtBgBTGmGLotleM1eSuXgsrtg_) প্লেলিস্টে তার ঠিক পরের সপ্তাহে সেই দেশের ইতিহাস নিয়ে কথা হয় ! আজকের ভিডীও-টি History of the globe প্লেলিস্টের। আপনি চাইলে এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন ❤
আমি আপনার ভিডিও গুলো দেখি খুব ভাল লাগে । ভাইয়া একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি এই video তে 10:48 এ Background music টার নাম কি ?
অনেক কিছু জানলাম দাদা। এপার বাংলা থেকে শুভেচ্ছা। লাতিন আমেরিকার ইতিহাস নিয়ে একটা ভিডিও বানাবেন।
মজার বিষয় হচ্ছে ক্রিকেটে আয়ারল্যান্ড এবং নদ্দান আয়ারল্যান্ড দুটো দেশ এক হয়ে ক্রিকেট খেলে।আবার ফুটবল এ দুটো দেশ আলাদা হয়ে খেলে। এ রকম ইনফরমেটিভ টাইপ বা ভূ-খণ্ড নিয়ে ভিডিও আশা করি সামনে আরোও দেখতে পারবো
সেইম লাইক ক্রিকেটে ইংল্যান্ড+ওয়েলস একসাথে, ফুটবলে সবাই আলাদা আলাদা, অলিম্পিকে গ্রেট ব্রিটেন = ইংল্যান্ড +ওয়েলস+স্কটল্যান্ড।
History of the kingdom of the Netherlands niye video krle vlo hoi
ভাই , ইজ্রাইল ও ইহুদি জাতির সঠিক ইতিহাস টা নিয়ে একটা ভিডিও চাই, নিরপেক্ষপ জায়গা থেকে বানাবেন।
Shundor bhai 🤍🤍
ভিডিওটা অসাধারণ ছিল। কিন্ত The Great Irish Famine এর ব্যাপারে কিছু বলা দরকার ছিল বলে মনে করি।
৫ মিনিটের ভিডিওর চেয়ে এরকম ডিটেইলড হিস্ট্রিই ব্যাটার। এরকম ভিডিও থেকে অনেক কিছু জানা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া এরকম ইনফরমেটিভ একটি ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য। ❤️
thanks
it was a really confusing topic to me
till now
খুব ভালো লাগলো ভিডিওটা
ধন্যবাদ ❤️
Bhai ei background sound ta keep up koren shb vdo te
Excellent
Labid Bhaiya,
Northern Ireland er IRA shompprke jante chai.. Please
Regards,
S.C
ভালোই হয়েছে! আপনি ফ্রান্স আর ব্রিটেন এর বিরোধ নিয়ে একটা ভিডিও বানাতে পারেন! তাতে সবাই উপক্ৰিত হবে আমার মনে হয়!
বিস্তারিত ভিডিওই চাই।
ইষ্ট এশিয়ার দেশ(জাপান, কোরিয়া,চীন) নিয়ে ভিডিও আশা করছি।
চেষ্টা করব ধীরে ধিরে সব দেশ নিয়ে করার ! ❤