তোমরা যে গানটির ইজ্জত লুটেছো ,সেই গানের অভাগী গায়ক ও সংগীত পরিচালক আমি সচিন দেব বর্মন ||SACHIN KARTA
HTML-код
- Опубликовано: 9 янв 2025
- #sachindevburman #sachinkarta #sachinkarta #kishorekumarsongs #musicsong
তোমরা যে গানটির ইজ্জত লুটেছো ,সেই গানের অভাগী গায়ক ও সংগীত পরিচালক আমি সচিন দেব বর্মন ||SACHIN KARTA
সর্বপ্রথম আমি শচীনকর্তা কে অপরিসীম শ্রদ্ধা জানাই! শচীন কর্তা, সত্যিই বাংলা গানের জগতের কর্তা! তবে একটা কথা বলি, পৃথিবীতে এই রকম পিতা-পুত্রের জুটি বোধহয় হাতে গুনে পাওযা যাবে যেখানে পুত্র পিতাকে ছাপিয়ে গেছে( অবশ্য এটা আমার ধারণা)! সবশেষে, আপনার পঠনরীতিতে আমি মুগ্ধ!!❤
Pitake to durosthan, pitar angulkeo charate perechen ki?
শতকুটি সহস্র ছালাম অজেয় বাংলা গানের সুরকার গায়ক ও রুপকার।❤❤❤
কি ভেবে এনন কথা বললেন? শচীন কর্তাকে কারও পক্ষে কখনও ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর সুর আর আর গান শুধুই তাঁর জন্য। ওনার গানের গভীরতা, আবেদন বুঝতে সক্ষম হলে জানবেন ঐ উচ্চতা কারো পক্ষে ছোঁওয়া সম্ভব নয়। অমি তৃতীয় প্রজন্ম, গভীর মনোযোগ দিয়ে শুনে বলছি। তাঁর গানগুলো ইচ্ছে মতো অমাকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আনা নেওয়া করে এক জাদুকরী মূর্ছনায়।
দুই জন নিজেদের সময় শ্রেষ্ঠ কখনো দুইজনের তুলনা করা যায় না
এত সুন্দর করে সাজিয়ে পূজোর ফুল নিবেদন করলেন , অনেক অনেক ধন্যবাদ সত্যি ই অসাধারণ নিবেদন , অনেক শুভেচ্ছা
সত্যি সত্যিই অসাধারণ এবং অনন্য এক উপস্থাপন!
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম সঙ্গীতজ্ঞ কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏
Onek Ojana Katha Jante Parlam. Jante Pere Khub Khusi O Holam.
চোখের পাতা ভিজে গেল! অনেক শ্রদ্ধা জানালাম।🙏
দারুণ, দারুণ,।
আমি প্রায় ৭০বছরের যুবক, কর্তার গান এখনো শুনলে বয়স 18 তে নেমে যায়, এনাদের জন্যই বেঁচে আছি।
আপনার বলা ও গলা দুটোই খুব ভালো। আপনি এগিয়ে যান,আমরা পাশেই আছি।
এত সুন্দর বললেন যার তুলনা গানের সুরেও পাওয়া যায় না। মানুষ শুধু গান শুনে কাঁদে না, মানুষের মুখের কথাতেও চোখের জলের বাঁধ ভেঙে যায়।
তবে পঞ্চমও ইংরাজী গান আর মাটির গান একসাথে মিশিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিলেন ভারতবর্ষের মিউজিক জগৎকে। সেটা সম্ভব হয়েছে শচীন কর্তার বকাবকি এবং পরিশেষে বাবার রক্ত। ছেলে কত দূর যাবে , ফিরতে হবে বাবার পথের ধারে যেখান মানুষ আছে তাঁর জন্য অপেক্ষা করে। নমস্কার আপনাকে। খুব বোধযুক্ত মানুষ আপনিও।
শচীন দেব বর্মন বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এভাবে, কাজী নজরুল ও শচীন দেবের সুসম্পর্ক ও নানান ঘটনা নিয়ে আলোকপাত করলে জ্ঞান পিপাসুদের ভালো লাগবে। ❤
এই একজন শিল্পী যার মৃত্যু আমার চোখে জল এনে দিয়েছিল 😢
অসাধারণ, অপূর্ব,অনবদ্য প্রতিবেদন এক শ্রেষ্ঠ গীতিকার তথা সুরকার সম্পর্কে।
অপূর্ব।বাকরুদ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা।মনে হচ্ছিল সচিনকর্তার মাথার শিয়রে পঞ্চমের সাথে আমি ও বসে আছি।এত সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বিনম্র শ্রদ্ধা জানাই শচীন কর্তার প্রতি। ভিডিওটি ভালো লেগেছে।
অসাধারণ লাগলো, অনেক অজানা কথা জানলাম। অনেক ধন্যবাদ।
আমি আলতাফ একজন বাংলাদেশী। বুদ্ধি হবার পর থেকেই শচীন দেব বর্মনের গান শুনে আসছি, অসম্ভব রকমের ভালো লাগে ওনার। সবচেয়ে ভালো লাগার গান, শোনো গো দক্ষিণ হাওয়া।
আজকের ভিডিও টি দেখে ওনার অনেক অজানা বিষয় জানতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ।
কিন্তু ওনার ফেলে আসা বাড়িটা পুড়ানোর কথা কিছু বলুন।
শচীন দেব বর্মন অন্যতম শ্রেষ্ঠ সুরকার ❤❤❤।
আমি এই সচিন কর্তার কাহিনী মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলাম,সত্যি বাংলার গর্ব ছিলেন, বিনম্র শ্রদ্ধা জানাই।
ধন্যবাদ...
খুব ভালো লাগলো। শচীন দেব বর্মন সংগীত জগতের মহা তাড়কা যার কোনো যুড়ি মিলে না।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সুর সম্রাট শচীন কর্তার প্রতি শতকোটি প্রণাম জানাই। অসাধারণ অনবদ্য ভীষণ ভীষণ ভালো লাগলো সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ রইল 🙏🌹🙏
অসাধারন!আর অসাধারন ভাষ্যপাঠ।এই মানুষটিতো শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক ছিলেন না।উনি তো সঙ্গীত জগতের মহাপুরুষ ছিলেন।আর যতটুকু জেনেছি মানুষ হিসেবেও তো উনি মহাপুরুষ তুল্য ছিলেন।
😮c😮
দারুণ। শচীন কর্তাকে প্রনাম।
দারুন বিরাট এক শিল্পীর প্রশংসা করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো। প্রণাম জানাই প্রিয় শিল্পী শচীন দেব বর্মন
কি অপূর্ব সুন্দর বিশ্লেষণ এর কোন তুলনা হয় না
আহা ! কতো অজানা তথ্য পেলাম দাদা। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ অসাধারণ, একটুও মনকে এদিক ওদিক করাতে পারিনি, একনাগাড়ে শুনলাম। প্রবাদপ্রতিম মানুষের গল্প আমার বরাবরই বড্ড লাগে
খুব খুব খুব সুন্দর। পুরানো সেই সব দিনের কথা মনে পরলে বা শুনলে চোখে জল এসে যায়। যদি বর্তমান সমাজ আর মানুষজন আগের মতো ভাবুক আর সুন্দর হতো তাহলে আজ ভারত বিশ্বের সেরা হয়ে উঠত। কিন্তু কৈ তেমন মানুষ তো আর এখন পাওয়াই যাচ্ছে না। S.D.Barman Sir কো সশ্রদ্ধ প্রণাম।
শচীন দেব বর্মন বাংলার সম্পদ তাইতো কবি বলেছেন বাংলার মুখ দেখিয়াছি আমি আর কিছুই দেখতে চাই না আমি শচীন দেব বর্মনের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা
অসাধারণ প্রতিভা ও সাধনা। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। ওরে জগৎবাসী কোনদিনও ভোলে নাই তোমায় ভোলে নাই।
খুব সুন্দর একটি তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏
অসাধারন এমন কিছু আরো শুনতে চাই,হৃদয় ভরে উঠেছে
খুব ভালো লাগলো। অজানা অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ প্রতিবেদন। সচিন দার অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ
ধন্যবাদ...
প্রতিবেদন টি সত্তিই সুন্দর ।ভালো থাকবেন
অপূর্ব প্রতিবেদন, তুলনাহীন লাগলো।
কথা গুলোর অসম্ভব মাধুর্য। মনটা স্নিগ্ধতায় ভরে গেলো। কথা গুলো শুনে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পরলো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই সুরের রাজাকে!!!
অসম্ভব মাধুর্য না লিখে,
লিখুন; অসাধারণ মাধুর্য।
অথবা
লিখুন; খুব সুন্দর মাধুর্য।
ভুলভাবে বাংলা লিখা থেকে বিরত থাকুন।
শুভ সকাল অনেক অনেক ভালো লাগা।
ভীষণ ভালো লাগলো এই তথ্য সম্বৃদ্ধ গাঁথা খানি👌👌🙏🌻
অনেক ৠদ্ধ হলাম। কৃতজ্ঞতা , শ্রদ্ধা, ভালোবাসা নিরন্তর .❤️❤️❤️ জাজাকাল্লাহু খায়রান।
এক মনে শুনছিলাম কি সুন্দর মানুষ ছিলেন আমাদের সচিন দেব বর্মন মহাশয়, খুব ছোট্ট বয়স থেকেই উনার নাম শুনে আসছি, খুব সুন্দর লাগলো এই উপস্থাপনা ❤🎉
ধন্যবাদ...
প্রথম কর্তাকে প্রণাম জানাই, দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ । সাজিয়ে প্রচার করার জন্য।
অসাধারণ উপস্থাপনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় উপস্থাপক কার সম্বন্ধে বলা হচ্ছে তা খেয়াল না করেই শব্দচয়ন করেন। এক্ষেত্রে সেটা হয়নি।এক অমর শিল্পীর স্মৃতিচারণ যথাযথ ভাবে ও মর্যাদার সাথে করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
দারুণ , অনেক কিছু জানতে পারলাম।মন ভরে গেল।🙏
অমূল্য কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম।
চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ।
প্রথমেই যানাই বিনম্র শ্রদ্ধা ও প্রনাম 🙏
ভারতীয় তথা এই দক্ষিনপূব' এশিয়ায় এমন মহান গীতিকার সুরকার গায়ক খুবই কম আছে।
আমাদের পূব'পুরুষ তথা পিতৃপুরুষের জন্মভিটা ঐ কুমিল্লায়। আমাদের পাড়ার কাছেই থাকতেন।
আর আরেকজন প্রবাদপ্রতিম আধুনিক ভারতীয় রাগ সংগীতের গুরুদেব থাকতেন আমাদের কুমিল্লার বাড়ির ঠিক পিছনেই, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। যার সুযোগ্য পুত্র, ওস্তাদ আলি আকবর খাঁ। ও তাঁর প্রধান শিষ্য পন্ডিত রবিশংকর।
সত্যই অসাধারণ, অনবদ্য উপস্থাপনা
ভাবা যায় বাংলাদেশের কুমিল্লায় এই মহান মানুষটি ছিলেন,
আমরা বাঙালি মহান মানুষদের মূল্য দিতে জানিনা।
কুমিল্লার গর্বিত সন্তান। স্যালুট জানাই তোমাকে।
অপরিসীম শ্রদ্ধা জানাই! শচীন কর্তা
ভীষন ভাল লাগল
খুব সুন্দর উপস্থাপনা আপনার। দারুণ লাগল। মাঝে মাঝে মনে হয় আমরা কি ছিলাম আর কি হয়ে চলেছি ।❤❤❤
বিনম্র শ্রদ্ধা জানাই, খুব ভালো লাগলো
চমৎকার!
মন ছুঁয়ে গেল। অজানা সব তথ্য। বিনম্র শ্রদ্ধা।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ। ❤
অনেক অনেক সুন্দর খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ।
দারুণ গুরুজী 💜🙏🏼
শ্রদ্ধা ও ভালবাসা জানাই 💞
🤍👍
এককথায় অসাধারণ অপূর্ব
খুব ভাল লাগল ৷ শচীনকর্তা আমাদের প্রাণের মধ্যে সর্বদাই বেজে ওঠেন ৷ ওনার কন্ঠ আর সুর চিরস্থায়ী স্থান লাভ করেছে ৷ আপনার এই অনুষ্ঠানের মাঝে ওনার গানের দুএক কলি থাকলে আরো ভাল লাগত ৷ এরকম ভালো কিছু পাবার আশায় রইলাম ৷
❤❤❤
খুব সুন্দর ভালো লেগেছে।
সশ্রদ্ধ প্রণাম শচীন কর্তা মহাশয় কে ৷
অসাধারণ। আরো শুনতে চাই
ধন্যবাদ...
শচীন কর্তা একজন এক ও অদ্বিতীয় ❤❤❤❤
চমৎকার বলেছেন । ধন্যবাদ আপনাকে।
বহুমুখী প্রতিভার অধিকারীকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।
গভীর শ্রদ্ধা নিবেদন এই মহান শিল্পীর জন্য 🙏🙏
জয় গুরু দারুণ রিয়াকশন দ্বারা পরিচালিত হয়েছে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ...
খুব ভালো লাগলো । অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ ।
ধন্যবাদ...
অসাধারণ পরিবেশনায় সমৃদ্ধ
ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ।
ধন্যবাদ...
খুবই ভাল প্রতিবেদন,কিছু ঘটনা নতুন জানলাম
সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ গায়ক, লেখক ও সুরোকার। সচীনদেব বর্মন তোমাকে জানাই কোটি কোটি প্রনাম।
চমৎকার বিবরণ।আপনাকে ধন্যবাদ।অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
❤বাঙালী গুনী মা নীদের প্রায় সবার ই শে কড় ঐ খানে হা য় রে মা হা য় রে মাটি কত মনি রত্নের জন্ম দিয়েছ তুমি তবু তুমায ছূতে পারিনা!❤
অসাধারণ ❤❤❤❤❤❤❤❤
বিনম্র শ্রদ্ধা, শ্রী শচীন দেব বর্মন।
khub bhalo laglo
😊 My tearful homage to the great soul of East Bengal .❤😢🙏🙏🌹
ওনার শ্রী চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💐💐💐💐💐
সুস্থ ধারার সংগীত প্রেমীদের এক হারিয়ে যাওয়া নক্ষত্রের, জীবনের গল্প শুনে কেঁপে উঠেছিল আমার হৃদয়.❤
অপুর্ব অসাধারন পর্ব ।
গান তো ভালো লাগেই। তবে গানের ভিতরে থাকা গানের গল্পটি, গান তৈরীর মানুষটির গল্প যেন গানগুলোকে আরো প্রিয় করে তোলে । ধন্যবাদ ।
প্রণাম জানাই সচিন দেব বর্মন কে ।
অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো 🙏
The worst and dad part is a singer, music composer had to tolerate insulting words from HMV business authorities while on voice test in the studio.At the end of the testing the end result was :" Yours is Nasal tone( (Naukka).That was the complement from business comunity.
শুনতে-শুনতে মনে হল সংসারে অনেক কিছু হয় মানিয়ে নিতে না পারলে, গ্লানি থেকে হয় পরাজয়
❤❤❤❤❤❤❤
Very good and pronam janai to s.d.barman,he was great 👍 thanks for your video well done ✅
দারুন❤
বিনম্র শ্রদ্ধা সবসময় প্রিয় শিল্পী শচীন দেব বর্মন
শচীন দেব বর্মণের জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা।
খুব সুন্দর করে অনেক না জানা কাহিনী শোনালেন। ধন্যবাদ।
অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপন করলেন শ্রদ্ধেয় শচীন দেব বর্মনকে। তাঁকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই।
Deep respect to the legendary musician of the subcontinent a natural soul of Bengal.🎉
🙏🙏🙏🙏 আমরা শুধু পুরনো দিনের গান বলি, আসলে পুরনো দিনের গান না, ওটাই সব সময় নতুন ।।আর এখন যে গানগুলো হচ্ছে,, এগুলোই একসময় পুরনো হয়ে যাবে, কিন্তু আগের দিনের গান গুলো সব সময় নতুনই থেকে যাবে।।
অসাধারণ আপনার উপস্থাপনা
সুন্দর উপস্থাপন
রুক্ষ মাটি যখন বৃষ্টির পথ চেয়ে
সহসা বিদ্যুৎ ঝিলিক
আকাশ কালো মেঘে যায় ছেয়ে....
এমন একজন শ্রদ্ধাস্পদ মাটির মানুষ সম্পর্কে জানবার সুযোগ হলো হঠাৎ করেই ..... পরিবেশনা টি ভালো লেগেছে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা..
Oshadharon bolar kayeda. Zotharthoo bachik shilpi. Darun shilpo bodhe sommridhoo eai vidieo.
অভিনন্দন, অসাধারণ, ❤
শচীন দেব বর্মনের মত এখনো আর কাউকে পাইনি। সশ্রদ্ধ প্রণাম জানাই ।🙏🏻
Apurbo khub bhalo laglo
Thanks...
My favorite singer,,,lov from Bangladesh ❤️🇧🇩
শচীন দেব বর্মণের সঙ্গে বাংলাদেশের স্মৃতি প্রবলভাবে জড়িত।বিশেষ করে মীরা দেব বর্মণ এর সঙ্গে তাঁর প্রেমের কাহিনীগুলো এখানে এড়িয়ে যাওয়া হয়েছে
অসাধারণ !!!