আমি 2002 এ গিয়েছিলাম।তখন Roopway এর টিকিটের দাম যতদূর মনে হয় 200 টাকা ছিল।আর এক কাপ কফির দাম 40 টাকা ছিল। খুব ভালো লেগেছিল। অপূর্ব সুন্দর দৃশ্য এখনও ভুলিনি। তোমার মাধ্যমে আবার পুরোনো দিনে ফিরে গেলাম এবং আনন্দ পেলাম।
কি অদ্ভুত!! আজকের দিনে 22 তারিখ আগের বছর আমি আউলিতেই ছিলাম। আর আজকে এক বছর পর আপনার ভিডিও দেখছি সেখানকারী। সকাল থেকেই মনটা খারাপ করছিলো কোথাও যেতে পারছিনা বলে... আমি কেবিল কার্ডের টিকিট পাইনি সকাল পাঁচটা থেকে লাইন দিয়েও শেষে চেয়ার কারে করে ৭ নম্বর পয়েন্ট পর্যন্ত গেছিলাম প্রচুর ভিড় ছিল ❤️
Khuv Khuv .. valo laglo apnar video... ami apnar vloging follow kori...!!! Amader next march plan ache -- Chopta / Tunghnath temple / Chandrosila Trek , Next Auli stay .. Chopta & Auli te thakar ki ki -- Hotel / Home-Stay .. ache kindly contact gulo share korun...!! amader sai moto planing korte hobe..!! Plz guide us ..!! Thanks in advance ..!! 😊🙏😊
নমস্কার সৌমেন্দুবাবু, আপনার channel-এর মুগ্ধ দর্শক। আমরা চার জন প্রবীন নাগরিক। ইচ্ছা আছে September-এর মাঝামাঝি হরিদ্বার হয়ে বদ্রীনাথ যাবার এবং ফেরার সময় যোশীমঠ থেকে আউলি দেখার। আপনার video দেখলাম, খুবই ভালো লাগলো। সুবিধা এবং অসুবিধার জানার জন্য আপনার সহযোগিতায় অনুরোধ করছি। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
Ami just 4 din aage auli theke ghure elam..kono snow paini..but tar bodol e ja valley theke view pelam ta Volar noy..sathe upri paona nanda devir pash theke sunrise..uff Sarajibon mone thakbe..abar phire aste chai ..love uu Auli..
স্যার তাহলে আমি স্বগ থেকে কোথায় যাবো স্বগ থেকে হিমালয় যেতে কত কিমি । হিমালয় না গেলে কোন ধাম ভালো আছে । আমি স্বগে যেতে পারবো না ।তাহলে কোথায় যাবো ।স্বগ থেকে গঙ্গা পৃথিবিতে এল ইউটুপি দেখলাম মহাকাশে স্বগে কত মাইল যাবো স্বগে থেকে কোথায় যাবো হিমালয় ,নাকি গোলক ধাম ,নাকি বৈকুন্ঠ ধাম কোথায় যাবো ।
কিছু বরফ অবশ্যই পাওয়া উচিত । রোপওয়ে তখন চলে আর হোটেল বুকিং এর ক্ষেত্রে বলতে পারি একটু এডভান্স বুকিং করে গেলে ভালো হয় জিএমভিএন এর সাইটে গিয়ে এ ব্যাপারে ডিটেলস পেয়ে যাবেন ।
@@GhurteFirte ... Joshimath bondho but .. Auli te.. by Car open ache..!! & chair lift oo open ache.. just.. Joshimath to Auli ropeway service & joshimath er.. oee ropeway lagoya jayga ta.. bondho ache..!!
Khuv Khuv .. valo laglo apnar video... ami apnar vloging follow kori...!!! Amader next march plan ache -- Chopta / Tunghnath temple / Chandrosila Trek , Next Auli stay .. Chopta & Auli te thakar ki ki -- Hotel / Home-Stay .. ache kindly contact gulo share korun...!! amader sai moto planing korte hobe..!! Plz guide us ..!! Thanks in advance ..!! 😊🙏😊
অসাধারণ নৈসর্গিক দৃশ্যর সাক্ষী থাকলাম। খুব সুন্দর জায়গা। ভালো থাকবেন দাদা ❤️🙏
শুধু দু'চোখ ভরে মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম। মনে হল বড্ড তাড়াতাড়িই শেষ হয়ে গেল। এই রকম একটা ভিডিও দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
সত্যিই বড়ই মনমুগ্ধকর
অপূর্ব!! অসাধারণ!!চোখ-মন ভরে গেল।👌👌😍😍
Khub bhalo laglo bhi .onek dhonyobad,
আপনাকে ধন্যবাদ এরকম দৃশ্য দেখানোর জন্য সাগর মাধবপুর সাউথ ২৪ পরগনা
asadharon rope way jatra, asadharon baraphabrito sringoraji, darun nicher banobhumi, sob miliye nisorger ki apurbo rup
আসলে ভাষায় প্রকাশ করা যায় না
এক কথায় অসাধারণ 👌❤️ দারুন জায়গা 👍 খুব ভালো লাগলো 👍🥰
আমি 2002 এ গিয়েছিলাম।তখন Roopway এর টিকিটের দাম যতদূর মনে হয় 200 টাকা ছিল।আর এক কাপ কফির দাম 40 টাকা ছিল।
খুব ভালো লেগেছিল। অপূর্ব সুন্দর দৃশ্য এখনও ভুলিনি। তোমার মাধ্যমে আবার পুরোনো দিনে ফিরে গেলাম এবং আনন্দ পেলাম।
দারুণ information
আমি 2003 গিয়েছিলাম, আহাঃ জীবন ধন্য
অপেক্ষা করে যা দেখলাম সেটা ভোলার নয়।এতো সুন্দর মন মুঘধকর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ।
Thanks for watching
Cc
@@GhurteFirte ¹¹4¹
অসাধারন লাগলো দাদা খুব ভালো লাগলো ভিডিওটা দেখে কিন্তু একটু ভয়ও করছিলো যখন ropway থেকে নিচের দিকে দেখাচ্ছিলেন জায়গাটা সত্যিই খুব সুন্দর।
বেশ অনেকটা ওপর
Asadharon lagche .amar ghora ei jaega .tobuo apnar ei video ta dekhe mone hocche abar chole jai .thank you bhai.
অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন।
আমি গেছি তো ।!! আমার খুব খুব ভালো লেগেছে । দ্বিতীয় সুইজারল্যান্ড ।🙏🙏🙏🙏🙏🙏🙏💙💚❣️💚🤚🤚🌷🌹❣️❣️🙏🏻🌿💚💙💚❣️
আপনার ভ্রমণ ভিডিও গুলো খুব সুন্দর। ভালো থাকবেন দাদা।
Amio gechilam October 2022 te amazing place stunning views
Ami chinsurah theke bolchi,apnar blog dekhi ar fresh oxygen pai.thank you dada.valo thakben.
তোমার কমেন্ট পেয়ে ভালো লাগলো। সঙ্গে থেকো।
Ami, hooghlytheke, dekcheekhub, valo, laglo
Thanks a ton
কত সুন্দর মনমোহা দৃশ্যে পরিপূর্ণ পবিত্র হিমালয।
Baaa khub sundor,apurbo very nice Har Har Mahadev 🙏
Khub valo laglo. Dhannobad
Opurbo.Khub bhalo laglo
Apurbo drishya.
মনো মুগ্ধকর দৃশ্য ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
খুব সুন্দর মন ভোলানো নান্দনিক পাহাড়ি পরিবেশে রোপওয়ে ভ্রমণ দেখলাম, অনেক তথ্যমূলক বিষয় জানা গেলো, ভালো থাকবেন সবাই।
Thanks for watching
খুব খুব খুব ভালো লাগলো দাদাভাই আপনার ভিডিও। অপূর্ব অপূর্ব। হয় তো কোনো একদিন যাবো বেড়াতে।
অবশ্যই যাবেন তখন যেন আমার কথা মনে পড়ে।
Osadharon laglo video ta sob mone pore galo amrao October e ei gondola korei giechilam
দারুণ
Apurbo aapnar vlog. Khub simple ebong attractive. Amar mone hoi apni bengal er best travel RUclipsr. Love from Behala 👌🙏👍
এই মেরেছে.
Darun laglo
Chaliye jaan
আপনাদের ভালোবাসায় চালিয়ে নিচ্ছি
সত্যিই অসাধারণ 2018 অক্টোবর এ আমরা গিয়েছিলাম
Darun sundor ami gechi
Dada khub valo laglo
কি অদ্ভুত!! আজকের দিনে 22 তারিখ আগের বছর আমি আউলিতেই ছিলাম। আর আজকে এক বছর পর আপনার ভিডিও দেখছি সেখানকারী। সকাল থেকেই মনটা খারাপ করছিলো কোথাও যেতে পারছিনা বলে... আমি কেবিল কার্ডের টিকিট পাইনি সকাল পাঁচটা থেকে লাইন দিয়েও শেষে চেয়ার কারে করে ৭ নম্বর পয়েন্ট পর্যন্ত গেছিলাম প্রচুর ভিড় ছিল ❤️
বলেন কি ! আপনার ডেটটাও মনে আছে? আর মিলে যাওয়াটা অবশ্যই কিছুটা অদ্ভুত
@@GhurteFirte খুব ভালো মনে আছে দাদা আপনার ভিডিওর মাধ্যমে আরও একবার ঘুরে এলাম 😀 সুন্দর একটি ভিডিও দেখানোর জন্য অনেক ধন্যবাদ ❤️
অসাধারণ লাগলো দাদা ❤️❤️ খুব ভালো লাগে আপনার ভিডিও
Thanks a ton
Khub sundor lagche
আপনার এই ব্লগ টা দারুন লাগছে। তবে হরশিলের ওপর একটা ব্লগ করলে আরো ভালো হতো।
বাংলাদেশের শরীয়তপুর জেলা থেকে দেখছি । পূকৃতির অপরুপ সৌন্দর্য আর মেঘ পাহাড়ের মিতালী অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ নয়ন জুড়িয়ে যায় ।
😭 x
Khuv Khuv .. valo laglo apnar video... ami apnar vloging follow kori...!!! Amader next march plan ache -- Chopta / Tunghnath temple / Chandrosila Trek , Next Auli stay ..
Chopta & Auli te thakar ki ki -- Hotel / Home-Stay .. ache kindly contact gulo share korun...!!
amader sai moto planing korte hobe..!!
Plz guide us ..!! Thanks in advance ..!! 😊🙏😊
Total video দেবো
দাদা সবকটা পর্বই মনোগ্রাহী । মন ভরে গেল । তবুও মন মানতে চাইছে না । এক কথাই অনবদ্য । আমার চোখে তুমি বেস্ট বাঙালি ইউটিউবার ♥️♥️♥️😍😍😍☺️☺️☺️
আসলে অনেকেই ভালো ভিডিও বানায় তাদের মতো আমিও চেষ্টা করে যাচ্ছি
আপনার ভিডিও গুলো খুব সুন্দর লাগে দাদা।
সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ
Fantastic ,Thank you very much
2020 after lock down ghurte giachilam. Satty Sundar.
দারুণ
অসাধারণ দাদা সত্যি সর্গ।
Khub valo laglo dada video ta,sitkale auli akdom white hoye jay
একদম সঠিক
নমস্কার সৌমেন্দুবাবু, আপনার channel-এর মুগ্ধ দর্শক। আমরা চার জন প্রবীন নাগরিক। ইচ্ছা আছে September-এর মাঝামাঝি হরিদ্বার হয়ে বদ্রীনাথ যাবার এবং ফেরার সময় যোশীমঠ থেকে আউলি দেখার। আপনার video দেখলাম, খুবই ভালো লাগলো। সুবিধা এবং অসুবিধার জানার জন্য আপনার সহযোগিতায় অনুরোধ করছি। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
কবে যাচ্ছেন!
Darun 🙏🙏
Thanda nei nki soyatar nei j
Darun enjoy korlam
এটি অতুলনীয় হয়েছে যা আমি এটি না দেখে জানতে পারতাম না, এটি সত্যিই দুর্দান্ত ছিল।
আসলে আমাদের ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেগুলো অনেকের কাছেই এখনো অনাস্বাদিত
Bohut sundar
OOO somu jeno mone hochhe swarge ese gelam .mahadeb jeno hi bolben ..tomar sathe barate berie kije anondo pai ..tomar galpo sunte sunte Mohit hoe jai..apurbo prokriti.khub bhalo theko sabdhane theko.eto anondo debar jonno anek dhonnobad tomake...ektu besi samoe dakha jaena?mane videota jodi r ektu baro hoto aro bhalo lagto ..ami ekhono dekhchi
আপনার অনুরোধ রাখার চেষ্টা করব । তবে ভালো জিনিস বেশিক্ষণ স্থায়ী হয় না।
Thanks
Darun dekhalen auli.. amader jawa hoyni...khub sundar views ropeway theke pelam... ropeway r box dekhe kolkata r minibus mone holo...darun...joshimath er narasingha temple giyechilam..khub sundar choto khato temple ta... ekdom jeno para r mandir...amra bikele jakhan gechilam takhan ashe pashe r bari r bacchara chatal tay khelchilo
এখন পুরো পাল্টে গেছে
Aapni kon samay giyechiken. Auli te thakar jonyo je jaiga gulo aache sei sambondhe ektu jante paarle khub bhalo hoi.
এখানে থাকার জায়গা অবশ্যই আছে । তবে আমি আউলি থাকেনি বলে আমার পার্সোনাল রেকমেন্ডেশন আমি করতে পারবো না আর আমি গিয়েছিলাম অক্টোবর মাসে ।
দারুণ লাগল।
সুন্দর উপস্থাপনা,দৃশ্য অতীব সুন্দর।
তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগল না।
কেনো এরকম লাগলো আমকে দেখতে হবে ।
Just one word
Excellent 👍
Hope fr this travel by me in my next life
Ameen
🤞
Thank you so much for your help 🙏
Always welcome
Video dekhar agei protibarer moto like dilam. Amar putro apnar moto akjon manusher theke comment peye apluto. Ami o amar husband apnake onek shubhechga janai. Apni je ato byastotar modhhye amar anurodh ti rekhechen etai amar kache anek. Apni akjon khub bhalo manush. Aro egie jan dada. 🙏🌼
হা ... হা ...এত ভালো বলবেন না ..... আমি একজন সাধারণ মানুষ । সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ
@@GhurteFirte bhalo ke to bhalo boltei hobe. Sankhya ta je kromosho komche..
Wonderful ! Mountain ⛰ is very 👍 to me. Thank you very much.
Thank you too
Khub valo laglo
প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই কিন্তু স্বর্গের পথ তো কত্তো দুরে ---!😄😄😁😁😁🇧🇩🇧🇩❓❓
শুরুটা ওখানেই
Very nice Dada very nice 👍👌👍👌👍👌
Many many thanks
ভালো লাগল দাদা৷
দারুণ লাগলো দাদা 🙋♂️
Exclusive জায়গা
Thank sir ☺️ I love your voice 💖
Stay tuned
খুব সুন্দর দাদা
We are visited these place 2018 May month.view is ossom .
বাও। 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
অসাধারণ ❤👍
বিমান বাঁশ পৃথিবীতে একটাই আছে যে রোজ সকালে মাঠে যায়... ঠিক বললাম তো !
Ekdom👍
Mesmerising 👌👌
Ami just 4 din aage auli theke ghure elam..kono snow paini..but tar bodol e ja valley theke view pelam ta Volar noy..sathe upri paona nanda devir pash theke sunrise..uff Sarajibon mone thakbe..abar phire aste chai ..love uu Auli..
পুরোপুরি একমত আর এই ভিডিও সেই কথাই বলছে
Wow! Thanks a lot for making me visit the heaven. ❤️ Stress released. 🌹🌻🌱
Enjoy!
Apni kon month te auli giyechilen??
Oct
আহা কি দেখিলাম। জন্ম জন্মাতরেও ভুলিব না।
জন্মান্তরেও
Apurba bolleo kom bola hbe, ekta request apni kon date ba time e ghurchen seta ektu bolle vlo hoi
Oct
Thank you so much sir 🙏
Most welcome
স্যার তাহলে আমি স্বগ থেকে কোথায় যাবো স্বগ থেকে হিমালয় যেতে কত কিমি । হিমালয় না গেলে কোন ধাম ভালো আছে ।
আমি স্বগে যেতে পারবো না ।তাহলে
কোথায় যাবো ।স্বগ থেকে গঙ্গা পৃথিবিতে এল ইউটুপি দেখলাম মহাকাশে স্বগে কত মাইল যাবো স্বগে থেকে কোথায় যাবো হিমালয় ,নাকি গোলক ধাম ,নাকি বৈকুন্ঠ ধাম কোথায় যাবো ।
আমি 2019 এ গিয়েছিলাম।আপনারা বুগিয়ালে তো গেলেন না।আমরা বরফে ট্রেকিং করেছিলাম বুগিয়ালে।ওপরে একটি মন্দিরও আছে।খুব সুন্দর জায়গা
ঠিক বলেছেন
Fine dada
AK jaygar video ktodin hoba
আসলে জায়গাগুলোর ভৌগোলিক অবস্থান এক হলেও আলাদা আলাদা দৃশ্যপট জায়গাগুলোকে অসাধারণ করে তুলেছে। সঙ্গে থাকুন, নতুন জায়গা নিয়ে আসব
@@GhurteFirte ok
২০০৭ ঘুরে এসেছি আউলি।হা ২২মিনিট লাগে। যখন উঠছিলাম ভীষণ ভয় করছিল। তখন টিকিট মূল্য ছিল 400 টাকা জন প্রতি।
দারুণ দারুণ
দেওয়ালীৱ পৱেৱ দিন থেকে akshoy titiya অবধি চাৱ ধামেৱ সব কটি মনদিৱ থেকে ঠাকুৱকে নামিয়ে আনা হয় gangotri yamontriৱ শীতকালীন পুজো কোথায় হয় কেউ কি জানাবেন
আমরা আগামী এপ্রিলে যাব।তখন বরফ থাকবে?আর সেই সময় রোপ ওয়ে চলবে? ঐ সময়ে ওখানে থাকার ইচ্ছা আছে হোটেল পাব?
কিছু বরফ অবশ্যই পাওয়া উচিত । রোপওয়ে তখন চলে আর হোটেল বুকিং এর ক্ষেত্রে বলতে পারি একটু এডভান্স বুকিং করে গেলে ভালো হয় জিএমভিএন এর সাইটে গিয়ে এ ব্যাপারে ডিটেলস পেয়ে যাবেন ।
অসংখ্য ভালবাসা রইলো Sohamvlog এর পক্ষ থেকে
এগিয়ে চলুন
Apurboo
Thanks a lot.
Most welcome!
Bahhhh thanks 👍
You’re welcome 😊
Heavenly video
খুব ভালো দেখলাম, ভাই।এ জীবনে ওসব জায়গায় কোনদিন যাওয়া হবে না। ভিডিও র মাধ্যমে অনেকখানি উপভোগ তো করা গেল।
চেষ্টা করলাম
Excellent.
Many thanks!
Har Har Mahadeb ❤️🙏🌻
কি জিনিষ দেখালে দাদা মন ও চোখ ২ টই শান্তি পেল
Wonderful
পৃথিবীর সকল সৌন্দর্য আল্লাহ একটু করেঃ হলেও মহান আল্লাহ ভারতকে দান করেছেন
ভগবান সবাইকে একটু একটু করে দিয়েছেন কাউকেই পুরোটা দেননি
অপূর্ব।
Fantastic
দাদা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।এই যাত্রায় আপনি কোন কোন জায়গা ঘুরলেন ?যদি পর পর বলেন আমরা অনেক উপকৃত হব।
ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আসুন । সমস্ত ঘোরার জায়গাগুলোর লিংক দেওয়া রয়েছে ।
আমি আউলিতে রোপওয়েতে গিয়েছিলাম
2007 সালে 400/টাকা টিকিট মূল্য ছিল
ওপরের ভিউ ছিল দুর্দান্ত।
Auli te.. thakar জায়গা ki ki আছে??
Jashimath er jonno ropeway বন্ধ আছে..
By Car গেলে কোথায় কোথায় থাকার জায়গা আছে.. contact number share korun plz..
এখন ওই জায়গাটা পুরোটাই বন্ধ । আমি হয়তো কোন হোটেল নাম্বার দিলাম দেখা যাবে সেটা ভাঙা হচ্ছে। সেজন্য কোন নাম্বার দিতে পারলাম না
@@GhurteFirte ... Joshimath bondho but .. Auli te.. by Car open ache..!! & chair lift oo open ache.. just.. Joshimath to Auli ropeway service & joshimath er.. oee ropeway lagoya jayga ta.. bondho ache..!!
Khuv Khuv .. valo laglo apnar video... ami apnar vloging follow kori...!!! Amader next march plan ache -- Chopta / Tunghnath temple / Chandrosila Trek , Next Auli stay ..
Chopta & Auli te thakar ki ki -- Hotel / Home-Stay .. ache kindly contact gulo share korun...!!
amader sai moto planing korte hobe..!!
Plz guide us ..!! Thanks in advance ..!! 😊🙏😊
আগের লেখাটি ভূল হয়েছে
আমি আলোতে রিপোর্টে গিয়েছিলাম
দুর্দান্ত ভিউ ওপরের
ওপরের লেখাটি ভূল হয়েছ
Ami chepeci apurbo